EP 5 | সমুদ্রের মাঝে ভুতুরে শহর ধনুষ্কোটি | Adam's Bridge | Rameshwaram Sightseeing | Pamban Bridge

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @susmitarakshit7071
    @susmitarakshit7071 11 месяцев назад +25

    বাহ্ বেড়াতে বেড়াতে geomorphology ও পড়া হয়ে গেলো।আপনার ব্লগ এই জন্য এতো ভালো লাগে।জানার পরিধির বিস্তার যেমন হয় তেমনি দেখার আগ্রহও বাড়িয়ে তোলে।

  • @sampadas7861
    @sampadas7861 11 месяцев назад +13

    খুব সুন্দর করে স্পিট আর টম্বলো ব্যাখ্যা করলেন। সাথে অসাধারণ ভিডিওগ্রাফির মাধ্যমে ভুতত্ব ও ভূমিরূপ দেখতে পেলাম। এতো সুন্দর ব্যাখ্যা কোনো ভিডিওতে কেউ দেয় না। খুব ভালো লাগলো। 🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      Thank you ❤️

    • @manalimukherjeechakraborty5873
      @manalimukherjeechakraborty5873 11 месяцев назад

      dada to asole e Geography r sir .. tai to eto sundar kore amader bojhan ..

    • @sampadas7861
      @sampadas7861 11 месяцев назад

      @@manalimukherjeechakraborty5873 bah khub valo to tahole. Amio geography teacher, tobe anindya sir er geography description er sathe history description khub valo lage.

  • @arunashishghosh-n8c
    @arunashishghosh-n8c 11 месяцев назад +8

    আপনি একাধারে যেমন সুন্দর একজন পর্যটক তেমন একজন খুব সুন্দর guide । ধন্যবাদ আপনাকে প্রভু আপনার সকলের এবং সমগ্র বিশ্বের সবার মঙ্গল করুন।

  • @tapashiguha7278
    @tapashiguha7278 4 месяца назад +1

    আপনার vlog দারুন লেগেছে। অনেক সমৃদ্ধ হোলাম। আপনার ইন্দর ও উজ্জয়িনী ভ্রমণ গাইড দেখে খুব উপকৃত হোয়েছি। ধন্যবাদ।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 11 месяцев назад +3

    আবার অতি অসাধারণ একটি প্রতিবেদন দেখলাম আজ। এত ভাল দৃশ্যায়ন এর সাথে সাথে এত ভাল ব্যখ্যা অনিন্দ্য বাবুর পক্ষেই সম্ভব । প্রতিটি স্থান এত বিশদ ভাবে বুঝিয়ে দেওয়া আপনার শিক্ষকতা র অসাধারণ দিক নিদর্শন করে । খুব আনন্দ পেলাম । পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @MoumitaBanerjee-ot2zw
    @MoumitaBanerjee-ot2zw 5 месяцев назад +2

    কাকু, আপনি সেরা ব্লগার। কাকিমা আমাদের মত যারা ৩০ ছুঁয়েছি, তাদের অনুপ্রেরণা। খুব ভাল থাকবেন। যদি কোথাও কোনোদিন দেখা হয়, খুব ভাল লাগবে। 🙏🙏

  • @baribratbiswas2510
    @baribratbiswas2510 11 месяцев назад

    অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।

  • @bikashkumarbiswas2970
    @bikashkumarbiswas2970 11 месяцев назад +1

    খুবই ভালো লাগলো পরবর্তীতে যে জায়গাগুলি নতুন করে হয়েছে যেমন স্যার আব্দুল কালামের জন্মভিটা ও গ্যালারি এইগুলি সহ আরো সবকিছু ভালো লাগলো

  • @sannitipathak4873
    @sannitipathak4873 11 месяцев назад +3

    ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে আপনি একটি বই লিখুন দাদা। অসাধারণ বর্ণনা আপনার। সাধুবাদ জানাই।

  • @diptimukherjee5218
    @diptimukherjee5218 4 месяца назад

    আপনার দক্ষিণ ভারতের সব জায়গার ভিডিও অসাধারণ। আপনি এত সুন্দর ভাবে জায়গা সম্বন্ধে বুঝিয়ে দেন,যা আরো ভালো লাগে

  • @ParnaSinha-po3eo
    @ParnaSinha-po3eo 11 месяцев назад +2

    Aaj toh shonay sohaga hoye gelo... ek sathey Darjeeling, Coochbehar aar Rameshwaram dekhlam. Once again realised how vast and diverse our country truly is. It truly is INCREDIBLE INDIA.❤❤

  • @NityanandaKarmakar-hg2yg
    @NityanandaKarmakar-hg2yg 2 месяца назад

    খুবই ভালো। তুলনা হয়না।

  • @debatumpa
    @debatumpa 11 месяцев назад +1

    ইতিহাস, ভূগোল মিলিয়ে জমজমাট পর্ব, খুব ভালো লাগলো। বিশেষ করে রাম সেতু সম্পর্কে জিওলজিক্যাল ব্যাখ্যা টা।

  • @ShimaGhosh-rd4yz
    @ShimaGhosh-rd4yz 5 месяцев назад +1

    খুব ভালো লাগলো। আমরা ও যাব।

  • @kailashtewari7178
    @kailashtewari7178 11 месяцев назад +1

    দাদা, আমি এই ভিডিওটির জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। আমার একটু রামেশবরমের ভ্রমনের জরুরী তথ্য জানা দরকার ছিলো।আমি আগামী মার্চ/২৪ তারিখে যাব।রামেশবরমে শ্রীরামের আশির্বাদ নিয়ে অযোধ্যার যাব, শ্রী রামকে দর্শন করতে। এটাই আমার ইছা।

  • @umabanerjee1079
    @umabanerjee1079 12 дней назад

    Khub sundar apnar vidio

  • @mondiraghoshgolpo
    @mondiraghoshgolpo 11 месяцев назад +1

    This is one of the most underrated travel vlogging channels. Amazing presentation.🌸

  • @tapajamitra
    @tapajamitra 2 месяца назад

    Excellent vlog
    Jabo okhane

  • @SuparnaChatterjee-v3d
    @SuparnaChatterjee-v3d 11 месяцев назад +1

    Happy new year khub khub bhalo laglo sobai bhalo thakben

  • @arindam2024
    @arindam2024 11 месяцев назад

    অনেক কিছু জানতে পারলাম............... সত্যিই ভালো লাগল এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরের বার নতুন কিছু দেখা জন্য আশা রইল ❤❤

  • @sumitakole3944
    @sumitakole3944 11 месяцев назад

    শুধু যে ভ্রমণ হল তাই নয় ভারতের ভৌগলিক ইতিহাস ও জানলাম অনেক। খুব ভালো লাগলো।

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 11 месяцев назад +1

    অসাধারণ উপহার দিলেন মন ছুঁয়ে গেল, এরকম ভাবেই আমাদের সাউথ ইন্ডিয়া দেখান তার জন্য ভিডিও বেশী বা বড় হলেও আমরা সানন্দে দেখবো কথা দিলাম

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад +1

      অসংখ্য ধন্যবাদ জানাই 🙏

  • @anitabiswas5662
    @anitabiswas5662 11 месяцев назад

    Sagar r mahasagar er ei jaiga ta amr oo khub valo laglo . Ta chara puro vlog tai valo legeche , kintu oi nil somurdor dekte darun lagchilo .

  • @Rumpa_bhowmik
    @Rumpa_bhowmik Месяц назад

    খুব ভালো লাগলো❤

  • @pranabgd4040
    @pranabgd4040 4 месяца назад

    Excellent... very informative 👌👌👌

  • @sutapabanerjee3247
    @sutapabanerjee3247 Месяц назад

    Osadharon laglo

  • @sipraroy6128
    @sipraroy6128 5 месяцев назад

    খুবই ভালো লাগলো।।

  • @pinkimallick7839
    @pinkimallick7839 11 месяцев назад

    অসম্ভব সুন্দর একটি ভিডিও দেখলাম, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে রামেশ্বরম ঘোরানোর জন্য।

  • @ArundhatiBhowmik
    @ArundhatiBhowmik 11 месяцев назад

    Ki asadharon deklam tomar vlog ato bhalo lage jamon photography temon tomar kothya khub khub bhalo laglo❤❤❤

  • @kalpanaghosh1418
    @kalpanaghosh1418 7 месяцев назад

    Khub valo laglo

  • @dilipghosh3222
    @dilipghosh3222 11 месяцев назад

    এই ভিডিও অপূর্ব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে

  • @manishbaruah5574
    @manishbaruah5574 11 месяцев назад

    Ashadharon. Informative ekti episode. Dhonnobad.

  • @rajakundu4614
    @rajakundu4614 11 месяцев назад

    What a beautiful narration. Just OSADHARON.

  • @madhabibanerjee8162
    @madhabibanerjee8162 11 месяцев назад

    দারুণ লাগল। যেমন দৃশ্য তেমনি বর্ণনা।

  • @abhijit12312
    @abhijit12312 11 месяцев назад

    দুর্দান্ত ভিডিও।এখানে যাচ্ছি ফেব্রুয়ারি তে।অনেক উপকৃত হলাম🙏

  • @sujitkumardas9288
    @sujitkumardas9288 10 месяцев назад

    খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, দেখে এবং বর্ণনা শুনে খুবই ভালো লাগল।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 11 месяцев назад

    ভীষণ ভালো লাগলো। এত সুন্দর ব্যখ্যা মন দিয়ে শুনতেই হয় । ধন্যবাদ ভাল থাকবেন।❤❤❤

  • @prosantabanerjee4612
    @prosantabanerjee4612 11 месяцев назад

    অসাধারণ ভিডিওগ্রাফি ও উপস্থাপনা। প্রশংসার কোনো ভাষা নেই। এককথায় অনবদ্য।

  • @bansarinag2429
    @bansarinag2429 11 месяцев назад

    খুবই সুন্দর vlog হয়েছে, কিছু বলার নয়। অনেক অনেক ধন্যবাদ, পরের vlogএর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

  • @mukulshanto5576
    @mukulshanto5576 11 месяцев назад

    Apnader sogulo video khub sudor, jhokjhokay video, clear sound, apnar ar bubu dir esposto uccharon, chomatkar upostapana sob meleya ak koyhay amar motay best travelogue in bengali

  • @parthaganguly1239
    @parthaganguly1239 11 месяцев назад

    আপনার প্রতিবেদনের বিশ্লষণ খুবই সুন্দর । ধন্যবাদ আপনাদের আমাদের খুব ভালো লাগল ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 11 месяцев назад

    Khub bhalo laglo.Apner narration ato sundor je jaiga ta ke bhison bhane dekha r chena hoye jai.Somudre r made rasta asadharon. Bhalo thakben

  • @snigdhamitra2968
    @snigdhamitra2968 11 месяцев назад

    Khub khub valo o sunder laglo

  • @sarbaniganguli9490
    @sarbaniganguli9490 5 месяцев назад

    খুব ভাল লাগল আপনার ব্লগ

  • @prabirbiswas7694
    @prabirbiswas7694 11 месяцев назад

    Anninyada apurba dekhlam ramesawaram.ki sundar samudra.sir kalam saheber janmasthan o dari
    .satayai dhanna holam khub sundar vlog.thank you so much.samudrer majkhane kuote mishti jal bhaba jaina.

  • @uditaraychaudhuri5017
    @uditaraychaudhuri5017 11 месяцев назад

    Durdanto ekta episode. Osadharon presentation. Obosso presentation apnar r boudir sobsomoy i khub sundor. Anindya da evabe likhe thik bojhano jabe na thik kotota valo laglo

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য 🙏

  • @dbikash07
    @dbikash07 11 месяцев назад

    Khub valo laglo, ami anek bochhor aage giyechilam, ekhon dekhlam anek palte geche...

  • @diptimukherjee5218
    @diptimukherjee5218 4 месяца назад

    আমি ও যাব। আপনার দক্ষিণ ভারতের ভিডিও অসাধারণ ।👍👍👍👍

  • @niveditabanerjee8918
    @niveditabanerjee8918 11 месяцев назад

    বেশ ভাল লাগলো। এটা dyakha হয়নি। আপনার জিওগ্রাফিকাল অ্যানালাইসিস ম্যাপের সাহায্যে কীকরে শ্রীলঙ্কা আর রামেশ্বরম যুক্ত এগুলির তথ্য পেয়ে সমৃদ্ধ হলাম।

  • @somachakraborty887
    @somachakraborty887 11 месяцев назад

    অপূর্ব সুন্দর লাগলো পুরো ভিডিও টি। খুব ইচ্ছে আছে রামেশ্বরম যাওয়ার। জানি না কবে যাবো। আপাতত এটা দেখেই আশ মেটালাম 😊

  • @pranatihaldar1482
    @pranatihaldar1482 11 месяцев назад

    আপনার ভিডিও দেখে আমার রামেশ্বর কথা ও দিন গুলো মনে পড়লো খুব ভালো লাগলো। ভালো থাকবেন

  • @SmitaSarkar
    @SmitaSarkar Месяц назад

    Darun laglo ❤

  • @tapasimukherjee296
    @tapasimukherjee296 11 месяцев назад

    Khub sundor laglo❤❤ khubi valo

  • @mitabhaumik9695
    @mitabhaumik9695 11 месяцев назад

    Beautiful Rameswaram and very timely presentation just two weeks before the Ayodhya Ram Mandir inauguration.

  • @pueroy1771
    @pueroy1771 11 месяцев назад

    Apnar video dakte aktu deri holo...khub sundor...mone pore gelo nijeder ghorar koth

  • @ushashreenandinandi948
    @ushashreenandinandi948 11 месяцев назад

    খুবই ভালো লাগছে আপনার ভিডিও দেখে।

  • @bhaskarnayek2881
    @bhaskarnayek2881 11 месяцев назад

    As usual er ekta well informative nicely narrated vlog.... khub bhalo laglo

  • @sipradebnath2635
    @sipradebnath2635 6 месяцев назад

    খুব ভালো লাগলো👍👍।

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 11 месяцев назад

    Khub khub khub valo laglo Rameswaram❤

  • @dipanjan82
    @dipanjan82 11 месяцев назад

    Excellent Scientific Analysis Of Adam’s Bridge

  • @AnjanRoy-iw2df
    @AnjanRoy-iw2df 5 месяцев назад

    VERY NICE VIDEO... THANKS A LOT. 👍👍👍👍❤❤❤❤

  • @jayantichakraborty5105
    @jayantichakraborty5105 11 месяцев назад

    Khubb bhalo laglo jaygati

  • @BarnaliMukherjee-ii9in
    @BarnaliMukherjee-ii9in 11 месяцев назад

    khub bhalo laglo ....jabar to khub e echhe ....jani na baba kobe darshon deben

  • @ramadas5161
    @ramadas5161 11 месяцев назад

    Ei video ta khub valo laglo, jete to parbo na ,ei video dekhe i iccha puron holo

  • @manasdas4983
    @manasdas4983 11 месяцев назад

    এই ব্লগের সাউন্ড এফেক্টটা কেন জানিনা দূর্ধস্য লাগছে।
    পুরো বর্ণনা টা মনে গেঁথে গেল। ধন্য সেই সকল ছাত্রছাত্রীরা যারা আপনার সংস্পর্শে আসে।
    বৌদির লুক টা বেশ সাউথ ইন্ডিয়ান। মাথায় ফুল থাকলে আরো অসাধারণ মানাতো।
    বছরের প্রথম ব্লগেই বাজি মাত।
    খুব ভালো হয়েছে। ফটোগ্রফী দূর্দান্ত। সব মিলে একেবারে ফাটাফাটি।
    নুতন বছরে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ভালো থাকবেন দুজনে।
    নমস্কার..... শান্তিনিকেতন থেকে 🍀🙏🌿💐💐💐.

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 11 месяцев назад

    Osadharon video👍👍👍

  • @swarnadipdey4316
    @swarnadipdey4316 11 месяцев назад

    ভিডিও তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম । বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর । আব্দুল কালাম Sir এর বাড়ী সাথে সংগ্রহশালা ও মিউজিয়াম অবশ্য দ্রষ্টব্য স্থান

  • @alokebandyopadhyay6048
    @alokebandyopadhyay6048 11 месяцев назад

    অসম্ভব সুন্দর বর্ণনা, ভিডিও সবকিছুই। আপনার ভিডিও দেখতে বাধ্য করায়।

  • @TheAkc
    @TheAkc 11 месяцев назад

    ভীষণ ভীষণ ভালো লাগলো।

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 11 месяцев назад

    খুব সুন্দর উপস্থাপনা অসাধারণ...

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 11 месяцев назад

    অসাধারণ রামেশ্বরম খুব সুন্দর আপনার কথা বলার ধরন।

  • @niladryranjandas132
    @niladryranjandas132 11 месяцев назад

    ভগবান শ্রী রামের উপর সম্পূর্ণ ভক্তি রেখেই বলছি, রাম শিলা কিন্তু আর্কিমিডিস এর সূত্র মেনেই জলে ভাসে, আসলে শিলার গায়ে অসংখ্য ছিদ্র আছে, বিস্ময় এটাই যে এই শিলা কি করে এখানে এলো, আজ থেকে বছর কুড়ি আগে এই জায়গা গুলু দেখে এসেছি এক কথায় অসাধারণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও পোস্ট করার জন্য
    বিজ্ঞান সবসময় সত্যের অন্বেষণ করে আর সত্যই ঈশ্বর🙏🙏🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      একমত 👍 অনেক ধন্যবাদ 🙏

  • @nandanaray7986
    @nandanaray7986 11 месяцев назад

    অপূর্ব সুন্দর সব দৃশ্য খুবই ভালো লাগলো দাদা।

  • @swagatamukherjee6070
    @swagatamukherjee6070 11 месяцев назад

    ভীষন ভীষণ ভালো লাগলো। আমরা গেছিলাম 2016 তে। আপনার ভিডিও দেখে দ্বিতীয় বার দেখার স্বাদ পেলাম। বান গঙ্গা দেখা হয়নি আমাদের। Next বার গেলে অবশ্যই যাবো শ্রী রামচন্দ্রের এই অবিস্মরণীয় মহিমা আর পত্নিপ্রেমের নিদর্শন দেখতে। আপনাকে ধন্যবাদ আর বৌদি কেও। 💐

  • @papiamukherjee1993
    @papiamukherjee1993 2 месяца назад

    Apurbo asadharan

  • @pradipkumarghosh6687
    @pradipkumarghosh6687 11 месяцев назад

    আপনার ব্লগটি সত্যি অসাধারণ ভালো লাগলো।

  • @prodipmondal7851
    @prodipmondal7851 11 месяцев назад

    Khub sundar Ramesaram dekiyachen.

  • @goutamdas5571
    @goutamdas5571 8 дней назад

    Awesome presentation.

  • @jayatidas4098
    @jayatidas4098 11 месяцев назад

    Ramesh waram, specially Abdul Kalam museum,Baan Ganga dekhe mon bhore galo.ei video dekhe onek notun knowledge pelam.thanks to both of you ❤️

  • @arnysbox
    @arnysbox 11 месяцев назад

    Khub sundor laglo video ta. Last 1995 e College excursion e Rameshwaram, Dhanuskodi gechhilam. Tokhon Pamban bridge tai main communication mode chhilo. Onektai bodle gecche tao nostalgia ta fire pelam. Thank you 😊

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 11 месяцев назад

    asadharon Bangoposagor o Bharot Mohasagorer sangom, ki apurbo joler shobha, sundar Pamban setu bistirno jalorashi opor surjer dipti

  • @RatneshBatabyal
    @RatneshBatabyal 11 месяцев назад

    Darun Anindyababu ekdom chabir moto Jano ghara bosai rameshwaram dikchi

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 11 месяцев назад

    খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤

  • @KRISHNAMITRA-bv5ui
    @KRISHNAMITRA-bv5ui 11 месяцев назад

    দারুণ দারুণ লাগল

  • @dikshabiswas9534
    @dikshabiswas9534 16 дней назад

    Chokh juriye gelo mone hoy apnader sathe amrao ghurchi

  • @saswatibandyopadhyay4044
    @saswatibandyopadhyay4044 11 месяцев назад

    খুব ভালো লাগলো। কুমায়ুনে র থেকে ফেরার পথে ট্রেনে দেখা হলো আপনাদের সাথে। খুব আনন্দ পেয়েছিলাম

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      আমাদেরও খুব ভালো লেগেছিল । আপনারা ভালো থাকবেন 🌹

  • @RatnaChatterjee-jf1ws
    @RatnaChatterjee-jf1ws 6 месяцев назад

    খুবই সুন্দর

  • @arunavamaju
    @arunavamaju 11 месяцев назад

    Very good. Narrated nicely..well informative...

  • @RoamingWithDipankar
    @RoamingWithDipankar 11 месяцев назад

    The USP of your all Vlogs is your Smile and the simplicity of your presentation. I am really became a great Fan of you both.

  • @pradipbasak940
    @pradipbasak940 11 месяцев назад

    Darun laglo dada/didi

  • @pradipkumarbanik2905
    @pradipkumarbanik2905 4 месяца назад

    Apurbooo...

  • @sudiptabhattacharjee1641
    @sudiptabhattacharjee1641 11 месяцев назад

    Last 2din dhore dekhchi,,Darun lagche ei series👌👌ato sundor kore apni sob kichu bujhiye bolen sudhu mone hoy sunei jai..porer porber opekhai roilam..valo thakben🥰🙋🏻‍♂️

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @sudeepghosh8752
    @sudeepghosh8752 11 месяцев назад

    Apurbo sundor Anoboddyo Poribesona er saathe Geographical terms o kicchu sekha holo..
    Thanks a lot Kaku and Kakima!!!
    ❤❤❤

  • @worldofsaptarshi
    @worldofsaptarshi 11 месяцев назад +2

    Osadharon arekti uposthapona❤ Reminds me of 2011 ❣️ Rameswaram - a place where nature blends with spirituality... The colours of the waters are simply mesmerizing!

  • @soumyakumar3790
    @soumyakumar3790 10 месяцев назад

    দাদা বেড়ানোর সাথে সাথে একটু পড়াশোনা টাও হলো । সত্যিই এত কিছু জানা ছিল না । বেস্ট বেস্ট লাগলো ❤❤❤

  • @shibanibiswas217
    @shibanibiswas217 8 месяцев назад

    আজ রামনবমী.. আজই দেখলাম রামেশ্বরমের দ্বিতীয় পর্ব❤
    আজ যা দেখলাম ভিডিওতে তার চেয়ে বেশি জানলাম, দাদাভাইয়ের অপরিসীম জ্ঞানে সমৃদ্ধ হলাম❤কী অসাধারণ ভাবে তুলে ধরলেন এখানকার ভৌগোলিক বৈশিষ্ট,স্পিট, টম্বলো,অন্তরীপ, ভিডিওগ্রাফির সাহায্যে দেখালেন ভূমিরূপ, কীভাবে শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত এবং তারসঙ্গে মাইথোলজি… উফ্! আপনার জ্ঞানের পরিধি এবং বাচনভঙ্গি সত্যিই অসাধারণ … প্রণাম নেবেন দাদাভাই আর আমাদের এভাবেই সমৃদ্ধ করবেন আপনার অনবদ্য ভ্রমণ ভিডিওর দ্বারা❤
    আপনাদের সঙ্গে ঘুরে নিলাম রামপাদম,বিভীষণ মন্দির,রামসীতা মন্দির,রামকুন্ড,রামতীর্থম,সীতাকুন্ড,লক্ষ্মণ কুন্ড,পঞ্চমুখী হনুমান মন্দির,কালাম হাউস, এ পি জে আব্দুল কালাম মেমোরিয়াল,বৌদিভাইয়ের তোলা ডলফিন,ধনুষ্কোটি… এক নিঃসীম প্রাকৃতিক বিপর্যয়ের চিহ্ন বহন করছে, সেখান থেকে বঙ্গোপসাগর , মান্নান উপসাগরের জলের ভিন্ন রঙ , নীল আকাশ , সমুদ্র, বাণ গঙ্গা সবমিলিয়ে অসাধারণ একটি ভিডিও পরিবেশন করলেন দাদাভাই ও বৌদিভাই❤
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম আপনাদের … খুব ভালো থাকবেন আপনারা ❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  8 месяцев назад +1

      অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই 🌹❤️

  • @swapnadutta313
    @swapnadutta313 11 месяцев назад

    Khub vaalo laglo.❤

  • @sampabiswas7093
    @sampabiswas7093 11 месяцев назад

    Darun video dada as usual.

  • @barindraghosh608
    @barindraghosh608 11 месяцев назад

    খুব খুব ভালো লাগলো।

  • @SujayChakraborty-ki8uo
    @SujayChakraborty-ki8uo 11 месяцев назад

    Khub Bhalo laglo.