Ei kaushik das ekta chor.. o amader tour plan kore kono jaiga ghoraini even bolechhilo 10000 refund korbe kintu aaj amra back korchhi akhon r amader ph o rcv korchhena r ngp Teo pouche deini. Most third class person
তিরুপতির যাত্রার অনেক video দেখেছি হয় হিন্দী, নয় english আর নাতো তেলুগু... অসংখ্য ধন্যবাদ দাদা বাংলাতে তিরুপতি সম্পর্কিত informative video করার জন্য...
তিরুপতি বাবার মন্দির দর্শন করার অনেক অভিজ্ঞতা আমার জীবনে আছে। কিন্তু বহুদিন পূর্বের অভিজ্ঞতা সালটা খুব সম্ভবত 1979 সাল। তাই অনেক কিছুই ভুলে গিয়েছিলাম তোমার এই ভিডিওর মাধ্যমে পূর্ববর্তী স্মৃতিগুলো আবার জেগে উঠলো মনে। অশেষ ধন্যবাদ এই ভিডিও টির জন্য 👍👍❤️❤️
ভীষণ সুন্দর পরিবেশনা। বরাবরই তোমার এবং শিবাজির এই সামাজিক গণমাধ্যমে ভ্রমনমূলক চিত্র পরিবেশনা ভালোলাগে। তুমি আর বাইরে ঘুরতে থাকো। আর আমাদের এই সুন্দর পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করো। সুস্থ থাকো ভালো থেকো। শুভ নববর্ষ।
Ami wst bangal theke bolchi.. Ami 2010 giye chilam khub sundor darun jayga tirupati tirumala sob ghure chi aro jete icche kore jay tirupati Balaji ❤😊 🙏🙏
ভাই, আমার অনেক পরানো দিনের এক বন্ধু ছিলো, সে আপনাদের বহরমপুরেই থাকতো। তার কথাবার্তার ধরন পুরোপুরি আপনারই মতন। আপনার ভিডিও দেখলেই সেই পুরানো বন্ধুর কথা মনেপরে যায়। খুব ভাল লাগে। পুরানো কথা মনে পড়ে, আজ থেকে প্রায় 17 বছর আগের কথা।
আরও একটি অসাধারণ মনছোয়া ভিডিও। কয়েক বছর আগে ব্যাঙ্গালোর যাওয়ার সময় রেনুকুট স্টেশনে অনেক তিরুপতি থেকে আসা মুন্ডিত মস্তক যাত্রীকে পাই সহযাত্রী হিসাবে। ট্রেনের জানালা দিয়েই প্রনাম জানাই শ্রী তিরুপতিকে। এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সেই ইচ্ছা পূরণ হলো। অনেক ধন্যবাদ আপনাকে। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মঙ্গল করেন। শরীরের প্রতি ও একটু খেয়াল রাখবেন। জল অল্প অল্প করে হলেও খেতেই হবে। শুভ কামনা রইল
Maddam renakut na stesion tar nam renakunda ekhan theke tirupoty khub sahoj hoe ami akhon bangaloore cheler sathe thaki after my husband death ami sima eta amar late husbander dp ami use kory
ভাই রে, অনেক দিন কোথাও বেড়াতে যাই না।তাই তোমার করা ভিডিও গুলো দেখেই আমার বেড়ানো হয়ে যায় ।আর তোমার ভিডিও গুলো আমার দেখতে খুব ভাল লাগে কারণ তোমার বলার ধরন টাও খুব সুন্দর করে । ধন্যবাদ ভাই ।ভাল থেকো।
Watching...খুব ভালো লাগলো...জীবন সার্থক হয়ে গেলো আমার...ধন্যবাদ খুবই ছোট শব্দ জানি কিন্তু তাও ধন্যবাদ না জানিয়ে পারলাম না ,,,তোমার ব্লগ দেখতে দেখতে আমিও বোধহয় কোথাও হারিয়ে গিয়েছিলাম...এমন আরো অনেক ব্লগ দেখতে পাবো এই আশা রাখছি...শুভ নববর্ষ....stay happy,,,stay safe,,,& take care ❤🌹🌹
Ami tirupati,hyderabad,vizag tour how geche....tumi je katha ta bolle....ekdom thik bolecho......amader wb ta holo ghater mora...state....we are living at bloody hell state
খুব তাড়াতাড়ি ভিডিও শেষ হয়ে গেলো,, আর একটু ভিডিও টা চললে ভালো হোতো।।খুব ভালো লাগলো।।একসঙ্গে অনেক মন্দির দর্শন হয়ে গেলো।।ক্যামেরা allow করলে আরো অনেক কিছু দেখতাম।। natural arch ,,তিরুপতি মন্দির,,পদ্মাবতী মন্দির সব মিলিয়ে দারুন লাগলো।। তোমার তিরুপতি দর্শন স্বার্থক হলো।।তোমার সব মনস্কামনা পূর্ণ হোক।।
Ami gechi 2bar 2018&2019 e aro bar bar jete icha kre..khub sundor jayga...jay balaji❤❤govinda❤❤🙏🙏 apnar sobkota dekhano jayga ami dorshon krechi dada❤❤khub vlo laglo apnar vdota❤❤
nice informative video. thanks. I have few questions to ask: 1. The place where you deposited mobile & other belongings, you said the bag at your back was allowed, is it allowed for everyone or was it allowed to you at that point of time ? 2. How many times approximately required after depositing the place where u deposit mobile phone for darshan (approx timings) . 3. Is there any separate slip booking for electronics gadgets i.e. mobile , laptop etc. ? thanks again
Tirupathi to Tirumala going up is a different route and coming down is a different route. This is one of the only place where there is different road for coming up and going down. When you go down you have to negotiate 40+ hairpin bend which is the older road. There is almost no hairpin bend when you go up.
তোমার ভিডিও তে অনেকে বলে সব জায়গা যাওয়া যায় না বেড়ানোটা কিন্তু টাকা থাকলেও হয় না আমি বলি ওটা নেশা নেশা না থাকলে হবেনা আমার ছেলের নাম বালাজি একটা সত্যি গল্প আছে আমরা ভীষণ বেড়াতে যাই আহা মনটা ভরে গেল কি সুন্দর জায়গা
ডিয়ার কৌশিক, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট। আমি ৬০ আর আমার মিসেস ৫৫ ঘুরতে খুব ভালোবাসি। অনেক ট্রাভেল ব্লগ দেখতে দেখতে একদিন আপনাকে আবিষ্কার করি। আপনার ডিটেইলস বর্ণনা আর আপনার ভাষা যা মাটি কে স্পর্শ করে হৃদয় কে ছুঁয়ে যায়। আরো ঘুরুন আরো ভিডিও পাঠান যা আমাদের অনুপ্রাণিত করবে। বেস্ট অফ লাক।
@@TravelWithKoushikতবে একটা জি জিনিস বাদ পড়ে গেলো ভাই। তিরুপতি বালাজির লাড্ডু আর পয়সা গোনা র কথা আর চুল দান করার কথা। আপনার মত নিখুঁত বর্ণনার পাসে এই তিনটি জিনিষ থাকলে একেবারে সোনায় সোহাগা হতো। যাক নতুন ভিডিও হলে আমি ও কাকিমা চাইবো আরো নিখুঁত আরো পারফেক্ট কৌশিক কে।
আমার খুব খুব ভালো লাগা আর ভালো বাসার জায়গা ... জয় বালাজী 🙏🙏🙏 আমি দুবার ই পাহাড়ের ওপরেই ছিলাম বালাজী মন্দিরের কাছে । এত ভালো ব্যাবস্থা আর কোথাও দেখিনি । প্রায় বিনা খরচে এখানে থাকা , খাওয়া এবং ঘুরে বেড়ানো সম্ভব ।
পরের পর্ব - ruclips.net/video/NUWuPBwdyEA/видео.html
Khub sundar dekhte lagchhe
👌👌👌👌
@saikat Ray khub valo ami jabo december 🙏🙏
@@shormilasarkar562 খুব ভালো লাগল আমি দেখে ছি । তিরিপতি আমার ্ খুব ভালো লেগেছিল।
Ei kaushik das ekta chor.. o amader tour plan kore kono jaiga ghoraini even bolechhilo 10000 refund korbe kintu aaj amra back korchhi akhon r amader ph o rcv korchhena r ngp Teo pouche deini. Most third class person
তিরুপতির যাত্রার অনেক video দেখেছি হয় হিন্দী, নয় english আর নাতো তেলুগু... অসংখ্য ধন্যবাদ দাদা বাংলাতে তিরুপতি সম্পর্কিত informative video করার জন্য...
শেয়ার করবেন
,tirupati যাবার জন্য আপনার সাথে ফোনে কথা বলতে চাই
তিরুপতি বাবার মন্দির দর্শন করার অনেক অভিজ্ঞতা আমার জীবনে আছে। কিন্তু বহুদিন পূর্বের অভিজ্ঞতা সালটা খুব সম্ভবত 1979 সাল। তাই অনেক কিছুই ভুলে গিয়েছিলাম তোমার এই ভিডিওর মাধ্যমে পূর্ববর্তী স্মৃতিগুলো আবার জেগে উঠলো মনে। অশেষ ধন্যবাদ এই ভিডিও টির জন্য 👍👍❤️❤️
প্রথমেই জানাই বালাজির চরণে প্রনাম,সবথেকে ভালো লাগল আপনার ভাষা,খুব পরিষ্কার ও সুস্পষ্ট, ধন্যবাদ দাদা
Joy Baba Trupati baba joy .joy sree laxmi Narayan. Joy. BABA to ma ke amar sato.sato pronam janai 👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভীষণ সুন্দর পরিবেশনা। বরাবরই তোমার এবং শিবাজির এই সামাজিক গণমাধ্যমে ভ্রমনমূলক চিত্র পরিবেশনা ভালোলাগে। তুমি আর বাইরে ঘুরতে থাকো। আর আমাদের এই সুন্দর পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করো। সুস্থ থাকো ভালো থেকো।
শুভ নববর্ষ।
প্রতিদিন সকালে একটি করে ভিডিও দেখছি আর অনুভূতি হচ্ছে যেন আমি নিজেই ওখানে ভ্রমণ করছি 😁 thank you so much dada❤
জয় তিরুপতি বালাজী। তোমার জন্য মন্দিরের জায়গাটা দর্শন হলো। ভীষণ ভালো লাগলো। ভালো থেকো।
বাংলাদেশ থেকে বলছি,খুব ইচ্ছে তিরুপতি মন্দিরে যাব।
Thank you video ta sheir korar Jonno and right time ma apni Khabar khaben
এত নিখুঁত তথ্য পাওয়ার জন্যইতো অপেক্ষায় থাকা
Ami wst bangal theke bolchi.. Ami 2010 giye chilam khub sundor darun jayga tirupati tirumala sob ghure chi aro jete icche kore jay tirupati Balaji ❤😊 🙏🙏
বছরের প্রথম দিনেই তিরুপতি দর্শন !! দারুন !!
ধন্যবাদ !! দাদা !! শুভ নববর্ষ !!
Y :
Osadharon,Khub khub sundor. Jai Tirupati Balaji pronam.
এই ভিডিও টার জন্য সত্যিই অপেক্ষায় ছিলাম 😊😊😊❤️
আপনার প্রত্যেকটা ভিডিও ভীষণ ভালো লাগে।আমি ঘুরতে খুব ভালোবাসি।কিন্তু সব সময় তো যাওয়া হয় না।তাই আপনার ভিডিও আমাকে সব জায়গায় ঘুরিয়ে দেয়।
Beautifully presented 👌
Looking like Telugu superstar in dhoti
😍😍
ভাই, আমার অনেক পরানো দিনের এক বন্ধু ছিলো, সে আপনাদের বহরমপুরেই থাকতো।
তার কথাবার্তার ধরন পুরোপুরি আপনারই মতন।
আপনার ভিডিও দেখলেই সেই পুরানো বন্ধুর কথা মনেপরে যায়।
খুব ভাল লাগে। পুরানো কথা মনে পড়ে, আজ থেকে প্রায় 17 বছর আগের কথা।
ইউটিউবে এই প্রথম এত সুন্দর ভাবে তিরুপতি দর্শন ❤️❤️
Thank you so much Dada🙏🙏
Ekta photo kine murti darshan karate parten. Tao ki papa jai na .
@@anuvasinha3114 €~
Khub sundor Tirupati darshan korale . anek dhanyabad tomake . Subho nabobarsho 🙏
শুভ নববর্ষ
আরও একটি অসাধারণ মনছোয়া ভিডিও। কয়েক বছর আগে ব্যাঙ্গালোর যাওয়ার সময় রেনুকুট স্টেশনে অনেক তিরুপতি থেকে আসা মুন্ডিত মস্তক যাত্রীকে পাই সহযাত্রী হিসাবে। ট্রেনের জানালা দিয়েই প্রনাম জানাই শ্রী তিরুপতিকে। এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সেই ইচ্ছা পূরণ হলো। অনেক ধন্যবাদ আপনাকে। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মঙ্গল করেন। শরীরের প্রতি ও একটু খেয়াল রাখবেন। জল অল্প অল্প করে হলেও খেতেই হবে। শুভ কামনা রইল
Maddam renakut na stesion tar nam renakunda ekhan theke tirupoty khub sahoj hoe ami akhon bangaloore cheler sathe thaki after my husband death ami sima eta amar late husbander dp ami use kory
ভাই রে, অনেক দিন কোথাও বেড়াতে যাই না।তাই তোমার করা ভিডিও গুলো দেখেই আমার বেড়ানো হয়ে যায় ।আর তোমার ভিডিও গুলো আমার দেখতে খুব ভাল লাগে কারণ তোমার বলার ধরন টাও খুব সুন্দর করে ।
ধন্যবাদ ভাই ।ভাল থেকো।
তোমাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই, ভিডিও খুব ভালো লাগলো ভাই ; ১১ বছর আগে গিয়েছিলাম, পুরোনো স্মৃতি তাজা হয়ে গেল। ভালো থাকো, অনেক উন্নতি করো।
আপনার ভিডিওটি দেখতে খুব ভালো লাগলো। তিরুপতি এবং তিরুমালার দৃশ্য গুলো ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
Totally an underrated youtuber... Amazing vlog, point to point information, no bullcraps, and entertaining overall.. nice editing too
Khub bhalo laglo Tirupati..Tirumala travel aar detail description.Hope your good health and mind
খুব ভালো লাগলো। এগিয়ে যাও ।
অসাধারন সুন্দর তিরুমালার সৌন্দর্য। ওঁ নমঃ ভগবতে ভেঙ্কটেশ্বরায়!♥️♥️🌷🌷🙏🙏
Watching...খুব ভালো লাগলো...জীবন সার্থক হয়ে গেলো আমার...ধন্যবাদ খুবই ছোট শব্দ জানি কিন্তু তাও ধন্যবাদ না জানিয়ে পারলাম না ,,,তোমার ব্লগ দেখতে দেখতে আমিও বোধহয় কোথাও হারিয়ে গিয়েছিলাম...এমন আরো অনেক ব্লগ দেখতে পাবো এই আশা রাখছি...শুভ নববর্ষ....stay happy,,,stay safe,,,& take care ❤🌹🌹
Arpita
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর তীর্থস্থান গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।🙏🙏🙏
U are doing a great job Kaushik. Ur journey from villfood to 'travel with Kaushik' had been remarkable. Enjoying my armchair tourism through ur vlog.
Thanks a ton
@@TravelWithKoushik tickets for mandir kothay katbo
@@archanadebroy8198 online e website ache
তিরুপতি আমি প্রথম দেখেছি খুব খুব সুন্দর জায়গা তাই না দাদা thank you so much dada
খুব সুন্দর ।শুভ নবর্ষের শুভ কামনা রইলো ভাই ।🙏🙏👍👍👌👌🌅🌅
Dada apni khubi lucky ato jaygay ghurta parchen r amro apnar video dekho ghurta jbr utsaho aro bara...
Ami tirupati,hyderabad,vizag tour how geche....tumi je katha ta bolle....ekdom thik bolecho......amader wb ta holo ghater mora...state....we are living at bloody hell state
Jai Tripoti balaji. video ta khub valo laglo . Jabar jonno sob information ta peye gelam .Dada punake onek onek thanks.
খুব তাড়াতাড়ি ভিডিও শেষ হয়ে গেলো,,
আর একটু ভিডিও টা চললে ভালো হোতো।।খুব ভালো লাগলো।।একসঙ্গে অনেক মন্দির দর্শন হয়ে গেলো।।ক্যামেরা allow করলে আরো অনেক কিছু দেখতাম।। natural arch ,,তিরুপতি মন্দির,,পদ্মাবতী মন্দির সব মিলিয়ে দারুন লাগলো।। তোমার তিরুপতি দর্শন স্বার্থক হলো।।তোমার সব মনস্কামনা পূর্ণ হোক।।
Tomr dedication k Hats off dada🙏 darun laglo 👌 khub informative vlog ta..r ami tomr sob video dekhi.. Khubb valo lage ❤ keep going..
Yes dada you said the right that without padmavati ammavari darshanam the Lord venkateswara Swamy visit is incomplete.
Thanksdada
Ami gechi 2bar 2018&2019 e aro bar bar jete icha kre..khub sundor jayga...jay balaji❤❤govinda❤❤🙏🙏 apnar sobkota dekhano jayga ami dorshon krechi dada❤❤khub vlo laglo apnar vdota❤❤
ভ্রমণ এবং একসঙ্গে ধারাবাহিক নিখুঁত বিবরন দেবার আপনার দক্ষতাকে সেলাম জানাই।আরও দেখতে ইচ্ছুক।
খুব সহজ সরল সাবলীল তোমার উপস্থাপনা।ভালো ও সুস্থ থেকো। পরের ভিডিও জন্য অপেক্ষায় রইলাম ।
সবজায়গায় যাওয়া সম্ভব নয় কিছু কিছু স্থানের ভিডিও দেখে মনকে সান্তনা দিতে হয়।
Chaile sob possible 😇
@@bobashgosh4451 oto sojja noy
ঠিক বলেছেন
একদম ঠিক কথা
Onekdin ager video, aj dekhlam.. khub valo laglo.. dhoti, kopale tilok tene bes lagche kintu..
💯 percent credit goes to u for sharing this wonderful video. Keep going. God bless you dada.
জয় তিরুপতি বালাজি খুব সুন্দর ভিডিও দারুন ভালো লাগলো🌹🙏
ধন্যবাদ দাদা❤️❤️🇧🇩
Subho nobo barsho.khub valo laglo Tripathi darshan er blog
তীরূপতি দর্শন অতি মনোরম এবং ব্যাবস্থা পান অতি সুন্দর।। বয়সকো নাগরিক দের জন্য অতি উত্তম ব্যবস্থা। দুধ , জলখাবার , দুপুরের খাবার সব ই নিসুলকো ।
কৌশিক তোমার বেড়ানোর ভিডিও দেখে আমার ও অনেক মানস ভ্রমণ হল। ধন্যবাদ জানাই।
👑Congratulations👑 Best of luck! জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক 🌈💖
তিরুপতি দর্শন করলাম অসাধারণ লাগলো ভাই,তুমি নিজের দিকে নজর দিচ্ছ না বাড়ির লোক ঠিক ই বলছেন কিন্তু শরীর ঠিক রেখে সব করতে হবে ভাই ভালো থেকো।
তোমার অনেক অনেক ধৈর্য। সাবধানে ঘোরাফেরা করো ভাই এত লং জারর্নি।আমার দারা কোনো দিন সম্ভব না
আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি।আপনার ভিডিও দেখে ভারত দেখার ইচ্ছা অনেক বেশি।
Wellcome great india
আরে what about the লাড্ডু
সেটা খেলেন না।I love that।
আমরা রাত 12 টায় দর্শন করেছিলাম।
Mandir ki sara raat khola thake?
Online e ticket kata na thakle ki vabe dorshan kora jay?
Khub sundor dada.apner video dekhe mone hoy jano ami okhani chole gechi. 🙏🙏🙏
nice informative video. thanks. I have few questions to ask:
1. The place where you deposited mobile & other belongings, you said the bag at your back was allowed, is it allowed for everyone or was it allowed to you at that point of time ?
2. How many times approximately required after depositing the place where u deposit mobile phone for darshan (approx timings) .
3. Is there any separate slip booking for electronics gadgets i.e. mobile , laptop etc. ?
thanks again
Apni er porer video ta dehben okhne sob bole diyechi
সত্যি অপূর্ব লাগলো তিরুপতি মন্দির আর সাইট সিন। আপনার ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়।
Tirupathi to Tirumala going up is a different route and coming down is a different route. This is one of the only place where there is different road for coming up and going down. When you go down you have to negotiate 40+ hairpin bend which is the older road. There is almost no hairpin bend when you go up.
RIGHT
Aj ami o tirupati balaji mondir dorson korlam tomar vlog dakhay .khub valo lagchay .aei place ta jabar icha achay.darun vlog dakhlam.
দাদা ভিডিওটা ভালো লাগলো। তবে একটা অনুরোধ থাকবে সুন্দরবনের উপর কোন ব্লগ করো।নববর্ষের শুভেচ্ছা রইল। ধন্যবাদ।
খুব তাড়াতাড়ি....গরম না থাকলে এই Week এই যেতাম
Apnar video ta khoob bhalo laglo. Anek fruitful info
দেখে এসেছি 1999 , তখন রাস্তা এত সুন্দর ছিল না, প্রায় 4 ঘন্টা লাইন দিয়ে দর্শন করেছি।
তিরুপতি ভ্রমন খুব সুন্দর লাগল। বেশ ভালো জায়গা। ধুতি পরে ও কপালে তিলক কেটে এক নতুন চেহারায় দেখলাম। আরো নতুন জায়গা দেখার আশায় রইলাম। ভালো থাকবেন।
জয় বালাজি জয় হিন্দুত্ব🚩🔥
Khub bhalo laglo, apnar channel er madhama Tirupati Balaji r darshan hoe gelo. Thanks.🙏🙏🙏🙏
দারুন দারুন দারুন ভিডিও এবং অনেক তথ্য দিলে খুব ভালো লাগল ভাই।অনেক অনেক ধন্যবাদ ভাই।
এই কোভিডের সময় আপনি বেডিয়ে বেড়াচ্ছেন, তাও আবার mask টা গলায় ঝুলিয়ে? আশ্চর্য !
video ta khub bhalo laglo
Dada Bhai... You R GREAT😊😊
valo theko👍👍
🇧🇩🇧🇩
Darun information gulo. Apnar video dekhe onek kichhu janlam.
Onek din age dekhe chilam1994 abar dekhla khub valo laglo
আমরা এই বছর গিয়েছিলাম আর তিরুমালাতে ৫০টাকা দিয়ে রুম বুক করেছিলাম খুব সুন্দর পরিবেশ মন প্রান জুড়িয়ে য়ায় জয় বালাজী 🙏🙏🙏
Tomra kone station e nemechile?
আপনার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে।
তোমার ভিডিও তে অনেকে বলে সব জায়গা যাওয়া যায় না বেড়ানোটা কিন্তু টাকা থাকলেও হয় না আমি বলি ওটা নেশা নেশা না থাকলে হবেনা আমার ছেলের নাম বালাজি একটা সত্যি গল্প আছে আমরা ভীষণ বেড়াতে যাই আহা মনটা ভরে গেল কি সুন্দর জায়গা
Khub valo laglo. Hare Krishna.
খুব ভালো লাগলো
শুভ নববর্ষ ....খুব ভালো থেকো আনন্দে থেকো .....তোমার কপালে তিলক টা বেশ লাগছিল .....❤️❣️🌼🥀☀️🌹
10 টাকা
Subho Naboborsho. Nice video 👍👍. 🙏🙏🙏🙏🙏.
Khub bhalo laglo. Sunder .khub impressive .
Very very nice brother.amar dekhe khub valo laglo.
অপূর্ব ভিডিও ❤️
জয় বালাজি 🙏🙏
🙏🙏🙏🌼💐🌺🍌🥥🍎🍅🍊🍍🍈🥝🍓🇮🇳🇮🇳🇮🇳
Darun dada , onek kichu jana holo ,, sundor view dekha gelo
ডিয়ার কৌশিক,
আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট।
আমি ৬০ আর আমার মিসেস ৫৫ ঘুরতে খুব ভালোবাসি।
অনেক ট্রাভেল ব্লগ দেখতে দেখতে একদিন আপনাকে আবিষ্কার করি।
আপনার ডিটেইলস বর্ণনা আর আপনার ভাষা যা মাটি কে স্পর্শ করে হৃদয় কে ছুঁয়ে যায়।
আরো ঘুরুন আরো ভিডিও পাঠান যা আমাদের অনুপ্রাণিত করবে।
বেস্ট অফ লাক।
অনেক ধন্যবাদ আশীর্বাদ করবেন... যেন আপনাদের সামনে এই রকম আরো ভিডিও নিয়ে আসতে পারি
@@TravelWithKoushikতবে একটা জি জিনিস বাদ পড়ে গেলো ভাই।
তিরুপতি বালাজির লাড্ডু আর পয়সা গোনা র কথা আর চুল দান করার কথা।
আপনার মত নিখুঁত বর্ণনার পাসে এই তিনটি জিনিষ থাকলে একেবারে সোনায় সোহাগা হতো।
যাক নতুন ভিডিও হলে আমি ও কাকিমা চাইবো আরো নিখুঁত আরো পারফেক্ট কৌশিক কে।
@@debasisbhattacherjee204 ক্যামেরা Locker এ ছিল আর কিছু ভিডিও ফুটেজ ডিলিট হয়ে গিয়েছে... পরের বার আবারো যাবো আরো Details ভিডিও করব আশা রাখি
Hallo Koushik sir
তিরুপতি খুব সুন্দর জায়গা
আমি এক বার গেসলাম
❤❤❤khub bhalo laglo Mona holo tomar chokha Ami ghurlam
দেখে এসেছি ...চেনা জায়গা দেখে ভালো লাগলো .....জয় গোবিন্দা
Joy gobinda
Khub sundor khub bhalo laglo
Thanks dada onak sundor laglo😊😊🙏 love drom bangladesh❤🙏🚩
Valo laglo 👍dekha jinish abar dekha holo 🙏🙏
Khub valo laglo apnar video r sab kichu nikhut kre bola
Khub sundar laglo video ta_Subho Nabobarso ❤️🙏❤️
আমার দেখা মন্দির তবুও নতুনভাবে পেয়ে মন ভাল হয়ে গেল ৷
DAROON DAROON DAROON.ONEK DIN PORE APNAR VIDEO DEKHLAM...THANK YOU BHAI KOUSHIK...KOTO JAYGA DEKHALEN...
Koushik da! Ur Vlog just🤞
from🇧🇩
আমি এইসব জায়গা ঘুরে এসেছি তোমার ভিডিওটি দেখে আমার খুব ভালো লাগলো ধন্যবাদ তোমাকে
Subho Nababorsho Kousik. Khoob valo laglo tomar video ta dekhe. Dekhte dekhte onek old memories mone pore galo. Nearly 35 years agey Tirupati giechilam. Akhon onek change hoi geche mone holo. Rameshswaram er video dekhar opekkhai roilam. Valo theko. Sustho theko.
Khub valo laglo vai. Tomar e heno video jothesto prosongsonio..
Very nice 👌❤️ Subha Nababarsha🙏 💕💞
আমার খুব খুব ভালো লাগা আর ভালো বাসার জায়গা ... জয় বালাজী 🙏🙏🙏
আমি দুবার ই পাহাড়ের ওপরেই ছিলাম বালাজী মন্দিরের কাছে । এত ভালো ব্যাবস্থা আর কোথাও দেখিনি
। প্রায় বিনা খরচে এখানে থাকা , খাওয়া এবং ঘুরে বেড়ানো সম্ভব ।
দিদি আমি তিরুপতি যেতে চাই। তাই তোমার সাথে একটু বিস্তারিত আলাপ করে প্রয়োজনীয় তথ্য দরকার আমার
okay didi. তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি আছে
Ami kolkata theke tirupati jeta chai .Apni kindly step by step chhoto kore janale khoob bhalo hoy.
ভারতবর্ষ বৈচিত্রময় দেশ সেই বৈচিত্র দেখতে পাই তোমার vlog e..
সত্যি বলছি
তোমার ভিডিও অপেক্ষাই থাকি
কালকে আসবে
@@TravelWithKoushik 👌