আমরা তো চাইলেও কোনোদিন এই সমস্ত জায়গায় যেতে পারবো না, আপনাদের জন্য আমরাও কাশ্মীর ঘুরে নিচ্ছি, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো, ধন্যাবাদ আমাদের এভাবে ঘোরানের জন্য, আপনারা তিন জনেই খুব ভালো থাকবেন, আপনাদের সব ভিডিও দেখি,
আমি বাঙালি বা অবাঙালী অনেকেরই ব্লগ দেখেছি বা দেখি কিন্তু আমাদের অনিন্দ্যদার কোনো বিকল্প নেই একদম জেন্টালমেন ব্লগার দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤❤❤ বসিরহাট থেকে বলছি
বেশ কয়েকবার Kashmir যাওয়ার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলছি --- 1. Train Bus মিলিয়ে কলকাতা থেকে Srinagar পৌঁছুতে প্রায় তিন দিন লেগে যায়....আমার মতে এটা complete waste of holiday time .... Flight costly হলেও flight এই যাওয়া উচিত বলে আমি মনে করি. 2. Ahdoos Wazwan এর জন্যে best... পরেরবার Goshtaba আর Tabakmaaz try korben -- অসাধারণ. 3. Ahdoos এর bakery tao খুব ভালো. 4. Ahdoos এর কাছেই Polo View Market আছে, কিছুক্ষণ ঘুরে বেড়াতে মন্দ লাগে না. 5. আপনার shikara ride timing নিয়ে কথাটা একদম ঠিক-- one should start the shikara ride just before sunset and continue upto dusk and then upto the time when darkness sets in. 6. আপনারা Ghat No 9 থেকে Shikara নিয়েছিলেন--- তার khub কাছেই Le Delice বলে একটা খুব ভালো bakery আছে, ওখানকার cake pastry খেয়ে দেখবেন সুযোগ হলে. Srinagar - Sonmarg-Zoji La- Dras- Kargil --- এই route এর vlog এর অপেক্ষায় রইলাম. 👍👍
পাহাড় -সবুজ বনানী -ডাল লেক.... অদ্ভুত একটা নৈসর্গিক কল্পিত শান্তভাব আছে শ্রীনগরে। কোনো সময় চেষ্টা করুন আমাদের ও আপনাদের যাত্রার সঙ্গী করতে। ভালো থাকুন -সুস্থ থাকুন।
Upnar video dekhe ei June e varanasi ghure Elam ...khub valo laglo.....upnar deoa information vison vison kajer ...upni o upnar paribaar khub valo thakben
অদ্ভুত ভালো লাগলো... আমরাও সূর্যাস্তের সময় শিকারা রাইড করেছিলাম... আমি তো শুধু রাই কেই দেখছিলাম... এত মিষ্টি মেয়ে... খাবারের গল্প ও বর্ণনা এত সুন্দর করে দিলো... আপনার ভিডিও তে একটা নতুন মাত্রা যোগ করেছে... খুব এনজয় করুন।
অপূর্ব,অপূর্ব।শ্রীনগর,ডাল লেকে সূর্যাস্ত,শিকারা ভ্রমণ। সব কিছু হৃদয় ছুঁইয়ে গেলো। রাই কে খুব ভালো লাগলো। খুব মিষ্টি,সহজ,সরল। ওর অনেক ভালো হোক।ব্যাকগ্রাউন্ড মিউজিক অপূর্ব। 🙏👍
আমি 2004,এ আবার 2023 মার্চে কাশ্মীর গেছিলাম অসাধারণ লেগেছে .আপনার ব্লগ আমি দেখি খুব ভালো লাগে .রাই এর হাসি খুব মিষ্টি আপনারা সবাই ভালো থাকুন..আর এই ভাবেই আমাদের অনেক কিছু জায়গা দেখান..👏👏👍👍
Really paradise on earth.Sei chotobela te baba ma r songe Kashmir giyechilum aj apnar vedio te abar notun kore Kashmir barano hoye galo.My heartfelt gratitude to you madam and Rai.Sobai bhalo thakben.
আপনার কন্যারত্ন টি পুরো dry fruits brownie মিষ্টি❤..... যতই বিদেশ সুন্দর হোক না কেন নিজের দেশের সৌন্দর্যের কাছে সব ই ফীকে।....আপনাদের অনাবিল আনন্দ দেখে সত্যিই মুগ্ধ। ।।।ভাল থাকবেন....
জানি না কোনোদিন যেতে পারবো কিনা তাও দাদা আপনার ভিডিও দেখে চোখের শান্তি পেটের শান্তি আর সব মিলিয়ে মনের শান্তি।এতো সুন্দর সিন্ তার সাথে অনবদ্য মিউজিক দারুন.... সত্যিই দিদি ভুলে যাবার নয়।
দারুন লাগলো শ্রীনগর ভ্রমণ। ডাললেকে শিকারায় ভ্রমণের অপরূপ স্মৃতি আবার মনে পড়ে গেল। subscriber এর সংখ্যা একলাখ অতিক্রম করার জন্য অভিনন্দন। চ্যানেলের আরো অনেক শ্রীবৃদ্ধি কামনা করি। এগিয়ে চলুন, সাথে আছি।
"স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা এখানেই .." অসাধারণ, অনন্য, অতুল্য ভারত। খুব ভালো লাগলো। লাদাখ সিরিজ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো থেকো তোমরা।❤❤❤❤❤
আপনাদের যে কি ভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, এত সুন্দর শ্রীনগর দেখলাম,শিকারা ভ্রমণ উপভোগ করলাম । বেড়ানোর ভিডিও দেখলে এত মন ভালো হয় কি বলব। রাইকে অনেক ধন্যবাদ ওজাজোয়ান এর ইতিহাস জানানোর জন্য। অনিন্দ্য দা আপনার কি শিকারা ভ্রমণের সময় কাশ্মীর কি কলী সিনেমার কথা মনে পড়ছিল? আমার কিন্তু একটা গান মনে পড়ছিল।
Anek manusher vlog dekhechhi... Apnar narration asadharon Anindya da.. khub bhalo laglo.. keep up the good work. Looking forward to many more such videos. Khub bhalo thakben.
আমি ২২সালে গিয়েছিলাম। মমতা চকে ছিলাম। আমি সিম নিইনি। হোটেলের wi -fi দিয়ে চালিয়ে নিয়েছিলাম।vdoভালো লাগলো। ডিসেম্বর মাসে তিরুপতি যাচ্ছি। আপনার তিরুপতি vdoর থেকে উৎসাহ পেলাম। ভালো থাকবেন। ধন্যবাদ
Very nice, your travel blog always attracts me. I with my wife and daughter visited Kashmir on October 2022. Obviously Dal lake at the time of Sun set is wonderful experience. We have ended our journey by visiting the great Vaishno Devi Mata temple by tracking the up and down path. Once again thank you for your video. Waiting for Ladakh video.
আমরা ঠিক কুড়ি দিন আগে শ্রীনগরের ডাল লেকের সূর্যাস্তকালীন এই নৈসর্গিক রূপটি উপভোগ করেছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম। খুব ভালো লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। রাই -এর উপস্থিতি ভিডিও টিকে অন্য মাত্রা দিয়েছে ❤
আপনার videography just অসাধারণ ।👌উপস্থাপনা ও অন্যান্য অনেক travel vlogger এর থেকে যথেষ্ট উন্নত। আমরা 2022 ডিসেম্বর গিয়েছিলাম তবে আপনাদের শিকারা ভ্রমণের সময়টা খুবই নয়নাভিরাম । শিবাজীদার একটা vlog এ আপনার নাম recommend করার পর থেকে শুরু করি আপনাদের vlog দেখা।খুবই ভালো লাগে আপনাদের সদা হাস্য মুখগুলো ।আপনার vlog দেখে খুব ইচ্ছে হয়েছে দেবদিপাবলী তে বেনারস যাবার ,জানি না ভোলেবাবা🙏 ডাকবেন কবে ।ভালো থাকবেন ।
অপূর্ব বললে মনে হয় মন ভরবে না ,এই জায়গার সৌন্দর্য বর্ণনা করার সঠিক ভাষা মনে হয় কোনোটাই মন ভরাবেনা যা ভরাবে উপভোগে।আর একটা কথা দাদা আপনার কন্যাটি ভারি সুন্দর কি ভদ্র আচরণ খুব ভাল থাকুন আপনারা এই ভাবেই চলুক আপনাদের জীবনের গতি।
অসাধারন।কাশ্মির গেছি।আবার যাওয়ার ইচ্ছা আছে ট্রেনে জম্মু থেকে।অনেক আগে গেছি এত উন্নত ছিল না।ট্রাভেল এজেন্ট এর সাথে ভুলেও যাব না। বাঙালির ডিম ভাত পটল চিকেন খাওয়াবে।মেয়ে রেস্তোরা চয়েস অসাধারন।
সত্যি কাশ্মীরের তুলনা হয় না।আমি কাশ্মীর একবারই গিয়েছি,1980 তে। তখনও কাশ্মীরের সমস্যা শুরু হয়নি।খুব আনন্দ করে ঘুরেছিলাম, মা বাবার সাথে। নিশাত বাগ, শালীমার গার্ডেন,চশমাশাহী...গার্ডেন গুলোর কথা খুব মনে আছে। আর Dal lake এ শিকারা ride এ দুদিন গিয়েছিলাম...তার মধ্যে একদিন ছিলো সূর্যাস্তের সময়।Dal lake এ floating garden টা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আপনারাও দারুণ enjoy করছেন,খুব ভালো লাগছে। Trying new cuisines is definitely a mark of this generation.আমার দুই ছেলে একেবারে তাই। ভালো থাকবেন,পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আপনার প্রতিটি ভিডিওর ন্যায় এটিও মন ছুঁয়ে গেল। জানি না কোনো দিন কাশ্মীর যাওয়ার সুযোগ হবে কি না। কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে মানস ভ্রমণ তো হয়েই গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বুবু দি কে ও রাই কে। রাই এর কাছেও অনেক কিছু জানতে পারলাম। Thank you so much Rai. খুব ভালো থাকুন আপনারা। সমৃদ্ধি কামনা করি আপনার চ্যানেল এর।❤❤❤❤❤❤❤
লক্ষে পৌঁছনোর লক্ষ্য অর্জন করার জন্য লক্ষ অভিনন্দন। আপনাদের প্রথম দিকের সাবস্ক্রাইবার হিসেবে এ যেন আমার কাছেও এক achievement। এরকম সদা হাস্যময় পারিবারিক ভ্রমণ দেখলেও তৃপ্তি লাগে। সুন্দর vilg । শুধু একটা feedback - কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু loud লাগছিল। বাকি পর্ব গুলোর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
অসম্ভব সুন্দর লাগলো। আমি এখোনো কাশ্মীর যাইনি। যাওয়ার একটা সুপ্ত ইচ্ছে তো আছেই,তবে আপনার ভিডিও দেখে ইচ্ছে টা যেন অনেক টা বেড়ে গেল। আসলে কর্তা মশাই এর অফিসের ছুটি টা মেন প্রবলেম। কাশ্মীর ঘুরতে বেশ কয়েকটি দিন তো লাগবেই। যাইহোক অসাধারণ লাগলো। রাই এর রেকমেন্ড করা খাবার গুলো ওখানে গেলে অবশ্যই ট্রাই করব। ভালো থাকবেন 🙏
আপনাদের এই একদিনের ট্রিপ ভাল লাগল।বাংলাদেশ থেকে একযুগ আগে লাদাখ গিয়েছিলাম আমরা দু'জন। তবে কোন ভ্রমণ সংস্হার সাহায্য নেইনি। ভ্রমণ পথটা ছিল- শিলিগুড়ি - দিল্লী ট্রেন। দিল্লী - অমৃতসর-জম্মু-শ্রীনগর-কার্গিল-লে-কেলং-মানালি-সিমলা স্টেট বাসে।কালকা হয়ে দিল্লী ও শিলিগুড়ি ট্রেনে। ২০/দিনের ভ্রমণ ছিল সেটা। আমরা শ্রীনগরে অবশ্য দু'দিন ছিলাম। আপনাদের শ্রীনগর বেড়ানো দেখছি কিছু স্মৃতি মগজ এখনো ধরে রেখেছে একযুগ পরেও! আন্তরিক শুভকামনা রইল আপনাদের চমৎকার এই পরিবারটির জন্য।।
Family tour ভালই হচ্ছে , ভালই লাগছে ,একদমই ঠিক যে এ এক অপরূপ প্রাকৃতিক সাজে সেজে আছে ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য আমাদের , জায়গাটির অন্য দিকগুলি নাই বললাম ভাল থাকবেন
কাশ্মীর অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো, ধন্যাবাদ আমাদের এভাবে ঘোরানের জন্য। তবে আপনার মধ্য ভারত ভ্রমনের ব্লগটা আমার খুব ভালো লেগেছিল যা কোন দিনও ভোলবার নয়।আবারও ধন্যাবাদ।আপনারা তিন জনেই খুব ভালো থাকবেন ।
আমরা তো চাইলেও কোনোদিন এই সমস্ত জায়গায় যেতে পারবো না, আপনাদের জন্য আমরাও কাশ্মীর ঘুরে নিচ্ছি, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো, ধন্যাবাদ আমাদের এভাবে ঘোরানের জন্য, আপনারা তিন জনেই খুব ভালো থাকবেন, আপনাদের সব ভিডিও দেখি,
আপনি আমার মনের কথা তুলে ধরেছেন আপনার মত আমিও বহুবার এই coments করেছি
আমি বাঙালি বা অবাঙালী অনেকেরই ব্লগ দেখেছি বা দেখি কিন্তু আমাদের অনিন্দ্যদার কোনো বিকল্প নেই একদম জেন্টালমেন ব্লগার দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤❤❤ বসিরহাট থেকে বলছি
Ekdom thik bolechen
অসাধারণ এই ট্রিপ সত্যি মনটা কে কোন অজানা জায়গায় হারিয়ে নিয়ে গেসলো সবার হাঁসি মুখ গুলো জ্বলজ্বল করছিল ।
খুব সুন্দর,এতো সুন্দর উপস্থাপনা আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে।
নৈসর্গিক দৃশ্য, আপনাদের সাবলীল উপস্থাপনা অনেক দারুণ লাগলো
ধন্যবাদ 🙏
বেশ কয়েকবার Kashmir যাওয়ার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলছি --- 1. Train Bus মিলিয়ে কলকাতা থেকে Srinagar পৌঁছুতে প্রায় তিন দিন লেগে যায়....আমার মতে এটা complete waste of holiday time .... Flight costly হলেও flight এই যাওয়া উচিত বলে আমি মনে করি.
2. Ahdoos Wazwan এর জন্যে best... পরেরবার Goshtaba আর Tabakmaaz try korben -- অসাধারণ.
3. Ahdoos এর bakery tao খুব ভালো.
4. Ahdoos এর কাছেই Polo View Market আছে, কিছুক্ষণ ঘুরে বেড়াতে মন্দ লাগে না.
5. আপনার shikara ride timing নিয়ে কথাটা একদম ঠিক-- one should start the shikara ride just before sunset and continue upto dusk and then upto the time when darkness sets in.
6. আপনারা Ghat No 9 থেকে Shikara নিয়েছিলেন--- তার khub কাছেই Le Delice বলে একটা খুব ভালো bakery আছে, ওখানকার cake pastry খেয়ে দেখবেন সুযোগ হলে.
Srinagar - Sonmarg-Zoji La- Dras- Kargil --- এই route এর vlog এর অপেক্ষায় রইলাম. 👍👍
Thanks for your valuable suggestions. অনেকের উপকার হবে । ধন্যবাদ 🙏
👌🏻👌🏻👌🏻 Le Delice darun Pizza tao khub valo
আপনি কোথায় চাকরী করেন? এতো ছুটি অ্যারেঞ্জ করেন কিভাবে জানিনা তবে ব্লগ টা খুউব ভালো লাগে
Ki sundor uposthapona .... R video ta dekhe amar baba ,maa er sathe Kashmir jawa ta mone pore gelo...akhon r maa nei .... Khub valo laglo video dekhe
এক লাখ পুরন হয়েছে। দাদা মিষ্টি খাওয়াবেন।
আপনাদের ঘুরাঘুরি দারুণ লাগলো
নয়নাভিরাম সৌন্দর্য, মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড মিউজিক, মার্জিত ভাষার প্রয়োগ ।
সব মিলিয়ে বেশ লাগলো অনিন্দ্য দা । ভালো থাকবেন
অসংখ্য ধন্যবাদ ❤️
সত্যি অসাধারণ...... জায়গা গুলোর বর্ণনা খাওয়া দাওয়া আর সব শেষে ডাল লেকের সূর্যাস্ত।
সব মিলিয়ে অনবদ্য।
অনেক ধন্যবাদ 🙏
পাহাড় -সবুজ বনানী -ডাল লেক.... অদ্ভুত একটা নৈসর্গিক কল্পিত শান্তভাব আছে শ্রীনগরে। কোনো সময় চেষ্টা করুন আমাদের ও আপনাদের যাত্রার সঙ্গী করতে। ভালো থাকুন -সুস্থ থাকুন।
ভিডিওটার অপেক্ষায় ছিলাম. অপূর্ব অপূর্ব লাগলো .রাই এর কোনো জবাব নেই.
বাহ্ দারুণ লাগছে আপনাদের কাশ্মীর ভ্রমণ .খুব nostalgic করে দিলো ,বারবার চোখের সামনে ভেসে উঠছে 1986 এ আমাদের কাশ্মীর ভ্রমণের স্মৃতি ,এরকম ডাল লেক এ আমরাও শিকারে তে ঘুরে ছিলাম .হঠাত্ বৃষ্টি এসে ভীষন ঠান্ডা লাগছিলো .সব দৃশ্য যেনো চোখের সামনে ভেসে উঠল .
Apnar ei vdo dekhe pujor samoy Srinagar giye ahdooj e kheye elam. Darun laglo. Thank you.
অসাধারণ প্রাকৃতিক দৃশ্য.. তার সঙ্গে অসাধারণ music.. মন প্রাণ জুড়ে গেলো
এ এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য চোখ আর মোন দুটো ই ভরে গেল এইবার আর এক সৌন্দর্য উপভোগের অপেক্ষায়।
এই ছোট্ট ছোট্টো ভালবাসার মুহুর্ত গুলোই আগামী দিনের অক্সিজেন সরবরাহ করে।
বেশ ভালো লাগলো।
🌿🙏🍀👌👌👌
Thank you ❤️❤️
Khub khub khub sundor laglo.
রাই থাকাতে ভিডিওটি সর্বাঙ্গসুন্দর হয়েছে । ব্যাক গ্রাউন্ড সং টা ফাটাফাটি ।
দারুন লাগলো ডাল লেক।২০২২ এ গিয়েছিলাম।অপূর্ব দৃশ্য উপভোগ করেছি।আজ আবার দেখে খুব ভালো লাগলো।👍👌👍👌
আপনাদের প্রত্যেকের হেঁসে হেঁসে কথা বলা দেখতে সত্যি খুব ভালো লাগে ❤
Upnar video dekhe ei June e varanasi ghure Elam ...khub valo laglo.....upnar deoa information vison vison kajer ...upni o upnar paribaar khub valo thakben
Thanks for your update 🙏
অসাধারণ কোন তুলনাই করা যায় না এই দৃশ্য দেখার সঙ্গে । আমি দু বার গিয়ে ছি যদি আবার সুযোগ হয় আবার যাবো
অদ্ভুত ভালো লাগলো... আমরাও সূর্যাস্তের সময় শিকারা রাইড করেছিলাম... আমি তো শুধু রাই কেই দেখছিলাম... এত মিষ্টি মেয়ে... খাবারের গল্প ও বর্ণনা এত সুন্দর করে দিলো... আপনার ভিডিও তে একটা নতুন মাত্রা যোগ করেছে... খুব এনজয় করুন।
সত্যিই । রাই থাকলে বেরানো অন্যরকম হয় । আপনাদের সাথেও যখন দেখা হয়েছিল, তখনও রাই সাথে ছিল।
@@AnindyasTravelogue হ্যাঁ খুবই মিষ্টি মেয়ে... সুস্থ শরীরে আরো অনেক উন্নতি করুক জীবনে
Khoobi asadharon ,, sundor,,,besh,,,,
অসম্ভব ভালো লাগলো।যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক,তেমন সুন্দর ছবি, আপনাদের পারস্পরিক শ্রদ্ধা , ভালোবাসা, মার্জিত কথাবার্তা,সবসময় লেগে থাকা মুখের মিষ্টি হাসি,খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে একরাশ ভালোলাগা।
আমাদের সঙ্গে থাকবেন 🌹
অপূর্ব,অপূর্ব।শ্রীনগর,ডাল লেকে সূর্যাস্ত,শিকারা ভ্রমণ। সব কিছু হৃদয় ছুঁইয়ে গেলো। রাই কে খুব ভালো লাগলো। খুব মিষ্টি,সহজ,সরল। ওর অনেক ভালো হোক।ব্যাকগ্রাউন্ড মিউজিক অপূর্ব। 🙏👍
Thank you 😊
অসাধারণ, আমিও এই সময়েই ডাল লেকে ছিলাম তাই জানি আপনাদের কতটা আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না।
আমি 2004,এ আবার 2023 মার্চে কাশ্মীর গেছিলাম অসাধারণ লেগেছে .আপনার ব্লগ আমি দেখি খুব ভালো লাগে .রাই এর হাসি খুব মিষ্টি আপনারা সবাই ভালো থাকুন..আর এই ভাবেই আমাদের অনেক কিছু জায়গা দেখান..👏👏👍👍
আপনাদের উপস্থাপনা এতটাই ভাল, যে ভিডিও দেখার আনন্দ দ্বিগুণ হয়ে যায়।
Really paradise on earth.Sei chotobela te baba ma r songe Kashmir giyechilum aj apnar vedio te abar notun kore Kashmir barano hoye galo.My heartfelt gratitude to you madam and Rai.Sobai bhalo thakben.
Thank you so much ❤️
আপনার কন্যারত্ন টি পুরো dry fruits brownie মিষ্টি❤..... যতই বিদেশ সুন্দর হোক না কেন নিজের দেশের সৌন্দর্যের কাছে সব ই ফীকে।....আপনাদের অনাবিল আনন্দ দেখে সত্যিই মুগ্ধ। ।।।ভাল থাকবেন....
Thank you ❤️
গতকাল থেকে আপনাদের ভ্লগ দেখা শুরু করলাম। অসাধারণ। খুব ভালো লাগছে। সাবলিল উপস্থাপনা এবং অনেক মজার।
নাঈম, ঢাকা, বাংলাদেশ
অনেক ধন্যবাদ 🌹
আপনাদের সপরিবার শ্রীনগর Bhraman বেশ ভালোই লাগল ।আমি ভিডিও টি দেখে খুবই আনন্দ উপভোগ করলাম । ধন্যবাদ জানাই আপনাদের ।
অসম্ভব সুন্দর ডাল লেকে শিকারা রাইডিং দেখলাম,প্রাণ মন জুড়িয়ে গেলো
এমন মিষ্টি সুন্দর পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করলাম যা ভোলার নয়।
অনেক ধন্যবাদ 😍
অসাধারণ লাগলো আপনার এই শ্রীনগর এপিসোড।
জানি না কোনোদিন যেতে পারবো কিনা তাও দাদা আপনার ভিডিও দেখে চোখের শান্তি পেটের শান্তি আর সব মিলিয়ে মনের শান্তি।এতো সুন্দর সিন্ তার সাথে অনবদ্য মিউজিক দারুন.... সত্যিই দিদি ভুলে যাবার নয়।
Dada, apni je wireless microphone ta use kor6en tar naam r model no ta bolben..????
Rode wireless II
@@AnindyasTravelogue ok thank you 😊
Khub bhalo laglo. Amar o 2 bar kashmir ghora. Kintu apnader ai kashmir vidio dekte dekte abar kashmir pouche gelam.
অসাধারণ দাদা। বাক গ্রাউন্ড music গুলো অনবদ্য লাগছে শুনতে। খুব সুন্দর লাগলো।
দারুন লাগলো শ্রীনগর ভ্রমণ। ডাললেকে শিকারায় ভ্রমণের অপরূপ স্মৃতি আবার মনে পড়ে গেল। subscriber এর সংখ্যা একলাখ অতিক্রম করার জন্য অভিনন্দন। চ্যানেলের আরো অনেক শ্রীবৃদ্ধি কামনা করি। এগিয়ে চলুন, সাথে আছি।
অনেক ধন্যবাদ 🙏
মুগ্ধ হয়ে গেলাম। অবর্ণনীয় সুন্দর। আপনাদের খুশি খুশি মুখ দেখে আমাদের মনেও খুশির ঢেউ বয়ে যায়। আনন্দধারা য় অবগাহন করলাম।
"স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা এখানেই .." অসাধারণ, অনন্য, অতুল্য ভারত। খুব ভালো লাগলো। লাদাখ সিরিজ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো থেকো তোমরা।❤❤❤❤❤
যাত্রাপথে গানের selection অনবদ্য।
খুবই ভালো লাগল সব কিছু।🎉
Apurbo lagacha..ki sundor prokriti r tamon sundor santo apndr vedio
আপনাদের যে কি ভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, এত সুন্দর শ্রীনগর দেখলাম,শিকারা ভ্রমণ উপভোগ করলাম । বেড়ানোর ভিডিও দেখলে এত মন ভালো হয় কি বলব। রাইকে অনেক ধন্যবাদ ওজাজোয়ান এর ইতিহাস জানানোর জন্য। অনিন্দ্য দা আপনার কি শিকারা ভ্রমণের সময় কাশ্মীর কি কলী সিনেমার কথা মনে পড়ছিল? আমার কিন্তু একটা গান মনে পড়ছিল।
😀😀❤️❤️
হোক না একদিন তবুও কাশ্মীর ভ্রমণ অসাধারণ লাগল, shikara trip এবং সই সময়কার সৌন্দর্য বর্ণনা ভাষা নাই, ভালো থাকুন।
Anek manusher vlog dekhechhi... Apnar narration asadharon Anindya da.. khub bhalo laglo.. keep up the good work. Looking forward to many more such videos. Khub bhalo thakben.
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
Pahar gaunge hotel ta khb sundor happy and safe journey ❤
আমি ২২সালে গিয়েছিলাম। মমতা চকে ছিলাম। আমি সিম
নিইনি। হোটেলের wi -fi দিয়ে চালিয়ে নিয়েছিলাম।vdoভালো লাগলো। ডিসেম্বর মাসে তিরুপতি যাচ্ছি। আপনার তিরুপতি vdoর থেকে উৎসাহ পেলাম। ভালো থাকবেন। ধন্যবাদ
Thank you 😊
Very nice, your travel blog always attracts me. I with my wife and daughter visited Kashmir on October 2022. Obviously Dal lake at the time of Sun set is wonderful experience. We have ended our journey by visiting the great Vaishno Devi Mata temple by tracking the up and down path.
Once again thank you for your video. Waiting for Ladakh video.
Thanks for sharing your experience 🙏
অসধারণ লাগলো,,আপনাদের পুরো পরিবার কে অনেক অনেক শুভেচ্ছা জানাই,,খুব আনন্দে থাকুন,,
আমরা ঠিক কুড়ি দিন আগে শ্রীনগরের ডাল লেকের সূর্যাস্তকালীন এই নৈসর্গিক রূপটি উপভোগ করেছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম। খুব ভালো লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। রাই -এর উপস্থিতি ভিডিও টিকে অন্য মাত্রা দিয়েছে ❤
paribarik kichu sommosar jannya video ta dekha hoi ni ..tai gota parbo eksathe na dekhe kichu kichu kore dekhlam .. Asadharon Kashmir ..
Thank you ❤️
Apnar uposthapona aro beparta k ashadharon kore tuleche. Khub bhalo
আপনার videography just অসাধারণ ।👌উপস্থাপনা ও অন্যান্য অনেক travel vlogger এর থেকে যথেষ্ট উন্নত। আমরা 2022 ডিসেম্বর গিয়েছিলাম তবে আপনাদের শিকারা ভ্রমণের সময়টা খুবই নয়নাভিরাম । শিবাজীদার একটা vlog এ আপনার নাম recommend করার পর থেকে শুরু করি আপনাদের vlog দেখা।খুবই ভালো লাগে আপনাদের সদা হাস্য মুখগুলো ।আপনার vlog দেখে খুব ইচ্ছে হয়েছে দেবদিপাবলী তে বেনারস যাবার ,জানি না ভোলেবাবা🙏 ডাকবেন কবে ।ভালো থাকবেন ।
অনেক ধন্যবাদ 🙏 ওই সময়ে বেনারসে গেলে আগের থেকে হোটেল বুক করে যাবেন । কারণ ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে, খুব ভিড় হয় আর সবকিছুর দাম একটু বেশি থাকে ।
অপূর্ব বললে মনে হয় মন ভরবে না ,এই জায়গার সৌন্দর্য বর্ণনা করার সঠিক ভাষা মনে হয় কোনোটাই মন ভরাবেনা যা ভরাবে উপভোগে।আর একটা কথা দাদা আপনার কন্যাটি ভারি সুন্দর কি ভদ্র আচরণ খুব ভাল থাকুন আপনারা এই ভাবেই চলুক আপনাদের জীবনের গতি।
নৈসর্গিক সৌন্দর্য,and very sweet vlog as well
খুব সুন্দর লাগল, মনে পড়ে গেল পুরানো স্মৃতি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর লাগলো।
আপনাদের সাথে ঘুরতে যাওয়ার অপেক্ষায় আছি।
রাইকে খুব মিষ্টি লাগছে ❤
সবাই ভালো থাকুন, আরোও অনেক অনেক ঘুরতে থাকুন।
Emon mishti poribaar amar kache swopner moto
Chokh juriye jay dada apnader ghurte jawar vlog guli dekhe. Valo thakben sobai .
সঙ্গে থাকবেন 🌹
অসাধারন।কাশ্মির গেছি।আবার যাওয়ার ইচ্ছা আছে ট্রেনে জম্মু থেকে।অনেক আগে গেছি এত উন্নত ছিল না।ট্রাভেল এজেন্ট এর সাথে ভুলেও যাব না। বাঙালির ডিম ভাত পটল চিকেন খাওয়াবে।মেয়ে রেস্তোরা চয়েস অসাধারন।
আপনার বর্ণনা আর সেই সঙ্গে আবহ সঙ্গীত অসাধারণ।
Charming, beautiful vlog. Dal lake dekhe mon bhore gelo
আপনাদের Blog এর ভ্রমণ এর সঙ্গে নিজেকে relate করতে পারি।আর রাই কে এতো ভালো লাগে....খুব ভালো লাগছে।
একদিনের এই ছোট্ট trip সত্যিই খুব ভালো লেগেছে 👍🏻👍🏻👍🏻
Khub bhalo laglo dada akdine ato sundor kore srinagar ghoralen je mon vore galo😊😊
Out of the World Sunset on Dal Lake
Dada apnar ei vlog ami second time dekhchi, apnar poribesan khub sundar, ar family niye ghorar anondoi alada. Ami Jalpaiguri theke dekhchi.
Thank you so much ❤️
Oshadharon laglo, khub sundor poribar apnar, khub valo thakben.
সত্যি কাশ্মীরের তুলনা হয় না।আমি কাশ্মীর একবারই গিয়েছি,1980 তে। তখনও কাশ্মীরের সমস্যা শুরু হয়নি।খুব আনন্দ করে ঘুরেছিলাম, মা বাবার সাথে।
নিশাত বাগ, শালীমার গার্ডেন,চশমাশাহী...গার্ডেন গুলোর কথা খুব মনে আছে। আর Dal lake এ শিকারা ride এ দুদিন গিয়েছিলাম...তার মধ্যে একদিন ছিলো সূর্যাস্তের সময়।Dal lake এ floating garden টা বেশ ইন্টারেস্টিং লেগেছিল।
আপনারাও দারুণ enjoy করছেন,খুব ভালো লাগছে।
Trying new cuisines is definitely a mark of this generation.আমার দুই ছেলে একেবারে তাই।
ভালো থাকবেন,পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Thank you so much 😊
আমরাও ঠিক এই সময়েই শিকারায় চেপেছিলাম। অদ্ভুত সুন্দর দৃশ্য।
Khuub valo laglo. Apnar madhyame amar Kashmir ghora sarthak holo.
আপনার প্রতিটি ভিডিওর ন্যায় এটিও মন ছুঁয়ে গেল। জানি না কোনো দিন কাশ্মীর যাওয়ার সুযোগ হবে কি না। কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে মানস ভ্রমণ তো হয়েই গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বুবু দি কে ও রাই কে। রাই এর কাছেও অনেক কিছু জানতে পারলাম। Thank you so much Rai. খুব ভালো থাকুন আপনারা। সমৃদ্ধি কামনা করি আপনার চ্যানেল এর।❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
লক্ষে পৌঁছনোর লক্ষ্য অর্জন করার জন্য লক্ষ অভিনন্দন। আপনাদের প্রথম দিকের সাবস্ক্রাইবার হিসেবে এ যেন আমার কাছেও এক achievement।
এরকম সদা হাস্যময় পারিবারিক ভ্রমণ দেখলেও তৃপ্তি লাগে। সুন্দর vilg । শুধু একটা feedback - কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু loud লাগছিল।
বাকি পর্ব গুলোর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ 🙏
Darun laglo....Kashmir satti apurbo..sabai mile apnader ei anondo khb bhalo lagche..
Apnader 1lakh subscribers chuye felar jonyo anek anek subhecha
Thank you 😊
আমি ও কাশ্মীর গিয়েছিলাম 1989 এ
ভারী সুন্দর লেগেছিলো। এখন ও ভালো লাগলো সুন্দর দৃশ্য
Rai k amr shotti e khub bhalo lage , or katha bolar dhoron khub shundor lage amr, akta snigdhota royeche ❤
🥰🥰
অপূর্ব vlog। enjoyed a lot
Khuuub sundar laglo, akebare dreamland mone holo
Opurbo laglo❤. Apnader mukher hasi r golar sworer ushno uchchash e bole dichchilo j apnara khub enjoy korechen. Otuloniyo blog.
Thank you ❤️
Khub enjoy korlam.. darun presentation❤
১ lakh subscriber jonno apnake onek onek abhinandan, apnake r bubu ke dekhe e mone hoy dujon ottonto bhalo ebong soth manush, bhalo thakben
Excellent awesome first day in Kashmir the Heaven of Earth ...
কত স্মৃতি মনে এল। ধন্যবাদ❤
অসম্ভব সুন্দর লাগলো। আমি এখোনো কাশ্মীর যাইনি। যাওয়ার একটা সুপ্ত ইচ্ছে তো আছেই,তবে আপনার ভিডিও দেখে ইচ্ছে টা যেন অনেক টা বেড়ে গেল। আসলে কর্তা মশাই এর অফিসের ছুটি টা মেন প্রবলেম। কাশ্মীর ঘুরতে বেশ কয়েকটি দিন তো লাগবেই। যাইহোক অসাধারণ লাগলো। রাই এর রেকমেন্ড করা খাবার গুলো ওখানে গেলে অবশ্যই ট্রাই করব। ভালো থাকবেন 🙏
আমাদেরও ভালো করে ঘোরা হয়নি । আবার যাবো ।
কাশ্মীর যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই, ২০০৪ এ আমার কাশ্মীর ১৬দিনের ট্রিপে ঘোরা, সেই জন্য এখন দেখতে আরও ভালো লাগলো ধন্যবাদ ❤
আপনাদের এই একদিনের ট্রিপ ভাল লাগল।বাংলাদেশ থেকে একযুগ আগে লাদাখ গিয়েছিলাম আমরা দু'জন। তবে কোন ভ্রমণ সংস্হার সাহায্য নেইনি। ভ্রমণ পথটা ছিল- শিলিগুড়ি - দিল্লী ট্রেন। দিল্লী - অমৃতসর-জম্মু-শ্রীনগর-কার্গিল-লে-কেলং-মানালি-সিমলা স্টেট বাসে।কালকা হয়ে দিল্লী ও শিলিগুড়ি ট্রেনে। ২০/দিনের ভ্রমণ ছিল সেটা। আমরা শ্রীনগরে অবশ্য দু'দিন ছিলাম। আপনাদের শ্রীনগর বেড়ানো দেখছি কিছু স্মৃতি মগজ এখনো ধরে রেখেছে একযুগ পরেও! আন্তরিক শুভকামনা রইল আপনাদের চমৎকার এই পরিবারটির জন্য।।
অনেক ধন্যবাদ 🙏
আপনাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের জুটিটাও ভীষণ মিষ্টি আমার মেয়ের নামও রাই
অনেক ধন্যবাদ । অনেক ভালোবাসা রইলো ❤️🌹
Rai eto mishti... ki valo laglo.. may god bless you my bachchiii...🥰🥰
অনেক ধন্যবাদ।
Congratulations for 1 lakh +❤❤🎉🎉 খুব ভালো উপস্থাপনা। আর background music দুটো ই very special. 👌👌
অপূর্ব সূর্যাস্ত ডাল লেকের। আমরা অন্য সময়ে ঘুরেছি। ভুল করেছি।
অপূর্ব
Rai
Tomay khub misti laglo
Paradise..I was been there on 2022...lovely vlog
অপূর্ব দৃশ্য,, ডাল লেক এ ঘোরা এত সুন্দর লাগলো,, তা বর্ণনা করা কঠিন,, দারুন দারুন লাগলো,, ভালো থাকবেন।।
Rai Didi vai &team congratulations...
Family tour ভালই হচ্ছে , ভালই লাগছে ,একদমই ঠিক যে এ এক অপরূপ প্রাকৃতিক সাজে সেজে আছে
ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য আমাদের , জায়গাটির অন্য দিকগুলি নাই বললাম ভাল থাকবেন
Ashambhab sundor laglo ajker vlog.
কাশ্মীর অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো, ধন্যাবাদ আমাদের এভাবে ঘোরানের জন্য। তবে আপনার মধ্য ভারত ভ্রমনের ব্লগটা আমার খুব ভালো লেগেছিল যা কোন দিনও ভোলবার নয়।আবারও ধন্যাবাদ।আপনারা তিন জনেই খুব ভালো থাকবেন ।
অসংখ্য ধন্যবাদ 🙏
Dal lake Sun set just osadharon