খুব ভালো,একে ই বলে traveller,,,,,একটা জায়গাকে ঠিক ভাবে explore করতে হলে ,সেখানকার local transport এর সাহায্যে নিতে হয়।এতে local মানুষকে একটু কাছ থেকে বোঝা যায়,আর খরচ ও কম হয়। বেশ ভালো লাগলো video টা, subscribe করে নিলাম।
Apnar video ta save kore rakhlam.maa baba ke niye jabo kichudin porei....kaje lagbe......ei video ta ami motamuti 10-12bar dekhlam...... RUclips e onek video dekhi 1st time apnar video te comment korlam.... thank you Didi for full information.......
@@Somakitchenwithtravelvlogs একদম তাছাড়া ওখানকার মানুষজন ভীষণ সাহায্য করে। আমরা পহেলগাঁও গিয়েছিলাম share car এ, 80 টাকা করে পড়েছিল, ফেরার পথে উনি প্যাসেঞ্জার নিয়ে আমাদের জন্য আধাঘন্টা এক্সট্রা ওয়েট করেছিলেন। যেটা পশ্চিমবঙ্গের ভাবাই যায় না। তারপরে উনি এক্সট্রা ভাড়া নিলেন না আমাদের থেকে
একটা ভিডিওতে সম্পূর্ণ টিউলিপ গার্ডেন তুলে ধরা সম্ভব হয় নি। টিউলিপ গার্ডেন নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারেন।তাছাড়া প্রত্যেক বছর টিউলিপ গার্ডেন আলাদা সাজে সেজে ওঠে যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
@@DebasishDutta-z4l আমরা সাইটসিন পাবলিক ট্রান্সপোর্ট এর মাধ্যমে ঘুরেছি কোনো রিজার্ভ গাড়ি করিনি তাই ড্রাইভারের নম্বর দিতে পারিনি তবে শুধু মাএ জম্মু থেকে পহেলগাম যে গাড়িতে গিয়েছিলাম তার ড্রাইভারের নম্বর দিলাম 👇 ruclips.net/video/IaNFLWmdaJc/видео.htmlsi=pOT7vEQmb7rhgJJy ভিডিও লিঙ্ক👆দিলাম দেখতে পারেন। কথা বলে আপনি চাইলে প্রত্যেক দিনের জন্য রিজার্ভ করতে পারেন।
আগামী নভেম্বর মাসের ৩য় সপ্তাহে কাশ্মীর যেতে চাই। সময়টা ঠিক হবে তো? আমরা তিন জন। কোথায় থাকব এবং কিভাবে ঘুরব? আমরা আসছি আগরতলা থেকে। জম্মু ষ্টেশন থেকে কিভাবে যাব, জানাবেন।
যেভাবে আমরা গিয়েছিলাম আপনারাও সেভাবেই যেতে পারেন কোনো অসুবিধা হবে না। নভেম্বরে কাশ্মীরে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গাছে প্রচুর আপেল দেখতে পাবেন তার সাথে সারি সারি চিনার গাছ এই সময় দেখতে পাবেন।আর পর্যাপ্ত শীতের পোশাক নিয়ে যাবেন। তবে এই সময় টিউলিপ ফুলের বাগান ও বরফ দেখতে পাবেন না।তার জন্য আপনাকে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে যেতে হবে। তবে একবারে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করা যায় না।
Naam to yad nahi par hum jis hotel me ruka tha uska link de rahahu up dekhlijiye 👇 ruclips.net/video/C5GtlMtl6L0/видео.htmlsi=y6H6FqUC44vesSdE es hotel ke pass bohut hotel he up Jake bhi dekh sakte he. or 500-700 rupees mebhi dal lake ke 1 no gate par bohut hotel milega bhaiya.
@@Somakitchenwithtravelvlogs Online hotel book karna sahi h ya phir srinagar ja kar offline book karna sahi hoga .? Plz suggest 2nd question ki greeny view dekhne ke liye best month koun sa hoga.. 3rd question ki dal lake se jamu railway station jane ke liye share cap milegi na..? Plz ans
হ্যা যেতে পারবেন যেমন 20 March থেকে June মাস পর্যন্ত কারণ ঐ সময় 6 month er baby কেও দেখেছি তবে October to March 15 পর্যন্ত না যাওয়াই ভালো ঐ সময় খুব ঠান্ডা থাকে অসুবিধা হলেও হতে পারে। বাকি সময় যথেষ্ট গরম জামাকাপড় নিয়ে যাবেন অসুবিধা হবে না আর বলেরাখি যখনই যান না কেন gondola ride করবেন না বাচ্চাকে নিয়ে কারণ সে তার সুবিধা অসুবিধা গুলো বুঝতে পারবে না বাকি সময় কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে ঘুরে আসুন।
কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে December ও January তে প্রচন্ড ঠান্ডা থাকে। তাই বাচ্চার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপএ নিয়ে যাবেন। বিশেষ করে পায়খানা ও বমির অসুধ কারণ ঠান্ডায় পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে।
আমরা April এর প্রথম সপ্তাহে গিয়েছিলাম। June মাসে একমাএ গন্ডোলার 2nd ফেজ এ বরফ পাবেন। তাও খুব সামান্য। snow দেখার উপযুক্ত সময় February মাঝামাঝি থেকে April এর 15 তারিখ এর মধ্যে।
@@yourqueen3913 একই খরচ পরবে তবে রুমটা তিন জনের বদলে আপনারা 2 জন শেয়ার করবেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে তবে আপনারা যদি ডাল লেকের 1no গেটের কাছে রুম নেন তাহলে খরচ টা অনেকটাই কমে যাবে বাকি গাড়ি ভাড়া ভিডিও তে যা আছে তাই পরবে। নিশ্চিন্তে ঘুরে আসুন।
@@SadanandaBanik-k6b আপেল এর জন্য আপনাকে August - November এর মধ্যে যেতে হবে তাহলে গাছে প্রচুর আপেল দেখতে পাবেন ও বরফ এর জন্য আপনাকে December - April এর প্রথম সপ্তাহের মধ্যে যেতে হবে।
কাশ্মীর ভ্রমণের খরচ ভিডিওর Description box এ দেওয়া আছে।আর আমাদের গন্ডলা রাইডের প্রয়োজন পরেনি কারণ তখন নিচেই প্রচুর স্নো ছিল।তবে আপনারা গন্ডলা রাইড করতে চাইলে 1মাস আগে অনলাইন টিকিট করে রাখবেন তা না হলে সকাল সকাল টিকিটের লাইনে দাড়াতে হবে ফলে অনেকটা সময় নষ্ট হবে।ভিডিও টি সম্পূর্ণ দেখুন সব জানতে পারবেন। এবার বলি খাওয়া দাওয়া নিয়ে ওখানে বাঙালি খাবার পাওয়া যায়।আপনার সুবিধার জন্য বাঙালি রেষ্টুরেন্টের ভিডিও link দিলাম 👇দেখতে পারেন ruclips.net/video/W7OMBM5WIdc/видео.htmlsi=P6eZWcwEC1EMnvM9
আপনারা নিজেরা গেলে এইরকম খরচ পরবে।তবে সব টাই নিজেদের করতে হবে। আর প্যাকেজে খরচ একটু বেশি হলেও আরাম আছে বিশেষ করে খাওয়া দাওয়া টাইমে পাবেন। আপনারা কাশ্মীর সহ বৈষ্ণদেবী যাবেন এবং AC না Sleeper যাবেন সেটা জানালে package বলতে সুবিধা হতো।তাছাড়া আপনারা কোথা থেকে যোগাযোগ করছেন জানালে ভালো হয়।
হ্যা ঠিকই বলেছেন, আমাদের বাড়ির আশেপাশের পুকুরে যেমন ঘাট হয় ঠিক তেমনি শ্রীনগরে বিশাল বড়ো ডাল লেকে 1-10 এর বেশি অনেক গুলি ঘাট বা গেট আছে। প্রতিটি ঘাট /গেট বেশ সাজানো গোছানো বসার জায়গাও আছে। আমরা তেমনি একটি ঘাট অর্থাৎ ৮ নং ঘাট/গেটের ঠিক উল্টো দিকের রাস্তার একটি হোটেলে ছিলাম। ওখানে রাস্তা চেনার জন্য সবাই ঘাট গুলিকে গেট নম্বর হিসাবে উল্লেখ করে থাকে তাই আমিও বলেছি। আশা রাখি আগামী দিনে আপনারাও পরিবার পরিজনদের সাথে কাশ্মীর এর মতো এত সুন্দর একটি জায়গা ঘুরতে অবশ্যই যাবেন।
মধ্যবিত্ত মানুষের জন্যে খুব উপকারী ভিডিও ❤ ধন্যবাদ দিদি আপনি পাবলিক ট্রান্সপোর্টের সমস্ত তথ্য দিয়ে খুব উপকার করলেন ❤❤❤❤❤
খুব ভালো,একে ই বলে traveller,,,,,একটা জায়গাকে ঠিক ভাবে explore করতে হলে ,সেখানকার local transport এর সাহায্যে নিতে হয়।এতে local মানুষকে একটু কাছ থেকে বোঝা যায়,আর খরচ ও কম হয়। বেশ ভালো লাগলো video টা, subscribe করে নিলাম।
ধন্যবাদ
দারুন লাগলো, 👍👍👍 আপনার নির্দেশনা ও দারুন
এমন ভিডিওই খুঁজছিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে,খুব উপকৃত হলাম
Khub dorkar chilo ata.. Anek din dhore ai video khujchilam.. Amra budget traveler.. Khub dorkar chilo ata amader.. Thank you so much
ধন্যবাদ ❤❤
আম জনতার জন্য আপনার পরিবেশিত ভিডিওটি খুব ভালো ও উপযোগী।
Apnar video ta save kore rakhlam.maa baba ke niye jabo kichudin porei....kaje lagbe......ei video ta ami motamuti 10-12bar dekhlam...... RUclips e onek video dekhi 1st time apnar video te comment korlam.... thank you Didi for full information.......
আপনার ভিডিও টি দেখে খুব উপকার পেলাম ধন্যবাদ দিদি
Eto soja vabe apni sob information diyechen j amake ar tour package r upor vorsa korte hobe na. Ami amar ma k niye nijei jete parbo. Thank u madam
Vison valo. Kom khoroche travel agency chharai kashmir tour er ei video ta amdr agami din. e kashmir tour korte help korbe. ❤❤
খুব সুন্দর সহজ ভাবে বিস্তারিত তথ্য দিলেন। খুব ভালো লাগলো।
Onek sundor joto gulo video dakchi upnar ta onek sundor
Tik bolchen bises kore cear and train jurney
Yes , very valuable and informative for cheap travel . Thanks.
অনেক ধন্যবাদ
অসাধারন। এমন ভিডিও আগে দেখিনি।
5555t555555555555555555555555t55555555555555555555t55tttwoooo...,,...,.,.,,,,, q
Travel vlog erokom e hoa uchit. Khub khub khub valo video ta.
ধন্যবাদ 🙏🙏
Puro video ta dekhlam. Just oshadharan. Aro bhalo bhalo video r jonno wait korbo. 👏👏👏👏👏👏👏👏👍
খুব ভালো একটা বাজেট ট্রিপ দেখালেন . তবে শেষে মোট খরচের একটা লিস্ট দেখালে ভালো হতো.
মোট খরচে লিস্ট ভিডিওর description box এ দেওয়া আছে
অসাধারণ উপস্থাপনা।
খুব ভালো লাগলো। অনেক কিছু জানলাম
sundor choto choto information dilen... Khub valo laglo
Thank you
Best budget video ever
খুবই ভাল লাগল 👍🙏অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ ।
Wonderful video very informative
Khub sundar laglo
অসাধারণ আপনার উপস্থাপনা আর প্রকৃতি দেখে তো মন ছুঁয়ে গেল👌🏻 30:27 পাশে থাকলাম আর সাথে আমন্ত্রণ জানালাম😊🤝🏻❤️
বহুবার ভালো লাগলো, ট্রেনের টাইম জানালে আরও ভালো হতো। ❤
আপনার ব্লগ খুব ভালো লাগে। একদমই ঘরোয়া ব্যবস্থায়। আপনি যদি একটা টুরিস্ট অপারেটিং করেন তবে আমরাও আপনার সাথেই যেতে পারি।
এখনো সেরকম চিন্তা ভাবনা নেই।তবে যদি সম্ভব হয় জানাবো।
সুচিন্তিত মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।
khub bhalo laglo, baki vdo dekhte chai
খুব ভাল লাগল আপনার ভিডিও টা
দিদি আমি বাংলাদেশী বাংলা থেকে দেখছি তোমাকে❤
Very nice and informative, go ahead.
Didi vai tomar video dekhe sahos pelam jabar .khub sundor video
অবশ্যই পরিবার পরিজনদের নিয়ে ঘুরে এসো।খুবই ভালো জায়গা।
ভীষন ভালো লাগল।
আপনার ভিডিও ভালো লাগলো
Khub valo laglo amrao jabo apnar thekhano path dhore
@@NinaBanerjee-ud6fw অগ্রিম শুভেচ্ছা রইল।
Madam khub informative video.Darun.
April 2025 1st week jabar plan ache. Khub valo laglo video ta. Thank you
Didi amio bhabchi April 2025 1week a jabo khub help ful video ta apnara jodi chan amar family k add korte paren
😢Amra dui Jan husband wife from
Kolkata. Wish you visit 1/2 week of APR. If you like we may accompany
আমরা রাজধানী তে দিল্লী গেছিলাম,সেখান থেকে ফ্লাইট e Srinagar গেছিলাম, আর gondolar টিকিট সাথে সাথেই পেয়েছিলাম, e বছর নভেম্বরে আবার যাচ্ছি কাশ্মীর
কাশ্মীর এমনই জায়গা যে বারবার যেতে ইচ্ছে করে।
@@Somakitchenwithtravelvlogs একদম তাছাড়া ওখানকার মানুষজন ভীষণ সাহায্য করে। আমরা পহেলগাঁও গিয়েছিলাম share car এ, 80 টাকা করে পড়েছিল, ফেরার পথে উনি প্যাসেঞ্জার নিয়ে আমাদের জন্য আধাঘন্টা এক্সট্রা ওয়েট করেছিলেন। যেটা পশ্চিমবঙ্গের ভাবাই যায় না। তারপরে উনি এক্সট্রা ভাড়া নিলেন না আমাদের থেকে
Valo korechen
So beautiful Video❤
khub valo
Good
ধন্যবাদ
Khub valo laglo didi❤❤
খুব ভাল লাগল দিদি 👍
কাশ্মীরে র ফুলের বাগান যেখানে ধাপে ধাপে ওপরে উঠে আর নানা ধরনের দারুন দারুন সব ফুলের গাছ সেটা তো দারুন জায়গা দেখলাম না তো।
একটা ভিডিওতে সম্পূর্ণ টিউলিপ গার্ডেন তুলে ধরা সম্ভব হয় নি। টিউলিপ গার্ডেন নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারেন।তাছাড়া প্রত্যেক বছর টিউলিপ গার্ডেন আলাদা সাজে সেজে ওঠে যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
অসাধারণ!
আপনার কাশ্মীর সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করার।
@@Somakitchenwithtravelvlogs দুজনের কেমন খরচ হতেপারে?
আমরা ও এই হোটেলে ছিলাম। 7_11_24
হোটেল টা আমাদের কাছে ঠিকই ছিল আপনাদের কেমন লাগলো।
@Somakitchenwithtravelvlogs আমাদের ভালো লাগলো,
Khub bhalo laglo amro jabo
অবশ্যই। খুব সুন্দর জায়গা।সবাই মিলে ঘুরে আসুন।
Sob jaigai r share gari gulo up down er ki valo vabe available??? Naki return garir jonno ank khon wait korte hoi???
ফেরার পথেও গাড়ি সবসময় পাওয়া যায়।অপেক্ষা করতে হয় না। শেয়ার গাড়িতে যাওয়া ও আসার কোনো অসুবিধা হয় না।
দারুন লাগলো
Good ❤
Excellent
Subscribe kore diya che ❤❤
Very nice 👍👍👍👍
Apni kon masa gachilan
very nice ❤
Khub bhalo laglo tobe sob hotel r driverer no jodi diten aaro khub bhalo lagto
@@DebasishDutta-z4l
আমরা সাইটসিন পাবলিক ট্রান্সপোর্ট এর মাধ্যমে ঘুরেছি কোনো রিজার্ভ গাড়ি করিনি তাই ড্রাইভারের নম্বর দিতে পারিনি তবে শুধু মাএ জম্মু থেকে পহেলগাম যে গাড়িতে গিয়েছিলাম তার ড্রাইভারের নম্বর দিলাম 👇 ruclips.net/video/IaNFLWmdaJc/видео.htmlsi=pOT7vEQmb7rhgJJy
ভিডিও লিঙ্ক👆দিলাম দেখতে পারেন।
কথা বলে আপনি চাইলে প্রত্যেক দিনের জন্য রিজার্ভ করতে পারেন।
Bolchi didi hoter varar sathe food including thake?
Na.
Super
very nice
ধন্যবাদ
আগামী নভেম্বর মাসের ৩য় সপ্তাহে কাশ্মীর যেতে চাই। সময়টা ঠিক হবে তো? আমরা তিন জন। কোথায় থাকব এবং কিভাবে ঘুরব? আমরা আসছি আগরতলা থেকে। জম্মু ষ্টেশন থেকে কিভাবে যাব, জানাবেন।
যেভাবে আমরা গিয়েছিলাম আপনারাও সেভাবেই যেতে পারেন কোনো অসুবিধা হবে না।
নভেম্বরে কাশ্মীরে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গাছে প্রচুর আপেল দেখতে পাবেন তার সাথে সারি সারি চিনার গাছ এই সময় দেখতে পাবেন।আর পর্যাপ্ত শীতের পোশাক নিয়ে যাবেন।
তবে এই সময় টিউলিপ ফুলের বাগান ও বরফ দেখতে পাবেন না।তার জন্য আপনাকে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে যেতে হবে।
তবে একবারে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করা যায় না।
Bolchi j winters dress ki vara pawa jai na ki okhane kinta hobe
@@Asminah5p ড্রেস বলতে সেরকম কিছু দেখলাম না তবে স্নো বুট পাওয়া যায়।
December - February বাদে বাকি সময় আপনার নিজস্ব শীতের পোশাক যথেষ্ট।
খুব সুন্দর লাগলো
Darun
ধন্যবাদ
January তে যাওয়া কি ঠিক হবে প্লিজ জানাবেন
বয়স্ক ও বাচ্চা বাদে বছরের যেকোনো সময়ই যাওয়া যায়। ঐ সময় খুব ঠান্ডা ও চারিদিকে বরফে মোরা খুব ভালো লাগবে তব টিউলিপ ফুল দেখতে পাবেন না।
Sister srinagar dal lake ke pass mein koi 2,3 sasta hotel ka naam bata dijiye
Naam to yad nahi par hum jis hotel me ruka tha uska link de rahahu up dekhlijiye 👇
ruclips.net/video/C5GtlMtl6L0/видео.htmlsi=y6H6FqUC44vesSdE
es hotel ke pass bohut hotel he up Jake bhi dekh sakte he.
or 500-700 rupees mebhi dal lake ke 1 no gate par bohut hotel milega bhaiya.
@@Somakitchenwithtravelvlogs thanks
@@Somakitchenwithtravelvlogs
Online hotel book karna sahi h ya phir srinagar ja kar offline book karna sahi hoga .?
Plz suggest
2nd question ki greeny view dekhne ke liye best month koun sa hoga..
3rd question ki dal lake se jamu railway station jane ke liye share cap milegi na..?
Plz ans
didi 1.7th month baby niye jaoya jabe?
হ্যা যেতে পারবেন যেমন 20 March থেকে June মাস পর্যন্ত কারণ ঐ সময় 6 month er baby কেও দেখেছি তবে October to March 15 পর্যন্ত না যাওয়াই ভালো ঐ সময় খুব ঠান্ডা থাকে অসুবিধা হলেও হতে পারে। বাকি সময় যথেষ্ট গরম জামাকাপড় নিয়ে যাবেন অসুবিধা হবে না আর বলেরাখি যখনই যান না কেন gondola ride করবেন না বাচ্চাকে নিয়ে কারণ সে তার সুবিধা অসুবিধা গুলো বুঝতে পারবে না বাকি সময় কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে ঘুরে আসুন।
Didi guwahati theke Ac train a jaite koto taka lagbo
2 jon amra jaimu asha jawa total koto taka lagbo 4 din a
Please didi bolun
যতদুর সম্ভব 3A --2265টাকা ও 2A 3300 টাকার মতো প্রায় 45-47 ঘন্টার জার্নি।
তবুও একবার Trainman apps এ search করে নেবেন।
Apni ki okhane giyei Room vara kore6ilen, mne spot room booking kore6ilen?
হ্যা ঠিক বলেছেন।ওখানে গিয়ে স্পট বুকিং করছিলাম।তাহলে রুম দেখে বুকিং করা যায় ও রুম ভাড়া কমে হয়।
দিদি আমরা ডিসেম্বরে কাশ্মীর যাব সাথে ৪ বছরের একটা বাচ্চা আছে।।। কোন অসুবিধা হবে কি????
কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে December ও January তে প্রচন্ড ঠান্ডা থাকে। তাই বাচ্চার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপএ নিয়ে যাবেন।
বিশেষ করে পায়খানা ও বমির অসুধ কারণ ঠান্ডায় পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে।
ধন্যবাদ
Hotel room, Vara, Fooding , kotha , Laglo , Janaben
দিদি , আমি অক্টোবরে কাশ্মীর যাবো ফ্যামিলি নিয়ে, কিছু জিনিস জানার আছে, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে ?
অবশ্যই।কাশ্মীর সম্পর্কে কিছু জানার জন্য যোগাযোগ করতে পারবেন।
Ami December jbo😊
Apni amader songe jete paren October 17-30tarikh
দিদি আসার সময় ট্রেনের টিকিট কি আগেই কেটে রেখেছিলেন নাকি ওখানে এভেলেবেল পাওয়া যায়
7@@Somakitchenwithtravelvlogs
❤❤❤
Kon maase gechilen
ভিডিওতে সব বলা আছে
March e jabo. Keu jodi interested thaken tale contact korte paren.
Ok
Ok
Amra jabo 4jon, kivabe apnar 7a contact korbo, ph no ta deben.
Amrao jabo ..4 jon...apnar contact number dile valo hoi
Amrao March e jabo
Apnara kon month a gechilen
April 1st week
দিদি জুন মাসে কি বরফ পাব?
আমরা April এর প্রথম সপ্তাহে গিয়েছিলাম।
June মাসে একমাএ গন্ডোলার 2nd ফেজ এ বরফ পাবেন। তাও খুব সামান্য।
snow দেখার উপযুক্ত সময় February মাঝামাঝি থেকে April এর 15 তারিখ এর মধ্যে।
Gul marg a akek sight seen acha, sei gulo dakha len na to?
আমরা গুলমার্গের লোকাল সাইডসিন করিনি।তাই দেখাতে পারিনি।
আপনারা কোন মাসে গিয়েছিলেন?
Amra o jabo
শুভকামনা রইল।
@@Somakitchenwithtravelvlogs thank you so much❤
Khoroch koto holo
Hello soma
Total khorcha koto hoiyache?
যেটা লেখা আছে সেটাই।তবুও ভিডিও Description box দেখে নিন।
@@Somakitchenwithtravelvlogs 2jon er koto khorcha porbe
@@yourqueen3913 একই খরচ পরবে তবে রুমটা তিন জনের বদলে আপনারা 2 জন শেয়ার করবেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে তবে আপনারা যদি ডাল লেকের 1no গেটের কাছে রুম নেন তাহলে খরচ টা অনেকটাই কমে যাবে বাকি গাড়ি ভাড়া ভিডিও তে যা আছে তাই পরবে। নিশ্চিন্তে ঘুরে আসুন।
টোটাল কত খরচ হল ??
যা লেখা আছে সেটাই খরচ তবুও ভিডিও description box এ সমস্ত খরচ দেওয়া আছে।
Hotel , room , Vara , kotha, janaben?
ভিডিওর description box এ সব দেওয়া আছে।
video দেখার জন্য ধন্যবাদ
Apni kobe giye6ilen....amra o plan kore6ilm october jabo bole bt j vabe terrorist attack chol6e...
Jaoa ki uchit hobe?
আমরা April এ গিয়েছিলাম।
আপনারাও যেতে পারেন October এ। এখনো অনেক দেরি তখন আশা করি সব ঠিক হয়ে যাবে।
Didi eka jaya jay
Sob miliye kemon khorch
হ্যা যাওয়া যায় শুধু মনে সাহস ও অরিজিনাল আধার কাড থাকলেই হবে।
খরচের হিসাব ভিডিও Description box এ দেওয়া আছে।
Khub valo laglo
দিদি ভাই আপনি যে হোটেলে ছিলেন তার ফোন নম্বর জানলে খুব উপকার হবে
ভিডিও Description box এ হোটেলের ভিডিও লিঙ্ক দেওয়া আছে তাতে আপনি নম্বর ও পেয়ে যাবেন।
খুব ভালো হোটেল এবং স্টাফ ও ওনারের ব্যবহার খুব ভালো থাকতে পারেন।
আমি বাংলাদেশ থেকে কাশ্মির ঘুরতে যাবো। আপনার সাথে যোগাযোগের নাম্বারটা পেলে উপকার হয়।।
Hotel gulor ph no dile vlo hto
ভিডিও Description box এ হোটেলের ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে হোটেলের নাম ও যোগাযোগ নম্বর পেয়ে যাবেন।
Uttor deben
@@DebasishDutta-z4l অবশ্যই।যদি আর কোনো জিঞ্জাসা থাকে করতে পারেন।
আপেল এবং বরফ পাবো সেটা কোন মাসে যেতে হবে
@@SadanandaBanik-k6b আপেল এর জন্য আপনাকে August - November এর মধ্যে যেতে হবে তাহলে গাছে প্রচুর আপেল দেখতে পাবেন ও বরফ এর জন্য আপনাকে December - April এর প্রথম সপ্তাহের মধ্যে যেতে হবে।
Madam
Please provide details
ঠিক বুঝলাম না।
details বলতে আপনি যদি খরচের হিসাবের কথা বলেন তাহলে video description bix এ দেওয়া আছে।
didi kon hotel number ta dao na pl
দুজায়গার হোটেলের ভিডিও আলাদা করে দেওয়া আছে। ভিডিও দেখলেই ফোন নম্বর পেয়ে যাবেন ঐ ভিডিও description box এ।
শ্রীনগরে বাংগালী খাবার খেয়েছেন না কি। অন্য খাবার খেয়েছেন এক এক জনের খাওয়া খরচ দিন কত করে পরল গন্ড লা রাইড করে নি। কেন বিস্তারিত জানতে চাই
কাশ্মীর ভ্রমণের খরচ ভিডিওর Description box এ দেওয়া আছে।আর আমাদের গন্ডলা রাইডের প্রয়োজন পরেনি কারণ তখন নিচেই প্রচুর স্নো ছিল।তবে আপনারা গন্ডলা রাইড করতে চাইলে 1মাস আগে অনলাইন টিকিট করে রাখবেন তা না হলে সকাল সকাল টিকিটের লাইনে দাড়াতে হবে ফলে অনেকটা সময় নষ্ট হবে।ভিডিও টি সম্পূর্ণ দেখুন সব জানতে পারবেন।
এবার বলি খাওয়া দাওয়া নিয়ে ওখানে বাঙালি খাবার পাওয়া যায়।আপনার সুবিধার জন্য বাঙালি রেষ্টুরেন্টের ভিডিও link দিলাম 👇দেখতে পারেন
ruclips.net/video/W7OMBM5WIdc/видео.htmlsi=P6eZWcwEC1EMnvM9
মার্চ মাসে 25 জন যাবো কম বাজেটের পেকেজ কারো জানা থাকলে যোগাযোগ নাম্বার দিন। ।
আপনারা নিজেরা গেলে এইরকম খরচ পরবে।তবে সব টাই নিজেদের করতে হবে।
আর প্যাকেজে খরচ একটু বেশি হলেও আরাম আছে বিশেষ করে খাওয়া দাওয়া টাইমে পাবেন।
আপনারা কাশ্মীর সহ বৈষ্ণদেবী যাবেন এবং AC না Sleeper যাবেন সেটা জানালে package বলতে সুবিধা হতো।তাছাড়া আপনারা কোথা থেকে যোগাযোগ করছেন জানালে ভালো হয়।
dal gate na didi, ota dal lake!!!
হ্যা ঠিকই বলেছেন, আমাদের বাড়ির আশেপাশের পুকুরে যেমন ঘাট হয় ঠিক তেমনি শ্রীনগরে বিশাল বড়ো ডাল লেকে 1-10 এর বেশি অনেক গুলি ঘাট বা গেট আছে। প্রতিটি ঘাট /গেট বেশ সাজানো গোছানো বসার জায়গাও আছে। আমরা তেমনি একটি ঘাট অর্থাৎ ৮ নং ঘাট/গেটের ঠিক উল্টো দিকের রাস্তার একটি হোটেলে ছিলাম।
ওখানে রাস্তা চেনার জন্য সবাই ঘাট গুলিকে গেট নম্বর হিসাবে উল্লেখ করে থাকে তাই আমিও বলেছি।
আশা রাখি আগামী দিনে আপনারাও পরিবার পরিজনদের সাথে কাশ্মীর এর মতো এত সুন্দর একটি জায়গা ঘুরতে অবশ্যই যাবেন।
22nd march jabo contract no jodi den bhalo hoy
সমস্ত ভিডিওর Description box এ নম্বর দেওয়া আছে
Didi Srinagar, phalgun , hotel phone number daben
পহেলগাম ruclips.net/video/OkY0N_CJQYs/видео.htmlsi=pNnxkrmyp6FhEpKg
শ্রীনগর ruclips.net/video/C5GtlMtl6L0/видео.htmlsi=uRAmkNPiASDR6sMW
ভিডিও লিঙ্ক দিলাম।ভিডিওর Description box এ হোটেলের নম্বর দেওয়া আছে।কথা বলতে পারবেন।