সোনারগাঁয়ের সবচেয়ে জনপ্রিয় লোক কারুশিল্প মেলা ।। লোক কারুশিল্প মেলা ২০২৫ ।। নারায়ণগঞ্জের সোনারগাঁও
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #SaonVlog
সোনারগাঁয়ের সবচেয়ে জনপ্রিয় লোক কারুশিল্প মেলা ।। লোক কারুশিল্প মেলা ২০২৫ ।। নারায়ণগঞ্জের সোনারগাঁও
আসসালামু আলাইকুম ,
সবাইকে নতুন বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
বন্ধুরা আজ আমরা এসেছি, সোনারগাঁওয়ের লোকশিল্প মেলাতে। বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতি বছর মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে থাকে।
দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য এ মেলায় রয়েছে কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ আরো অনেক কিছু।
মেলায় কি কি দেখতে পেলাম , সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে , ভিডিও ভালো লাগলে, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।
বেশি কথা না বারিয়ে চলুন ভিডিও শুরু করি।
আমরা ঈশাখাঁর রাজধানীতে এসেছি , এখানেই বাংলার বারো ভূঁইয়াদের সর্দার ঈশাখাঁ প্রথম রাজধানী স্থাপন করেন।
ঈশাখাঁর ইতিহাস জানতে হলে আমাদের আগের ভিডিও আই বাটন থেকে দেখে আসতে পারেন। তাহলে এই বাংলার রাজধানী সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
গেট দিয়ে প্রবেশ করলাম আমরা , প্রবেশেই দেখতে পেলাম দুই পাশে অনেক ফ্ল্যাগ দিয়ে রোডের সুন্দর্য বর্ধন করছে। যা দেখতে ভালোই লাগছে।
এবারের মেলাতে ১০০ টি স্টোল বরাদ্ধ দেওয়া আছে। মেলায় থাকবে কারুশিল্পের কারুকাজ, হাতি, ঘোড়া, মমী পুতুলের বর্ণালী-বাহারি পণ্য, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প-মাটির চায়ের কাপ, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাদিশিল্প, মণিপুরী তাঁতশিল্প ও রংপুরের শতরঞ্জি শিল্প।
আরও থাকবে-টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেতশিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার শিল্প, নাগর দোলা, বায়স্কোপ ও মিঠাই-মণ্ডার পসরা থাকবে স্টলগুলোতে।
মেলার পাশাপাশি এই লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালি গান, জারি-সারি ও হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভাণ্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গায়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তি-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী তো থাকছেই।
✅Related Video :
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এর ইতিহাস বিশ্লেষণ
• সুলতান গিয়াস উদ্দিন আজ...
মহানবী সা: এর পায়ের ছাপ। কদম রসুল এর দরগা।
• মহানবী সা: এর পায়ের ছ...
প্রাচীন হাজীগঞ্জ দুর্গ এসে বিপদে পরলাম ||
• প্রাচীন হাজীগঞ্জ দুর্গ...
বারো ভূঁইয়া ঈশা খাঁ সোনা কান্দা দুর্গ||
• বারো ভূঁইয়া ঈশা খাঁ সো...
ঐতিহাসিক সুলতানি স্থাপনা গোয়ালদি মসজিদ ||
• ঐতিহাসিক সুলতানি স্থাপ...
ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানাম নগর ||
• ঐতিহ্যবাহী প্রাচীন শহর...
The Secrets Of Sonargaon: A Huge Historical House ||
• The Secrets Of Sonarga...
""""""""""""""""""""""""""""""""""""""""
✅Facebook Page
www.facebook.c...
"""""""""""""""""""""""""
Assalamu Alaikum
Welcome to my small channel.
I'm a tiny little vlogger. Let me show you different places from time to time. If you like my videos, that's my success.
Hope to be next to you.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
So Stay connected with us by subscribing to Our Channel & You Must press the Bell icon to get our videos as soon as we upload them.
Email: rjsaon44@gmail.com
If there is a copyright issue in any video, please let me know by email. I will remove the video as soon as possible.
Stay tuned by subscribing.
Please like & share
Thanks for watching
TAG
""""""""""""""
#সোনিারগাঁও_লোক_ও_কারুশিল্প_মেলা_2025
#সোনিারগাঁও_লোক_ও_কারুশিল্প_মেলা
#সোনিারগাঁও_লোক_শিল্পমেলা
#সোনিারগাঁও_কারুশিল্প_মেলা_2025
#সোনিারগাঁও_লোক_শিল্পমেলা2025
#saonvlog
#trending
#travel_with_saon
#vlog_with_saon
#sonargaon
#lokshilpomela2025
#panamcity
#কারুশিল্প
#লোকজউৎসব২০২5
#নারায়ণগঞ্জ
Onek sundhor akta video vai
thanks vai
আমাদের সোনারগাঁও ❤🎉
ji vaia, aponader sonargaon.
প্রচুর হাটতে হবে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, ঢাকা থেকে কিভাবে যাব?
আপনার এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ধন্যবাদ, আপনি ঢাকা থেকে প্রথমে গুলিস্তানে আসবেন, গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের পাশ থেকে দেখতে পাবেন দোয়েল বাস। এই দোয়েল বাসে করে সরাসরি ৭৫ টাকা ভাড়া দিয়ে সোনারগাঁয়ের মুগরা পাড়া এসে নামবেন। মুগ্রাপাড়া স্টানের ওভার ব্রিজ পার হয়ে এপারে আসবেন। অটোরিকশা কে বলবেন সোনারগাঁও জাদুঘর যাবো। আপনাকে জাদুঘরে এনে নামায় দিবে ভাড়া লাগবে ২০ থেকে ৩০ টাকা ব্যাস এতটুকুই
Bikele open thake ki?
জি ভাইয়া,
Kobe sesh hobe mela?
আপু পুরো একমাস চলে এই সোনারগাঁ লোক ও কারুশিল্প মেলা, ফেব্রুয়ারীর 15 তারিখ পর্যন্ত আনুমানিক চলবে।
কি বার বন্ধ থাকে?
মেলা সব দিনই চালু। ফেব্রুয়ারি ১৪ তারিখ পর্যন্ত চলবে
@SaonVlog mela na....ei place ta kon din off thake
প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতি বার সোনারগাঁ বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর বন্ধ থাকে। আপু
@@SaonVlog ধন্যবাদ
@@SaonVlog আরেকটা কথা। মগবাজার থেকে কিভাবে গেলে সুবিধা হবে?
Chittagong road theke kivabe jabo?
আসসালামু আলাইকুম , ফারজানা আপু আপনি চিটাগাংরোড থেকে বোরাক পরিবহনে মোগড়াপার এসে নামবেন । তারপর মোগড়াপাড়া থেকে অটো রিক্সা করে সোনারগাঁও জাদুঘরে যাবেন। আর এখানেই হচ্ছে লোক ও কারুশিল্প মেলা।