Allah hu Akbar. He is going to stand Against 13 families & all of them companies, such as : blackrock. Blackstone, state street, etc. May Allah protect his servant & guide him in the right path. & may Allah grant me to work with him. Amin, ya Rabbul Al Amin.
বিশ্বমিডিয়ার দিকে চোখ রাখুন তুরস্কের পতন আসন্ন, আমেরিকা এবং রাশিয়া তাদের মিত্রপক্ষ নিয়ে জোট গঠন চূড়ান্ত! তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত !!!যুদ্ধের ময়দান হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো-মুহাম্মদ কাসিম মুহাম্মদ কাসিম বলেন,, ২০১৭ সালের ৩ মার্চের স্বপ্নে আমি দেখি যে, তুর্কী অধঃপতিত হয় ও তুর্কীতে ধ্বংস শুরু হয়। তারপর ইসরাইল সত্যিই সক্রিয় হয়ে উঠে। ইসরাইল ফিলিস্তিন এলাকায় তার অপারেশন বৃদ্ধি করে, এবং এতে দাজ্জালের জন্য একটি দুর্গ নির্মাণ করে। এবং মুসলমানরা প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারেনা। ইসরাইল অন্যান্য কিছু দলের সঙ্গে জোট গঠন করে এবং তাছাড়াও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। আমেরিকা সম্পূর্ণ ভাবে ইসরাইলকে সমর্থন করে এবং তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে। যখন রাশিয়া এই ব্যাপারে জানতে পারল, তখন তারাও এইসব এলাকায় অন্যান্য দলের সাথে জোট গঠন করে। তারপর হঠাৎ করে আমেরিকা প্রকাশ্যে লাফ দিয়ে মধ্যপ্রাচ্যে আসে, এবং ইসরাইল ও অন্যান্য জোটের সাথে সাক্ষাৎ করে। এবং রাশিয়ার দলের সাথে যুদ্ধ শুরু করে। এসব দেখার পর রাশিয়াও লাফ দেয় এবং তার মিত্ররা সমর্থন করে। এবং এই ভাবে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধের ময়দান হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খারাপ ধ্বংস শুরু হয় ও এই যুদ্ধ বাড়তে থাকে। আমেরিকা, রাশিয়া ও তাদের মিত্রদের এই যুদ্ধের কারণে বৃহৎ পরিমাণ মুসলমানরা মরতে শুরু করে। এবং এই যুদ্ধ এত বেশি আতঙ্কজনক ও ভয়ঙ্কর হয়ে উঠে যে, কেউ তাদের জন্য কিছুই করেনি। এই যুদ্ধ ধীরে ধীরে মিশর, সুদান, সৌদিআরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এবং আমেরিকা, রাশিয়া ও ইসরাইলের মিত্ররা তা আরো বাড়িয়ে দেয়। কিছু মুসলিম দেশ আমেরিকা ও রাশিয়ার সঙ্গে মিত্র হয়ে উঠে। উভয় পরাশক্তিই জমির অধিকাংশ নিতে চেয়েছিল। এবং ইতিমধ্যে যারা এই ক্ষেত্রগুলিতে ছিল তারাও দাড়িয়ে যায় এবং একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু অন্যদিকে পাকিস্তানের অগ্রগতি চলছে এবং এটি শক্তিশালী হতে থাকে। এবং ভারত মিত্র হয় আমেরিকা ও রাশিয়ার যাতে মধ্যপ্রাচ্যের সাথে বরাবর থাকে। আমেরিকা, ইসরাইল ও অন্যান্য মিত্ররা একসাথে পাকিস্তানের উপর হামলা চালায়। তারা পাকিস্তানকে ধ্বংস করতে চেয়েছিল। পাকিস্তানের শত্রুদের সংখ্যা ছিল মহান। কিন্তু আল্লাহ্ পাকিস্তানকে সাহায্য করলেন “ব্ল্যাক জেট ফাইটার” দ্বারা যার সংখ্যা ৩০০০ এর কাছাকাছি ছিল। তারপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং পাকিস্তান আল্লাহর সাহায্যে যুদ্ধে জয়ী হয়। এবং পাকিস্তান ভারতের সকল এলাকা দখল করে এবং বাংলাদেশ, আফগানিস্তানও পাকিস্তানের একটা অংশ হয়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাকিস্তানের সাথে যুক্ত হয়, কারণ পাকিস্তানের সকল শত্রুরা পরাজিত হয়। এরপর পাকিস্তান আল্লাহর সাহায্যে মধ্যপ্রাচ্যে লাফ দেয় ও উভয় পরাশক্তির সাথে লড়াই করে। পাকিস্তান ব্ল্যাক জেট ফাইটার দ্বারা হামলা করে এমন ভাবে যে, কেউ পাকিস্তানকে থামাতে পারে না। এবং উভয় পরাশক্তিকে পরাজিত করার পর পাকিস্তান একাই বিশ্বে একটি অত্যন্ত শক্তিশালী দেশ হয়ে উঠে। এবং এটি ফিরে মধ্যপ্রাচ্য, আরবদেশ, তুর্কী, মিশর, সুদানে। এবং এইসব এলাকা পাকিস্তানের একটি অংশে পরিণত হয় ও পাকিস্তান এই এলাকাগুলো পুনঃনির্মাণ শুরুকরে। এবং নবী মোহাম্মাদ (সাঃ) এর প্রকৃত ইসলাম এইসব এলাকায় প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং যেখানে ৩য় বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে শান্তি আসে। ৩১ আগস্ট ২০২২ এর স্বপ্ন,মুহাম্মদ কাসিম বলেন, “যখন যুদ্ধ শুরু হবে, এগুলো সবই হবে ৩য় বিশ্বযুদ্ধের অংশ এবং গাজওয়াতুল হিন্দ যুদ্ধের অংশ। তারপর, এই যুদ্ধের পর, সেখানে শান্তির একটি সময় আসবে। এই যুদ্ধ চলবে প্রায় ৪ বছর, এবং এর পরে শান্তির যুগ হবে ৭ বছর। অতঃপর, এই সময়ের পর দাজ্জাল, নবী ঈসা (আঃ) এবং ইয়াজুজ মাজুজ আসবে। সুতরাং যুদ্ধ শুরু হওয়ার প্রায় ১১ বছর পর, দাজ্জালের আবির্ভাব হবে। আর ৩য় বিশ্বযুদ্ধের সূচনা বোঝায় যে, কিয়ামত (বিচারের দিন) খুবই সন্নিকটে এবং খুব বেশি সময় বাকি নেই। কিছু লোক যা দাবি করেছে এবং বলেছে যে, এই ঘটনাগুলি এখনো অনেক দূরে।" তখন কেউ আমাকে জিজ্ঞেস করে, এই যুদ্ধে কত লোক মারা যাবে? তারপর আমি গাজওয়া ই হিন্দ এবং বিশ্বযুদ্ধের দৃষ্টিকোণ থেকে উত্তর দিই যে, “এই যুদ্ধে প্রায় ১০০ কোটি মানুষ মারা যাবে। (এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে মধ্যপ্রাচ্যে ২০ কোটি, গাজওয়াতুলহিন্দ যুদ্ধে ৮০ কোটি মানুষ মারা যাবে)
মাহমুদুল হাসান সোহাগ ভাই বাংলােদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দেয়া একটা নেয়ামত,, তার জন্য মনথেকে দোয়া আসে, হে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামীন! এই ইসলামের দায়ীদেরকে, সর্ব প্রকার শয়তানদের কুনজর থেকে সর্ব উচ্চ হেফাজতে রাখুন, আমিন।
আমি সবুর খান স্যারের পডকাস্টটা দেখে এটা দেখার জন্য আগ্রহী হলাম। অনেক নলেজ শেয়ারিং বিষয় ছিল। উদ্যোক্তাদের জন্য চমৎকার প্লাটফর্ম হতে পারে এটা। ধন্যবাদ সোহাগ ভাই, জাবেদ ভাই এবং রকমারি কে।
এক জীবনে একটা মানুষ কত কী করতে পারে🥺 মাশাআল্লাহ। আল্লাহ তাআলা স্যারকে দুনিয়া ও আখেরাতে ভরপুর কামিয়াব করুক। স্যার ও স্যারের ফ্যামিলি মেম্বারদের জন্য অশেষ দোআ ও ভালোবাসা। আল্লাহ তাআলা স্যারকে হায়াতে ত্বয়্যিবা ও সুস্বাস্থ্য দান করুন 😭। হায়াতে বরকত দিন। সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রাখুন।🤲 স্যার এর প্রতিটি কাজের ডেপ্থ এ গেলেই বুঝা যায় স্যার নিজের জন্য কিছুই করছেনন। প্রতিটি কাজ করে যাচ্ছেন মানুষের উপকারের জন্য। এভাবে অপরকে নিয়ে নিজের দেশকে নিয়ে ভাবতে আর কাউকে দেখিনি। স্যার স্বদেশের উপকারে কতটা আত্মত্যাগ করেছেন। চাইলেই উনি অন্যদের মতো বাইরে কোথাও সেটেল হতে পারতন। প্রতিনিয়ত মানুষের উপকারের জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে যাচ্ছেন, কতগুলো মানুষের জীবনে পজিটিভ ইমপেক্ট রাখছেন। এতকিছু করার পর নতুন করে আবার এই প্রজেক্ট শুরু করেছেন ।উদ্যোক্তারা এমনিতেই স্যার এর দ্বারা উপকৃত হচ্ছে বিভিন্নভাবে। এখন সাথে গাইডেন্স ও পাবে। I'm so excited and serious about this project. স্যার এর জন্য যে দোআ ই করিনা কেন কম হবে... আল্লাহ তাআলা স্যারকে জান্নাতের উঁচু থেকে উচ্চতর স্থান দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ তায়ালা স্যার এর হায়াত বাড়িয়ে দিন😭 আমীন।
আমি সোহাগ ভাই এর থেকেই প্রথম ইতিবাচক বাক্য "অন্যরকম বাংলাদেশ " শুনেছি। আর সেদিন থেকেই নিজেকে অন্যরকম বাংলাদেশ বানানোর লক্ষে গড়ে তুলতেছি। আলহামদুলিল্লাহ। এখন ভাইরা যদি আমাকে বিভিন্নভাবে সাহায্য করে তবে আমিও তাদের একজন হতে পারব।
মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের একটা কথা ভাল লেগেছে, তা হলো কিছু কিছু সময় রাষ্ট্রের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ বা দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। যেমন দার্শনিক এরিস্টটল কে প্রশ্ন করা হয়েছিল আপনার দৃষ্টিতে কে সবচেয়ে বেশি দেশপ্রেমিক। তিনি উত্তরে বলেছিলেন, যে নিজের কাজটি সততার সাথে এবং গুরুত্ব সহকারে করে সেই সবচেয়ে দেশপ্রেমিক। ধন্যবাদ
মাশাল্লাহ সোহাগ ভাইয়ের প্রতিটা কথায় অনেক দামি ও গুরুত্বপূর্ণ হয় সব সময়। সেখান থেকে - উদ্যোক্তা কথা শুরু কিভাবে? উদ্যোক্তা অ্যাটিচিউট কেন জরুরী? উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা! এই অংশগুলো অনেক ভালো লাগছে। পুরো কথাগুলোই অনেক মানুষকে অনুপ্রেরণা দিবে আশা করি। প্রতিটা ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিলে ইনশাআল্লাহ অনেকটাই পরিবর্তন আনা সম্ভব।
এই আলোচনা আমরা সারমর্ম হিসেবে পেলাম যেকোনো সমস্যা সমাধানের নিজেকে আগে এগিয়ে আসা। রিজিকের প্রতি বিশ্বাস রাখা আমার রিজিকের যা থাকবে তা অবশ্যই আসবে,অন্যের ব্যবসার প্রতি সম্মান প্রদর্শন করা। অন্যের উপকার করতে না পারলে অন্য যাতে ক্ষতি না করা। 😊😊 রিজিকের মালিক আল্লাহ ওইটা বিশ্বাসটা রেখে এগিয়ে যাওয়া।।।
আসসালামু আলাইকুম সোহাগ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি যুগোপযোগী পরিকল্পনার জন্য আপনার জন্য দোয়া এবং শুভকামনা। মহান আল্লাহ আপনার পরিকল্পনা বাস্তবায়ন করুন (আমীন)।
1: The speaker stresses the importance of looking within and being truthful. 2: Adopting progressive ideas to bring about beneficial transformations 3: Entrepreneurship initiative is not just a small project, but a vast ecosystem 4: Conversation delves into the significance of eco-friendly business practices 5: Podcast offering valuable insights for group guidance and support 6: Influential individuals encounter challenges in expanding their ventures and securing funding 7: Cultivate a forward-thinking approach as a business owner 8: Anyone has the potential to become an entrepreneur. 🥰🥰
আল্লাহ সুবহানাহু তায়ালা প্রিয় সোহাগ ভাই কে সু দীর্ঘ নেক হায়াত দান করুক এবং আরো অধিক অধিক নেক সু পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন ইয়া রব।
উদ্যোক্তা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণার সীমাবদ্ধতাকে ভেঙ্গে চিন্তার পরিধিকে বাড়িয়ে দৃষ্টিভঙ্গির উপর পজিটিভ ইম্পেক্ট ফেলার মতো কথাবার্তা। নৈতিকতার সাথে সাফল্য অর্জনের জন্য উদ্যোক্তার এই ধারণাকে ধারণ করার বিকল্প নাই। শুভকামনা রইলো আপনাদের জন্য ❤
আপনারা প্রতিষ্ঠানে তিন মাসে যতবার অপমানিত হয়েছি, আল্লার রাহোতে আমার ক্যারিয়ারের বাকি দশ বছরের বিন্দুমাত্র মুখোমুখি হইনি। আপনার প্রতিষ্ঠান আমার শেষ মাসের বেতন দেয়নি। এখন আমি মূল্যায়ন করতে পারি আপনার প্রতিষ্ঠান কতটা ভালো।
আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। যতটুকু বুঝতে পারলাম, বিষয়টা শুধুমাত্র আমার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি নিজে পারি আর না পারি এই বিষয়গুলিকে যদি ছড়িয়ে দিতে পারি। তাহলে সেটাও হবে একটা উদ্যোগ। আর সেই কারণেই এই ভিডিওটা আমি বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ, কেউ না কেউ হয়তো হতাশাগ্রস্ত থেকে অন্তত উত্তোলন হতে পারবে। এবং তাকেও উদ্বুদ্ধ করছি এই ভিডিওটাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করুন। তাহলে কোনো না কোনো একটি কর্নার থেকে হয়তো বা হাজার হয়তো বা লক্ষ্য জন উদ্যোক্তার পেরিয়ে আসবে। তাদের দেশ ও জাতি অনেক লাভবান হবেন। আর সর্বোপরি আমি মৌলের অন্তরস্থল থেকে বলতে চাই: আমার মনে হয়, ইঞ্জিনিয়ার সোহাগ সাহেব হলেন আমাদের বাংলাদেশী আইনস্টাইন। সত্যিই আমি তাকে নিয়ে গর্ব করি। কথাটা কি ভুল বললাম?
আমি অনেকদিন থেকেই চাচ্ছিলাম সোহাগ ভাইয়া একটা পডকাস্ট চালু করুক। জ্ঞানীদের থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়ার প্রতিটা কথা অনেক মূল্যবান। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক। সোহাগ ভাই একটা অমূল্য রত্ন। 💝
আমি যতদূর জানি এই প্রকল্পটা বাংলাদেশের জন্য বিসিকের পরে বেশ ভালো একটা উদ্যোগ। আর যেহেতু এখানে বাস্তবে কাজ করা বেশ উচ্চ লেভেলের উদ্যোক্তারা এবং ইনভেস্টররা আছেন, আবার কথার ভাবে শুনে যা বুঝা গেল তাতে এটা নিশ্চিত ভাবে বাংলাদেশের Y combinator হতে চলছে। তবে সোহাগ ভাই যখন বললেন গ্লোবাল্লি করার তখন চাইলে Y combinator এর সাথে তুলনা করাই যায়🎉🎉🎉
উদ্যক্তাদের জন্য চমৎকার উদ্যোগ। উদ্যোগের যে ধারণা আপনি (সোহাগ ভাই) দিয়েছেন তা অবশ্যই যুগান্তকারী। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার পর আমার কাছে যা মনে হল, এরকম একটি উদ্যোগ আসলেই প্রয়োজন ছিল। আমি মূলত খুব একটা কমেন্ট করি না, কিন্তু আজকে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সমাজ পরিবর্তনের আইডিয়া অন্য যে কোন দেশের তরুণ দের তুলনায় অনেক বেশি থাকা স্বত্বেও মেন্টরিং এর অভাবে সেরকম আলোর মুখ দেখেনা যেখানে আপনাদের এই উদ্যোগ অবশ্যই একটি আশির্বাদ হয়ে উঠবে, ইনশা আল্লাহ্ । In the last section, you pointed out that you are encouraged to accept some ideas that may contribute to a global issue, and I feel that I have something in my mind like that. So I am eagerly looking forward to engaging in the program you mentioned and having a mentor to solve my difficulties. Thanks a lot for such initiatives. May Allah brings this program to light.
মাহমুদুল হাসান সোহাগ স্যার- নিয়মিত আপনার বই ইপিছট চাই।আপনার বই ইপিছট নিয়ে প্রতিনিয়ত মোহিত হয়ে থাকি,আশা রাখব আমাদের উপকারের কথা চিন্তা করে হলেও কাজটা চালিয়ে যাবেন স্যার।ভালোবাসা নিবেন স্যার।❤
আলহামদুলিল্লাহ উদ্যাক্তা কথা প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারলাম। ১. উদ্যাক্তা হল মানুষের ইচ্ছা শক্তি কে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করা। ২. সঠিক সেবা বা পন্যের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া। ৩. সর্বোপরি মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যানে কাজ করা এবং ভবিষ্যতে কল্যানময় কাজ করার মানসিকতা রাখা। আল্লাহ যেন আমাকে সবসময় কল্যানময় কাজের সাথে সম্পৃক্ত রাখেন। আমিন
সম্পূর্ণ ভিডিও টা দেখলাম, আমি চাকুরির পাশাপাশি কিছু করার ইচ্ছা নিয়ে প্রায় ৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আমার গোল ক্লিয়ার ইনশাআল্লাহ। রকমারির প্রজেক্টের সাথে যুক্ত হয়ে নিজেকে আরো এগিয়ে নিতে চাই।
আমাদের চারপাশের যে সমস্যাগুলো আছে এগুলোকে সমাধান করতে পারাই হলো সবচেয়ে বড় উদ্যোগ। চাকরিজীবী হোক বা উদ্যোগী ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে পারে এই ব্যাপারগুলোতে সাপোর্ট করবে উদ্যোক্তা কথা । পুরো ভিডিওটা শিক্ষণীয় ও মজাদার ছিল আমার কাছে ।🎉
ইনশাআল্লাহ এই eposied টি নতুন ইতিহাসের সূচনা করবে। উদ্যোক্তার এই ব্যাতিক্রম এবং যুগ উপযোগী ধারনাটি আমি সোহাগ ভাই এর অন্য ভিডিওতেও শুনেছি। সত্যি বলতে গেলে তার পর থেকে আমার দৃষ্টিভোঙ্গির অনেক পরিবর্তন হয়েছে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি হচ্ছে। "অন্যরকম বাংলাদেশের স্বপ্ন" পূরনের একটি কার্যকরি পদক্ষেপ হিসাবে 'উদ্যক্তা কথা' এবং এর কার্যক্রম অনেক অবদান রাখবে ইনশাআল্লাহ।
এই episode গুলো দেখে আমার মনে হয় আমাদের যেই যেই জিনিস গুলো build হবে ।) entrepreneur mindset ।) মানুষের যেই কোন সমস্যা সমাধান করে ব্যবসায় convert kora. ।) যেই কোন ব্যক্তির তার hard skills diye globally impact felte parbe & business a convert korte parbe /) problem niye think kora capacity grow hobe /) jei kono jinish ke entrepreneur mindset diye think kora. ।) এমন mindset create hobe jei kono person jei kono position theke beriye ase valo kisu korte parbe if try kore. Thanks Shohag sir & Javed vaiya
আজকের অনুষ্ঠানে বুললাম ১. প্রতেক সমস্যা এককেটা opportunity, তাই system কে blame না করে আমদের উচিত নিজের কাজ করা, কতটুকু আমি নিজে সমধান করতে পারি এবং উদ্যক কোনো profession এর উপর নির্ভর করে না এবং নির্ভর করের আমাদের নিজের চিন্তা ভাবনার উপর। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতেক উদ্যগ বাবস্যা হতে হবে বিষয় টা মটেও সত্য না। ২. start-up কিছু downside আছে, so Start-up করতে হলে বিষয় গুলো জেনে বুঝে এবং নিজের লক্ষ ঠিক করে নিতে হবে। ৩. উদ্যক্তা কথা উদ্দেশ্য এবং process thanks you
প্রতিটি সমস্যা একেকটা নতুন সুযোগ। যা নতুন আইডিয়া সৃষ্টি করে। সমস্যার সমাধান যতটা সহজ ওয়েতে চিন্তা করা যায়। তা মানুষ ততটা সহজেই গ্রহণ করবে। এটাই স্টার্টআপ হতে পারর So, Problem is opportunity.
অন্যরকম গ্রুপের অন্যরকম উদ্যোগ! অসাধারণ! লেগেছে আমার কাছে। ইংশাআল্লাহ আমিও আপনাদের এই উদ্যোগে কাজ করতে আগ্রহী। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে সব সময়।
alhamdulillah summury holo jara uddokta howar jonno capable tader jonno sohag bhai bishal boro uddeg nicchen khub sohojei jeno tara sofol hote pare and sathe vast people jeno tar maddhome upokrito hoi sohag bhai er uddeg tir maaddhome amadher manusher jonno kollanmoi je idea mathai ase kintu sujog subidhar ovabe krte pari na tader jonno birat oppurtunity Allah unake onk hayat dan koruk uni prothom bakti jini ai birat idea ar solution dilo
That was great, thank you so much for breaking down small topics into very small chunks. It's so inspiring to me that entrepreneurship is not just starting a business or anything, it's choosing to start something out of a feeling, a sense of responsibility or a need.
আলহামদুলিল্লাহ। চমৎকার প্রশ্নোত্তরের ভেতর দিয়ে “উদ্যোক্তা কথাটির মানে কি” তা থেকে শুরু করে এ সংক্রান্ত অনেক তাত্ত্বিক বিশ্লেষনও সহজ বাস্তব উদাহরণের মাধ্যমে জানতে পারলাম। আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটা প্রতিষ্ঠানকে জানি, যারা বস্তীতে গরীব অসহায় নিরাময়হীন রোগে আক্রান্ত মানুষদের বিনা পয়সায় সেবা, ওষুধপত্র দিয়ে থাকেন। তারা হয়তো কোন প্রজেক্টের মাধ্যমে কাজটা শুরু করেছিলেন। কিন্তু তাদের অর্থ অর্জনকারী আয়ের কোন পথ নেই। পরবর্তীতে তারা নিজেদের পকেট থেকে কিছুদিন কাজটি চালিয়ে তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। আমার প্রশ্ন এই ধরণের প্রতিষ্ঠান কি করে উদ্যোক্তা হয়ে উঠতে পারে? ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
আলহাদুলিল্লাহ।বিজনেস করার এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি,ভাইয়ের কথায় আরো সাহস পেলাম।উদ্যোক্তা হওয়ার জন্যে ভালো গাইডলাইন খুঁজছিলাম, আলহমদুলিল্লাহ আল্লাহ তাআলা চোখের সামনে এই ভিডিওটির ব্যাবস্থা করে দিয়েছেন এবং ভাইয়ের আইডিয়া আমার খুবিভালো লেগেছে।i ভাইয়ের থেকে গাইডলাইন নিয়ে একসাথে কাজ করবো একদিন ইনশাআল্লাহ। কোচিং নেয়ার জন্য যোগাযোগ করবো কিভাবে ঠিক বুঝতেছিনা। পরের ভিডিওর জন্য ওয়েট করবো ইনশাআল্লাহ
Jazakallah Khairan brothers for sharing informative initiatives like these are crucial for empowering our community with valuable knowledge and resources. It's inspiring to see individuals taking proactive steps to make a positive impact. This will undoubtedly benefit many people in our community. I appreciate the effort, help and support others, and that's commendable. Thank you for contributing to our collective growth in the society. I’ll be very happy if I join this community. Keep up the fantastic work! Hope Allah SWT will easy your journey.
Jajakallah khair. Ami mone kori desh ar shokol sector a bekar der shoman vabe sorano uchit. Like oneke khaddo utpadon a focus dile ashob ar price komto, deshi valo technology toyri korte parle chinar moto agiye jawa possible hoyte pare. Shoman vabe soriye porle inshaAllah onk manush ar market tao kheye fela hobe na.
Thank you so much to both of you for broadcasting such a wonderful Podcast. And I really appreciated and interested to link with this kind of discussion. At the same time I feel sorrow for being late in responding and for discovering this video. Honestly speaking, it's an amazing ideas for those people who are really feel to have a mentor. Specially I would like to thank Mr. Shohag for this brilliant idea. I would be more happy and excited to get the opportunity to join with your tremendous journey in the coming day. And it's really means a lot to me cause for couple of years I have the same feeling to have a mentor like you to start something unique for my own. Thanks once again. regards, Munia
# আলহামদুলিল্লাহ প্রয়োজন বোধ করতাম এরকম কিছু জানার,এখন কিছুটা সংশোধিত ও অনুপ্রাণিত হলাম। জানলাম: ১.উদ্যােগ- আমি মন থেকে কী করতে পারি, যেটা মানুষের জন্য কল্যাণ হবে ,যেটাতে টাকা অটোমেটিক আসবে। ২.যেকোন ভাবে উপরে উঠা নয়,উঠাটা হতে হবে টেকসই। প্রয়োজনবোধ: ১. Few thought share *Thanks Mohammad Musa
১.যেকোনো সমস্যা দেখলে প্রথমে প্রশ্ন করা এইখানে আমি কি করতে পারি? মানে আমার উদ্যোগ কি হতে পারে এক্ষেত্রে। ২. প্রত্যেকেরই একজন লাইফ কোচ থাকলে গ্রোথটা ঠিক ঠাক হয়। ৩. উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিই আগে বদলাতে হবে। এবং এই সময়ে এসে উদ্যোক্তা হওয়া কোনো কঠিন বিষয় নয়। দরকার শুধু সঠিক গাইডলাইন
এই এপিসোড যা বুঝলাম- ১। উদ্যোক্তা শব্দকে সহজভাবে নেয়া। ২। সমস্যা সমাধানের জন্য নিজে থেকে উদ্যোগ নেয়া ৩। এমন কিছু কাজের উদ্যোগ যা নীতিগতভাবে মানুষের উপকারে আসে ৪। সপ্নবাজ হতে শেখা
বুঝতে পারলাম- ১. রকমারির নতুন উদ্যোগ উদ্যোক্তাদের আঁতুরঘর হতে যাচ্ছে। ২. এখান থেকে উদ্যোক্তারা তিন ধাপে উপকৃত হতে পারবে। প্রথম ধাপ উন্মুক্ত। দ্বিতীয় ধাপ প্রথম ধাপে উত্তীর্ণদের জন্য। তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপ উত্তীর্ণদের জন্য। ৩. উদ্যোক্তারা যেকোনো ধরণের সহযোগিতা এখান থেকে পেতে পারেন। সেটা তাদের আগ্রহ ও উদ্দীপনার উপর নির্ভর করবে। আমার প্রশ্ন হলো, যেকোনো ধরণের উদ্যোক্তাই কি এখানে যুক্ত হতে পারবে? নাকি রকমারি যে ধরণের কারবারের সাথে জড়িত আছে সেরকম কিছু হতে হবে?
I wanted to finish the podcast because I appreciate Mr. Shohag’s thought process. However, I feel that the host could show a bit more empathy while conducting the podcast. Perhaps I am confused about the format of the show. It should be clearer who will speak and who will ask questions. I prefer not to hear too much from the host; I am here to listen to the guest. I found that the host repeated the same idea, which made the show boring for me. Looking forward to seeing a profound discussion down in road.
আছছালামু আলাইকুম আমি একটা আবিষ্কার নিয়ে কাজ করিতেছি পেটেন্টের কাজ চলমান আপনাদের সাথে কথা বলতে পারব কি না।আপনাদের সহযোগীতা আমার অনেক উপকার হবে বলে মনে করি ,
রকমারিতে আমার প্রবন্ধের বই 'আপন আলোর বৃত্ত', কবিতার বই 'চতুর মুনশি' এবং 'দুই দুয়ারী' বইগুলো পড়তে পারেন I বইগুলো ব্যক্তিগত এবং সামাজিক সমৃদ্ধি নিয়ে লেখা। কপি পেস্টের এই যুগে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে লেখা বইগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য মোটিভেশন এর শ্রেষ্ঠ বই হতে পারে I --কাজী হারুনুর রশীদ
এই এপিসোডের কোন অংশ আপনার কেমন লেগেছে জানান কমেন্টে
আসাধরন এপিসোড ❤❤❤
Allah hu Akbar.
He is going to stand Against 13 families & all of them companies, such as : blackrock. Blackstone, state street, etc.
May Allah protect his servant & guide him in the right path. & may Allah grant me to work with him.
Amin, ya Rabbul Al Amin.
আলহামদুলিল্লাহ....
Shohag bhair sob aloconay amar best lage
বিশ্বমিডিয়ার দিকে চোখ রাখুন
তুরস্কের পতন আসন্ন,
আমেরিকা এবং রাশিয়া তাদের মিত্রপক্ষ নিয়ে জোট গঠন চূড়ান্ত!
তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত !!!যুদ্ধের ময়দান হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো-মুহাম্মদ কাসিম
মুহাম্মদ কাসিম বলেন,,
২০১৭ সালের ৩ মার্চের স্বপ্নে আমি দেখি যে, তুর্কী অধঃপতিত হয় ও তুর্কীতে ধ্বংস শুরু হয়। তারপর ইসরাইল সত্যিই সক্রিয় হয়ে উঠে। ইসরাইল ফিলিস্তিন এলাকায় তার অপারেশন বৃদ্ধি করে, এবং এতে দাজ্জালের জন্য একটি দুর্গ নির্মাণ করে। এবং মুসলমানরা প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারেনা। ইসরাইল অন্যান্য কিছু দলের সঙ্গে জোট গঠন করে এবং তাছাড়াও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। আমেরিকা সম্পূর্ণ ভাবে ইসরাইলকে সমর্থন করে এবং তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে। যখন রাশিয়া এই ব্যাপারে জানতে পারল, তখন তারাও এইসব এলাকায় অন্যান্য দলের সাথে জোট গঠন করে। তারপর হঠাৎ করে আমেরিকা প্রকাশ্যে লাফ দিয়ে মধ্যপ্রাচ্যে আসে, এবং ইসরাইল ও অন্যান্য জোটের সাথে সাক্ষাৎ করে। এবং রাশিয়ার দলের সাথে যুদ্ধ শুরু করে। এসব দেখার পর রাশিয়াও লাফ দেয় এবং তার মিত্ররা সমর্থন করে। এবং এই ভাবে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধের ময়দান হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খারাপ ধ্বংস শুরু হয় ও এই যুদ্ধ বাড়তে থাকে। আমেরিকা, রাশিয়া ও তাদের মিত্রদের এই যুদ্ধের কারণে বৃহৎ পরিমাণ মুসলমানরা মরতে শুরু করে। এবং এই যুদ্ধ এত বেশি আতঙ্কজনক ও ভয়ঙ্কর হয়ে উঠে যে, কেউ তাদের জন্য কিছুই করেনি। এই যুদ্ধ ধীরে ধীরে মিশর, সুদান, সৌদিআরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এবং আমেরিকা, রাশিয়া ও ইসরাইলের মিত্ররা তা আরো বাড়িয়ে দেয়। কিছু মুসলিম দেশ আমেরিকা ও রাশিয়ার সঙ্গে মিত্র হয়ে উঠে। উভয় পরাশক্তিই জমির অধিকাংশ নিতে চেয়েছিল। এবং ইতিমধ্যে যারা এই ক্ষেত্রগুলিতে ছিল তারাও দাড়িয়ে যায় এবং একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু অন্যদিকে পাকিস্তানের অগ্রগতি চলছে এবং এটি শক্তিশালী হতে থাকে। এবং ভারত মিত্র হয় আমেরিকা ও রাশিয়ার যাতে মধ্যপ্রাচ্যের সাথে বরাবর থাকে। আমেরিকা, ইসরাইল ও অন্যান্য মিত্ররা একসাথে পাকিস্তানের উপর হামলা চালায়। তারা পাকিস্তানকে ধ্বংস করতে চেয়েছিল। পাকিস্তানের শত্রুদের সংখ্যা ছিল মহান। কিন্তু আল্লাহ্ পাকিস্তানকে সাহায্য করলেন “ব্ল্যাক জেট ফাইটার” দ্বারা যার সংখ্যা ৩০০০ এর কাছাকাছি ছিল। তারপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং পাকিস্তান আল্লাহর সাহায্যে যুদ্ধে জয়ী হয়। এবং পাকিস্তান ভারতের সকল এলাকা দখল করে এবং বাংলাদেশ, আফগানিস্তানও পাকিস্তানের একটা অংশ হয়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাকিস্তানের সাথে যুক্ত হয়, কারণ পাকিস্তানের সকল শত্রুরা পরাজিত হয়। এরপর পাকিস্তান আল্লাহর সাহায্যে মধ্যপ্রাচ্যে লাফ দেয় ও উভয় পরাশক্তির সাথে লড়াই করে। পাকিস্তান ব্ল্যাক জেট ফাইটার দ্বারা হামলা করে এমন ভাবে যে, কেউ পাকিস্তানকে থামাতে পারে না। এবং উভয় পরাশক্তিকে পরাজিত করার পর পাকিস্তান একাই বিশ্বে একটি অত্যন্ত শক্তিশালী দেশ হয়ে উঠে। এবং এটি ফিরে মধ্যপ্রাচ্য, আরবদেশ, তুর্কী, মিশর, সুদানে। এবং এইসব এলাকা পাকিস্তানের একটি অংশে পরিণত হয় ও পাকিস্তান এই এলাকাগুলো পুনঃনির্মাণ শুরুকরে। এবং নবী মোহাম্মাদ (সাঃ) এর প্রকৃত ইসলাম এইসব এলাকায় প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং যেখানে ৩য় বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে শান্তি আসে।
৩১ আগস্ট ২০২২ এর স্বপ্ন,মুহাম্মদ কাসিম বলেন, “যখন যুদ্ধ শুরু হবে, এগুলো সবই হবে ৩য় বিশ্বযুদ্ধের অংশ এবং গাজওয়াতুল হিন্দ যুদ্ধের অংশ। তারপর, এই যুদ্ধের পর, সেখানে শান্তির একটি সময় আসবে। এই যুদ্ধ চলবে প্রায় ৪ বছর, এবং এর পরে শান্তির যুগ হবে ৭ বছর। অতঃপর, এই সময়ের পর দাজ্জাল, নবী ঈসা (আঃ) এবং ইয়াজুজ মাজুজ আসবে। সুতরাং যুদ্ধ শুরু হওয়ার প্রায় ১১ বছর পর, দাজ্জালের আবির্ভাব হবে। আর ৩য় বিশ্বযুদ্ধের সূচনা বোঝায় যে, কিয়ামত (বিচারের দিন) খুবই সন্নিকটে এবং খুব বেশি সময় বাকি নেই। কিছু লোক যা দাবি করেছে এবং বলেছে যে, এই ঘটনাগুলি এখনো অনেক দূরে।" তখন কেউ আমাকে জিজ্ঞেস করে, এই যুদ্ধে কত লোক মারা যাবে? তারপর আমি গাজওয়া ই হিন্দ এবং বিশ্বযুদ্ধের দৃষ্টিকোণ থেকে উত্তর দিই যে, “এই যুদ্ধে প্রায় ১০০ কোটি মানুষ মারা যাবে। (এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে মধ্যপ্রাচ্যে ২০ কোটি, গাজওয়াতুলহিন্দ যুদ্ধে ৮০ কোটি মানুষ মারা যাবে)
এই পডকাস্ট টা এই পর্যন্ত ১০ বার শুনলাম। প্রতিটি কথাই অনেক মূল্যবান।সত্যিই অসাধারণ...
মাহমুদুল হাসান সোহাগ ভাই বাংলােদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দেয়া একটা নেয়ামত,, তার জন্য মনথেকে দোয়া আসে, হে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামীন! এই ইসলামের দায়ীদেরকে, সর্ব প্রকার শয়তানদের কুনজর থেকে সর্ব উচ্চ হেফাজতে রাখুন, আমিন।
" যেকোনো বিষয়ের মধ্যে অন্যের দোষ না খোঁজে, দায়িত্ব টা কেন আমি নিচ্ছি না"" কথা টার ভিতরে অনেক বড় ইতিবাচকতা আছে
রাইট
আপনার কাছে কি মনে হয় কোন ধরনের ইতিবাচক হতে পারে? উদাহরণস্বরূপ একটু বলবেন কি 🙏?
আমি সবুর খান স্যারের পডকাস্টটা দেখে এটা দেখার জন্য আগ্রহী হলাম। অনেক নলেজ শেয়ারিং বিষয় ছিল। উদ্যোক্তাদের জন্য চমৎকার প্লাটফর্ম হতে পারে এটা।
ধন্যবাদ সোহাগ ভাই, জাবেদ ভাই এবং রকমারি কে।
এক জীবনে একটা মানুষ কত কী করতে পারে🥺 মাশাআল্লাহ। আল্লাহ তাআলা স্যারকে দুনিয়া ও আখেরাতে ভরপুর কামিয়াব করুক। স্যার ও স্যারের ফ্যামিলি মেম্বারদের জন্য অশেষ দোআ ও ভালোবাসা। আল্লাহ তাআলা স্যারকে হায়াতে ত্বয়্যিবা ও সুস্বাস্থ্য দান করুন 😭। হায়াতে বরকত দিন। সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রাখুন।🤲
স্যার এর প্রতিটি কাজের ডেপ্থ এ গেলেই বুঝা যায় স্যার নিজের জন্য কিছুই করছেনন। প্রতিটি কাজ করে যাচ্ছেন মানুষের উপকারের জন্য। এভাবে অপরকে নিয়ে নিজের দেশকে নিয়ে ভাবতে আর কাউকে দেখিনি। স্যার স্বদেশের উপকারে কতটা আত্মত্যাগ করেছেন। চাইলেই উনি অন্যদের মতো বাইরে কোথাও সেটেল হতে পারতন। প্রতিনিয়ত মানুষের উপকারের জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে যাচ্ছেন, কতগুলো মানুষের জীবনে পজিটিভ ইমপেক্ট রাখছেন। এতকিছু করার পর নতুন করে আবার এই প্রজেক্ট শুরু করেছেন ।উদ্যোক্তারা এমনিতেই স্যার এর দ্বারা উপকৃত হচ্ছে বিভিন্নভাবে। এখন সাথে গাইডেন্স ও পাবে। I'm so excited and serious about this project.
স্যার এর জন্য যে দোআ ই করিনা কেন কম হবে... আল্লাহ তাআলা স্যারকে জান্নাতের উঁচু থেকে উচ্চতর স্থান দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ তায়ালা স্যার এর হায়াত বাড়িয়ে দিন😭
আমীন।
আমি সোহাগ ভাই এর থেকেই প্রথম ইতিবাচক বাক্য "অন্যরকম বাংলাদেশ " শুনেছি। আর সেদিন থেকেই নিজেকে অন্যরকম বাংলাদেশ বানানোর লক্ষে গড়ে তুলতেছি। আলহামদুলিল্লাহ।
এখন ভাইরা যদি আমাকে বিভিন্নভাবে সাহায্য করে তবে আমিও তাদের একজন হতে পারব।
মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের একটা কথা ভাল লেগেছে, তা হলো কিছু কিছু সময় রাষ্ট্রের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ বা দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। যেমন দার্শনিক এরিস্টটল কে প্রশ্ন করা হয়েছিল আপনার দৃষ্টিতে কে সবচেয়ে বেশি দেশপ্রেমিক। তিনি উত্তরে বলেছিলেন, যে নিজের কাজটি সততার সাথে এবং গুরুত্ব সহকারে করে সেই সবচেয়ে দেশপ্রেমিক। ধন্যবাদ
মাশাল্লাহ সোহাগ ভাইয়ের প্রতিটা কথায় অনেক দামি ও গুরুত্বপূর্ণ হয় সব সময়। সেখান থেকে -
উদ্যোক্তা কথা শুরু কিভাবে?
উদ্যোক্তা অ্যাটিচিউট কেন জরুরী? উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা!
এই অংশগুলো অনেক ভালো লাগছে।
পুরো কথাগুলোই অনেক মানুষকে অনুপ্রেরণা দিবে আশা করি। প্রতিটা ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিলে ইনশাআল্লাহ অনেকটাই পরিবর্তন আনা সম্ভব।
এই আলোচনা আমরা সারমর্ম হিসেবে পেলাম যেকোনো সমস্যা সমাধানের নিজেকে আগে এগিয়ে আসা। রিজিকের প্রতি বিশ্বাস রাখা আমার রিজিকের যা থাকবে তা অবশ্যই আসবে,অন্যের ব্যবসার প্রতি সম্মান প্রদর্শন করা। অন্যের উপকার করতে না পারলে অন্য যাতে ক্ষতি না করা। 😊😊 রিজিকের মালিক আল্লাহ ওইটা বিশ্বাসটা রেখে এগিয়ে যাওয়া।।।
আসসালামু আলাইকুম সোহাগ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি যুগোপযোগী পরিকল্পনার জন্য আপনার জন্য দোয়া এবং শুভকামনা। মহান আল্লাহ আপনার পরিকল্পনা বাস্তবায়ন করুন (আমীন)।
1: The speaker stresses the importance of looking within and being truthful.
2: Adopting progressive ideas to bring about beneficial transformations
3: Entrepreneurship initiative is not just a small project, but a vast ecosystem
4: Conversation delves into the significance of eco-friendly business practices
5: Podcast offering valuable insights for group guidance and support
6: Influential individuals encounter challenges in expanding their ventures and securing funding
7: Cultivate a forward-thinking approach as a business owner
8: Anyone has the potential to become an entrepreneur.
🥰🥰
আল্লাহ সুবহানাহু তায়ালা প্রিয় সোহাগ ভাই কে সু দীর্ঘ নেক হায়াত দান করুক এবং আরো অধিক অধিক নেক সু পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন ইয়া রব।
উদ্যোক্তা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণার সীমাবদ্ধতাকে ভেঙ্গে চিন্তার পরিধিকে বাড়িয়ে দৃষ্টিভঙ্গির উপর পজিটিভ ইম্পেক্ট ফেলার মতো কথাবার্তা।
নৈতিকতার সাথে সাফল্য অর্জনের জন্য উদ্যোক্তার এই ধারণাকে ধারণ করার বিকল্প নাই।
শুভকামনা রইলো আপনাদের জন্য ❤
শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ
আপনারা প্রতিষ্ঠানে তিন মাসে যতবার অপমানিত হয়েছি, আল্লার রাহোতে আমার ক্যারিয়ারের বাকি দশ বছরের বিন্দুমাত্র মুখোমুখি হইনি। আপনার প্রতিষ্ঠান আমার শেষ মাসের বেতন দেয়নি। এখন আমি মূল্যায়ন করতে পারি আপনার প্রতিষ্ঠান কতটা ভালো।
আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। যতটুকু বুঝতে পারলাম, বিষয়টা শুধুমাত্র আমার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি নিজে পারি আর না পারি এই বিষয়গুলিকে যদি ছড়িয়ে দিতে পারি। তাহলে সেটাও হবে একটা উদ্যোগ। আর সেই কারণেই এই ভিডিওটা আমি বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ, কেউ না কেউ হয়তো হতাশাগ্রস্ত থেকে অন্তত উত্তোলন হতে পারবে। এবং তাকেও উদ্বুদ্ধ করছি এই ভিডিওটাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করুন। তাহলে কোনো না কোনো একটি কর্নার থেকে হয়তো বা হাজার হয়তো বা লক্ষ্য জন উদ্যোক্তার পেরিয়ে আসবে। তাদের দেশ ও জাতি অনেক লাভবান হবেন। আর সর্বোপরি আমি মৌলের অন্তরস্থল থেকে বলতে চাই: আমার মনে হয়, ইঞ্জিনিয়ার সোহাগ সাহেব হলেন আমাদের বাংলাদেশী আইনস্টাইন। সত্যিই আমি তাকে নিয়ে গর্ব করি। কথাটা কি ভুল বললাম?
আমি অনেকদিন থেকেই চাচ্ছিলাম সোহাগ ভাইয়া একটা পডকাস্ট চালু করুক। জ্ঞানীদের থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়ার প্রতিটা কথা অনেক মূল্যবান। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক। সোহাগ ভাই একটা অমূল্য রত্ন। 💝
আমি যতদূর জানি এই প্রকল্পটা বাংলাদেশের জন্য বিসিকের পরে বেশ ভালো একটা উদ্যোগ।
আর যেহেতু এখানে বাস্তবে কাজ করা বেশ উচ্চ লেভেলের উদ্যোক্তারা এবং ইনভেস্টররা আছেন, আবার কথার ভাবে শুনে যা বুঝা গেল তাতে এটা নিশ্চিত ভাবে বাংলাদেশের Y combinator হতে চলছে।
তবে সোহাগ ভাই যখন বললেন গ্লোবাল্লি করার তখন চাইলে Y combinator এর সাথে তুলনা করাই যায়🎉🎉🎉
আলহামদুলিল্লাহ। আমাদের সবার প্রিয় সোহাগ ভাইকে অসংখ্য মুবারাকবাদ। সুন্দর উদ্যোগ এর বারাকা পৌঁছে যাক প্রতিটি মানুষের কাছে।
অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান নিয়ে আসার জন্য। দুইজনই খুবই পছন্দের মানুষ।
উদ্যক্তাদের জন্য চমৎকার উদ্যোগ। উদ্যোগের যে ধারণা আপনি (সোহাগ ভাই) দিয়েছেন তা অবশ্যই যুগান্তকারী। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার পর আমার কাছে যা মনে হল, এরকম একটি উদ্যোগ আসলেই প্রয়োজন ছিল। আমি মূলত খুব একটা কমেন্ট করি না, কিন্তু আজকে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সমাজ পরিবর্তনের আইডিয়া অন্য যে কোন দেশের তরুণ দের তুলনায় অনেক বেশি থাকা স্বত্বেও মেন্টরিং এর অভাবে সেরকম আলোর মুখ দেখেনা যেখানে আপনাদের এই উদ্যোগ অবশ্যই একটি আশির্বাদ হয়ে উঠবে, ইনশা আল্লাহ্ ।
In the last section, you pointed out that you are encouraged to accept some ideas that may contribute to a global issue, and I feel that I have something in my mind like that. So I am eagerly looking forward to engaging in the program you mentioned and having a mentor to solve my difficulties. Thanks a lot for such initiatives. May Allah brings this program to light.
যাস্ট একটাই প্রত্যাশা,এই জার্নি যেন কন্টিনিউ করা হয়।❤
আর আল্লাহর স্মরণ দ্বারাই তো অন্তরসমূহ প্রশান্ত হয় ।
~(আর-রাদ আয়াত : ২৮) ❤️
Ibadah - ইবাদত
মাহমুদুল হাসান সোহাগ স্যার- নিয়মিত আপনার বই ইপিছট চাই।আপনার বই ইপিছট নিয়ে প্রতিনিয়ত মোহিত হয়ে থাকি,আশা রাখব আমাদের উপকারের কথা চিন্তা করে হলেও কাজটা চালিয়ে যাবেন স্যার।ভালোবাসা নিবেন স্যার।❤
খুব ভালো মনের মানুষ সোহাগ ভাইয়া। তার কথা শুনলেই মন ভালো হয়ে যায়, ইচ্ছা করে ভালো কাজ করতে।
রাইট
অনেকদিন পর,সোহাগ ভাইয়ার ভিডিও..ভাইয়ার প্রত্যেকটা কথায় যাদু আছে..অনেক অনেক দোয়া রইলো,ভাইয়ার জন্য ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ
উদ্যাক্তা কথা প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারলাম।
১. উদ্যাক্তা হল মানুষের ইচ্ছা শক্তি কে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করা।
২. সঠিক সেবা বা পন্যের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া।
৩. সর্বোপরি মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যানে কাজ করা এবং ভবিষ্যতে কল্যানময় কাজ করার মানসিকতা রাখা।
আল্লাহ যেন আমাকে সবসময় কল্যানময় কাজের সাথে সম্পৃক্ত রাখেন। আমিন
তরুণ প্রজন্মের তারুণ্যকে উজ্জীবিত করার মত একটি সুন্দর এবং সময়োপযোগী আলোচনা,
সম্পূর্ণ ভিডিও টা দেখলাম, আমি চাকুরির পাশাপাশি কিছু করার ইচ্ছা নিয়ে প্রায় ৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আমার গোল ক্লিয়ার ইনশাআল্লাহ। রকমারির প্রজেক্টের সাথে যুক্ত হয়ে নিজেকে আরো এগিয়ে নিতে চাই।
আমাদের চারপাশের যে সমস্যাগুলো আছে এগুলোকে সমাধান করতে পারাই হলো সবচেয়ে বড় উদ্যোগ। চাকরিজীবী হোক বা উদ্যোগী ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে পারে এই ব্যাপারগুলোতে সাপোর্ট করবে উদ্যোক্তা কথা ।
পুরো ভিডিওটা শিক্ষণীয় ও মজাদার ছিল আমার কাছে ।🎉
ইনশাআল্লাহ এই eposied টি নতুন ইতিহাসের সূচনা করবে।
উদ্যোক্তার এই ব্যাতিক্রম এবং যুগ উপযোগী ধারনাটি আমি সোহাগ ভাই এর অন্য ভিডিওতেও শুনেছি। সত্যি বলতে গেলে তার পর থেকে আমার দৃষ্টিভোঙ্গির অনেক পরিবর্তন হয়েছে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি হচ্ছে। "অন্যরকম বাংলাদেশের স্বপ্ন" পূরনের একটি কার্যকরি পদক্ষেপ হিসাবে 'উদ্যক্তা কথা' এবং এর কার্যক্রম অনেক অবদান রাখবে ইনশাআল্লাহ।
এই episode গুলো দেখে আমার মনে হয় আমাদের যেই যেই জিনিস গুলো build হবে
।) entrepreneur mindset
।) মানুষের যেই কোন সমস্যা সমাধান করে ব্যবসায় convert kora.
।) যেই কোন ব্যক্তির তার hard skills diye globally impact felte parbe & business a convert korte parbe
/) problem niye think kora capacity grow hobe
/) jei kono jinish ke entrepreneur mindset diye think kora.
।) এমন mindset create hobe jei kono person jei kono position theke beriye ase valo kisu korte parbe if try kore.
Thanks
Shohag sir & Javed vaiya
I'm in love with this man. How intellectual a person can be! HE is a Gem💎
Mahmudul Hasan Sohag 😘❤
সোহাগ ভাই সবসময় আগুন 🔥তার কথা মানুষের হৃদয়কে ধাক্কা দিবেই দিবে ⚡⚡⚡
কথা গুলো শুনতে অনেক ভালো লাগলো, এইরকম উদ্যেক্তা প্রয়োজন
আজকের অনুষ্ঠানে বুললাম
১. প্রতেক সমস্যা এককেটা opportunity, তাই system কে blame না করে আমদের উচিত নিজের কাজ করা, কতটুকু আমি নিজে সমধান করতে পারি এবং উদ্যক কোনো profession এর উপর নির্ভর করে না এবং নির্ভর করের আমাদের নিজের চিন্তা ভাবনার উপর। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতেক উদ্যগ বাবস্যা হতে হবে বিষয় টা মটেও সত্য না।
২. start-up কিছু downside আছে, so Start-up করতে হলে বিষয় গুলো জেনে বুঝে এবং নিজের লক্ষ ঠিক করে নিতে হবে।
৩. উদ্যক্তা কথা উদ্দেশ্য এবং process
thanks you
আলহামদুলিল্লাহ।
বাচ্চাদের জন্য কন্টেন্ট গুলো রেডি করে ভাইরাল করে দেয়া জরুরী।
প্রতিটি সমস্যা একেকটা নতুন সুযোগ। যা নতুন আইডিয়া সৃষ্টি করে।
সমস্যার সমাধান যতটা সহজ
ওয়েতে চিন্তা করা যায়। তা মানুষ ততটা সহজেই গ্রহণ করবে। এটাই স্টার্টআপ হতে পারর
So, Problem is opportunity.
অন্যরকম গ্রুপের অন্যরকম উদ্যোগ!
অসাধারণ! লেগেছে আমার কাছে। ইংশাআল্লাহ আমিও আপনাদের এই উদ্যোগে কাজ করতে আগ্রহী।
আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে সব সময়।
alhamdulillah
summury holo jara uddokta howar jonno capable tader
jonno sohag bhai bishal boro uddeg nicchen khub sohojei jeno tara sofol hote pare and sathe vast people jeno tar maddhome upokrito hoi
sohag bhai er uddeg tir maaddhome amadher manusher jonno kollanmoi je idea mathai ase kintu sujog subidhar ovabe krte pari na tader jonno birat oppurtunity
Allah unake onk hayat dan koruk uni prothom bakti jini ai birat idea ar solution dilo
That was great, thank you so much for breaking down small topics into very small chunks. It's so inspiring to me that entrepreneurship is not just starting a business or anything, it's choosing to start something out of a feeling, a sense of responsibility or a need.
alhamdulillah khub ei khushi hoyechi
jara chai akhon bhalo kichu krar tader jonno sohoj hbe
mohan allah talar rohmot tader maddhome somvob hbe
আলহামদুলিল্লাহ। চমৎকার প্রশ্নোত্তরের ভেতর দিয়ে “উদ্যোক্তা কথাটির মানে কি” তা থেকে শুরু করে এ সংক্রান্ত অনেক তাত্ত্বিক বিশ্লেষনও সহজ বাস্তব উদাহরণের মাধ্যমে জানতে পারলাম। আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটা প্রতিষ্ঠানকে জানি, যারা বস্তীতে গরীব অসহায় নিরাময়হীন রোগে আক্রান্ত মানুষদের বিনা পয়সায় সেবা, ওষুধপত্র দিয়ে থাকেন। তারা হয়তো কোন প্রজেক্টের মাধ্যমে কাজটা শুরু করেছিলেন। কিন্তু তাদের অর্থ অর্জনকারী আয়ের কোন পথ নেই। পরবর্তীতে তারা নিজেদের পকেট থেকে কিছুদিন কাজটি চালিয়ে তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। আমার প্রশ্ন এই ধরণের প্রতিষ্ঠান কি করে উদ্যোক্তা হয়ে উঠতে পারে? ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
আলহাদুলিল্লাহ।বিজনেস করার এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি,ভাইয়ের কথায় আরো সাহস পেলাম।উদ্যোক্তা হওয়ার জন্যে ভালো গাইডলাইন খুঁজছিলাম, আলহমদুলিল্লাহ আল্লাহ তাআলা চোখের সামনে এই ভিডিওটির ব্যাবস্থা করে দিয়েছেন এবং ভাইয়ের আইডিয়া আমার খুবিভালো লেগেছে।i ভাইয়ের থেকে গাইডলাইন নিয়ে একসাথে কাজ করবো একদিন ইনশাআল্লাহ। কোচিং নেয়ার জন্য যোগাযোগ করবো কিভাবে ঠিক বুঝতেছিনা। পরের ভিডিওর জন্য ওয়েট করবো ইনশাআল্লাহ
এটা আমার প্লান ছিলো! আপনারা শুরু করলেন!
এগিয়ে যান, আপনি সফল ভাই!
সোহাগ, আবরার ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লি:
সোহাগ ভাইয়ার অসাধারণ পরিকল্পনা। 🥰
অসাধারণ। দুই প্রিয় মানুষ
দুইজন পছন্দের মানুষ একসাথে 😊
অনেক সুন্দর উদ্যোগ নিতে যাচ্ছেন। অনেক নতুন উদ্দোক্তা আছে যাদের উপকার হবে। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।
সোহাগ ভাই অসাধারণ একজন মানুষ। ❤❤❤
It's a nice discussion. We need to understand the matter clearly and than blem to others.
Jazakallah Khairan brothers for sharing informative initiatives like these are crucial for empowering our community with valuable knowledge and resources. It's inspiring to see individuals taking proactive steps to make a positive impact. This will undoubtedly benefit many people in our community.
I appreciate the effort, help and support others, and that's commendable. Thank you for contributing to our collective growth in the society. I’ll be very happy if I join this community. Keep up the fantastic work! Hope Allah SWT will easy your journey.
আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো দায়িত্বজ্ঞান
এদেশের কারো এটা নেই।
- piewkl
I love talk positive, here all positive discussion ❤
Jajakallah khair.
Ami mone kori desh ar shokol sector a bekar der shoman vabe sorano uchit.
Like oneke khaddo utpadon a focus dile ashob ar price komto, deshi valo technology toyri korte parle chinar moto agiye jawa possible hoyte pare.
Shoman vabe soriye porle inshaAllah onk manush ar market tao kheye fela hobe na.
Shohag vi manei kisu sundor shikkha..❤...tar Kotha suntei valo lage Masha'Allah...
very enthusiastic to watch the next episode. This episode is very informative and a good will of Sohag Bhai.
Thank you so much to both of you for broadcasting such a wonderful Podcast. And I really appreciated and interested to link with this kind of discussion. At the same time I feel sorrow for being late in responding and for discovering this video. Honestly speaking, it's an amazing ideas for those people who are really feel to have a mentor. Specially I would like to thank Mr. Shohag for this brilliant idea. I would be more happy and excited to get the opportunity to join with your tremendous journey in the coming day. And it's really means a lot to me cause for couple of years I have the same feeling to have a mentor like you to start something unique for my own. Thanks once again. regards, Munia
অনেক সুন্দর চিন্তা! আপনার জন্য মন থেকে দোয়া!
# আলহামদুলিল্লাহ
প্রয়োজন বোধ করতাম এরকম কিছু জানার,এখন কিছুটা সংশোধিত ও অনুপ্রাণিত হলাম।
জানলাম:
১.উদ্যােগ- আমি মন থেকে কী করতে পারি, যেটা মানুষের জন্য কল্যাণ হবে ,যেটাতে টাকা অটোমেটিক আসবে।
২.যেকোন ভাবে উপরে উঠা নয়,উঠাটা হতে হবে টেকসই।
প্রয়োজনবোধ:
১. Few thought share
*Thanks
Mohammad Musa
১.যেকোনো সমস্যা দেখলে প্রথমে প্রশ্ন করা এইখানে আমি কি করতে পারি? মানে আমার উদ্যোগ কি হতে পারে এক্ষেত্রে।
২. প্রত্যেকেরই একজন লাইফ কোচ থাকলে গ্রোথটা ঠিক ঠাক হয়।
৩. উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিই আগে বদলাতে হবে। এবং এই সময়ে এসে উদ্যোক্তা হওয়া কোনো কঠিন বিষয় নয়। দরকার শুধু সঠিক গাইডলাইন
ভালো কিছুর আসায় 🖤😊
মাশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা হয়েছে ❤
excellent and SMART GOAL oriented 🎉❤ 99+
MashaAllah, khub sundor oddog,,InshaAllah ami mon theke ei rokon kisu korbo
এই এপিসোড যা বুঝলাম-
১। উদ্যোক্তা শব্দকে সহজভাবে নেয়া।
২। সমস্যা সমাধানের জন্য নিজে থেকে উদ্যোগ নেয়া
৩। এমন কিছু কাজের উদ্যোগ যা নীতিগতভাবে মানুষের উপকারে আসে
৪। সপ্নবাজ হতে শেখা
Oya alaikumussalaam oya rohmatollah...mashaAllah...Jazakallahu khoir...
সমস্যা সমাধান করার মনোভাব থেকে উদ্যোগতা তৈরি হয়।
Eid Mubarak ❤❤❤❤ Love you sohag vhai.
It is very helpful for us.
thanks vai emon akta program niye asar jonno
বিনিয়োগ সমস্যা না, আমার নিজের সমস্যা। অন্যকে দোষ না দিয়ে, দায়িত্ব নিজেকে নিতে হবে। সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করব কিভাবে?
অন্যরকম উদ্যোগ ❤ শুভকামনা রইল
aro emon episode chai... every week 1 ta kore
It is good and helpful.
বুঝতে পারলাম-
১. রকমারির নতুন উদ্যোগ উদ্যোক্তাদের আঁতুরঘর হতে যাচ্ছে।
২. এখান থেকে উদ্যোক্তারা তিন ধাপে উপকৃত হতে পারবে। প্রথম ধাপ উন্মুক্ত। দ্বিতীয় ধাপ প্রথম ধাপে উত্তীর্ণদের জন্য। তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপ উত্তীর্ণদের জন্য।
৩. উদ্যোক্তারা যেকোনো ধরণের সহযোগিতা এখান থেকে পেতে পারেন। সেটা তাদের আগ্রহ ও উদ্দীপনার উপর নির্ভর করবে।
আমার প্রশ্ন হলো, যেকোনো ধরণের উদ্যোক্তাই কি এখানে যুক্ত হতে পারবে? নাকি রকমারি যে ধরণের কারবারের সাথে জড়িত আছে সেরকম কিছু হতে হবে?
র জন্য। দুইজনই খুবই পছন্দের মানুষ।
চেষ্টা করবো অবসর সময়গুলো আপনাদের সাথে ব্যয় করার❤️
অনেক দিন পর সোহাগ ভাই❤❤❤
কোন সমস্যা সমাধান তৈরী মনোভাব থেকে উদ্যোগতা তৈরী হয় আর চিন্তা করার ক্ষমতা থেকে সমস্যা খুজে বের করা যায় ।
I wanted to finish the podcast because I appreciate Mr. Shohag’s thought process. However, I feel that the host could show a bit more empathy while conducting the podcast. Perhaps I am confused about the format of the show. It should be clearer who will speak and who will ask questions. I prefer not to hear too much from the host; I am here to listen to the guest. I found that the host repeated the same idea, which made the show boring for me. Looking forward to seeing a profound discussion down in road.
আছছালামু আলাইকুম আমি একটা আবিষ্কার নিয়ে কাজ করিতেছি পেটেন্টের কাজ চলমান আপনাদের সাথে কথা বলতে পারব কি না।আপনাদের সহযোগীতা আমার অনেক উপকার হবে বলে মনে করি ,
Shohag Vai & Javed parvej vai thanks
রকমারিতে আমার প্রবন্ধের বই 'আপন আলোর বৃত্ত', কবিতার বই 'চতুর মুনশি' এবং 'দুই দুয়ারী' বইগুলো পড়তে পারেন I বইগুলো ব্যক্তিগত এবং সামাজিক সমৃদ্ধি নিয়ে লেখা। কপি পেস্টের এই যুগে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে লেখা বইগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য মোটিভেশন এর শ্রেষ্ঠ বই হতে পারে I --কাজী হারুনুর রশীদ
সোহাগ ভাইয়ের জন্য subscribe করলাম
As-salamu alaykum Everyone ❤
অনেক দিন পরে সোহাগ ভাই কে দেখলাম। মাশাআল্লাহ
Sohag vai ❤❤
deeply waiting for next step.i am very hungry for taking your intrapreneurship consultancy
খুবই ভালো উদ্যোগ
ভালো আয়োজন
Eagerly waiting.....
সোহাগ ভাই আপনি যদি বই লিখতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম,,,,, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই,,
খুবই ভালো উদ্যোগ
Ma sha Allah
আসসালামু আলাইকুম,
দু'জনই আমার প্রিয় মানুষ।❤️
পরবর্তী এপিসোড চাচ্ছি।🙏
নোটিফিকেশন বাটন অন করে রাখলাম ❤❤
স্যার,এন্টারপ্রেনারশিপের অনলাইন কোর্স হলে ভালো হয় যাতে যেকোনো জায়গা থেকে কোর্সটা করা যায়❤
ভাল লাগল। আমি একটি বই লিখলে কোথায় সবচেয়ে ভাল support পাব?
What an innovation idea!