আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন। docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform
ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সহায়তায় ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ভূমিদস্যু সবুর খানকে ঘিরে অভিযোগসমূহ: 1. বিএনপি সরকারের আমলে তিনি খালেদা জিয়ার ভাগ্নে ও তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বদৌলতে তার সাথে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের সনদপত্র সংগ্রহ করে। পরবর্তীতে ১/১১ এর পটপরিবর্তনের সময় বিএনপির সাথে সে সমস্ত সম্পর্ক ছিণ্ণ করার ঘোষণা দেয় এবং ইউজিসির তৎকালীন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জন্য পাশ করা রেজুলেশনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য বিএনপির নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিদেশে চলে যাওয়ায়, এই সুযোগকে ট্রাস্টি বোর্ড থেকে অবৈধভাবে তাকে বাদ দিয়ে ইউজিসি থেকে দ্রুততম সময়ে পুণরায় রেজুলেশন বের করেন মোঃ সবুর খান। এবং তারপর থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটি পুরোপুরি পারিবারিক ব্যবসায় রূপ নেয়। 2. ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হোস্টেল বন বিভাগের জমিতে স্থাপিত হয়েছে। 3. বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টির অর্থ ব্যবহার করে নিজের নামে এবং স্ত্রী, সন্তান ও শ্যালকদের নামে বিপুল সম্পদ ক্রয় করেছেন। 4. আওয়ামী লীগ সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অর্থ পাচার করে মালয়েশিয়া, দুবাই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পত্তি ক্রয় করেছেন। 5. শেখ হাসিনার চাচা ও সদ্য বিদায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি শেখ কবিরের ঘনিষ্ঠ হওয়ায়, তাকে ৫ই আগষ্ট পরবর্তী সময়ে ঐ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। 6. ‘উদ্যোক্তা তৈরি’ ধারণাটিকে তিনি লোক দেখানোর জন্য ব্যবহার করেন; তার সহযোগিতায় কোনো সফল উদ্যোক্তা তৈরি হয়েছে এমন নজির তিনি দেখাতে পারবেন না। 7. তিনি একজন মিথ্যাবাদী এবং প্রতারক ব্যক্তি; যারা তার সাথে কাজ করেছেন তারা এ বিষয়ে ভালোভাবে অবগত।
উনার কথায় তিন ধরনের লোক কে তিনি তার প্রতিষ্ঠানে রাখে না ১. যারা ড্রাগ বা নেশায় আসক্ত হলে ২. যারা টাকার নয় ছয় করে তাকে ৩. নারি আসক্ত বা নারিদের হেরেজমেন্ট করে এটা খুবই ভালো লেগেছে।
কত কিছুই শিখলাম, জানলাম। তবে সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে নিজের শিকড় চেনা। কোথায় থামতে হবে, কখন কি রকম ডিসিশন নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দিনশেষে আমি মুসলিম, আমাকে আমার রবের দিকে ফিরে যেতে হবে সেটাও তিনি শেষের স্পষ্ট করে দিলেন। একজন সত্যিকারের উদ্যক্তার চিন্তাভাবনা তো এমনই হওয়া উচিত। ধন্যবাদ ❤️
আমার দুর্ভাগ্য যে আমি কোন ভার্সিটির ছাত্র হতে পারেনি পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়ে চরম দুর্বিষহ জীবন যাপন করেছি, এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে ২০০৭ সালে কুয়েতে চলে এসেছিলাম,, আলহামদুলিল্লাহ আজ অনেক কিছু করেছি,, কিন্তু এসব বড় উদ্যোক্তার জীবনী যদি আগে শুনতে পারতাম এবং তাদের সাথে একটু মিশতে পারতাম আজ যদি কোন একজন যোগ উদ্যগতার সহযোগিতা পেতাম নিজেকে হয়তো পরিচিত করতে পারতাম উদ্যোক্তা হিসেবে 😊
আমি ড্যাফডিল এর ছাত্র ছিলাম। এই মানুষ প্রাইভেট ভার্সিটি চালায় আমরা পরালেখা করতাম বাকিতে। আমাদের সেমিস্টার ফি দিতে না পারলে আমাদের চাপ দিত না। এখন বুঝি এটা কত বড় হেল্প ছিল তখনকার সময়। এই মানুষটা সেই মানুষ। 🙏
শিক্ষা পেলাম: i)সাহসিকতা এবং আত্মসম্মান বোধ। ii)বারবার চেষ্টা করা। iii)নেটওয়ার্ক বিল্ড করা। iv)মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করা। v)সৎ থাকা। vi)সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা। vii)সবার সাথে ভালো ব্যবহার করা। viii) উদ্যোক্তা হওয়ার সঠিক সময় এখনই। ix)নতুন কিছু Explore করা x) সময় নষ্ট করা যাবে না। It was a great episode. Love from Gazipur ❤
আলহামদুলিল্লাহ , এই প্রোগ্রামের আলোচনা খুবই গ্রহণযোগ্য। তিনি ব্যক্তিগতভাবেই সৎ এটা প্রমাণ হচ্ছে তার উদ্যোক্তার জার্নি, স্কুল লাইফ, পরিবার। আল্লাহ তায়ালার স্মরণ, চিন্তা না থাকলে কথায় আসতো না।
শিক্ষা, ১. আগামী 50/100 বছর পরে কোন জিনিসের ডিমান্ড তৈরি হতে পারে সেই প্লানে এগোনো । ২. একাধিক বিজনেস প্রজেক্ট হাতে নেয়া। ৩. strong প্রোফাইল তৈরি করা। ৪. Leadership, collaboration, risk, hard work এমন অনেক পরিকল্পনা থাকার পরেও অনেকে হারিয়ে যায়, ভাগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সবুর সাহেবের অনেক আলোচনার মধ্যে একটা বিষয় অনেক বারে বুঝাতে চেয়েছেন যে অন্যের সাথে আর্থিক লেনদেন যদি খুব ভাল থাকে যদি একজন মানুষের অর্থ কম থাকে তারপরও লেনদেন যদি ভাল থাকে তবে তার অর্থের ব্যবস্থা কোন না কোন ভাবে হয়ে যায যে তাকে সামনের দিকে এগুতে ভিশনরকম সাপট করে।এই ম্যেসেজটা আমি পুরষ্কার জিতবো বলে দেই তাই।এই ম্যেসেজটা আমি নিজের জীবনেও কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
1. Entrepreneur যেকোনো বয়সেই শুরু করা যায় 2. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া 3. ভালো একটা circle তৈরি করা 4. ধৈর্য হারানো যাবে না 5. উদ্যোক্তাদের thought process strong হতে হবে 6. উদ্যোক্তা problem দেখে সেটার solution বের করে 7. উদ্যোক্তা তারায় হতে পারে যাদের adaptable mentality growth mindset থাকে 8. সময় কে মূল্যায়ন করা 9. জীবনের যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা
অনেক কিছু শেখার আছে আমাদের জীবনে আমি ওনাকে আগে থেকে চিনতাম না তবে ওনার speech motive এতটা ভালো লাগছে যে আমি পুরো সময়টা ১ সেকেন্ডে না skip করে দেখছি..... আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম.... Special Thanks Sohag ভাইকে যে... বাজারের সস্থা motivator না ডেকে এমন গুনি মানুসদের কথা আমাদের শুনার জায়গা করে দেয়ার জন্যে 🥰🥰🥰🥰 Thanks vai
আমি ২০২২ এর শেষের দিকে ব্যবসায় অনেক বড় ক্ষতিসম্মত হই যা এখন পর্যন্ত আমাকে মানসিকভাবে দুর্বল করে রেখেছিল কিন্তু আজকে এই পডকাস্ট শোনার পর থেকে আমি মানসিকভাবে অনেক শক্তি অর্জন করলাম 🙏🏻
১. খারাপ সময়ে হতাশ না হয়ে নিজের চেষ্টার প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে বড় বিষয় নিজের কাছে সৎ থাকা, ২. বিজনেজ এর ক্ষেত্রে নিজের পারদর্শীতা বা নিজের জ্ঞান যেটাতে আছে সেখানে ইনভেস্ট করা ৩. কথাবলা শিখা + মানুষের সাথে বন্ডিং ক্রিয়েট করা সবচেয়ে বড় বিষয় সময়কে গুরুত্ব দেওয়া
Usually I don't watch full podcast, but somehow I saw this full podcast, I have added summary from my end that I got from this podcast. 0. Earn trust and be moral and build network, maintain that and use that at proper time 1. find right person or make right person for you next 2. Be confident and positive minded to handle any kind of confliction 3. Think futuristic and take right decision 4. Be a doers think and execute that 5. Be transparent with strong positive attitude 6. Be loyal to The GOD
পুরো আলোচনা দেখে শিক্ষা হলো তুমি যা করতে চাও বা চাইছো সব সময় যে তা সঠিক হবে তা নয় , কখনো তা ভুলও হতে পারে প্রয়োজনে তোমাকে পিছিয়ে আসতে হতে পারে হয়তোবা নতুন কোনো অস্ত্র নিয়ে ময়দানে নামতে হবে কিন্তু কিন্তু কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সফলতা বজায় রাখতে সুনাম বড় একটি হাতিয়ার ।
সবুর খান , বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক আগে থেকেই তাঁকে চিনি । তিনি অনেক সুন্দর মানুষ । আমি চাই তাঁর এই সাক্ষাৎকারটি যেন ব্যাপক প্রচার না পায় । তাহলে সবাই ভাল মানুষ ও ভাল উদ্যোক্তা হয়ে যাবে । অভিনন্দন মাহমুদুল হাসান ভাই । অভিনন্দন সবুর ভাই ।
উদ্যোক্তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিষয় সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে, নিজের শক্তি, এবং দূর্বলতা জানতে হবে। বিশ্বাস অর্জন, ধর্য্য এবং লেগে থাকার প্রেরোণা থাকতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে । কারণ তিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী।
আলহামদুলিল্লাহ আমি ডেফোডিল ইউনিভার্সিটিতে একটা কোর্স করেছিলাম ওখানে যাতায়াতের কারণে ভার্সিটির নির্মাণশৈলীর প্রতি লক্ষ্য করলে বোঝা যেত সবুর স্যারের ক্রিয়েটিভিটি স্যার কে আল্লাহ তায়ালা দীর্ঘ নেক হায়াত দান করুন
১. সময়ের প্রতি শ্রদ্ধাশীল ২. সমস্যা হবে, তার সমাধান করার সৎ সাহস ৩. সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা ৪. নিজে সৎ থাকা ও অসৎ লোকের থেকে সবসময় দূর থাকা, সততা ও মেধার মুল্লায়ন করা ৫. নিজে ধম্ পালন করা ও ধম্ সসম্পর্কে জানা ৬. নিজের quality কে নষ্ট হতে না দেওয়া।
আসসালামুয়ালাইকুম ভাই, আমি এটাই বুঝলাম যে- যেকোনো উদ্যোক্তার হওয়ার আগে সৎ ও দক্ষ মানুষ হওয়া জরুরি। আর এই দুটোই সবচেয়ে বড় মূলধন ব্যবসায়ের ক্ষেত্রে ধন্যবাদ
সততা,ধৈর্য, শিক্ষা ও ভালো নেটওয়ার্ক তৈরি করা। আল্লাহর উপর ভরসা করে শুরু করা।আল্লাহ উভয়কে নেক হায়াত দান করুন।।যেখানে শুধু মাত্র একটা পডকাস্ট এর মাধ্যমে অনেক বড় বিজনেস কোর্স করা হয়ে গেল।।
সাহস রাখতে হবে, হার মানা যাবে না। হেরে গেলেও, হতাশ হওয়া যাবে না। অদম্য ইচ্ছা শক্তি বারবার চেষ্টা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে।রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। সো স্যারের ভিতর এই বিশ্বাসগুলো ছিল গুণগুলো ছিল। আর ঠিক সেই জায়গাটাকেই তুলে ধরেছেন মাহমুদ হাসান সোহাগ ভাই। ❤❤❤
Onek kichui shikhar moto chilo puro interview-te jar moddhe onnotomo holo: 1. Importance of building good reputation in family and surrounding before starting business 2. Not to be afraid of failure, but take it as learning experience. 3. Identify my SWOT and focus on strength before starting business
স্যার আপনাদের আলোচনা থেকে যা শিখেছি : ১। দক্ষতা, অভিজ্ঞতা ,সদিচ্ছা ও বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসার পছন্দ করা। ২।আকাঙ্খা ও প্রয়োজন অনুযায়ী ব্যবসার ধারণার উন্নতি করা। ৩।পরিকল্পনা তৈরি করা যাতে প্রতিযোগীতার বাজারে টিকে থাকা সম্ভব ৪। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ধৈর্য ধারণ, ন্যায় পরায়ণ ও সততার সাথে থাকা। ৫। মূলধন যোগান দেয়া । ৬।প্রতিটি সুযোগকে কাজে লাগানো । ৭। পণ্য বাজারজাত করার লক্ষ্যে কাজ করা। ৮।সহযোগী নেটওয়ার্ক তৈরি করা । ৯। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের গুণগত মান ঠিক রাখা। ১০। সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত করা।
নিজেকে ফ্রেশ রাখার যে একটা বিষয় এটা আমার কাছে ভালো লেগেছে। নিজেকে সৎ রাখলে বিপদে পড়লে অন্যর থেকে সহযোগিতা পাওয়া এবং সৎ থাকার জন্য অনেক কিছু সেক্রিফাইজ করা। বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়া এবং সমস্যার কারন বের করে দ্রুত সমাধান করা। সর্বদাই ধৈর্যধারন করে নিজে কোন বিষয়ে দক্ষ সেটা খুঁজে বের করা। আর সর্বশেষ যেটা শিখলাম সেটা হলো যে-কোন সমস্যা হলে তার সমাধান কিভাবে হবে সেটা বের করে সেই কাজটি করা।
চমৎকার আলোচনা। অসাধারণ বাচনভঙ্গিতে গল্পের মতো করে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন নিজের অভিজ্ঞতা থেকে। একজন সৃষ্টিশীল ব্যক্তিত্ব হতে কী গুণ থাকা প্রয়োজন, কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, নেতৃত্ববোধ কীভাবে সমাজকে বদলে দিতে পারে, প্রতিকূল পরিবেশেও কিভাবে আল্লাহর উপর ধৈর্য্য ধারণ করতে হয়, সবকিছু সম্পর্কে আরও স্পষ্ট বার্তা পেলাম উনার থেকে। উনার স্বপ্ন ছড়িয়ে পড়ুক সৃষ্টিশীল মানুষের কাছে।
আমি আলোচনা টা চাকরির পাশাপাশি শুনছি আমার কাছে মনে হয়, ভালো নেটওয়ার্কিং দরকার, আস্থা তৈরি করা,হারিয়ে গেছে বলে। থেমে যাওয়া যাবে না,আরেকটা জিনিস হলো যে, হারিয়ে যাওয়ার পিছনে ও একটা সুজুগ থাকে,যেমনটি তিনি পেয়েছেন ❤❤❤❤ আল্লাহর উপর অসিম বিশ্বাস থাকা চাই❤
যা শিখলাম ১ মানুষকে মূল্যায়ন করা। মানুষের পরিচিতি এবং প্রেস্টিজ নগদ টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। কেউ কোনো খারাপ আচরণ করলে কেন করল তা একটু চিন্তা করে দেখা। ২ নিজের পারপাস এবং স্বপ্নের ব্যাপারে কনফিডেন্ট থাকা, কোনো ভুল বুঝতে পারলে দেরি না করে দ্রুত সরে আসা। ৩ খারাপ সময়ে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া । সামনের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে অযথা হতাশার মধ্যে
আসসালামু আলাইকুম এই আলোচনা আমি যা বুঝতে পারছি তা হলো: আমার যে বিষয়ে কিছু ধারণা বা জ্ঞান আছে সে বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। হতাশ হওয়া যাবে না। নিজের কাছে নিচেকে সচ্ছ থাকতে হবে।ন্যায় এবং অন্যায় বুঝতে হবে। হুটহাট ন্যায় Decision নিতে হবে এবং বিশ্বাস হতে হবে আমি আল্লাহ তায়ালার রহমতে কাজটা করতে পারবো। হুটহাট একটা উদ্যোগ গ্রহণ করে অন্যের উপর নির্ভর থাকা যাবে না।সব সময় সঠিক চিন্তা ভাবনা করতে হবে। সঠিক সময়কে বুঝতে হবে সেই সময়কে সঠিক কাজে লাগাতে হবে। পরিশেষে একজন সফল উদ্যোক্তা হতে হলে ব্যবসায়ীকে ন্যায় পরায়ণ হতে হবে।
সঠিক সময়ে সঠিক সিদান্ত নিতে হলে, সেই বিষয়ে শুধু যথাথ জানলেই হবে না, নিতে হবে যথাযথ পদক্ষেপ ও... স্যার এর জীবনে নেয়া সিদান্তগুলো নিয়ে আপসোস না করার বিষয়টা এই পটকাস্ট এর সবচেয়ে সুন্দর দিক বলে মনে করি।।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে বিষয় হল: যে বিষয়ে আমার ন্যূনতম যতটুকু জ্ঞান থাকলে আমি একাই সে ব্যবসা চালিয়ে নিতে পারব, সে ব্যবসা প্রতিষ্ঠা করার চেষ্টা করা | অন্যথায় অন্যের উপর নির্ভর হয়ে কোন ব্যবসা চালু করলে সেখানে ক্ষতি হওয়া সম্ভব না ১০০%
My 3 takeways: 1. Never say no to opportunities :It's follow one to another .. 2. Take right decision at right time 3. Have faith in Almighty ,Keep patience and move on .... Thanks
Sabur Khan সাহেব হতে আমি শিখলাম .. A. Reputation ধরে রাখা যে কোন মূল্য । B. Investors কিংবা বন্ধু আমানতের নিশ্চিয়তা প্রধান করা । C. আমি ভাল যা শিখেছি তা বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া এবং অন্যর মধ্য ভাল টেলেনট দেখে থাকলে তাঁকে লিফ্ট এর ব্যবস্থা করে দেওয়া ।
আমার কাছে সততার বিষয়টি বেশি ভাল লাগছে যে, উনি সব টাকা হারানোর পরেও সৎ থাকার কারণে সহজে আবার সুযোগ পেয়ে গেছে। আর একটি বিষয় হল যা হবার হইছে তানিয়ে পরে না থেকে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করে নতুন পথ বের করা। ❤
This was Gold! 2 lessons I want to share: 1. Do a SWOT analysis and know yourself. 2. Take guidance from the 3 books as mentioned. Good luck 😊. May Allah make everyone successful.🎉
অনেক কিছুই শিখলাম, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, বিপদ আসলে হাল ছেড়ে দিতে নেই, নেটওয়ার্ক থাকলে ব্যবসা করতে পুজি লাগেনা, সম্মান টাকা থেকে গুরুত্বপূর্ণ, নিজের জ্ঞানের বাহিররের ব্যবসায় ভালো করা যায়না, সঠিক টিম ব্যক্তি সবচেয়ে বড় সম্পদ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হিবে।
উদ্যোক্তা হতে কিছু করণীয় ও আমার শিক্ষা : ১.আপনার প্রতি মানুষের বিশ্বাস স্থাপন (যেন চোখ বন্ধ করে আপনার প্রতি মানুষ বিশ্বাস রাখতে পারে)। ২.নিজের চিন্তা চেতনাকে ডাইভারসিব ওয়েতে প্রতিস্থাপন এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে নিজের মাইন্ডকে স্ট্রিট ওয়েতে রেখে কর্মে পদার্পন। ৩.নিজেকে দোহাই দেয়া বন্ধ করা (লাইক এই জিনিসটা থাকলে আমি ওইটা করতে পারতাম ) ৪.ধর্মের প্রতি বিশ্বাস (স্রষ্টার প্রতি বিশ্বাস).
আমার এই লেসন থেকে শিক্ষা হচ্ছে, ১. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে গড়ে তোলা। ২. নিজের ফ্যাশনকে বুঝা। ৩. যত বড় বাঁধা অতিক্রম করতে পারবো তত বড়ই ভালো কিছু আমার জন্য থাকবে ইনশাআল্লাহ। ৪. নিজের ব্যবহার দ্বারা সবাইকে আকৃষ্ট করে নিজের সমাজিক যোগাযোগ বৃদ্ধি করা। ৫. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের অবস্থানে সৎ থাকা।
Alhamdulillah, Lessons : 1:Reputation is one of the big asset for Entrepreneurs. 2.Have to take rational risk 3.Reputation creats opportunity when crisis arise 4.Entrepreneurs should have capacity to take right decision on right time 5.Entrepreneurs should expand networking in every sphere of life. 6.Well behaviour, well approach and social smiling face is also important to be a perfect Entrepreneur. 7.Honourable guest never compromises with drug addiction, sexual harassment and financial fradulatiion in his institutions. 8.Honourable guest discovered others talent those who are suggested to be a Entrepreneure and finally they become successful Entrepreneur. 9.Finally,Honourable Guest added in his interview, as a practicing Muslim, he is very concern about his loan paid that can't be the barrier for his afterlife to get Jannatul Ferdaus.
1. Make our appearance with trust & loyalty (starting from family). 2. Don't end up hope/decision until click for further opportunities/scopes. 3. Building connections & reminding people is more important in every steps. 4. Liability ensured prosperity & development.
আসসালামু আলাইকুম স্যার। প্রিয় স্যারকে সোহাগ ভাইয়ের অনুষ্ঠানে দেখে অনেক ভালো লাগলো। শিক্ষা খাতে স্যারের অবদান অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ স্যারের কল্যানে আমি বিবিএ তে ১০০% ওয়েভার/স্কলারশীপ নিয়ে বা যদি বলি এক প্রকার ফ্রি তেই আল্লাহ পাক এর রহমতে বিবিএ শেষ করেছি এবং আলহামদুলিল্লাহ বর্তমানে ব্যাংকিং সেক্টরে অনেক ভালো পজিশনে কাজ করছি। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন তিনি স্যারকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো স্যারের প্রতি। আর সোহাগ ভাই আমার প্রিয় মানুষগুলোর মধ্যে অন্যতম একজন।
আমিও নিজেও ৯ম শ্রেণীতে পড়ার সময় থেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার চিন্তা করি । তাও সেটা কৃষি শিক্ষা বই পড়ে; এমনকি কৃষিখাতে কিছু করার প্রাথমিক ধারণা থেকেই আমার ভিতরে এই চিন্তা ভাবনা আসে। যদিও বাবা হচ্ছেন একজন (ফার্নিচার)ব্যবসায়ী। আজকে এই আলোচনা থেকে আমি এটা আরো ভালো করে শিখতে পারলাম যে; ১/ সর্বাবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করতে হবে। ২/ সততা এবং সময়জ্ঞান নিজের মধ্যে রাখতে। ৩/ উদ্যোক্তা হতে হলে, অবশ্যই দৃঢ় মনোবল থাকতে হবে। If you can't bear failures, you can't be an 'Entrepreneur.' If you are afraid of failing; you can't be an 'Entrepreneur.'
আমি যা শিখলাম: ১. নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। ২. জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। ৩. জীবন খুবই ছোট, তাই ছোট এই জীবনে সবার সঙ্গে দেনা-পাওনা পরিষ্কার রাখতে হবে, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু বান্দার হক মারলে তা মাফ করেন না।
অনেক কিছুই শিখলাম, তবে আমি যে কয়টা বুঝতে পারছি সেগুলো হলো, ১. আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। ২. সময়ের গুরুত্ব দেওয়া। ৩.নিজে যে কাজ পারি সেইটা নিয়ে কাজ করা, ৪. মানুষের বিশ্বাস অর্জন করা , ৫. কারো হক নষ্ট না করা। ৬. সব সময় শেখার মন-মানসিকতা থাকা। ৭. নিজের কাজ অন্যকে দিয়ে হবে না।
ব্যবসায় করার জন্য প্রথমত দৃঢ় ইচ্ছা থাকতে হয়।ব্যবসায় শুরু করার পর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে হবে।দেশের উন্নয়ন এর জন্য সরকারকে উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়া উচিৎ। উদ্যোক্তাদেরকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ও সবার সাথে সুসম্পর্ক রেখে চলার সক্ষমতা থাকতে হবে।
Daffodil is the place which gave me a beautiful working environment with a lot of freedom...I always had a family like feeling. I know, there are so many things to criticize...but there are also so many things learn from here...now it's your choice.
আমি যে সেক্টর সবচেয়ে ভালো বুঝি এবং কম্ফোর্ট ফিল করি,সেই সেক্টরেই আত্মনিয়োগ করা উচিৎ। যেকোনো উদ্দোগে সততা মূল পুজি হওয়া উচিৎ। একবার ব্যর্থ হলেই,এটা না মনে করা যে,আমাকে দিয়ে কিছু হবে না।বরং আগের ভুলের থেকে শিক্ষা নিয়ে পুনরায় শুরু করা।
আসসালামুয়ালাইকুম। সর্বপ্রথম সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। উনার পুরা কথোপকথন টা শুনলাম। তা তো একটা জিনিসই মনে হল আসলে কিছু করার জন্য বয়সটা বিষয় না। তুমি একটা জিনিসের মাথায় রাখছে যে উনার রিপুটেশন সং উনার যে সততা এটা অত্যন্ত একটা ভালো দিক এবং যেটা উনি বোঝে না বা উনার দ্বারা যেটা হয় না সেটা উনি করে না। এবং অনেক শিক্ষায় তার বাবা-মার কাছ থেকে পেয়েছেন। একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে উনি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবেন এবং দেশের জন্য তত কন্ট্রিবিউশন বেড়ে যাবে। একচুয়ালি তাদের কাছ থেকেই এই দেশ সিঙ্গাপুর হবে মালয়েশিয়া হবে এটাই তাদের কাছ থেকেই আসবে। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বলার জন্য।
I have learnt the following things from this STORY mention below 1.Never loose hope. 2.Honesty is the best policy in every step of our life. 3.Money lost nothing lost,Health lost something lost but Character lost everything lost. 4.Always try to enlarge the business according to any one's core knowledge & passion. 5.Being loyal to your business & profession. 6.Always looking for a opportunities if have any space. 7.Be accountable to your business people & family members too. 8.Maintaining network for getting help in need. 9.Be patience in all situation. Last but not the list according to me just one thing if we maintain to ourselves is enough for being a successful entrepreneur is always remember & do."Honesty is the best policy "
আমি বুঝলাম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সাহস ও সততা নিয়ে আগাতে হবে, করবো না বলে করে ফেলতে হবে। সময় নষ্টের তো প্রশ্নই ওঠে না। কারও কথার পরওয়া করা যাবে না। নিজে সৎ হলে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ ❤❤❤
আসসালামু আলাইকুম আমি বর্তমানে মানুষ ডিলিং নিয়ে কাজ করি, এখানে প্রায় মানুষ নিজের সুযোগের জন্য সুযোগের অপেক্ষায়-এই থাকে, এক সমযের বেকার মানুষটি আজকে আপনাকে আপনার ব্যাবসাকে বাসমান পর্যায়ে রেখে আপনাকে ক্ষতির দিকে নিয়ে গিয়ে নিজের করে নেন, ব্যাবসায় দক্ষতা সৎসাহস এবং আল্লাহর উপর বর্ষা রেখে নিজের হাতে মেইন কন্ট্রোল না হারিয়ে ব্যাবসা করতে পারলে প্রায় নিশ্চিত ব্যাবসায় সফলতা আসবে। আমি অনেক বিষয় নিয়ে অনেক কিছু শিখেছি, আমার মনে হচ্ছে এবার আমিও সাকসেসফুল হবো, ইন্শাআল্লাহ। ধন্যবাদ।
অনেক বিস্তার চিন্তার স্বাধীনতা বারলো আনেক জানলাম এর মধ্যে ছোট ছোট কিছু কথা খুবই ভালো লাগছে বিশ্বাসীরা পরিবর্তন আনে দেশ এবং জাতীর জন্য ভাবে তারা যা বিশ্বাস করে তার পতিফলন ঘটায় নিজেকে ভাংতে হবে নিজেকে গরতে হবে
1. be accpectable and understandur self first in ur sourroundings 2.some times you have to take risk to seeur capable enough or not . 3. be good to everyone cause you dont from where almighty gonna send you opportunity -tasdid khan
সবচেয়ে বড় শিক্ষা উপলব্ধি করলাম যে আল্লাহ্ এর উপর নিরাশ হওয়া যাবেনা। লেগে থাকতে হবে। কোন দিক দিয়ে সাফল্য আসবে বলা কঠিন। উনার ১০ লাখ টাকা ছিনতাই হওয়ার পর তার থেকে কয়েকগুন বেশি আল্লাহ উনাকে একবারে দিয়েছেন তার সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারা ও পরিশ্রমের ফল হিসেবে।
1.সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নিন 2.নিজস্ব ছোট সম্পদ থেকে আমাদের আপন সুযোগ তৈরি করতে হবে (ভাল নেটওয়ার্ক/ছোট পুঁজি/নতুন দক্ষতা/ইত্যাদি) 3.ভুল করার জন্য যথেষ্ট সাহস তৈরি করুন এবং আল্লাহর পরিকল্পনার উপর ছেড়ে দিন 4.আমাদের নিজেদের ভুল এবং অন্যদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং কখনো হাল ছেড়ে দিতে হবে না 5.একটি ভাল সমস্যা সমাধানকারী হতে চেষ্টা করুন যা আমাদের সমাজ পরিবর্তন করবে 6.জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ এবং স্বচ্ছ হন
প্রথমত একটা কথা হচ্ছে মানুষ যে অবস্থায় থাকুক না কেন মানুষকে অবশ্যই সৎ থাকতে হবে আর মানুষ ভুল করলে সেটা থেকে শিক্ষা গ্রহণ করে আর যে ভুল করে না সে শিখতে ও পারে না জীবনে কিছু করতে হলে উদ্দোক্তা হতে হবে এবং উদ্দোক্তা তৈরি করার জন্যেই কাজ করার উদ্দেশ্য ও থাকতে হবে |আর কোনো কাজকে ছোট করা যাবে না ব্যবসা যত ছোট হউক ঐ কাজকে ভালোবেসে আত্নবিশ্বাসের সাথে কাজ করতে হবে পরিশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই সফলতাকে দেখে কিন্তু পিছনের গল্প অনেক কষ্ট সহ্য যে করতে হয় সেটা কেউ দেখেনা। একটা কথাই বলতে চাই সফলতার স্বাদ যদি গ্রহণ করতে হয় ব্যর্থতাকে বন্ধু মনে করতে হবে। আর মানুষ ব্যর্থ হয়ে শিখে যায় কিভাবে সফল হতে হয় ধন্যবাদ।
আসলে শেখার শেষ নেই এর মধ্যে কিছু বিষয় অনেক গুরুত্বপূর্ণ তা হলো প্রথমত হচ্ছে সততা ন্যায় পরয়নতা সৃষ্টি করতার প্রতি বিশ্বাস জ্ঞান অর্জন করা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া রিস্কস নেয়া নেটওয়ার্কিং কর এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা, ও সময়ের যথাযথ মূল্যায়ন করা।
আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল। এখানে শিক্ষণীয় বিষয় যেটা ছিল আমার মনে হয়। ★ স্রষ্টা তে বিশ্বাস সকল সমস্যার সমাধান। ★ বিশ্বনবী মোহাম্মদ (সঃ) এর জীবন থেকে শিক্ষা গ্রহণ। ★ সময়ের গুরুত্ব দেওয়া এবং কোন সুযোগ আসলে তা কাজে লাগেনো। ★ সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করা। ★ জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা যেখানে আমি আমাকে দেখতে চাই। ★সততা বিষয় কোন আপোষ নয়। ★ তিন অপরাধের বিষয়ে কোন আপোষ নাই (নেশা, নারী, অর্থ) ★দেনা পাওনার বিষয়ে সতর্ক থাকা ★ পজিটিভ মাইন্ড সেট। ধন্যবাদ
আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন।
docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform
ruclips.net/video/LXmUOUAKElo/видео.htmlsi=jUA1ItB0pc2Yrabr
ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সহায়তায় ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ভূমিদস্যু সবুর খানকে ঘিরে অভিযোগসমূহ:
1. বিএনপি সরকারের আমলে তিনি খালেদা জিয়ার ভাগ্নে ও তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বদৌলতে তার সাথে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের সনদপত্র সংগ্রহ করে। পরবর্তীতে ১/১১ এর পটপরিবর্তনের সময় বিএনপির সাথে সে সমস্ত সম্পর্ক ছিণ্ণ করার ঘোষণা দেয় এবং ইউজিসির তৎকালীন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জন্য পাশ করা রেজুলেশনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য বিএনপির নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিদেশে চলে যাওয়ায়, এই সুযোগকে ট্রাস্টি বোর্ড থেকে অবৈধভাবে তাকে বাদ দিয়ে ইউজিসি থেকে দ্রুততম সময়ে পুণরায় রেজুলেশন বের করেন মোঃ সবুর খান। এবং তারপর থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটি পুরোপুরি পারিবারিক ব্যবসায় রূপ নেয়।
2. ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হোস্টেল বন বিভাগের জমিতে স্থাপিত হয়েছে।
3. বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টির অর্থ ব্যবহার করে নিজের নামে এবং স্ত্রী, সন্তান ও শ্যালকদের নামে বিপুল সম্পদ ক্রয় করেছেন।
4. আওয়ামী লীগ সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অর্থ পাচার করে মালয়েশিয়া, দুবাই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পত্তি ক্রয় করেছেন।
5. শেখ হাসিনার চাচা ও সদ্য বিদায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি শেখ কবিরের ঘনিষ্ঠ হওয়ায়, তাকে ৫ই আগষ্ট পরবর্তী সময়ে ঐ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
6. ‘উদ্যোক্তা তৈরি’ ধারণাটিকে তিনি লোক দেখানোর জন্য ব্যবহার করেন; তার সহযোগিতায় কোনো সফল উদ্যোক্তা তৈরি হয়েছে এমন নজির তিনি দেখাতে পারবেন না।
7. তিনি একজন মিথ্যাবাদী এবং প্রতারক ব্যক্তি; যারা তার সাথে কাজ করেছেন তারা এ বিষয়ে ভালোভাবে অবগত।
উনার কথায় তিন ধরনের লোক কে তিনি তার প্রতিষ্ঠানে রাখে না
১. যারা ড্রাগ বা নেশায় আসক্ত হলে
২. যারা টাকার নয় ছয় করে তাকে
৩. নারি আসক্ত বা নারিদের হেরেজমেন্ট করে
এটা খুবই ভালো লেগেছে।
কত কিছুই শিখলাম, জানলাম। তবে সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে নিজের শিকড় চেনা। কোথায় থামতে হবে, কখন কি রকম ডিসিশন নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দিনশেষে আমি মুসলিম, আমাকে আমার রবের দিকে ফিরে যেতে হবে সেটাও তিনি শেষের স্পষ্ট করে দিলেন। একজন সত্যিকারের উদ্যক্তার চিন্তাভাবনা তো এমনই হওয়া উচিত। ধন্যবাদ ❤️
আমার দুর্ভাগ্য যে আমি কোন ভার্সিটির ছাত্র হতে পারেনি পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়ে চরম দুর্বিষহ জীবন যাপন করেছি, এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে ২০০৭ সালে কুয়েতে চলে এসেছিলাম,, আলহামদুলিল্লাহ আজ অনেক কিছু করেছি,, কিন্তু এসব বড় উদ্যোক্তার জীবনী যদি আগে শুনতে পারতাম এবং তাদের সাথে একটু মিশতে পারতাম আজ যদি কোন একজন যোগ উদ্যগতার সহযোগিতা পেতাম নিজেকে হয়তো পরিচিত করতে পারতাম উদ্যোক্তা হিসেবে 😊
আমি ড্যাফডিল এর ছাত্র ছিলাম। এই মানুষ প্রাইভেট ভার্সিটি চালায় আমরা পরালেখা করতাম বাকিতে। আমাদের সেমিস্টার ফি দিতে না পারলে আমাদের চাপ দিত না। এখন বুঝি এটা কত বড় হেল্প ছিল তখনকার সময়। এই মানুষটা সেই মানুষ। 🙏
Ekhon ashb chole na
শিক্ষা পেলাম:
i)সাহসিকতা এবং আত্মসম্মান বোধ।
ii)বারবার চেষ্টা করা।
iii)নেটওয়ার্ক বিল্ড করা।
iv)মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করা।
v)সৎ থাকা।
vi)সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা।
vii)সবার সাথে ভালো ব্যবহার করা।
viii) উদ্যোক্তা হওয়ার সঠিক সময় এখনই।
ix)নতুন কিছু Explore করা
x) সময় নষ্ট করা যাবে না।
It was a great episode. Love from Gazipur ❤
I am also from Gazipur.
৬ আর ৩
আলহামদুলিল্লাহ , এই প্রোগ্রামের আলোচনা খুবই গ্রহণযোগ্য। তিনি ব্যক্তিগতভাবেই সৎ এটা প্রমাণ হচ্ছে তার উদ্যোক্তার জার্নি, স্কুল লাইফ, পরিবার। আল্লাহ তায়ালার স্মরণ, চিন্তা না থাকলে কথায় আসতো না।
শিক্ষা,
১. আগামী 50/100 বছর পরে কোন জিনিসের ডিমান্ড তৈরি হতে পারে সেই প্লানে এগোনো ।
২. একাধিক বিজনেস প্রজেক্ট হাতে নেয়া।
৩. strong প্রোফাইল তৈরি করা।
৪. Leadership, collaboration, risk, hard work
এমন অনেক পরিকল্পনা থাকার পরেও অনেকে হারিয়ে যায়, ভাগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোহাগ স্যার, আপনার মধ্যে যে জিনিস খুঁজে পাই তা কারো মধ্যে পাইনা। ধর্মকে সাথে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। আপনি সম্মানিত ❤❤❤
সবুর সাহেবের অনেক আলোচনার মধ্যে একটা বিষয় অনেক বারে বুঝাতে চেয়েছেন যে অন্যের সাথে আর্থিক লেনদেন যদি খুব ভাল থাকে যদি একজন মানুষের অর্থ কম থাকে তারপরও লেনদেন যদি ভাল থাকে তবে তার অর্থের ব্যবস্থা কোন না কোন ভাবে হয়ে যায যে তাকে সামনের দিকে এগুতে ভিশনরকম সাপট করে।এই ম্যেসেজটা আমি পুরষ্কার জিতবো বলে দেই তাই।এই ম্যেসেজটা আমি নিজের জীবনেও কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পুরো আলোচনাটি শুনে মনে হলো কখনো মনোবল হারানো যাবে না।।।।❤❤❤
1. Entrepreneur যেকোনো বয়সেই শুরু করা যায়
2. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া
3. ভালো একটা circle তৈরি করা
4. ধৈর্য হারানো যাবে না
5. উদ্যোক্তাদের thought process strong হতে হবে
6. উদ্যোক্তা problem দেখে সেটার solution বের করে
7. উদ্যোক্তা তারায় হতে পারে যাদের adaptable mentality growth mindset থাকে
8. সময় কে মূল্যায়ন করা
9. জীবনের যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা
অনেক কিছু শেখার আছে আমাদের জীবনে আমি ওনাকে আগে থেকে চিনতাম না তবে ওনার speech motive এতটা ভালো লাগছে যে আমি পুরো সময়টা ১ সেকেন্ডে না skip করে দেখছি..... আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম.... Special Thanks Sohag ভাইকে যে... বাজারের সস্থা motivator না ডেকে এমন গুনি মানুসদের কথা আমাদের শুনার জায়গা করে দেয়ার জন্যে 🥰🥰🥰🥰 Thanks vai
আমি ২০২২ এর শেষের দিকে ব্যবসায় অনেক বড় ক্ষতিসম্মত হই যা এখন পর্যন্ত আমাকে মানসিকভাবে দুর্বল করে রেখেছিল কিন্তু আজকে এই পডকাস্ট শোনার পর থেকে আমি মানসিকভাবে অনেক শক্তি অর্জন করলাম 🙏🏻
ব্যবসা মানেই তো লস লাভ টেনশন করিয়েন না
আসসালামু আলাইকুম। স্যারের বক্তব্য থেকে যেটা বুঝেছি।
(১) কঠোর পরিশ্রম।
(২) আত্ম সম্মানবোধ ঠিক রাখা।
(৩)ক্ষমাশীল হওয়া।
(৪)বিকল্প চিন্তা।
১. খারাপ সময়ে হতাশ না হয়ে নিজের চেষ্টার প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে বড় বিষয় নিজের কাছে সৎ থাকা,
২. বিজনেজ এর ক্ষেত্রে নিজের পারদর্শীতা বা নিজের জ্ঞান যেটাতে আছে সেখানে ইনভেস্ট করা
৩. কথাবলা শিখা + মানুষের সাথে বন্ডিং ক্রিয়েট করা সবচেয়ে বড় বিষয় সময়কে গুরুত্ব দেওয়া
Usually I don't watch full podcast, but somehow I saw this full podcast, I have added summary from my end that I got from this podcast.
0. Earn trust and be moral and build network, maintain that and use that at proper time
1. find right person or make right person for you next
2. Be confident and positive minded to handle any kind of confliction
3. Think futuristic and take right decision
4. Be a doers think and execute that
5. Be transparent with strong positive attitude
6. Be loyal to The GOD
সততা নিষ্ঠা ও নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এর বিকল্প নাই যা ওনার মধ্যে ছিল। আল্লাহ পাক উনাকে নেক হায়াত দান করুক আমীন।
পুরো আলোচনা দেখে শিক্ষা হলো তুমি যা করতে চাও বা চাইছো সব সময় যে তা সঠিক হবে তা নয় , কখনো তা ভুলও হতে পারে প্রয়োজনে তোমাকে পিছিয়ে আসতে হতে পারে হয়তোবা নতুন কোনো অস্ত্র নিয়ে ময়দানে নামতে হবে কিন্তু কিন্তু কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সফলতা বজায় রাখতে সুনাম বড় একটি হাতিয়ার ।
সবুর খান ,
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক আগে থেকেই তাঁকে চিনি । তিনি অনেক সুন্দর মানুষ । আমি চাই তাঁর এই সাক্ষাৎকারটি যেন ব্যাপক প্রচার না পায় । তাহলে সবাই ভাল মানুষ ও ভাল উদ্যোক্তা হয়ে যাবে । অভিনন্দন মাহমুদুল হাসান ভাই । অভিনন্দন সবুর ভাই ।
উদ্যোক্তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিষয় সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে, নিজের শক্তি, এবং দূর্বলতা জানতে হবে। বিশ্বাস অর্জন, ধর্য্য এবং লেগে থাকার প্রেরোণা থাকতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে । কারণ তিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী।
আলহামদুলিল্লাহ
আমি ডেফোডিল ইউনিভার্সিটিতে একটা কোর্স করেছিলাম ওখানে যাতায়াতের কারণে ভার্সিটির নির্মাণশৈলীর প্রতি লক্ষ্য করলে বোঝা যেত সবুর স্যারের ক্রিয়েটিভিটি স্যার কে আল্লাহ তায়ালা দীর্ঘ নেক হায়াত দান করুন
১. সময়ের প্রতি শ্রদ্ধাশীল
২. সমস্যা হবে, তার সমাধান করার সৎ সাহস
৩. সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা
৪. নিজে সৎ থাকা ও অসৎ লোকের থেকে সবসময় দূর থাকা, সততা ও মেধার মুল্লায়ন করা
৫. নিজে ধম্ পালন করা ও ধম্ সসম্পর্কে জানা
৬. নিজের quality কে নষ্ট হতে না দেওয়া।
আসসালামুয়ালাইকুম ভাই,
আমি এটাই বুঝলাম যে-
যেকোনো উদ্যোক্তার হওয়ার আগে
সৎ ও দক্ষ মানুষ হওয়া জরুরি।
আর এই দুটোই সবচেয়ে বড় মূলধন
ব্যবসায়ের ক্ষেত্রে
ধন্যবাদ
সততা,ধৈর্য, শিক্ষা ও ভালো নেটওয়ার্ক তৈরি করা। আল্লাহর উপর ভরসা করে শুরু করা।আল্লাহ উভয়কে নেক হায়াত দান করুন।।যেখানে শুধু মাত্র একটা পডকাস্ট এর মাধ্যমে অনেক বড় বিজনেস কোর্স করা হয়ে গেল।।
সাহস রাখতে হবে, হার মানা যাবে না। হেরে গেলেও, হতাশ হওয়া যাবে না। অদম্য ইচ্ছা শক্তি বারবার চেষ্টা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে।রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। সো স্যারের ভিতর এই বিশ্বাসগুলো ছিল গুণগুলো ছিল। আর ঠিক সেই জায়গাটাকেই তুলে ধরেছেন মাহমুদ হাসান সোহাগ ভাই। ❤❤❤
চমৎকার আলোচনা। দেশে উদ্যোক্তা তৈরীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
আলোচনার শোনার সাথে কমেন্টে অনেক দেয়া আলোচনার সারাংশ গুলো পড়েও ভালো লেগেছে!
Onek kichui shikhar moto chilo puro interview-te jar moddhe onnotomo holo:
1. Importance of building good reputation in family and surrounding before starting business
2. Not to be afraid of failure, but take it as learning experience.
3. Identify my SWOT and focus on strength before starting business
তেমন কিছুই বলবো না। শুধু বলবো অসাধারণ একটি পডকাষ্ট। ধন্যবাদ সোহাগ ভাই
স্যার আপনাদের আলোচনা থেকে যা শিখেছি :
১। দক্ষতা, অভিজ্ঞতা ,সদিচ্ছা ও বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসার পছন্দ করা।
২।আকাঙ্খা ও প্রয়োজন অনুযায়ী ব্যবসার ধারণার উন্নতি করা।
৩।পরিকল্পনা তৈরি করা যাতে প্রতিযোগীতার বাজারে টিকে থাকা সম্ভব
৪। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ধৈর্য ধারণ, ন্যায় পরায়ণ ও সততার সাথে থাকা।
৫। মূলধন যোগান দেয়া ।
৬।প্রতিটি সুযোগকে কাজে লাগানো ।
৭। পণ্য বাজারজাত করার লক্ষ্যে কাজ করা।
৮।সহযোগী নেটওয়ার্ক তৈরি করা ।
৯। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের গুণগত মান ঠিক রাখা।
১০। সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত করা।
" 1:04:56 - ১ দিনে যা করতে চাই" - পুরো আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আস্থা অর্জন করার জন্যে ইসলাম এভাবেই ভূমিকা রাখে।
নিজেকে ফ্রেশ রাখার যে একটা বিষয় এটা আমার কাছে ভালো লেগেছে। নিজেকে সৎ রাখলে বিপদে পড়লে অন্যর থেকে সহযোগিতা পাওয়া এবং সৎ থাকার জন্য অনেক কিছু সেক্রিফাইজ করা। বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়া এবং সমস্যার কারন বের করে দ্রুত সমাধান করা। সর্বদাই ধৈর্যধারন করে নিজে কোন বিষয়ে দক্ষ সেটা খুঁজে বের করা। আর সর্বশেষ যেটা শিখলাম সেটা হলো যে-কোন সমস্যা হলে তার সমাধান কিভাবে হবে সেটা বের করে সেই কাজটি করা।
Good comment
চমৎকার আলোচনা। অসাধারণ বাচনভঙ্গিতে গল্পের মতো করে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন নিজের অভিজ্ঞতা থেকে।
একজন সৃষ্টিশীল ব্যক্তিত্ব হতে কী গুণ থাকা প্রয়োজন, কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, নেতৃত্ববোধ কীভাবে সমাজকে বদলে দিতে পারে, প্রতিকূল পরিবেশেও কিভাবে আল্লাহর উপর ধৈর্য্য ধারণ করতে হয়, সবকিছু সম্পর্কে আরও স্পষ্ট বার্তা পেলাম উনার থেকে।
উনার স্বপ্ন ছড়িয়ে পড়ুক সৃষ্টিশীল মানুষের কাছে।
আমি আলোচনা টা
চাকরির পাশাপাশি শুনছি
আমার কাছে মনে হয়, ভালো নেটওয়ার্কিং দরকার,
আস্থা তৈরি করা,হারিয়ে গেছে
বলে। থেমে যাওয়া যাবে না,আরেকটা জিনিস হলো যে, হারিয়ে যাওয়ার পিছনে ও একটা সুজুগ থাকে,যেমনটি তিনি পেয়েছেন ❤❤❤❤
আল্লাহর উপর অসিম বিশ্বাস থাকা চাই❤
সোহাগ ভাইয়ের উপস্থাপনায় এমন একটা অনুষ্ঠানের জন্য অপেক্ষায় ছিলাম।
বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে সততার সাথে ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।
যা শিখলাম
১ মানুষকে মূল্যায়ন করা। মানুষের পরিচিতি এবং প্রেস্টিজ নগদ টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। কেউ কোনো খারাপ আচরণ করলে কেন করল তা একটু চিন্তা করে দেখা।
২ নিজের পারপাস এবং স্বপ্নের ব্যাপারে কনফিডেন্ট থাকা, কোনো ভুল বুঝতে পারলে দেরি না করে দ্রুত সরে আসা।
৩ খারাপ সময়ে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া । সামনের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে অযথা হতাশার মধ্যে
আসসালামু আলাইকুম
এই আলোচনা আমি যা বুঝতে পারছি তা হলো: আমার যে বিষয়ে কিছু ধারণা বা জ্ঞান আছে সে বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। হতাশ হওয়া যাবে না। নিজের কাছে নিচেকে সচ্ছ থাকতে হবে।ন্যায় এবং অন্যায় বুঝতে হবে। হুটহাট ন্যায় Decision নিতে হবে এবং বিশ্বাস হতে হবে আমি আল্লাহ তায়ালার রহমতে কাজটা করতে পারবো। হুটহাট একটা উদ্যোগ গ্রহণ করে অন্যের উপর নির্ভর থাকা যাবে না।সব সময় সঠিক চিন্তা ভাবনা করতে হবে। সঠিক সময়কে বুঝতে হবে সেই সময়কে সঠিক কাজে লাগাতে হবে। পরিশেষে একজন সফল উদ্যোক্তা হতে হলে ব্যবসায়ীকে ন্যায় পরায়ণ হতে হবে।
সঠিক সময়ে সঠিক সিদান্ত নিতে হলে, সেই বিষয়ে শুধু যথাথ জানলেই হবে না, নিতে হবে যথাযথ পদক্ষেপ ও... স্যার এর জীবনে নেয়া সিদান্তগুলো নিয়ে আপসোস না করার বিষয়টা এই পটকাস্ট এর সবচেয়ে সুন্দর দিক বলে মনে করি।।
নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকা,সৎ থাকা,পরিস্থিতি যেমনই আসুক,থেমে না যেয়ে সামনে এগিয়ে যাওয়া
এক কথায় বলতে গেলে গ্রোথ মাইন্ডসেট
ধন্যবাদ রকমারীকে। এ ধরনের উদ্দ্যেক্তাদের প্রতিটা কথা মূল্যবান
সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে বিষয় হল: যে বিষয়ে আমার ন্যূনতম যতটুকু জ্ঞান থাকলে আমি একাই সে ব্যবসা চালিয়ে নিতে পারব, সে ব্যবসা প্রতিষ্ঠা করার চেষ্টা করা | অন্যথায় অন্যের উপর নির্ভর হয়ে কোন ব্যবসা চালু করলে সেখানে ক্ষতি হওয়া সম্ভব না ১০০%
❤❤❤❤❤❤❤
ওয়াও অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
বলার কিছুই নেই। মন্ত্রমুগ্ধের মত শুধু শুনেছি। তার বলা সব কিছুই আমার সামারি।
My 3 takeways:
1. Never say no to opportunities :It's follow one to another ..
2. Take right decision at right time
3. Have faith in Almighty ,Keep patience and move on ....
Thanks
Sabur Khan সাহেব হতে আমি শিখলাম ..
A. Reputation ধরে রাখা যে কোন মূল্য ।
B. Investors কিংবা বন্ধু আমানতের নিশ্চিয়তা প্রধান করা ।
C. আমি ভাল যা শিখেছি তা বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া এবং অন্যর মধ্য ভাল টেলেনট দেখে থাকলে তাঁকে লিফ্ট এর ব্যবস্থা করে দেওয়া ।
আমার কাছে সততার বিষয়টি বেশি ভাল লাগছে যে, উনি সব টাকা হারানোর পরেও সৎ থাকার কারণে সহজে আবার সুযোগ পেয়ে গেছে। আর একটি বিষয় হল যা হবার হইছে তানিয়ে পরে না থেকে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করে নতুন পথ বের করা।
❤
1. Trust.2.Communication.3.Hard Working. 4.Opportunity.5.Brandvalue5.Diversification
আলহামদুলিল্লাহ, সব বড় কথা আল্লাহ উপর বিশ্বাস, নিজেকে নিয়ে জানা।তা না হলে কখনো হবে।
মাশাআল্লাহ ❤❤, অনেক মূল্যবান কথা শুনলাম। জাজাকাল্লাহ খাইরান, সোহাগ ভাই❤❤
This was Gold! 2 lessons I want to share:
1. Do a SWOT analysis and know yourself.
2. Take guidance from the 3 books as mentioned.
Good luck 😊. May Allah make everyone successful.🎉
সত্যিই অনেক ভাল লাগবে।
আমি দেখছি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে। আমি এখানে ব্যবসা করি, একজন উদ্দোক্তা হিসাবে। আমার স্বপ্ন এবং চ্যালেন্জ একদিন উনার মত হব।
kisher business apner?
1.economic bapare clear thaka
2.manoshke respect kora
3.honest thaka
4.relationship er maddhome network barano
5.goodd lessoner hote hobe
6.onner motamot grohon korar manoshikota thakte hobe
7.je bishoyea expertis ace sheita niya kaj korle agano jabe
8.risk nite hobe
অনেক কিছুই শিখলাম, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, বিপদ আসলে হাল ছেড়ে দিতে নেই, নেটওয়ার্ক থাকলে ব্যবসা করতে পুজি লাগেনা, সম্মান টাকা থেকে গুরুত্বপূর্ণ, নিজের জ্ঞানের বাহিররের ব্যবসায় ভালো করা যায়না, সঠিক টিম ব্যক্তি সবচেয়ে বড় সম্পদ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হিবে।
I was a student of DIIT .I wishes my best for Sir.
Right time to take action and take risk to get started is the only way to success.
Thanks .
উদ্যোক্তা হতে কিছু করণীয় ও আমার শিক্ষা :
১.আপনার প্রতি মানুষের বিশ্বাস স্থাপন (যেন চোখ বন্ধ করে আপনার প্রতি মানুষ বিশ্বাস রাখতে পারে)।
২.নিজের চিন্তা চেতনাকে ডাইভারসিব ওয়েতে প্রতিস্থাপন এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে নিজের মাইন্ডকে স্ট্রিট ওয়েতে রেখে কর্মে পদার্পন।
৩.নিজেকে দোহাই দেয়া বন্ধ করা (লাইক এই জিনিসটা থাকলে আমি ওইটা করতে পারতাম )
৪.ধর্মের প্রতি বিশ্বাস (স্রষ্টার প্রতি বিশ্বাস).
Please comment different point -
অনেকের স্বপ্ন পূরণ এর ওছিলা উনি, আল্লাহ্ রব্বুল আলামিন উনার হায়াত বেড়ে দিক
শেষের প্রশ্নটি চমৎকার ছিল। মাশাআল্লাহ
সততা সর্বোত্তম পন্থা। আত্মমর্যাদা টাকার চেয়ে দামি। ধৈর্য্য ধরলে আল্লাহ আরো পুরস্কার বাড়িয়ে দেন।
ধন্যবাদ এত সুন্দর একটা সেশন গিফট দেওয়ার জন্য।
আমার এই লেসন থেকে শিক্ষা হচ্ছে,
১. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে গড়ে তোলা।
২. নিজের ফ্যাশনকে বুঝা।
৩. যত বড় বাঁধা অতিক্রম করতে পারবো তত বড়ই ভালো কিছু আমার জন্য থাকবে ইনশাআল্লাহ।
৪. নিজের ব্যবহার দ্বারা সবাইকে আকৃষ্ট করে নিজের সমাজিক যোগাযোগ বৃদ্ধি করা।
৫. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের অবস্থানে সৎ থাকা।
Alhamdulillah,
Lessons :
1:Reputation is one of the big asset for Entrepreneurs.
2.Have to take rational risk
3.Reputation creats opportunity when crisis arise
4.Entrepreneurs should have capacity to take right decision on right time
5.Entrepreneurs should expand networking in every sphere of life.
6.Well behaviour, well approach and social smiling face is also important to be a perfect Entrepreneur.
7.Honourable guest never compromises with drug addiction, sexual harassment and financial fradulatiion in his institutions.
8.Honourable guest discovered others talent those who are suggested to be a Entrepreneure and finally they become successful Entrepreneur.
9.Finally,Honourable Guest added in his interview, as a practicing Muslim, he is very concern about his loan paid that can't be the barrier for his afterlife to get Jannatul Ferdaus.
1. Make our appearance with trust & loyalty (starting from family).
2. Don't end up hope/decision until click for further opportunities/scopes.
3. Building connections & reminding people is more important in every steps.
4. Liability ensured prosperity & development.
খুব গুরুত্বপূর্ণ আলোচনা
আসসালামু আলাইকুম স্যার। প্রিয় স্যারকে সোহাগ ভাইয়ের অনুষ্ঠানে দেখে অনেক ভালো লাগলো। শিক্ষা খাতে স্যারের অবদান অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ স্যারের কল্যানে আমি বিবিএ তে ১০০% ওয়েভার/স্কলারশীপ নিয়ে বা যদি বলি এক প্রকার ফ্রি তেই আল্লাহ পাক এর রহমতে বিবিএ শেষ করেছি এবং আলহামদুলিল্লাহ বর্তমানে ব্যাংকিং সেক্টরে অনেক ভালো পজিশনে কাজ করছি। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন তিনি স্যারকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো স্যারের প্রতি। আর সোহাগ ভাই আমার প্রিয় মানুষগুলোর মধ্যে অন্যতম একজন।
আপনি কেন বিবিএ কমপ্লিট করেও একজন সরকারি চাকরি বা ব্যাংকের চাকরি না করে উদ্যোক্তা হলেন না
আমিও নিজেও ৯ম শ্রেণীতে পড়ার সময় থেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার চিন্তা করি । তাও সেটা কৃষি শিক্ষা বই পড়ে; এমনকি কৃষিখাতে কিছু করার প্রাথমিক ধারণা থেকেই আমার ভিতরে এই চিন্তা ভাবনা আসে।
যদিও বাবা হচ্ছেন একজন (ফার্নিচার)ব্যবসায়ী।
আজকে এই আলোচনা থেকে আমি এটা আরো ভালো করে শিখতে পারলাম যে;
১/ সর্বাবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করতে হবে।
২/ সততা এবং সময়জ্ঞান নিজের মধ্যে রাখতে।
৩/ উদ্যোক্তা হতে হলে, অবশ্যই দৃঢ় মনোবল থাকতে হবে।
If you can't bear failures, you can't be an 'Entrepreneur.'
If you are afraid of failing; you can't be an 'Entrepreneur.'
আমি যা শিখলাম:
১. নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে।
২. জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।
৩. জীবন খুবই ছোট, তাই ছোট এই জীবনে সবার সঙ্গে দেনা-পাওনা পরিষ্কার রাখতে হবে, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু বান্দার হক মারলে তা মাফ করেন না।
আমার দুইজন প্রিয় মানুষকে একসাথে দেখে অনেক ভালো লাগছে।
আলোচনাটি খুব ভাল লেগেছে। ধন্যবাদ দুজনকেই
অনেক কিছুই শিখলাম, তবে আমি যে কয়টা বুঝতে পারছি সেগুলো হলো,
১. আল্লাহর প্রতি পূর্ণ আস্থা।
২. সময়ের গুরুত্ব দেওয়া।
৩.নিজে যে কাজ পারি সেইটা নিয়ে কাজ করা,
৪. মানুষের বিশ্বাস অর্জন করা ,
৫. কারো হক নষ্ট না করা।
৬. সব সময় শেখার মন-মানসিকতা থাকা।
৭. নিজের কাজ অন্যকে দিয়ে হবে না।
1. তাওয়াক্কালতু আলাল্লাহ (আল্লাহর উপর বিশ্বাস)
2. নেটওয়ার্কিং এবং বিশ্বস্ততা অর্জন করা
3. নিজের কাজ এবং সিদ্ধান্তের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করা
অসাধারণ এপিসোড। ধন্যবাদ সোহাগ ও সবুর স্যার কে।
Alhamdulillah, Thanks to Allah
ব্যবসায় করার জন্য প্রথমত দৃঢ় ইচ্ছা থাকতে হয়।ব্যবসায় শুরু করার পর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে হবে।দেশের উন্নয়ন এর জন্য সরকারকে উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়া উচিৎ। উদ্যোক্তাদেরকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ও সবার সাথে সুসম্পর্ক রেখে চলার সক্ষমতা থাকতে হবে।
It is a totally unstoppable learning episode❤❤
ITS VERY VERY NICE EPISODE FOR NEW ENTREPRENEURE & MOST VALUEABLE MOTIVATIONAL SPEECH..
I KINDLY REQUESTED ALL LISTEN FULL TIME NO SKIP
Ma-sha-Allah!Great episode.Last question and answer was mysterious.
Daffodil is the place which gave me a beautiful working environment with a lot of freedom...I always had a family like feeling. I know, there are so many things to criticize...but there are also so many things learn from here...now it's your choice.
Alhamdulillah, may Allah bless all of u.
It was a great episode..... This episode is very helpful for entrepreneurs.
যা শিক্ষা পেলাম
ধৈর্য,আত্নবিশ্বাস,মানুষের সাথে ভালো আচরন করা
অসংখ্য ধন্যবাদ আপনার আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি
আলহামদুলিল্লাহ !
চমৎকার আলোচনা।
এই ভিডিও থেকে শিক্ষা :১).
আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখতে হবে।
২)সততা ও নিজে পজিটিভ মাইন্ডসেট থাকাটা জরুরি
৩)হার না মানা।
I need this type of podcast more and more and more .....
আমি যে সেক্টর সবচেয়ে ভালো বুঝি এবং কম্ফোর্ট ফিল করি,সেই সেক্টরেই আত্মনিয়োগ করা উচিৎ।
যেকোনো উদ্দোগে সততা মূল পুজি হওয়া উচিৎ।
একবার ব্যর্থ হলেই,এটা না মনে করা যে,আমাকে দিয়ে কিছু হবে না।বরং আগের ভুলের থেকে শিক্ষা নিয়ে পুনরায় শুরু করা।
আসসালামুয়ালাইকুম। সর্বপ্রথম সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। উনার পুরা কথোপকথন টা শুনলাম। তা তো একটা জিনিসই মনে হল আসলে কিছু করার জন্য বয়সটা বিষয় না। তুমি একটা জিনিসের মাথায় রাখছে যে উনার রিপুটেশন সং উনার যে সততা এটা অত্যন্ত একটা ভালো দিক এবং যেটা উনি বোঝে না বা উনার দ্বারা যেটা হয় না সেটা উনি করে না। এবং অনেক শিক্ষায় তার বাবা-মার কাছ থেকে পেয়েছেন। একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে উনি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবেন এবং দেশের জন্য তত কন্ট্রিবিউশন বেড়ে যাবে। একচুয়ালি তাদের কাছ থেকেই এই দেশ সিঙ্গাপুর হবে মালয়েশিয়া হবে এটাই তাদের কাছ থেকেই আসবে। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বলার জন্য।
I have learnt the following things from this STORY mention below
1.Never loose hope.
2.Honesty is the best policy in every step of our life.
3.Money lost nothing lost,Health lost something lost but Character lost everything lost.
4.Always try to enlarge the business according to any one's core knowledge & passion.
5.Being loyal to your business & profession.
6.Always looking for a opportunities if have any space.
7.Be accountable to your business people & family members too.
8.Maintaining network for getting help in need.
9.Be patience in all situation.
Last but not the list according to me just one thing if we maintain to ourselves is enough for being a successful entrepreneur is always remember & do."Honesty is the best policy "
আমি বুঝলাম
সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
সাহস ও সততা নিয়ে আগাতে হবে,
করবো না বলে করে ফেলতে হবে।
সময় নষ্টের তো প্রশ্নই ওঠে না।
কারও কথার পরওয়া করা যাবে না।
নিজে সৎ হলে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ
❤❤❤
আসসালামু আলাইকুম
আমি বর্তমানে মানুষ ডিলিং নিয়ে কাজ করি, এখানে প্রায় মানুষ নিজের সুযোগের জন্য সুযোগের অপেক্ষায়-এই থাকে, এক সমযের বেকার মানুষটি আজকে আপনাকে আপনার ব্যাবসাকে বাসমান পর্যায়ে রেখে আপনাকে ক্ষতির দিকে নিয়ে গিয়ে নিজের করে নেন,
ব্যাবসায় দক্ষতা সৎসাহস এবং আল্লাহর উপর বর্ষা রেখে নিজের হাতে মেইন কন্ট্রোল না হারিয়ে ব্যাবসা করতে পারলে প্রায় নিশ্চিত ব্যাবসায় সফলতা আসবে।
আমি অনেক বিষয় নিয়ে অনেক কিছু শিখেছি, আমার মনে হচ্ছে এবার আমিও সাকসেসফুল হবো, ইন্শাআল্লাহ। ধন্যবাদ।
অনেক বিস্তার চিন্তার স্বাধীনতা বারলো আনেক জানলাম এর মধ্যে ছোট ছোট কিছু কথা খুবই ভালো লাগছে বিশ্বাসীরা পরিবর্তন আনে দেশ এবং জাতীর জন্য ভাবে
তারা যা বিশ্বাস করে তার পতিফলন ঘটায়
নিজেকে ভাংতে হবে
নিজেকে গরতে হবে
1. be accpectable and understandur self first in ur sourroundings
2.some times you have to take risk to seeur capable enough or not .
3. be good to everyone cause you dont from where almighty gonna send you opportunity
-tasdid khan
সবচেয়ে বড় শিক্ষা উপলব্ধি করলাম যে আল্লাহ্ এর উপর নিরাশ হওয়া যাবেনা। লেগে থাকতে হবে। কোন দিক দিয়ে সাফল্য আসবে বলা কঠিন। উনার ১০ লাখ টাকা ছিনতাই হওয়ার পর তার থেকে কয়েকগুন বেশি আল্লাহ উনাকে একবারে দিয়েছেন তার সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারা ও পরিশ্রমের ফল হিসেবে।
ভাই উনি আওয়ামী লীগের কত বড় দালাল ছিল একমাত্র কিছুসংখ্যক মানুষ ছাড়া কেউ জানে না
আপনি সত্যি একজন চমৎকার মানুষ। সবুর ভাই। 🎉
1.সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নিন
2.নিজস্ব ছোট সম্পদ থেকে আমাদের আপন সুযোগ তৈরি করতে হবে (ভাল নেটওয়ার্ক/ছোট পুঁজি/নতুন দক্ষতা/ইত্যাদি)
3.ভুল করার জন্য যথেষ্ট সাহস তৈরি করুন এবং আল্লাহর পরিকল্পনার উপর ছেড়ে দিন
4.আমাদের নিজেদের ভুল এবং অন্যদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং কখনো হাল ছেড়ে দিতে হবে না
5.একটি ভাল সমস্যা সমাধানকারী হতে চেষ্টা করুন যা আমাদের সমাজ পরিবর্তন করবে
6.জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ এবং স্বচ্ছ হন
প্রথমত একটা কথা হচ্ছে মানুষ যে অবস্থায় থাকুক না কেন মানুষকে অবশ্যই সৎ থাকতে হবে আর মানুষ ভুল করলে সেটা থেকে শিক্ষা গ্রহণ করে আর যে ভুল করে না সে শিখতে ও পারে না জীবনে কিছু করতে হলে উদ্দোক্তা হতে হবে এবং উদ্দোক্তা তৈরি করার জন্যেই কাজ করার উদ্দেশ্য ও থাকতে হবে |আর কোনো কাজকে ছোট করা যাবে না ব্যবসা যত ছোট হউক ঐ কাজকে ভালোবেসে আত্নবিশ্বাসের সাথে কাজ করতে হবে পরিশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই সফলতাকে দেখে কিন্তু পিছনের গল্প অনেক কষ্ট সহ্য যে করতে হয় সেটা কেউ দেখেনা। একটা কথাই বলতে চাই সফলতার স্বাদ যদি গ্রহণ করতে হয় ব্যর্থতাকে বন্ধু মনে করতে হবে। আর মানুষ ব্যর্থ হয়ে শিখে যায় কিভাবে সফল হতে হয়
ধন্যবাদ।
আসলে শেখার শেষ নেই এর মধ্যে কিছু বিষয় অনেক গুরুত্বপূর্ণ তা হলো প্রথমত হচ্ছে সততা ন্যায় পরয়নতা সৃষ্টি করতার প্রতি বিশ্বাস জ্ঞান অর্জন করা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া রিস্কস নেয়া নেটওয়ার্কিং কর এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা, ও সময়ের যথাযথ মূল্যায়ন করা।
Please continue this program with different entrepreneurs.
Tnx
আসসালামু আলাইকুম
খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল। এখানে শিক্ষণীয় বিষয় যেটা ছিল আমার মনে হয়।
★ স্রষ্টা তে বিশ্বাস সকল সমস্যার সমাধান।
★ বিশ্বনবী মোহাম্মদ (সঃ) এর জীবন থেকে শিক্ষা গ্রহণ।
★ সময়ের গুরুত্ব দেওয়া এবং কোন সুযোগ আসলে তা কাজে লাগেনো।
★ সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করা।
★ জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা যেখানে আমি আমাকে দেখতে চাই।
★সততা বিষয় কোন আপোষ নয়।
★ তিন অপরাধের বিষয়ে কোন আপোষ নাই (নেশা, নারী, অর্থ)
★দেনা পাওনার বিষয়ে সতর্ক থাকা
★ পজিটিভ মাইন্ড সেট।
ধন্যবাদ
এককথায় অসাধারণ 💜
এই পর্ব থেকে যা শিখেছি তা হচ্ছে : কোন সমস্যা দেখে নিজেকে বা অন্যের উপর দোষারূপ না করে: তা সমাধান করার দ্রুত পরিকল্পনা করা।