Amar bolar kichu chilo na by Hoimonti Shukla || Modern song || Videomix

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এ ছাড়া, বিরল এবং পুরোনো গান, যেগুলো হারিয়ে যাওয়ার পথে, এবং জনপ্রিয় সুরেলা গানগুলো আমি আমার সংগ্রহে তুলে রাখি। এভাবে, সেই রেডিও-অডিও-ক্যাসেট যুগ থেকে শুরু করে বহুবছর ধরে আমি আমার প্রিয় গানের একটা সংগ্রহশালা গড়ে তুলেছি। অডিও গানগুলোকে ফটোমিক্স কিংবা ভিডিও-ফটোমিক্স করে মিউজিক ভিডিও আকারে ইউটিউবে শেয়ার করছি। আমি গান খুব ভালোবাসি। সবসময় গান শুনতে ভালো লাগে। শুধু গানের ভেতর ডুবে থাকতে সাধ হয়। ফটোমিক্স-ভিডিওমিক্স মিউজিক ভিডিও নির্মাণ আমার খুব প্রিয় শখের একটা। বস্তুত, এটা আমার নেশার মতো। এ কাজটি আমাকে ক্রিয়েটিভিটির নির্মল আনন্দ দান করে।
    এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
    গানের প্রতি আমার দরদ থেকেই এসব করছি। এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলোর সাথে গানের কনসেপ্টের মিল রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে; তবে, মাঝে মাঝে নিছক একঘেঁয়ামি এড়ানোর জন্য, কিংবা ফান করার উদ্দেশ্যে এসব ছবি বা ভিডিও যোগ করা হয়েছে। প্রতিটি ভিডিওতে মূল ছবি, শিল্পী, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের নাম উল্লেখ করা হয়েছে। সবকিছুর কৃতিত্ব ও কপিরাইট মূল নির্মাতাদের।
    Copyright belongs to the original creators/producers/up-loaders. All credits deserved by them. I love music, movies, funs, games, circus, and all; and so I collect/download and upload these materials in my own channel so that these remain within my easy reach and are never lost. I love to collect, compile and share the old days' good songs, which are on the verge of disappearing. I also collect and compile all the popular and melodious songs of all time. I have a collection of audio and and video songs of last few decades. I remake music videos on those audio or video songs with photographs and existing or new videos of my own. This is my passion which gives me immense pleasure of creativity. No commercial act is intended. If any one has any objection, may please notify me; those videos will be removed/made 'private'.

Комментарии • 602

  • @Rupalidinergann2024
    @Rupalidinergann2024 8 месяцев назад +45

    26 বছরের জীবনে প্রেম কি জিনিস জানিনা। স্মার্ট যুগের ছেলে হয়েও এখনো আমি একা। এতটা দীর্ঘ সময় সিঙ্গেল থাকার পরেও বিরহ-বিচ্ছেদ কোনটাই ঘটেনি। কি কারণে জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। নোটিফিকেশন পেয়ে আবারো সেই গানটি শুনতে আসব। তখন মনে মনে সেই পুরনো স্মৃতিগুলো বিচরন করবো। হয়তো তখন কাঁদবো না হয় হাসব।

    • @sumaiyayeasmin4981
      @sumaiyayeasmin4981 6 месяцев назад +2

      আবার এসে শুনে যান

    • @distikon2533
      @distikon2533 5 месяцев назад

      Sotti darun

    • @msjackser6407
      @msjackser6407 3 месяца назад

      Same too you vaya

    • @Shlucuofficial
      @Shlucuofficial 3 месяца назад +1

      A song gula jader valo lage seta karon genetix issue

    • @JoyChandraDas
      @JoyChandraDas 2 месяца назад

      এসব তো কবেইইইই🤝

  • @Antucb-tu9do
    @Antucb-tu9do 3 года назад +603

    এমন একটা সময় আসবে যখন এখনকার ছেলেমেয়েরা বর্তমানের গানগুলো শুনতে শুনতে একঘেয়েমী চলে এলে এই গানগুলোকেই খুজে বেড়াবে।🙂

  • @julfikarali3983
    @julfikarali3983 2 года назад +83

    পৃথিবীতে যত দিন বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য টিকে থাকবে , ততদিন এই গান বেঁচে থাকবে । অসাধারণ আর অতুলনীয় ।

    • @mdsujonahammed2613
      @mdsujonahammed2613 Год назад +1

      কি আর কমেন্ট করব একটা কথাই বলতে চাই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই গান চলবে মিস্টার সুজন।

  • @Milu4507
    @Milu4507 3 месяца назад +3

    হৈমন্তী শুক্লার এই গানটির পেছনের ইতিহাসটা খুবই সুন্দর এবং মনে রাখার মতো। এই গানটির গতিকার পুলোক বন্দোপাধ্যায় এবং গানটির সুর করেছেন মান্না দে। গানটিতে কন্ঠ দেবেন মান্না দে এই সিদ্ধান্তই বহাল ছিলো। এদিকে হৈমন্তীর তখন বাজার মন্দা। হৈমন্তী শুক্লা পুলোক বন্দোপাধ্যায় এর কাছে গেল এবং বলল, দাদা আমাকে এমন একটা গান দিন যা হিট করবে। তখন গ্রামোফোন রেকর্ড কোম্পানিতে মাত্র একটি গান রেকর্ড করার জন্য অপেক্ষায় ছিলো যা মান্না দের জন্য নির্ধারিত গানটি আমার বলার কিছু ছিলো না. . । এই কথা শুনে হৈমন্তী তখন পুলোক বাবুকে বললো দাদা ঐ গানটি আমাকে দিন, আমি গাইবো। পুলোক বাবু বলল, তা কি করে হয়? ও গানটি তো মান্না দে সুর করেছে এবং তিনিই গাইবেন বলে সব ঠিক ঠাক হয়ে আছে। কিন্তু হৈমন্তী নাছোড়বান্দা যে তাকেই দিতে হবে গাইবার জন্য। তিনি বার বার পুলোক বাবুকে অনুরোধ করতে থাকেন এবং এক পর্যায়ে পুলোক বাবু মান্না দে-কে বললেন দাদা গানটি তো হৈমন্তী গাইতে চাইছে, তাই আপনার পরামর্শ চাই। মান্না দে তো এ কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন সে কি? এ গানটি তো অন্য ঘরানার, ও গানটি ওর গলার মেজাজে কি করে হয়? তখন পুলোক বাবু মান্না দে কে বললেন, দাদা দেখি না কি হয়, আমার মনে হয় খারাপ হবে না। মান্ন দে তখন পুলোক বাবুর এই কথা শুনে থমকে গেলেন এবং কিছুক্ষণ চুপ ছিলেন। এক পর্যায়ে মান্না দে রাজী হলেন এবং হৈমন্তী শুক্লা গাইলেন তার মুন্সিয়ানা সুরেলা কন্ঠে। গানটি রেকর্ড হবার পর হৈ-চৈ উঠে যায় এবং জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় হৈমন্তী শুক্লা। সেই থেকে তিনি সুপার হিট হিসেবেই গান করে গেছেন। পাঠক এবং শ্রোতাগণ চলুন আরেকবার তাহলে গানটি শুনি।

  • @user-dr2tm8ew7m
    @user-dr2tm8ew7m 2 месяца назад +3

    জানিনা এ ডিজিটাল যুগের ছেলে হয়েও আমার পুরাতন গান গুলোই কেন ভালো লাগে। আগের প্রতিটা গানে কত মায়া কত আবেগ। যা বর্তমানে আর হয়তো সৃষ্টি হবেনা। তাদের রুচির প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আমি যখন গান শুনি বন্ধুরা সবাই বিরক্ত হয়ে চলে যায়। আমি আবার সেই পুরোনো পৃথীবিকেই খুজি। মান্না দে’ র জন্যও ভালোবাসা রইল। তারা যেন মরেও অমর হয়ে রইল।

  • @mdmridulislam4780
    @mdmridulislam4780 Год назад +80

    এই গানটি যারা শুনে , নিঃসন্দেহে তাদের মানসিকতা অনেক ওপরের। কে কে একমত?

    • @mirajisalm-ev5jc
      @mirajisalm-ev5jc 6 месяцев назад +3

      হুম😊

    • @goutamdas6029
      @goutamdas6029 3 месяца назад +2

      Ami to sob samoy suni ... R jakon e ai song ta suni tkn amr chokh dye jol pore .... Janina kno .... 😢

    • @RobiulIslam-hx9em
      @RobiulIslam-hx9em 2 месяца назад +1

      thik

    • @krishna92415
      @krishna92415 2 месяца назад +1

      Hmm, অনেক। , কতো হবে ৬ ইঞ্চি 😂😂😂

    • @daizyjahan1468
      @daizyjahan1468 Месяц назад +1

      ESHOB TYPER GANgulor SHURO MURCHONA RHIDOYke EMON BHABE NARA Diye Jai JA Ekhonkar GAN Gulote Thakei Na are PAOWO Jai Na

  • @mdshomesh2098
    @mdshomesh2098 6 месяцев назад +4

    দুহাতে তোমার ওগো এতো কিছু ধরে গেল...
    ধরলনা শুধু এই স্মৃতি টা....
    রয়ে গেল শেষ দিন,রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথীটা!😭😭

  • @mst.nusratali1930
    @mst.nusratali1930 Год назад +67

    কে কে আছো,,,,যারা ২০০১-২০০৫ জন্মেও এই পুরাতন গান গুলো শুনতে ভালো লাগে,,,?

    • @AsAoyon
      @AsAoyon 6 месяцев назад +1

      আমি আছি 😊🌻

    • @hitesroy1270
      @hitesroy1270 6 месяцев назад +1

      Ami😊

    • @palashroy5722
      @palashroy5722 6 месяцев назад

      আমার জন্ম ২০০৩ এ খুবই ভালো লাগে এ ধরনের গানগুলো।

    • @saptaksrides6348
      @saptaksrides6348 5 месяцев назад

      1995

    • @user-wr1rt8ms1t
      @user-wr1rt8ms1t 5 месяцев назад

      আমি আছি

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 Год назад +6

    গায়কীতে গানগুলি মূর্ত হয়ে উঠেছে এমন ভাবে -- বলার কিছু এখানেও নেই ,,, 😢❤ শিল্পীকে বিধাতা দিয়েছে ,,,,, কৃতজ্ঞ ধন্যবাদ ! ❤ সব সময়ের শুভ কামনা,,

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 3 года назад +52

    কালজয়ী অসাধারণ এ গানটির সৃষ্টির ইতিহাসও বেশ অসাধারণ। হয়ত অনেকেই জানেন।
    ১৯৭৮ সাল, সামনে পূজো। গীতিকার পুলক বন্দোপাধ্যায় গানটি লিখে শ্রী মান্না দের কাছে দিয়ে এলেন। কিছুদিন পর নবাগতা শিল্পী হৈমন্তী শুক্লা এলেন পুলক বাবুর কাছে পুজোর জন্য একটি গান চাইতে। খেয়ালী পুলক বাবু মনে মনে ভাবলেন, মান্না দা'কে যে গানটি দেয়া হয়েছে ওটা নারীকণ্ঠেই বেশ মানাবে। হৈমন্তীজী'কে নিয়ে চলে গেলেন মান্না দের কাছে এবং অনুরোধটি জানালেন। মান্না বাবু খুবই বিস্মিত হলেন এবং বললেন, এ গান তো আমি নিজের জন্য তৈরি করে রেখেছি, কাল রেকর্ডিং। পুলক বাবুর অনেক অনুরোধে শেষ পর্যন্ত হৈমন্তীজী'কে দিয়েই গানটি রেকর্ড করালেন মান্না বাবু।এভাবেই মান্না দের গান হয়ে গেল হৈমন্তী শুক্লার কালজয়ী এবং শ্রেষ্ঠ একটি গান।

  • @ashokekumarghosh912.
    @ashokekumarghosh912. 3 года назад +42

    গানটা শুনলে মনটা খুব ভার হয়ে যায় ,মনে হয় কোনো দিন পুরানো হবে না ।

  • @swapandebnath2597
    @swapandebnath2597 2 месяца назад +1

    অসাধারন উপস্থাপনা । আর এই ছায়াছবির ভিডিও ফুটেজ যা দেখে এই ৬০ বছর বয়সেও জলে চোখ ভরে যায় । অসাধারন ।

  • @bishwjitdas4425
    @bishwjitdas4425 3 месяца назад +29

    আমার মতো কে কে ২০২৪ সালে গানটি শুনতে আসছেন

  • @kawserhossain6680
    @kawserhossain6680 Год назад +24

    তিন বছর আগে আজকের দিনে সে ছেড়ে চলে গিয়েছিলো। বলার কিছুই ছিলো না আমার, "শুধু স্মৃতি টুকুই রেখে গিয়েছিলো"

  • @ahnaf6221
    @ahnaf6221 5 месяцев назад +3

    কোনদিন ফুরাবে না এই আবেদনময়ী গান গুলো

  • @user-rn1ob9ix7z
    @user-rn1ob9ix7z Год назад +13

    অসাধারণ একটি গান,বার বার শুনলেও আবার শুনতে ইচ্ছে করে

  • @deshimusic7446
    @deshimusic7446 2 года назад +9

    পরবর্তীর প্রজন্মের জন্য কমেন্ট করে গেলাম, আমার অতি প্রিয় গান গুলোর মধ্যে একটি ❤️💗❤️

  • @princemahmud6341
    @princemahmud6341 3 года назад +25

    নিজের অজান্তেই চখে জল চলে এলো।
    নিজেকে উপস্থাপন করে গেলাম ছোট একটা মন্তব্যের মাধ্যমে। যদি কখনো দেখা মিলে এভাবে।😢

    • @tapanmazumder9493
      @tapanmazumder9493 2 года назад +1

      I think your lover left u & u didn't arrange another lover

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

    • @princemahmud6341
      @princemahmud6341 2 года назад

      @@tapanmazumder9493 ur right😪

    • @user-ue8pd4ug3m
      @user-ue8pd4ug3m 6 месяцев назад +1

      😢😢

  • @ajitchakraborty3091
    @ajitchakraborty3091 2 года назад +12

    সত্যি কি অসাধারণ গান যতোবারিই শুনি ততোবারিই ভালো লাগে গায়ে কাঁটা দেয় চোখে জল চলে আসে! যেমন কথা তেমন সুর গানের গলা শিল্পী!

  • @mdmridulislam4780
    @mdmridulislam4780 Год назад +2

    শত বার শুনছি গানটি অথচ কোনো বিরক্ত ভাব আসছে না। হৈমন্তি শুক্লা , সুচিত্রা সেন ও দিলীপ কুমার সারকে জানাই শুভ কামনা।

  • @Muskan21344
    @Muskan21344 2 года назад +29

    আমার বলার কিছু ছিল না
    না-গো আমার বলার কিছু না
    চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
    তুমি চলে গেলে... চেয়ে চেয়ে দেখলাম
    আমার বলার কিছু ছিল না
    না-গো আমার বলার কিছু ছিল না
    সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
    আনন্দ হাসি গান সব তুমি নিলে
    সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
    আনন্দ হাসি গান সব তুমি নিলে
    যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে
    স্মৃতিটাই গেলে তুমি ফেলে..
    তুমি চলে গেলে
    আমার বলার কিছু ছিল না
    না-গো আমার বলার কিছু ছিল না
    দু'হাতে তোমার ওগো
    এতকিছু ধরে গেল
    ধরলো না শুধু এই স্মৃতিটা..
    রয়ে গেল শেষ দিন
    রয়ে গেলো সেদিনের
    প্রথম দেখার সেই ইতিটা...
    কোথা থেকে কখন যে কি হয়ে গেল..
    সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল..
    সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো
    তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে..
    তুমি চলে গেলে
    আমার বলার কিছু ছিল না
    চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
    তুমি চলে গেলে... চেয়ে চেয়ে দেখলাম
    আমার বলার কিছু ছিল না
    না-গো আমার বলার কিছু ছিল না

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

    • @nagmrinal4728
      @nagmrinal4728 2 года назад

      Back to 45 years back.tku nag Singapore 08.05.22

    • @priyokabi
      @priyokabi 2 года назад

      "iti" or " tithi?"

    • @user-wl3yo7fv2s
      @user-wl3yo7fv2s 11 месяцев назад

      Beautiful

    • @sayedaparvin2048
      @sayedaparvin2048 9 месяцев назад

      অপুর্ব

  • @mohammadrakib6182
    @mohammadrakib6182 Год назад +4

    এই সব গানের মৃত্যু নাই চির অমর ❤️‍🔥

  • @MdMomin-mm8ck
    @MdMomin-mm8ck 3 года назад +43

    সেই পুরনো দিনের সিনেমা গান গুলো আসলেই, প্রকৃত গান মতোই গান, যা শুনলে হৃদয় জুড়ে যায়। মনের অনুভূতি গুলো আরো তৃপ্ত মনে শান্ত হয়ে যায়। সিরাজগঞ্জ থেকে বলছি ৯- ৯- ২০২১

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

    • @sukuddinislam807
      @sukuddinislam807 2 года назад +1

      Right

  • @prashantachakraborty6598
    @prashantachakraborty6598 2 года назад +3

    কি যেন খুঁজে বেড়ায় মন। এত দারুণ কথা আর সুরের সম্মিলন যেন মনের অতলে চির না পাওয়ার বেদনা সদা জাগ্রত হয়ে আছে।

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

  • @ayubkhan-jb9zp
    @ayubkhan-jb9zp 3 года назад +4

    এই গানটির তুলনা হয়না।বাংলাদেশ সিরাজগঞ্জ থেকে সবসময় শুনি।শুনে যাবো চিরকাল।

  • @kishorray7648
    @kishorray7648 2 года назад +5

    অশান্ত মনটাকে শান্ত করে দিলো❤️❤️❤️❤️👏👏👏👏

  • @GaneshDas-yj9nc
    @GaneshDas-yj9nc 2 месяца назад

    কি অসাধারণ. Dhare thakle কিছু haray না. 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @goutambanerjee9514
    @goutambanerjee9514 3 года назад +11

    অসাধারণ, দারুন,বহুদিন মানুষ বারেবারে শুনতে চাইবে।

  • @MdRony-gl2jr
    @MdRony-gl2jr 3 года назад +12

    এ গান মনের গভীর ছুঁয়ে যায় গায়কী অসাধারণ দিদি তুমি অনেক ভালো থেকো শুভকামনা রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা ❤️

  • @Ratnajeet
    @Ratnajeet 2 года назад +24

    এমন মোহিত করা সুর আর কি কখন‌ও নতুন করে আসবে! যত‌ই শুনি তত‌ই যেন বিভোর হয়ে যাই।

  • @tirthodas6295
    @tirthodas6295 2 года назад +71

    সব থেকে ভাল লাগার বেপার কি জানেন, এই দশকের ছেলেমেয়েদের কাছেও এইগান গুলা পুরান হয় নাই,সুযোগ পেলেই শুনে সবাই,
    যেমন আমি ✌️

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад +2

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

    • @mainuddinjelane6241
      @mainuddinjelane6241 2 года назад

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @millonmia6428
      @millonmia6428 2 года назад +1

      আমিও

  • @ashokekumarghosh912.
    @ashokekumarghosh912. 3 года назад +8

    মনে হয় প্রথম শুনছি কতো বার যে শুনলাম তাও যেনো মন ভরে না ।

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

  • @SUDHAKARGHOSH-gx8ts
    @SUDHAKARGHOSH-gx8ts 2 месяца назад

    মনোমুগ্ধকর গান, হৃদয় ছুঁয়ে যায় ❤❤❤

  • @Mousumidhara-pi5lg
    @Mousumidhara-pi5lg 5 месяцев назад +1

    রয়ে গেলো শেষ দিন,রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই তিথি টা। উপহার শুধু অশ্রু। ভালো থেকো ভালোবাসা।

  • @cyberman115
    @cyberman115 2 года назад +4

    কুয়াকাটা থেকে আসার সময় বাস যখন ফেরিখাটের জ্যামে ছিলো তখম গানটি কয়েকবার শুনলাম |অসাধারন একটা গান, শুধু আবেগ দিয়ে ভরা | বর্তমানের মেয়েদের শেখা উচিত অশ্লিলতা আর ব্যাহাপানা করলেই প্রেমিকা হওয়া যায় না | চোখের লজ্জা ও প্রকাশিত আবেগ একটা মেয়েকে পুরুষের কাছে অনেক সুন্দর করে তোলে |♥
    8 oct 2021

    • @jewelsarkar9315
      @jewelsarkar9315 2 года назад

      এই গান গুলো আগে পরিবহণ এ প্রচুর বাজানো হত। এখন বাজে উত্তেজনায় পূর্ণ সিনেমা কিংবা উগ্রবাদী জিহাদের ওয়াজ

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

  • @sujitbarua9066
    @sujitbarua9066 Год назад +1

    আশির দশকে সেই যুবা বয়স থেকে হৈমন্তী শুক্লাজীর গানটি অন্তরে গেঁথে গেল।এখনো মাঝ বয়সে গানটি শুনতে শুনতে চোখ জলে ভিজে ওঠে।অমর হয়ে থাকবে।🇧🇩🇧🇩

  • @dilipkumarchowdhury1825
    @dilipkumarchowdhury1825 3 года назад +3

    আমি একাই শুনি না 😇😇সবাই শুনেছেন দিনের পর দিন💯💋 , এ গান হৃদয়ে 💞দোলা দেয় ভালো 💥বাসার। Really excellent 👍 absolutely 👌 nice composition this song will 💫never be ✨old feeling 🔥 nostalgic . I'm from KURIGRAM Bangladesh 👉.

  • @SUDHAKARGHOSH-gx8ts
    @SUDHAKARGHOSH-gx8ts 15 дней назад

    অসাধারণ একটি গান যা বারবার শুনতে মন চাই❤❤❤

  • @SaharuzzamanSabbir
    @SaharuzzamanSabbir 7 месяцев назад

    এর থেকে সুন্দর গান আমার সাথে মিলে নি কন দিন।
    সত্যি অসাধারন।❤❤❤।
    প্রতেক লাইন কলিজা সিরে দিল আমার

  • @tarunbiswas787
    @tarunbiswas787 2 года назад +3

    গান গুলো এতটাই হৃদয় নাড়িয়ে দেয় বলে বোঝানো যায় না।মনে হয় সেই পুরোনো দিনগুলোতে চলে গেছি।

  • @Vaishali252
    @Vaishali252 3 года назад +11

    Evergreen song 👍👍👍🌹🌹. আমার বলার কিছু ছিল না ☺☺. Really osm👍👍👍

    • @mdsujonahammed2613
      @mdsujonahammed2613 Год назад

      এই গান যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে আর এই গান কোনদিন মরবে না জীবন অমর হয়ে থাকবে।

  • @shubratadevnath2949
    @shubratadevnath2949 10 месяцев назад +19

    আমার মত কি কেউ আছে যে,,, ২০২৩ এসে এ গান শুুনছো 🇴🇲 🚩

  • @apurbakirtanbhandar
    @apurbakirtanbhandar Месяц назад

    আমার খুব পছন্দের একটি গান শুনে মন ভরে গেল অপূর্ব ❤🎉🎉🎉

  • @armoon0512
    @armoon0512 3 месяца назад

    এক সময় আম্মু শুনত তখন ভাবতাম কি গান শুনে একটুকু ভালো লাগে না। কিন্তু ২৫-২৬ বসন্ত পরে আমি নিজেই এই গান শুনতেছি। একেই হয়তোবা বলে ভাগ্যের নির্মম পরিহাস।

  • @user-bu2gr4wc8f
    @user-bu2gr4wc8f Месяц назад

    আমার বয়স তখন 5 year তখন এই গানটা প্রথম শুনেছিলাম তখন বুঝতাম না এখন গানের মানেটা খুব ভালো করে বুঝতে পারছি 😅😢😢

  • @akashbiswas6326
    @akashbiswas6326 Год назад +2

    পুরনো গানগুলো শুনলে মনে হয় আবার শুনি,, বারবার শুনতে ইচ্ছে করে কত 😢😢😢😢😢😢

  • @shohag6690
    @shohag6690 Месяц назад

    আমার বয়স ২০ বছর কিন্তু একন কার গান শুনতে এতো বিস্রুি লাগে আগেরদিনের গান কতো সুন্দর কথা আমি এই গান গুলো সব সবসময় শুনি

  • @Rony-756sharker
    @Rony-756sharker Год назад

    আমার বাবার কাছ থেকেই গান শেখা গানের প্রতি ভালোবাসা,,, আর সেটা আস্তে আস্তে বেরেই চলেছে,, আর এই গানগুলি যেন হৃদয় কে এক আলাদা প্রসন্নতা দান করে৷ যদিও আমি এ যুগের ছেলে,,, এরকম সৃষ্টি আরো হক আর মানব জাতিকে এক ছোট্ট সময়কে বিশাল আকারে প্রানবন্ত করে তুলুক

  • @dr.farhanajasmeennadia5193
    @dr.farhanajasmeennadia5193 11 месяцев назад +1

    মন টা ছুয়ে যাওয়া এই গানটা ---
    প্রেমে পড়ে বেদনা আসলে এই গানটা র
    গুরুত্ব বোঝা যায়। সত্যি কারের ভালোবাসা।❤️😭😭😰

  • @roksanapoly8152
    @roksanapoly8152 3 года назад +2

    Mon ta vore jay Gaan ta sunle 👌👌👌👌❣️❣️❣️❣️

  • @pabitrapatra9871
    @pabitrapatra9871 3 месяца назад

    অসাধারণ কন্ঠ❤❤
    এই সব গান🎧 স্মৃতির সরণি বেয়ে আজও জনপ্রিয় প্রতিটি বাঙালী জাতির কাছে👈👈👌❤❤
    13.05.24
    আজ থেকে ঠিক ২০ বছর পর আসবো।।

  • @balayethossainjoy1345
    @balayethossainjoy1345 2 года назад +13

    🇿🇦🇧🇩 Old Is Gold This is A Heart touching song unforgettable experience with my childhood Life 💜

    • @subhrabasu7320
      @subhrabasu7320 Год назад

      💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @joarder6565
    @joarder6565 2 года назад +1

    এই গানের কবি কবিতা লিখে তার জীবনের এতবড় সবর্ নাশ হয়ে গেছে সবাইকে জানিয়ে শান্ত হয়েছেন। নতুন করে বেঁচে আশা।

  • @goutammandal8663
    @goutammandal8663 2 месяца назад

    এত সুন্দর সুর এত বেদনা মনে পড়ে যায় ছোট বেলা স্কুল জীবনের প্রথম প্রেম ভালবাসা

  • @RoksanaAkter-ou9ce
    @RoksanaAkter-ou9ce 2 месяца назад

    কি যে একটা গান,শুধু শুনি আর শুনি

  • @juthikabarman4551
    @juthikabarman4551 2 года назад +2

    এই গানগুলো কোনদিন পুরানো হবে না।
    স্মৃতি বেদনাতুর গান👌

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

  • @anupacharya8731
    @anupacharya8731 4 месяца назад +1

    অপূর্ব 🎉🎉🎉❤😊

  • @rakibhowlader1146
    @rakibhowlader1146 3 года назад +2

    আমার বলার কিছু নেই এ-ই গানটা নিয়ে, বলার কিছুই নাই

  • @maniklalbhoumick7239
    @maniklalbhoumick7239 9 месяцев назад

    আজকেরদিনের চটিচাটা তথা কথিত বুদ্ধিজীবীদের মধ্যে ব্যাতিক্রমি ব্যাক্তিত্ব। শ্রদ্ধা জানাই আপনার নিরপেক্ষ ব্যাক্তিত্বটাকে।

  • @HumayunKabir-gl5lo
    @HumayunKabir-gl5lo 2 года назад +1

    এই সব গান শুনলে মনের ভিতর প্রশান্তি লাগে,বারবার শুনতে মন চায়....
    এখন কার যুগে আধুনিকতার ভীরে এসব কালজয়ী গান গুলো কাউকে গাইতে দেখি না...
    বেচেঁ থাকুক চিরকাল ভাল লাগার গান গুলো... 👏👏👏

  • @axozenminhaj1461
    @axozenminhaj1461 2 месяца назад +1

    ২০২৪ সালে যারা এই গানটি শুনছেন,, তাঁদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম 🙏🏽❤️

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 5 месяцев назад

    কিংবদন্তী ! শ্রদ্ধা "❤

  • @suprabhatmajee9186
    @suprabhatmajee9186 6 месяцев назад +1

    Pranam to great singer Haimanti Sukla for nice song very excellent sweety memorial evergreen old fine favourite song
    Asansol HP CollegeRd Bye Lane Netajisarani

  • @swapnaroy7844
    @swapnaroy7844 2 месяца назад

    যতই শুনি ততই ভালো লাগে। ❤️

  • @biddrohibiddrohi6798
    @biddrohibiddrohi6798 Год назад +1

    আমার ৫২ বছরের জীবনে কত হাজার বার শুনলাম, তৃষ্ণা মিটলো না।

    • @munindraghosh4539
      @munindraghosh4539 Год назад

      একদম ঠিক কথা। আমার ৬৮ বৎসরের জীবনেও তৃষ্ণা মিটলো না।হয়তো জীবিতকালে মিটবেও না। আমি রাতে ঘুমুতে যাবার আগে একবার না শুনলে আমার ঘুম আসে না।

  • @user-qc2et9cm7q
    @user-qc2et9cm7q 6 месяцев назад

    সারাদিন কাটিয়ে দিতাম এ গান গুলো শুনে শুনে

  • @bijoyhansda2916
    @bijoyhansda2916 2 года назад +1

    "আমার বলার কিছু ছিল না..... সত্যি গানের মাধুরী সম্পর্কে আমার বলার কিছু নেই । শুধু শুনে যাই

  • @rajibchakraborty8018
    @rajibchakraborty8018 2 года назад +5

    Ur song is still listened by the new generation
    What a magical voice!

  • @user-xc8ji4xv2n
    @user-xc8ji4xv2n 5 месяцев назад

    আহা!শান্তি পাচ্ছি শুনে।

  • @amritomallickamit2891
    @amritomallickamit2891 Год назад +1

    শ্রীমতি হৈমন্তী শুক্লা দেবী আমার ভালবাসার একজন মানুষ, তার কন্ঠ আমার হৃদয়কে জাগিয়ে দেয়, আমার মনে হয় পৃথিবী যতদিন আছে ততদিন এই গানগুলো অমর হয়ে থাকবে,

    • @belamitra24
      @belamitra24 5 месяцев назад

      এই গান শুনলে ভাষা হারিয়ে যায়

  • @user-fw3ze6wz1k
    @user-fw3ze6wz1k 2 месяца назад +1

    এই সব গানের কমেন্ট আমি লাইক দেওয়ার জন্য আছি

  • @Rupok900
    @Rupok900 4 месяца назад

    চেয়ে চেয়ে দেখলাম আমার সাজানো গোছানো জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল। সাগরে সাগরে ঘুরি আর ওই দুর আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করি, কি এমন পাপ করেছিলাম জীবনে যে প্রতিটি মুহূর্তে এমন কঠিন শাস্তি পেতে হচ্ছে। কোন উত্তর খুজে পাইনি আজ পর্যন্ত। হয়ত কখনো পাবো না।২৩ বছরের জীবনে এমনটা তো হবার কথা ছিলোনা আমার। কেন এমন হলো😢

  • @shiblymahmood2401
    @shiblymahmood2401 2 года назад +1

    অসাধারণ কন্ঠস্বর। এটাই চেতনা এটাই স্বকিয়তা এটাকেই বলে গান।

  • @arefinasif3745
    @arefinasif3745 5 месяцев назад

    গান টা মনে হয় মন ছুয়ে উড়ে যায় আবার ফিরে তাকায়

  • @user-zz5zo3ej8g
    @user-zz5zo3ej8g 10 месяцев назад +1

    গানটার সাথে পুরোনো কথা মনে পড়ে গেলো একদিন আমিও গানটার মতো অনেক পুরনো হয়ে হারিয়ে যাব, কিন্তু হয়তোবা আমার কমেন্টেটা থেকে যাবে।

  • @distikon2533
    @distikon2533 5 месяцев назад

    Khub sundor gaan, amar hredoy ear gan, gan ta sunle moner modhay ki rokam hoy❤❤❤❤

  • @abhijitpramanik8133
    @abhijitpramanik8133 2 года назад

    একঘেয়েমি লেগেছে বলেই ফিরেছি সেই আগের গানগুলো শুনতে ও সবাইকে শোনাতে , আমি মনে প্রাণে বিশ্বাস করি আগের গানগুলো অসাধারণ এক একটি 😳💖💖😌😌😌

  • @1968Jahangir
    @1968Jahangir 3 года назад +1

    অসম্ভব ভাল লাগা আর ভালবাসার গান। দিদি তোমাকে অনেক আদর ও শ্রদ্ধা ।

  • @rasalahmed3401
    @rasalahmed3401 3 года назад +2

    8 jon manush unlike dilo kivabe???!!!!! airokom gaan ar ki kew ghaibe? jiboner sera ekta gaan aita.just ♥♥♥

    • @kanchanparamanik1081
      @kanchanparamanik1081 3 года назад +1

      Je Ko jon dislike diyechen Tara esob ganer meaning bojhe Na.unara unader motoi thakun....

  • @gautamdasgupta2746
    @gautamdasgupta2746 Год назад

    আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের বর্তমান প্রজন্মের ভাই বোনেরা ভীষণ ভীষন ভাবে আমাদের দেশের এই পুরানো বাংলা ছবি, গান পছন্দ করেন। তুলনামুলক ভাবে এদেশের বর্তমান বাঙালি প্রজন্ম আধুনিক হিন্দি গান শুনতে বেশী পছন্দ করেন।আমি বাংলাদেশের প্রতি এ ব্যপারে প্রচন্ড শ্রদ্ধাশীল।

  • @ronimondol7180
    @ronimondol7180 Год назад +1

    গানটা আমার জীবনের সাথে মিলে গেছে, যার বুকেই থাকো সব সময় চাই তুমি ভালো থাকো,

  • @indiannirjor3691
    @indiannirjor3691 3 месяца назад

    আগের গান যতো সুনি ততো ভালো লাগে ❤❤❤❤

  • @imranbokaul1093
    @imranbokaul1093 4 месяца назад

    ১৯৮০/১৯৮৫ তে যদি পৃথিবীতে আসতে পারতাম 🥹 তাহলে হয়তো এই অরুচি আধুনিকতা দেখতাম না। ঐ সময়ের সোনালি দিনগুলো উপভোগ করার খুব ইচ্ছে।

  • @emanhossen4734
    @emanhossen4734 3 года назад +4

    তোমার স্মৃতিগুলো অনেক মনে পড়ে অনেক মিস করি তোমায়। একদিন হয়তো চলে জাবো কিন্তু আমার ভালোবাসা এই গানের মধ্যে প্রকাশ করে গেলাম।

  • @kanchankarmakar2044
    @kanchankarmakar2044 2 года назад

    অসাধারণ শ্রুতিমধুর গানের সাথে মনমুগ্ধকর, মনোগ্রাহী চিত্রায়ন।
    ---ধন্যবাদ-‐🙏🏻

  • @khanarif247
    @khanarif247 Год назад +1

    পুরানো স্মৃতি মনে পড়ে গেলো

  • @szrsabnambd
    @szrsabnambd Год назад +2

    সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ,হাসি গান সব তুমি নিলে...........দুহাতে তোমার ওগো এত কিছু ধরে গেলো, ধরলো না শুধু এই স্মৃতিটা,রয়ে গেলো শেষ দিন,রয়ে গেলো সেদিনের, প্রথম দেখার সেই তিথি টা....কথা গুলো যে জীবনে এত সত্যি হবে বুঝতে পারিনি! যাক তবুও আলহামদুলিল্লাহ্! কিছু তো পেলাম। চলে গেলো 2022 সাথে দিয়ে গেলো ভুলতে না পারা কিছু স্মৃতি। স্বাগত 2023,, স্বাগত স্মৃতিরা।

  • @rajvaiya4961
    @rajvaiya4961 26 дней назад

    আম্মা এই গানটা ৩০ বছর আগে কয়েক বার শুনেছিল, আর এই ৫ ই আগষ্ট ২০২৪ হটাৎ আম্মার এই গানটা মনে হলো, আমারে বললো যে এই গান টা নাকি খুব ভালো লাগতো আম্মার।
    আসলেই গানটা সুন্দর।

  • @rasputinColussus
    @rasputinColussus 2 года назад

    Khub sundor gaanta... Hridoy chhuye jai...

  • @jewelmahammud8849
    @jewelmahammud8849 2 года назад

    অসাধারণ একটা গান। আমার জীবনের সাথে অনেক টা মিল আছে।

  • @sandipbiswas3175
    @sandipbiswas3175 3 года назад +4

    OOOOOO...THE HEART IS BREAKING ....DREAMS TURNISHED...SO SWEET MELODY...

  • @popygainradhika5679
    @popygainradhika5679 Год назад +1

    সত্যিই এই গান শুনে বলার কিছু নেই😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 3 года назад

    বলার ভাষা নেই অপূর্ব সুন্দর অতুলনীয় তুলনাহীনা?

  • @Jobayer074
    @Jobayer074 2 месяца назад

    ২০২৪ এসেও সার্চ দিয়ে গানটি শুনি।
    সত্যি বার বার হারিয়ে যাই বাকরুদ্ধ কিছু লোমহর্ষক অতীতে। 😑

  • @MdMamun-gm7vm
    @MdMamun-gm7vm Год назад +2

    ১৯৫৫ সালের গান এখনো জনপ্রিয়

  • @user-xs2hk4rc2p
    @user-xs2hk4rc2p 3 месяца назад

    Beautiful song. This song is entirely related with my life.

  • @MdJinnat-ws2jl
    @MdJinnat-ws2jl 4 месяца назад

    আমার ২০ বছর বয়স,, কিন্তু এই গানগুলো অনেক পছন্দ করি ৬০ ৭০ ৮০ দশকের গান গুলো আমার খুব পছন্দ করি প্রিয় লতা মঙ্গেসকার সামসেদ বেগম,, আশা ভোঁসলে, হৈমন্তী শুকলা,, তাদের গান গুলা শুনি,,,আর বিশেষ করে বাংলাদেশি কনকচাঁপা সাবিনা ইয়াসমিন রুনা লায়লা রিজিয়া পারভীন শাহনাজ রহমতুল্লাহ তাদের গানও গুলো অনেক ভালো লাগে😊

  • @surajitbanerjee5013
    @surajitbanerjee5013 Год назад

    ei sob gan sunle mon ta thanda hoe..juriye jay mon ta

  • @mdsaifulhaque8987
    @mdsaifulhaque8987 3 года назад +6

    এখন রাত দু'টো, ঘুম আসছে না, মোবাইল টা কানের কাছে পুরোনো দিনের গান গুলো শুনছি আর হয়ত আমিও ফিরে গেছি ৬২/৬৩ তে।

    • @sonabeejerpriyogaan9078
      @sonabeejerpriyogaan9078  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

  • @shahinChowdhury800
    @shahinChowdhury800 Год назад

    মন জুড়িয়ে যায় এখন কার সময় এর গান ভালো লাগে না আমার তাই এগুলা শুনি কাজ এর ফাঁকে সময় পেলে। সৃতি হিসাবে কমেন্ট রেখে গেলাম😞