Ami eto je tomay bhalobesechi by Srikanta Achyrya || Modern song || Photomix-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; প্রচলিত এবং আমার নিজের লেখা ও সুর করা গানগুলো দিয়ে বানানো মিউজিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
    আমি, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্‌মুদ) নিজেও গান লিখছি, সুর করছি; তবে আমি কোনো কণ্ঠশিল্পী নই, শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠে গেয়ে এগুলো ইউটিউবে শেয়ার করছি। আমার এসব লিরিক ও সুরগুলো মেলোডিয়াস, মৌলিক, বৈচিত্রময় ও আকর্ষণীয় কিনা, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন।
    আমার লেখা ও সুর করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ মেইল করুন। মান ভালো হলে মিউজিক কম্পোজ করে আমার নিজস্ব চ্যানেলে আপলোড করা হবে। বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন।
    আমার লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
    ১। আমি এই শহরের পথে পথে হাঁটি (ফটোমিক্স)। • Ami ei shohorer pothe ...
    ২। শহরের অলিগলি, যত রাজপথ (ফটোমিক্স)। • Shohorer oligoli joto ...
    ৩। রাজকুমারী - ও আমার সহেলিয়া (ফটোমিক্স-১)। • O amar Sohelia, tomake...
    ৪। সেই তুমি চলে গেছো (ফটোমিক্স-১)। • Shei tumi chole gecho ...
    ৫। যত চাই ভুলে যেতে চাই (লিরিক্যাল)। • Joto chai bhule jete |...
    ৬। তুমি চলে গেছো (লিরিক্যাল)। • Tumi chole gecho || Ly...
    ৭। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর (ফটোমিক্স)। • Ei je nodi eke beke ge...
    ৮। এই মাটির দেহ মাটিই হইব (ভার্সন-১। ফটোমিক্স)। • Ei matir deho mati e h...
    ৯। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি (ফটোমিক্স)। • Ei poth dhore ami hete...
    ১০। তোমার কথা তোমার জন্য, আমার জন্য কিচ্ছু নয় (লিরিক্যাল)। • Tomar kotha tomar jonn...
    ১১। এই তো আমি এসেছি কাছে (লিরিক্যাল)। • Ei to ami eshechi kach...
    ১২। তুমি যদি ভালোবেসে ভুল করে থাকো (ফটোমিক্স)। • Tumi jodi bhalobeshe b...
    ১৩। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে (ফটোমিক্স)। • Ei dishehara megh koth...
    ১৪। ঘরে আমার মন বসে না (ফটোমিক্স)। • Ghore amar mon boshe n...
    ১৫। তুমি বুঝতে পারো নি কোনোদিনও (লিরিক্যাল)। • Tumi bujhte paro ni ko...
    ১৬। তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে (ফটোমিক্স)। • Tumi chole jete jete h...
    ১৭। আমি তোমার মনের মতোন হইতাম যদি গো (লিরিক্যাল)। • Ami tomar moner moton ...
    ১৮। আমার মন দিলাম, প্রাণ দিলাম (ফটোমিক্স)। • Amar mon dilam, pran d...
    ১৯। মন তার আকাশের বলাকা (ফটোমিক্স)। • Mon tar akasher bolaka...
    ২০। আমায় বন্ধু যাও গো বলে যাও (ফটোমিক্স)। • Amay bondhu jao go bol...
    ২১। আমার গ্রাম, ডাইয়ারকুম তার নাম (ফটোমিক্স)। • Amar gram - Diarkum ta...
    ২২। ওরে তুই নিঠুর কালা (ফটোমিক্স)। • Ore tui nithur kala ||...
    ২৩। পাষাণ বন্ধু রে (লিরিক্যাল)। • Pashan bondhu re, nith...
    ২৪। তুমি চলে গেছো বন্ধু (ফটোমিক্স)। • Tumi chole gecho bondh...
    ২৫। ও সুজানা, দেখে যা না (লিরিক্যাল)। • O Sujana, dekhe ja na ...
    ২৬। মনে আমার আগুন জ্বলে রে (লিরিক্যাল)। • Mone amar agun jole re...
    ২৭। যে-বেদনা দিয়েছিলে (লিরিক্যাল)। • Je bedona diyechile ko...
    ২৮। যেই প্রেমে হয় যন্ত্রণা (লিরিক্যাল)। • Jei preme hoy jontrona...
    ২৯। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি (ফটোমিক্স)। • Ami to obosheshe || আম...
    ৩০। আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই পাব না, জানি (লিরিক্যাল)। • Ajibon bhalobeshe || আ...
    কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। মান ভালো হলে সুর করার চেষ্টা করবো।
    --
    সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব।
    সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
    এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলো দিয়ে গানের একটা গল্প বা ভিজুয়ালাইজেশন তৈরি করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
    বিনত ফুটনোট : এটা একান্তই শৌখিন চ্যানেল, এতে অর্থ উপার্জনের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ, এ চ্যানেলটি 'মানিটাইজ্ড' করা নয়।
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 583

  • @lizaakter4033
    @lizaakter4033 6 месяцев назад +14

    যতই শুনি ততই ভালো লাগে। এত বার শোনার পরেও কখন বিরক্তি আসেনি।

  • @mdawlad7687
    @mdawlad7687 Год назад +44

    আমি এই আধুনিক যুগেই জন্ম নিয়েছি,কিন্তু ঐ রুপালি দিনের গানগুলো আমার অন্তরে নিয়মিত স্বারা দেয়!!

  • @ranajitdeb7657
    @ranajitdeb7657 Год назад +83

    আজকাল আর এমন গান লেখা হয় না, এমন সুরকারও আর নেই। কিংবদন্তীদের গাওয়া সেইসব গানগুলো অনেকেই গাইছেন তবে শ্রীযুক্ত শ্রীকান্ত বাবুর গাওয়া সেইসব গান যখন আমি শুনি, সত্যি বলতে কি আমি সেই গানের স্বর্ণযুগে চলেযাই, নিজেকে হারিয়ে ফেলি। উনাকে আমার অশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।

    • @Sonabeej
      @Sonabeej  Год назад +2

      খুব সুন্দর বলেছেন। আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

    • @susmitasamaddar7714
      @susmitasamaddar7714 Год назад

      Qqq

    • @sisir_dhali5858
      @sisir_dhali5858 Год назад +2

      হৃদয়ে কারো প্রতি যদি এমন গভীর ভালোবাসা উৎপন্ন হয়, বিরহের সৃষ্টি হয়, তবেই এমন কথা ও সুর কেউ রচনা করতে পারে। আগামি দিনে যদি কারো হৃদয়ে এমন ভাব তরঙ্গ উৎপন্ন হয় সে ই এমন ভাবের গীতিকার ও সুরকার হতে পারবে।

    • @pbengg7226
      @pbengg7226 Год назад +1

      😢😢😢😢😅😊

    • @MrRdx-hq1yt
      @MrRdx-hq1yt Год назад +1

      It'

  • @SujoyDatta-nw3li
    @SujoyDatta-nw3li 3 месяца назад +13

    চিরদিন এই গানগুলোর মনের ভেতর গাঁথা থাকবে , পরবর্তী জেনারেশনের জন্য রেখে গেলাম এই কমেন্টটা, হয়তো বা তাদের একটা লাইক আবারো কল্পনায় নিয়ে যাবে সেই 60 দশকের ওইদিকে😢

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 2 года назад +55

    মানবদার সব গানে মধ‍্যে এই গানটি শুনলে 76 বছর বয়সেও কৈশোরে র কথা মনে প ড়ে যায়। মনটা কত হারানো জিনিস মনে করে দেয়। শ্রী কান্ত আচারয‍্য ভালো ই গেয়েছেন।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +5

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

    • @EkhanePremerGolpoHoy
      @EkhanePremerGolpoHoy Год назад +1

      আহা ❤️ আমিও আমার 76বয়সে এমনটা অনুভব করার চেষ্টা করবো ,,

    • @rajada033
      @rajada033 Год назад +1

      Akdom thik kotha

    • @pinakikolkata
      @pinakikolkata Год назад +1

      👍👍

    • @nisankasekharsahoo3471
      @nisankasekharsahoo3471 Год назад +1

      একদম ঠিক।

  • @lakshmikantaguin87
    @lakshmikantaguin87 Год назад +19

    অসাধারণ! এসব গান চিরস্থায়ী। যতবারই শুনব কখনো পুরোনো হবে না ।

  • @AnushyaChatterjee
    @AnushyaChatterjee 6 месяцев назад +1

    কি সুন্দর গান শুনে মনটা ভরে যায় টেনসন দূর করে দেয় গান আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ❤

  • @sanjaychakraborty440
    @sanjaychakraborty440 Год назад +46

    এই দুই অমর শিল্পীকে সুন্দর ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই অসাধারণ গানের মাধ্যমে।

    • @Sonabeej
      @Sonabeej  Год назад +2

      আপনাকে ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্টের জন্য। শুভেচ্ছা।

    • @Anirban-qs2ll
      @Anirban-qs2ll Год назад +1

      ❤🎉🙏

    • @Anirban-qs2ll
      @Anirban-qs2ll 10 месяцев назад +1

      🙏

  • @farzanahaqueila5404
    @farzanahaqueila5404 Год назад +14

    কি একটা ব্যাথায় বুকটা ডুকরে উঠে
    হারিয়ে যাওয়া সেই কিশোরী বয়সের ভালোবাসার কথা যেনো গান টি মনে করিয়ে দিল

    • @Sonabeej
      @Sonabeej  Год назад +1

      গানটি শোনার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, ভিডিও শেয়ার করুন। শুভেচ্ছা।

  • @PriyankaBiswas-zm1ov
    @PriyankaBiswas-zm1ov Месяц назад +5

    এই গানটি এতো মর্মস্পর্শী যা বলার অপেক্ষা রাখেনা । কতটা ভালবাসা যুক্ত হৃদয় ছুঁয়ে যাওয়া তা সবার পক্ষে সম্ভব না বোঝার! শুধু সত্যি কারের ভালোবাসায় ব্যর্থ মানুষ গুলো উপলব্ধি করতে পারবে! তাদের প্রাণের ক্ষুধার্ত অতৃপ্ত আত্মা চিরন্তন ভালোবাসায় পূর্ণতায় সিক্ত হয় গান টি শুনে শুনে,নিরন্তন সত্য জেনে‌ও নিরাশায় বেঁচে থাকা 💔 শুধু প্রানের একটু শান্তির জন্য!

    • @palashkumarbiswas
      @palashkumarbiswas Месяц назад +1

      কি অভূতপূর্ব কমেন্ট!
      এতো সুন্দর করে কমেন্ট করতে পারে মানুষ, এই টা না দেখলে জানা হতো না।
      গানটা কেমন অর্থবহ, তেমনই এই গানের মত অর্থবহ এখন অবধি শ্রেষ্ঠ কমেন্ট এটা।

  • @nahidmahmud8727
    @nahidmahmud8727 Год назад +4

    বর্তমান প্রজন্মের হয়েও আমি এই কালজয়ী গান খুজে বেরাই সত্যি গানগুলো অসাধারণ

  • @joyahowlader8071
    @joyahowlader8071 3 месяца назад +4

    আমার জন্ম বর্তমান যুগে হলেও আমি প্রতিদিন এই গান গুলি শুনি এবং এর মায়ায় পড়ে যাই🥺 💖

  • @Hasibkhansvlog
    @Hasibkhansvlog Год назад +254

    আমি রিতীমত সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গানগুলি শুনি। আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এইসব গান লাইক করেনা। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পরিনা। নস্টালজিক হয়ে যাই। যেন ফিরে যাই ৬০ এর দশকে। শুধু আফসোস করি, কেন আমার জন্ম হলোনা সেই স্বর্ণালী যুগে??

    • @tridipmandal7288
      @tridipmandal7288 Год назад +5

      Ki hoto jonmale oi juge?

    • @ashimkundu9829
      @ashimkundu9829 Год назад +6

      আপনার সাথে আমি একমত। আমার 55 চলছে।

    • @anikatapos6429
      @anikatapos6429 Год назад +14

      রুপালী যুগের সময়টাই প্রকৃত সময়
      এখন ডিজিটাল সময়টা শুধু স্বার্থ আর নষ্টামির সময়।
      খুব ভালবাসি এ সব গুরু মহাগুরু শিল্পীগোষ্টিকে। (৩২)

    • @rudreshmukherjee807
      @rudreshmukherjee807 Год назад +6

      I feel this too. I'm too much obsessed with old songs.

    • @rahulsantra2041
      @rahulsantra2041 Год назад +4

      Amar bayos 19

  • @BisalBisalsk
    @BisalBisalsk Месяц назад +1

    আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে। তাই সারা দিন এই সব পুরান দিনের গান গুলো শুনতে খুব ভালো লাগে আর তার স্মৃতি মনে করে বাচার চেষ্টা করি।

  • @ভ্রান্তিনিরসন-দ৪র

    বর্তমান শিল্পীদের মধ্যে কেবল এই একজনই আছে, যার গানের মাঝে আগের শিল্পিদের সেই অনুভুতি ও সেই ভাব বিদ্যমান ।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @sisirkumarpal8234
      @sisirkumarpal8234 Год назад

      0p0000p

  • @akmredwan9228
    @akmredwan9228 Год назад +17

    অসাধারণ গেয়েছেন দাদা, কালজয়ী এ গান কোন দিন ভূলবার নয়।

  • @kirandhar2872
    @kirandhar2872 21 день назад

    সত্যি অসাধারণ, ঈশ্বরের অপূর্ব সৃষ্টি এই গান ❤❤

  • @jibanroy5716
    @jibanroy5716 2 года назад +11

    এটি মানবেন্দ্র বাবুর মতো আর কেউ গাইতে পারেনি। মানবেন্দ্র ইস the best।।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @mozammelhossain854
    @mozammelhossain854 Месяц назад +1

    বারবার শুনতে ইচ্ছে করে

  • @jibansen3087
    @jibansen3087 2 года назад +9

    শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি মানবেন্দ্র অনেক অনেক যোজন এগিয়ে। শ্রদ্ধা নিবেদন করছি দু'জনকেই।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @tapankr.biswas9769
    @tapankr.biswas9769 2 года назад +55

    এই গানটার কাছাকাছি কেউ যেতে পারবে ভাবিনি।শ্রীকান্ত আচার্য্য পেরেছেন আবেগটা অনুভব এবং প্রকাশ করতে।দৃশ্যায়নও সুন্দর।শ্রীকান্ত আচার্য্যর জন্ম হওয়ার দরকার ছিল ওই সময়ে।তাহলে তৃপ্ত হতেন গান গেয়ে।একটা সুরহীন কথাহীন আবেগহীন উদ্ভট সময়ে জন্মে বৃথা গেল ওনার সম্পদ।

    • @sharmisthasarkar5429
      @sharmisthasarkar5429 2 года назад +2

      Srikanta Acharya

    • @tapankr.biswas9769
      @tapankr.biswas9769 2 года назад +3

      @@sharmisthasarkar5429 ধন্যবাদ।ভাল লেগেছে না গাওয়াটা?

    • @dhrubalohkor2159
      @dhrubalohkor2159 2 года назад +3

      With due apology to Manabendra da! I Find Srikanta babu's artistic side better than the original.

    • @dhrubalohkor2159
      @dhrubalohkor2159 2 года назад +1

      Aami aapnar songay sompoorno ekmoth!

    • @ashisrak
      @ashisrak 2 года назад +1

      আপনি ঠিক বলেছেন। সহমত।

  • @JagadishChowdhury-k2d
    @JagadishChowdhury-k2d 3 дня назад

    দারুন। আপনাদের অনেক ধন্নবাদ। আমি এই ধরনের গান খুব ভালোবাসি।

  • @KhitishchandraDas-cz3dj
    @KhitishchandraDas-cz3dj 6 месяцев назад

    সতিনাথ দাদার গান সত্যি ই মনে দাগ কাটে। দরদী শিল্পির কন্ঠ মনে আবেগ সৃষ্টি হয়। বাংলা গানের সপ্তরথী এক অবিস্মরণীয় শিল্পি। কন্ঠ শুনলেই গা শিহরে ওঠে।
    ক্ষীতিশ চন্দ্র দাস ❤❤❤❤❤❤❤❤
    বি-বাড়িয়া

  • @palashkumarbiswas
    @palashkumarbiswas Месяц назад +1

    ভালোবাসা কি সেটা না জেনেই, মনের অজান্তে কাউকে ভালোবাসার পর,
    তার কাছ থেকে ভালোবাসাটা না পাওয়ার তীব্র ব্যাথা বুকে নিয়ে,
    নীরবে সব সয়ে, যখন তার বিশেষ কিছু বিষয়ে না শব্দ চয়ন হয়, সেটার মাধ্যমে যখন বুঝতে পারা যায় অন্য কারো বেলায় সেটা হ্যাঁ বোধক হয়ে যায়।
    এমন অপূর্ণতা নিয়েই হয়তো গীতিকার, তার মনের অতল থেকে এতো সুন্দর গানের কথা লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছেন!
    ঈশ্বর যেমন আছেন, তার মৃত্যু নেই,,
    ভালোবাসার কোনো শেষ বলে কিছু নেই। যতই ভালোবাসা যায়, মনে হয় এ যেনো মাত্র শুরু।

  • @titosultan8149
    @titosultan8149 2 года назад +10

    অসাধারণ এর আগে এইভাবে এই গানগুলো কেউ গিয়ে শোনাতে পারেননি ধন্যবাদ আশ্চর্যদাকে মনে হয় আরো কিছুদিন হেমন্তের অসাধারণ গানগুলো বেঁচে থাকবে বর্তমানে আমরা যারা এই গানগুলোকে অনুভব করি তারা আসন বেশি বেশি গভীরের গানগুলোকে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এমনকি তথ্যপ্রযুক্তির সকল যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আসলেই গান একটি জাতির সংস্কৃতি ধারণ করেন এ কারণে নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সকলের মাঝে গহীনের গান বেশি বেশি প্রচার করা দরকার ধন্যবাদ

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও অসাধারণ এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @subhradey379
    @subhradey379 2 года назад +10

    এই গান শুনলেই সেই তোমার চোখের হাসি মনে পড়ে। তুমি যেখানেই থাকো ভালো থেকো। অপেক্ষা করবে। তুমি যে এত ভালো বেসেছিলে তাহলে কিসের এত তাড়া ছিলো যাবার।

    • @tejendramohenbaisya8529
      @tejendramohenbaisya8529 2 года назад +2

      আমারও তাই মনে হয়, একজনের কথা মনে পড়ে। জানিনা আজ সে কোথায়।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @NipaDebnath-w8b
      @NipaDebnath-w8b 11 месяцев назад

      Dur thake valobasher manush valo thakuk.
      .

  • @NasrinSultana-dd8no
    @NasrinSultana-dd8no 5 месяцев назад +1

    আমি এত যে তোমায় ভালোবেসেছি;
    আমি এত যে তোমায় ভালোবেসেছি;
    তবু মনে হয় - এ যেন গো কিছু নয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
    আমি এত যে তোমায় ভালোবেসেছি।
    তোমার কাজল চোখে যে গভীর
    ছায়া কেঁপে ওঠে ওই,
    তোমার অধরে ওগো যে হাসির
    মধু-মায়া ফোটে ওই;
    তারা এই অভিমান বোঝে না আমার,
    বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
    শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
    আমি এত যে তোমায় ভালোবেসেছি।
    তুমিতো জানোনা ওগো তোমার
    প্রাণের ওই সুরের কাছে
    আমার গানের বাণী আহত পাখীর মত লুটায়ে আছে।
    তবুও এ মাধবী রাতে আমায়
    যে মালা তুমি পড়ালে,
    যে মাধুরী দিয়ে মোর
    শূন্য জীবন তুমি ভরালে;
    তারা এ দীনতাটুকু দেখে না আমার,
    বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
    শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
    আমি এত যে তোমায় ভালোবেসেছি।

  • @sunilbanerjee6073
    @sunilbanerjee6073 Год назад +3

    অসাধারণ একটি গান আরও অসাধারণ দৃশ্য উপস্থাপন যেন একটা দারুণ সঙমিশরন,অপূর্ব

    • @Sonabeej
      @Sonabeej  Год назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @JoyDhar-x6f
    @JoyDhar-x6f 3 месяца назад +1

    তপস্যার ফল অনিবার্য। এটা চিরকাল সত্য। খুবই শ্রুতিমধুর বলে অন্তর শীতল হয়ে গেছে। এক কথায় অসাধারণ দীর্ঘ কাল বেঁচে থাকুন গানের জন্য।

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 2 года назад +9

    Osadaronn lagllooo kono Deenn ai gaan puranoo hoby na excellent Artest thanks bangaladesh wonderful voice sree kantooo acherzoo ❤️🌹❤️👍

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

    • @tapasroy3700
      @tapasroy3700 2 года назад

      @@Sonabeej I

    • @dibyendudas6495
      @dibyendudas6495 2 года назад

      Oooh

  • @sohaghahamed3046
    @sohaghahamed3046 27 дней назад

    এমন দরদ দিয়ে গানটা গেয়েছো দাদা,, চোখে জল আনিয়ে ছাড়লে,,

  • @shyamalbasu3017
    @shyamalbasu3017 7 месяцев назад +1

    Osadharon Srikanta babu apnake pranam janai...khub bhalo laglo .1997 e Apnar ei gan pratham sunechi remake cassete...2024..e abar sunlam.

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 2 года назад +11

    এতো কঠিন ও আবেগের গান মানবদা ছাড়া কেউ যে গাইতে পারবেন, তা ভাবি নি। শ্রী কান্ত আচার্য‍্য ভালো ইগেয়েছেন আবেগ দিয়ে। ধন্যবাদ তাকে। তবে মানবদা আলাদা।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +1

      আমার মনের কথাই বলেছেন। ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @mozammelhossain854
    @mozammelhossain854 22 дня назад

    সুর, লেখা, আর কন্ঠের অনবদ্য সৃষ্টি হৃদয় ছুয়ে যায়

  • @sharagomes9891
    @sharagomes9891 7 месяцев назад +1

    Beautiful song 😊

    • @sharagomes9891
      @sharagomes9891 7 месяцев назад

      অসম্ভব সুনন্দ গান তার কথা গুলো আর সুনন্দর❤❤❤

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 2 года назад +7

    এই গান এখনো নতুন মনে হয়। আমি 50 বছর ধরে এইগান শুনে আসছি কম বেশি। হয়তো আরও আগে থেকেই। মানবদা আমার প্রিয় শিল্পী ছিলেন কৈশোর থেকে। আমি এখন 76 বছরের বৃদ্ধ।

    • @pranabdey3176
      @pranabdey3176 2 года назад +1

      আমার অক্টোবরে ৭৬ পার হবে
      একই অভিগ্গতা,আরও একটা
      "বনে নয়, মনে মোর পাখী আজ
      গান গায়"। তবে আমি বৃদ্ধ হইনি।

    • @chakansarker2079
      @chakansarker2079 2 года назад +1

      বয়স ৭৬ তাতে কি মনটাত সেই ১৬ বছরে আছে

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাদের সবাইক অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও সুন্দর আলোচনার জন্য। শুভেচ্ছা রইল।

  • @saradamaa
    @saradamaa Год назад +4

    এই সব গান পৃথিবী যত দিন থাকবে ততদিন পর্যন্ত বেঁচে থাকবে।

    • @salauddin8428
      @salauddin8428 Год назад +1

      Vasha my hardest }aleache kontho shuthdo

    • @Sonabeej
      @Sonabeej  Год назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

    • @saradamaa
      @saradamaa Год назад

      @@Sonabeej 🙏

  • @drmdbazlurrahman685
    @drmdbazlurrahman685 26 дней назад

    হাজার বার শুনার পরও মন ভরে না কেন?

  • @souravmandol2929
    @souravmandol2929 Год назад +6

    এ গানে কি মায়া যেনো হাজারো মনের আবেগ স্মৃতিময় মুহূর্ত দিশেহারা 🌸🖤

  • @himangshubanerjee6298
    @himangshubanerjee6298 2 года назад +7

    এই ধরণের গান আমাদের অমূল্য সম্পদ।অসাধারণ গেয়েছেন শ্রীকান্ত আচার্য।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @chancholbiswas4234
    @chancholbiswas4234 Месяц назад

    মানুষের একটা সময় আসে যেটা চিন্তা ভাবনা ডিপ্রেশন আর এই সময় গুলাতেই পুরাতন দিনের গান গুলো জীবনের মানে খুজতে সাহায্য করে। এ কারণে হয়তো গানগুলো এতো সুন্দর লাগে❤❤

  • @golaknathdawn4943
    @golaknathdawn4943 2 года назад +4

    আমাদের কৈশোর এবং প্রাক যৌবন কালের গান এটি, যার জন্য আমরা পাগল ছিলাম। এখন পরিণত বয়সে (৭৭/৭৮) এসে আবেগ তাড়িত না হয়েও বলতে পারি যে শ্রীকান্ত আচার্য গানটির প্রতি সম্পূর্ণ সুবিচার করেছেন, এমনকি কিছু কিছু অংশে মূল কেও ছাপিয়ে গেছেন তাঁর প্রতি ভার দৌলতে। আমি মুগ্ধ। ধন্যবাদ🙏💕

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @khairulahsan9862
    @khairulahsan9862 2 года назад +3

    মুগ্ধ হয়ে শুনলাম ও দেখলাম। খুব ভালো লাগল। আমার কৈশোর জীবনের (আজ থেকে অর্ধ শতাব্দী আগে) বহু শ্রুত এবং গীত একটি গান!

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @khairulahsan9862
      @khairulahsan9862 2 года назад +1

      @@Sonabeej মিউজিক ভিডিওটি নির্মাণে আপনি অসামান্য মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      @@khairulahsan9862 আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক অনুপ্রেরণা পাই আপনার কমেন্টে।

  • @astromanju5568
    @astromanju5568 2 года назад +10

    অসাধারণ অনুভূতির প্রকাশ, দারুন।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @farjanaakterlifestyle
    @farjanaakterlifestyle 8 месяцев назад +2

    আমি বর্তমান যুগে এসেও আগের গান গুলোকে ভালোবাসি আর এখন কার গান আর ছবির কথা কি বলব আমার ত ভালো ই লাগে না

  • @jashimjibon887
    @jashimjibon887 2 года назад +7

    আহ্ কি মধুর গান!
    সহস্র বার শুনিলেও মন্ ভরিবে না 💝

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +3

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @tomarakashlaveetlfm6138
    @tomarakashlaveetlfm6138 Месяц назад

    এতো গান নয় যেন চাদের জোছনা,
    অতি কোমল, যেন পুষ্করিনি তে ফোটা পদ্ম। তার সুবাস ছড়াচ্ছে।
    তাহারাও এক একটা চাঁদ এই গান যারা শ্রবন করেন।।

  • @pranabghosh3372
    @pranabghosh3372 2 года назад +7

    Koto bar sunechi,tar mukhtai bhese othe ❤️

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @rajada033
    @rajada033 Год назад +1

    Evergreen song ❤❤❤
    Mon kharap hole ganta sono
    Sob kosto dur hobe ❤❤❤

  • @rubiroy6609
    @rubiroy6609 2 года назад +8

    হারিয়ে যাই, কোথায় যেন। ভাষা নেই।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @pobitrodey7063
    @pobitrodey7063 2 месяца назад

    Atp sundhor song age kohono suni ni... Khub valo

  • @drmdbazlurrahman685
    @drmdbazlurrahman685 Месяц назад

    মেডিক্যাল কলেজ লাইফ থেকে অদ্যাবধি শুনছি -হাজারবার হবে!

  • @saradahaldar7657
    @saradahaldar7657 Год назад +6

    কি অসাধারণ গান ❤️😌🍁 কি অসাধারণ lyrics ❤️🍁
    চিরকালীন রোমান্টিক গান। এর ওপরে আর কোনো গান হতেই পারে না।😌🌻❤️

  • @anangamohanbhattacharyya3260
    @anangamohanbhattacharyya3260 8 месяцев назад

    এই কথা, এই সুর, এই শিল্পী আর জন্মাবে না। এই শুনলে জীবনের সব দুঃখ ভুলে যাওয়া যায়।

  • @arifbhooiyanuk
    @arifbhooiyanuk 2 года назад +5

    Lovely old romantic pictures & unbelievable beautiful voice!
    11/07/2022

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @abdulkarim8318
    @abdulkarim8318 Год назад +1

    অসাধারণ গান পেছনের দিকে চলে যেতে ইচ্ছে হয়।।

  • @mdamirhossainshaheen5182
    @mdamirhossainshaheen5182 2 года назад +5

    পুরোনো গান যে একেবারে accurate করা যায় তা এই শিল্পী'ই তার উৎকৃষ্ট উদাহরণ!!!

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @sukantamazumdar7199
    @sukantamazumdar7199 Год назад +3

    Hats off Srikanta Acharya for this song

    • @Sonabeej
      @Sonabeej  Год назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

  • @asokemakal5526
    @asokemakal5526 Год назад +1

    Mon vore gaylo,ganti srikantor galai sine.

    • @Sonabeej
      @Sonabeej  Год назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @scssumon7339
    @scssumon7339 Год назад +1

    কি সুন্দর মুগ্ধতা দিয়েছে গানগুলো! এর চেয়ে বেশি ভালোবাসি না কেউকে।

  • @eyakubali6483
    @eyakubali6483 8 месяцев назад

    ✍☘😌☘গভির রাত😌কানে হেডফোন ☘কাউকে হারানোর বেদনা ☘ইসস অন্য রকম একটা অনুভূতি💔🥀😌☘☘

  • @yashikaafsana3977
    @yashikaafsana3977 2 года назад +5

    এটা কোন সিনেমার গান জানতে ইচ্ছে করছে। এত প্রিয় একটা গান, যখনই শুনি মুগ্ধ হয়ে৷ শুনি।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      এটা কোনো সিনেমার গান নয়। মূল শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। নতুন করে গেয়েছেন শ্রীকান্ত আচার্য। 'ইন্দ্রাণী' ছায়াছবির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @Withsamanta2023
    @Withsamanta2023 Год назад +1

    Asadharan, monta bhore galo

    • @Sonabeej
      @Sonabeej  Год назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @chaitidutta2975
    @chaitidutta2975 2 месяца назад

    অসাধারণ গেয়েছেন দাদা 👍👌

  • @tuhinhousewife4062
    @tuhinhousewife4062 2 года назад +6

    Dream and reality , any one can realize it. It also funny combination yet viewers are enjoying, Thanks.

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @rayhanhabib6585
    @rayhanhabib6585 24 дня назад

    swapnakkhi ei gaan ta amake majhe majhei sunay.

  • @chandidassarkar4799
    @chandidassarkar4799 2 года назад +1

    Manoniyo Shrikanta Acharya gan ti khub sundar geyechhen. Shilpike dhanyabad janai.

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।

  • @masudulhaquetushar5134
    @masudulhaquetushar5134 Месяц назад

    Osadharon osadharon....

  • @shahinurafroz6800
    @shahinurafroz6800 Год назад

    অসাধারণ অসাধারণ অসাধারণ............

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 2 года назад +4

    অসাধারণ মন ছুঁয়ে গেলো

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @udaychandramajumder5852
    @udaychandramajumder5852 2 месяца назад

    What a Romantic scene of Uttam Kumar Suchitra Sen.❤❤❤❤❤❤❤❤❤❤❤💜💗🧡💚🤎💛🌹♥️💙❣️💜💗🧡💚🤎💛🌹💙♥️👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SAM-ib5td
    @SAM-ib5td 2 года назад +3

    চিরকাল থাকবে মোহ এ গানের।💙🇧🇩

    • @rjgaming4436
      @rjgaming4436 2 года назад +1

      Thik bolechen 💜

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @chanchalghosh8141
    @chanchalghosh8141 2 года назад +9

    Nostalgia of old Bengali. Difficult song to sing other than Late Manabendra. But Srikantada has fulfil our desire.

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @holawhereshouldiputmyshied
    @holawhereshouldiputmyshied Год назад +1

    এতো সুনদর ডেরেচ আপ ছিল তখন।তখন ও পেরেম বিনিময় ছিল.।

  • @rekharahman4340
    @rekharahman4340 10 месяцев назад

    এ গান গুলি আমার কাছে কোনও দিন পুরাতন হবে না।যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছা করে।

  • @parveen566
    @parveen566 22 дня назад

    যথার্থ বলেছেন এই অনুভূতি বলে বোঝানো যাবেনা ❤❤❤❤❤

  • @nilufaryasmin610
    @nilufaryasmin610 2 года назад +6

    এখন জীবনের পরন্তবেলায় এসেও মনে একই আবেদনের সৃষ্টি হয়।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

    • @zakirhossain9300
      @zakirhossain9300 2 года назад +1

      একদম সত্য অনুভূতি......

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 2 года назад +16

    কতবার যে শুনেছি....👌💝👌💞👌

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      অনেক ধন্যবাদ।

  • @shambhubasak5544
    @shambhubasak5544 Год назад

    আমি এতো যে ভালোবেসেছি, এ সুর, এ কণ্ঠ ও এ সঙ্গীত ভুবন ভোলানো,,

  • @mahfuzniloy9674
    @mahfuzniloy9674 2 года назад +1

    আহ! এতো সুন্দর গান। শুনলে মন ভরে যায়।

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @doosra95
    @doosra95 2 года назад +6

    Such a melody , a voice so sweet.
    Thank you .

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @babulhossen9354
    @babulhossen9354 Год назад +1

    এই গানগুলো অসাধারণ। যেমন ভালো লাগে, তেমন কষ্ট লাগে। কারণ ওকে বেশি ভালো বাসতাম, ও বলে ছিল চট্টগ্রাম গিয়ে আমাকে ফোন করবে। আমি আজও তার ফোনের অপেক্ষায় আছি। শুধু জানতে ইচ্ছে করে ও কোথায় কেমন আছে।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 5 месяцев назад

    👌 বলার কিছু নেই ! গুণীকে শ্রদ্ধা ❤

  • @abusaifa8115
    @abusaifa8115 Год назад +3

    মানবেন্দ্রকে কেউ অতিক্রম করতে পারবে বলে মনে হয় না।
    তারপরও ভালোই গেয়েছেন।

    • @Sonabeej
      @Sonabeej  Год назад +1

      আপনাকে ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্টের জন্য। শুভেচ্ছা।

    • @Tuhinmutu
      @Tuhinmutu Год назад +1

      R8

  • @protulmallick8899
    @protulmallick8899 11 месяцев назад

    গানের কথার কি আবেগ, সুরে কত-না আবেদন, কি সুমধুর কন্ঠ চিরকাল মনে থাকবে।

  • @thisissafran7757
    @thisissafran7757 3 месяца назад

    আহা ❤ গানের দু চার লাইন মুখস্থ করে প্রিয় জন কে শুনাও দেখবে কি হয় ❤

  • @sumitbiswas8846
    @sumitbiswas8846 10 месяцев назад

    খুব শূনি গানটা ❤

  • @bkmusicofficial51
    @bkmusicofficial51 2 месяца назад

    ২০২৪ সালে এই যুগে এসেইও এসব গান ভালো লাগে আহা কি মধুর সুর কি মধুর কন্ঠ ❤❤

  • @barunbanerjee2479
    @barunbanerjee2479 2 года назад +4

    excellent picturesque presentation of the song

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @aparnaniyogi1970
    @aparnaniyogi1970 Год назад

    Shrikant Achyrya ji ki outstanding excellent fabulous song 🙏❤

  • @mozammelhossain854
    @mozammelhossain854 19 дней назад

    কখনো পুরনো হবেনা
    বারবার শুনতে ইচ্ছে করে

  • @janakiganguly1910
    @janakiganguly1910 Год назад

    Khub sundar gan , mon vorea dilo.

    • @Sonabeej
      @Sonabeej  Год назад

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @prosanjithalder4153
    @prosanjithalder4153 28 дней назад

    শ্রদ্ধা নিবেদন করছি ❤❤

  • @ronoroy6235
    @ronoroy6235 Год назад +1

    অসাধারণ গানটি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @samarpathak8999
    @samarpathak8999 2 года назад

    আমাদের আবেগ জড়িয়ে আছে এই গান টার সাথে শিল্পী শ্রী কান্ত আচার্য কে শুভেচ্ছা জানাই

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @visionworld2525
    @visionworld2525 Год назад +5

    সর্ব কালের সর্বশ্রেষ্ঠ জুটি।

    • @Sonabeej
      @Sonabeej  Год назад +1

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

  • @pralayghosh
    @pralayghosh 2 года назад +2

    Respected শিল্পী যে legacy তৈরি করে চলেছেন in every aspect of বাংলা গান, may be,আজ হতে অনেক অনেক দিন পর ------------- .

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @ganeshshaw76
    @ganeshshaw76 Год назад

    এই সব গানগুলো অমর হয়ে থাকে জীবনে দাগ কেটে যায় গানের মাধুরী

  • @koustabhsaha7553
    @koustabhsaha7553 4 месяца назад

    আমার একাশি। আজও শুনি।

  • @incrediblebuddha4243
    @incrediblebuddha4243 2 года назад +4

    অপূর্ব অসাধারণ

    • @Sonabeej
      @Sonabeej  2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।