গাছকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে দেখুন এই ভিডিও|| virus disease of plant||

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #viralvideo #viruses #plantvirusdisease
    #plant #ভাইরাস #farming #cultivation
    ভিডিওটিতে ব্যবহৃত ওষুধের নাম গুলির লিঙ্ক নিচে দেওয়া হল ||👇👇👇👇👇👇👇👇👇👇👇
    1.solomon: 👇👇
    amzn.to/3bucJXq
    2.Movento energy:👇👇
    amzn.to/3uSPuho
    3.Delegate:👇👇
    amzn.to/33NKzCw
    4. Trap👇👇👇👇
    amzn.to/3bZm6NX
    Thank you for watching 🙏🙏🙏🙏
    This video has shared our experience.
    ********************************************
    subscribe the channel
    / @farmingadviseranathha...
    ********************************************
    Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Disclaimer-
    video is for education purpose only. copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use"for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    🔥🔥like👍 share and subscribe 🔔🔥🔥
    ++++++++++++++++++++++++++++++++++

Комментарии • 745

  • @maityamit2020
    @maityamit2020 Год назад +28

    এটাই চাইছিলাম এতদিন ধরে,এত দিন কিযে তিন মিনিট চার মিনিটের ভিডিও বানাতেন,এরকম লম্বা লম্বা ভিডিও বানাবেন তবেই তো ভালো। সত্যি বলতে আপনার বক্তব্য দীর্ঘ সময় ধরে দেখলেও বিরক্ত লাগেনা। ভীষন ভালো লাগে আপনার বকবকানি। ঈশ্বর আপনার দীর্ঘায়ু দান করুন।প্রনাম নেবেন। এভাবেই আমাদের ভালো ভালো ভিডিও প্রদান করুন।

  • @chandansaha4311
    @chandansaha4311 Год назад +6

    মনে হোলো, একজন শিক্ষক তাঁর অনুগত ছাত্রদের শেখাচ্ছেন। সত্যিই ছাত্রের মতো শিখলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sourav8953
    @sourav8953 Год назад +19

    সময়ের চিন্তা না করে ভিডিও বানান। যারা শেখার চেষ্টা করে ঘণ্টা পর ঘণ্টা ভিডিও দেখতে কোন অসুবিধা নেই ।যদি সেখান থেকে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া যায় ভয়ংকর এজন্যই বললাম আপনার প্রতিটা ভিডিওই কিছু না কিছু এক্সট্রাডিনারি হয়ে থাকে।
    আপনার এক একটা ভিডিও সাধারণ মানুষের কাছে বিরাট বড় পাওনা, বা অ্যাসেট বলা যেতে পারে।
    অনেক সময় অনেক চ্যানেলে এই কথাটা বলেও থাকে যে লম্বা ভিডিও হলে নাকি ভিউজ হয় না বা কেউ দেখতে চায় না যেটা আপনি বললেন।
    আমার মনে হয় ছোট ছোট ভিডিও কনটেন্ট শুরু হওয়ার থেকে মানুষ প্রকৃত অর্থে শিক্ষাটা গ্রহণ করতেই পারছে না বা শিক্ষিত হতে পারছে না।
    তাই আমার আপনার কাছে অনুরোধ আপনি যতটা জানেন ততটা পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরুন। তাতে আপনার যে জ্ঞান রয়েছে তা আমাদের উপকৃত করুন।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ জানাই।
      ব্যপারটা বুঝতে পারলাম।
      ভালো থেকো, আর এগিয়ে চলো।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @sourav8953
      @sourav8953 Год назад

      TQ

    • @anirbanghosh1794
      @anirbanghosh1794 Год назад

      Osadharon

  • @SMMahedi-s6u
    @SMMahedi-s6u 5 месяцев назад +2

    আপনার ভিডিও যতো লং হবে আমাদের জন্য ততোই ভালো ভালো কিছু শিখতে পারবো..

  • @amitkumerhalder9637
    @amitkumerhalder9637 Год назад +3

    ভিডিওটা খুব সুন্দর এবং যুক্তিপূর্ণ হয়েছে।

  • @kaberighosal4696
    @kaberighosal4696 Год назад +3

    আপনার বোঝানোর পদ্ধতি টা খুব ভালো

    • @debasismondal4873
      @debasismondal4873 Год назад

      অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভাবে আমাদের কে এগিয়ে নিয়ে চলুন। 🙏🌹🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @nahidalazad
    @nahidalazad Год назад +10

    আংকেল,কোন গ্রুপের ছত্রাকনাশকের সাথে কোন গ্রুপের কীটনাশক মিশানো যাবে,কোনটা যাবেনা সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করার অনুরোধ রইল।ভালো থাকবেন।

  • @khondokerislam8497
    @khondokerislam8497 Год назад +7

    মাটির মানুষের শিক্ষক! বাংলাদেশ থেকে শুভ কামনা ও দীর্ঘ আয়ু কামনা করি

    • @keshabchandrasaren9940
      @keshabchandrasaren9940 Год назад

      Eeeee3eeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeee3eeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeereeeeeeteeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeeeeeeeerereeeeeeeeeeeeeeereeeeeereeereeeeeeeeeeeee3eeeeeeeeeeeteeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeweeeeeeereeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeee

    • @keshabchandrasaren9940
      @keshabchandrasaren9940 Год назад

      Eeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeee

  • @jewelrana811
    @jewelrana811 4 месяца назад

    ধন্যবাদ স্যার, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি। সত্য কথা হলো আপনার মতো এমন সুন্দর করে কেউ শিক্ষা দেয়না। আপনাকে সালাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 месяца назад +1

      আল্লাহ আপনার মঙ্গল করুন।
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @jewelrana811
      @jewelrana811 4 месяца назад

      @@farmingadviseranathhalder7579 জ্বি স্যার আপনার জন্য শুভ কামনা ও ভালোবাসা রইলো। আমি একজন চাকুরী জীবী কিন্তু কৃষিতে খুব শিঘ্রই যুক্ত হবো, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ ভিডিও গুলো আমার খুব কাজে দেবে।

  • @debasismondal4873
    @debasismondal4873 Год назад +1

    অনেক অনেক ধন্যবাদ Sir ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কে এই ভাবে সবুজের সাথে এগিয়ে নিয়ে চলুন। 🙏🌹🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @gitaskitchen414
    @gitaskitchen414 Год назад

    Osadharon kotha bolen apni. Khb valo lage apnar ktha gulo o apnar hasi sobsomoy khb utsahito kore

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই দিদিমনি।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @user-id4bk1nl3c
    @user-id4bk1nl3c 5 месяцев назад

    ধন্যবাদ স্যার

  • @sazzadhosen1434
    @sazzadhosen1434 Год назад

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @safiulbiswas
    @safiulbiswas Год назад +1

    দাদু আপনার ভিডিও চাই
    আপনার ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

  • @ranjandas227
    @ranjandas227 Год назад +2

    শুভ কালীপূজা ও দীপাবলির আগাম শুভেচ্ছা রইল আপনার জন্য। আমার প্রশ্ন হল এই যে পানের চিতি প্রতিরোধ করতে কি ব্যবহার করতে হবে এবং এসে গেলে কি ব্যবহার করতে হবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      মেরিভন দশ লিটার জলে পাঁচ মিলি
      সেই সঙ্গে Streptocycline এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।

  • @SumanBiswas-sr4qs
    @SumanBiswas-sr4qs Год назад

    একদম খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। অনেক অনেক ধন‍্যবাদ সেইসাথে দীপাবলীর শুভেচ্ছা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @manirulmondal3916
    @manirulmondal3916 Год назад

    শুকরিয়া জ্ঞাপন করছি সাহেব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।এই কামনা করবো।

  • @TripurKumarDey-mw7uk
    @TripurKumarDey-mw7uk 3 месяца назад

    ভাল থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 месяца назад

      আপনি ও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

  • @debasismanna6478
    @debasismanna6478 Год назад +3

    স্যার দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @sukhendebnath8751
    @sukhendebnath8751 5 месяцев назад

    কাকু এতো রকম ওষুধ কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু যতদিন সুস্থ সবল ভাবে বেঁচে থাকবো গাছ ও উদ্ভিদের চাষ আমি করে যাবো। আপনি জৈব সার বানানো শিখিয়ে আমাদের খুবই উপকৃত করেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏। আর একটা অনুরোধ আপনি ভালো একটা জৈব fungicide এবং জৈব কীটনাশকের নাম বলবেন দয়াকরে। আমার শসা গাছের পাতা হলুদ হচ্ছে এবং কেমন যেনো ছিটা ছিটা দাগ হচ্ছে গাছ বাড়ছে না কি করবো? 🙏🙏🙏🙏🙏

  • @krishnapyne5415
    @krishnapyne5415 Год назад

    Khub valo lage apner vdo

  • @সোনারবাংলা-ঝ৪ঙ

    কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @sazzadhosen1434
    @sazzadhosen1434 Год назад

    অসাধারণ লেকচার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @moniislam9725
    @moniislam9725 Год назад +1

    আপনার মধ্যে একটা অন্যরকম আন্তরিকতা আছে, একটা ঘরোয়া অকৃত্রিম ব্যাপার আছে, যেটা খুব আকৃষ্ট করে। আপনার সাথে দেখা করার ইচ্ছা রইল।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      আল্লাহ আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন এই কামনা করবো।

    • @pradiptadutta9564
      @pradiptadutta9564 Год назад

      @@farmingadviseranathhalder7579 স্যার আপনার মোবাইল নম্বরটা একটু দিন।খুব দরকার

  • @shampachoudhury8191
    @shampachoudhury8191 Год назад

    Video ti khub valo laglo 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই দিদিমনি।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
      যদি কলকাতায় থাকেন তাহলে
      আমার বন্ধুর দোকানে যোগাযোগ করতে পারেন।
      550নিউ আলিপুর N Block
      Kolkata 53
      আমি এখানে শনিবার রবিবার সোমবার থাকবো।নিজে গিয়ে ছাদ বাগান দেখে আসবো।

    • @shampachoudhury8191
      @shampachoudhury8191 Год назад

      @@farmingadviseranathhalder7579 দাদা ভাই আমি শান্তিনিকেতনে থাকি । যদি কোন দিন শান্তিনিকেতনে আসেন তখন দেখা হবে দাদা ভাই। 🙏🙏।

  • @asimsamanta9072
    @asimsamanta9072 Год назад

    অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @pampasahoo2494
    @pampasahoo2494 8 месяцев назад +1

    16:08

  • @susadhanhaldar2693
    @susadhanhaldar2693 Год назад +1

    Sir amar tometo ga6er patate kalo kalo tip dag hoye6e and pata ghimiye ja66e ki korbo.

  • @bikashkumarroy3329
    @bikashkumarroy3329 Год назад

    স্যার নমস্কার নিবেন। খুব খুব ভালো ভিডিও উপহার পেলাম। আমার ছাদবাগানে কাটিমন আমের ছোট গাছ আছে কিন্তু পাতা পুড়ে যাচ্ছে। আমি নেটিভো ছত্রাকনাশক ও ম্যাকোজেব 75% 7 দিন অন্তর প্রয়োগ করেছি কিন্তু কমছে না। বিশেষ করে নতুন পাতা পুড়ে যাচ্ছে। কি করতে হবে? উত্তরের অপেক্ষায় রইলাম। খুব খুব ভালো ও সুস্থ থাকবেন স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল ব্যবহার করবেন সাত দিন ছাড়া ছাড়া সাত থেকে আট বার।
      আর Amister Top পাঁচ liter জলে চার মিলি সেই সঙ্গে NPK 0 0 50 ওই জলে
      পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।

  • @rahulteja7761
    @rahulteja7761 Год назад

    1.পালন শাক এই সময়ে আওতা(ছায়া) বাগানে ভালো হয় নাকি খোলামেলা রোদ লাগে এমন বাগানে ভালো হবে ??
    2. মিশ্র চাষে কি ক্ষতি আছে?? মিশ্র চাষ করলে গাছের পুষ্টি বা মাটির পুষ্টি চলে যায়??
    3. ছায়া (রোদ কম লাগে) বাগানে কোনো চাষ ঠিক হচ্ছেনা মাটিটা কেমন সাদা মত। মাটিতে কি মেশালে ভালো হয়??
    4. এই মাটিতে বেগুন চারা বসাবো । মাটি কুপিয়ে কি প্রয়োগ করবো মাটিতে । ?? কোন সার etc.
    এই প্রশ্ন গুলোর উত্তর দেবেন প্লিজ তাড়াতাড়ি। reply please.

  • @mochashamohasa6398
    @mochashamohasa6398 Год назад

    Sir nomoskar neben KHUB Valo laglo video Jay kisan Jay jagannath

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অসংখ্য ধন্যবাদ জানাই।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
      জগন্নাথ দেব আপনার মঙ্গল করুন।

  • @bhimmalik9160
    @bhimmalik9160 Год назад

    সার দিয়ে মাটি তৈরি করা আলু জমিতে পাশের চাষি জল ডুকিয়ে ফেলেছে ,তাই খাস কাটা আলু কি ভাবে যত্ন নেবো,আপাতত প্রিন্স দেওয়া আছে উপায় ,বীজ শুকিয়ে ও কিছু পচে যেতে পারে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      Cabrio top প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

  • @sazzadhosen1434
    @sazzadhosen1434 Год назад

    অসাধারণ স্যার

  • @someng913
    @someng913 Год назад

    বেগুন গাছ লাগানোর সময় 100 gm সরিষা খোল ব্যবহার করব।তার পর থেকে গুড়ো সরষে খোল দিলে ভালো হবে না পচানো সরষে খোল জল 10 দিন ছাড়া ছাড়া দিলে ভালো হবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      10দিন ছাড়া না দিয়ে 15 দিন ছাড়া ছাড়া পচানো খোল জল গাছের গোড়ার দেবেন।

  • @Same_think..you_me
    @Same_think..you_me Год назад +2

    স্যার বাঁশ গাছের লাগানো থেকে পরিচর্যা এর video চাই। আর দীপাবলির আগাম শুভেচ্ছা রইল আপনাকে ও আপনার পরিবারের সবাইকে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      খুব খুব সুন্দর ভিডিও করতে পারি, আমার নিজের বাঁশ বাগান আছে ।
      আসলে সময় পাচ্ছি না।
      কিছু মনে করবেন না। অবশ্যই অবশ্যই ভিডিও করতে চেষ্টা করবো।

    • @Same_think..you_me
      @Same_think..you_me Год назад +2

      @@farmingadviseranathhalder7579 আপনি যে স্যার উত্তর দিয়েছেন এটাই আমার কাছে অনেক বড়,
      আসলে অনেকদিন থেকেই বাঁশ এর বাগান করতে চাইছি কিন্তু কোন বাশটা ভালো কোন জাত ভালো হবে কোথা থেকে এনে লাগাবো পরিচর্যা কেমন এসব তেমন কিছুই জানিনা ইউটিউবে ভিডিও আছে কিন্তু তা খুবই অস্পষ্ট কেউ সম্পূর্ণ তথ্য দেয়নি। তাই আপনাকে এই বিনীত অনুরোধ আপনি অবশ্যই সময় পেলে করবেন। ধন্যবাদ

  • @user-sk9mr4vy8v
    @user-sk9mr4vy8v Год назад

    এই দাদু র ভিডিও দেখে আমি ও চাষ করা শুরু করেছি

  • @PrathikGhosh-vm2gg
    @PrathikGhosh-vm2gg Год назад

    স্যার আমার প্রনাম নেবেন ৷খুব সুন্দর ভিডিও ,অনেক অনেক কিছু জানলাম, আমার একটি প্রশ্ন আমাদের চন্দকোনাতে তাপ মাত্রা40 ডিগ্রী এই সময় যে কোনো ঔষধ দিনের কোন সময় দিলে ভালো হয় যদি একটু বলেন❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      খুব খুব খুব সকালে অথবা বিকাল পাঁচটার পরে স্প্রে করবেন।
      খুব সকালে 5-00 am স্প্রে করলে ভালো হয়।

    • @PrathikGhosh-vm2gg
      @PrathikGhosh-vm2gg Год назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার

  • @soumenroy3078
    @soumenroy3078 Год назад

    Thank you স্যার

  • @user-id4bk1nl3c
    @user-id4bk1nl3c 5 месяцев назад

    বাংলাদেশের থেকে আশিরবাদ রইলো,

  • @nabakumarsamanta4768
    @nabakumarsamanta4768 Год назад +1

    শুভ দীপাবলীর শুভেচ্ছা নেবেন স্যার 🙏🏻 🙏🏻 🙏🏻 এই রকম শিক্ষা মূলক ভিডিও আরও বেশি বেশি করে নিয়ে আসুন। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে। সবসময়ই আপনার সুস্থতা কামনা করি। 👏 👏 👏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

    • @genaralstudies209
      @genaralstudies209 Год назад

      Sir apnar contact number ta jodi diten upokrito hotam.

  • @shahinakther5955
    @shahinakther5955 Год назад

    দাদা, আমার সালাম নিবেন। দাদা, গাছকে সুস্থ রাখার জন্য এতো দরকারি দরকারি কথা গুলি না শুনে আমরা কি ভিডিও ছেড়ে কখনো যেতে পারি। না দাদা কখন ও না।সব সময় ভালো থাকবেন দাদা। ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      আল্লাহ আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন এই কামনা করবো।

    • @shahinakther5955
      @shahinakther5955 Год назад

      @@farmingadviseranathhalder7579 আমার পরিবারের একজন হাসপাতালে ভর্তি। দোওয়া করবেন দাদা যাতে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে।

  • @sahabuddinkhan689
    @sahabuddinkhan689 Год назад

    খুব সুন্দর হয়েছে স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অসংখ্য ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @subhayshaw5077
    @subhayshaw5077 Год назад

    খুব ভালো লাগলো। পশ্চিম বঙ্গ টাকে কিভাবে ভাইরাস মুক্ত করা যায়, কেউ জানালে বাধিত থাকবো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সত্যিই খুব খুব মজার কথা শুধু নয়
      অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তব সম্মত যুক্তি
      যুক্ত অপ্রিয় সত্য কথা বলেছেন।
      ব্যাপারটা সকলের ভাববার বিষয় এসেছে।

  • @swatimukherjee2544
    @swatimukherjee2544 Год назад

    খুব ভালো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আমি চাই ,
      নিজেই নিজের গাছের পরিচর্যা করুন।
      ডাক্তার হয়ে উঠুন। শুধু ভিডিও দেখে এগিয়ে চলুন।

  • @prodipsharma2672
    @prodipsharma2672 Год назад

    অসাধারণ আপনার কথা 👌👌👌👌👌

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই, ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @-chiranjit02
    @-chiranjit02 Год назад

    Apni Jodi capsicum chas niye video koren tahole amra onek upokar hobe!!

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      কথা দিতে পারছিনা।
      তবে ঐ ফসলের ভিডিও আমার নেই।
      চেষ্টা করবো ভিডিও করতে।

  • @RKFertiliser
    @RKFertiliser Год назад

    Thank sir very nice video

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @arunjana3164
    @arunjana3164 Год назад

    শুভ দীপাবলির শুভেচ্ছা স্যার। অনেক গুলো বিষয় জানা হল। নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @ismailali8093
    @ismailali8093 Год назад +1

    হ্যা স্যার জৈব সার টা জানি কিন্তূ জৈব ওষুধ টা কি ব্যবহার করেন বলবেন পিলিজ

  • @skmujaffarali3860
    @skmujaffarali3860 9 месяцев назад

    আমি গোবর সার দিয়ে দুটো বেড তৈরি করেছি পালং শাক সবজি চাষ করার জন্য এখন আমার প্রশ্ন এই বেডে কি আমি কেঁচো ছাড়তে পারব?

  • @tukairoy6260
    @tukairoy6260 Год назад

    স্যার শুভ দীপাবলির শুভেচ্ছা 🙏নেবেন।
    আপনার এই মূল্যবান কথা এবং সময় দেওয়ার জন্য 🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @user-lf4jv3ck8u
    @user-lf4jv3ck8u 8 месяцев назад

    স্যার আমি ঝিঙ্গা লাগিয়েছি 3ফুট স্যার আমি ঝিঙ্গা লাগিয়েছি পাতা হলুদের উপর ছোপছোপ দাগের লক্ষন দেখা দিয়েছে কী করবো একটুখানি বলবেন । ধন্যবাদ কিছু দিন আগে আপনাকে এই গাছের কথা বলেছিলাম । আপনি উত্তর দিয়েছেন।

  • @shubhankarnaskar9355
    @shubhankarnaskar9355 Год назад

    Sir, শুভ দীপাবলির প্রণাম গ্রহণ করবেন। উপযুক্ত সময় নিয়ে বানানো, এই ধরনের প্রতিবেদনই বেশি বানানোর অনুরোধ রইল। ছাদ বাগানের video টিও খুব ভালো ছিল।ভালো থাকবেন।

  • @Frnds_garden
    @Frnds_garden Год назад

    খুব ভালো লাগলো 🪴

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই। সেই সঙ্গে
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mahmudagrotech7918
    @mahmudagrotech7918 Год назад +1

    কলা গাছের ভাইরাস রোগ নিয়ে একটি প্রতিবেদন করলে উপকার হতো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ ভিডিও করতে চেষ্টা করবো।
      সত্যি কথা বলি,
      এত সময়ের অভাব ভিডিও করতেই পারছি না।
      প্রচুর কাজের মধ্যে জড়িয়ে আছি।

  • @MDKAIUMHOSSAIN-rr7sq
    @MDKAIUMHOSSAIN-rr7sq Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤স্যার বেড পদ্ধতিতে ফসল চাষের ভীডিও তৈরি করেন। বেড কতো ফুট৷ ----চওডা,লম্বা,গভীরতা হবে।বষার সময়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
      বেড করে বাঁধা কপি চাষ করেছি।

  • @madhumitadas9671
    @madhumitadas9671 Год назад

    মাল্টা লেবুর চারা কি এখন লাগানো যাবে? টবে লাগাবো। মাটি কিভাবে তৈরী করব?
    এই ভিডিও তে যে তিনটি জৈব ঔষধ এর নাম বললেন শেষের টার নাম বুঝতে পারিনি লিখে দিলে ভালো হত। আপনাকে ধন্যবাদ জানাই।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এখন টবে ওই চারা বসাতে পারেন।
      শুধু জৈব সার দিয়ে বসালে ভালো হয়।

  • @teamofone5418
    @teamofone5418 Год назад +1

    Sir amar ekchite chaad bagan aachey ki ki gach lagate parbo.50ta moto macher peti box aachey.kidly reply

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      নিউ আলিপুরে farmers friend দোকানে 3/11/2022তারিখে আমি থাকবো ,
      আমার সঙ্গে যোগাযোগ করুন।
      আপনার ছাদ বাগান সাজিয়ে দেওয়া যাবে। ওটা আমার বন্ধুর নুতন দোকান।
      550 নিউ আলিপুর N Block, kol-53
      Hindustan sweets এর কাছে ।

  • @mdsauddinhawladar6412
    @mdsauddinhawladar6412 Год назад

    নধ্যবাদ স্যার

  • @khadizaislam1532
    @khadizaislam1532 Год назад

    দাদা আপনি কেমন আছেন?অনেক চেষ্টার পর আপনার চ্যানেল খুজে পেলাম এবং সাবস্ক্রাইব করলাম।

  • @petslover1982
    @petslover1982 Год назад +1

    Amar aam gasher notun pata pure jacche ar sada sada poka pipra ghora ghuri korche koro niyo ki janaben ami bangladesh theke bolchi

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      কম দামের ওষুধ ক্লোরোপাইরিফস ও
      সাইপারমেথ্রিন আছে এমন ওষুধ প্রতি লিটার পানিতে দুই মিলি মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিন।
      এরপর রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে
      আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।

    • @petslover1982
      @petslover1982 Год назад

      dhonnobad amistar top ar dimethoate 30 ec aksathe misiye ki deya jabe gashe ektu janaben poriman aam gasher jonno

  • @chittabiswas9920
    @chittabiswas9920 Год назад

    নমস্কার স্যার । দুপুরে ভিডিও টি দেখলেও তখন কমেন্ট করা হয়নি। খুবই ভাল, জানলাম অনেক টা। ভিডিও লিংক সব আমার ফেসবুকে শেয়ার করেছী।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অনেক অনেক ধন্যবাদ ও
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল। সপরিবারে ভালো থাকুন, মায়ের পূজা আনন্দে কাটুক
      এই কামনা করবো।

  • @mdratul6597
    @mdratul6597 Год назад

    1 ta 2 ta law patay holod hoice ki korbo plz bolben . Bangladesh

  • @mkstatus8977
    @mkstatus8977 Год назад

    সর্ষে তে upl amicus herbicide ব্যাবহার করার প্রদ্ধতি তা বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      মাটি চাষ দিয়ে
      একটু ভিজে মাটিতে প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন।
      আর আগাছা জন্মাতে পারবে না।
      পাঁচ দিন পর বীজ বুনবেন। আমাদের এদিকে চাষীরা Butachlor ব্যবহার করে।

  • @ganeshdebsingha8967
    @ganeshdebsingha8967 Год назад

    Thank you uncle

  • @najrulislam5235
    @najrulislam5235 Год назад

    Sir Namoskar, amar begun gaser dal dhosa theke bacan. Fal bazare bikri karteci ki medicine dibo.

  • @arupm7949
    @arupm7949 Год назад +1

    আপনার এই ভিডিওটি দারুণ হযেছে। ক্রমশ ক্লাসিকাল এগ্রিকালচারের দিকে এগিযে নিযে যাচ্ছেন আপনি।

  • @sundarbankrishibangla9509
    @sundarbankrishibangla9509 Год назад

    ভালো আছেন?
    বাড়ি তে সবাই কেমন আছে?
    আমি সন্দেশ খালি থেকে বিপ্লব মন্ডল বলছি, --আমার নালা ও বাঁধ প্রকল্প টা দেখতে আসবেন বলেছিলেন
    কবে আসবেন?
    আমি আগাম তরমুজ চাষ করেছি,
    খুব ভালো ফল ধরেছে ,
    আপনি আসুন আমার সুন্দরবনের এই এলাকা তে, কি ভাবে চাষ করছে চাষি রা একটু দেখুন,
    আপনি আসলে খুব ভালো হয় 🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      খুব কাজের মধ্যে জড়িয়ে আছি।
      হলুদ তরমুজ চাষ করা হয়েছে?
      ওর বাজারদর খুব ভালো। আমি
      কালীপূজা তিন দিন আগে তরমুজ বিক্রি শেষ করলাম ।
      30 টাকা পাইকারী বাজার পেয়েছি।
      আবার নতুন গাছ দু ফুট লম্বা হয়েছে।
      তরমুজ চাষের ভিডিও ডাউনলোড করার চেষ্টা করবো।
      ভালো থেকো। এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @pritamroy3325
    @pritamroy3325 7 месяцев назад

    স‍্যার গোলাপ গাছের পাতা হলুদ হচ্ছে,কি করবো? যদি বলেদেন।

  • @mdrokibsikdar6881
    @mdrokibsikdar6881 Год назад +2

    করলা গাছের পাতা কুকড়েজয় কেন
    একটু বলুন

  • @tanayshat9856
    @tanayshat9856 Год назад

    ধান এর সীষ ঝলসা এর জন্য কি ওষুধ ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে।এক বার নেটিভো দেওয়া হয়েছে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      আর কিছু ব্যবহার করতে হবে না।
      অবশ্যই অবশ্যই ভালো কাজ পাবেন।

  • @ismailali8093
    @ismailali8093 Год назад

    স্যার আপনি খুব ভালো! যে কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেন তাই!

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @rjcollection4581
    @rjcollection4581 Год назад

    Kaku Lanka gachar dhosa rog niramay ki kora korbo tar 1ta video upload korun.....

  • @mitalikulavi4482
    @mitalikulavi4482 Год назад

    স্যার আমার ছাদ বাগানে সিম ও জবাব গাছের পাতা হলুদ হয়ে গেছে নিম জল স্প্রে করেও কিছু লাভ হয়নি ভালো একটা উপায় জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আপনার বাগান যদি কলকাতার নিউ আলিপুরের কাছাকাছি হয় তাহলে Farmers Friend 550নিউ আলিপুর
      N Block, kolkata 53 এখানে নভেম্বর মাসের তিন তারিখে অথবা পরে যোগাযোগ করতে পারেন আমি ওখানে শনিবার রবিবার থাকবো সকাল নয় টা থেকে রাত্রি আট টা পর্যন্ত। বিভিন্ন জৈব ওষুধ ও সারের দোকান আমার এক জানাশোনা লোককে দিয়ে দোকান খুলতে যাচ্ছি।
      আপাতত রিপেল প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।জৈব ওষুধ।

  • @brindabanbhoumik418
    @brindabanbhoumik418 Год назад

    Repale,kelink, er osud ter photo, ba level ta jodi ekbar dakhatan , ta hola bazar ea Khoj kora dakhtam

  • @sabirhossainlaskar8904
    @sabirhossainlaskar8904 Год назад +1

    Love you sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @ajaymurmu1417
    @ajaymurmu1417 Год назад

    Shubho dipabali sir, khub thakben

  • @mrityunjaymandal4332
    @mrityunjaymandal4332 Год назад

    Sir good morning.
    Takumin tameto gache deoa jabe ?
    Full fall eseche

  • @basicaudiohadis
    @basicaudiohadis Год назад

    স্যার শরীরটা যেন অনেক খারাপ হয়ে গেছে। শরীরের বাড়তি যত্ন নিয়েন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      বয়স বাড়ছে তো,
      কি আর করা যাবে।
      ভালো থাকার চেষ্টা করছি ।
      আপনাদের আশীর্বাদ ও ঈশ্বরের করুনা
      এই দুই নিয়ে যতদূর যাওয়া যায় ।

  • @arnabbiswas3294
    @arnabbiswas3294 Год назад

    Onion chaser video banaben sir

  • @monirulhaque2836
    @monirulhaque2836 Год назад

    Lau gacher gorai sir fete fete jacche atha ber hochhe and gach jhimiye more jachhe. Sir nim tel marshal sprint use korechi and spray korechi tata master with biozyme
    Ebar vabchi sir gorai blitox with v3 gorai Debo and blitox atha kore lau gache lagiye Debo sir thik hbe to sir baki gach gulo janaben thank you .valo thakben sir sustho thakben sir..
    Lau gacher valo jat bolben sir ami sir aci company r moyna korechi.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      লাউ চাষ করতে হলে মল্লিকা জাত চাষ করবেন।
      আর Blitox পাউডার এর সঙ্গে সামান্য জল দিয়ে মলম তৈরি করে ওই মলম ফাটা
      জায়গায় লাগিয়ে দিন।
      এবার ঐ পাউডার প্রতি লিটার জলে
      তিন গ্রাম সেই সঙ্গে বোরন দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @ismailali8093
    @ismailali8093 Год назад

    Sir বাদাম আর সরিষা ভিজিয়ে যে জল টা গাছে দেবো কদিন পর পর দেবো?

  • @paramdyutidas4632
    @paramdyutidas4632 Год назад

    জয়গুরু দাদা আপনার বক্তব্যগুলী খুবই উপযোগী এবং প্রয়োজনীয়।অনেক কিছু জানতে এবং শিখতে পারছি।আমি বাংলাদেশ থেকে বলছি আমার দেশে আপনার বলা অনেক গুলো ঔষধ ঠিক মত পাওয়া যায় না।আমাদের দেশের উপযোগী ঔষধের নাম বললে উপকৃত হব।ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      সোনার বাংলার মানুষ কে অসংখ্য ধন্যবাদ জানাই।
      আমি এবার থেকে ওষুধের কম্পোজিশন
      লিখে দিচ্ছি।
      আপনি ওই কম্পোজিশন দেখে ওষুধ
      কিনবেন।
      তাছাড়া বায়ার , সিনজেনটা ডুপনট ঘাড়দা এইসব কোম্পানির ওষুধ আপনাদের ওখানে অবশ্যই অবশ্যই পাওয়া যায়।
      ঐ একই নামে ওষুধ পাবেন। ভালো দোকানে খোঁজ করবেন আশাকরি পেয়ে যাবেন।

  • @mdhuzan.2864
    @mdhuzan.2864 Год назад

    Sir bolchi legend kon kon gache deya jabe ar volim felex,leda ar,sosok poka,jabe ki,

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ভোলিয়াম ফ্লেক্সি ওষুধে দু ধরনের
      পোকা অবশ্যই অবশ্যই চলে যাবে।
      ওষুধটার দাম একটু বেশি। এজন্য সব চাষীরা ব্যবহার করতে পারেন না।
      আর Legend ,
      FMC কোম্পানির তৈরি এক পাতা 15 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সব গাছে।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 Год назад

    স্যার নমস্কার আমি জনতে চাইছি রিপেল বা কালমেঘ মাদার নেটিভোর সাথে, অ্যামিস্টার টপের সাথে, ভিটামিনের সাথে ব্যবহার করা যাবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ সমস্ত ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।

  • @safiulbiswas
    @safiulbiswas Год назад +1

    আপনার বিজ্ঞানীদের নিয়ে একটা ভিডিও বানান

  • @pampasahoo2494
    @pampasahoo2494 8 месяцев назад +1

    😢

  • @bhimmalik9160
    @bhimmalik9160 Год назад

    Sir,আমি 4-5 শতক সেমিনিস কো:ফাল্গুনি বিন চাষ করবো মালচিং পদ্ধতিতে 12ই কার্তিক কিকি খাবার বা চাপান কত পরিমান দিয়ে মাটি তৈরি করবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      খুব ভালো বীজ।
      আমার বাড়িতে ঐ বীজ তিন দিন হলো বুনেছি।
      জৈবসার ও 10 26 26 সার দিয়ে
      দু দিন পরে বীজ বুনবেন।

  • @naskarnabin8450
    @naskarnabin8450 Год назад

    Sir ml mapar kichhu nei tai apni bolun kato drop-e kato ml. Plz.

  • @user-be7uj1fo6z
    @user-be7uj1fo6z 10 месяцев назад

    সার বিভিন্ন জাতের গরু আছে সব গরুর গবর কি এক বা কোন গরুর গোবর উপকারী অপকারী একটু বলুন

  • @fruitsflowers1165
    @fruitsflowers1165 Год назад

    খুব ভালো লাগলো, সত্যিই কিছু শিখতে পারলাম.. অনেক ধন্যবাদ,... আবারো অনুরোধ রাখলাম মিক্স ট্রিটমেন্ট এর জন্যে. NPK এর সাথে Fungicide and insecticide ব্যবহার করবো কিভাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এই বিষয়ে অবশ্যই অবশ্যই ভিডিও করে জানাবো।

  • @kalyanhazra8409
    @kalyanhazra8409 Год назад +1

    স্যার আপনার ভিডিও mana natun kuchu saka

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন।
      আপনার সাফল্য কামনা করি।

  • @monirzaman3268
    @monirzaman3268 Год назад

    দাদা, Excellent.

  • @ayanchatterjee372
    @ayanchatterjee372 Год назад

    Sir kaka ba joibo jegulo bollen segulo kibhabe kotota porimane dite hobe,.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      Poriman ta bole diyechi video te ...
      Chara bar howar 1 week por theke majhe majhe bikaler dike spray krben tahole r kono rog asbe na

  • @subhajitghosh8450
    @subhajitghosh8450 Год назад +1

    Sir alu Chas a 33 satak a biga te sarer poriman bolun. Joibo sar deoa ache

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      গোবর সার অবশ্যই অবশ্যই অবশ্যই কম করে
      এক ট্রাক্টর দিতেই হবে।আরো বেশী দিলে ভালো হয়।
      এবার কাঠা প্রতি 6 কেজি 10 26 26বা 33 শতক বিঘাতে 120 কেজি ঐ সার ব্যবহার করে বীজ বসাবেন।গাছ বার হবার একমাস পরে কাঠা প্রতি দু কেজি ইউরিয়া ও দেড় কেজি পটাশ সার ব্যবহার করতে হবে।

  • @dipakdas172
    @dipakdas172 Год назад

    ফাঙ্গাস, ব্যাক্টেরিয়া ও virus এই তিনটিরই ভিডিও পেয়ে গেলাম। অনেক কিছু জানা বোঝা গেল। অশেষ কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন।
    হ্যাঁ, একটা প্রশ্ন - মশা কি সবজি, লঙ্কা ইত্যাদি গাছের রস শুষে খায় এবং তাতে কি গাছ রোগগ্রস্ত হয়ে পড়তে পারে? যদি হয় তার কোন প্রতিকার আছে কি?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      এই প্রশ্ন টা বিজ্ঞানীদের কাছে 40 বৎসর আগে আমি ও করেছিলাম।
      আমি দেখেছি একটু ছায়া যুক্ত জায়গায় ধান গাছের পাতায় প্রচুর মশা বসে থেকে
      রস শুষে খায়।
      বিজ্ঞানীরা জানিয়েছিলেন মশা কোনো
      গাছের রোগ ছড়ায় না। ক্ষতি করে না।
      হয়তো একটু রস শুষে খায় , এতে গাছের কোনো ক্ষতি হয় না।

    • @dipakdas172
      @dipakdas172 Год назад

      @@farmingadviseranathhalder7579
      ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিই আমাদের আশা ভরসার শেষ আশ্রয়।

  • @arupdhali527
    @arupdhali527 Год назад

    Very nice video

  • @gobindapaul4521
    @gobindapaul4521 Год назад

    স্যার বাজার থেকে কেনা ক্যাপসিকাম থেকে বীজ সংগ্রহ করে কি টবে চাষ সম্ভব?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ওই বীজ হাইব্রিড।
      ফলে ভালো ফসল পেতে হলে
      নুতন হাইব্রিড জাতের বীজ কিনতে হবে।

  • @sabujmandal7113
    @sabujmandal7113 Год назад

    Dipabolir suvechha neben🙏🙏🙏

  • @shyamaldas5398
    @shyamaldas5398 Год назад

    দাদা, প্রতিবেশীর নারকেল গাছের জন্য প্রাচীরে ফাটল ধরেছে। অভিযোগ জানিয়ে ও কোনো লাভ হচ্ছে না। এখন একমাত্র পথ কিছু প্রয়োগ করে গাছটা মেরে ফেলা। একটা ঔষধের নাম বললে উপকৃত হতাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      গাছ মারতে খুব কষ্ট হয়।
      জানি সহজে কিভাবে মারতে হয় ।।
      অত্যন্ত সহজ পথ। তবে বলা যাবে না।
      মনে কিছু করবেন না।