বিনা পয়সায় জৈব স্টিকার তৈরি করতে দেখুন এই ভিডিও।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 890

  • @farmingadviseranathhalder7579
    @farmingadviseranathhalder7579  3 года назад +21

    ভিডিওতে আল্ট্রাভায়োলেট এর পরিবর্তে আল্ট্রা ভলিউম স্প্রে হবে।।

    • @maladas2365
      @maladas2365 3 года назад +4

      Pudina ar strawberry gaach sara bochor kibhabe bachiye rakha jaye bolte parben dada?

    • @archanasom1606
      @archanasom1606 3 года назад

      খুব ভালো কিছু শেখালেন দাদা‌,কত আর পয়সা দিয়ে কিনবো?এমনিতেই গাছের জন্য খরচের শেষ নেই।ভালো থাকুন।ভিডিও অনেক কম দেখছি আপনার।নমস্কার।

    • @TUHINSUBHRA-u7s
      @TUHINSUBHRA-u7s 3 года назад

      Sir.... পটলের ফল মোটা করার জন্য কি দেবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      শেডনেটের নীচে একটু ঠান্ডা জায়গা তে রাখা যাবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই, ভালো থাকুন ,আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @anuphazari4327
    @anuphazari4327 3 года назад +45

    আবারও বলছি স্যার, আপনার মতো অভিজ্ঞ মানুষ খুব কমই আছে, থাকলেও তারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখে জানাতে চায় না, কিন্তু আপনি ভিন্ন, আমাদেরকে শেখাবেন বলে এতো কিছু জোগাড় করেছেন। সত্যি প্রণাম না জানিয়ে থাকতে পারলাম না। ভালো থাকুন সুস্থ থাকুন। স্টীকারের মতো সেঁটে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ

    • @architachatterjee7564
      @architachatterjee7564 2 года назад

      একদম ঠিক বলেছেন, জানে অনেকে, মানুষের কাছে পৌছে দেবার মানসিকতা রাখে কজন

    • @sumitboral3745
      @sumitboral3745 Год назад

      এটা সত্যি সব মানুষ গাছের বিশেষ ব্যাপার গুলো বলতে চায়না, ওই অভিগত্যা গুলো বোধহয় ওনারা উপরে সর্গে নিয়ে গিয়ে, আলু পটল চাষ করে কাজে লাগাবে।

  • @keshobbhowmick9572
    @keshobbhowmick9572 3 года назад +5

    অসাধারণ
    এত কম খরচে জৈব পদ্ধতিতে চাষ করা সম্ভব- এই কথাগুলো চাষিরা জানলে প্রচুর উপকার হবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভাল থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sujatasengupta7800
    @sujatasengupta7800 3 года назад +5

    আপনার মত শিক্ষক পেয়ে নিজেকে ধন্য মনে করছি।প্রণাম নেবেন।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      আপনারাও সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @m.k.s4993
    @m.k.s4993 4 месяца назад

    খুব সুন্দর একটা ভিডিওতে বিনে পয়সার স্টিকার তৈরির কায়দা দেখালে,িশ্চয়ই সবাই উপকৃত। আমিও কয়দিন ধরে মনেমনে এরখ একটা জিনিষ খুজছিলাম। মাষ্টারমশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক
    ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 месяца назад

      ধন্যবাদ জানাই।
      তবে দশ লিটার জলে তিন ফোঁটা
      শ্যাম্পু দিয়ে স্প্রে করবেন।
      সব চাইতে সহজ পথ।
      যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে।

  • @apurbapaul9382
    @apurbapaul9382 3 года назад +3

    স্যার,
    অসংখ্য ধন্যবাদ কারণ একজন চাষীর
    ফসল ফলাতে সব ধরনের ওষুধ ব্যাবহারের জন্য অনেক বার স্প্রে করতে হয়. স্টিকার বাড়িতেই পেতে পারি জানতে পেরে খুবই খুশি হলাম. সুস্থ থাকুন এই ভাবে আমাদের কে এগিয়ে নিয়ে চলুন.

  • @asadullahkhan7046
    @asadullahkhan7046 3 года назад +1

    স্যর, আপনার প্রাণোচ্ছলতা বেশ উপভোগ্য। উপস্থাপনের ধরণও বেশ। আপনার প্রত্যেকটি ভিডিওর মতো এটিও যথেষ্ট কাজের।
    খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।

  • @subhasreebhadra8474
    @subhasreebhadra8474 Год назад

    Great . আপনি great. এছাড়া কিছু ই মনে আসছে না । সাধারণ মানুষের জন্য এত চিন্তা করেন । তেমনি আপনার গভীর knowledge যে সব ই জৈব ভাবে হতে পারে ।thankyou somuch.আমি একজন সিনিয়র সিটিজেন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      বয়স্ক দিদিমনি কে অসংখ্য ধন্যবাদ ও
      আন্তরিক শুভেচ্ছা জানাই। সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @sandipbhattacharjee5318
    @sandipbhattacharjee5318 3 года назад

    আপনি অনন্য। যত দেখি আপনাকে ততই মুগ্ধ হই। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি সুস্থ থেকে আমাদের এই ভাবে পরামর্শ দিয়ে জান। আপনার পরামর্শ মত ছাদে সব্জি করেছি, আমি এখন বাজার থেকে আলু আর পেঁয়াজ বাদে আর কিছু কিনি না। ধন্যবাদ আপনাকে।

  • @rosynath4064
    @rosynath4064 3 года назад +1

    আপনি খুব সুন্দর ভাবে সহজ করে বুঝিয়ে দেন,তাই খুব ভালো লাগে। অনেকটা উপকৃত হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

  • @moumitadas5339
    @moumitadas5339 3 года назад +3

    খুব ভালোলাগলো দাদা ভিডিওটি।এই বর্ষায় এই ভিডিওটি খুব দরকার ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ,ভাল থাকুন সুস্থ থাকুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +3

      আপনারা ও সপরিবারে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে এগিয়ে চলি । ধন্যবাদ।

  • @ashokghosh8809
    @ashokghosh8809 3 года назад +3

    স্যার আপনি স্টিকার সম্বন্ধে খুব সুন্দর ভাবে বলেছেন 👍👍👍

  • @ashutoshroy2963
    @ashutoshroy2963 3 года назад

    আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম আমি জীবনে কোনদিন ও এরকম সবজি চাষ করি নি। আপনার কাছ থেকে শিখে সবকিছুই কমবেশি করছি তাতে ভীষণ ভালো লাগছে। এই দু'বছরের লকডাউনে আপনার কাছ থেকে এইচাসবাস শিখেই আমার সময়টা খুব ভালো কাটছে।

  • @mrinmaybala4427
    @mrinmaybala4427 3 года назад +1

    সুন্দর উপস্থাপনা। শেখার শেষ নেই। ছাদে বাগান করে ,এখন বুঝতে পারছি ফসল ফলাতে চাষীদের কত পরিশ্রম করতে হয়।

  • @sujaymondal8357
    @sujaymondal8357 3 года назад +1

    সত্যি স্যার আপনি এত সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে ভিডিও করেন আর কি বলব। খুব ভালো লাগে আপাকে । ভাল খাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      তোমরা সপরিবারে ভালো থেকো ,সুস্থ থেকো, এই কামনা করব ,আর চলো সকলে এগিয়ে চলি।

  • @amitmandal9122
    @amitmandal9122 3 года назад +1

    খুব ভাল লাগল।অভিজ্ঞতার দাম দিতেই হবে। তবে এলোভেরা দিয়েও স্টিকার হয়।

  • @66aritramullick75
    @66aritramullick75 3 года назад +4

    অনেকদিন এই ভিডিওর অপেক্ষায় ছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব ভালো হয়েছে ভিডিওটা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +3

      ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো।

  • @একটুকরোসবুজেরকথা

    Dada Ami khub Khushi hiachi apnar ai vidiota dakhe sobi upokito hobe apni Sara jibon poribar Nia sustho babe Beche thakun ar apnar sokol sikh,gan, amadar upohar din. Amar samir samone apnar vibio Gulo dakhi uni apnake khub pochondokore bole apnar kotagulo khub Bhalo osthik make ar ager Moto chaskorania bokena

  • @ranjitjana7665
    @ranjitjana7665 3 года назад

    ভিডিওটা পেয়ে খুবই উপকৃত হলাম অসংখ্য ধন্যবাদ

  • @debasishnag7030
    @debasishnag7030 11 месяцев назад

    ভীষণ সমৃদ্ধ হলাম, আপনাকে অজস্র ধন্যবাদ, 🌍💖💝👏🙏😀

  • @arupmallik3070
    @arupmallik3070 3 года назад

    অসাধারন। আমি ignition নামে একটা liquid কিনেছিলাম সারের দোকান থেকে। মনে হয় ওটা একটা স্টিকার ছিলো। আর chemical দিতে হবেনা এবার জৈব process ব্যাবহার করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @pranabpanja2030
    @pranabpanja2030 2 года назад

    আপনি খুব সুন্দর কথা বলেন। একদম খাঁটি বাঙ্গালি।

  • @sumonadas6356
    @sumonadas6356 3 года назад

    Stiker ke aaj apner programe a janta parlam bina kharchaya stiker tayre.ak kathay ashadharan.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন। ধন্যবাদ।

  • @biswaranjanparia4703
    @biswaranjanparia4703 3 года назад +1

    স্যার আপনি যে আইডিয়া আমাদের দিলেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

  • @nareshchandrabala574
    @nareshchandrabala574 3 года назад +1

    খুব ভাল এবং প্রয়োজনিয় উপদেশ । ভালো এবং সাবধানে থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনারা ও সপরিবারে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করবো । আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sunitadasbhattacharjee5679
    @sunitadasbhattacharjee5679 3 года назад

    Khub upokari vidio ata anek kichu jante parlam thankyou sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি।

  • @ronojitgolder7641
    @ronojitgolder7641 3 года назад

    বাবু নমস্কার। বাবু এতো সুন্দর ভিডিও করেছেন আমার অবাক হয়ে যাচ্ছি । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @rahmanfazlur2353
    @rahmanfazlur2353 3 года назад

    dada apnar. moto manush der allah jodi hajar bosor bacai. rakto

  • @ornobinnovationyou3523
    @ornobinnovationyou3523 3 года назад +3

    আমার কাছে আপনিই একজন হিরো❤️

  • @arnabmaitra5184
    @arnabmaitra5184 3 года назад

    anoke anoke dhonnobad ...a rokom 1ta dorkari jenis jananor jono

  • @bisuml9782
    @bisuml9782 3 года назад

    এটা আমি জানতে চেয়েছিলাম। খুব ভালো লাগলে জোঠু।ধন্যবাদ।

  • @goutammukherjee3030
    @goutammukherjee3030 3 года назад +1

    Respected Sir,
    Sticker নিয়ে যে Vedioটা করে দেখালেন
    ছোট বড়ো চাষে যুক্ত মানুষের প্রচন্ড উপকার হল।

  • @anupamdas4355
    @anupamdas4355 3 года назад

    sir banana harvesting process ta bolun .........khub valo hoi sir

  • @joydeepchakraborty2285
    @joydeepchakraborty2285 2 года назад

    খুব ভাল লাগল, ৬২ বছর বয়সে অনেক পুরোনো জিনিসের কথা নতুন করে মনে পড়ে গেল-
    একটা অনুরোধ, আপনার সুন্দর সহজ সরল ভাষায় Trichoderma পাউডার কিভাবে টবের মাটি ও টবের গাছে সরাসরি ব‍্যবহার করা যায় ভিডিও মারফত জানালে অত্যন্ত উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      পুরানো গোবর সার অথবা
      ভার্মি কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে টবে
      বা গাছের গোড়ায় ব্যবহার করবেন।

      , করতে হবে

  • @bhanumistri3471
    @bhanumistri3471 3 года назад +1

    অসাধারণ স্যার। অনেক ধন্যবাদ এই ভিডিও টার জন্য।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

  • @ratnanaskar1916
    @ratnanaskar1916 3 года назад

    Wow ...sir great...ei jinis ta niye keu bhabeini...apni ki sundor bhabe bujhiye dilen r kom khorchay upay bole dilen...thanku very much sir...apni valo thakun sustho thakun sir r amader sathe thakun..🙏🙂

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      তোমরাও সপরিবারে ভালো থেকো , সুস্থ থেকো ,এই কামনা করবো আর চলো সকলে এগিয়ে চলি। তোমার নামটা দেখে আমার ভাইঝির কথা মনে পড়ে গেল। তোমার মতই স্বাস্থ্যবতী ফর্সা রত্না হালদার।

    • @ratnanaskar1916
      @ratnanaskar1916 3 года назад

      @@farmingadviseranathhalder7579 thankuu sir..☺

  • @sayanichd
    @sayanichd 2 года назад

    কাকু আপনি কিন্তু দর্শক ও কিন্তু ভালোই ধরে রাখতে পারেন , স্টিকার এর মতো , আমাদের এতে পয়সা নষ্ট 😃😃😃😃😃😃মজা করলাম । ভালো উপস্থাপনা ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      মজার কথা বলার জন্য ধন্যবাদ জানাই।
      ভালো থেকো,
      আর এগিয়ে চলো।
      পাশে আছি।

  • @susmitadas4391
    @susmitadas4391 3 года назад

    Khub sundor video. Informative

  • @mamatamallick2008
    @mamatamallick2008 3 года назад

    অসম্ভব সুন্দর ভিডিও, খুব উপকৃত হোলাম স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ভিডিওটি ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই।

  • @m.rezaulkarim4776
    @m.rezaulkarim4776 3 года назад

    খুব উপকারী একটা ভিডিও

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ধন্যবাদ জানাই ভাল থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
      আল্লাহ্ আপনার মঙ্গল করুন।

  • @Amiyasamanta11
    @Amiyasamanta11 3 года назад +1

    Very useful video for all cultivator we taught a new lession of cultivation thank you very much

  • @smmosharof3249
    @smmosharof3249 3 года назад

    কাকা মশাই কেমন আছেন??বষাকালে খুব ভালো একটা ভিডিও বানালেন, খুব উপকার পেয়েছে,, ধন্যবাদ আপনাকে,, কাকা মশাই একটু ঘনঘন ভিডিও পেতে চাই,,

  • @taijulislam1276
    @taijulislam1276 3 года назад

    দাদা বাবু আদাব,ভাল থাকুন, উপকৃত হলাম। ঢাকা, বাংলাদেশ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      সোনার বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @sourodipsaha6598
    @sourodipsaha6598 3 года назад

    Chas er modhe o je eto moja thakte pare...eto kichu sekhar ache...apnake na dekhle jantaam na si...
    Thank you for coming in youtube...
    thank you sir

  • @prabirparua3884
    @prabirparua3884 3 года назад

    Khub bhalo laglo apnar ai video. Anek bhanyabad .

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনাদেরকে ও ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

  • @jhalmistisathi7640
    @jhalmistisathi7640 2 года назад

    অনেক উপকার হলো স্যার(Kolkata)

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      ভালো থাকুন আর এগিয়ে চলুন।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @akmrafiqueuddin355
    @akmrafiqueuddin355 3 года назад

    Assalamualykum
    You are the best.
    May ALLAH SUBHANTALA BLESS you.
    Regards
    Rafique Uddin
    From Bangladesh.

  • @susmitabiswas2120
    @susmitabiswas2120 3 года назад

    কাকু ,খুব খুব ভালো লাগলো ভিডিওটা । প্রনাম নেবেন 🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করি।

  • @ChandparaSatsangVihar
    @ChandparaSatsangVihar 3 года назад +1

    কাকু অসাধারণ জিনিস জানলাম🙏🙏🙏🙏

  • @karankhanra1036
    @karankhanra1036 3 года назад

    সত্যিই অসাধারণ ভিডিও টা, আমি তিন চার দিন হলো আপনার ভিডিও দেখতে পারিনি,তার জন্য আমি দুঃখিত, কেনোনা আমার বাবা তিন দিন হলো করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।উনিই আমার বাগানের সব সময় লখ্য রাখতেন ভিডিও টা ছাড়ার জন্য ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      শুনে খুব দুঃখ পেলাম। তোমার বাবার আত্মার চিরশান্তি কামনা করি। তোমরা ভালো থেকো ।মাকে দেখো আর কি বলবো এখন।

  • @krishiPagol
    @krishiPagol 3 года назад

    স্যার খুব ভালো ইনফরমেশন দিলেন আশা করি সমস্ত কৃষক বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হবেন। স্যার প্রাকৃতিক দুর্যোগের কারনে ভিডিও আনতে আপনার একটু দেরী হয়ে গেল। আপনার শরীরকে সুস্থ রেখে এগিয়ে চলুন ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনারাও সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন । চলুন সকলে এগিয়ে চলি।

  • @bulbullaskar5437
    @bulbullaskar5437 3 года назад

    Apner goorre... R clour Ta khub sundoor.

  • @roseflower1776
    @roseflower1776 3 года назад

    অসাধারণ। নমশকার দাদা আরো চাই , এই রকম ভিডিও।

  • @jayashreebhattacharyya1633
    @jayashreebhattacharyya1633 2 года назад

    দাদা আপনার ভিডিও গুলো খুব সুন্দর।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই দিদিমনি।
      সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।

  • @bilasghosh691
    @bilasghosh691 3 года назад

    Apnar video daklai mon valo hoya jai sir.

  • @apalimandal9858
    @apalimandal9858 3 года назад

    দাদা, আজকে তো দারুন দোকান সাজিয়ে বসেছেন 👍, এ্যত রকম আইডিয়া পেলাম, কোনটা ছেড়ে কোনটা করি😁। গতবছর গন্ধরাজ লেবু গাছকে ভাত খাইয়ে ছিলাম, এবার সে ভালো ই প্রতিদান দিচ্ছে। সব আপনার কৃপা , এখন তো রোজই খুব বৃষ্টি হচ্ছে, তাই সাবধানে থাকবেন, 🙏🙏 নেবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনারা ও সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো, আর চলুন সকলে এগিয়ে চলি ।

  • @shikhahalder1293
    @shikhahalder1293 3 года назад

    দাদা একটা দারুণ জিনিস দেখালেন অনেক অনেক ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ভালো থাকুন দিদিমণি ,আর চলুন সকলে এগিয়ে চলি ।

  • @anwarhussain-tb1yz
    @anwarhussain-tb1yz 3 года назад +1

    Sir great salute you. Thanks for your excellent work.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর বলবো আল্লাহ আপনার মঙ্গল করুন‌।

  • @shibupodder2513
    @shibupodder2513 2 года назад

    asadharon,,,,,,,,aavabonio

  • @anirbansarkar1398
    @anirbansarkar1398 3 года назад +1

    Many many thanks 👍 Sir
    Awaiting for this video for a long time

  • @anjuacharjee1881
    @anjuacharjee1881 3 года назад

    খুব ই দরকারি ভিডিও পেলাম। সত‍্যি ভীষন দাম ।ভীষন উপকৃত হলাম। আপনার বলামত ই এখন ব‍্যবহার করব। এলোভেরা কি ব‍্যবহার করা যাবে? আপনি যা যা বললেন সেগুলোর যে কোন একটা দিলে হবে? অআপনাকে অনেক ধন‍্যবাদ দাদা। খুব ভাল থাকবেন। উত্তরের অপেক্ষায় র‌ইলাম।

  • @ratankhan8334
    @ratankhan8334 3 года назад

    Khub sundor video sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন।
      আপনি রিটা ফল রাত্রিতে ভিজিয়ে পর দিন ব্যবহার করবেন । সবচেয়ে ভালো কাজ পাবেন।

  • @myradhika..4189
    @myradhika..4189 3 года назад +1

    Sir... mulching paper diye begun chas sanmondhe Jodi kichu bolen.. Tahole kub upokrito hoibo.. 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      আচ্ছা প্রশ্নোত্তর পর্বে আমি এটা বলছি। আপনার নামসহ প্রচার করবো।

    • @myradhika..4189
      @myradhika..4189 3 года назад

      Sir.. Ei program ta kobe upload Korben..?

  • @Riyaroyrudra123
    @Riyaroyrudra123 8 месяцев назад

    Apnake onek onek onek dhonyobad.......

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  8 месяцев назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @hirakbiswa
    @hirakbiswa 3 года назад

    দারুণ বলেছেন। অনেক কিছু জানলাম।

  • @understandinghistory4313
    @understandinghistory4313 3 года назад

    খুব সুন্দর ভিডিও ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেইসঙ্গে বলবো চলুন সকলে এগিয়ে চলি।

  • @anikbiswas1806
    @anikbiswas1806 3 года назад +1

    Thank you for your great advice.

  • @arundey9563
    @arundey9563 3 года назад

    jato dekhi tatoi valo lage apnar vdo o apnake....

  • @sankarmaity7268
    @sankarmaity7268 3 года назад

    Very very nice line. Sir nomoskar neben Jay Kisan Jay bharat Jay Jagannath.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      জগন্নাথ দেবের পূজা এসে গেল ধন্যবাদ জানাই ভাল থাকুন সবসময়।

  • @sarobindumondal9914
    @sarobindumondal9914 3 года назад

    Onek diner protikkhar fol pelam.😀
    Dhonnoybad 🙏.
    Sustho thakun valo thakun.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।

  • @tanusaha8174
    @tanusaha8174 3 года назад

    Khub valoo video kaku

  • @Basu5956
    @Basu5956 2 года назад +1

    স্যার pgr ও অনুখাদক নিয়ে ‌ভিডিও‌ বানালে খুব উপকার হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আচ্ছা চেষ্টা করবো।আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন সব বুঝতে পারবেন।

  • @labdas580
    @labdas580 3 года назад +1

    আপনার মতো শিক্ষক পেলে আমার মতো লাস্ট বেঞ্চের ছেলেরাও ভালো রেজাল্ট করতে পারবে, দয়া করে শরীরের যত্ন নেবেন,ভালো থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      আপনিও সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করবো। ধন্যবাদ।

  • @rabinsarkar5240
    @rabinsarkar5240 3 года назад

    ধন্যবাদ গুরুদেব ভালো থাকবেন

  • @suvankarchakraborty2024
    @suvankarchakraborty2024 3 года назад +1

    ছাদ টা ফাঁকা কেনো গাছে ভোরে ফেলুন... ছাদের গাছের মজাই আলাদা

  • @DebashmanDutta
    @DebashmanDutta 3 года назад

    Very Very Nice and informative video👌👌👌👌👌

  • @shrabaniroy2432
    @shrabaniroy2432 2 года назад

    Anek upkrito holam.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @aliullasardar2046
    @aliullasardar2046 3 года назад

    আপনার ভিডিওগুলো খুব সুন্দর খুব ভালো লাগে অনেকদিন থেকে আপনার ভিডিওগুলো দেখি আপনার সাথে যদি একটু কথা বলতে পারতাম নিজেকে অনেক ধন্য বলে মনে করতাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো আর বলবো আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @parthaprotimbanik7348
    @parthaprotimbanik7348 3 года назад

    sir apni asadharan.

  • @jalaluddin7612
    @jalaluddin7612 3 года назад

    SIR aponi osadharan........Amader OBOTAR....... Pronam neben

  • @paramitam4002
    @paramitam4002 2 года назад

    Apnar video kato dekhi tato amazed hoe jai

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ভালো থাকুন দিদিমণি,
      আর এগিয়ে চলুন।

    • @paramitam4002
      @paramitam4002 2 года назад

      @@farmingadviseranathhalder7579 apni o valo thakun Sir. .. 🙏🏽🙏🏽🙏🏽

  • @md.belalhossain9597
    @md.belalhossain9597 3 года назад

    ভুট্টার বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে যদি কোনো একটি ভিডিও বানাতেন

  • @annikajain162
    @annikajain162 3 года назад

    Khub bhalo laglo kaku

  • @shyamapadasantra3561
    @shyamapadasantra3561 3 года назад +4

    স্যার fungicide, pesticide ওPgr সপ্তাহে কোন টি আগে ও কোন টি পরে দিতে হয় ক্রম অনুসারে জানাবেন প্লিজ

    • @SaifulIslam-gl7uc
      @SaifulIslam-gl7uc 3 года назад

      It,s
      Depend on your plant and environment,so I can,t tell

  • @joynarayanmondal9071
    @joynarayanmondal9071 3 года назад

    Sim borboti chara korala koto din chara bosala bhalo hoy please bolun

  • @bhalobasarchadbagan6440
    @bhalobasarchadbagan6440 3 года назад

    Darun video

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

    • @bhalobasarchadbagan6440
      @bhalobasarchadbagan6440 3 года назад

      @@farmingadviseranathhalder7579 Apnio valo thakben r apnake valo to thaktei hobe na hole amader ki hobe

  • @ayushdas1397
    @ayushdas1397 3 года назад +1

    স‍্যার পদ্মগাছের কিছু Video করুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      এখন তো বাইরে যেতে পারছিনা লকডাউন ও করোনার জন্য , পরিস্থিতি স্বাভাবিক হোক পরে চেষ্টা করবো।

    • @ayushdas1397
      @ayushdas1397 3 года назад

      @@farmingadviseranathhalder7579 স‍্যার পরেই করবেন, ভালো থাকুন স‍্যার

  • @suvankardey1010
    @suvankardey1010 3 года назад

    দারুণ দাদা।খুব ভালো লাগলো।

  • @priotamosikdar3149
    @priotamosikdar3149 3 года назад +2

    খুব ভালো ভিডিও কাকু। স্টিকার টা তো খুব ভালভাবে বুঝলাম কিন্তু স্টিকার এর সাথে ওষুধের পরিমাণ কি হবে? সেটা কি একই থাকবে, না আলাদা হবে এবং তাদের জন্য কি কোন আলাদা নিয়ম আছে? জৈব পদ্ধতিতে ব্যবহার করার জিনিসগুলো বা সাবান-শ্যাম্পু এর সাথে আমাদের কীটনাশক বা ছত্রাকনাশকের কি কোনো রিয়্যাকশন হতে পারে যদি একটু উদাহরণ দিয়ে প্রশ্নোত্তর পর্বে জানান খুব ভালো হয়।
    ধন্যবাদ,
    প্রিয়তম শিকদার
    বোড়াল, কলকাতা।

    • @sayanichd
      @sayanichd 2 года назад

      আপনি আগে বাজারে থেকে কটা স্টিকার কিনে use করে দেখুন , নিজেই উত্তর পেয়ে যাবেন অনেকটাই। ধন্যবাদ।

  • @shilpibiswas9398
    @shilpibiswas9398 2 года назад

    Asadharon 🙏🙏 Biswas hoi apnar post gulo dekhe.bakira joto mithe kotha bole kaj hoi na.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আপনি এক টাকা দামের শ্যাম্পু কিনে
      ওর অর্ধেক পরিমান শ্যাম্পু 7/8 লিটার ওষুধ মেশানো জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন খুব ভালো কাজ পাবেন।
      আর জৈব ভাবে করতে চাইলে ইটা ফল
      রাতে ভিজিয়ে রেখে ব্যবহার করবেন আমি যেমন দেখিয়েছি। ভালো কাজ পাবেন।কথা দিলাম।
      ভালো থাকুন দিদিমণি।আর এগিয়ে চলুন
      পাশে আছি।

    • @shilpibiswas9398
      @shilpibiswas9398 2 года назад

      @@farmingadviseranathhalder7579 Tq dada 🙏🙏

  • @sudiptabiswas6442
    @sudiptabiswas6442 3 года назад

    স্যার পটল এর বিষয় ভিডিও বানান একটা যাতে ফলন বেশি হয়

  • @narayanchandrabanik388
    @narayanchandrabanik388 3 года назад

    দাদা নমস্কার ।স্টিকার নিয়ে সুন্দর video উপহার দিলেন | যে কোন কীটনাশক অনুমোদিত মাত্রার চাইতে half dose ব্যবহার করলে কীটনাশকের উপকারিতার কোন হেরফের হবে কি ?

  • @abhikbanerjeeart6571
    @abhikbanerjeeart6571 3 года назад

    গোলাপ গাছ নিয়ে একটা ভিডিও করুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      গোলাপ গাছের ভিডিও আমার চ্যানেলে করা আছে ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে।

  • @tapaspatra1370
    @tapaspatra1370 3 года назад

    Thankyou sir khub valo laglo

  • @asitdas3083
    @asitdas3083 3 года назад

    Sir, আমার প্রনাম নেবেন, গাছে স্প্রে করার জন্য তরল NPK কি ভাবে ঘরোয়া উপায়ে বানানো যায়,তা নিয়ে একটা ভিডিও করবেন, please..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আমার চ্যানেলে 10 26 26 সার কিভাবে বাড়িতে তৈরি করবেন এ নিয়ে ভিডিও করেছি।এটা দেখুন , সব বুঝতে পারবেন।

    • @asitdas3083
      @asitdas3083 3 года назад

      Thank you, sir.. NPK::19:19:19 লিকুইড সার বাড়িতে কিভাবে বানাবো,জানার ইচ্ছে রইল...

  • @koushikrudrapal
    @koushikrudrapal 2 года назад

    অসাধারন।

  • @kazaldas9116
    @kazaldas9116 3 года назад

    Hare bol..Hare Krishna

  • @sukhendebnath8751
    @sukhendebnath8751 8 месяцев назад

    কাকু H2O2 র ওপর ভিডিও করার অনুরোধ রইলো। 🙏🙏🙏

  • @deephazra5959
    @deephazra5959 3 года назад

    Sir, darun karjokori jinis bojhalen aajk, osonkho dhonnyobad,,, amra jokhon jomite ghas mara osudh di, tokhon tar sathe sticker o di, tai darun Jan kore,
    Ebar thke osudher satheo joibo upaye korbo,
    Sir, sosa gache fol chidrokari pokar khub upodrob hoyeche, sob sosa e futo kore kheye niche, khub choto r holud chidro korche, ki korbo please janan, onek porisrom kore sosa gach korechi…

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ওই শসা গুলোকে ফল মাছি ক্ষতি করছে। এই জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। আমার চ্যানেলে ফেরোমন ফাঁদ এর ভিডিও আছে দেখলেই বুঝতে পারবেন শুধু সেই ফেরোমন টা ফসলের 1 ফুট উঁচুতে টাঙিয়ে দিতে হবে বা বেঁধে রাখতে হবে ‌।তাহলেই খুব ভালো কাজ করবে অথবা বিষ টোপ ব্যবহার করতে হবে।

    • @deephazra5959
      @deephazra5959 3 года назад

      @@farmingadviseranathhalder7579 Dhonnobad sir, local dokan e paoa jayni feromon trap, online order dichi...

  • @Akash-ck2ml
    @Akash-ck2ml 3 года назад +5

    নিম তেলের সঙ্গে কি স্টিকার ব্যবহার করা যেতে পারে