Это видео недоступно.
Сожалеем об этом.

বিভিন্ন ছত্রাক রোগের লক্ষণ ও তার সমাধান জেনে নিন।।Different types of plant Diseases&their solutions

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2022
  • #cultivation #farming #organiccultivation
    #fungicides #রোগ
    ভিডিওটিতে ব্যবহৃত কিছু ওষুধের লিংক নিচে দেওয়া হল 👇👇👇👇👇👇
    1. Amistar top👇👇
    amzn.to/3FWZIU6
    2.Merivon👇👇
    amzn.to/38xSNom
    **********জৈব চাষী************
    1. Tricoderma :
    amzn.to/3jRTdbf
    🙏******Thank you for watching*******🙏
    Agriculture crop use only.
    Keep any pesticide away from the reach of children and animal.
    This video has shared our experience.
    ********************************************
    subscribe the channel
    / @farmingadviseranathha...
    ********************************************
    Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Disclaimer-
    video is for education purpose only. copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use"for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    🔥🔥like👍 share and subscribe 🔔🔥🔥
    ++++++++++++++++++++++++++++++++++

Комментарии • 1,2 тыс.

  • @nemairoybanerjee6916
    @nemairoybanerjee6916 2 года назад +5

    Sir আবার আপনাকে ফিরে পেয়ে
    খুব ভালো লাগলো। এবারে যেভাবে
    শুরু করেছেন সত্যই আমরা কিছু
    শিখতে পারব।আর আপনি সকলের
    এক অগাধ বিশ্বাস। অসীম শ্রদ্ধা ও
    কৃতজ্ঞতা রইল। 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই ।ভালো থাকুন ।
      আর চলুন সকলে এগিয়ে চলি ।
      আসলে আমার কষ্টের কথা বলি, এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট।
      অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন , ভিডিও ছোট করুন। সেজন্য কেটে কেটে বাদ দিয়ে এটাকে ১২ মিনিট করা হয়েছে।
      দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ পড়ে গেছে আর অনেক দরকারি কথা ও বাদ চলে গেছে।
      কি বলবো মানুষকে ,
      আরে বাবা ,
      তুমি তো গাছের ডাক্তার হবে,
      বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে না ? এটাই বোঝাতে পারছিনা।

  • @bansibadaanmahata2380
    @bansibadaanmahata2380 2 года назад +24

    দারুন হয়েছে স্যার আপনি এভাবে পথ দেখালে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব বলে মনে হয়। আপনি আমাদের অনুপ্রেরণা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +7

      আমি চাই আপনারা নিজেরাই ডাক্তার হয়ে উঠুন।
      আর এগিয়ে চলুন।

    • @sunilbhowmick932
      @sunilbhowmick932 2 года назад

      @@farmingadviseranathhalder7579 sir apni amr comment er reply dilen nahh.....khub asa niye jiggasa korechilm

  • @M.A5gy
    @M.A5gy 9 дней назад

    অসাধারণ তথ্য বহুল আলোচনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @gautammukhopadhyay6114
    @gautammukhopadhyay6114 2 года назад +1

    কোনভাবেই বুঝতে অসুবিধা হয়নি। দারুণ শিক্ষণপদ্ধতি। আওয়াজ একদম পরিস্কার। খুবই সুন্দর ভিডিয়ো। বাঃ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @parthadas1186
    @parthadas1186 2 года назад +18

    স্যার আপনার ভিডিও 1 ঘণ্টা হলেও কোনো অসুবিধা নাই।
    আপনি ভিডিও করুন আমাদের কাছে আপনার 1 ঘণ্টা সময় দেওয়া খুবই গুরত্বপূর্ণ।
    ভালো থাকবেন।🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +3

      এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট ।
      অনেক দর্শক বন্ধুরা বলছেন ছোট করুন ভিডিও ছোট করুন সেজন্য কেটে কেটে বাদ দিয়ে 12 মিনিট করা হয়েছে ।
      দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ চলে গেছে। অনেক দরকারী কথাও বাদ পড়েছে আমার কিছু করার নেই।
      কি বলবো মানুষকে।

    • @mdsaon5117
      @mdsaon5117 2 года назад +1

      দাদু ভাইয়া ঠিকি বলছে আপনি ভিডিওতে কোনো কাটাকাটি করবেন না ফুল ইনফর্মেশোন টাই দিবেন

    • @dipakchandrachandra4222
      @dipakchandrachandra4222 8 месяцев назад +1

      Sir 1hr video korun full information din thank you

  • @mrinmoybhowmick7097
    @mrinmoybhowmick7097 2 года назад +3

    অসংখ্য ধন্যবাদ 🌱🌱🌱

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @debranjanjana8640
    @debranjanjana8640 6 дней назад

    খুব সুন্দর বোঝালেন দাদা।
    আপনাকে অনেক ধন্যবাদ থাকালো।

  • @tathagata74
    @tathagata74 2 года назад +2

    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @ratankumarbera8840
    @ratankumarbera8840 2 года назад +3

    Sir. How can I identified between late blight; early blight and bacterial blight.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +3

      I will try to solve it next video.
      It is not possible to discuss here because it is lengthy subject.
      Don't mind ,
      your name will be mentioned during
      discussion..

  • @najirhossain8384
    @najirhossain8384 2 года назад +8

    কৃষি জমিতে " সরিষার খইল " ধান চাষে , আলু চাষে কেন ব্যবহার করব ? ব্যবহার করলে কী সুবিধা বা অসুবিধা কি হবে? একটি ভিডিও করলে হাজার হাজার চাষীদের বুঝতে সুবিধা হয়।

  • @amitkumerhalder9637
    @amitkumerhalder9637 2 года назад +1

    ভিডিওটা খুবই সুন্দর। চাষিদের খুব কাজে লাগবে।

  • @debasismondal4873
    @debasismondal4873 2 года назад +1

    খুব সুন্দর করে বোঝা লেন পুরো ব্যাপারটা খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ শ্যাড় ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      আপনারাও সপরিবারে ভালো থাকুন।

  • @sudip3937
    @sudip3937 2 года назад +3

    Sir প্রণাম নেবেন। প্রথমে বলি, বিদায় নেওয়ার কথা বলবেন না😟🙏। আমাদের শিখিয়ে পাকিয়ে দিন তারপর সমস্যা থাকলে ভিডিও কমিয়ে দেবেন তবে দেখা দিতে মাসে কয়েকবার অন্তত আসতেই হবে। আর পারলে একটু নম্বরটা দেবেন, আগেও বলেছি এখনো বলছি যে- আপনাকে জ্বালাবো না promise.
    আর আরো একটা কথা, আপনার ফার্মিং সাইট গুলোর ভিডিও দেবেন মাঝে মাঝে plz। আপনি কেমন কাজ করছেন, আপনার হাতের ফসল কেমন সুন্দর হয়ে উঠছে তা দেখতে বড়ই ইচ্ছে হয়। ভাল থাকবেন।🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ কথা রাখবো। ডাক্তার তৈরি করলেই তবে আমি আনন্দ পাবো।
      আসলে হয়েছে কি এই ভিডিওটা ১৮ মিনিট হয়েছিল ।অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন ,
      ভিডিও ছোট করুন ফলে এটাকে কেটে কেটে বাদ দিয়ে 12 মিনিট রাখা হয়েছে। দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ পড়েছে তাছাড়া অনেক দরকারী কথাও বাদ চলে গেছে ।
      কিছু করার নেই আমার।
      খুব খারাপ লাগছে ।
      একটা কথা আমি মানুষকে বোঝাতে পারছি না আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হবে তাই বিষয়টা তো ভালো করে বুঝে নিতে হবে। এটাই বোঝাতে পারছি না।
      আর বাগানের ছবি অবশ্যই দেখাবো আসলে আমি একটা কাজের মধ্যে জড়িয়ে আছি এজন্য ঘনঘন ভিডিও করতেও পারছিনা।
      তোমরা সবাই ভালো থেকো ,
      আর চলো সকলে এগিয়ে চলি।

    • @sudip3937
      @sudip3937 2 года назад +1

      @@farmingadviseranathhalder7579 বুঝলাম sir, আমার মতামত হল যে আপনি ফুল লেন্থ ভিডিও বানান। আধা আধুরা জ্ঞানটা সর্বদা কার্যকরী হয় না, তাই আপনি কোনো কিছু বাদ না দিয়ে ভিডিও বানান, সময় যা লাগে লাগুক। যাদের মনে হচ্ছে ছোট হলে ভাল হয় তারা স্কিপ করে দেখুক। আমাদের অনেকেরই আপনার ভিডিও বড় হলেই বেশি খুশি হব, কারন বেশি knowledge gather করতে পারব। আমি ব্যক্তিগত ভাবে আপনার সব ভিডিও দেখি ও শুধু দেখিই না, সাথে নোট ও করি। তাই আপনি এর পর থেকে ফুল লেন্থ ভিডিও আপলোড দিন। কোনো কাটছাট দরকার নেই।❤️❤️ ভাল থাকবেন ও প্রণাম নেবেন।🙏

  • @shatadrumukherjee247
    @shatadrumukherjee247 2 года назад +3

    স্যার গাছে স্প্রে করা NPK সারগুলো কি এক সঙ্গে মিশিয়ে দেয়া যায়। এই ধরুন NPK ২০:২০:২০ আর ১৩:০০:৪৫ ? এতে কি গাছের কোনো রকমের ক্ষতি হয় ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      স্প্রে করার জন্যই তৈরি হয়েছে
      ২০ ২০ ২০ , ১৯ ১৯ ১৯ বা ১৮ ১৮ ১৮ সার ।এগুলো এক কেজির দাম নেবে ২০০ টাকার মতো। এগুলো শুধু স্প্রে করার জন্যই তৈরি হয়েছে ।

    • @sapikulislam333
      @sapikulislam333 Год назад

      আমি ২০ ২০ ২০ এর সাথে ১৩ ০ ৪৫ দেই। অসুবিধা হয় নি

    • @shatadrumukherjee247
      @shatadrumukherjee247 Год назад

      @@sapikulislam333 ধন্যবাদ 🙏

  • @mehedihasson4233
    @mehedihasson4233 2 года назад

    আপনার পরামর্শ দিয়েছেন তাতে আমার কাকরোল গাছ আবার নতুন হয়ে উঠেছে। I LOVE YOU. You are great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন।
      আর চলুন সকলে এগিয়ে চলি ।
      আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @apalimandal9858
    @apalimandal9858 2 года назад +1

    অনেক দিন পর দর্শন পেলাম আর খুব দরকারী ভিডিও পেলাম। আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই। যেটা কৃষকভাইদের সবথেকে দরকার। আপনি ভালো থাকবেন 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আবার নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বৃষ্টি নামবে। হয়তো এবার আপনাদের ওদিকেবৃষ্টি আসবে।
      ভালো থাকুন দিদিমণি।
      আর একটা কথা আমি সবে গরীবের ভ্রমণ বিষয়ক আরেকটা চ্যানেল খুলেছি।
      সবে একটা ভিডিও পোস্ট করেছি।
      বেড়াতে যাবেন কম পয়সায় কিভাবে সেই নিয়ে আপনাদের সামনে এসেছি ।
      আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে।

  • @kedarbanerjee625
    @kedarbanerjee625 Месяц назад

    আপনার ভিডিও গুলো অসাধারণ 👌🏻👌🏻

  • @amitpaul882
    @amitpaul882 7 месяцев назад

    Thanks for your valuable comments, be well for good suggestion in future. Amit Paul.

  • @abedaagrocare
    @abedaagrocare Год назад +1

    চমৎকার উপস্থাপনা, পর্যালোচনা ও উপদেশ, আমি বাংলাদেশের খুলনা থেকে। বারোমাসি তরমুজ চাষ করছি। আপনার উপদেশ গুলো আমি মনোযোগের সাথে গ্রহণ করি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সোনার বাংলার মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
      আল্লাহ আপনাদের মঙ্গল করুন এই কামনা করবো।

  • @sujitdas2176
    @sujitdas2176 2 года назад

    Khubi gurutto purno tips dilen sir khubi upokrito holam 🙏🙏🙏 onek dhonnobad

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই,
      ভালো থাকুন,
      আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @rathinmondal2001
    @rathinmondal2001 2 года назад +2

    অনেক দিন পরে এই গলাটা শুনে তৃষিত মন তৃপ্ত হল।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন অনেকদিন পরে আমি ও উত্তর দিচ্ছি। মনে কিছু করবেন না।

  • @champadhali6746
    @champadhali6746 5 месяцев назад +1

    Thank you so much sir🙏

  • @sulatabiswas6131
    @sulatabiswas6131 2 года назад +2

    আপনি সাহস দিয়েছিলেন দাদা ...... আমার ছাদে আটটি পুলিবেগুনের গাছে এতো বেগুন ফলেছে বেগুন কিনতে হয় নি ...... এমনকি মানুষকে বিতরণ করতেও পেরেছি .... এই আনন্দ জীবনে পাইনি ...... অনেক ধন্যবাদ আপনাকে ।
    সল্টলেক সিটি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      খুব খুব ভালো লাগলো। গাছপালা সত্যিই আমাদের প্রকৃত বন্ধু। এরা আমাদের সঙ্গে বেইমানি করে না। যেমন আপনি ভালোবাসবেন তেমন ওরা আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে।
      ভালো লাগলো এগিয়ে চলুন,
      ধন্যবাদ জানাই।
      আর একটা কথা গাছের গোড়ার মাটি শুকনো হলে সরিষার খোল পচানো জল দিয়ে যাবেন দশ দিন ছাড়া ছাড়া এখনো অনেক বেগুন পাবেন।

  • @biswajidas1957
    @biswajidas1957 2 года назад

    স্যার আপনি আমাদের ছাদ বাগানের অনুপ্রেরণা, তাই আপনার মতামত আমাদের আশির্বাদ। আপনার মঙ্গল কামনা করি,নমস্কার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই,
      ভালো থাকুন ,
      আর চলুন সকলে এগিয়ে চলি।
      এবার শীতের সবজির দিন এগিয়ে আসছে। ছাদ বাগান ভর্তি হোক শীতের ফসলে এটাই কামনা করবো।

  • @MrSouvik12
    @MrSouvik12 2 года назад +1

    স্যার Amistar top,Ridomil Gold আর Saaf 3 te ব্যবহার করি আপনি অনেকদিন আগেই বলেছিলেন, সত্যিই প্রচুর উপকার পেয়েছি I অনেকদিন পরে আবার একবার revise করতে পেরে এবং আরো নতুন কিছু জানতে পেরে খুব ভালো লাগলো I
    ভালো থাকবেন স্যার I প্রণাম নেবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অসংখ্য ধন্যবাদ জানাই,
      সপরিবারের ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন ।
      শুভকামনা রইল।

  • @rasikulislam9569
    @rasikulislam9569 2 года назад +1

    Sir আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।অনেক ‌কিছু শিখতে পারলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই ,
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sumitboral3745
    @sumitboral3745 Год назад

    Share করার জন্য ধন্যবাদ। কাকু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      আপনি ও সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @emranahmed4203
    @emranahmed4203 8 месяцев назад

    Beneficial video. Many thank dada. ❤❤❤❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  8 месяцев назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @monojibhattacharjee6635
    @monojibhattacharjee6635 2 года назад +1

    Onek onek onek onek dhonnobad ai video ta anar jhonno ❣❣❣❣❣❣

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 2 года назад +1

    এতোদিন পরে ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আজকের টিপস দারূন বোঝালেন ভালো থাকবেন দাদাভাই 👌🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আপনি ও ভালো থাকবেন দিদি।
      আমি একটা নতুন চ্যানেল খুলেছি সবেমাত্র একটা ভিডিও পোস্ট করেছি,
      গরীবের ভ্রমণ ,
      ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে। কম পয়সায় গরীব মানুষরা কিভাবে বেড়াতে যেতে পারবে সেই সব বিষয়ে আমি আস্তে আস্তে ভিডিও আনবো।

  • @rakhidasartistrygalaxy5315
    @rakhidasartistrygalaxy5315 2 года назад

    Khub sundar jankari pelam. Thank you apnake

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @Amiyasamanta11
    @Amiyasamanta11 2 года назад

    স্যার আমি তো সবকিছু মিলিয়ে রীলে করে চাষ করে চ্লচি এই বর্ষাতে ভালোই লাগছে সকলে এভাবে করুন আমরা সবাই মিলে একটা সুন্দর কৃষি বিভাগ গড়ে তুলি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      খুব খুব ভালো লাগলো।
      সত্যিই এইভাবে ই
      চললে ভবিষ্যৎ প্রজন্ম ও এর সুফল পাবে।

  • @joymohanta2571
    @joymohanta2571 2 года назад +1

    Darun video sir 🙏🙏🙏

  • @muktisharma8297
    @muktisharma8297 8 месяцев назад

    Khub sundar bolechen uncle

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  8 месяцев назад +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @subhradeepsahoo6488
    @subhradeepsahoo6488 2 года назад +1

    স্যার আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই।আপনি অনেক দিন বেঁচে থাকুন আমাদের অনেক কাজে লাগবে আপনাকে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @lakshmishreekonar168
    @lakshmishreekonar168 2 года назад

    Eto valo kore keu konodin poriyechhe boley mone porchhena
    Vison vison valo laglo o khubi upokari
    Porer video r jonyo bosey roilam

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @ashutoshroy2963
    @ashutoshroy2963 Год назад

    অনেকদিন পরে দেখলাম আপনার ভিডিও আপনি ভালো থাকবেন এখন আবার চাষাবাদ শুরু করেছি তো তাই আবার আপনার কথা সবসময় মনে রেখেই কাজ শুরু করতে চাই ভালো থাকবেন আপনি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আপনি ও সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @iamsanu5235
    @iamsanu5235 2 года назад

    Dadu tomar video sera onk kichu sekha gelo onk onk dhonnobad 🙏♥️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ভালো থেকো দাদু ভাই। আর চলো সকলে এগিয়ে চলি।

  • @sushantamondal3746
    @sushantamondal3746 2 года назад +1

    সুপ্রভাত স্যার🙏 জৈব পদ্ধতিতে পান চাষের প্রোনালী সম্বন্ধে একটি ছোট ভিডিও করলে বিশেষ উপকৃত হতাম 🙏 ।
    সুশান্ত মণ্ডল ডায়মন্ডহারবার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আচ্ছা সময় পেলে ভিডিও করার চেষ্টা করবো।
      আপাতত কোন রাসায়নিক সার দেওয়া চলবে না।
      সরিষার খইল বাদাম খইল বাইরে পচাতে হবে সাত থেকে আট দিন।
      তারপরে ব্যবহার করতে হবে। আর ট্রাইকোডারমা ভিরিডি ও সিউডোমোনাস পাউডার সাত দিন ছাড়া ছাড়া গাছের গোড়ায় ও পাতায় স্প্রে করে যাবেন।
      আর মাঝে মাঝে জৈব পি জি আর স্প্রে করবেন।

  • @alpanamondal4788
    @alpanamondal4788 2 года назад

    Khub bhalo vedio khub upoker hoy

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই দিদিমনি।
      ভালো থাকুন,
      আর এগিয়ে চলুন,
      এই কামনা করবো।

  • @tanmoydolai1896
    @tanmoydolai1896 2 года назад +1

    sir many many thanks for you.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অসংখ্য ধন্যবাদ জানাই।
      ভালো থাকুন ।
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @shsheemrun4001
    @shsheemrun4001 2 года назад +1

    দারুণ হয়েছে, স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @md.rasedulislam6704
    @md.rasedulislam6704 Год назад +1

    এরকম প্রতিটা ভিডিওতেই বাংলাদেশের কৃষকদের সমস্যার কথা মনে করে, পাশাপাশি সমাধান দিলে আমরা উপকৃত হবে।

  • @mdmokhlesur4002
    @mdmokhlesur4002 2 года назад

    অনেক অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sumantamahapatra4628
    @sumantamahapatra4628 2 года назад +1

    হ্যাঁ স্যার, আপনি অনেক টাই অনুপ্রেরণা।
    এরপরে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্বন্ধে অবশ্যই জানাবেন।
    প্রণাম নেবেন।

  • @mdeidu-jr8fr
    @mdeidu-jr8fr 2 года назад +1

    অসংখ্য ধন্যবাদ উপকারী পরামর্শ দিয়ে ভিড়িত পোস্ট করা জন্য।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
      আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করি।

  • @pradipgarai2991
    @pradipgarai2991 11 месяцев назад

    Sir.aapnar video dekhe onek kichu sikhechi & krishite safalota peyechi ❤❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  11 месяцев назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @biplabkarmakar1391
    @biplabkarmakar1391 Год назад

    আপনার কথা মত আমার লেবু গাছের গা থেকে আঠা বের হওয়া রোগ সারাতে পেরেছি। এখন হয়তো সময়ের অভাবে কমেন্ট এর উত্তর দিতে পারেন না। কিন্তু একটু কষ্ট করে দিলে খুব ভালো হয়। আপনার মত পরামর্শ দাতা খুব কম আছে। অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @tazulislam9360
    @tazulislam9360 Год назад

    love u sir From Bangladesh 🇧🇩

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এগুলো মনে রাখার চেষ্টা করবেন।
      তাহলে সারাজীবন ঠকতে হবে না।
      দোকানে গিয়ে সঠিক ওষুধ কিনতে পারবেন।

  • @sahadevjana3829
    @sahadevjana3829 2 года назад

    ধন্যবাদ জানাই আপনাকে খুব ভালো সময় ভিডিও আনার জন্য ভালো থাকবেন সপরী বার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      আপনারাও সপরিবারে ভালো থাকুন।

  • @mdasifalimondal2020
    @mdasifalimondal2020 2 года назад

    Khub sundor . Apni ei rog sankranto video gulo banan sir please.!!!!

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আসলে এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট কিন্তু অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন , ভিডিও ছোট করুন ।
      সেটাকে কেটে কেটে 12 মিনিট করা হয়েছে ।ফলে অনেক ওষুধের নাম ও অনেক দরকারী কথা বাদ চলে গেছে আমার কিছু করার নেই। খুব খারাপ লাগে। আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হবে , তাই ভালো করে বিষয়টা তো বুঝে নিতে হবে এই কথাটাই দর্শকদেরকে বোঝাতে পারছি না ।
      ভিডিও ছোট করা মানেই অনেক জিনিস বাদ পড়ে যাওয়া। আমার কিছু করার থাকে না।।

  • @mdrumanmia3482
    @mdrumanmia3482 10 месяцев назад

    ধন্যবাদ স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  10 месяцев назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @MdKhan-dn7lw
    @MdKhan-dn7lw 2 года назад

    দারুন লাগলো কাকু

    • @MdKhan-dn7lw
      @MdKhan-dn7lw 2 года назад

      বাংলাদেশ থেকে বলছি কাকু, পেয়ারা গাছে টিল ব্যাবহার করা যাবে

  • @nirmalgharai3532
    @nirmalgharai3532 2 года назад

    অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালো থাকুন সুস্থ থাকুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আপনারা ও সপরিবার ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি ।
      ধন্যবাদ।

  • @abhijitghosal2037
    @abhijitghosal2037 2 года назад

    বাহ।। বেশ সুন্দর হয়েছে।। ভালো বলছেন, আমি মাঝে মাঝে দেখি। শুভেচ্ছা রইল।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন।

  • @baponAndSumitra
    @baponAndSumitra 2 года назад +1

    কাকা ভিডিও টা খুব ভালো লাগলো ধন্যবাদ🙏💕 আপনাকে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই ,
      ভালো থেকো।
      আর চলো সকলে এগিয়ে চলি।

    • @baponAndSumitra
      @baponAndSumitra 2 года назад

      আর কবে ভিডিও ছারবেন

  • @chokheanguldada3652
    @chokheanguldada3652 Год назад

    অনেক ধন্যবাদ ডাক্তার বাবু।।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mdmostofa-qh1iz
    @mdmostofa-qh1iz 2 года назад +1

    সার বেগুনের গোড়া শুকানো রোগের জন্য কারবনডাজিম ভাল হবে নাকি রিডোমিল গোলড, বাংলাদেশ থেকে

  • @ebnasabit3923
    @ebnasabit3923 9 месяцев назад

    দারুণ

  • @amritendubera829
    @amritendubera829 2 года назад

    Sir anek respect and salute sir apni amader ekdom kacher dure thekeo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে সব পরিবারের ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @riyamondal2129
    @riyamondal2129 Год назад

    khub valo video sir darun .apni aro onek agia jan. valo thakben susto thakben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই।
      তোমরাও সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @sriharicharanmandal8553
    @sriharicharanmandal8553 2 года назад +1

    We have missed you for a long time, Thank you.

  • @rameshadhikary3397
    @rameshadhikary3397 Год назад +1

    স্যার, টবে বেদানা গাছের যত্ন ও পরিচর্যা কিভাবে করবো ও গাছের গ্রোথ কিভাবে করবো এই নিয়ে একটা ভিডিও করুন প্লীজ 🙏🙏🙏
    ধন্যবাদ!!!

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ঐ গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল দিয়ে যাবেন পনেরো দিন ছাড়া ছাড়া
      আর ৫০ গ্রাম Humicil G জৈব দানা সার
      অবশ্যই ব্যবহার করবেন।

  • @subratabera3794
    @subratabera3794 2 года назад

    Sir ajj ami apanar video first time dakhlam onak valo lagelo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থেকো,
      আর চলো সকলে এগিয়ে চলি।

  • @vivekmondal3488
    @vivekmondal3488 Год назад

    Sir , you are a genuine learned and experienced person. Pranam neben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @amarjitseth3389
    @amarjitseth3389 2 года назад +1

    Sir thank you for the valuable advice.your explanation capacity is too good.

  • @ranjandas227
    @ranjandas227 2 года назад +1

    নমঃস্কার স্যার 🙏 ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      সপরিবারে ভালো থাকুন ,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @Piudutta666
    @Piudutta666 2 года назад

    Apne khub vala manush and apnar vidio gulo amar khub vala laga

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই দিদিমনি ।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @dipayanroy9104
    @dipayanroy9104 Год назад

    ধন্যবাদ সুন্দর

  • @babulchandradas9498
    @babulchandradas9498 2 года назад

    নমস্কার সার আপনাকে অনেক ধন্যবাদ জানাই

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @MrIQBAL9696
    @MrIQBAL9696 Год назад

    অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর প্রাণবন্ত উপস্থাপনার জন্য।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।
      আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।

    • @MrIQBAL9696
      @MrIQBAL9696 Год назад

      @@farmingadviseranathhalder7579 ঈশ্বর যেন আপনাকে শতায়ু দান করেন স্যার।

  • @zidanmurmu5570
    @zidanmurmu5570 Год назад

    স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আপনাকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @shubhankarnaskar9355
    @shubhankarnaskar9355 2 года назад +1

    sir,আপনার video দেখার জন্য অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করে থাকি। আজ , অনেক দিনের অবসানের পর একটি অতি কাঙ্ক্ষিত video পেয়ে খুব খুশি হলাম। তবে এই ধরনের মূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি আর একটু বিশদে পর্যালোচনা করলে ভালো হয়।ঠিক আপনার শুরুর video গুলির মত, একটু lengthy ।দরকার হয় একাধিক part এ করুন।তাতে সময় লাগুক, যাদের শেখার ইচ্ছে আছে তারা ঠিক দেখবে।একটি voting session করুন না। যেদিকে percentage বেশি হবে সেইমতো video বানাবেন। অনেকেই তো করে। ভালো থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আসলে এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট। অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন সেজন্য কেটে কেটে এটা ১২ মিনিট করা হয়েছে ।
      দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ পড়ে গিয়েছে আর অনেক দরকারী কথাও বাদ পড়েছে। কিছু করার নেই কি বলবো।
      মানুষকে আমি বোঝাতেই পারছি না ।
      আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হবে,
      তাই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে তো,
      এই কথাটাই বুঝাতে পারছি না ,কি বলবো। ধন্যবাদ জানাই ,
      ভালো থাকুন ,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @shahinakther5955
    @shahinakther5955 2 года назад +1

    দাদা, আমার সালাম নিবেন। দাদা, আপনার সাউন্ড এর কোন রকমের সমস্যা হয় নি, খুব ভালো ভাবে বুঝতে পেরেছি। দাদা, আপনার এই একটা ভিডিও এর মাধ্যমে ই আমরা অনেক অনেক কিছু শিখে গেলাম। আপনি সব সময় আমার পরিবারের সদস্যদের জন্য আশীর্বাদ করেন সেটা আমার খুবই ভালো লাগে। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি সব সময় ভালো থাকার চেষ্টা করবেন কারণ আপনার ভালো থাকাটা আমাদের জন্য খুবই জরুরী আমরা মাঝে মাঝে এ ধরনের ভিডিও পেয়ে আপনার মাধ্যমে খুবই উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +2

      খুব ভালো লাগলো।
      তোমরাও সপরিবারে ভালো থেকো।
      আল্লাহ তোমাদের মঙ্গল করুন।

    • @shahinakther5955
      @shahinakther5955 2 года назад

      @@farmingadviseranathhalder7579 আপনার এই আশীর্বাদ এর হাত যেন সব সময় এইভাবে আমার মাথার উপরে থাকে ব্যাস আমি আর কিছুই চাই না। দাদা, আপনাকে ও যেন আল্লাহতালা সব সময় ভালো রাখে সপরিবারে।

  • @sahebmondal1658
    @sahebmondal1658 2 года назад +2

    স্যার, ভিডিও গুলো একটু long করুন। Details এ আলোচনা করুন। অনেক জিনিস বাদ পড়ে যাচ্ছে যেগুলো জানা খুব জরুরী...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ঠিক কথা বলেছো।
      এই ভিডিওটা হয়েছিল 18 মিনিট।
      অনেকে বলছেন ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন সেজন্য কেটে কেটে 12 মিনিট করা হয়েছে। এ জন্য অনেক ওষুধের নাম এবং অনেক দরকারী কথা বাদ পড়ে গেছে। কিছু করার নেই ।
      কি বলবো,
      মানুষকে বোঝাতেই পারছি না।
      আরে বাবা তুমি তো একটা ডাক্তার হবে গাছের ,
      ভালো করে জিনিসটা বুঝে নেবে না, এই কথাটা বোঝাতেই পারছিনা।

    • @mukulsannigrahi5747
      @mukulsannigrahi5747 2 года назад

      @@farmingadviseranathhalder7579 জেঠু যারা long video দেখতে চাইছে না তারা গাছের ডাক্তার হতেও চাইছে না, তাই বলছি কি যে, যে উদ্দেশ্যে আপনি ভিডিও বানাচ্ছেন সেটা যেন পূরন হয়। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন 🙏🏻

  • @arafatdhabak8530
    @arafatdhabak8530 2 года назад +1

    স্যার সবজির দাম কিভাবে ওঠা নামা করে এ বিষয়টি একটু বিস্তারিত বুঝতে চাই। স্যার একটি ভিডিও দিন খুব উপকার হবে। নইলে স্যার আমরা নতুন চাষী ক্ষতির মধ্যে পরে যাবো। 🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই অবশ্যই এই বিষয়েই জানাবো।
      কিভাবে এই বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন।

  • @mehedihasson4233
    @mehedihasson4233 Год назад +1

    ভাই বেগুন গাছে ফুলের কুড়ি আসছে এখন কি সার দিলে ভালো হয়। আর বেগুন গাছের কাটিং করা লাগবে

  • @jayasreebhattacharyya2283
    @jayasreebhattacharyya2283 2 года назад

    Dada onek din por video pelam. aj onek jinis shikhlam .valo thakben........didi

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দিদি।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sukumarhemram8317
    @sukumarhemram8317 2 года назад +1

    নমস্কার স্যার ভিডিও টা দেখে খুব ভাল হচ্ছে।
    স্যার গাঁদা গাছে সাফ আর লাল পটাশ এক সঙ্গে স্প্রে করা যাবে।

    • @sukumarhemram8317
      @sukumarhemram8317 2 года назад

      স্যার একটু বলবেন প্লিজ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      সাফ আর FMC কোম্পানির লেজেন্ড
      এটা খুব ভালো পটাশ সার
      একপাতা 45/50 টাকা দাম ,
      পনের লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা কম দামের লাল পটাশ প্রতি লিটার জলে ৩ গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন।

    • @sukumarhemram8317
      @sukumarhemram8317 2 года назад

      ধন্যবাদ স্যার

  • @olympiabose8054
    @olympiabose8054 2 года назад +1

    Sir anekdin por video dilen tai aktu besi birakta karchi khyama kore deben.amar tob r tomato gach gulo te anek tomato hoyeche 50/60 din r fal kintu size choto r peke laal hoye geche.gach gulo rog poka hoye geche bole pgr di ni.sudhu nim,sarse khol diyechi.r badam sarse paste pochano jal 2 bar diyechi,kolar khosa guro,bhat r mar jol misiye diyechi.r chaal dhoya jal di majhe majhe.kichu dile ki porerfal gulobaro hbe?npk 0.52.34 diye ki kaaj hbe?kichu vul kore felle aktu bole deben.sabji protham bar korchi

  • @p.garden494
    @p.garden494 2 года назад

    খুব সুন্দর। দারুন উপকারী পদ্ধতি বলেছেন। আচ্ছা অনাথ বাবু।আমার কাছে শুধু এমিষ্টা আছে।ওটার ডোজটা বলবেন।এক লি:জলে কতটা পরিমাণ দেব। ধন্যবাদ 🙏🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      কোন গাছে ব্যবহার করবেন তারপর নির্ভর করে যেমন বেগুনে যদি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক মিলি ,
      আবার যদি আপনি ঝিঙা ,করলা বা চিচিঙ্গাতে ব্যবহার করেন তাদের দশ লিটার জলে ৬ মিলি অর্থাৎ হাফ মিলির একটু বেশি ।
      বেশি এই ওষুধ দিলে পাতা পুড়ে যায়।

    • @p.garden494
      @p.garden494 2 года назад

      অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏

  • @mujaffarmondal2326
    @mujaffarmondal2326 2 года назад +1

    Thank you sar

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন,
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @sumitachatterjee9310
    @sumitachatterjee9310 Год назад +1

    নমস্কার স্যার, কিছু জানবার ছিল একটু সাহায্য করবেন please ।
    ১,১৩:০০:৪৫ ফল গাছে স্প্রে করা যায়?
    ২,১৩:০০:৪৫ এবং এপসন সল্ট এক সাথে মিশিয়ে স্প্রে করা যায়? ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      13 : 0 : 45 এই সারটা সহজে জলে মিশে যাবে তো ? যদি যায় তাহলে
      এপসম সল্ট ও ঐ সার একসঙ্গে স্প্রে করা যাবে।
      তবে স্প্রে করার জন্য সব সময় Aries কোম্পানির Macro Fert
      অর্থাৎ এন পি কে কুড়ি : কুড়ি : কুড়ি
      প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ।

  • @fruitsflowers1165
    @fruitsflowers1165 2 года назад

    দারুণ... eagerly waiting for u

  • @sanjidarahman3519
    @sanjidarahman3519 Год назад

    আসসালামু আলাইকুম
    আমি বাংলাদেশ থেকে বলতেছি,
    আমি কৃষি নিয়ে পড়াশোনা করতেছি
    স্যার আপনার কাছ থেকে প্রতিনিয়ত প্রশিক্ষণ নেওয়ার কোনো ব্যবস্থা থাকলে জানাইয়েন,,, আমি শিখতে চাচ্ছি আপনার কাছ থেকে নিজে কে দেশের কৃষক ভাই- বোনদের জন্য তৈরি করতে চাচ্ছি আপনার সহযোগিতা কামনা করতেছি স্যার
    অগ্রিম ধন্যবাদ
    আসসালামু আলাইকুম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      খুব ভালো প্রচেষ্টা ।ধন্যবাদ জানাই। প্রতি মুহূর্তে এগিয়ে চলার সাফল্য কামনা করি, আল্লাহ তোমার মঙ্গল করুন ।
      আমি মনে করি আমার ভিডিওগুলো মন দিয়ে তুমি দেখতে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবে। মানুষের জন্য কাজ করে যাও। উপরে আল্লাহ আছেন তিনি নিশ্চিত তোমাকে সাহায্য করবেন।
      তারপর আমার ভিডিওগুলো তুমি দেখতে থাকো অবশ্যই সফল হবে।
      কথা দিলাম।

  • @nasiruddinmollik9467
    @nasiruddinmollik9467 Год назад

    খুবই ভালো লাগলো ধন্যবাদ দাদা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ ও সমাধান
      নিয়ে ভিডিও আনবো। অবশ্যই অবশ্যই দেখবেন।

  • @somnathpal2603
    @somnathpal2603 2 года назад

    Sir apni video korben apnar opakhai thaki apni mohan apnar jonnoi chad bagan korachi

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,
      ভালো থাকুন।
      আসলে আমি একটা কাজের মধ্যে জড়িয়ে আছি,
      এজন্য ঘন ঘন ভিডিও করতে অসুবিধা হয়।আমি চেষ্টা করবো আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাব।
      আবার বলবো সঙ্গে থাকুন ,
      সপরিবারে ভালো থাকুন,
      এই কামনা করবো।

  • @partha_plethorapedia
    @partha_plethorapedia 4 месяца назад

    Thank you

  • @souravroy8444
    @souravroy8444 2 года назад +2

    স্যার ভোলিয়াম ফেক্সি বটবটি গাছে দেয়া যাবে, লেদার পোকা জন্য ‌কাজ করবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      খুব খুব ভালো কাজ করবে ।
      ১০ লিটার জলে 7 মিলি মিশিয়ে স্প্রে করে দিন।

  • @PRoy-sf9zm
    @PRoy-sf9zm 2 года назад +2

    স্যার , ট্রাইকোডারমাভিরিডি ব্যবহারের কত দিন আগে ও পরে অন্যান্য ওষুধ ব্যাবহার করা যাবে ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      চার দিন পর অন্য ওষুধ ব্যবহার করতে পারেন।

  • @dhananjaysardar6919
    @dhananjaysardar6919 2 года назад +1

    ফিক্ল সুপারের গুনাগুন জানালে খুবই উপকৃত হতাম। যে কোনো সবজির চারাগাছ মাটি থেকে বেরোনোর পর প্রথম প্সে হিসেবে টাইকোডারমা ভিরিডি প্সে করি তাহলে কিছু উপকারীতা আছে কি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      যদি জৈবভাবে চাষ করেন অবশ্যই প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ট্রাইকোডারমা ভিরিডি মিশিয়ে স্প্রে করবেন।
      Flick super ভালো ছত্রাক নাশক ওষুধ।
      প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করতে হয় ।
      300 গ্রামের দাম 1000 টাকার মতো।
      সমস্ত ফসলে স্প্রে করা যায়। তবে ফুল এলে ব্যবহার করা ঠিক হবে না ফুল ঝরে যেতে পারে। এটা krishi Rasayan কোম্পানির তৈরি ওষুধ।

  • @pintu01-
    @pintu01- 2 года назад +1

    Thank you sir

  • @avoypattanayak6343
    @avoypattanayak6343 2 года назад +1

    sir. আপনার শরীর ভালো আছে তো?
    শিখেছি অনেক আরো শিখবো, কিন্তু আপনি ভালো থাকুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ ভালো আছি ।আপনারা ও সবাই ভালো থাকুন।
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @tarunchakraborty5335
    @tarunchakraborty5335 2 года назад +1

    Hydroponic system নিয়ে কিছু বলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      এক কথায় বলা যায় মাটি ছাড়া ,
      জলের মধ্যেই গাছের খাবার মিশিয়ে সেখানেই ফসল চাষ করা।
      আমি সুযোগ পেলে ভিডিও করার চেষ্টা করবো।
      আসলে আমি এখনো একটা বড়ো জায়গায় কাজ করছি।এখানে প্রচুর
      কাজের চাপ। এজন্য ভিডিও করতে ও সমস্যা হয়‌।সুযোগ পেলে মাঝে মাঝে
      ভিডিও আনি।
      আপনারা ভালো থাকুন, আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @bollovpur2490
    @bollovpur2490 Год назад

    verry good

  • @khokon2000
    @khokon2000 2 года назад +1

    দাদা আমি জার্মান থেকে বলছি, গত বছর সামারে আমি লাউ চাষ করেছি বেশ ভালোই লাউ হয়েছিল। কিন্তু এবার ৩জি কাটিং দিয়ে প্রথম দিকে কিছু স্ত্রী ফুল এবং কয়েকটা লাউ হলেও, গত এক মাস ধরে লাউ গাছে কোন পুরুষ কিংবা স্ত্রী ফুল নেই। আমি অধিকাংশ ক্ষেত্রে হাতেই পরাগায়ন করি। উত্তর টা জানালে খুবই খুশি হতাম। এই থাকুন যত দূরেই থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ওখানে যে পি জি আর
      আছে প্রতি লিটার পানিতে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া তিন বার।
      আর গাছের গোড়ার মাটি শুকনো থাকলে সরিষার খোল পচানো পানি দিয়ে যাবেন 7/8 দিন ছাড়া ছাড়া।

    • @khokon2000
      @khokon2000 2 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। P G R কি? যদি এব্রিবিয়েসনটা পাঠাতেন কিংবা কেমিক্যাল নামটা, তাহলে আমি এখানে খুঁজে দেখতে পারতাম।

  • @rajibmal3466
    @rajibmal3466 Год назад

    Anek din por por video dile cholbena sir........jmn e video hok....week te 1ta video chaiiiiiiiiiii...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আসলে আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছি এই জন্য ভিডিও আনতে খুব অসুবিধা হচ্ছে।
      তবে চেষ্টা করছি ভিডিও আনতে।

  • @bikramghosh5660
    @bikramghosh5660 2 года назад +1

    Profex super আর saaf powder একসাথে স্প্রে করলে কাজ হবে

  • @debasishInda
    @debasishInda 2 года назад +1

    Nematode নিয়ে একটি ভিডিও করুন। ছাদ বাগানিদের খুবই দুরবস্থা শুরু হয়েছে। 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      কালমেঘ মাদার হোমিওপ্যাথিক ওষুধ প্রতি লিটার জলে পাঁচ মিলি মিশিয়ে ঐ
      জল গাছের গোড়ায় ঢালবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
      আর এই বিষয় নিয়ে আমি ভিডিও আনার চেষ্টা করবো।

    • @debasishInda
      @debasishInda 2 года назад +1

      @@farmingadviseranathhalder7579 স্যার, আপনি আমাদের প্রনম্য। আপনার এক একটি ভিডিও যেন এক একটি class। অনেক কিছু শেখা যায়। আপনি আপনার মতো ভিডিও করুন। সেটা যত মিনিটের হোক না কেন। যারা ভিডিও ছোট করার জন্য বলে, হয় তাদের ধর্য্য নেই, নয়তো কিছু শিখতে চায় না। আপনার ভিডিও দেখার পর আমি অনেক ভিডিও ডাউনলোড করে রাখি। পরে খাতায় note করে নিই কীটনাশক , সার , কোনটা কত পরিমাণ লাগবে। আর যখন ভিডিওটি শেষ হয়ে যায় মনে হয় , ইস শেষ হয়ে গেল ! আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ❤️❤️❤️🙏🙏🙏

  • @sauravtaps7231
    @sauravtaps7231 2 года назад

    Sir anekdin por video dilen valo laglo.kolkata te to mati besi pawa jayna.tai tob e half sabji khosa r half vermi diye ki bel ful joba ful r choto chara bosate pari?naki sabji khosa decompost hole por basate parbo.aktu bolven please

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      খোসা গুলো পচে গিয়ে জৈব সারে
      রূপান্তরিত হলে তবেই ব্যবহার করবেন।
      আর ওই ভার্মি কম্পোস্টের সঙ্গে এক মুঠো মাটি ছড়িয়ে দেবেন তবে ভালো কাজ পাবেন।