অজস্র ধন্যবাদ - সীমাহীন জ্ঞানের সান্নিধ্যে আসতে পারার জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। এর আগেও আপনার ভিডিও গুলি দেখে মুগ্ধ হয়েছি, কত জটিল জিনিসকেও সহজ সরলতার মধ্যে দিয়ে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন - নূন্যতম খরচের মধ্যে দিয়েও সমাধান সম্ভব 🙏🙏🙏
শ্রী চরণেষু দাদাভাই, সর্ব প্রথমে ছোট ভাইটির পক্ষ থেকে আপনাকে ও আপনার শুভানুধ্যায়ী প্রিয়জনদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আশা করি পরমেশ্বরের অসীম কৃপা বর্ষণে পরিবারের সবাইকে নিয়ে কুশলেই আছেন। আপনার বাচনভঙ্গিমা ও বোঝানোর কৌশল আমার ভীষণ ভাল লাগে। অত্যন্ত সহজ সরল ভাষায় আপনি চাষবাস সংক্রান্ত বিষয়গুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন যা শ্রোতাদের মন খুব সহজেই জয় করে নেয় বলে আমার অভিমত। শোষক পোকা নিধনের উপায় সম্পর্কে আপনি যে ভিডিওটা প্রকাশ করেছেন তা অনুধাবন করে আমি ধন্য হলাম দাদাভাই। আপনার পরিবেশিত এমন কোন ভিডিও এখনও পাইনি যা অনুসরণ করে আমি বিফল হয়েছি। পরিশেষে ঈশ্বরের কাছে আপনার ও আপনার পরিবারের সুস্থতা ও সুদীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। 🙏
@Farming adviser Anath Halder স্যার সিম ঝিঙে শসা যে ভিডিও টা বানিয়েছেন তার সময় টা যদি সম্পুর্ণ বলেন উপকৃত হব কারণ আমার জমি রেডি করে রাখা আছে শুধুমাত্র জানার অভাবে হচ্ছে না দয়া করে একটু আলোচনা করেন ভালো হয়
আমি প্রথম যখন ইউটিউব চ্যানেলে আসি শুধু একটা কথাই বলেছিলাম আমার দর্শক বন্ধুদেরকে যে সত্যি সত্যি যদি আমার সমস্ত ভিডিও গুলো দেখেন তাহলে একজন পাক্কা কৃষিবিদ তৈরি হবেন, কথা দিলাম। সেই কথা রাখতেই আমি কাজে নেমেছি এখনো অনেক ভিডিও আমার পোস্টিং করতে বাকি আছে ।এই সব ভিডিও গুলো দেখতে থাকুন আর নিজেরাই অনেক এগিয়ে চলুন। ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করছি।
ছিপি বন্ধ করে রাখবেন না কখনো। আর গুড় জল দিয়ে 15 দিন পরে ওই জলটা কিছু ব্যবহার করবেন আবার কিছু জল যে অবশিষ্ট থাকবে ওর সঙ্গে আবার গুড় জল দিয়ে বাড়িয়ে চলবেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি। আমি ভালো আছি। এখন আমি আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের কে চাষের মাধ্যমে সচ্ছল করে তোলার জন্য কাজ করছি। বাঁকুড়ার কাছাকাছি একটা জায়গায় আছি। আমি ভিডিওতে দেখাবো হাজার হাজার চাষীকে আমি আয় রোজগারের পথ দেখাচ্ছি। আপনারাও ভিডিও দেখে এগিয়ে চলুন পরিবারকে সচ্ছল করুন।
স্যার আপনার ভিডিও গুলো দেখে আমরা অনেক কিছু জানতে পারি খুব ভালো লাগে ভিডিও গুলো দেখে। আপনার কাছে অনুরোধ করছি। Seganta কোম্পানির Pragaus কিটনাসকের একটি ভিডিও আনার জন্য।
তাছাড়া আপনি প্রতি লিটার জলে 8/10 কাঁচা লঙ্কা ও রসুন 40 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন পর পর তিন দিন সাদা মাছির উপদ্রব অবশ্যই কম হবে। লঙ্কা ও রসুন মিক্সার মেশিনে আগে পেস্ট করে নেবেন তারপরে ভালো করে জলে মিশিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার সিম ঝিঙে শসা যে ভিডিও টা বানিয়েছেন তার সময় টা যদি সম্পুর্ণ বলেন উপকৃত হব কারণ আমার জমি রেডি করে রাখা আছে শুধুমাত্র জানার অভাবে হচ্ছে না দয়া করে একটু আলোচনা করেন ভালো হয়
ফলের চারা আমি বসাবো তার ভিডিওটা আমি আনবো এবং গাছের পরিচর্যার ভিডিওটা আমি করব এই বৃষ্টিটা থেমে যাক ওই ভিডিও দেখলে সব বুঝতে পারবেন ভালো থাকুন এগিয়ে চলুন, ধন্যবাদ।
জৈব ওষুধ রিপেল প্রতি লিটার পানিতে দুই মিলি সেই সঙ্গে কম দামের ওষুধ Lancer Gold আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় দু দিন ছাড়া ছাড়া তিন বার।
@@farmingadviseranathhalder7579 আপনি অনেক বিস্তারিত বলেন ও খুব বুঝিয়ে ও গুছিয়ে বলেন তাই বাংলাদেশের ইউটিউবারের কথা শুনার চেয়ে আপনার কথা শুনি বেশী। আপনাকে কি দিয়ে ধন্যবাদ দিবো সেটা আমার জানা নেই। বাংলাদেশে কিভাবে waste Decomposer ghaziabad পাবো? একটা সহজ পদ্ধতি বলুন! আমার ইমেল circuitrana@gmail.com
লিচুর তো সময় শেষ হয়ে এলো। এখন ফলটা একটু বড়ো ও চকচকে করার জন্য বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে পাঁচ দিন ছাড়া দুবার।
আপনার সব ভিডিও ডাউনলোড করে দেখেছি।আপনার সাজেষন খুবই ভালো। একটা বিষয় জানতে চাই।নিম তেলের সাথে অন্য কোন তেল ব্যেবহার করা যাবে কি না।আর নিম তেলের সাতে কি পানি ব্যেবহার করবো না শুধু তেল।
অজস্র প্রণাম জানাই জেঠু আপনি চাষীদের প্রকৃত অভিভাবক। আমার নিজস্ব জমি নেই,ঠিকা চাষ করি রোগ পোকার কারণে লাভ করতে পারিনি আশা হারিয়ে ছিলাম, আপনার শলাপরামর্শ শুনে চাষের প্রতি আস্থা ফিরে আসছে।
অজস্র ধন্যবাদ - সীমাহীন জ্ঞানের সান্নিধ্যে আসতে পারার জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। এর আগেও আপনার ভিডিও গুলি দেখে মুগ্ধ হয়েছি, কত জটিল জিনিসকেও সহজ সরলতার মধ্যে দিয়ে হাতে কলমে
দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন - নূন্যতম খরচের মধ্যে দিয়েও সমাধান সম্ভব 🙏🙏🙏
P
1:37
❤588@@FgjffGujj
খুব ধন্যবাদ স্যার ,সুন্দর একটা পরামর্শ দেবার জন্য.
ধন্যবাদ জানাই সপরিবারে ভালো থাকুন।
স্যার সাদা মাছি মারার সম্বন্ধে খুব সুন্দর টিপস দিয়েছেন 👍
সত্যি অসম্ভব সুন্দর আলোচনা। অনেক কিছু শিখলাম আপনার আলোচনা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
খুব সুন্দর করে বোঝান আপনি... Thanks sir... প্রণাম নেবেন 💝
অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম ধন্যবাদ ❤❤❤।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
খুব উপকারি একটি ভিডিও দেখালেন। প্রনাম ভালো থাকবেন সাবধানে থাকবেন। 👌👌👌
আপনারা ও সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো।
আমি বাংলাদেশ থেকে বলছি চাচা অনেক সুন্দর ভাবে বুঝাতে পারেন ধন্যবাদ চাচা
অসংখ্য ধন্যবাদ স্যার।
খুব খুব খুব উপকারী একটি ভিডিও।
প্রথম লাইক প্রথম কমেন্ট।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো।
শ্রী চরণেষু দাদাভাই,
সর্ব প্রথমে ছোট ভাইটির পক্ষ থেকে আপনাকে ও আপনার শুভানুধ্যায়ী প্রিয়জনদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আশা করি পরমেশ্বরের অসীম কৃপা বর্ষণে পরিবারের সবাইকে নিয়ে কুশলেই আছেন।
আপনার বাচনভঙ্গিমা ও বোঝানোর কৌশল আমার ভীষণ ভাল লাগে। অত্যন্ত সহজ সরল ভাষায় আপনি চাষবাস সংক্রান্ত বিষয়গুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন যা শ্রোতাদের মন খুব সহজেই জয় করে নেয় বলে আমার অভিমত। শোষক পোকা নিধনের উপায় সম্পর্কে আপনি যে ভিডিওটা প্রকাশ করেছেন তা অনুধাবন করে আমি ধন্য হলাম দাদাভাই। আপনার পরিবেশিত এমন কোন ভিডিও এখনও পাইনি যা অনুসরণ করে আমি বিফল হয়েছি।
পরিশেষে ঈশ্বরের কাছে আপনার ও আপনার পরিবারের সুস্থতা ও সুদীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। 🙏
সুপ্রভাত,
সকালেই আপনারও আপনার পরিবারের সকলের কুশল কামনা করি,
ভালো থাকুন আর এগিয়ে চলুন। আপনাদের এগিয়ে চলার আন্তরিক শুভেচ্ছা রইল।
স্যার বাংলাদেশ থেকে আশীর্বাদ রইল।আপনার দীর্ঘআয়ু কামনা করি
আপনিও ভালো থাকুন ।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
অমাগ আশিবাদ মানে কি দুয়া বলবি
Gadha...
বাংলাদেশ থেকে, সঠিক পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ।
খুব ভালো লাগলো স্যার অনেক দিন পর white fly নিয়ে video খুব ভালো লাগলো স্যার। নমস্কার নেবেন, ভালো থাকবেন স্যার ॥🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
তোমরাও সপরিবারে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করবো।
স্যার, আমি বাংলাদেশ থেকে দেখছি ,অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Amar pronam neben sir❤❤apni oshadharon❤❤
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
অনেক কিছু জানতে পারলাম
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ স্যার খুব ভাল থাকুন সুস্থ থাকুন
আপনারাও সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো।
Sir আপনার প্রতিটা কথা অসাধারন জ্ঞানে পরিপূুর্ন৷ আন্তরিক ভাবে শুভকামনা জানাই৷
আপনারা সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো ,ধন্যবাদ।
দাদা আমার পোটলে সাদা মাছি লাগছে কুরি নষ্ট হয়ে জাচছে। সাদা মাছির জন্য কারটাপ 50 এস পি দিলে কাজ হবে বলেন। এক লিটার পানিতে কত গ্রাম ঔষধ দিব বলেন।
স্যার আপনি পেঁপে চাষ নিয়ে একটা বড় বিস্তারিত ভাবে আলোচনা করুন।
হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করছি।
@Farming adviser Anath Halder স্যার সিম ঝিঙে শসা যে ভিডিও টা বানিয়েছেন তার সময় টা যদি সম্পুর্ণ বলেন উপকৃত হব কারণ আমার জমি রেডি করে রাখা আছে শুধুমাত্র জানার অভাবে হচ্ছে না দয়া করে একটু আলোচনা করেন ভালো হয়
আমি শসা চাষি। বাংলাদেশ থেকে আপনার উপদেশ গুলো শুনি। ধন্যবাদ স্যার।
সোনার বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি ।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
স্যার আপনি স্টিকার নিয়ে একটি ভিডিও বানাবেন বলেছিলেন,ঘরে তৈরি ।সেটা নিয়ে ভিডিও করলে একটু উপকৃত হোতাম
হ্যাঁ অবশ্যই করে দেখাবো ধন্যবাদ।
@@farmingadviseranathhalder7579 is good
আমি আপনার ভিডিও গুলো দেখি । খুব ভালো লাগে। নতুন নতুন জিনিস জানতে পারি ।❤️❤️❤️
আমি প্রথম যখন ইউটিউব চ্যানেলে আসি শুধু একটা কথাই বলেছিলাম আমার দর্শক বন্ধুদেরকে যে সত্যি সত্যি যদি আমার সমস্ত ভিডিও গুলো দেখেন তাহলে একজন পাক্কা কৃষিবিদ তৈরি হবেন, কথা দিলাম। সেই কথা রাখতেই আমি কাজে নেমেছি এখনো অনেক ভিডিও আমার পোস্টিং করতে বাকি আছে ।এই সব ভিডিও গুলো দেখতে থাকুন আর নিজেরাই অনেক এগিয়ে চলুন। ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করছি।
ধন্যবাদ দাদা, বেগুন চাষের ডগা ছিদ্রকারী পোকার প্রতিকার সম্পর্কে জানতে চাই । আগের পরামর্শে কাজ হচ্ছে না
Belt expert(Bayer)
বেল্ট এক্সপার্ট প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন। 5 দিন ছাড়া দুবার করবেন।
Dada bagun lole pokar ke korbo
শুনে ভালো লাগলো, try করবো।
করে দেখুন উপকার পাবেন।
যেমন বলেছি ঐভাবে করে দেখুন নিশ্চিত উপকার পাবেন
স্যার পেপে চাষ নিয়ে পূর্নাঙ্গ ভিডিও চাই
করোণা সমস্যাটা মিটুক আমি নিশ্চয়ই দেখাবো।
Thank you sir...
অনেক উপকৃত হলাম ...প্রণাম নেবেন🙏
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না ..আপাতত দূর থেকেই প্রণাম নিন স্যার ॥
ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
আপনার জন্য দোয়া ও শুভকামনা
Sir thimethoxam ar dimethoate এই দুট এক সঙ্গে ব্যাবহার করা যায় ❓
সুমিটোমোর ওষুধ খুব ভালো কাজ করে
স্যার পাতিলেবু পাতা কুঁকড়ে যাচ্ছে ঔষধ কী দেব বলুন।
বাংলাদেশ থেকে দাদাকে সাগতম উপকিত হইলাম
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 apnar contact number ta din please
❤️❤️❤️❤️👍
sir sundor vabe bujhalen.apnar kache theke aro sundor sundor tips jante chai
চেষ্টা করবো ভিডিও করতে।
স্যার আমার কাছে citronella আছে ওটা ব্যাবহার করলে সাদা মাছি যাবে ?
হ্যাঁ এটা অবশ্যই ব্যবহার করবেন একটু বেশি পরিমাণে দিয়ে জলে ফুটিয়ে নিয়ে এ স্প্রে করবেন।
না একেবারে যায় না।আমি অনেক বার ব্যবহার করেছি।
অতি প্রয়োজনীয় ভিডিও 🙏🙏
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
নমস্কার
W dicomposer তৈরী জল কত দিন ভাল থাকবে? বোতলে ছিপি বন্ধ করে কি ৬ মাসের বেশী রাখা যাবে?
দয়া করে জানাবেন,
ওয়েস্ট ডিকম্পোজার জল সংরক্ষণ সংক্রান্ত একই প্রশ্ন আমারও। দয়া করে উত্তর দিলে উপকৃত হবো।
ছিপি বন্ধ করে রাখবেন না কখনো। আর গুড় জল দিয়ে 15 দিন পরে ওই জলটা কিছু ব্যবহার করবেন আবার কিছু জল যে অবশিষ্ট থাকবে ওর সঙ্গে আবার গুড় জল দিয়ে বাড়িয়ে চলবেন।
@@farmingadviseranathhalder7579 আপনাকে অসংখ্য ধন্যবাদ।
I love you very much sir... Thank you very much.
Please sir স্ত্রী পুরুষ পেপে বীজ চেনবার video টা করুন।পাকা পেপে শেষ হয়ে আসছে
হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো।
Mobile no ta deben dada. Khub darkar
Apnar kotha bolar vongi khub valo lage
নিম তেল হিসাবে যদি আমি নিম ফল থেকে তেল বার করে ব্যবহার করি তাহলে কাজ করবে।এবং ওটা কত ppm হবে।
আর তেলে জলে মিক্স হবে কি করে।
খনি থেকে উৎপাদিত তেল জলে মিশ্রিত হয় না , কিন্তু যে কোন গাছের বীজ থেকে উৎপাদিত তেল জলের সঙ্গে মিশ্রিত হয় । *******
Ami Rangamati Bangladesh theke dekhchi
👍
অসাধারণ কথা কাকু
ধন্যবাদ জানাই ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
কাকু আপনার বাড়ি কুথায় একটু জানাবেন
আপনার নামবারটা দিবেন
🇧🇩♥️🇧🇩
অনেক ধন্যবাদ স্যার
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
খুব ভালো তথ্য পেলাম।
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
ঘরোয়া পদ্ধতি বলায়,
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Babu. Huge. Experience
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর চলুন সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
Oboron khub valo kaj kor6e
ধন্যবাদ জানাই ভাল কথা বলেছেন ।
স্যার যথার্থ বলেছেন।
তাছাড়া আপনার ভিডিওগুলো তথ্যবহুল।
অন্তত কাউকে পরামর্শতো দিতে পারবো।
Dear Dada thank-you very much for your good information (From Bangladesh
স্যার করলা গাছের শোষক পোকার জন্যে এই গরমে সবথেকে ভালো কোন ওষুধ হবে???
অসংখ্য ধন্যবাদ কাকু 🙏🏼 আমার প্রণাম নিবেন 🙏🏼
ধন্যবাদ জানাই ।ভালো থেকো।
Onk sundor bollen
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
Sir nomoskar neben.apne valo thakben.jay Kisan Jay bharat Jay Jagannath
ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করবো।
দারুন ভিডিও । খুব উপকৃত হলাম
ভিডিওটি ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই
Very very thanks sir
ধন্যবাদ জানাই।
Nomoshkar . Kemon achen dada? Onek din Kotha Hoy na. Vedio ta khub bhalo legeche. Thank you, dada.
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
আমি ভালো আছি।
এখন আমি আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের কে চাষের মাধ্যমে সচ্ছল করে তোলার জন্য কাজ করছি। বাঁকুড়ার কাছাকাছি একটা জায়গায় আছি।
আমি ভিডিওতে দেখাবো হাজার হাজার চাষীকে আমি আয় রোজগারের পথ দেখাচ্ছি। আপনারাও ভিডিও দেখে এগিয়ে চলুন পরিবারকে সচ্ছল করুন।
Thank you dada.
dhonnobad...dada
অনেকের অজানা ছিলো।।
ধন্যবাদ জানাই ভাল থাকুন। আর চলুন সকলে এগিয়ে চলি।
খুব কার্যকরী ভিডিও ।
ধন্যবাদ।
Bah darun
Sir, plantic এর ব্যাপারে একটু বলুন
অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ স্যার ❤️❤️🙏🙏। আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই।
আপনারাও ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
স্যার আপনার ভিডিও গুলো দেখে আমরা অনেক কিছু জানতে পারি খুব ভালো লাগে ভিডিও গুলো দেখে। আপনার কাছে অনুরোধ করছি। Seganta কোম্পানির Pragaus কিটনাসকের একটি ভিডিও আনার জন্য।
পেগাসাস ( ডায়াফেনথিউরন) নিয়ে পরে
ভিডিও করবো।
স্যার খুবভালো সাদা মাছি তারানোর পদ্বতিটি জানানোর জন্য স্যর আপনি যুগ যুগ বেঁচে থাকবেন আমাদের এই ঘরোয়া সখের চাসিদের জন্য ধন্যবাদ
তাছাড়া আপনি প্রতি লিটার জলে 8/10 কাঁচা লঙ্কা ও রসুন 40 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন পর পর তিন দিন সাদা মাছির উপদ্রব অবশ্যই কম হবে। লঙ্কা ও রসুন
মিক্সার মেশিনে আগে পেস্ট করে নেবেন তারপরে ভালো করে জলে মিশিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করবেন।
khub valo
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থেকো এই কামনা করবো।
ধন্য বাদ
Sir, Ami akjon choto chasi (Begun+ potol) apnar video gulo deakhi.. Apnar kotha sune jomitheke "sadamachi" tarate pere6i...
Bt ukon poka kichuteai tarate par6ina jodi apni aktu bolen darun upokar hoy.. ( sob Brinjal er pata kukre ge6e)
খুব ভালো লাগলো
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন ,এই কামনা করবো।
sir is best
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার সাহস নামের একটি জৈব আছে খুব ভালো কাজ করছে
হ্যাঁ ওটা অনেক পুরানো ওষুধ। ওটাও ব্যবহার করতে পারেন।
@@farmingadviseranathhalder7579 স্যার সিম ঝিঙে শসা যে ভিডিও টা বানিয়েছেন তার সময় টা যদি সম্পুর্ণ বলেন উপকৃত হব কারণ আমার জমি রেডি করে রাখা আছে শুধুমাত্র জানার অভাবে হচ্ছে না দয়া করে একটু আলোচনা করেন ভালো হয়
স্যার! আমি সকল সময়ই জৈব চাষের পক্ষে। আপনার টিপস্ গুলো অনেক ভাল লাগে। দয়া করে প্রতিটি ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতির একটি করে টিপস্ রাখলে আমরা উপকৃত হব।।
ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
Most valuable advice.God bless you. Thanks so much from Bangladesh.
Many thanks to you for watching my video.
May God bless you also.
Very good idea thanks
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
ধন্যবাদ sir ভালো থাকবেন ।
আপনারাও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
Dada onek helpful video 👍
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
Apner kach theke answer paoya seto onek boro baper. Thanks for your helpful advice 👍🌱❤️
Fal chitra rod korar osud ki bolun
Sir, Chade tobe fol gacher upor ekta video banan..
ফলের চারা আমি বসাবো তার ভিডিওটা আমি আনবো এবং গাছের পরিচর্যার ভিডিওটা আমি করব এই বৃষ্টিটা থেমে যাক ওই ভিডিও দেখলে সব বুঝতে পারবেন ভালো থাকুন এগিয়ে চলুন, ধন্যবাদ।
গরুর খামার থেকে মাাছি তারানোর কি উপায় অাছে
জৈব ওষুধ রিপেল প্রতি লিটার পানিতে দুই মিলি সেই সঙ্গে কম দামের ওষুধ Lancer Gold আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় দু দিন ছাড়া ছাড়া তিন বার।
আমরা গোল মরিচ বলতে গোল মরিচই বুঝি, কাঁচা মরিচ নয়!!! ভাল হয়েছে যারা জানে না তাদের জন্য ভাল হয়েছে।
বাংলাদেশের সকলে কিন্তু মরিচ মানে লঙ্কা গাছকে বলে এইজন্যই বলেছিলাম। ধন্যবাদ জানাই ,ভালো থাকুন।
@@farmingadviseranathhalder7579 আপনি অনেক বিস্তারিত বলেন ও খুব বুঝিয়ে ও গুছিয়ে বলেন তাই বাংলাদেশের ইউটিউবারের কথা শুনার চেয়ে আপনার কথা শুনি বেশী। আপনাকে কি দিয়ে ধন্যবাদ দিবো সেটা আমার জানা নেই। বাংলাদেশে কিভাবে waste Decomposer ghaziabad পাবো? একটা সহজ পদ্ধতি বলুন! আমার ইমেল circuitrana@gmail.com
ধন্যবাদ,গাজর চাষের সঠিক সময় কখন।
Good video sir thank you
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
প্রণাম নেবেন স্যার 🙏🙏🙏
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
Dada,apni excellent,ami khali apnar video gulo dekhi ,
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করছি।
স্যার লিচু চাষ নিয়ে কিছু বলুন
লিচুর তো সময় শেষ হয়ে এলো।
এখন ফলটা একটু বড়ো ও চকচকে
করার জন্য বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে পাঁচ দিন ছাড়া দুবার।
Khoob vhalo
ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
Thank you স্যার
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
@@farmingadviseranathhalder7579 দাদা মভেণ্ট কি ধান খেতে দিয়া যায়
দাদা শিম চাষের জন্য কিছু ভিডিও দিন
শিম চাষ নিয়ে দুটো ভিডিও আমার চ্যানেলে করা আছে ওই ভিডিও দুটি দেখুন ভালো লাগবে। তবে আমি চেষ্টা করব আরো ভিডিও করতে।
Sir papa chara ropan o poricharga niye bolun plc
Proper super bhalo kajhoi
আপনার সব ভিডিও ডাউনলোড করে দেখেছি।আপনার সাজেষন খুবই ভালো। একটা বিষয় জানতে চাই।নিম তেলের সাথে অন্য কোন তেল ব্যেবহার করা যাবে কি না।আর নিম তেলের সাতে কি পানি ব্যেবহার করবো না শুধু তেল।
নিম তেলের সঙ্গে পুকুরের পানি ব্যবহার করবেন। ওর সঙ্গে অন্যকোন তেল মেশাবেন না।
@@farmingadviseranathhalder7579 আমি অনেক খুসি হয়েছি যে আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন।
দইয়ে পোকা এবং আস পোকা নিয়ে একটি ভিডিও করুন
Sir please share video brinjal fruit & shoot borer control🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ স্যার 🙏
Sir,আমিArindam Hazra,Uluberia,Howrah থাকি, করোলা চাষএর video দেখে করোলা চাষ কোরছি
জানো পাতা না কুঁকড়ে যায় খেয়াল করবে
অজস্র প্রণাম জানাই জেঠু আপনি চাষীদের প্রকৃত অভিভাবক। আমার নিজস্ব জমি নেই,ঠিকা চাষ করি রোগ পোকার কারণে লাভ করতে পারিনি আশা হারিয়ে ছিলাম, আপনার শলাপরামর্শ শুনে চাষের প্রতি আস্থা ফিরে আসছে।
ধন্যবাদ জানাই আর চলো সকলে এগিয়ে চলি।
Thankyou
কাকু জাব পোকার তারানো ঘরওয়া টেকনিক বললে বড় উপকার হবে প্লিজ ওষুধ ছাড়া
কাকু
1 লিটার জলে 6 /7 টা পাকা লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে ওটা পেষ্ট করে জলে মিশিয়ে স্প্রে করো।