তামাবিল ,ভ্রমণ গাইড -Tamabil -Travel |ভ্রমণের সকল তথ্য,যাওয়ার উপায়, হোটেল খরচ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • তামাবিল ,ভ্রমণ গাইড -Tamabil -Travel |ভ্রমণের সকল তথ্য,যাওয়ার উপায়, হোটেল খরচ
    সিলেটের যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে তামাবিল অন্যতম। চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝে স্বচ্ছ পানির লেক আপনাকে দেবে অন্যরকম এক অনুভূতি।
    তামাবিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে সড়ক পথে দূরত্ব ৫৬ কিলোমিটার। এটি জাফলং জিরো পয়েন্ট নামেও পরিচিত। সিলেট-জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলে জাফলংয়ের পাঁচ কিলোমিটার পূর্বে তামাবিলের দেখা মিলবে।
    সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড় পর্বত, ঝরনা আর জলপ্রপাত দেখা যায়। সীমান্তের ওপারে অনেকগুলো জলপ্রপাত রয়েছে। এগুলো বিকাল বেলা ও গোধূলীর সময় দেখতে খুবই সুন্দর। নয়নাভিরাম এসব দৃশ্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভীড় জমায় তামাবিল সীমান্তে। ভারত থেকে বাংলাদেশে কয়লা আসে তামাবিল স্থলবন্দর দিয়ে। তামাবিলের ওপারে ভারতের মেঘালয় রাজ্য।
    তামাবিলে যাওয়ার পথের বাঁকে বাঁকে বিশাল পাহাড় ও ঝরনার এক পলক দর্শন আপনাকে মুগ্ধ করবে। প্রকৃতির আয়োজন ছাড়াও তামাবিলের সৌন্দর্য উপভোগের জন্য আছে স্বচ্ছ পানির লেক, তামাবিল জিরো পয়েন্ট ও জৈন্তিয়া হিল রিসোর্ট।

Комментарии • 1

  • @anushreedas1069
    @anushreedas1069 5 месяцев назад

    তুমি তো জয় আমি তো তোমার ভয়েজ শুনি ☺