সিলেট কীসে পরিচিত বলুন তো? চা পাতা, শীতলপাটি,কিন ব্রিজ, পান, কমলালেবু আর সাতকরা তো আছেই। কিন্তু সিলেটের পরিচয় এর মানুষের জন্য, সিলেটিদের আতিথেয়তার জন্য। এই সিলেটে কেউ অতিথিকে এক কাপ চা অন্তত না খাইয়ে ফেরায় না, পথে ঘাটে কাউকে বিপদে দেখলে মুখ ফিরিয়ে চলে যায় না। সিলেটের সেই আতিথেয়তা, আন্তরিকতা ও একে অন্যকে আপন করে নিয়ে হাতে হাত রেখে চলার প্রেরণা নিয়েই আমাদের Sylhet E Adda. এখানে মন খুলে আড্ডা হবে, সুখ দুঃখের আলাপ হবে। সেইসাথে আমরা সবাই সবার সাপোর্ট হিসেবে গড়ে তুলবো সিলেটের সর্ববৃহৎ নেটওয়ার্ক। এডমিন Sylhet E Adda (facebook.com/groups/1235130601213665/?ref=share_group_link)
পার্শ্ববর্তী স্কলার্সহোম কলেজে কেটেছে আমার ২ বছর! ক্লাসে বসেই দেখতাম সর্বদা এ জায়গাটা! রুবেল ভাই এবং আপলিফট টিমকে ধন্যবাদ স্মৃতিটা জাগিয়ে তোলার জন্য! সিলেট❤️
বাংলাদেশের দুটি বিভাগের প্রাকৃতিক ও অর্থনৈতিক সচ্ছলতা দেখে মুগ্ধ হতেই হবে ( আলহামদুলিল্লাহ) । যাদের নাম : সিলেট ও চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ আমি এদের একটির ( সিলেটের ) বাসিন্দা হতে পেরেছি 😌😌😌🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমার বিশ্বাস হচ্ছেনা এটা বাংলাদেশের কোন জায়গা । এই এলাকাটি লন্ডনের হলে মানা যেত । কিন্তু এটা যে আমাদের দেশের কেউ বিশ্বাস করতে চাইবে না । এত সুন্দর পরিপাটি বাড়িগুলো , রাস্তাঘাট , ফুল ও ফলের গাছ সত্যি মনোমুগ্ধকর । যারা এই ছোট এলাকাটিকে মনের মতো করে সাঁজিয়ে নিতে কষ্ট অর্থ ব্যায় করেছে সবাইকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ । সেই সাথে এই চ্যানেলকেও ।
আমি ঢাকা থেকে দেখছি সত্যি কথা বলতে বাড়িগুলোর ডিজাইন ভালো কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে বস্তি। যদি বড় বড় বিল্ডিং হতো তাহলে, উন্নতমানের শহর হতো। এগুলো বাড়ি যেন বাকী শহর গুলোতে না হয়। তাহলে, দেশের বারোটা বেজে যাবে। দেশকে উন্নত করতে হাইরাইজ বিল্ডিং তৈরি করা প্রয়োজন।
হাইরাইসিং বিল্ডিংয়ের জন্যই আমাদের ঢাকায় এখন প্রাকৃতিক সম্পদ নেই দেশের সবচেয়ে গরম অঞ্চল আর ছোটখাটো জাহান্নামে পরিণত হয়েছে উন্নয়নের দরকার নেই ভাই শান্তি তে থাকাটাই বড় ব্যাপার@@opurbo-fk8pu
রাইট কথা ভাই তবে এ ক্ষেত্রে সরকারি উদ্যোগ এবং যারা লন্ডনের ইউরোপ আমেরিকায় শিল্পপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য যাদের আছে এবং সরকার যদি চায় যদি এই ক্ষেত্রে সাহায্য করে তাহলে গামকে শহরকেন্দ্রিক করা যাবে এবং সকল নাগরিক ভালো চলতে পারবে
আরও আরও ভিডিও চাই সিলেটের অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই কে এতো সুন্দরভাবে ড্রোন ভিউয়ের মাধ্যমে তুলে ধরার জন্য সিলেটের এই অন্যতম ডুপ্লেক্স হাউজ প্রজেক্টের ❣️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ইস আমি যদি সিলেটে থাকতে পারতাম। কত সুন্দর পরিবেশ। ঠিক আমার কল্পনার সাথে মিল ঐপরিবেশটা। আর এখন যেখানে থাকি জিবনেও ভাবতে পারিনাই এমন নোংরা পরিবেশ আর এতো ভেজাল মানুসের সাথে থাকতে হবে। মনে খুব কষ্ট এমন পরিবেসে থাকতে পারলাম না।
আপনারা আম,জাম,কাঁঠাল,লিচু এবং বিভিন্ন ফল খেয়ে তার বিচি/আটি না ফেলে, রোদে শুকিয়ে রাখুন,কোনোখানে ঘুরতে গেলে সেগুলো সঙ্গে নিয়ে বিভিন্ন খালি জায়গায় ফেলুন, দেখবেন সবুজে ভরে যাবে আমাদের এই দেশ, সবাইকে ধন্যবাদ।প্রকৃতি প্রেমি 🥀🍀 Xakir 🌿🌺
ধন্যবাদ আপনাকে, আমরা সিলেটি মানুষ ও সুন্দর, আমাদের শহর সুন্দর, কিন্তু আপনি জানেন কিভাবে সিলেটের মানুষ সুন্দর🤔, আপনি কি সিলেটের কাউকে জিবন সাথি বানিয়েছেন নাকি🤪🤣🥰।
একটি মুসলিম কমিউনিটি সিটির ফুলদানি হচ্ছে মসজিদ | মসজিদ থাকতেই হবে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি৷ এরকম ভ্যালি আরো চাই ৷ ও ' আরেকটা কথা সিলেটি মানুষ রা অনেক সৌখিন ৷
তার প্রমাণ তো দেখলাম কত যে অতিথি পরায়ণ ভদ্র নরম মনের মানুষ । যেখানে সাহায্য করতে এসে নৌকা ভাড়া দিতে হয় ৫০ হাজার টাকা। এই বন্যার সময় কোন কাজে আসলনা এই লন্ডন পাড়া হতে ।
@@guljer8229 সিলেট বাংলাদেশে জন্ম নিছে আপনাকে এসব বালচাল কে বলছে? সিলেট ১৯৪৭ সালে গনভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তান যোগ দিয়েছিলো আসাম ত্যাগ করে। বাংলাদেশ নামক দেশের জন্ম ৫০ বছর অথচ বৃহত্তর সিলেটের বয়স কয়েক হাজার বছর।
Shobar invite roilo amadir Sylhet a. Ak din ar jonnoh hola i gora dakben amadir Sylhet k? Monurom porebes, Historical places, shob meleya awesome 👍 amadir Sylhet. Nice vlog. Go ahead bro.
অনেক ধন্যবাদ , অসাধারণ সুন্দর হয়েছে London এর আদলে সিলেটের এই আবাসিক ‘Valley City’র Video টি ! কিন্তু একটি কথা না বললেই নয় । সিলেটের প্রথিতযশা সন্তান “হাসন রাজা” অথবা “সৈয়দ মুজতবা আলী” র নামে এই City র নামকরণ করলে হয়তো আরও সুন্দর হতো । দুইজনই বাংলাদেশে মহাপুরুষ তুল্য । এই নাম দিলে কি Valley City এর মান কমে যেত ? কখনও নয় ! তাঁদের একজন আধ্যাত্মিকভাবে এবং অন্যজন বাংলা সাহিত্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং সিলেটকে সম্মানিত ও সুপরিচিত করছেন । সত্যিকার অথে’ তাঁ’রা ছিলেন মহাসম্মানিত অরাজনৈতিক ব্যক্তিত্ত্ব । দেশে বিদেশী সুন্দর Structure তৈরী খুব ভালো কথা । কিন্তু নামের দিক দিয়ে দেশকে বিদেশের কাছে পরিচিতি ঘটেনো উচিত ।
Im from India (Assam,Hojai, District) I have my relatives from syleth . Idk I feel proud to see people in syleth are doing really great. Been there in syleth for a month when I was very young. Hope to visit the place again. Inshallah.
আপনারা চাইলে আমাদের সাপোর্ট করতে পারেন পজেটিভ বাংলাদেশ কে বিশ্বের কাছে তুলে ধরতে।
আমাদের বিকাশ এবং নগদ নাম্বার - 01304976708
R4qrwqaw
ভিডিও টা কি মোবাইল দিয়ে নাকি ডিএসলর
@@thebestfish7891 ড্রোন, অ্যাকশন ক্যামেরা, মিরর লেস ক্যামেরা এবং মোবাইল দিয়ে।
Yes .I am with you.
@@UpliftBangladesh এখানে কি বাড়ি বিক্রি হচ্ছে
কিনতে চাই এ রকম একটা বাড়ি
সিলেটি হওয়ায় আমরা নিজেদের ওপর গর্বিত।
সিলেট কীসে পরিচিত বলুন তো?
চা পাতা, শীতলপাটি,কিন ব্রিজ, পান, কমলালেবু আর সাতকরা তো আছেই। কিন্তু সিলেটের পরিচয় এর মানুষের জন্য, সিলেটিদের আতিথেয়তার জন্য। এই সিলেটে কেউ অতিথিকে এক কাপ চা অন্তত না খাইয়ে ফেরায় না, পথে ঘাটে কাউকে বিপদে দেখলে মুখ ফিরিয়ে চলে যায় না।
সিলেটের সেই আতিথেয়তা, আন্তরিকতা ও একে অন্যকে আপন করে নিয়ে হাতে হাত রেখে চলার প্রেরণা নিয়েই আমাদের Sylhet E Adda.
এখানে মন খুলে আড্ডা হবে, সুখ দুঃখের আলাপ হবে। সেইসাথে আমরা সবাই সবার সাপোর্ট হিসেবে গড়ে তুলবো সিলেটের সর্ববৃহৎ নেটওয়ার্ক।
এডমিন
Sylhet E Adda
(facebook.com/groups/1235130601213665/?ref=share_group_link)
Bangladeshi😅
😊 Sylheti
আমাদের সিলেট শহর হল দ্বিতীয় লন্ডন ❤❤
Amio sylhety
এগুলা সিলেট থেকে শিখে নেওয়া উচিত তারাই পারে সুনদর পরিবেশ তৌরি করতে ধন্যবাদ
শুধু সিলেট নয় এই দেশের প্রত্যেকটি জেলায় এরকম সুন্দর্য ভবন ও শান্তি প্রভাহ হোক এটাই চাওয়া আমার!
💕
NO man it's Sylhet ❤
আমি তোমার সাথে একমত
ওয়াও
আসলে সিলেটের মানুষ অনেক ভালো আসলেই উনারা সাদা মনের মানুষ সত্য মানুষ
আমাদের সিলেট আরো অনেকদুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ
ঢাকা বাংলাদেশের রাজা বা প্রাণকেন্দ্র
শুধু সিলেট নয় বরং আমাদের পুরো বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ 🥰
In shaa Allah
যতদূর আমি শুনলাম যে সিলেটে নাকি ন'ট অখল তে ভরি গেছে ، নট রে আগে খেদাইতে হইব সিলেট থাকি না হলে সিলেটিরা শান্তিতে থাকতে পারতো নাই
সিলেটের মানুষরা অনেক ভালো
এরা সহজেই মানুষের সাথে মিশতে পারে
আমার অনেক পরিচিত মানুষরা সিলেটে থাকে
নোয়াখালী থেকে ভালোবাসা রইলো ❤️
🤗
Bai amioh noahakahlir
amar desh sylhet r shoshurbari noakhali 😊
@@nabilarahman180 🤗
সত্যি বলার জন্য ধন্যবাদ
রুবেল ভাই মানেই অসাধারণ ভিডিও। মনে হচ্ছে সিলেটের আরো অনেক ভিডিও পাবো।
এটা সিলেট আমার বিশ্বাস হয় না মনে হয় ইউরোপের কোন এলাকা এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ ❤️❤️
প্রথম বারের মত পুরো বিদেশি একটা ফিল পাইলাম।সত্যিই খুব সুন্দর।
ওয়ান!!!! এমন পরিবেশ ও বাড়ি দেখে তো চোখ কপালে। আমার তো এখনই যেতে ইচ্ছা করছে।
Same to you brother
পার্শ্ববর্তী স্কলার্সহোম কলেজে কেটেছে আমার ২ বছর! ক্লাসে বসেই দেখতাম সর্বদা এ জায়গাটা! রুবেল ভাই এবং আপলিফট টিমকে ধন্যবাদ স্মৃতিটা জাগিয়ে তোলার জন্য! সিলেট❤️
Same amio,🥰
ভাই যেতে দেয় সবাই কে?
এইটার ঠিকানা দিন
Bangalira ke jete pare eikhne
Location please
বাংলাদেশের দুটি বিভাগের প্রাকৃতিক ও অর্থনৈতিক সচ্ছলতা দেখে মুগ্ধ হতেই হবে ( আলহামদুলিল্লাহ) । যাদের নাম : সিলেট ও চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ আমি এদের একটির ( সিলেটের ) বাসিন্দা হতে পেরেছি 😌😌😌🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
From Sylhet
@@mustakahmed4421 from Chittagong
From Chittagong
আহত আর নিহত যেমন সিলেট আহত আর চট্টগ্রামে নিহত
@@MdAzerudindur hala gairaa abadi bengoli boingaa
অনেক সুন্দর, ভালো লাগলো এরকম পরিবেশে অসাধারণ একটা সিটি বানানোর জন্য, তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ ।
আমরা চোর জাতি আশা করা উচিত না ভাই
আমার বিশ্বাস হচ্ছেনা এটা বাংলাদেশের কোন জায়গা । এই এলাকাটি লন্ডনের হলে মানা যেত । কিন্তু এটা যে আমাদের দেশের কেউ বিশ্বাস করতে চাইবে না । এত সুন্দর পরিপাটি বাড়িগুলো , রাস্তাঘাট , ফুল ও ফলের গাছ সত্যি মনোমুগ্ধকর । যারা এই ছোট এলাকাটিকে মনের মতো করে সাঁজিয়ে নিতে কষ্ট অর্থ ব্যায় করেছে সবাইকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ । সেই সাথে এই চ্যানেলকেও ।
আমি ঢাকা থেকে দেখছি সত্যি কথা বলতে বাড়িগুলোর ডিজাইন ভালো কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে বস্তি। যদি বড় বড় বিল্ডিং হতো তাহলে, উন্নতমানের শহর হতো। এগুলো বাড়ি যেন বাকী শহর গুলোতে না হয়। তাহলে, দেশের বারোটা বেজে যাবে। দেশকে উন্নত করতে হাইরাইজ বিল্ডিং তৈরি করা প্রয়োজন।
হাইরাইসিং বিল্ডিংয়ের জন্যই আমাদের ঢাকায় এখন প্রাকৃতিক সম্পদ নেই দেশের সবচেয়ে গরম অঞ্চল আর ছোটখাটো জাহান্নামে পরিণত হয়েছে উন্নয়নের দরকার নেই ভাই শান্তি তে থাকাটাই বড় ব্যাপার@@opurbo-fk8pu
প্রত্যেক উপজেলা শহরে এই রকম আবাসন প্রকল্প করতে পারলে অনেক মানুষ উপকৃত হতো। আর বাচ্চারা পেতো সুন্দর একটা পরিবেশ।
রাইট কথা ভাই তবে এ ক্ষেত্রে সরকারি উদ্যোগ এবং যারা লন্ডনের ইউরোপ আমেরিকায় শিল্পপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য যাদের আছে এবং সরকার যদি চায় যদি এই ক্ষেত্রে সাহায্য করে তাহলে গামকে শহরকেন্দ্রিক করা যাবে এবং সকল নাগরিক ভালো চলতে পারবে
প্রত্যেক জেলাতে করলেই এনাফ
Right
Hm.. Ami Sylhety fua
wak thu boila cough felte na parley bangladesh e thaika moja nai
আমরা সিলেটি আমরা গর্বিত সিলেটি🥰
Vai apnar number ta please
অসাধারণ আমাদের সিলেট। ❤️❤️🇧🇩🇧🇩
রাইট
❤
Rite ❤
সিলেট আমাদের গর্ব 😊 সিলেট আমাদের অহংকার,🤗💫
❤
Oh what a lovely beautiful video .
Another blockbuster video .
Love from sylhet .
Thank u uplift Bangladesh 🇧🇩👏.
স্বপ্নের শহর বললেও মন্দ হবে না, খুবই সুন্দর এলাকা, চোখ জুড়ে গেলো।
Jossss 😘😘 ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে 😍😍 তোমায় জানাই স্বাগতম এই দিনে 😘😘😘💪💪❤️❣️💞💞
বাচ্চাদের জন্য নিরাপদ এবং খুবি উপযুক্ত।
এমন প্রকল্প দেশে আরো হওয়া দরকার
অনেক সুনদর ভিডিওটি দেখে খুবই ভাল লাগল। আমি চাই সারা বাংলা দেশটা যেন এরকম হয়।
মাশাআল্লাহ,, আমি খুবই গর্বিত কারণ আমি সিলেটি,, কমেন্ট করে গেলাম নটিফিকেশণ পেলে আবার ও চলে আসব সিলেট নগরী দেখতে।
Hmm
I am Sylhet i
আরও আরও ভিডিও চাই সিলেটের অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই কে এতো সুন্দরভাবে ড্রোন ভিউয়ের মাধ্যমে তুলে ধরার জন্য সিলেটের এই অন্যতম ডুপ্লেক্স হাউজ প্রজেক্টের ❣️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
চাইলেই বাংলাদেশের সব জেলা এ রকম হতে পারে।চেষ্টা করলে সবি সম্ভব
ধীরে ধীরে আমাদের সারা বাংলাই উন্নত হবে সেটা হুট করে নয় অনেক পরিশ্রম এবং সময় নিয়ে😍
আলহামদুলিল্লাহ,, ইনশাআল্লাহ একদিন সারা বাংলাদেশ সিলেটর লাখাম ওইবো😍😍😍💕💕💕❤️❤️❤️
সিলেট আমাদের গর্ব, কে কে একমত
এক কথায়-অসাধারণ👌
এই রকম যদি সব জিলায় থাকতো তাহলে অনেক সুন্দর হতো মাশাআল্লাহ
আমরা চোর জাতি দুর্নিতিবাজ সম্ভব না
এমন আরো অনেক সিটি চাই বাংলাদেশের 🥰
ইস আমি যদি সিলেটে থাকতে পারতাম। কত সুন্দর পরিবেশ। ঠিক আমার কল্পনার সাথে মিল ঐপরিবেশটা। আর এখন যেখানে থাকি জিবনেও ভাবতে পারিনাই এমন নোংরা পরিবেশ আর এতো ভেজাল মানুসের সাথে থাকতে হবে। মনে খুব কষ্ট এমন পরিবেসে থাকতে পারলাম না।
যেখানে জন্ম হয়েছে তোমার। সে জায়গাকে অপমান করো না।
Sylhet chole aso
আপনারা আম,জাম,কাঁঠাল,লিচু এবং
বিভিন্ন ফল খেয়ে তার বিচি/আটি না ফেলে,
রোদে শুকিয়ে রাখুন,কোনোখানে ঘুরতে গেলে
সেগুলো সঙ্গে নিয়ে বিভিন্ন খালি জায়গায় ফেলুন,
দেখবেন সবুজে ভরে যাবে আমাদের এই দেশ,
সবাইকে ধন্যবাদ।প্রকৃতি প্রেমি 🥀🍀 Xakir 🌿🌺
মাশ'আল্লাহ খুব সুন্দর 💕🇧🇩
Feel proud to be a Sylheti 🤟😊
Eikhane ki basa Vara paoya jabe
আমি বেশ অনেক দিন সিলেট ছিলাম, তখন অনেক বেড়ানো হয়েছে, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন:
#footsteps_travelling
@@moonkhatun6922 hay oikany bsha bara dawa hoy
Yes❤😊😊
ai london city te nki sobaike allow kore nh
ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও উপহার দেওয়ার জন্য কাতার থেকে আছি সব সময় আপনার সাথে 🇶🇦✈️😃😍
অত্যন্ত ভালো উদ্যোগ এবং অনেক সুন্দর ঘরবাড়ি রুচিসম্মত
Our Sylhet is Natural Beauty
সিলেটের ঐতিহ্যবাহী আরো নতুন নতুন কিছু ভিডিও চাই ❣️✌️
মা শা আল্লাহ অসাধারণ।
আমাদের সিলেট আসলে অনেক সুন্দর একটা ❤️
ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের এই সুন্দর এরিয়ে টা দেখানোর জন্য ❤️ আমার প্রানের শহর সিলেট ❤️
খুব সুন্দর এই ভ্যালিসিটি।চাকুরীর সুবাদে থেকেছি, অনেক স্মৃতিজরিত আছে।
ভাইয়া এটা সিলেট কোন থানা বা কোন অঞ্চলে পড়ছে।প্লিজ একটু বললে উপকার হতো।
@@ajijurrohmantalha9168 এটা শাহী ঈদগাহ তে।সদরে অবস্থিত। পাশে স্কলার্রসহোম স্কুল আছে।
It's Our Sylhet 2nd London
Love from : Tehran iran🇮🇷
ইনশাআল্লাহ হয়তো কোন একদিন যাব এই সুন্দর পরিবেশটা নিজের চোখে দেখে আসব।
খুব ভালো লাগল।ইনশাআল্লাহ একদিন আমাদের দেশে ঢাকা শহর নিউইউর্ক,চট্টগ্রাম শহর দুবাই এবং সিলেট শহর লন্ডন রুপে পরিণত হবে। ইনশাআল্লাহ
যেন এক টুকরো ইউরোপ। ধন্যবাদ ও শুভকামনা এই প্রকল্প উদ্যোক্তাদের।
ধন্যবাদ ভাইয়া আমাদের সিলেটের এই সুন্দর জায়গাটি সুন্দর ভাবে তুলে ধরার জন্য ❤️❤️❤️
সিলেটকে এমনি এমনি দ্বিতীয় লন্ডন বলা হয়না✌️
💕
Yes😎😎🫲
আসলেই খুব সুন্দর, আমাদের বাসার পাশেই এর অবস্থান।
ধন্যবাদ ভাই
Very nice city
Bangladesh er protita city Jodi emon hoto tahole onek sundor hoto
সিলেটের মানুষ এর মত সিলেটের এলাকা খুবই সুন্দর
ধন্যবাদ আপনাকে, আমরা সিলেটি মানুষ ও সুন্দর, আমাদের শহর সুন্দর, কিন্তু আপনি জানেন কিভাবে সিলেটের মানুষ সুন্দর🤔, আপনি কি সিলেটের কাউকে জিবন সাথি বানিয়েছেন নাকি🤪🤣🥰।
Rite ❤
Ohh wow this is very interesting and beautiful place....I love my country......
একটি মুসলিম কমিউনিটি সিটির ফুলদানি হচ্ছে মসজিদ | মসজিদ থাকতেই হবে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি৷ এরকম ভ্যালি আরো চাই ৷
ও ' আরেকটা কথা সিলেটি মানুষ রা অনেক সৌখিন ৷
রাইট ব্রো
আছে মাসজিদ!
আমাদের প্রিয় শহর সিলেট 👌👌
💕
খালা+মা=খালাম্মা
আলহামদুলিল্লাহ -আমার খালার বাসাটাই এই ভ্যালিসিটিতে,তাই আমার প্রিয় এই জায়গা...
Vai ata syl ar Kun area te porese? Ami jete cheyesilam but location tai khuje paitesi na Ami syl ar e manush .
আমার প্রিয় জায়গা সিলেট,
সিলেটের মানুষ অতিথি পরায়ণ ভদ্র এবং..মার্জিত
❤️❤️❤️
তার প্রমাণ তো দেখলাম কত যে অতিথি পরায়ণ ভদ্র নরম মনের মানুষ । যেখানে সাহায্য করতে এসে নৌকা ভাড়া দিতে হয় ৫০ হাজার টাকা। এই বন্যার সময় কোন কাজে আসলনা এই লন্ডন পাড়া হতে ।
আপনার বাড়ি কোতায়?
Again well come to sylhet ❤
আমি বেশ অনেক দিন সিলেট ছিলাম, তখন অনেক বেড়ানো হয়েছে, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন:
#footsteps_travelling
আমি সিলেটী হিসেবে আনন্দিত।😍😍😍
Oy oy
Wow
🙋
Ar ami noahakaillah hiseaba gorbitoh
Me too💖
আলহামদুলিল্লাহ,অসাধারণ দৃশ্য টি দেখে খুব ভালো লাগছে❤❤
ধন্যবাদ রুবেল ভাই ধন্যবাদ কতৃপক্ষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
Mashaallah Bangladesh e emon ekta poribesh hbe vabte parini onk onk onk vlo laglo ☺️
বাংলাদেশ সিলেট জেলায় জন্ম নিয়ে গর্ব হচ্ছে আমার
ভাই,সিলেট জেলা বাংলাদেশে জন্ম নিছে,,বাংলাদেশ নয়,😆
@@guljer8229 সিলেট বাংলাদেশে জন্ম নিছে আপনাকে এসব বালচাল কে বলছে? সিলেট ১৯৪৭ সালে গনভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তান যোগ দিয়েছিলো আসাম ত্যাগ করে। বাংলাদেশ নামক দেশের জন্ম ৫০ বছর অথচ বৃহত্তর সিলেটের বয়স কয়েক হাজার বছর।
@@guljer8229don’t be soo deep, yk what he meant
Thanks amader Vally Cty tule dorar jonne! 😊💞👍
আমাদের sylhet a
এরকম একটা জায়গা আছে 😱 এইটা অনেক খুশির বেপার। অনেক ভালো লাগলো 😍😍😍
ওয় ওয়😍😍
এরকম ভাবে জদি পুরো বাংলাদেশের গ্রাম বানানো হয় তাহলে বাংলাদেশ অনেক টাই ইউরোপীয় দের মত হবে ইনশায়াল্লাহ,,, দোয়া করি সব জায়গাই যেন এরকম সিটি বানানো হয়
আসলেই তো সুন্দর। পুরো বাংলাদেশ যদি এমন হতো আহা।একদিন বেড়াতে যাবো।
জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
@@awoken1772 taile r ki holo...orai thakukga🤣🤣🤣
Ashben akdin amder syhlet a ❤😊
অনেক সুন্দর আল্লাহ কাছে আশা করি এই রকম পুরো বাংলাদেশ জেনো হয়
সত্যিই অসাধারণ একটা আবাসস্থল।
সত্যি ভাই অসাধারণ আপনার ব্লগ ভিডিওটা🥰😍😊🤩
💕
আমারো ইচ্ছা করে এমন ধারার একটা সিটি করার আল্লাহ আমাকে তৌফিক দিন ,আমীন।
Shobar invite roilo amadir Sylhet a. Ak din ar jonnoh hola i gora dakben amadir Sylhet k? Monurom porebes, Historical places, shob meleya awesome 👍 amadir Sylhet. Nice vlog. Go ahead bro.
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর উদ্যোগ
👍done nice video and amazing sharing full time watching thank you so much for nice sharing 🌸💕👌
Thank you
Sylheter manushera onek onek friendly And era kiptami khub kom e kore Otithider appayon khub bhalo kore kore .love from khulna
ভারত থেকে বলছি সিলেটে এতো সুন্দর জায়গা আছে আমাদের অনেকের ই অজানা ছিলো। সুন্দর vedio টি দেখানোর জন্য ধন্যবাদ।
আমরা সিলেটিরা বরাবর-ই পুরো দেশ থেকেই ব্যাতিক্রম
Sir amake help kora jai.
@@olikhan1359 kiva be
@@itz_fred7475 ekta us visa lagto
@@oneplus9r146 so what should I do?
@@itz_fred7475 give it to me, I'll give you cash$$$
সৎ মানুষের হাতে এমন সুন্দর সবই হওয়া সম্ভব । সরকারি চোরের হাতে কখন ও এ কাজ এমন হতো না। ধন্যবাদ ভাই সাহেব।
অনেক ধন্যবাদ , অসাধারণ সুন্দর হয়েছে London এর আদলে সিলেটের এই আবাসিক ‘Valley City’র Video টি ! কিন্তু একটি কথা না বললেই নয় । সিলেটের প্রথিতযশা সন্তান “হাসন রাজা” অথবা “সৈয়দ মুজতবা আলী” র নামে এই City র নামকরণ করলে হয়তো আরও সুন্দর হতো । দুইজনই বাংলাদেশে মহাপুরুষ তুল্য । এই নাম দিলে কি Valley City এর মান কমে যেত ? কখনও নয় ! তাঁদের একজন আধ্যাত্মিকভাবে এবং অন্যজন বাংলা সাহিত্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং সিলেটকে সম্মানিত ও সুপরিচিত করছেন । সত্যিকার অথে’ তাঁ’রা ছিলেন মহাসম্মানিত অরাজনৈতিক ব্যক্তিত্ত্ব । দেশে বিদেশী সুন্দর Structure তৈরী খুব ভালো কথা । কিন্তু নামের দিক দিয়ে দেশকে বিদেশের কাছে পরিচিতি ঘটেনো উচিত ।
উস্তাদি কমাই আ কর পন্ডিত
@@mdshakibibnsani0519 বুস্তাদি কমাই য়া ক পাণ্ডিত ।
এরকম টা পুরো বাংলাদেশ সবজায়গায় ই করা যেত, যদি দুর্নিতি না হতো।
Our sylhet is natural beauty..😊😊
💕
আমরা,,, সিলেটী,,,,,,,, মানেই লন্ডনী😁✌️
আমিও লন্ডন থাকি সিলেট আমার বাড়ি, সবাই দোয়া করবেন
Im from India (Assam,Hojai, District) I have my relatives from syleth . Idk I feel proud to see people in syleth are doing really great. Been there in syleth for a month when I was very young. Hope to visit the place again. Inshallah.
পুরো সিলেট লন্ডনের মতো বাড়ি রাস্তা ঘাট করা হোক।
হয়ে যাচ্ছে আগামী ২ বছর এর মধ্যেই হয়ে যাবে , সিলেট এর কোন রাস্তা ঘাট ই ভাঙ্গা না।
সিলেট আমাদের গর্ব,, 🎂♥️
🙋
Very beautiful, ekdum darun ❤
Mashah Allah fantastic inspirational project and wonderful clip. Many thanks.
I must say you have the best angles and drone views on your videos this is one of the good ones.
Thanks for this video.
Thank you 💕
মাশাআল্লাহ, অনেক সুন্দর
আমি সিলেটী হিসাবে গর্বিত😍😍🥰🥰
আসলেই দারুণ। একবার দেখতে যাব।
আমাদের সিলেট🤍
বাংলাদেশের বেস্ট লিভিং প্লেস!!
আমি সিলেটি হিসেবে গর্বিত।
যাতে সারাজীবন সিলেটি হয়ে থাকতে পারি ঐ প্রার্থনা করবেন।
Ami Sylhety fua
@@mdsourov229 ভালা রে বাবা😍😍
Apu ami o sylheti
@@muniathusentisha3073ভ্যালি সিটি ঘুরে দেখা যাবে কি আপু? প্লিজ জানাবেন
সিলেট আমাদের অহংকার
অনেক সুন্দর, দেকে ভালো লাগলো, ধন্যবাদ
খুব ভাল লাগল।
ভাল হয়েছে। Garden থাকলে আরো ভাল হতো।
অামাদের সিলেটের অনেক ধরনের উন্নয়ন এর মধ্য এটি একটি ইনশাআল্লাহ অারো এগিয়ে যাবে পূন্যভূমি সিলেট ❤️