অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং বাসায় ট্রাই করেছেন আর সুন্দর সুন্দর feedback দিচ্ছেন। তবে যারা তেতো বলছেন, সবাই বাংলাদেশ থেকে দেখে ট্রাই করেছেন মনে হল। এখানে বলে দেয়া উচিৎ ছিলো বাংলাদেশের জন্য, দেশের শশার ছাল বা শশা অনেক সময় খুব তিতা হয়, মা খালারা দেখতাম সবসময় পরখ করে নেন শশা বা সবজি তিতা কিনা এদেশে আসার পর শশা আর ছিলে খাওয়া হয়নিতো তাই ভুলেই গিয়েছিলাম যে শশার ছাল তিতা হতে পারে বা শশা যে তিতা হয়। আর দেশী আদা অনেক বেশী স্ট্রং এখানকার বিদেশী আদার তুলনায় সেজন্য খুবই সামান্য ব্যাবহার করতে হবে। তবে আদাটা অপশনাল। আর কিছু কিছু লেবুর ছোলকাও তিতা হয়… আর আমরা যে অল্প পরিমানে mature “zara” লেবুর ছাল যেটা চিবিয়ে খাই ( কচি গুলো নয়, কচি হলে তিতা হয়) অথবা আমাদের বাসার এলাচি লেবুর পাতা ব্যবহার করেছি আসলে সুগন্ধ হবার জন্য। কারন এখানকার লেবুগুলোতে ঘ্রান নেই একদম। তাই এতো কিছু দেয়া । বাংলাদেশে আসলে কিছুই করা লাগবে না এসব। কারন এমনিতেই এত সুঘ্রান লেবুগুলোর, শুধু রস দিলেই দারুন ফ্লেভার হয়। আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের শরবত তিতা হয়েছে কাইন্ডলি শশাটা তিতা কিনা বা লেবুর ছালটা চেক করে দিবেন। আর বাংলাদেশে দেশী সুগন্ধ লেবু হলেতো ছালটা না দিয়েও সুন্দর ঘ্রান হয়
শসা তো সব সময় আমরা খেয়ে দেখে ব্যাবহার করি। খোসা তিতা হয় না, কিছু কিছু শসা তেতো হয় আর পুরো টাই তেতো হয়। আদা, লেবুর খোসা, লেবু, ঝিঙ্গা, এই সব সবজি আগে আমরা টেস্ট করে তবে ব্যাবহার করি, সেই মতো পরিমাণ পরিমাপ করেই করি। তোমার খারাপ লাগছে তাই বলছো,thank you ভাই। শসা ও তো কতো রকমের, কতো আলাদা স্বাদের হয়। আমি আগে শসার শরবত বানিয়েছি, খুবই রিফ্রেশিং।🙏👍🌷 একটা কমেন্ট দেখলাম বলেছে একদম ফালতু আইটেম। আমি বলি একটা ক্লাস এ, অনেক স্টুডেন্ট পড়ে, একই বই, সিলেবাস পড়ে, সবাই সমান ফল করে না। কেউ ফেল করে, কেউ ফার্স্ট হয়। তাতে তো বই আর টিচার খারাপ হয় না?
দিদি সুন্দর করে মনের কথা বলে দিলেন, হ্যা দেশে থাকতে তো আম্মুকে দেখতাম সবসময় শশা বা ঝিঙ্গা পরখ করে নিতেন.. হয়তো ওয়েদারের জন্য অথবা চাষাবাদের ধরনের জন্য হতে পারে, আজ পর্যন্ত শশা নিয়ে চিন্তা করতে হয়নি যে তিতা হবে নাকি। তাই এই সাবধানতা টুকু মনে হয়নি বলে দেবার কথা.. আর আদার কথাও বলা আছে অপশনাল। একবার খারাপ হওয়া মানে ফালতু নয় বরন্চ পরের বারের আরও ভালো করার প্রেরনা.. বেশীর ভাগ মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় অনেকেই খুব পছন্দ করেছেন ! ধন্যবাদ দিদি❤️❤️💕
@@BelethBilash হ্যা অনেকের ই পছন্দহয়েছে, হবার কথা ও। আর সবার জিভের টেস্ট সমান হয় না। স্বাদ টা আমরা জেনেটিক ভাবেই নিয়ে জন্মায়। যেমন ভাই, বোনদের খাওয়ার ধরন, পছন্দ কেউ বাবার মতো, কারো মার মতো কিংবা কোনো আত্মীয় র মতো। আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি। খাওয়ার চর্চা আমাদের উন্নত না হলে অবনতি হয়। রান্না ও যার যার হাতে ভিন্নতা থাকে। ভালো, খারাপ নয়, কিন্তু আলাদা।thank you ভাই তোমাদের 🙏🙏🙏 হ্যা বিদেশে তো সব কিছু টেস্ট করে বাজার জাত করা হয়, হয়তো ওদের জাতের শসা তেতো হয় না। আমি তো জানি না 😌
শরবত অসাধারণ হবে তা অনুমান করছি। কিন্তু আপনাদের কথাবার্তা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। কোন কৃত্রিমতা নেই, বাড়াবাড়ি নেই, নিজের কর্মের আত্মপ্রশংসা নেই। কিছু মানুষ একটা কিছু তৈরি করেই নিজের প্রশংসা করতে করতে ৫-১০ মিনিট শেষ করে দেয়। কিন্তু আপনি একেবারেই ভিন্ন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। ❤
দুজন মনের দিক থেকে সুন্দর মানুষের রান্না দেখতে খুবই ভালো লাগে। সব রাধুনী ফেল আপনাদের কাছে। কত সাবলীল আপনারা দুজন। কোন কৃত্রিমতা নেই। You are the super couple cook.
সুপ্রিয় দর্শক বন্ধু, ভাই ও বোনেরা বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক আমাদের নতুন RUclips Channel " বিলেত বিলাস Green Family" এর লিঙ্কঃ ruclips.net/channel/UC2j7556hAHlVsv6ia-pmHKw ইনশাআল্লাহ এখন থেকে আমরা আমাদের বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক সমস্ত ভিডিও এই Channel এ পাবলিশ করবো। আর আপনাদের প্রিয় "Beleth Bilash বিলেত বিলাস" Channel এ তো থাকছেই খাওয়া-দাওয়া, রেসিপি, ভ্রমন-ঘুরাঘুরি, শখ আহ্লাদ ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক ভিডিও দেখতে আগ্রহী তারা অনুগ্রহ করে এই চ্যানেলটি Subscribe করে রাখবেন আমরা এখন থেকে নিয়মিত এখানেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ! আপনাদের এই ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা যিনি ধারণ করেছেন তাকে আরও বেশি ধন্যবাদ উনি সমস্ত পরিবেশটা কেমন ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচে, বা দিক থেকে ডানদিকে, ডান দিক থেকে বাঁ দিকে, বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্য ধারণ করেছেন। তাই ভিডিওটা আমার কাছে একদম প্রাণবন্ত লেগেছে। এখন আসি রেসিপিটির ব্যাপারে, আমি খাবার দাবার রেসিপির ব্যাপারে মূলত ট্রাই করেই রেসেপির রিভিউ লিখি: আমি আপনার রেসিপিটা ফলো করে শরবতটা বানিয়েছে, তবে আমি বাংলাদেশে বসবাস করার কারণে আমি জানি লেবুতে তেতো হয়, এবং শশাও তেতো হয়। তাই শরবতটা বানাতে গিয়ে আমি দুটোর মধ্যে ব্যালেন্স করেছি, তাই আমার শরবতটা খুব বেশি তেতো হয়নি, এবং আমার শরবতটাও দারুন হয়েছে খেতে। ইনফেক্ট আপনি যদি শসার কথা উল্লেখ না করতেন, আমিও কখনোই ধরতে পারতাম না এই শরবতে শসা দেওয়া লাগে। আর এই শরবতে আপনি কোথাও লবণ ইউজ করেননি, আমি লবণ দিয়েছি, বিট লবণ। লবণ ছাড়া শরবতটা পানসে হওয়ার কথা! বিট লবন দেওয়ায় আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। শরবতটা আসলেই দারুন ছিল আপনাকে তার জন্য আবার বিশেষ ধন্যবাদ। সংযুক্তি :ভিডিওর মাঝখানে একসময় বলছিলেন যে আমাদের দেশ অনেক blessed। আসলে আমাদের দেশ এতো blessed হওয়া সত্বেও, এই ব্লেসিং গুলো আমাদের জন্য পোষায় না, তাই আমরা ইউরোপ আমেরিকায় পারি জমাই।😉
Alhamdulillah। খুব সুন্দর টিপস সহ রিফ্রেশিং সরবত বানানো dekhalen। আমরা অনেকেই যারা একটু হেলথ care নিয়ে সচেতন তারা এই ধরনের ড্রিংক গুলোতে অভ্যস্থ কম বেশি। আর জানি কোনটা কম বেশি দিতে হবে বা বাদ দিতে হবে। ইফতারের জন্য মিন্ট লেবু দিয়ে করেছি। তবে আপনার মত করে এবার করবো ইনশাআল্লাহ্।❤
গতকাল একটা ইফতারের দাওয়াতে এটা খেয়ে খুবই মজা পেয়েছি, ভাবছিলাম কিভাবে বানাবো। আপনাদের রেসিপি দেখে খুব ভালো লাগলো তবে সবকিছুর সঠিক পরিমানটা বলে দিলে অনেক উপকার হতো। সম্ভব হলে একটু লিখে দিন।
ধন্যবাদ আপনাকে, পরিমান আসলে হাত আন্দাজে করা তো .. চেষ্টা করবো পরবর্তীতে দেয়ার .. আপনি বাংলাদেশ থেকে যদি করেন তাহলে একটু কষ্ট করে pin comments টা পড়ে নিবেন please
Assalamu Alaikum writing you may be first time ! The colour and DECORATION with the white lemon flower gives an innocent plain eye soothing heart cooling look JAZAKUMULLAHU KHAYER
আপু আপনার ভাইয়া প্রতিবার ব্যবহারের পূর্বে Sharpening Stone e ঘষে নেন, আর এই চাকুটা এত ধার যে আমার এটা স্পর্শ করা নিষেধ 😭😭😭😭😭। আমার জন্য আলাদা চাকু আছে 🤣🤣🤣🤣
একেবারে অন্যরকম ভিডিওটি দেখলাম তার পাশে সবুজ ফুল ফুল বাগান মনটাকে আনন্দিত করে দিল ফুলের বাগানের চারপাশে এভাবে ভিডিও করলে মন অনেক ভালো আসলে যারা ভালো মনের মানুষ তারে ফুল বাগানকে ফুলকে ভালোবাসে বাড়ির আশেপাশে যেখানে যাবে তাদের কাজে কর্মে সব জায়গায় ফুল ফুলের চাষ করবে এটাই
ধন্যবাদ 🩵💙💚যদি বাংলাদেশ থেকে জেখে থীকেন তবে কাইন্ডলি প্রথম কমেন্ট টা একটু ভালো করে দেখে নেয়ার অনুরোধ রইলো। অথবা এই সেইম শরবত এই রোজাতে আরেকবার বানিয়েছি, সেই ভিডিওটা ও দেখতে পারেন ॥ 💚
ভাইয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের রান্না গুলো অন্যান্য রেসিপিগুলো আমার দেখতে খুব ভালো লাগে প্রাণ ঠান্ডা শক্তি রেসিপি টা শরবত খুব ভালো লাগলো ভিডিওটি ভাইয়া ❤❤
লেবু ব্লেন্ড করলে তিতা হয় না? আমি বানাই নাই ।কিন্তু লেবু ব্লেন্ড করা দেখে এই কথা টা মনে আসলো । ও হ্যা আপনার এই শরবতের জন্য অনেক অনেক ধন্যবাদ। কারন নতুন কিছু টেকনিক শিখলাম আজকে ।আবারও ধন্যবাদ জানাচ্ছি
আসসালমুআলাইকুম শফিক ভাই কি বলবো অনেক বেশি ভালো মানের একটি শরবত । আমিও একবার বানিয়ে ছিলাম এতো কিছু দিয়ে বানানো হয় নাই যাক আবার ইনশাআল্লাহ বানাবো শফিক ভাই আপনার Blander টা অনেক সুন্দর। ভালো থাকবেন সবাইকে নিয়ে। দুআ করবেন।
ভাই কেমন আছেন? অনেক দিন পর ইউটিউব দেখতে গিয়ে আপনার লেবুর রেসিপি টা পেলাম। ভালো লাগলো দেখে, অবশ্যই সময় নিয়ে বানিয়ে খাবো। সব শেষে আপনা কে ও আপনার পরিবার তথা সারা দেশ বাসিকে আগাম ঈদ মোবারক ও শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন আপনি / আপনারা সবাই।
অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং বাসায় ট্রাই করেছেন আর সুন্দর সুন্দর feedback দিচ্ছেন। তবে যারা তেতো বলছেন, সবাই বাংলাদেশ থেকে দেখে ট্রাই করেছেন মনে হল। এখানে বলে দেয়া উচিৎ ছিলো বাংলাদেশের জন্য, দেশের শশার ছাল বা শশা অনেক সময় খুব তিতা হয়, মা খালারা দেখতাম সবসময় পরখ করে নেন শশা বা সবজি তিতা কিনা এদেশে আসার পর শশা আর ছিলে খাওয়া হয়নিতো তাই ভুলেই গিয়েছিলাম যে শশার ছাল তিতা হতে পারে বা শশা যে তিতা হয়। আর দেশী আদা অনেক বেশী স্ট্রং এখানকার বিদেশী আদার তুলনায় সেজন্য খুবই সামান্য ব্যাবহার করতে হবে। তবে আদাটা অপশনাল। আর কিছু কিছু লেবুর ছোলকাও তিতা হয়… আর আমরা যে অল্প পরিমানে mature “zara” লেবুর ছাল যেটা চিবিয়ে খাই ( কচি গুলো নয়, কচি হলে তিতা হয়) অথবা আমাদের বাসার এলাচি লেবুর পাতা ব্যবহার করেছি আসলে সুগন্ধ হবার জন্য। কারন এখানকার লেবুগুলোতে ঘ্রান নেই একদম। তাই এতো কিছু দেয়া । বাংলাদেশে আসলে কিছুই করা লাগবে না এসব। কারন এমনিতেই এত সুঘ্রান লেবুগুলোর, শুধু রস দিলেই দারুন ফ্লেভার হয়। আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের শরবত তিতা হয়েছে কাইন্ডলি শশাটা তিতা কিনা বা লেবুর ছালটা চেক করে দিবেন। আর বাংলাদেশে দেশী সুগন্ধ লেবু হলেতো ছালটা না দিয়েও সুন্দর ঘ্রান হয়
শসা তো সব সময় আমরা খেয়ে দেখে ব্যাবহার করি। খোসা তিতা হয় না, কিছু কিছু শসা তেতো হয় আর পুরো টাই তেতো হয়। আদা, লেবুর খোসা, লেবু, ঝিঙ্গা, এই সব সবজি আগে আমরা টেস্ট করে তবে ব্যাবহার করি, সেই মতো পরিমাণ পরিমাপ করেই করি। তোমার খারাপ লাগছে তাই বলছো,thank you ভাই। শসা ও তো কতো রকমের, কতো আলাদা স্বাদের হয়। আমি আগে শসার শরবত বানিয়েছি, খুবই রিফ্রেশিং।🙏👍🌷 একটা কমেন্ট দেখলাম বলেছে একদম ফালতু আইটেম। আমি বলি একটা ক্লাস এ, অনেক স্টুডেন্ট পড়ে, একই বই, সিলেবাস পড়ে, সবাই সমান ফল করে না। কেউ ফেল করে, কেউ ফার্স্ট হয়। তাতে তো বই আর টিচার খারাপ হয় না?
Apu Ami ajke try korchi... Alhamdulillah onak Valo hoice . Iptare kaici...r Amer husband o onak poshondo korche ....thanks Apu......
দিদি সুন্দর করে মনের কথা বলে দিলেন, হ্যা দেশে থাকতে তো আম্মুকে দেখতাম সবসময় শশা বা ঝিঙ্গা পরখ করে নিতেন.. হয়তো ওয়েদারের জন্য অথবা চাষাবাদের ধরনের জন্য হতে পারে, আজ পর্যন্ত শশা নিয়ে চিন্তা করতে হয়নি যে তিতা হবে নাকি। তাই এই সাবধানতা টুকু মনে হয়নি বলে দেবার কথা.. আর আদার কথাও বলা আছে অপশনাল। একবার খারাপ হওয়া মানে ফালতু নয় বরন্চ পরের বারের আরও ভালো করার প্রেরনা.. বেশীর ভাগ মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় অনেকেই খুব পছন্দ করেছেন ! ধন্যবাদ দিদি❤️❤️💕
Alhamdulillah খুব ভালো লাগলো জেনে 🤩💕❣️thanks for your feedback
@@BelethBilash হ্যা অনেকের ই পছন্দহয়েছে, হবার কথা ও। আর সবার জিভের টেস্ট সমান হয় না। স্বাদ টা আমরা জেনেটিক ভাবেই নিয়ে জন্মায়। যেমন ভাই, বোনদের খাওয়ার ধরন, পছন্দ কেউ বাবার মতো, কারো মার মতো কিংবা কোনো আত্মীয় র মতো। আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি। খাওয়ার চর্চা আমাদের উন্নত না হলে অবনতি হয়। রান্না ও যার যার হাতে ভিন্নতা থাকে। ভালো, খারাপ নয়, কিন্তু আলাদা।thank you ভাই তোমাদের 🙏🙏🙏 হ্যা বিদেশে তো সব কিছু টেস্ট করে বাজার জাত করা হয়, হয়তো ওদের জাতের শসা তেতো হয় না। আমি তো জানি না 😌
শরবত অসাধারণ হবে তা অনুমান করছি। কিন্তু আপনাদের কথাবার্তা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। কোন কৃত্রিমতা নেই, বাড়াবাড়ি নেই, নিজের কর্মের আত্মপ্রশংসা নেই।
কিছু মানুষ একটা কিছু তৈরি করেই নিজের প্রশংসা করতে করতে ৫-১০ মিনিট শেষ করে দেয়। কিন্তু আপনি একেবারেই ভিন্ন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। ❤
দুজন মনের দিক থেকে সুন্দর মানুষের রান্না দেখতে খুবই ভালো লাগে। সব রাধুনী ফেল আপনাদের কাছে। কত সাবলীল আপনারা দুজন। কোন কৃত্রিমতা নেই। You are the super couple cook.
সালাম নিবেন.. অসংখ্য ধন্যবাদ আপু 💜❤️💞
খুব ভালো লাগলো স্যার।
আপনাদের কথার মাধুর্য অকৃত্রিম এবং মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ।
নিমিষেই মন ভালো করে দেয়ার মতোন।
রেসিপি দেখবো না বাগান দেখবো?অসাধারণ লাগল,ভাল থাক সুস্থ থাক।
আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
সুপ্রিয় দর্শক বন্ধু, ভাই ও বোনেরা বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক আমাদের নতুন RUclips Channel " বিলেত বিলাস Green Family" এর লিঙ্কঃ ruclips.net/channel/UC2j7556hAHlVsv6ia-pmHKw
ইনশাআল্লাহ এখন থেকে আমরা আমাদের বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক সমস্ত ভিডিও এই Channel এ পাবলিশ করবো।
আর আপনাদের প্রিয় "Beleth Bilash বিলেত বিলাস" Channel এ তো থাকছেই খাওয়া-দাওয়া, রেসিপি, ভ্রমন-ঘুরাঘুরি, শখ আহ্লাদ ইত্যাদি ইত্যাদি।
আপনারা যারা বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক ভিডিও দেখতে আগ্রহী তারা অনুগ্রহ করে এই চ্যানেলটি Subscribe করে রাখবেন আমরা এখন থেকে নিয়মিত এখানেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ শেয়ার করার জন্য
Vi balandar tar dam koto taka dhaka ki poaya jaba janaban
এতই মজা এই সরবত টা....আলহামদুলিল্লাহ।
আপনাদের কে অনেক ধন্যবাদ,,, আমি এই নিয়ে ৫ দিন ট্রাই করেছি
তাই❣️ 🤩🤩😍💕আপনাদের এ ভালোবাসার জন্য কৃতজ্ঞতার শেষ নাই 💝ধন্যবাদ নিরন্তর
Tita lge ni 🙄
@@BelethBilash❤❤
মাশা আল্লাহ,,, শরবতটা দেখতেই কত সুন্দর 😍
এটা পান করতে না জানি কত সুস্বাদু 😋
আপু কেউ কেউ বলছেন তিতা লাগছে তাই বানানোর পূর্বে অবশ্যই এই ভিডিওর pin Comment টা একটু দেখে নিয়েন প্লিজ।
@@BelethBilash ইনশা আল্লাহ।
এমন সাবলীল উপস্থাপনার সাথে সজীব আঙিনায় মিন্ট শরবত তৈরির আয়োজন। সত্যিই বেশ লাগলো! ইউটিউবে এমন কন্টেন্ট খুব কম দেখেছি। আপনাদের জন্য শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍❤️
এমন সুন্দর পরিবেশে খাবার খেতে নিশ্চয় অনেক ভালো লাগে!! ইন শা আল্লাহ, আমিও বাসায় বানাবো ড্রিংকসটা।
আপনাদের বাগান টা এতো সুন্দর,,, বাগান দেখবো না রেসিপি দেখবো 😍❤️❤️
🌹🌹💕মন থেকে ভালোবাসা আপনাকে আপু
আমি এই রকম সুন্দর সাবলীল ইউটিউব চ্যানেল আর দেখিনি, অনেক অনেক ধন্যবাদ।
Thank you so much for your kind words
দেখেই তো ফিদা। কি সুন্দর রঙ, কি সুন্দর সাজানোআর লেবু ফুল তো লা জবাব। আমার তেষ্টা পেয়ে গেলো 🤤🤤thank you ভাই 🙏🌙
সত্যি দিদি অসম্ভব রিফ্রেশিং জুসটা, আমাদের এখানে তো ঠান্ডা এখনো.. দেশে এটা খেতে অনেক ভালো লাগবে
অসংখ্য ধন্যবাদ তোমাকে শিখাদি, এতটা ভালোবাসার আমার বা আমার পরিবারের জন্য 💝❤️🥰, সত্যি অনেক লাকী আমরা 💜❤️
@@BelethBilash হ্যা এটা আমাদের দেশের গরমে খুব রিফ্রেশিং লাগবে,thank you ভাই 🙏
@@BelethBilash আমি তো বলে বোঝাতে পারবো না তোমাদেরপেয়ে আমি কতো লাকি। সবই আল্লার ইচ্ছা। আমরা যেনো ভালো থাকি এই দোয়া করি 🙏🙏🌙
আপনাকে অসংখ্য ধন্যবাদ!
আপনাদের এই ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা যিনি ধারণ করেছেন তাকে আরও বেশি ধন্যবাদ উনি সমস্ত পরিবেশটা কেমন ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচে, বা দিক থেকে ডানদিকে, ডান দিক থেকে বাঁ দিকে, বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্য ধারণ করেছেন।
তাই ভিডিওটা আমার কাছে একদম প্রাণবন্ত লেগেছে।
এখন আসি রেসিপিটির ব্যাপারে,
আমি খাবার দাবার রেসিপির ব্যাপারে মূলত ট্রাই করেই রেসেপির রিভিউ লিখি:
আমি আপনার রেসিপিটা ফলো করে শরবতটা বানিয়েছে, তবে আমি বাংলাদেশে বসবাস করার কারণে আমি জানি লেবুতে তেতো হয়, এবং শশাও তেতো হয়। তাই শরবতটা বানাতে গিয়ে আমি দুটোর মধ্যে ব্যালেন্স করেছি, তাই আমার শরবতটা খুব বেশি তেতো হয়নি,
এবং আমার শরবতটাও দারুন হয়েছে খেতে। ইনফেক্ট আপনি যদি শসার কথা উল্লেখ না করতেন, আমিও কখনোই ধরতে পারতাম না এই শরবতে শসা দেওয়া লাগে। আর এই শরবতে আপনি কোথাও লবণ ইউজ করেননি, আমি লবণ দিয়েছি, বিট লবণ।
লবণ ছাড়া শরবতটা পানসে হওয়ার কথা!
বিট লবন দেওয়ায় আমার কাছে আরো বেশি ভালো লেগেছে।
শরবতটা আসলেই দারুন ছিল আপনাকে তার জন্য আবার বিশেষ ধন্যবাদ।
সংযুক্তি :ভিডিওর মাঝখানে একসময় বলছিলেন যে আমাদের দেশ অনেক blessed। আসলে আমাদের দেশ এতো blessed হওয়া সত্বেও, এই ব্লেসিং গুলো আমাদের জন্য পোষায় না, তাই আমরা ইউরোপ আমেরিকায় পারি জমাই।😉
ভাইয়ার হাতের লবনের সরবর্ত ও অনেক টেস্ট কারোন ভাইয়া অনেক সুন্দর কোরে রেছিপি বানায় আর পোরি বেসন তো অসাধারণ আল্লাহ্ হাফেজ আছালামুঅলাইকুম।
ওয়া আলাইকুম সালাম আপু। অনেক সুন্দর করে বলেছেন আপু শুনে মনটাই পরিপূর্ণ হয়ে গেলো।
সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। ❤️💚🧡💜💙💛🤍❣️
Alhamdulillah। খুব সুন্দর টিপস সহ রিফ্রেশিং সরবত বানানো dekhalen। আমরা অনেকেই যারা একটু হেলথ care নিয়ে সচেতন তারা এই ধরনের ড্রিংক গুলোতে অভ্যস্থ কম বেশি। আর জানি কোনটা কম বেশি দিতে হবে বা বাদ দিতে হবে। ইফতারের জন্য মিন্ট লেবু দিয়ে করেছি। তবে আপনার মত করে এবার করবো ইনশাআল্লাহ্।❤
এত সুন্দর ড্রিংকস খুব ভালো লাগলো।আপনাদের কথা,ভিডিও এডিটিং,টিপস্ সব দেখে পুরো রিফ্রেস হয়ে গেলাম।মনে হয় আপনাদের গার্ডেনে গিয়ে বসে থাকি এত ভালো লাগে।অনেক ধন্যবাদ,ভালো থাকবেন॥
আপনাদের এ ভালোবাসার জন্য কৃতজ্ঞতার শেষ নাই 💝ধন্যবাদ নিরন্তর
অসাধারণ দেখতে❤কি সুন্দর সবুজ রঙের
শরবত💙🤍দেখেই খেতে ইচ্ছে করছে😋😋😍😍🥰🥰
Thank you 🤩
মিশররীয় লেমন মিন্ট দেখে খুব ভালো লাগে, আপনার উপস্থাপনা অসাধারণ, ফুল গুলো দেখ মন ভরে গেলো, ধন্যবাদ শেয়ারের করার জন্য 🌺🏵️❤️🌸
অসংখ্য ধন্যবাদ ❤️
শশা টা ধারনার বাইরে ছিল। Thanks. Tips টা দিয়েছেন।
আপনার টিউলিপ গুলো ও আরো সুন্দর।
Aj e baniye khabo😋iftar a...insha allah
ইনশাআল্লাহ আপু
আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন ❤️💚🤍🤍💚❤️
আপু আপনি কি বানিয়েছেন? কেমন লাগলো এর টেষ্ট টা।
মনেহচ্ছে খেতে অসম্ভব ভালো লাগবে।
আমি আপনার ঘরের গাছগুলো দেখছিলাম।
মনতো ওখানে আটকে গেলো।
আপনার ব্লগে আজকে আমি প্রথম।
চমৎকার উপস্থাপনা।
সব মিলিয়ে ভালো লাগলো।
ধন্যবাদ।
গতকাল একটা ইফতারের দাওয়াতে এটা খেয়ে খুবই মজা পেয়েছি, ভাবছিলাম কিভাবে বানাবো। আপনাদের রেসিপি দেখে খুব ভালো লাগলো তবে সবকিছুর সঠিক পরিমানটা বলে দিলে অনেক উপকার হতো। সম্ভব হলে একটু লিখে দিন।
ruclips.net/video/SW3RiBacWKI/видео.html subscribe please
ধন্যবাদ আপনাকে, পরিমান আসলে হাত আন্দাজে করা তো .. চেষ্টা করবো পরবর্তীতে দেয়ার .. আপনি বাংলাদেশ থেকে যদি করেন তাহলে একটু কষ্ট করে pin comments টা পড়ে নিবেন please
এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অনেক অনেক দোয়া,ভালো থাকবেন।
ওয়াও.... এখনই খেতে ইচ্ছে করছে ভাই। সত্যি দেখতে দারুন। আরও নতুন নতুন আনকমন রেসিপি চাই ভাই।
অসংখ্য ধন্যবাদ
মাশআল্লাহ। এত সুন্দর, সবুজের সমারোহ।
Alhamdulillah অসংখ্য ধন্যবাদ আপু
সত্যি দেখতে অসাধারণ হয়ছে,,,ইনশাল্লাহ খেতে ওহ তেমন ভাল হবে😋😋😋😋😋
আমি ভিডিও দেখে বানাইছি।এটা অনেক ভালো ছিল।ধন্যবাদ আপনাদেরকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍😍😍
Assalamu Alaikum writing you may be first time ! The colour and DECORATION with the white lemon flower gives an innocent plain eye soothing heart cooling look JAZAKUMULLAHU KHAYER
Walaikum slam thank you so much for your kind words 💚 please keep us in your prayers
আপনাদের উপস্থাপনা সুন্দর। রেসিপি দেখতেও ভাল লাগে।
জাযাকাল্লাহ্ 👌👌👌
ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ। আমি আজই ট্রাই করবো ইনসাআল্লাহ।
পিন কমেন্ট টা দেখার অনুরোধ রইলো ধন্যবাদ 💚
Assalamualaikum. Very colorful and refreshing drink. Normally I made it by cukumber lemon and mint leaves with some rock salt.
Walaikum Salam, thank you so much for your suggestions
@@BelethBilash Thank You Bhai. Salam to Bhabi.
Just wow color and eye soothing also, looks yummy and refreshing , thanks for sharing the recipe love from Dhaka , Bangladesh ❤️🥰
Darun darun sorbot ..sathe lebu ful diye sajano ..uff darun ..
Ar tomar flowers wow ... tulip flower naki go ..ki je sundor
আসলেই অনেক মজার শরবৎ শুধুই খেতে মন চায়
হ্যাঁ গো দিদি ওগুলো টিউলিপ খুবি সুন্দর
ভালো থেকো তোমাকে অসংখ্য ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
আপনাদের ছুড়িটা অনেক ভালো।কিভাবে এত ধারালো রাখেন এটার একটা ভিডিও চাই।অনুরোধ রইলো আপা ও ভাইয়া।
আপু আপনার ভাইয়া প্রতিবার ব্যবহারের পূর্বে Sharpening Stone e ঘষে নেন, আর এই চাকুটা এত ধার যে আমার এটা স্পর্শ করা নিষেধ 😭😭😭😭😭। আমার জন্য আলাদা চাকু আছে 🤣🤣🤣🤣
আপু আমার বাসায় এ সেইম অবস্থা আমি তার ছুরি ধরলেই হাত কেটে ফেলি 🤣🤣
@@BelethBilash ha Apu Amer basay o Amer jonno alada chako ace.....
ruclips.net/video/SW3RiBacWKI/видео.html
@꧁Soldier Of Islam༒࿐ . 🍩 🍔🍓
একেবারে অন্যরকম ভিডিওটি দেখলাম তার পাশে সবুজ ফুল ফুল বাগান মনটাকে আনন্দিত করে দিল ফুলের বাগানের চারপাশে এভাবে ভিডিও করলে মন অনেক ভালো আসলে যারা ভালো মনের মানুষ তারে ফুল বাগানকে ফুলকে ভালোবাসে বাড়ির আশেপাশে যেখানে যাবে তাদের কাজে কর্মে সব জায়গায় ফুল ফুলের চাষ করবে এটাই
I made it for iftar yesterday. It was soooo good. Thank you for sharing the recipe.
Alhamdulillah it’s really our pleasure 💝
আহ্!
এতদিন পর এটা শিখতে পারলাম।
ধন্যবাদ আপনাকে।আমি এখন এটা বানাবো,খাবো,সবাইকে খাওয়াবো।
অনেক ধন্যবাদ তবে বানানোর আগে পিন কমেন্টটা পড়ে নিবেন কারণ বাংলাদেশের লেবুর ছাল ও শষা মাঝে মাঝে তিতা হয়।
Looks so refreshing! Gotta try it soon...
আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া
মিশ্রিত লেমন মিন্ট সরবত রেসিপি খুব ভালো লাগলো
ধন্যবাদ শেয়ার করার জন্য ❤
Very yummy & refreshing drinks 👍🤤
Thanks dear
আপনি যেভাবে বানিয়েছেন আসলে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আশা করি খুবই টেস্ট ফুল হবে
real healthy drink. আমি tryত্র্য করবো অবশ্যই।
Assalamu Alaikum.
So simple but aristocrat presentation.
Jajakallah khoiron dear bhaia n aapu.
অসাধারণ একটি ভিডিও দেখলাম খুব ভালো লাগলো
দারুণ। মনটা ভালো হয়ে গেল শরবত দেখে। কিন্তু এমন পরিস্থিতিতে আছিব্যে বুক ফেটে যাচ্ছে গরমে, শরবত খাওয়ার উপায় নেই, ফ্রিজের অভাবে বরফ নেই, তাই তেলতেলে গরম পানিতে কোনভাই তৃপ্তি হচ্ছেনা।
একটা ভিডিও ই যথেষ্ট ছিল তাৎক্ষণিক সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর শেয়ারিং
আসলেই খুব মজা।আমি আপনার রেসিপি ফলো করে বানিয়েছিলাম।বেশ ভালো লেগেছে!
Alhamdulillah, thank you for the feedback apu 💞❤️💗
আপনার রেসিপি গুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।❤❤❤
Bhaiya apu ei sorbot dakhai pran vore galo.eto sundor kore apnara represent koren dakhai mon vore jai .
ধন্যবাদ 🩵💙💚যদি বাংলাদেশ থেকে জেখে থীকেন তবে কাইন্ডলি প্রথম কমেন্ট টা একটু ভালো করে দেখে নেয়ার অনুরোধ রইলো। অথবা এই সেইম শরবত এই রোজাতে আরেকবার বানিয়েছি, সেই ভিডিওটা ও দেখতে পারেন ॥ 💚
আমি দেখছি ভাই গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক থেকে ভাই কেমন আছেন আপনি কী দারুণ একটা ভিডিও দিয়েছেন ভাই দেখে ভালো লাগলো দারুণ 🇧🇩✔️🌹🌷✌️👌👍👈
ধন্যবাদ 💚💞
অসাধারন গুনী আপনারা দুজন ,love and respect from USA
দারুণ, ট্রাই করবো ইন শা আল্লাহ 🤲🤲🤲
ভাইয়া এটা চমৎকার একটা লেমন গ্রিন জুস হয়েছে, যেটা রমজানে সবার জন্য ভালো।
অসংখ্য ধন্যবাদ ❤️ প্লিজ পিন করা কমেন্ট টা দেখে নিবেন যদি আপনি বাংলাদেশ থেকে ট্রাই করেন 💞
আপনাদের ভয়েস আমার এতো ভালো লাগে, সুন্দর করে কথা বলেন। আর ডেকোরেশন এক কথায় অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 💝
Darun apnar presentetion,r bagan kotha bolar style.r apnr kaj baj dekhe mone holo onek sikkhito,giyani and sastho socheton ja besi valo laglo
Dil thanda..vai..onek dhonno bad..my fav drink all time..thanks for sharing the recipe.
দেখতে খুব চমৎকার ড্রিংস খেতে আরো চমৎকার হবে ইনশাল্লাহ ❤
গরমের সময় দিল ঠান্ডা করে 😋😋😋
সব উপকরন আমার বাড়িতে গাছে আছে এখনি বানাবো খুব পছন্দ হইছে ধন্যবাদ😊😊
অসংখ্য ধন্যবাদ ইনশা আল্লাহ
আলহামদুলিল্লাহ। অনেক ভালো কিছু শিখলাম।
জাঝাকুমুল্লাহ
ধন্যবাদ, প্রথম পিন কমেন্টটা দেখে নিবেন প্লিজ
কি সুন্দর রং! দেখেই শান্তি লাগছে। মাশাআল্লাহ
পুরো ১০০% শান্তি, কোন কমতি নাই আলহামদুলিল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
দারুন , দারুন , আল্লাহ আপনাদের দীর্ঘজীবি করুক ।
ভাইয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের রান্না গুলো অন্যান্য রেসিপিগুলো আমার দেখতে খুব ভালো লাগে প্রাণ ঠান্ডা শক্তি রেসিপি টা শরবত খুব ভালো লাগলো ভিডিওটি ভাইয়া ❤❤
👍 অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া ও আপু কি বলবো এত মজার শরবত দুজন মিলে এই শরবতটা বানিয়ে নিলে আমি তো এক্ষুনি ট্রাই করবো মাশাআল্লাহ ❤❤❤❤
ইস এত্তো সুন্দর লাগছে। অনেক লোভনীয়। দেখেই খেতে মন চাইছে 😋😋
Ato mojader akta shorboth er recipe share korar jonno thanks vaia Apu... insha'Allah try korbo .....
অসংখ্য ধন্যবাদ আপু ইনশা আল্লাহ
লেবু ব্লেন্ড করলে তিতা হয় না?
আমি বানাই নাই ।কিন্তু লেবু ব্লেন্ড করা দেখে এই কথা টা মনে আসলো ।
ও হ্যা আপনার এই শরবতের জন্য অনেক অনেক ধন্যবাদ। কারন নতুন কিছু টেকনিক শিখলাম আজকে ।আবারও ধন্যবাদ জানাচ্ছি
Mashallah khub bhalo hoyeche recipe
আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
আসসালমুআলাইকুম শফিক ভাই
কি বলবো অনেক বেশি ভালো মানের একটি শরবত । আমিও একবার বানিয়ে ছিলাম
এতো কিছু দিয়ে বানানো হয় নাই
যাক আবার ইনশাআল্লাহ বানাবো
শফিক ভাই আপনার Blander টা অনেক সুন্দর।
ভালো থাকবেন সবাইকে নিয়ে।
দুআ করবেন।
এত সুন্দর ইনফরমেশন ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
স্যার আপনার বাচনভঙ্গি খুবই সুন্দর। আমাদের এখন রোজা চলছে ইন শাহ আল্লাহ আমিও এটা লোভনীয় শরবতটি জলদি বানাবো৷ 🥰
টেস্ট করে আবার এসে কমেন্ট করে যাবো😅
Assalamuaykum apnader Bagan r ranna 2ty khub Valo lage
Apnake dekhe ami 1st vabchilam Jafor Iqbal sir
apnaker kota gulo amar kub posondo.... ki savabik boson vongii MASHALLAH
অসংখ্য ধন্যবাদ বোন ❤️
আলহামদুলিল্লাহ,,গতকাল আমিও খেয়েছি অনেক ভালো
দারুন মজার শরবত রেসিপি শেয়ার করেছেন ❤️
কালারটা খুব সুন্দর ❤❤
Rekta oshadharon video. Apnader video gulo onek chomotker. Arokom chomotker jeno sob somoy thake
অনেক ধন্যবাদ ভাই, সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার ❤️💚🧡💜💙💛🤍❣️ দোয়া করবেন ।
জ্ঞানে ভরা একটি ভিডিও,দারুণ❤
Mashallah khub sundor sorbot toire
Korlen yhankyou somuch brother.
Alhamdulillah অসংখ্য ধন্যবাদ আপনাকে 💕
ভাই কেমন আছেন? অনেক দিন পর ইউটিউব দেখতে গিয়ে আপনার লেবুর রেসিপি টা পেলাম। ভালো লাগলো দেখে, অবশ্যই সময় নিয়ে বানিয়ে খাবো। সব শেষে আপনা কে ও আপনার পরিবার তথা সারা দেশ বাসিকে আগাম ঈদ মোবারক ও শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন আপনি / আপনারা সবাই।
Assalamualikum vi, Alhamdulillah we are well . ভালো লাগলো কমেন্ট পেয়ে আপনারা ভালো থাকবেন
প্রতি রমজানে আপনাদের এই ভিডিও টা দেখলেই এই সরবতটা খেতে ইচ্ছে কর আর বানিয়ে ফেলি। খুবই মজা।
আলহামদুলিল্লাহ 💚💚💚
dekhte onek sundhor khaity onk bajhy..,....
পিন কমেন্ট টা দেখার অনুরোধ রইলো ধন্যবাদ 💚
খুব ভালো ও হেলদি রেসিপি। সাথে পুদিনা গাছ লাগানোর পদ্ধতি ভিডিওটির উপযোগিতা বাড়িয়ে দিয়েছে। আন্তরিক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️
Shafique bhai apner poramorshe drink ta baniyechilum. Kotha 100 vag sotto. Drink ta onek mojer. Onek valobasha roilo apner jonne. Valo thakben
অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো শুনে, দোয়া করবেন ভাই ❤️
অসাধারণ হয়েছে ভাইয়া। ফুল দিয়ে সাজানোর জন্য আরো বেশি সুন্দর লাগছে।
অসংখ্য ধন্যবাদ ❤️
আসসালামুয়ালাইকুম খুবই সুন্দর হয়েছে আপনার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপনাকে
আমার তো ভিডিও দেখেই মন প্রান শান্তি হয়ে গেছে।
আপুরে সময় সুযোগ করে বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফের পার্থক্য অনেক হাহাহাহা।
তোমার জন্য অনেক দোয়া রইল ❤️💚🧡💜💙💛🤍❣️
@@BelethBilash InshaAllah try koro apu ❤❤❤
Khub valo hye6e juice ta ami aj aktu age try krlm india te khub gorom amr valo basa thaklo india theke❤️❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ দিদি
অনেক ভাল লাগল, ভাবছি এতদিন কেনো এই চ্যালেনটা সামনে আসেনি!
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 💜❤️🤲দোয়া করবেন
Eto mojarrrrrrrrrrrr ekta shorbot r gonnnnooo onek dhonnobad
অসংখ্য ধন্যবাদ
খুব বেশি ভালো লাগছে।স্যার
মাসা আল্লাহ, সুন্দর হইছে,, আচ্ছা একটু black salt দিলে কেমন হবে,কারন আমি আজকে বানাবো, ইনশা আল্লাহ
পুদিনা ডাল থেকে পুদিনা তৈরি করার গাছটি অনেক ভালো হয়েছে
খুবই সহজ রেসেপি,, ট্রাই করব একদিন
Insha Allah, please read the pin comment if you are watching from Bangladesh
@@BelethBilash আমি বাংলাদেশে না ওমানে
তাই… তারপরও পিন কমেন্ট টা দেখে নিবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ
@@BelethBilash আমি এত কিছু বুঝি না তবে সহজ রেসিপিটা অসাধারন ছিল এই রকম কিছু পানিয় রেসিপি আশাকরি,,ধন্যবাদ পাশে থাকব এবং পাশে আছি
সুন্দর বিশ্লেষণ। খুবই ভালো লাগলো। দোয়া করবেন।
Thank you apu ❤️😍
আমি আজই বানাবো,আমার কাছে অনেক ভালো লাগলো।
মাশাআল্লাহ! দেখতে ও অসাধারণ লাগছে
Assalamualaikum
Ma Shaa Allah
Osadaron hoyese shorbth
Kub valo laglo dekiya
Onek onek duya roylo apnader jonno
Walaikum Salam sister thank you so much 😊