Jane Eyre | Charlotte Bronte | World Classics | Mirchi Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • Mirchi Bangla presents Charlotte Bronte’s “Jane Eyre” on Friday Classics: Banglay Biswasera
    Date of broadcast - 9th August 2024
    অনাথ জেন তার মামির কাছে বড় হচ্ছিল চরম নির্যাতনের মধ্যে। এই মামীই তাকে নিম্নবিত্ত, অনাথা মেয়েদের স্কুলে পাঠিয়ে তার সঙ্গে সম্পর্ক মেটান। এরপর জেন-এর ভাগ্য তাকে এনে ফেলে থর্নফিল্ড হলে। সেখানে রাতে কে হাসে ওরকম রক্তজল করা হাসি? আর Mr Rochester, তিনিই বা কেমন মানুষ? কি আছে তাঁর অতীতে? জেন এর জীবনে কি আসবে আবার কোনো ঝড়?
    Cast:
    Jane - Sunayana Bhowmik
    Edward Rochester - Debanjan Mitra
    Young Jane - Sparshita Paul
    John Reed - Smeet Kakkad Chaudhuri
    Mrs. Reed & Miss Temple - Arunima Ghosh
    Mrs. Fairfax & Grace Poole - Jaitri Banerjee
    Richard Mason & Inn-keeper - Korak Samanta
    St. John Rivers - Anuran Sengupta
    Abbot & Diana Rivers - Sramana Roychowdhury
    Bessie & Leah - Nandini Deb
    Blanche Ingram & Mary Rivers - Trinanjana Das
    Mr. Llyod, Mr. Wood & John - Indranil Bhaduri
    John Eyre, Mr Briggs & Carter - Amitava Roy Chowdhury
    Lady Ingram - Sujata Ghosh
    Bertha Mason - Tomali Chaudhuri
    Music - Sourav Mondal
    Theme Music - Sayak Chakraborty
    Sound Recordist - Sanjit Giri (Post Production Studios)
    Music, Mastering, Video Edit and Animation- Pinku Mondal
    Poster Designing - Subhadeep Mukherjee
    Production Assistant - Gopa Chakraborty
    Script Mentoring - Sujata Ghosh
    Produced by: Sound Ideas
    Translation and Adaptation: Shambhobi Ghosh
    Direction: Tomali Chaudhuri
    Mirchi Team:
    Creative Director - Indrani Chakrabarti
    Executive Producer - Arunima Dey
    Bumper Design- Deepak Ray
    RUclips team - Himanshu Pradhan, Vasundhara Bisht
    Marketing - Nishanth Thomas
    Social Media - Agni, Arnab Chatterjee
    Mirchi Interns - Abhigyan, Devarghya
    Editorial assistance - Rohit Dey, Souvik Guha Sarkar
    Special Assistance- Richard Debnath
    Special Thanks- Deep
    National Digital Content Head - Indira Rangarajan
    Disclaimer:
    This audio series is a work of fiction and features adaptations of works by renowned authors. Unless otherwise indicated, all the names, characters, businesses, places, events and incidents in this book are either the product of the author's imagination or used in a fictitious manner. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental. While we strive to remain faithful to the original texts, certain creative liberties may have been taken to adapt these stories for an auditory format. Listeners are encouraged to explore the original works for a more comprehensive understanding of the authors' intended themes, language, and cultural contexts. The opinions expressed in these adaptations are those of the performers and do not necessarily reflect the views of the original authors or their estates. We hope you enjoy experiencing these timeless classics in a new and immersive way.
    All original content created for this series is copyright-protected. Reproduction or distribution of any part of this content without permission is strictly prohibited”
    Enjoy and stay connected with us!!
    Subscribe to us :
    bit.ly/Subscrib...
    Like us on Facebook
    / mirchibangla
    Follow us on Instagram
    / mirchibangla
    #mirchibangla #gaanapodcasts #FridayClassics #BanglayBiswasera

Комментарии • 856

  • @taniasaha3188
    @taniasaha3188 Месяц назад +5

    অসম্ভব সুন্দর একটা উপন্যাস। উপস্থাপনা এতই নিখুঁত যে জেন আর এডওয়ার্ড কে আমার সব টুকু অনুভব করতে পারছিলাম। গল্প শেষেও যেন সেই আবেশ থেকে এখনো বেরোতে পারছি না। অনেক ধন্যবাদ এমন চমৎকার একটা গল্প উপহার দেওয়ার জন্য।।

  • @pronitabhadra8376
    @pronitabhadra8376 3 месяца назад +13

    সত্যিই ভালোবাসাই একজন কে সম্পূর্ণ পাল্টে দিতে পারে , এটা আবার প্রমাণিত হলো Rochester এর মধ্যে। সত্যি বলতে গল্পটা শুনে আমার মন ও Rochester এর প্রেমে পড়তে চেয়েছে। Jane এর জায়গায় আমি থাকলে ওর দুর্নিবার ভালোবাসাকে একা রেখে চলে যেতাম না। যাই হোক, দুজনের অপূর্ব মিলনে আমার মন যেন শান্তি পেলো

  • @sumitrasardar2704
    @sumitrasardar2704 3 месяца назад +11

    অপূর্ব . . .অতুলনীয় ! মনটা ভরে গেল, চারিদিকের টালমাটাল পরিস্থিতিতে কিছুদিন ধরেই হৃদয় একটু শান্তি খুঁজছিল . . . চাইছিল মুক্ত হতে , আজকের গল্পের মধ্যে আমি তা খুঁজে পেলাম। গল্পের প্রতিটি মূহুর্ত আমাকে ভাবিয়েছে, উত্তেজিত করেছে আবার অবাকও করেছে । আর গল্পের শেষটা আমার মনে এক পরম শান্তির অনুভূতি ঢেলে দিয়েছে ।😌
    ধন্যবাদ Team Mirchi অমূল্য এই রত্ন উপহার দেওয়ার জন্য ❤

  • @supriyochina6593
    @supriyochina6593 3 месяца назад +13

    Jane Eyre এর কন্ঠ অপূর্ব মানিয়েছে...চোখের সামনে যেন সিনেমা দেখলাম...graduation এর সময় পড়েছিলাম তখন এক উপলব্ধি ছিল, আর আজ আবার উপলব্ধি টা যেন নতুন করে হলো।

  • @AyeshaSiddikaNipa-l1b
    @AyeshaSiddikaNipa-l1b Месяц назад +5

    এতো অসাধারণ উপস্থাপনা!
    আহা! মন জুড়িয়ে দিলো!
    গল্প শেষ কিন্তু গল্পের রেশ রয়ে গেল!
    ধন্যবাদ রেডিও মিরচি কে❤️

  • @anupachowdhury5728
    @anupachowdhury5728 3 месяца назад +15

    আমি যেনো এই গল্পটার মোহ কাটাতে পারছিনা, উফফ!! এইরকম আবেগী ভালোবাসা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়, দেবাঞ্জন মিত্রের ভয়েস আমাকে আচ্ছন্ন করে রেখেছে❤ বারবার ঘুরে ফিরে ওদের আবেগঘন মুহূর্তের বাক্যালাপ শুনছি আর ভাবছি, এইভাবেই যদি কেউ আমাকে ভালোবাসতো আহা!! এইধরনের গল্পই খুঁজে বেড়াচ্ছি, গোয়েন্দা গল্প, ভৌতিক কাহিনী আর ভালো লাগছে না, এইরকম পিরিয়ড ক্লাসিক লাভেস্টোরি এর জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, প্লিজ আরো বেশি এরকম গল্প আনুন।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 3 месяца назад +43

    এক দীর্ঘ আবেশের পর আচ্ছন্নতা কাটতে সময় লাগছে। জেন আর রচেস্টারের প্রেম কাহিনীর মাঝে আমিও হারিয়ে গেছিলাম। বড়ো মন কারা এই কাহিনীটি। আর, সবশেষে বলতেই হয় রচেস্টারের কন্ঠের প্রেমে পড়ে গেছি আমি! ❤❤

  • @anweshadas2002
    @anweshadas2002 Месяц назад +4

    4th Semester এ আমি এটা পড়েছিলাম। অসাধারণ এই Novel টা।নির্বাক আমি....দুর্দান্ত পরিবেশনা সবসময়ের মতনই।❤❤❤

  • @madhupriyatakal547
    @madhupriyatakal547 2 месяца назад +14

    ইংরেজি সাহিত্য পড়ার তেমন সুযোগ হয়নি
    কিন্তু এতো সুন্দর একটি গল্প অনুবাদ করে আমাদের শোনানোর জন্য অনেক ধন্যবাদ। বেশ অন্যরকম সুন্দর একটি গল্প❤❤❤❤

  • @mahaswetachakraborty9250
    @mahaswetachakraborty9250 3 месяца назад +15

    আমি জেন এয়ার গল্পটা প্রথম পড়ি স্কুল লাইব্রেরী থেকে..... ক্লাস এইটে.... পরিণীতার পর এই গল্পটা সারাজীবন মনে রাখার মতো সেরা প্রেমের গল্প ....মিরচি ফ্রাইডে ক্ল্যাসিক জিন্দাবাদ ❤️❤️❤️❤️

  • @debanjanmitra1516
    @debanjanmitra1516 3 месяца назад +36

    ভালো লাগছে যে আপনারা shobai Rochester কে গ্রহণ করতে পেরেছেন...এপার বাংলা ছাড়া ওপার বাংলা থেকেও যে এত ভালবাসা Rochester পাবে তা unimaginable ❤️...ভালো থাকবেন সবাই...আর please সবাই কে এই গল্প শুনতে বলবেন 🫡👍🙏..
    ভালো থাকবেন..thank u so much..
    ইতি...
    Edward Rochester 🙂

    • @Ananya_2625
      @Ananya_2625 2 месяца назад +3

      আপনি যে এখানে কতটা অসাধারণ তা বলে বোঝানো যাবেনা ৷ একটা কলমের কালিতে ফুটে ওঠা চরিত্রকে, রক্তমাংসের মানুষ হিসাবে গড়ে উঠতে দেখতে দেখতে ভালবেসে ফেলেছি এডওয়ার্ডের গভীর ব্যক্তিত্বকে ৷ আবেগকে ৷ ভালবাসাকে ৷ আপনার কাজ অনবদ্য ৷ অনেক শুভেচ্ছা রইল 🙏🏻🙏🏻

    • @dipikamondal1507
      @dipikamondal1507 2 месяца назад +3

      আমি পুরোনো অনেক adaptation দেখেছি। তবে কেন জানি না আপনি যেভাবে Rochester কে portray করেছেন, সেটা শোনার পর থেকেই বাকি actor দের কে Rochester বলে মানতে পারছিনা। উফফফফফ...... পুরো প্রেমে পড়ে গেছি এই Rochester এর ❤🙈

    • @Ananya_2625
      @Ananya_2625 2 месяца назад +1

      @@dipikamondal1507 একেবারে সহমত। পর্দার নায়কের ছায়া থেকে ১৮০ ডিগ্রী বিপরীত এই রোচেস্টার। যেই বৈপরীত্যের কারণেই এখানে এডওয়ার্ড এতটা গভীরভাবে তাঁকে অনুভব করতে আর ভালোবাসতে বাধ্য করেছেন আমাদের প্রত্যেককে । রুক্ষতা আর কোমলতার এত অসাধারণ মেলবন্ধন আর পাইনি।

    • @tanmaymukherjee502
      @tanmaymukherjee502 2 месяца назад

      😮😮

    • @tukudas7677
      @tukudas7677 2 месяца назад +1

      Sotti bolte amio Edward rochester er preme pore gelam.... ❤️

  • @GolpoKoli
    @GolpoKoli 3 месяца назад +52

    অসাধারণ লেগেছে। রচেস্টার এবং জেন এয়্যার এর কন্ঠ এত ভীষণ জীবন্ত আর বাস্তব লেগেছে, হারিয়ে গিয়েছিলাম দু:খানুভুতিতে। বাংলাদেশ থেকে শুভকামনা 💙।

  • @somnaths.m5774
    @somnaths.m5774 3 месяца назад +415

    পৃথিবীর এই ইঁদুর দৌড়ের খেলা ,খেলতে খেলতে যখন আমি ক্লান্ত অবসন্ন পাঁজর ভাঙ্গা নদী, যখন শরীর ও মন দু দন্ড শান্তির খোঁজ করতে মিশে যায় নিয়মের কালো পাকে, তখন যেন সাহিত্যের হাত ধরেই ফিরে আসি, সুন্দরের বেশে। অনেক ধন্যবাদ। ইংরেজি সাহিত্যের এমন সুন্দর উপস্থাপনার জন্য । ❤️🙏🏻🔥

  • @onigirisamaa
    @onigirisamaa 3 месяца назад +25

    One of my favourite gothic classics of all time . Ineed a timeless classics! I have loved Jane's character sm since . Jane saying " I'm no bird , no net can ensnare me , I'm a free Human being with an independent will" still ringing in my ears ! This novel is more than a lovestory, more than ordinary.❤

  • @Shimu761
    @Shimu761 3 месяца назад +30

    নিঃসঙ্গ এক গভীর রজনীতে শুনলাম আর নিজের অজান্তেই নিষ্ঠুর একাকিত্বকে গল্পের প্রতিটি লাইনে মেপে নিলাম। মাপতে মাপতে কোথাও জীবনের না পাওয়াগুলো গল্পে পেয়ে খুশিতে টগবগিয়ে উঠলাম পরক্ষণেই আবার অপ্রাপ্তি আর ত্যাগ চোখের সাগরে আমাকে চুবিয়ে ছাড়লো!
    খুব ভালো লেগেছে। প্রতি রাতে শুনি কারণ আমার শুনতে খুব ভালো লাগে। চোখ বন্ধ করে গল্পের দুনিয়াতে ডুবে যেতে বড্ড বেশি ভালো লাগে। 🖤

    • @Masrafia-gj1xy
      @Masrafia-gj1xy 9 дней назад

      এটা আমার ভালো লাগে। এখানে নায়িকা দেবীর মত সুন্দরি নয়।

  • @prasantaroy6132
    @prasantaroy6132 3 месяца назад +15

    সপ্নের মধ্যে আমি চিৎকার করে ডেকে উঠেছিলাম জেন,আমি স্পষ্ট শুনলাম তুমি বলছো আমি আসছি,,,,, কোথায় তুমি?
    কি বলবো কখন যেন চোখের কোনা থেকে কফোটা চোখের জল গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি।সাবাস অসাধারণ।

  • @ankitamondal1715
    @ankitamondal1715 2 месяца назад +2

    দুই প্রধান কণ্ঠ শিল্পীই অসাধারণ কাজ করেছেন। তাদের দুজনের কথপকথন সত্যিই চোখের সামনে দৃশ্য ফুটিয়ে তুলছিল। দুজনেরই কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। অনবদ্য❤❤❤❤❤

  • @arnab345
    @arnab345 2 месяца назад +2

    অপূর্ব অপূর্ব দেবাঞ্জন মিত্র। এমন অভিনয় ভাবা যায় না। আর সুনয়না অসাধারণ। সঠিক সঙ্গত দিয়েছেন। শ্রুতি র সর্বশেষ কথা❤❤❤❤❤❤❤ অনেক শুভেচ্ছা।

  • @bappyrajr
    @bappyrajr 3 месяца назад +6

    অসাধারণ... অনবদ্য! গল্পের প্রতিটা মূহুর্ত, ঘটনাপ্রবাহ যেন সে সময়ের দৃশ্যকল্পে নিয়ে গেছে আমাদেরকে। প্রতি মূহুর্তের এই পরিভ্রমণ এককথায় অবিস্মরণীয়! এসব গল্প হারিয়ে যাবার নয়।

  • @pampachakraborty7991
    @pampachakraborty7991 3 месяца назад +11

    গল্পটা হৃদয়কে স্পর্শ করে গেল 🤗🤗 মনটা ভরে গেলো। Thanks to all mirchi bangla team.☺☺

  • @Tumpa-e2v
    @Tumpa-e2v 3 месяца назад +6

    জীবনে কিছু সব্দ থাকে যা হৃদয়কে গভীর ভাবে প্রভাবিত করে গল্পে মাস্টারের কন্ঠস্বর টা ঠিক তেমন এক সব্দের প্রতিরুপ। বহু বার শুনতে অপেক্ষায় থাকা হৃদয়'টার গায়ে অন্য কোন শব্দ স্পষ্ট হতে পারবেনা,,,,বার বার বহু বার শুনতে চাই এমন প্রেমের গল্পে
    মাস্টারের প্রেমপূর্ন কন্ঠ🥀💚🥀
    "বাংলাদেশ থেকে শুনি সব গল্পোগুলো আপনাদের"। ধন্যবাদ সবাইকে। 😊

  • @mahuachakraborty9894
    @mahuachakraborty9894 3 месяца назад +7

    গল্পটা আগে পড়িনি ۔۔۔কিন্তু খুব ভালো লাগলো ۔۔۔প্রত্যেকের বাচনভঙ্গি , এক্সপ্রেশন , breathing গলার মেলোডি ۔۔۔খুৱ খুৱ খুৱ সুন্দর

  • @TheEnfielder
    @TheEnfielder 3 месяца назад +8

    Ki r bolbo. Ami abar temon guchhiye bolte parina. Golpota sonar por nijeke alada alada lagchhe. Khub halka , khusi, relax.....songe chokher kone chik chike jol bindu onubhob korchhi.
    Thank you MirchiBangla

  • @shantabirchakraborty6528
    @shantabirchakraborty6528 3 месяца назад +41

    দারুণ... Emily Bronte এর Weathering Heights এর অপেক্ষায় রইলাম ❤

    • @khangamingpc5904
      @khangamingpc5904 3 месяца назад +1

      Wuthering heights > Oliver Twist > Pride and prejudice > Hobbits

    • @sumikabera4123
      @sumikabera4123 2 месяца назад

      Waiting

  • @rebekasultanaparvin9822
    @rebekasultanaparvin9822 3 месяца назад +7

    সত্যি বলছি অপূর্ব!!ভাবা যায় না।
    একদমই মনের মতো।

  • @rubidey2618
    @rubidey2618 3 месяца назад +7

    আমি সত্যিই বাক্যহারা , মুগ্ধ, অভিভূত ...
    কতবার যে শুনলাম জানিনা, যতশুনি ততই ভাল লাগে নতুন করে ❤❤❤❤ এমন প্রাণবন্ত এই গল্প ও তার পাঠ মুগ্ধ হলাম ❤❤❤❤❤❤ সমৃদ্ধ হলাম
    অনেক অনেক ধন্যবাদ পুরো টিম কে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mobarokpolash8667
    @mobarokpolash8667 Месяц назад +3

    এতো অসাধারণ উপস্থাপনা, মুগ্ধ বিমোহিত,, বাংলাদেশ থেকে শুনছি,,

  • @গল্পকথন-ট৬ধ
    @গল্পকথন-ট৬ধ Месяц назад +3

    চমৎকার।
    এতো বড় উপন্যাস আলসেমির জন্য পড়াই হচ্ছিলো না। ভাবিনি, এতো সুন্দর অডিওবুক পেয়ে যাবো। কি ভেবে যেন বাংলা অডিওবুক সার্চ দিলাম। মন প্রাণ জুড়িয়ে গেলো। চোখ বন্ধ করে অত্যন্ত মনোযোগের সাথে পুরোটা শুনলাম। আহা! মনোমুগ্ধকর! মনে হলো সস্পূর্ণ উপন্যাসের প্রতিটি চরিএ খুব কাছ থেকে দেখলাম। অপূর্ব! ধন্যবাদ Mirchi bangla team❤️

    • @souvikkumarsanpui3176
      @souvikkumarsanpui3176 Месяц назад

      যত রকমের বড়চালের গল্প মেরে চলে যাওয়া যায় আর কি

  • @rimibtsarmy2476
    @rimibtsarmy2476 3 месяца назад +10

    কী বলে যে ধন্যবাদ দেব জানি না। কী অসাধারণ লাগল বলার নয়। Bronte sisters চিরকালই আমার পছন্দের তবে বাংলায় এত ভাল উপস্থাপনার জন্য এই গল্পটার, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো পুরো team টার জন্য।

  • @Himu-g4o
    @Himu-g4o 3 месяца назад +9

    আমার ভাঙা হৃদয়ের বাকিটুকু টিকিয়ে রেখেছেন আপনারা। কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা কম বলা হবে❤।
    প্রার্থনা করি, মাধব যেন আপনাদের সর্বদাই সন্তুষ প্রদান করেন🙏

  • @sukanyamondal6239
    @sukanyamondal6239 3 месяца назад +83

    কিছুদিন আগে কলেজের 4th সেমিস্টার পরীক্ষা শেষ হল.......English honours পড়ার সুবাদে ওই 4th সেমিস্টারেই প্রথম Jane Eyre পড়ি........Jane Austen এর Pride and Prejudice-এর বদলে Jane Eyre সিলেবাসে যোগ করার জন্য খানিকটা কষ্টই পেয়েছিলাম ......তবে পরীক্ষায় পাশ করার জন্য না পড়লেই নয় তাই খানিকটা বাধ্য হয়েই পড়েছিলাম তবেখুব একটা যে তখন ভালো লেগেছিল তা বলতে পারিনা........তবে আজ পুরোটা শুনে কেন জানি না অসম্ভব ভালো লাগলো....(পরীক্ষার আগে এত ভাল লাগলে হয়তো CGPA টা আরেকটু বাড়তো 😅)

    • @krishnasaha5500
      @krishnasaha5500 3 месяца назад +5

      Amader start 30th August theke.... Subidhai holo

    • @arpitadebnath4310
      @arpitadebnath4310 2 месяца назад +2

      Amar keno jani na aktu valo legechilo.

    • @AbidaSultana-gs2el
      @AbidaSultana-gs2el 2 месяца назад +2

      আমি যখন পড়েছিলাম তখন থেকেই মনে হয়েছে এটা সবথেকে রোমান্টিক একটা উপন্যাস।এত আবেগ ডায়ালগ গুলোর মধ্যে!! আশ্চর্য!
      সেটা সানডে সাসপেন্স অভূতপূর্ব ভাবে তুলে ধরেছেন❤

    • @paramitanag4616
      @paramitanag4616 Месяц назад +1

      Opurbo... ❤
      Opurbo❤

  • @পাঁচফোড়ন-প৬গ
    @পাঁচফোড়ন-প৬গ 3 месяца назад +34

    Jane Eyre
    সেই 10 বছরের আমির প্রায় অন্ধকার ঘরে উপুড় হয়ে সেরা অমনিবাসে পড়া আমার Jane Eyre , যে গল্প পড়তে পড়তে প্রথম আমি একলা থাকার আনন্দ উপভোগ করতাম ,সেই স্মৃতি কে উস্কে দেবার জন্য অনেক ধন্যবাদ

  • @sahelisimlai6039
    @sahelisimlai6039 3 месяца назад +3

    সত্যি অপূর্ব ধন্যবাদ মরচী বাংলা ভাষার অভাব যাবে পরে কিছু বলতে গেলে। চোখের জল বাঁধ মানছে না।শেষে এক আলাদা শান্তি এল মনে।

  • @Puspita4021
    @Puspita4021 Месяц назад +1

    কি অসাধারণ গল্প,,jane eyre আর rochester কে মনে থাকবে,,মন ছুঁয়ে গেলো পুরোটা, কতবার হাসলাম, কাদলাম,,ধন্যবাদ টিম mirchi,,
    Mr rochester এর স্বর খুব ই সুন্দর,,ওনার বাচনভঙ্গী খুবই ভালো লাগলো,,বাকি সবাই সুন্দর
    ❤❤❤

  • @tanzinaranu5307
    @tanzinaranu5307 3 месяца назад +5

    আমি এইবার নিয়ে ৩ বার শুনছি,এত্তো সুন্দর উপস্থাপনা বলার ভাষা নেই আমার🥰🥰 বার বার শুনেও মন ভরছে না।অনেক ধন্যবাদ এত্তো সুন্দর গল্প উপহার দেয়ার জন্য❤️❤️রচেস্টার এর প্রেমে পড়েছি আমি 🫣🫣কি জীবন্ত অভিনয়!!!কি যে বলবো ভেবেই পাচ্ছি না❤️❤️❤️

  • @suchismitasartgallery
    @suchismitasartgallery 3 месяца назад +10

    কি ভালো যে লাগলো.... অনেক দিন পর মনে হলো কমেন্টে কিছু লিখি.... অদ্ভুত আনন্দের অনুভূতি...

  • @creativeclickswithrightbra9604
    @creativeclickswithrightbra9604 3 месяца назад +5

    Kichui bolar nai. Eto osadharon uposthapona. Ei audiota nijei ekta classic hoye roilo, an evergreen bengali classic.............................................................................

  • @aninditasarkar6307
    @aninditasarkar6307 3 месяца назад +53

    গল্পটা পড়া হয়ে ওঠেনি।
    Rochester এর প্রেমে পড়তে বাধ্য করলেন দেবাঞ্জন মিত্র, অনেক ধন্যবাদ ! তার প্রতি টি সংলাপ শিহরণ জাগায়.. যেন কিশোরী বেলায় ফিরে গেলাম!🥰

    • @srabantisamanta6537
      @srabantisamanta6537 3 месяца назад +1

      একদম ঠিক বলেছেন, ওনার কন্ঠ অসামান্য

    • @simasaha5057
      @simasaha5057 3 месяца назад

      Sotti, onar kontho swarer preme pore gechi❤

    • @kasturisarkar3745
      @kasturisarkar3745 3 месяца назад

      thik.

    • @koyelbasak1523
      @koyelbasak1523 3 месяца назад

      Asadharon voice

    • @aninditamukherjee5430
      @aninditamukherjee5430 3 месяца назад +1

      একদম ঠিক বলেছেন। আমার ৪৩ বছর বয়েস। কিন্তু আমিও সেই ছোটো বেলার দিন গুলো তে ফিরে গেলাম যেন। অসাধারণ।।।

  • @arjamahalder2714
    @arjamahalder2714 3 месяца назад +3

    অসাধারন ❤️❤️❤️❤️ শুনে এতটা শান্তি অনুভব করছি যে বলার কোনো ভাষা খুজে পাচ্ছিনা। ভীষন relaxed feel করছি

  • @protyoysarkar83
    @protyoysarkar83 2 месяца назад +7

    অনেক সুন্দর গল্প। আমি সুনয়না ভৌমিক এর ভয়েস এর প্রেমে পড়ে গেছি। সানডে সাসপেন্স কে বাংলাদেশ থেকে অনেক ভালবাসা ও শুভকামনা 💕

  • @sohinimishra250
    @sohinimishra250 Месяц назад +2

    এই নিয়ে আমি গল্পটা চারবার শুনলাম,, তবুও মন ভরে না , ধন্যবাদ আপনাদের এই গল্পটা এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

  • @UrmilaGupta-pv2bz
    @UrmilaGupta-pv2bz 3 месяца назад +50

    এতো এতো ভালো লাগছিল গল্পটি শুনতে, jane এর চরিত্রটার মধ্যে যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে। এত সুন্দর উপস্থাপনা, সর্বোপরি সুনয়না ভৌমিক ও দেবাঞ্জন মিত্রর কন্ঠস্বর দুটো চরিত্রকেই জীবন্ত করে তুলেছিল।❤❤❤❤

    • @ankursikder2016
      @ankursikder2016 3 месяца назад +3

      Ekdom ❤❤❤

    • @sunayanabhowmik165
      @sunayanabhowmik165 3 месяца назад +6

      Onekk dhonyobad🙏

    • @UrmilaGupta-pv2bz
      @UrmilaGupta-pv2bz 3 месяца назад

      @@sunayanabhowmik165 তোমার ভয়েসে এই রকম ক্লাসিক চরিত্রগুলো আরো বেশি করে উপস্থাপন করা হোক সেটা অবশ্যই চাই। ❤️❤️ ভালবাসা নিও।🌹

    • @ankursikder2016
      @ankursikder2016 3 месяца назад

      @@sunayanabhowmik165 Fatiye diechhen apni 🙂❤️❤️

    • @sunayanabhowmik165
      @sunayanabhowmik165 3 месяца назад +5

      ​@@ankursikder2016 onek dhonyobad. Aro valo kaaj korar chestae thakbo. 🙏

  • @Somnathsomnathsom
    @Somnathsomnathsom Месяц назад +1

    I used to listen to Suspense while in JU, but I wasn't able to listen every Sunday. That time they broadcast at 12 noon, and after that they started uploading on RUclips. I liked that I could listen according to my convenience time. For the past 4 years I have not listened, a single story of Mirchi suddenly pops up, Jane Eyre. Listening from Google HQ while doing the coding for Google AdSense. Long way to go, Mirchi. All the best.

  • @sahelidas1324
    @sahelidas1324 3 месяца назад +2

    After such a long time, I listened to this. The way Charlotte Brontë portrayed the beautiful character of Jane, and the way the Mirchi presented the novel, were absolutely captivating. Her characteristics and her unconditional love for Mr. Rochester were the most attractive aspects...

  • @Madhuindeep
    @Madhuindeep 3 месяца назад +25

    Radio Mirchi, অনেক ধন্যবাদ এই উপন্যাসটা দেওয়ার জন্য❤

  • @anamikadebnath2381
    @anamikadebnath2381 3 месяца назад +2

    কিচ্ছু বলার নেই। যেনো চোখের সামনে দেখতে পেলাম। অপূর্ব উপস্থাপনা।

  • @tiyasasarkar8913
    @tiyasasarkar8913 3 месяца назад +6

    I'm a literature student, I read this piece. But never have thought this in Bengali . So nice❤.

  • @sripurnachaudhuri9000
    @sripurnachaudhuri9000 3 месяца назад +14

    অসাধারণ উপস্থাপনা। নি 2:40:09 র্দেশকের মুনশিয়ানায় ছোট বড় প্রতিটি চরিত্র সুঅভিনিত। ১০ বছরের Jane কে তার মামাতো ভাই বোনেরা যেভাবে humiliate করেছে এবং পরে গল্পের স্রোতে যখন শুনি ভাইটি জুয়া ও মদের নেশায় আত্মঘাতী হয় তখন মনটা খুবই ব্যাথিত হয়ে ওঠে। এরপর Jane এর জীবন যেভাবে বয়ে চলে, তার ওঠাপড়া, Mr Rochester এর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ, আরো অনেক আবেগঘন মুহুর্ত মনকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। আমার মেয়েদের পাঠ্যপুস্তক ছিল এই বইটি। সেই সুবাদে বইটি পড়েছিলাম অনেকদিন আগে। Mirchi Friday Classics বাংলায় বিশ্বসেরা নামে যে অনুষ্ঠান সম্প্রচারিত করছেন তাতে এই বইটির প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে আমার চোখের সামনে ফুটে উঠেছে। সুদক্ষ পরিচালনা আর কলাকুশলীদের সেই নির্দেশনা অনুযায়ী অভিনয়ের যুগলবন্দী ছাড়া এ একেবারেই সম্ভবপর হতোনা। Ronchester আর Jane এর চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁদের সাধুবাদ জানাই। বিশেষত Ronchester.

  • @buddha1310
    @buddha1310 3 месяца назад +3

    Amon golpo j exist korte pare and ato sundor tar presentation o hote pare, na sunle jantam na.. Ato sundor presentation j mone ho66a jibonto hoa uthe6e ekjon kahini.. amazing!!🙏🏻🙏🏻..

  • @rumargolperduniya1276
    @rumargolperduniya1276 Месяц назад +3

    অপূর্ব ... গল্প শেষ হয়ে যাবার পরেও গল্পের রেশ থেকে গেল ❤

  • @sumitcoomar4371
    @sumitcoomar4371 3 месяца назад +22

    বিশ্বসাহিত্যের অতল গর্ভে জমে থাকা অমূল্য রত্ন চোখের সামনে দৃশ্যমান হবার সঙ্গে সঙ্গে মন আপ্লুত হয়ে ওঠে, এবং অনুভব করি, বিশ্বসাহিত্যের এখনোও অনেক কিছুই আমাদের অজানা আছে।😊❤️💥

  • @suvashreechakrabarti5593
    @suvashreechakrabarti5593 3 месяца назад +5

    Osadharon sundor ekti uposthapona...... all perfect bolleo kom bola hoye. Thik jotokhani abek jototuku drirota proyojon jeno mepe dhala hoyechhe obhinoye..... opoooooooorbo laaglo.... mugdho holam bolai bahulyo. Emon e sundor sundor mon bhorano classics aro shunte chai......!! Team Mirchi ke onek onek dhonnobad amar chhotobelar praner kachher ekti golpo eibhabe shonanor jonno. Sobai bhalo thakun sustho thakun..... 🙏🙏🙏🙏🙏

  • @TanuChakraborty-q6r
    @TanuChakraborty-q6r 3 месяца назад +3

    What a masterpiece... এইরকম অপূর্ব আবারও আবারও শুনতে চাই ❤❤❤

  • @HomePhone-g2f
    @HomePhone-g2f 3 месяца назад +8

    সেরা, একদম Sunday Suspense লেভেলের প্রেজেন্টেশন হয়েছে। এটা Sunday Suspense segment এ দেওয়ার উপযোগী।

  • @chinmayeedaschakladar8293
    @chinmayeedaschakladar8293 3 месяца назад +36

    এতো ভালো লেগেছে গল্পটা, ভাষায় প্রকাশ করতে পারবো না। বারবার শুনছি।আর রচেস্টারের প্রেমে পড়ে যাচ্ছি।কি অসাধারণ প্রেমিক।তবে রচেস্টারকে জীবন্ত করে তুলেছে দেবাঞ্জন মিত্র।তাঁর কন্ঠস্বরে এমন মাদকতা, যে প্রেমে পড়তে বাধ্য করছে।বারবার দেবাঞ্জন মিত্রের কন্ঠস্বর শুনতে চাই।❤❤

  • @debanjalijairam6704
    @debanjalijairam6704 3 месяца назад +7

    সুনয়না ভৌমিকের কন্ঠস্বর, বাচনভঙ্গি, উচ্চারণ ভীষণ স্পষ্ট ও দৃঢ়!! ❤❤ ওনার আরো পরিবেশনার জন্য অপেক্ষায় থাকবো!! 😇😇

  • @madhurimajoardar8178
    @madhurimajoardar8178 3 месяца назад +2

    ভীষণ ভালো লাগলো। এই প্রথম উপন্যাস টি কে বাংলা অডিও রূপ এ শুনলাম। Sunayana ও Debanjan অনবদ্য।

  • @RohitRoyz
    @RohitRoyz 2 месяца назад +2

    this is the proof why some of the literatures attain the level of "classics"... just speechless, spellbound, got goosebumps all over...

  • @pujachakraborty8535
    @pujachakraborty8535 3 месяца назад +13

    অসাধারণ। ইংরেজি তে পড়ে ছিলাম কিন্তু বাংলায় শোনা র আবেগটা ই আলাদা❤❤

  • @sohomsundargosh3224
    @sohomsundargosh3224 3 месяца назад +3

    গল্পঃ শুনে যে কি বলবো বলে বোঝাতে পারবো না।
    সত্যিই আসল ভালো বাসো একেই বলে,,,,,❤️❤️❤️❤️

  • @ShovanKamila
    @ShovanKamila 3 месяца назад +7

    অসাধারণ বললেও কম বলা হবে , পুরো টিমকেই শুভেচ্ছা । দেবাঞ্জন দা , সুনয়না অসাধারণ ❤❤❤❤❤ শেষে চোখের জল ধরে রাখা বড়ো দায় । ❤❤

  • @thebongperegrine
    @thebongperegrine 3 месяца назад +5

    অনার্সে এই গল্পটা পড়ার পড়ে রেবেকা পড়েছিলাম। দুটো গল্পই যেন রাতে haunt করতো রীতিমতো। মির্চির ক্লাসিক কালেকশন বেশ ভালো লাগছে

    • @rachonadas151
      @rachonadas151 3 месяца назад

      আপনি যে দুটি উপন্যাসের নাম করলেন, তাদের বিষয়ে আমারও একই অনুভূতি। বিশেষত, এই উপন্যাস দুটো যখন পড়েছি, তখন বর্ষাকাল ছিল। রাতে খাওয়া সারার পর অবসরে বেড-সাইড ল্যাম্পের হলুদ আলোয় যখন বইগুলো খুলে বিছানায় এসে বসতাম, তখন অনেক সময়ই বাইরে বৃষ্টি পড়তো। রাতের নৈঃশব্দ্য, খোলা জানালা, বৃষ্টি, দমকা ঠান্ডা হাওয়া, ঘর জুড়ে আবছা নরম আলো - সবমিলিয়ে এই উপন্যাস দুটো ঘিরে আমার স্মৃতি জুড়ে যেন এক অনুভূতির অ্যালবাম তৈরি হয়ে গেছে। তবে, আমি অবশ্য সাহিত্যের ছাত্রী নই, রাশিবিজ্ঞানের ছাত্রী।

  • @mousumimukta1520
    @mousumimukta1520 3 месяца назад +2

    ১০ বছর আগে story টা পড়েছিলাম । ১০ বছর পর আবার শুনলাম । প্রথম বারের মতোই ভালো লাগলো । কণ্ঠ গুলো জীবন্ত মনে হলো । আবার হয়তো ৫/১০ বছর পর আবার এই channal এ আসবো এটা শুনতে ।

  • @rifatarabipasha70
    @rifatarabipasha70 3 месяца назад +2

    Rochester r Jane er kontho shune atoi mugdho jeno mone hoccilo chokher samnei ooder dekhte pachci... wonderful chemistry ❤️
    Dhonnobad team Mirchi k onnotomo shera golper shera uposthaponar jonno 😊

  • @rishachakraborty2003
    @rishachakraborty2003 3 месяца назад +6

    Bolar moto bhasha hariye felchi
    Golpo ta shunte shunte mone hocchilo jno onno akta universe e chole gechilam
    Thanks team mirchi ❤❤❤

  • @somadey809
    @somadey809 3 месяца назад +2

    Kotota valo legechhe ta likhe bojhanor khomota Amar nei ❤❤❤❤ sokoler acting khoooob sundor r nayok nayiker acting , uffffff! Chokher jol ene diyechhe , eto sundor romantic story bohu bohu bochhor por shunlam , thank you mirchi ❤❤❤❤❤❤❤❤

  • @Sumi_Halder_09
    @Sumi_Halder_09 2 месяца назад +3

    শেষটুকু যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন টাই হলো ❤
    প্রেম কত টা মধুর হতে পারে টা কল্পনার ও অতীত 😅❤

  • @riyashee1067
    @riyashee1067 3 месяца назад +3

    Beautiful.... গল্প টা আমি ৪ বার শুনলাম। ভীষণ ভালো লাগলো। Friday classic এ এই রকম মিষ্টি প্রেমের গল্প শুনতে চাই।

  • @mirade1698
    @mirade1698 2 месяца назад +3

    যেমন সুন্দর কাহিনী, তেমনি অসাধারণ পঠনভঙ্গী। ধন্যবাদ

  • @santupaul7605
    @santupaul7605 3 месяца назад +3

    একটার পর একটা করে দারুন দারুন উপহার দিয়ে চলেছেন আপনারা। আরো বিশ্ব সাহিত্য শুনতে চাই। নাটকীয় উপস্থাপনা যত ভালো হবে ততই মনে দাগ কেটে যায়।

  • @nuruzzamanrasel8714
    @nuruzzamanrasel8714 2 месяца назад +1

    বাংলাদেশ থেকে শুনছি। অসম্ভব ভালো লাগলো গল্প টা। নতুন করে সাহিত্যের প্রেমে পড়ছি। গল্প পড়ার প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। চাইবো এরকম আরও সেরা কিছু গল্প মিরচি বাংলা আমাদের উপহার দিক।

  • @anannasahajaya1472
    @anannasahajaya1472 3 месяца назад +21

    Friday Classics কে ইংরেজি সাহিত্যের জন্য স্পেশাল করে তুলুন।
    অসাধারণ সুন্দর একটা গল্প। বাংলা সাহিত্যের সাথে সাথে আমরা ইংরেজি সাহিত্যের স্বাদও নিতে চাই

  • @akashdolai9919
    @akashdolai9919 3 месяца назад +3

    সত্যি খুব সুন্দর লাগছে কাহিনীটা। আমার মন ছুঁয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।

  • @priyankaghosh4965
    @priyankaghosh4965 3 месяца назад +2

    গল্প টা পড়িনি, কিন্তু এটা শুনে পড়ার ইচ্ছা জাগলো। asadharan laglo galpo ta... Team mirchi ke kurnish, r voice actors der onek bhalobasa

  • @ayshatulkobraaivee9208
    @ayshatulkobraaivee9208 3 месяца назад +3

    এত অসাধারণ একটি পরিবেশনা, শুনতে শুনতে চোখ থেকে অশ্রু ঝড়ছিল! ভাষা হারিয়ে ফেলেছি..এপার বাংলা থেকে ওপার বাংলার মিরচি টিমের জন্য অনেক দোয়া ও ভালবাসা!❤

  • @sudeshnasarkar7474
    @sudeshnasarkar7474 2 месяца назад +2

    Chokhe jol ese gelo eto sundar story age sunini aburba obhinoy❤

  • @ratulmaji545
    @ratulmaji545 3 месяца назад +3

    @Mirchibangla সত্যি এটা বিশ্বসেরা গল্প, গল্প বলা হয়তো ভুল হবে মনে হচ্ছে জানো সবই সত্যি, প্রথম ভালবাসা যে কি সেটা তা এটা না শুনলে হয়তো বোঝা যাবে না. Lot of love Mirchi Bangla from germany.

  • @sarbanidebnath2018
    @sarbanidebnath2018 3 месяца назад +9

    সত্যিই কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসলে আগে তার সবথেকে ভালো বন্ধু হওয়া উচিত।যার সাথে জীবনের বাকি সময়টুকু চোখ বন্ধ করে অতিবাহিত করা যায়😌❤...
    অসম্ভব সুন্দর এই গল্পটি পছন্দের স্মৃতির পাতায় তুলে রাখতে বাধ্য হলাম💞অসংখ্য ধন্যবাদ সকলকে এত সুন্দর একটি গল্প উপহারের জন্য ❤

  • @jisanmir7733
    @jisanmir7733 3 месяца назад +10

    দারুন দারুন গল্প ....... অসাধারণ voice delivery

  • @abrakdabra123
    @abrakdabra123 3 месяца назад +2

    Never heard such a beautiful love story. So touched. Thanks Mirchi bangla

  • @Bethnic.Samarpita
    @Bethnic.Samarpita 3 месяца назад +5

    Ossomvob sundor lyeche....protita character chokher samne vasche....akhn raat 2:20...ami sesh korlm sona.... Thank you radio mirchi

  • @gourabmukherjee6078
    @gourabmukherjee6078 3 месяца назад +2

    ছোটবেলায় 'ব্রোকেন অ্যারো' আর 'জেন আয়ার' এই দুটি উপন্যাসের একটি সংকলন পড়েছিলাম। আজকে এই গল্প শুনে সেই কথাগুলো মনে পড়ল। ছোটবেলার সেই সুখস্মৃতি ... সেই দৃশ্যগুলি ভেসে উঠল চোখের সামনে। অসাধারণ লাগল গল্প বলার আঙ্গিক। A double thumbs up to Mirchi and Sound Ideas. আরো ভাল ভাল গল্প শোনার অপেক্ষায় রইলাম ❤❤❤

  • @abdullahhossain3036
    @abdullahhossain3036 3 месяца назад +22

    Teenage ar 1st crush silo ai story because porar shomoy nijeke ami JEANE EYRE vabtam. Tai khubi valo laglo radio mirchi r preme abaro porlam. Because Sunday suspense ar preme agey poresi.

    • @tomalichaudhuri3551
      @tomalichaudhuri3551 3 месяца назад +1

      ধন্যবাদ। এই গল্পগুলি Friday Classics এ বাংলায় বিশ্বসেরা বলে নতুন সেগমেন্টে হচ্ছে। আপনারা শুনছেন বলে আমরা খুব খুশি।

    • @sanavkids4790
      @sanavkids4790 3 месяца назад +1

      ​@@tomalichaudhuri3551asole apanr choritro ta khub choto holeo Bertha mason hisebe besh manieche❤

  • @atoz2739
    @atoz2739 3 месяца назад +10

    Ei series ta cholte thakuk ❤❤❤

  • @Funny-pz2ip
    @Funny-pz2ip Месяц назад +1

    অনেক অনেক ধন্যবাদ এমন সাহিত্য গুলো দেওয়ার জন্য । ❤❤❤
    ইংরেজি সাহিত নাটক উপন্যাস গুলো যদি আপনারা এভাবে দেন বেশি উপকৃত হব।

  • @aishani890
    @aishani890 3 месяца назад +20

    Edward Rochester এর ভূমিকায় দেবাঞ্জন মিত্র অনবদ্য ❤❤ Waiting for Radio Mirchi's take on Emily Brontë's only novel, 'Wuthering Heights' now. আশা করি শীঘ্রই শুনতে পাব।

  • @piyashamukherjee9939
    @piyashamukherjee9939 2 месяца назад +2

    Buter golpo sunte bose erm akta golpo sunbo kono dino vhabini. Onk din por chokhe jol elo ki karon Jani na bt elo . Golpo ta sotti e khb sundor khb e sundor .. ❤❤❤❤❤

  • @madhumitadey6918
    @madhumitadey6918 3 месяца назад +1

    কী যে ভালো লাগছিল শুনতে যে কি বলবো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থনা করার জন্য😊 হারিয়ে গেছিলাম পুরো কি সুন্দর পরিণীতি ❤❤❤❤❤

  • @ajantasinha2608
    @ajantasinha2608 3 месяца назад +2

    অসাধারণ কাহিনির অতুলনীয় পরিবেশন। রেডিও রূপান্তর, নাট্যরূপ, আবহ এবং প্রত্যেকের অভিনয় অনবদ্য। মির্চিকে কুর্নিশ এমন নিবেদনের জন্য।

  • @Uttoron_jun-17th_22
    @Uttoron_jun-17th_22 3 месяца назад +2

    অসাধারণ গল্প ❤ অদ্ভুত সুন্দর অভিনয় ❤ আর দেবাঞ্জন মিত্র তো just awsome ❤ অনেক দিন পর এমন সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প শুনলাম।ধন্যবাদ টিম মিরচি ❤

  • @abhijitbairagi8759
    @abhijitbairagi8759 3 месяца назад +2

    আহা কি সুন্দর বলার ভঙ্গি । ভয়েস অ্যাক্টিং যেন গায়ের কাঁটা শিহরিত করছে । ধন্যবাদ মিরচি বাংলা ❤😊

  • @asmabadhon8615
    @asmabadhon8615 3 месяца назад +1

    অনেক অনেকদিন পর কোন গল্পে আবার মুগ্ধ হলাম। এমন থ্রিলিং রোমান্টিক ইংরেজি গল্পগুলো কভার করুন। এই গল্পটা আমি হয়তো বারবার শুনব, যেটা সাধারণত আমি কখনো করিনা।

  • @sangitass480
    @sangitass480 3 месяца назад +3

    Mr. Rochester er voice er preme pore gelam..mone hchhe bar bar shuni..ei dhoroner valobasar muhurto gulo mon chuye jai

  • @soumennaskar3554
    @soumennaskar3554 3 месяца назад +2

    ভীষণ মন ছুঁয়ে যাওয়া কাহিনি। আর তার সাথে দারুণ উপস্থাপনা।

  • @sayanichatterjee199
    @sayanichatterjee199 3 месяца назад +5

    just one word - BRILLIANT! How I had dreamt this would make space here one day :)

  • @জায়ানেরআম্মু
    @জায়ানেরআম্মু 3 месяца назад +3

    এক কথায় অসাধারণ, দুই বার শুনলাম। তারপর এই মুভি খুঁজে বের করে দেখলাম।

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 3 месяца назад +3

    Osadharon ❤️
    Sei chotobela te porechilam praye bhulei giyechilam. Tokhon gilechilam ekhon enjoy korlam. Thank you.

  • @mallikajoyarddar6338
    @mallikajoyarddar6338 3 месяца назад +5

    জেন আর রচেস্টারের অভিনয়, কথোপকথন অসাধারণ লাগলো ❤️❤️

  • @SaheliPal-l9x
    @SaheliPal-l9x 3 месяца назад +5

    ei prothom kono golpo sunlam jekhane kono kharap dekhte naok naika ache, eta sune khub valo laglo

  • @sayanpal6786
    @sayanpal6786 2 месяца назад +1

    Amr English honours er syllabus e ei story ta chilo ....pore jemon ta legechilo....ajke sune tar cheye digun valo laglo.......❤❤❤❤❤❤