ফতুল্লা'কে পৌরসভা করা হোক বলে সরকারের কাছে এমন দাবী জানালেন চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • সুধি, আসসালামু আলাইকুম। আলোরতরী'তে স্বাগতম।
    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে "নতুন দিগন্তে যাত্রা" শ্লোগানে বাংলার সংস্কৃতিকে বিকশিত করে একটি নতুন আদর্শ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে সংবাদ,বিনোদন ও টকশো অনুষ্ঠান ভিত্তিক বাংলাদেশের অন্যতম আইপি টেলিভিশন "আলোরতরী টিভি" যাত্রা শুরু করে ২০২০ সালের ২রা ফেব্রুয়ারী থেকে। "আলোরতরী টিভি" এর সম্প্রচার মূলত একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গবেষণা ধর্মী তথ্যচিত্র নির্মাণ ও তা বিশ্ববাসীর কাছে প্রচার সহ একটি বস্তু নিষ্ঠ গণমাধ্যম প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে সব রকম সহযোগিতা করা, জনস্বার্থ রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করা, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি করা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা, বাংলাদেশের নারী-শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনলাইন গণমাধ্যমের ভূমিকা নিশ্চিত করা, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং দেশের সন্ত্রাস, সাম্প্রদায়িতকা ও জঙ্গিবাদ নির্মূল এবং গুজব প্রতিরোধে সহযোগিতা করা ইত্যাদি ভূমিকা পালন করা। সেই সাথে "নতুন দিগন্তে যাত্রা" স্লোগানকে সামনে রেখে "আলোরতরী টিভি" সিনিয়র সাংবাদিক মিকাঈল ইসলাম রাজ এর হাত ধরে ২০২০ইং সালের ২রা ফেব্রুয়ারীতে যাত্রা শুরু করে অনলাইন মিডিয়া জগতে বিশেষ ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে এবং যাবে...। দেশের অখন্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভাষা-সংস্কৃতি, জনস্বাস্থ্য হানিকর, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থি কোন সংবাদ/অনুষ্ঠান রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থি কোন সংবাদ/অনুষ্ঠান, স মাজে শান্তি শৃংখলা বিঘ্নিত হয় এমন অপরাধ সম্বলিত কোন সংবাদ বা অনুষ্ঠান, দেশের কোন সম্প্রদায় বা গোষ্ঠীর আবেগ-অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন অনুষ্ঠান, যা কোন ধর্ম, জাতি গোষ্ঠী বা সম্প্রদায়ের মাঝে আঘাত হানে এমন মানহানিকর সংবাদ/অনুষ্ঠান, অশালীন বা আক্রমাণাত্মক কোন রসিকতা/গান/বিজ্ঞাপন/সংবাদ বা টাইটেল সাবটাইটেল সম্বলিত কোন অনুষ্ঠান, যা জনগণের নৈতিকতাকে কলুষিত, দুর্নীতিগ্রস্থ বা আহত করতে পারে এমন কোন সংবাদ/অনুষ্ঠান, মানহানিকর উপাদান জ্ঞাতসারে মিথ্যা বিষয়াদি রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান, আদালত অবমাননার কোনো বিষয় রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, বিচার বিভাগ/বাংলাদেশ সশস্ত্র বাহিনী/সামরিক বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে কুৎসামূলক উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ ও সদাচরণ পরিপন্থী উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, বাংলাদেশ দন্ডবিধির অধীনে আমলযোগ্য কোনো অপরাধে উৎসাহ প্রদানে সাহায্য বা সহায়তা করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, বন্ধুরাষ্ট্র সমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ক্ষতিকর কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, উচ্ছৃঙ্খলতা, ধ্বংসযজ্ঞ, শিশু-কিশোর অপরাধ বা অপসংস্কৃতির দিকে আকর্ষিত ও উৎসাহিত করতে পারে বা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ক্ষতির কারণ হতে পারে এমন কোনো অনুষ্ঠান,যাতে শিশুদের জন্য তৈরী অনুষ্ঠানগুলিতে আপত্তিকর ভাষা বা তাদের পিতা-মাতা বা মুরব্বীদের প্রতি অশ্রদ্ধাজনক কিছু রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান, তথ্যের বস্তুনিষ্ঠতা ক্ষুন্ন করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান,আইনের পরিপন্থি ও অসেন্সরকৃত কোন অশ্লীল অনুষ্ঠান বা সংবাদ,যাতে পরিবার ও বৈবাহিক সম্প্রীতি বিরোধী কোনো কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান, অনলাইন গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃতি ও শিক্ষা সংস্কৃতির পরিপন্থী অনুষ্ঠান প্রচার না করার শর্তে "আলোরতরী টিভি" প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞাবদ্ধ। যাইহোক,আইপি টিভিকে নিউ মিডিয়ার একটি মাধ্যম হিসেবে এটিকে ভিন্নভাবে ব্যবহার না করে বরং এটির মাধ্যমে আমাদের দেশের শিল্প,সাহিত্য,কৃষ্টি,সংস্কৃতি,ঐতিহ্য'সহ ধর্মীয় অনুভূতিকে সংরক্ষণ করা।যেন আমাদের নতুন প্রজন্ম এই মাধ্যমকে জীবন গড়ার কাজে লাগাতে পারে।আর এরই মাধ্যমে যেন তাদের মধ্যে দেশপ্রেম,দেশাত্মবোধ ও মূল্যবোধ আরো বিকশিত হয়।সেই সাথে দেশের প্রয়োজনে এবং ভবিষ্যত প্রজন্ম গড়ার প্রয়োজনে আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের ঠিকানায় দেশকে এগিয়ে নেয়ার জন্য সরকারের দেয়া আইপি টিভির নতুন নির্দেশিকা পালনে আমরা বদ্ধপরিকর।
    AlorTori TV,Contact:
    Mobile: +88 01757552998,+88 01822881778
    Mail: alortoritv@gmail.com,mikailislamraaz@gmail.com
    Web: www.alortoritv...
    ======= OUR SOCIAL ACCOUNTS=========
    RUclips: / alortoritv
    Facebook: / alortoritv
    Facebook: / alortoritvch. .
    Twitch: / alortoritv
    Twitter: / alortoritv
    Instagram: / alortoritv
    #আলোরতরী_টিভি #ফতুল্লা_ইউনিয়ন_পরিষদ #খন্দকার_লুৎফর_রহমান_স্বপন

Комментарии •