ইয়াখনি পোলাও | বিরিয়ানির চাইতেও অনেক বেশী স্বাদ ও অসাধারণ ঘ্রাণে ভরপুর মজাদার একটি রেসিপি

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • আমার মনে হয় দুনিয়াতে পোলাও বিরিয়ানীর রকমভেদের শেষ নেই। এখন যে রেসিপিটি তৈরী করছি সেটা দেখতে বিরিয়ানীর মতো হলেও নাম ইয়াখনি পোলাও। কয়েকটি ধাপে তৈরী করলেও তৈরী করতে কিন্তু বিশেষ কোনো আয়োজনের দরকার নাই, নেই কোনো বিশেষ মসলার প্রয়োজন। আপনারা রেসিপিটি দেখে যদি হুবহু উপকরণগুলি ব্যবহার করেন এবং ধাপগুলি ফলো করেন। পোলাও রান্নার সময় থেকে এমন সুন্দর ফ্লেভার পাবেন যে খাওয়ার জন্য মনে হয় অপেক্ষা করতে একটু কষ্টই হবে।
    ✅ ইয়াখনি/ব্রথ তৈরী করতে লাগছে
    ▶ হাড় চর্বি সহ খাসি/গরুর মাংস ১ কেজি
    ▶ ধনে ১ চা চামুচ
    ▶ জিরা ১ চা চামুচ
    ▶ মৌরি ১ চা চামুচ
    ▶ ছোটো এলাচ ৫/৬ টি
    ▶ বড় এলাচ ২ টি
    ▶ গোল মরিচ ১০/১২ টি
    ▶ লবঙ্গ ৬/৭ টি
    ▶ স্টার এনিস মসলা ১ টি
    ▶ দারু চিনি ২ টুকরো
    ▶ তেজপাতা ২ টি
    ▶ আদা ৪/৫ সেঃ মিঃ
    ▶ ৬/৭ টি রসুনের কোয়া
    ▶ ৬/৭ টুকরো পেয়াঁজ
    ▶ কাঁচা মরিচ ৬/৭ টি
    ▶ টমেটোর টুকরো ৫/৬ টি
    ✅ পোলাও রান্না করতে লাগছে
    ▶ বাসমতি চাল ৪ কাপ
    ▶ ঘি ০.৫ কাপ
    ▶ পিয়াঁজ কুচি ১ কাপ
    ▶ তেজ পাতা ২ টি
    ▶ দারুচিনি ২ টুকরো
    ▶ ছোটো এলাচ ৩ টি
    ▶ লবঙ্গ ৫/৬ টি
    ▶ জিরা ০.৫ চা চামুচ
    ▶ শাহী জিরা ০.৫ চা চুমচ
    ▶ গোল মরিচের গুঁড়ি ১ চা চামুচ
    ▶ টক দই ১ কাপ (পানি ঝড়ানোর দরকার নাই)
    ▶ আদা বাটা ১ টেবিল চামুচ
    ▶ রসুন বাটা ১ টেবিল চামুচ
    ▶ কাঁচা মরিচ বাটা ১ চা চামুচ
    ▶ লবণ ১ চা চামুচ
    ▶ কেওড়ার জল ১ চামুচ
    ▶ কাঁচা মরিচ ৫/৬ টি
    ✔ এই রেসিপিটি চিকেন দিয়ে করা যাবে না। চিকেন দিয়ে ইয়াখনি পোলাও তৈরীর রেসিপি আলাদা, সেটা অন্য কোনো সময় করবো।
    ✔ ইয়াখনি یخنی‎ শব্দের মানে বিশেষ ধরণের স্যুপ, যেটা আমরা এই রেসিপিতে তৈরী করবো, আর এই বিশেষ স্যুপটাকে broth বলে। বলার সুবিধার্থে আমি দুটি শব্দই রেসিপিতে ব্যবহার করেছি।
    ✔ চাইনিজ/ইন্ডিয়ান রসুন মেশিনে বাটলে অনেক সময় সবুজ হয়, আবার অনেক কায়দা করে এটাকে সাদাও রাখা যায়। আমি মেশিনে করি দেখে মাঝে মাঝে আমার রসুন বাটা সবুজ হয়। আর যেহেতু রান্নায় দেয়ার পরে রঙ এর কোনো গুরুত্ব থাকছে না, তাই আমি রসুন বাটার রঙ সাদা করার কোনো প্রয়োজন বোধ করিনা।
    ➡ ঘরে গরম মসলার গুঁড়ি তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন 👉🏼 • অথেন্টিক গরম মসলার গুঁ...
    ➡ রান্নায় ব্যবহৃত গরম মসলাগুলি সম্পর্কে পরিচিত হতে এই ভিডিওটি দেখুন 👉🏼 • গরম মসলা পরিচিতি ও পাঁ...
    তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ rumanar... -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে rumana.net/3293 ঠিকানায়।
    #RumanaRecipe #RumanaRanna #RumanaAzad
    Music by LiQWYD
    / liqwyd
    Free download: bit.ly/with-you-free-download
    Let the music flow!

Комментарии • 618

  • @EnjoyAmarRannaghor
    @EnjoyAmarRannaghor 5 лет назад +52

    এইটা কিন্তু দারুণ হইছে ! একদিন পরে দেখলাম, কারন সাথে সাথে দেখলে আমার নজর লাইগা জাইতো ! বাড়ী সুদ্ধা সবাইর পেটের অসুখা হইত ! হা হা হা ! আমিও এইটা রান্না করমু ঈদের আগে পাকিস্তানি রেসিপিতে ! হেব্বি জোশের খাবার !

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +19

      বড় ভাইদের নজর কখনো লাগে না ভাইয়া। তারা নজর দিলেও ওটা দোয়া হয়ে ফেরত আসে। 💙

    • @sibaprasadsengupta3420
      @sibaprasadsengupta3420 5 лет назад

      ১.আমি কি এতে আখরোট দিতে পারি?
      ২.এই রান্নায় জল দেড় কাপ দিয়ে আধকাপ দুধ দেওয়া যাবে?
      ৩. এটি আমার ভাল লেগেছে তাই পরিবারের জন্য তাড়াতাড়ি বানাবো।আপনাকে এই সুন্দর রেসিপিটি জন্য ধন্যবাদ জানাচ্ছি।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +2

      এই রান্নায় সাধারণত দুধ দেয় না আপি

    • @sadiaafrojeummesofwan
      @sadiaafrojeummesofwan 5 лет назад +5

      Enjoy Amar Rannaghor আপনার কথা বলা এতটাই ভালো লাগে যে, রেসিপি দেখতে বাধ্য হই!

  • @yummyfoodfusion4411
    @yummyfoodfusion4411 5 лет назад +31

    কি দারুণ রান্না। আপুর হাতের রিচ ফুডের ভিডিও দেখে আমি শুধু মুগ্ধ হই বারবার

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      অনেক ধন্যবাদ

  • @Pustibaritips
    @Pustibaritips 5 лет назад +7

    এক কথায় অসাধারণ। আপনি রান্না করলেন আর আমি এখান থেকেই মনে হলো গ্রান পেলাম।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      চলে আসেন একদিন।

  • @kanijfatemabristy1100
    @kanijfatemabristy1100 3 года назад +1

    Eccha korce akhon e ranna kore feli.apnar recipes gulo dakhle rannar proti onk agroho bere jay.jajakallah khairan.onk onk doya roilo anty....🤲🤲🤲

  • @ImranHossain-cz6iw
    @ImranHossain-cz6iw 4 года назад +1

    Apu onek darun hoisa

  • @kanijfatemabristy1100
    @kanijfatemabristy1100 3 года назад +1

    Assalamu alaikum......ami akhon onk ranna sikhe felci apnar ranna follow kore.romanar ranna ghor theke sudhu ranna e sikhci na onk kichu jante o pereci.thank you anty.

  • @marufarokshana3283
    @marufarokshana3283 5 лет назад +5

    আপু, আপনার রেসিপি ফলো করে আমি ইয়াখনি পোলাও রান্না করেছি । ভীষণ মজা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এত্তো মজার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্যে।

  • @rhassanhassan5465
    @rhassanhassan5465 Год назад

    Ajk radhlam. Ki j moja hoise !!!! Thank u so much apu .

  • @bangladeshivloggerherahafs8378
    @bangladeshivloggerherahafs8378 5 лет назад +4

    ৯০ লাইক তুমি অনেক সুন্দর করে বুঝাও আপু। আমি তোমার সব রেসিপি দেখি। মাঝে মাঝে ভাইয়া কথা বলে তাই না। এগিয়ে যাও পাশে আছি

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      অনেক ভালোবাসা রইলো

  • @nahidasultana3558
    @nahidasultana3558 3 года назад

    চিকেন দিয়ে রান্না করেছি। স্বাদ এতই অসাধারণ কমেন্ট করে বুঝানো যাবে না। অনেক ধন্যবাদ এত মজার রেসিপি শেয়ার করে আমাদের ঈদকে আকর্ষণীয় করার জন্য।

  • @asjadarham1636
    @asjadarham1636 5 лет назад +2

    Hubhu tmr recipe ta follow Kore ranna korechilm...sotti Ami amr feelings ta bole bujhate prbona...😍ek kothay oshasharon..thnk u so much dear rumana appi...❤️❤️❤️❤️

  • @NurunNaharLilian
    @NurunNaharLilian 5 лет назад +1

    Onk beshi attractive presentation... Recipe o besh valo laglo apu

  • @runasvlogskitchen
    @runasvlogskitchen 2 года назад +2

    Nice cooking

  • @rehanarupa9058
    @rehanarupa9058 5 лет назад

    Kb valo laglo apu ame must try korbo

  • @obaedulh
    @obaedulh Год назад

    এই মাত্র রান্না করলাম।
    আলহাদুলিল্লাহ দেখে ভালো লাগছে। ইফতারির পর খাব ইনশাআল্লাহ।

    • @rumanaranna
      @rumanaranna  Год назад

      কেমন হয়েছে জানাবে 🧡🧡

    • @obaedulh
      @obaedulh Год назад

      @@rumanaranna অনেক ভালো হয়েছে আমার বাচ্চারা খুব পছন্দ করেছে।

  • @rosymunshi463
    @rosymunshi463 5 лет назад

    আপাকে ধন্যবাদ।এত সুন্দর করে দেখানোর জন্য।

  • @EbelarRanna
    @EbelarRanna 3 года назад

    রেসিপিটি খুব ভালো লাগলো,ধন্যবাদ

  • @HumayrasKitchen
    @HumayrasKitchen 5 лет назад +1

    Masha Allah apu. Dekhte onk beshi sundor hoyeche. 😍😍😍😍

  • @DrNazia-kb6yc
    @DrNazia-kb6yc 5 лет назад

    অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। মাত্রই বানিয়ে খেলাম। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই রান্না শেখাতে থাকো। অনেক শুভকামনা। তোমার কালাভুনা রেসিপিটাও চমৎকার।আলাদা করে রিভিউ দেয়ার সময় হয়নি। তাই এখানেই লিখে দিলাম।

  • @mehedimishu2569
    @mehedimishu2569 5 лет назад

    Oneak sundor hoyse apu..amio try korbo..

  • @zahedbinrahim6285
    @zahedbinrahim6285 5 лет назад

    রেসিপি খুব ভালো লাগলো।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ধন্যবাদ

  • @shayerabegum1813
    @shayerabegum1813 5 лет назад

    আপা সালাম নিবেন মাসাআললা খুব মজার দেখতেই মনে হয় আপনার কথার সুর টা খুব সুন্দর ভাল থাকেন। দেশে যখন আসবে আপনাকে দেখার আশা থকলল। ভাল থাকেন।

  • @akhtarkhan7639
    @akhtarkhan7639 5 лет назад

    দারুণ হইছে রেসিপি টা

  • @marjanamoni4343
    @marjanamoni4343 5 лет назад +8

    মজাদার রান্না মানেই রুমানা আপুর রেসিপি।। কুরবানির খাসির মাংস দিয়ে রান্না করব।।ইনশাআল্লাহ

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      কেমন হলো জানাতে ভুলো না

    • @marjanamoni4343
      @marjanamoni4343 5 лет назад

      অবশ্যই জানাবো আপু।।

  • @hasnabegum3833
    @hasnabegum3833 5 лет назад

    Ki darun ranna so delicious

  • @shamimmoonnehar9138
    @shamimmoonnehar9138 3 года назад +1

    অসাধারণ।

  • @abdulhakim9105
    @abdulhakim9105 5 лет назад

    fine, ranna r apnar kotha bolar dhoron sob mile beautiful.

  • @soniachowdhury4128
    @soniachowdhury4128 5 лет назад

    Asholai Onek moza

  • @AmanUllah-cw7jg
    @AmanUllah-cw7jg 2 года назад

    ধন্যবাদ আপু, তোমার কথাগুলো যেমন স্পষ্ট, তেমনি রান্নাটাও ঝরঝরে।

    • @rumanaranna
      @rumanaranna  2 года назад

      অনেক ভালোবাসা রইলো 🙂

  • @sanjukta0311
    @sanjukta0311 5 лет назад

    Aapnar ei recipe ta oshadharon . Ami aapnar tips follow korey thik ei bhabey yakhni pulao baniyechilam ...khub tasty khete hoyechilo . Many thanksfor this gorgeous recipe .

  • @nadiaamin3512
    @nadiaamin3512 5 лет назад

    Apu apnar recipe gula osadharon deklei mukhe pani chole ase...kheye kheye moti hoye jete hobe...best wishes for u...Apu

  • @ShovasKitchen
    @ShovasKitchen 5 лет назад

    Tomar ranna je kottobar dekhi!! Bar bar dekte valo lage... onek kichu shekhar ache 🥰👍

  • @aritraghosh24
    @aritraghosh24 5 лет назад

    Wow awesome recipe

  • @srijanisaharay61
    @srijanisaharay61 2 года назад

    Rumania Tomar ranna apurbo.amer ma Sikhs Roy toner ranna dekhe.khubbhalo ranna koro.

  • @MuktasSpecialRecipes
    @MuktasSpecialRecipes 4 года назад

    সুন্দর আপু

  • @farhanarahman199
    @farhanarahman199 7 месяцев назад

    Ami Ranna korechilam receipe follow kore . Alhamdullilah eto tasty hoyachilo , Kachhi biryanir Thakeo onek onek yummmy . Thanks apu eto sundor recipe debar jonno ❤️❤️❤️

    • @rumanaranna
      @rumanaranna  7 месяцев назад

      আমাদের জন্য দোয়া করবে

  • @himutomahtcoupleblog
    @himutomahtcoupleblog 9 месяцев назад

    আমি তো আজকে মুরগির আপনি তৈরি করছি আপনার রেসিপি দেখে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার অনেক রেসিপি আমি ফলো করি।

    • @rumanaranna
      @rumanaranna  9 месяцев назад

      আমাদের জন্য দোয়া করবে 🙂

  • @golapmiah8210
    @golapmiah8210 5 лет назад

    মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ধন্যবাদ

  • @Jebinrecipe
    @Jebinrecipe 5 лет назад

    Apu dekhte onekkk yammi hoyese......❤❤❤

  • @hafsaakter7084
    @hafsaakter7084 5 лет назад

    আপুনি নাইস রেসিপি। লাভ ইউ।ভালো থেকো

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ভালোবাসা রইলো

  • @jahanaraziauddin1872
    @jahanaraziauddin1872 5 лет назад

    আমি কিছুই খেয়াল না করে ভিডিও টা দেখার জন্য ওপেন করলাম, গলা টা খুবই চেনা চেনা মনে হলো।তাড়াতাড়ি করে আবার প্রথম থেকে শুরু করলাম ।ওমা !!! এইতো দেখি আমাদের রুমানা। ভালো থেকো রুমানা, দোয়া রইলো।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      অনেক ভালোবাসা রইলো

  • @sidderthadey8741
    @sidderthadey8741 5 лет назад

    darun banaichen...🇮🇳

  • @khaledaakter17
    @khaledaakter17 5 лет назад +1

    It is very good.I loved it.

  • @upamasyed
    @upamasyed 5 лет назад +1

    আজকে রান্না করলাম আপনার রেসিপিতে। খুবই মজা হয়েছে। ধন্যবাদ ❤

  • @lijaislam2230
    @lijaislam2230 5 лет назад

    Onk vlo laglo...khubi easy...tnx...apu.. luv u...

  • @sarmisusadiary-bengaliamer1998
    @sarmisusadiary-bengaliamer1998 5 лет назад +9

    Osadharon polau recipe 😍😍❤️
    Jibhe jol chole elo 🤤🤤😍😍

  • @Kohinoorsultana-p5o
    @Kohinoorsultana-p5o 5 лет назад +3

    আপু ধন্যবাদ রেসিপির জন্য,আমারতো দেখেই খেতে ইচ্ছে করছে।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      একদিন দাওয়াত দিও

  • @healthytreatbd8670
    @healthytreatbd8670 4 года назад

    Very nice tasty recipe

  • @dipalichatterjee4459
    @dipalichatterjee4459 10 месяцев назад

    U r the best 👍😊

  • @jannatulferdoush5570
    @jannatulferdoush5570 5 лет назад

    আসসালামু আলাইকুম আপু আপনার রেসিপি গুলো অসাধারণ৷ আজ একটা করলাম গন্ধ রাজ চিকেন৷ অসাধারণ হইছে৷ এই রেসিপি টা ও করবো ইনশাআল্লাহ৷৷

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ভালোবাসা রইলো

  • @jayjitchatterjee1062
    @jayjitchatterjee1062 2 года назад

    ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে লিখছি ৷ আপনার প্রতিটি রেসিপি দেখি এবং রান্না করার চেষ্টা করি , খেয়ে সবাই খুব প্রশংসা করে , তখন আমি ওনাদের বলি , সব প্রশংসা প্রাপ্য রুমানা দিদি ৷ এখন ওনারাও প্রতিনিয়ত আপনার চ্যানেলটি অনুসরণ করে অনেক কিছু শিখছে ৷ ধন্যবাদ জানাই দিদিভাই , ভাল থাকবেন এই শুভকামনা রইলো ৷

  • @nafisauddin3240
    @nafisauddin3240 4 года назад

    Rumana api Ami aj try korechi yakhni pulao...exact tomar recipe follow korechi...sobbai khub tarif koreche api...tumi ato valo Kore bujhiye dao je rannata Mone gethe jay.....agiye jao...tomar onek subscribers hok...valo theko r Amon e sundor sundor recipe amader upohar dao..😍😍

  • @mushtaqueahmed6344
    @mushtaqueahmed6344 5 лет назад +1

    Very nice

  • @shantaskitchenvlog
    @shantaskitchenvlog 5 лет назад

    Khub valo lagesa n easy apu apnar recipe guli. oboshoi try korbo basai

  • @muhammadzain3492
    @muhammadzain3492 4 года назад

    appi.love ur dish

  • @sabrinaahamed9147
    @sabrinaahamed9147 5 лет назад +3

    Ki darun....💜

  • @humanitytech6162
    @humanitytech6162 5 лет назад +1

    মাশাহ আল্লাহ, আপনার কথা গুলো যেমন সুন্দর আপনার পাক গুলিও সেরকম পারফেক্ট। আল্লাহ আপনার সহায় হউক।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      দোয়া কোরো ভাই

  • @lazuklata9447
    @lazuklata9447 4 года назад

    আপু, আমি তোমার রান্না দেখে অনেক রান্না শিখেছি।আবার প্রশংসাও পেয়েছি। রান্নায় আমি একদমই নতুন তোমার জন্য আমি অনেক উপকৃত হয়েছি।এজন্য তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা❤।

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      আর তোমার জন্য এত্তগুলা 😘😘

    • @lazuklata9447
      @lazuklata9447 4 года назад

      @@rumanaranna 😘😘😘

  • @shabnammustary3897
    @shabnammustary3897 5 лет назад

    দারুণ, ট্রাই করব ইনশাআল্লাহ

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      ইনশাআল্লাহ

  • @rakmir5785
    @rakmir5785 3 года назад

    Salam from PK sister. This is the same recipe my mom teaches us.

  • @tannuspassion3799
    @tannuspassion3799 5 лет назад

    Khub valo recipe......khubi sundor

  • @sikharoy5079
    @sikharoy5079 5 лет назад +1

    রুমানা, তোমার মিষ্টি কথায় শোনার জন্য আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি রবিবার দিন করেছিলাম দারুন দারুন হয়েছে। আমরা অগ্নির পোলাও বলি। জিও রুমানা জিও।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      শুনে ভালো লাগলো দিদি

  • @bangalirrannaghor5303
    @bangalirrannaghor5303 5 лет назад

    Thnx....api...akta new breani ar jonno

  • @avishekrathor3919
    @avishekrathor3919 5 лет назад +2

    Opurbo

  • @monikamizi7272
    @monikamizi7272 5 лет назад +1

    এক কথায় অসাধারন

  • @asjadarham1636
    @asjadarham1636 4 года назад

    Apu ..eta j Koto br krlm hisheb nei...ek kothay oshadharon...😍ebar chicken yakhni polao er ekta recipe diyo...

  • @nowshabanabila1702
    @nowshabanabila1702 5 лет назад

    Eta Sylhet er ranna,ami Sylhet porashuna korar karone eta onk khaoa hoito..akhn porashuna shesh,akhni polau khaoa o shesh!but apnar rcp dekhe mne hochche aro khaite parbo...oboshshoi try korbo eta apu...thanks for ur rcp...☺☺

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      এটা সিলেটি রেসিপি না। ওটার নাম আখনি।

  • @sabinaskitchen2549
    @sabinaskitchen2549 5 лет назад

    আপু আপনার রেসিপি টা আমার অনেক ভালো লাগে সবসময়,,, আপনার রান্না দেখলেই খেতে ইচ্ছে করে,,

    • @mythink
      @mythink 5 лет назад +1

      তাই তো আমি দাওয়াত চাই ।কিন্তু দুংখের বিষয় এক বারও তা পাইনা ।

  • @joyfulfoodie9621
    @joyfulfoodie9621 5 лет назад +1

    Looks Great

  • @cokingariba3084
    @cokingariba3084 5 лет назад

    Apo sotty onek onek valo hoise...ami obossy ai eide ai biriyani ta rannna korbo apo....thank you so much

  • @TastyCookingStudio
    @TastyCookingStudio 5 лет назад

    Onek onek yummy hoache apu , obossoi try korbo , Thanks for sharing 😍😍

  • @shahanajakter3022
    @shahanajakter3022 5 лет назад +1

    এই পোলাও আামার favorite....☺🌷.thanks.

  • @bestcooksrecipes
    @bestcooksrecipes 2 года назад

    আপু তোমার রান্না গুলি খুব সুন্দর। আপু best cook's recipes একটু সেয়ার করে দিও।

  • @soniachowdhury4128
    @soniachowdhury4128 5 лет назад +1

    Ata Chittagong et famous polaw.asholao Onek moza

  • @aminabibiyacoobmunnee2664
    @aminabibiyacoobmunnee2664 3 года назад +2

    Today I cooked this akhni polau ,it's was awesome in taste n fragrant ,every body like it 😋

  • @ReviewLounge6
    @ReviewLounge6 5 лет назад

    Recipe dakhe khudha lagegalo😍😋

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      তৈরি করে ফেলো ভাইয়া

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      তৈরি করে ফেলো ভাইয়া

  • @nadiaahmed3791
    @nadiaahmed3791 3 года назад

    আপু তুমি একটা ভালবাসা 😍💚

  • @mathathiknai
    @mathathiknai 5 лет назад +1

    Looks yummy! Is it a Bangladeshi cuisine?

  • @yuvraazyuviba6406
    @yuvraazyuviba6406 5 лет назад

    Apu apni king......rannar

  • @ranjanmndl93
    @ranjanmndl93 5 лет назад

    গন্ধরাজ চিকেনটা আমি নিজে করেছি দারুণ টেস্ট বাবা ও মা খেয়ে ভালো বোলছে ধন্যবাদ আপনাকে এরকম ভালো রেসিপি বানানোর জন্য আরও নতুন নতুন করে পাঠাবেন ভালোথাকবেন

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ভালোবাসা রইলো

  • @muktarhussain4939
    @muktarhussain4939 5 лет назад +1

    So nice

  • @THEMADCOUPLE786
    @THEMADCOUPLE786 5 лет назад +2

    *খুব e সুস্বাধু*

  • @akramali7037
    @akramali7037 3 года назад

    Muradabadi chicken biriyani niye video dekan

  • @keyamonikeya2197
    @keyamonikeya2197 5 лет назад +1

    Wow so yamme....🤩🤩

  • @ankurbhattacharya9715
    @ankurbhattacharya9715 Год назад

    Didi amar bhaat gulo Gaye Gaye lege jai

    • @rumanaranna
      @rumanaranna  Год назад

      তোমার কথা বুঝিনি আপি, পারলে বাংলা/English লিখবে।

  • @farzanadeepa4034
    @farzanadeepa4034 5 лет назад

    Hello apu..onek yummy ekta ranna..ami praye e eta kori..rice cooker e beshi easy lagey amar kache ..bhalo thakben

  • @sahinaparvin7691
    @sahinaparvin7691 5 лет назад

    di amar ekta tomr ka6y prosno tumi j handi ty pulaw ranna korly ota kotai r koto ty niay6o

  • @alnomanopu7720
    @alnomanopu7720 5 лет назад

    Nice

  • @farabijd7529
    @farabijd7529 5 лет назад

    love u apu 😍😍😍 kalkei ranna korbo 😋😋😋😋😋

  • @tasmifarjana6967
    @tasmifarjana6967 3 года назад

    Amazing

  • @anannasdailylife2408
    @anannasdailylife2408 5 лет назад

    Kono vasha khuje pacchi na prosongsa korar. Proud of u.

  • @roushanthankyousomuchselin8999
    @roushanthankyousomuchselin8999 4 года назад

    Excellent recipe!!!!!!!! Jazakallah Apu

  • @brotherandsister4154
    @brotherandsister4154 5 лет назад +2

    Very nice ❤️

  • @ishratjahan3204
    @ishratjahan3204 5 лет назад

    Apu beshi beshi video upload koro... 1M subscribers dekhar jonno wait korchiii. Best wishes

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      সময় পাই না রে আপি। 😞

  • @duniyaahmed4292
    @duniyaahmed4292 5 лет назад

    Apu ami jodi polaor chal nei kotokhn chal vijiye rakhbo?

  • @hamidulislamhera658
    @hamidulislamhera658 5 лет назад

    রুমানা মানেই নতুনত্ব। রুমানা মানেই খুব সহজ ও মজার রান্না।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ভালোবাসা রইলো

  • @FatemaAkter-ml9xs
    @FatemaAkter-ml9xs 3 года назад +2

    Pakistani famous biryani

  • @angelmow7227
    @angelmow7227 5 лет назад

    Wow just awesome apu 😍😘ami obossoy try korbo

  • @tanjinaafrinsharna1324
    @tanjinaafrinsharna1324 5 лет назад +3

    Best cooking channel 😍🤗

  • @marjahanrimi861
    @marjahanrimi861 5 лет назад

    এই ঈদে তো অবশ্যই বানাবো, ইনশাআল্লাহ

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      ইনশা'আল্লাহ