ক্ষুদিরামের ধরিয়ে দেওয়া পুরুস্কারে পাওয়া সেই বাড়ি অবহেলায় পড়ে আছে | Khudiram Basu | rk news

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2024
  • কুমারখালীতে ক্ষুদিরাম বসুর ধরিয়ে দেওয়া পুরুস্কারে পাওয়া সেই বাড়ি আজ অবহেলায় পড়ে আছে | Khudiram Basu | rk news24
    ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয়-বাঙালি বিপ্লবী । যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন।
    জাতীয়তা ভারতীয় পরিচিতির কারণে, ভারতীয় বিপ্লবী আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলন, ব্যক্তিগত জাতিসত্তা বাঙালি ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্যে বোমা ছুঁড়েছিলেন। যদিও ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। এরপর ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়। দুজন মহিলাকে হত্যা করার জন্যে তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন, যেটা তাকে ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। সেই মহান বিপ্লবী খুঁদিরাম বসুর কথায় আপনাদের সামনে তুলে ধরবো। বলছিলাম, কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের পুরাতন তহশিল অফিসের কথা। যেটি এক সময় ক্ষুদিরাম বসুকে ধরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার পুরুস্কার স্বরুপ ব্রিটিশ পুলিশ কমিশনার পূর্ণ্য লাহেড়ীকে এই ভবনটি তৈরি করে দেয়। আর এই ভবনটি নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো। জানাবো এর নানা কথা। কালো জয়ী ঐতিহ্যময় এই ভবনের কথায় আর কে নিউজের ক্যামেরাই তুলে ধরছিলেন,স্থানীয় কয়েকজন মানুষ------------------------------
    এসব মানুষের মতে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই পরিত্যক্ত ভবনটি সরকার অতি সত্তর সংস্কারের ব্যাবস্থা করবেন। আর এমনটা চাওয়া এলাকার সকল মানুষের।
    =======================================
    rknews-24.com/
    / rk-news24-10. .
    =======================================
    RK NEWS24 এর পক্ষ থেকে সবাই কে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা! ইতিহাস ঐতিহ্যময় স্থান অথবা গ্রামীণ সংস্কৃতি এবং আপনার আশেপাশে যে কোন ঘটনার তথ্য উপাত্ত এমনকি মেধাবী সম্পন্ন ব্যক্তির জীবনী বিশ্বের দরবারে তুলে ধরতে কাজ করছ RK NEWS24.RK NEWS24 এর সকল অনুষ্ঠান দেখুন RK NEWS24 RUclips চ্যানেলে অথবা www rknews-24. com অথবা Facebook page Rk NEWS24.সেই সাথে আপনার আশেপাশে নানা ঘটনা , পুরাতন কোন ইতিহাসের সাক্ষী হয়ে আছে এমন কোন স্থান অথবা গ্রামীণ লোক সংস্কৃতি অথবা আপনার পাশের কোন প্রতিভা সম্পন্ন ব্যক্তি অথবা শিল্পীর কথা যদি জানা থাকে তাহলে জানাতে পারেন । কারণ আপনার মহামূল্যবান পরামর্শ দিয়ে চ্যানেলটি নিজস্ব গতি ধরে রাখতে সহযোগিতা করবে। এজন্য আপনার মতামত বা তথ্য প্রদানের জন্য যোগাযোগ করুন। জানানোর মাধ্যম দুটি ইমেইল নাম্বার অথবা মুঠোফোন। ই-মেইল rknews24info@gmail.com মুঠোফোনঃ- 01911-185112 এই নাম্বারে যোগাযোগ করুন ।

Комментарии • 7

  • @nishanislam
    @nishanislam 2 года назад +1

    রফিক ভাই খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক ঘটনা জানতে পারি। আপনার জন্য দোয়া ও শুভ কামনা করি। আরও সুন্দর ঘটনা তুলে ধরেন।

  • @arafatrahman3727
    @arafatrahman3727 2 года назад +1

    খুব সুন্দর হয়েছে।

  • @MdUjjol-ui8rv
    @MdUjjol-ui8rv 2 года назад +1

    খুব সুন্দর।

  • @rajibali418
    @rajibali418 2 года назад +1

    Good

  • @kajaltah6892
    @kajaltah6892 Год назад +1

    Bharat bangla Bhai Bhai

  • @mdmannanislam1297
    @mdmannanislam1297 2 года назад +1

    Good