ওগো বর্ষা তুমি ॥ Ogo Barsha Tumi Jhoro nago ॥ Manna Dey ॥ Bengali Romantic Song ॥ Pialy

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 148

  • @niloybhattacharjee1882
    @niloybhattacharjee1882 Год назад

    খুব সুন্দর হয়েছে ॥ হারমোনিয়াম ও তবলা সংগত এত ভালো হয়েছে , যে গানটা একেবারে সম্পূর্ণ হয়ে উঠেছে ॥ তিনজন কেই 🙏

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 7 месяцев назад

    অপূর্ব গেয়েছো মা পিয়লী। তুলনা করা যাবে না কারোর সঙ্গে। তুমি সত্যিই অনন্যা। আমার শতকোটি শ্রদ্ধা রইলো তোমার জন্য। আশীষ নিও।

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 Год назад

    পিয়ালী তোমার গানের আমি বরাবরের শ্রোতা কারন তুমি অত্যন্ত ভাল গাও। আর মান্না দের গানে তুমি অনবদ্য। এই গান যা গাইলে তার জন্য কোন বিশেষনই যথেষ্ঠ নয়। সংগে তবলা যিনি বাজিয়েছেন তার হাত খুবই ভাল। আমার যতদূর মান্নাদের একটি গান রেকর্ড হয়েছিল 1976 সালে। গানটি হল আমার একদিকে শুধু তুমি এই গানটির জন্য অনুরোধ রইল।

  • @pranabkundu5020
    @pranabkundu5020 Год назад +3

    শ্রদ্ধেয় শ্রী মান্না দে মহাশয়ের কালজয়ী গান যতদিন যাবে ততই গান পাগল শ্রোতারা শুনতে থাকবে।এই গানটিও ভীষণ ভাল গাওয়া হয়েছে, সাথে কৌশিকবাবুর ও গৌতমবাবুর সঙ্গত গানটি আরও শ্রুতিমধুর হয়েছে।

  • @subikashdeb2432
    @subikashdeb2432 Год назад

    খুব ঝামেলায় আছি গানে মন দেয়ার অবস্থায় নাই তারপরও আপনার কন্ঠে মান্না দের গান না শুনলে কি হয় দারুন গাইলেন।খুবই ভালো লাগলো।ধন‍্যবাদ।

  • @pradipbarman9791
    @pradipbarman9791 Год назад

    খুব কঠিন গান। কিন্তু তুমি এতো সহজ করে, এতো সুন্দর করে গাইলে, তোমাকে কুর্নিশ জানাই। আর তবলাটা অসম্ভব ভালো বাজলো। এই গানটায় তবলা একটা বড় factor ছিল। সবকিছু নিয়ে দারুন। খুব ভালো লাগলো।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      অনেক ধন্যবাদ, তবলাই এ গানের প্রাণ

  • @dipakkumarchanda1768
    @dipakkumarchanda1768 Год назад

    খুব সুন্দর গেয়েছো পিয়ালি মামনি । মান্না দের সেরা সেরা একটি গান । খুব সাবলীল ভাবে নিজস্বতা বজায় রেখে গানটি গেয়েছো। আমার খুব ভালো লেগেছে ।শুভেচ্ছা রইল পিয়ালি মামনি ।

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 Год назад

    এত কঠিন গান কি অনায়াসে গাইলে , তন্ময় হয়ে শুনলাম। খুব সুন্দর তুলেছো গানটি। সংগে তবলায় অসাধারন সঙ্গত করেছেন কৌশিকবাবু। বর্ষার একটা যেটা আমি আগেও অনুরোধ করেছিলাম আজও অনুরোধ করছি সেটা হল গহন মেঘেরও ছায়া ঘনায়ে সে আসে, এই গানটির জন্য।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    গানটি পিয়ালী দারুণ গেয়েছ। বেশ শ্রুতিমধুর লাগলো। তবলা ও হারমোনিয়াম যথাযোগ্য সঙ্গত হয়েছে। মান্না দের ফিমেল ভার্সন হলো পিয়ালী কুন্ডু। এগিয়ে চলো।

  • @moumitapal1417
    @moumitapal1417 Год назад

    Bah khub sundor gaile bon Mon vore galo.khub priyo gan❤

  • @marutibhushansinha1860
    @marutibhushansinha1860 Год назад +2

    খুব সুন্দর হয়েছে রে মা । মন ভরে গেল রে মা
    । আরও গান শোনার অপেক্ষায় রইলাম ।

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 Год назад +1

    খুবই চমৎকার হয়েছে.. একদম নিখুঁত আর ভীষণ মিষ্টি শুনতে। তবলা ও হারমোনিয়াম সঙ্গত অসাধারণ। ঈশ্বর আপনাকে সবদিক থেকে ভালো রাখুন 🙏

  • @mkbiswas3898
    @mkbiswas3898 Год назад

    খুব ভালো লাগলো তোমার কণ্ঠে আরও অনেক অনেক মান্নাদের গান শুনতে চাই।

  • @archanamondal9137
    @archanamondal9137 Год назад

    আজকেই সকালে আনমনে আমি গানটা গুনগুন করছিলাম, আর আজই দেখছি দিদিভাই কিছুদিন আগে গান টা গেয়েছেন😳😳 একেই বলে টেলিপ্যাথি♥️♥️

  • @tanmoybarua1673
    @tanmoybarua1673 Год назад

    অসাধারণ গেয়েছেন দিদি। হাজার বছর বেঁচে থাকুন ❤

  • @apurbabhattacharjee9327
    @apurbabhattacharjee9327 Год назад

    দারুণ গাইলে দিদি ভাই।
    অনেক আশীর্বাদ ও শুভকামনা রইল। ❣️❣️❣️❣️❣️

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Год назад +1

    খুবই ভালো গেয়েছো পিয়ালী..সঙ্গতও খুব ভালো লাগলো। কেও কাওকে ছাপিয়ে যায়নি। এসব গান সঙ্গত ছাড়া ভালোও লাগেনা। তবে বৃষ্টি আসুক...অঝোরধারায় ❤❤

  • @purnimaphaujdar5787
    @purnimaphaujdar5787 Год назад +1

    সুর তাল ছন্দের অপূর্ব মেলবন্ধন অপূর্ব পরিবেশন শ্রদ্ধেয় মান্না দে মহাশয়ের কালজয়ী গানটির। সহযোগী শিল্পীদের সহযোগিতার তুলনা নাই ভীষণ ভালো লাগল 🎉🎉এগিয়ে চল সঙ্গেই আছি ❤

  • @KalidasMukhopadhyay-le1oi
    @KalidasMukhopadhyay-le1oi Год назад

    Asadharon kalojoyee gan khani khub sundor kore gailen 🎉🎉🎉 thanks for uploading

  • @sirajummunirkhokon2904
    @sirajummunirkhokon2904 Год назад

    সুন্দর ❤ এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে (সতীনাথের )গানটি শুনতে চেয়েছিলাম।

  • @suvrachakraborty3935
    @suvrachakraborty3935 Год назад +1

    অবিরাম বৃষ্টি পরছে আর তোমার এত সুন্দর করে গাওয়া গান মন একদম ভরিয়ে দিচ্ছে ❤❤❤❤

  • @krishnabhattacharjee8976
    @krishnabhattacharjee8976 7 месяцев назад

    তোমার গানে যদি একটু বৃষ্টি আসে। দারুন লাগলো

  • @susmitabanerjee9254
    @susmitabanerjee9254 Год назад

    Asadharon ❤️
    Ki bhalo laglo
    Ki je balbo bhasa khunje pachhi na
    Khub bhalo thako ai prarthona kari r amni kare gan kare jao

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 11 месяцев назад

    ৪মাস আগের গানটি শুনলাম😊।পিয়ালী তুমি প্রতিটি গানে এতো সুন্দর চমৎকার কাজ দাও যে আমি সব কিছু ভুলে তোমার সুরের ভূবনে হাড়িয়ে যাই।একটি নজরুল গীতি 1:03 উপহার চাই,সই ভাল করে বিনোদ বেণী বাধিয়া দে।ভালবাসি তোমা্য় ও গানকে আশায় রইলাম গানটি পাওয়ার জন্য।

  • @WorldofSudeshna-b9w
    @WorldofSudeshna-b9w Год назад

    যেমন গান সেই রকম বাজনা ।অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @subhraghosh6401
    @subhraghosh6401 Год назад

    Apurbo, asadharon 👍👍 , tobla r harmonium er sathe gaan ta Jano r o sundor lagche , valo theko ❤️❤️

  • @AshisChattaraj
    @AshisChattaraj Год назад

    কলকাতা অ্যাপেলে হসপিটাল থেকে তোমার গান টা শুনলাম

  • @narugopalbera1015
    @narugopalbera1015 Год назад

    খুব সুন্দর গান সুমধুর কন্ঠস্বর ধন্যবাদ ম্যাডাম।

  • @nileshchatterjee6181
    @nileshchatterjee6181 Год назад

    অপূর্ব কন্ঠ আপনার পিয়ালীদেবী। আর শ্রদ্ধেয় মান্না দের গানটিও খুবই সুন্দর।

  • @soumyadasguptaofficial5376
    @soumyadasguptaofficial5376 Год назад

    বাহ..... কেয়া বাত....!!!!❤❤❤❤❤❤

  • @suvrachakraborty3935
    @suvrachakraborty3935 Год назад

    দারুন ভালো লাগলো। খুব প্রিয় একটা গান।💐❤️

  • @moumitapal7573
    @moumitapal7573 Год назад

    Khub valo laglo.khub Pochhonder gan eto sundor kore gaile.khun sundor❤

  • @parimalkrishnachowdhury7754
    @parimalkrishnachowdhury7754 Год назад

    বর্ষার মৌসুমে পিয়ালি তোমার কন্ঠে একটি বর্ষার গান শুনতে পেয়ে ভিষন খুশি হয়েছি। সময় উপযোগী গান, সুন্দর পরিবেশনা অপূর্ব কন্ঠ সব মিলিয়ে আসর একদম জমজমাট হয়ে উঠেছে। ধন্যবাদ তোমাকে ভালো থেকো সুস্থ থেকো।❤️❤️❤️❤️👍👍👍👍

  • @krishnabhattacharjee8976
    @krishnabhattacharjee8976 7 месяцев назад

    খুব ভালো গেয়েছো। দারুন লাগলো

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 Год назад

    শ্রদ্ধেয় মান্না দের গাওয়া এই বিখ্যাত গানটি তুমি দারুণ ভালো গেয়েছো। গান শুনে মন ভরে গেলো। সঙ্গে হারমোনিয়াম এবং তবলার সঙ্গত ভীষণ ভালো হয়েছে। অতি সুন্দর presentation.♥️

  • @debdebi
    @debdebi Год назад

    Beautiful singing! Fantastic tabla and harmonium playing. ❤

  • @kamalkrishnanatua8052
    @kamalkrishnanatua8052 Год назад

    Ga to khub valo gai6en.annadike tabalchi dada khu bhalo bagalen.

  • @fazluljabbar9415
    @fazluljabbar9415 Год назад

    অসাধারণ পিয়ালী আজও মনটা ভরে গেলো সবার জন্য রইল অনেক
    শুভেচ্ছা রইলো ভালো থেকো

  • @raktimbarman9586
    @raktimbarman9586 Год назад

    Bahhhh........!!! Opurbo 👏👏👏👏👏👏

  • @subirray3640
    @subirray3640 Год назад

    বাহ্! মন ভরে গেল

  • @asmatali756
    @asmatali756 Год назад

    দিদি গানটি যেমন সুন্দর হয়েছে তেমনি তবলা ও হারমোনিয়াম যোগ্য সঙ্গত দিয়েছে। আমে দুধে মিশে যাওয়ার মতো এক অনির্বচনীয় আনন্দ পেলাম। শুধু পেলাম না দিদি, তোমদের সকলের আরও মঙ্গল কামনায় উদ্বাহু রইলাম।

  • @AshisChattaraj
    @AshisChattaraj Год назад

    অপূর্ব মনোরম খুব ভালো লাগলো

  • @Prithwishchakraborty-x2z
    @Prithwishchakraborty-x2z Год назад

    Oh! Asaadhaaran! Apurba! Tor janya j kono prasansai kam hoye jaay mam! Anek anek shuvechchha o ashirvad roilo ma tor janya! Prithwish chakraborty. Batanagar. Kolkata-140

  • @putulmallick1122
    @putulmallick1122 Год назад

    আহা মন ভরে গেলো!!

  • @subhamchanda8168
    @subhamchanda8168 Год назад

    অসাধারণ হয়েছে দিদি❤

  • @arpangoswami1678
    @arpangoswami1678 Год назад

    Super piyali madam

  • @abbasmondal5932
    @abbasmondal5932 Год назад

    Asadharon laglo

  • @siprachakrabarty6068
    @siprachakrabarty6068 Год назад

    Borsha jome borof. Tin jonkei oshesh ovinindon.

  • @SurojitGhosh-y1v
    @SurojitGhosh-y1v 2 месяца назад

    Nice voice kub bholoo laglo somnath ghosh sonar pur westbengal

  • @sunilmandal5778
    @sunilmandal5778 Год назад

    What a dynamic song you have sung of Manna Dey and it's beautiful😢😢

  • @user-jw1fr7bn2n
    @user-jw1fr7bn2n Год назад

    Very beautiful rendering

  • @animeshhalder6579
    @animeshhalder6579 Год назад

    সুন্দর গেয়েছ মনিমা।

  • @purabipaul
    @purabipaul Год назад

    অপূর্ব

  • @gobindabar9033
    @gobindabar9033 Год назад

    Superb, as usual. ❤

  • @Souravbanerjee-cc3pf
    @Souravbanerjee-cc3pf Год назад

    Aha . Aro jhoruk

  • @krishnagopaldeb4393
    @krishnagopaldeb4393 Год назад

    ঝুলন যাএরগানশুনাবেন😊❤

  • @swapnachandamusical2464
    @swapnachandamusical2464 Год назад

    খুব সুন্দর হয়েছে গান টা ❤❤❤😊

  • @SURERAKASHE
    @SURERAKASHE Год назад

    Khub sundor ❤❤❤

  • @arpitamusical
    @arpitamusical Год назад

    খুব ভালো লাগলো।

  • @babuldatta9688
    @babuldatta9688 Год назад

    Excellant singing 💞

  • @gobindalalgoswami
    @gobindalalgoswami Год назад

    Excelent delivery.

  • @GOPALMONDAL-ld5nj
    @GOPALMONDAL-ld5nj Год назад

    দিদি ভালো থাকুন সুস্থ থাকুন I ❤️❤️🙏🙏

  • @debabratamajumder5214
    @debabratamajumder5214 Год назад

    Wow!absolutely amazing!👌👌👌♥️♥️♥️

  • @suvendukumarbhattacharyya8600
    @suvendukumarbhattacharyya8600 Год назад

    👌👌👌

  • @rajeswareemusic108
    @rajeswareemusic108 Год назад

    Sundor

  • @alokbandyopadhyay7655
    @alokbandyopadhyay7655 Год назад

    Nice ❤

  • @subhenduchaudhuri-mp6rf
    @subhenduchaudhuri-mp6rf Год назад

    আভি না যাও ছোড়কর্ দিল আভি ভরা নেহি .........।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 Год назад

    ত্রিরত্নের অসামান্য পরিবেশনায় আরো একটি রত্ন উপহার পেলাম, এই সুরের বর্ষা যেন কখনোই না থামে, আজীবন ঝরতে থাকুক এমন করে..🙏🙏🙏

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      কে জানে কতদিন থাকবে 😑

    • @subodhbalok1447
      @subodhbalok1447 Год назад

      @@PialyKunduOfficial থাকতে হবে, নইলে যে আমরা মরুভূমি হয়ে যাবো..

  • @sourashismajumder9707
    @sourashismajumder9707 Год назад

    Musical Piyali *******"""""". কেয়া বাত কৌশিক দা, দুর্দান্ত, বিখ্যাত তবলিয়া রাধাকান্ত নন্দী , মান্না দের গানকে তেমন অতি উচ্চতায় নিয়ে গেছেন, তেমনি Sister Piyali র এই গানটিকে আপনি অতি উচ্চমানের করে তুললেন। গৌতম দাকে নিয়ে নুতন করে কিছু বলার নেই, He is already perfect Hermonium player . Piyali একটি গানের আবেদন রাখছি, পারভীন সুলতানার playback song " বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় , আজ রাতে।" এই গানটি তুমি নিজস্বতা দিয়ে গাইবে। ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল। Ashis Majumder

  • @alokeroy6808
    @alokeroy6808 Год назад

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Год назад

    অগ্রীম বুকিং এ চন্দ্রযান ৩ এর মতই সফল হয়েছি, আজ সবার প্রথম লাইক দিলাম, কিন্ত এতো কর্মব্যস্থতার মধ্যেই ২-৩ বার শুনলাম, কিন্ত কমেন্ট করতে দেরি হল, আজকের যেন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে, এ শুধুই তোমার দ্বারাই সম্ভব, এখন আর কিছুই বলব না, এখন শুধুই শুনবো..... আজ মনে হচ্ছে শরীরটা ঠিক নেই ?

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      হা হা, ধন্যবাদ, এখন আছি মোটমুটি

    • @swapanmukherjee2242
      @swapanmukherjee2242 Год назад

      @@PialyKunduOfficial ধন্যবাদ, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো

  • @tamalchakraborty8815
    @tamalchakraborty8815 Год назад

    💕💐

  • @parthapratimlala6751
    @parthapratimlala6751 Год назад

    👍🏼👌🏼👌🏼🙏🏼

  • @humayrarahmanhumayrarahman8758

    💖💖💖💖💖💖💖

  • @amaldatta174
    @amaldatta174 Год назад

    শিল্পীর কণ্ঠে কালজয়ী গানটি কেমন হলো সেই কথা না হয় পরেই বলি -- কৌশিক বাবু ও গৌতম বাবুর এতো সুন্দর মেল বন্ধন গায়নকে এমন উচ্চতায় নিয়ে গেলো যে একজন সাধারণ শ্রোতা হিসেবে তার মূল্যায়ন করবো কিভাবে জানি না।এখন শুধু শুনবো আর শুনবো তারপর দেখি বলতে পারি কিনা ।

  • @SurojitGhosh-y1v
    @SurojitGhosh-y1v 2 месяца назад

    My dear piyali sister your song amar kub bholo laga j kono gan kub darad Daya gun Karan l hope you will be godsinger in a long run .som nath ghosh. Subhas gram pragati Polly Kolkata 700147

  • @mygoogle9154
    @mygoogle9154 3 месяца назад

    আমি অল্প কিছুদিন যাবত আপনার গান শুনছি। অভিভূত আমি। আপনি কি বাংলাদেশী না ভারতীয় ?

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 месяца назад

      আমি ভারতীয়, তবে বোম্বেতে থাকি 🙏

  • @shahedhossain7738
    @shahedhossain7738 Год назад

    অপূর্ব