Sei to abar kache ele ॥ সেই তো আবার কাছে এলে ॥ Best Sad song of Manna Dey ॥ Pialy
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- বছর শেষের মুখে। আর ৩ দিন পরেই আমরা আবার নতুন একটি বছর নিয়ে সামনের দিকে চলতে আরম্ভ করবো।
এই বছর আমাকে অনেক কিছু দিয়েছে। আমার মৌলিক গানের যাত্রা শুরু এই বছরেই। সব মিলিয়ে প্রায় ৬টা মৌলিক গান গেয়ে ফেলেছি এই বছরেই। আপনাদের ভালোবাসা থাকলে আমি পরের বছরেও একই রকম ভাবে এগিয়ে যেতে চাই।
বছর শেষের ধ্বনি শুনতে শুনতে আজ গাইলাম শ্রী মান্না দের গান।
গান: সেই আবার কাছে এলে
কথা: পুলক বন্দোপাধ্যায়
সুর ও মূল শিল্পী: মান্না দে
কভার: পিয়ালী
Copyright disclaimer ----
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video is made just for Promotional & non-commercial purposes. No copyrights infringements intended. Dear artists and producers .
All Rights to Music Label Co. & No Copyright infringement intended.
#Sei_to_abar_kache_ele #Manna_Dey #pialykundu #bestofmannadey #alltimehit #mannadeysongs
খুব সুন্দর ❤
Excellent 👍 khub sundor laglo thanks for uploading 🎉🎉🎉
Thank you very much
অপূর্ব! অসম্ভব সুরেলা এই গাওয়া। এতো ভালো লাগে এই প্রজন্মকে এতো যত্ন করে এই সমস্ত কালজয়ী গান গাইতে দেখে। অনেক শুভেচ্ছা রইল।💐💐💐
অনেক অনেক ধন্যবাদ
মান্না দের গানে আপনি বরাবরই পারদর্শী।এই গানেও কোনো ব্যাতিক্রম হয়নি।খুব ভালো হয়েছে। ব্যাস্ততার জন্য লেইটে কমেন্ট করলাম।আগামী বৎসরে আরো ভালো ভালো গান শুনতে পারব সেই প্রত্যাশা রইল।
ধন্যবাদ অনেক
প্রেমের মধ্যে অনেক চাওয়া পাওয়া মান অভিমান বিরহমিলন ইত্যাদি থাকে ৷ তাই কভু সেথা শরতের ঝডে স্বর্ণালোক কভুবা ঘনায ঝাঞা কালবৈশাখীর ৷ আবার পদাবলী সাহিত্যে বলা হয়েছে ঘে প্রেমে বাধা নাই সে প্রেমে বিব্রতা নাই৷ কাজেই ক্ষণিকের জন্য দূরে সরে গেলেও প্রাণের টান থাকলে কাছে আসতেই হয় ৷ আবার কবি গুরু বলেছেন "ঘে প্রেম ঘরছাড়া করে তাহাই আবার ঘরে ফিরাইযা দেয়। " গানটির উপস্থাপনা এতসুন্দর যে বারবার শুনতে ইচ্ছা করে আপনার সুমধুর কন্ঠে এই গানটি |
Darun Darun Darun
Thank you
গানটি শুনে রবীন্দ্রনাথের এই গানটি মনে পডে গেল "কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধূলো ঘতো ৷ আপনার প্রতিটি গানেই আলাদা এক একটা অনুভূতি হৃদয়কে রাঙিযে ' দিয়ে যায়।
কি বলছেন , এটা অভিমানের গান আর আপনি যে রবীন্দ্র সঙ্গীতের কথা বলছেন সেটা আক্ষেপের গান ।
Darun geyechen.Khub valo laglo.
Anek dhanyobaad
Outstanding Perfermence Piyali.God Bless U.❤👍
Brilliant singing maam kono kotha habena darun darun darun 👍👌🙏🙏🙏🙏🙏🙏
Dhanyobaad
আহা, দারুণ৷ গাইলে পিয়ালী। অনবদ্য
ধন্যবাদ অনেক
শ্রদ্ধেয় মান্না দের খুব জনপ্রিয় একটি গান, ভীষন সুন্দর লাগলো ধন্যবাদ ম্যাডাম।
Thank you
কি ভালো গাইলে গান,শুনেও পিপাসা মেটেনা, মনেহয় আরো শুনি।ভালো থাকো মা, তোমার আরো উন্নতি হোক।
Thank you 😀🙏
Bes bes ❤
তুমি গেয়ে শোনালে,, স্বনামধন্য শ্রদ্ধেয় মান্না দের,,, হৃদয় ছোঁয়া,, অবিস্মরণীয় রোমান্টিক গান,,,,, একদম নির্ভুল পরিবেশন,,, এই ভাবে আমাদের মনে,, তোমার আসন olonkrito হোক,,,,,,🙏🙏♥️♥️ ভালো থেকো,, যেমন ছিলে ,, আগের মতোই,,শ্রোতা বন্ধুদের মনের মণি kothay, ,,,🙏🙏
অনেক ধন্যবাদ
🥀 আমার যৌবনের গান। কি করে ভুলি। বারে বারে শুনি আর স্মৃতির পাতা উল্টে দেখি যদি সত্যি সত্যি সে আবার ফিরে আসে! এই গান কানে শুনি না, চোখেও দেখি না, কিন্তু অন্তরের মধ্যে যে অন্তর আছে আরো গভীরে আরো গভীরে অনেক গভীরে হতে স্নিগ্ধ মধুর অনুভূতির সুবাস ভেসে আসে শুধু যে এ গান শুনে সেই জানে। 🥀
অনেক অনেক ধন্যবাদ
😊😊😢dhuko
হাসি কান্না সুখ দুঃখ বি মিশ্রিত জীবনে চলতে গিয়ে ফোন কোন প্রিয়জন কে হারিয়ে আবার খুঁজে পাই কারও প্রিয়জন হারিযে যায় চিরদিনে র মতো ৷ কেউবা বা অভিমান ভরে দূরে সরে যায় আবার বুঝতে পেরে কাছে চলে আসে ৷ জীবনের এই . চাওয়া পাওয়া বিরহমিলনের মধ্যে হাসি অশ্রু ময় হয়ে উঠে 'সেইতো আবার কাছে এলে. কিছুদিন দূরে থেকে বলনা কিসুখ তুমি পেলে? এ গানটির মধ্যে একটা অভিমানী সুর ঝরে পড়েছে গানটির অন্তরের সুরটিকে অত্যন্ত দরদী সুরে ফুটিয়ে তোলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকো😊
এমন শিল্পী কোথাও খুঁজে পাবে নাকো জানি,
সকল শিল্পীর সেরা সে যে আমার দিদি মণি..
হা হা হা হা 😀😀
অসাধারণ বিষাদ কাতর কন্ঠে মান্না দে মহাশয়ের গাওয়া কালজয়ী এই গান তোমার কণ্ঠে শুনে মনে হচ্ছে এটি যেন তাঁর নবতর female version with passion emotion and devotion to the full ! এটি বর্ষ বিদায়ের এক স্মরণীয় নিবেদন , ছুঁয়ে যাবে অগনিত অনুভব সুন্দর মন ।
Thank you
মান্না দের জনপ্রিয় কালজয়ী গান টি শুনতে শুনতে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ জ্বামানোর ভাষা খুঁজে পাচ্ছিনা ৷
ধন্যবাদ
অসাধারণ, মন ভরে গেল। 👌👌👌
অনেক ধন্যবাদ
Asadharon ্misthi kanthe gan khani khub sundor laglo gan khani thanks for uploading
Thank you very much
Asadharon ❤️
Satti bhison bhalo legeche
God Bless You 🙌
Thank you very much 😀🙏
সেই তো আবার কাছে এলে..
এতদিন দুরে থেকে বলোনা কি সুখ তুমি পেলে....
আবেগ ভরা কণ্ঠ..
অতুলনীয়
অসাধারণ পরিবেশনা...
অনেক অনেক ধন্যবাদ 😀🙏
খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেলো অনবদ্য
অনেক ধন্যবাদ
Dear pialy ank valo hoyeche!!!
আপনার পরিবেশনায় শ্রদ্ধেয় মান্নাদের গান গুলো দারুণ লাগে চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে শুনি , প্রতিটি গানই অসাধারণ !
অশেষ ধন্যবাদ
কবিগুরু বলেছেন যেপ্রেম ঘরছাড়া করে তাহাই আবার ঘডে ফিরাইয়া (দয ৷ প্রকৃত প্রেমের স্বরূপ এই ই. | গানটিব . উপস্থাপনা অত্যন্ত সুন্দর ও নিঃখৃত হয়েছে।
শ্রদ্ধেয় মান্না দের গাওয়া এই অবিস্মরণীয় গানটি তুমি দারুণ ভালো গাইলে। বহু পুরনো এই গানটি বহুদিন পরে তোমার গলায় শুনে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ অনেক
অপূর্ব। কি গাইলে! আবেগ ও গলার গভীরতার তুলনা হবে না। ভীষণ আনন্দ পেলাম। মান্না দের পর এত ভালো গান শুনলাম। আহা! যৌবনের কথা মনে পরে গেলো। সাবাস্।
ধন্যবাদ
So beautiful sister
খুব ভালো লাগলো
Anek dhanyobaad
আহা, খুব দরদ দিয়ে কি ভালো গাইলেন। খুবই ভালো লাগলো। বার বার শোনার মত।
অশেষ ধন্যবাদ
অপূর্ব সুন্দর লাগলো,, জবাব নাই
ধন্যবাদ অনেক
ফাগুনের সকালে সোনা রোদ মেখে আপনার কন্ঠে গান শুনছি ' ৷ এক অদ্ভুত ভালোলাগার স্পর্শ অদ্ভদ এক পুলক শিহরন অনুভব করছি আমি৷ বহুদিন প্রিয়াহারা রাত কাটানোর পর নূতন করে তাকে কাছে পাওযার আনন্দ অনুভব করলাম আপনার কন্ঠে গান শুনতে শুনতে ৷ ফাগুনের এই নবীন আনন্দে হৃদয ভরপূর হয়ে গেল।
তোমার গানের ভালোবাসায় পিয়ালী মা আমি সত্যিই পাগল।
অপূর্ব সুন্দর গান। কিছু কিছু লাইন বারবার শুনতে ইচ্ছে করে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
ধন্যবাদ অনেক
আমাদের সবার প্রিয় শিল্পী মান্না দে'কেও ছাড়িয়ে গেছে তোমার নিবেদন - এটাই আমার বিশ্বাস।
😳😳😳😳
খুবিই আপ্লুত হলাম তোমার এই গান শুনে। গভীর অনুভুতী দিয়ে গানটা গেয়েছো। শ্রবণ ইন্দ্রীয়কে মুগ্ধ করলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ অনেক
মন ছুঁয়ে যাওয়া একটি পরিবেশনা!!
সুর,তাল,লয় সবমিলিয়ে একদম পারফেক্ট উপস্থাপনা!!
দিদিকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা!!
অনেক ধন্যবাদ
সেই তো আবার পিয়ালী কাছে এলে , খুব সুন্দর পরিবেশন
অনেক অনেক ধন্যবাদ 😀🙏
Sei to Abar excellent excellent
খুব সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা রইলো 🌹
অনেক ধন্যবাদ
Dear pialy Darun sundar.. gaicho unforgettable ❤️ my most favourite sad song listening from 3pm to 12 30 am 🙏👍 thanks
Anek dhanyobaad
এগানটির তূলনা হয় না। গান টি শুনতে শুনতে মনে একটা ভালোলাগার আবেশে মনটা ভরে গেল।
ধন্যবাদ
Khub sundor paribesan..din din sambridhdha hachhe.
ধন্যবাদ
Opurbo gaile❤, wonderful.
Many many thanks
অসাধারণ পিয়ালী আজও মনটা
ভরে গেলো তোমার আবেগ ভরা কন্ঠে
গানটি অনেক অনেক ভালো লেগেছে
তোমাকে অনেক শুভেচ্ছা রইলো ভালো থেকো
অনেক ধন্যবাদ
আমার সব থেকে কাছের মানুষ এই গানটি অসাধারণ গায়, তুমি ও খুব ভালো গেয়েছ👍🤗
অনেক ধন্যবাদ 😀
বাহ্ দারুন
অনেক ধন্যবাদ
Really I am unmoved for this Song Pialy.
খুবই ভালো লাগলো👏✊👍
ধন্যবাদ
Khub valo laglo, manna Deyr gaan tomar golaye khub valo lage shru theke , onnyo gaan o valo lage , jamon gaani gao sob gaan khub misti luge , suvechha roilo 💖
অনেক অনেক ধন্যবাদ
ভালোবাসার এতো সুন্দর গান খুবই কম হলেও আপনি অসাধারণ মাধুর্য দিয়ে গানটি গেয়েছেন।
আনেক ধন্যবাদ
সেই তো আবার কাছে এলে। গানটি আমার খুব প্রিয়হৃদয়বিদারক ও বটে। প্রিয়শিল্পী মায়াবী কন্ঠে পরিবেশনা অতুলনীয় মম অন্তর্নিহিত গানটি শুনে হৃদয়টা আজ পরিপূর্ণ হল। অভিনন্দন অভিনন্দন কি দিয়ে পূজীবো তোমায় শুধু ফুলেল শুভেচ্ছা জানাই 🌺🌺🌺🌺🌺
অনেক ধন্যবাদ
আহা,, অপূর্ব
অনেক ধন্যবাদ
ভালো বাসা অনেক সহজ রক্ষা করা কঠিন , তোমার গান ভালো লাগে,সেই জন্য আগামী বছর ও ভালো বাসা দিয়ে তোমার পাশে থাকব।
ধন্যবাদ অনেক
Asadharon tomar gala pran vore jai bar bar sunte ichha kore
Thank you
গানটার ভাষার কোনো তুলোনা হয় না 😚😚😇😇
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ পিয়ালী
অনেক ধন্যবাদ
Osadharon laglo
Anek dhanyobaad
অপূর্ব অপূর্ব, অসাধারন দিদিভাই। আর কিছু লিখতে চাইনা। কারণ প্রসংশার কোনও ভাষাই খুঁজে পাচ্ছিনা। শুধু আপনার জন্য প্রার্থণা রাখি। খুব ভালো থাকুন।❤❤
অনেক ধন্যবাদ
ভীষণ সুন্দর গেয়েছো।
ধন্যবাদ অনেক
খুব ভালো লাগলো
Thanks
দারুণ খুব সুন্দর
অনেক ধন্যবাদ
Wow! Flawless rendering of one of my favorites! Thank you!
অতুলনীয় পরিবেশনা!
অনেক ধন্যবাদ
আমি এখন রোজই আপনার গান শুনি। আজও শুনলাম। অসম্ভব সুন্দর ভালোলাগা গ্রাস করলো এই সন্ধ্যাটা । শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
অনেক অনেক ধন্যবাদ 🙏😀
Apurbo geycho sis 🌹🌹🌹🌹🌹
Anek dhanyobaad
যতদিন যাচ্ছে তোমার গান তত পরিণত হচ্ছে, এই গানটা এতো ভালো গাইলে যে কি বলবো। এটাকেই বলে রেওয়াজ, ম্যাচুরিটি আর তোমার গলার আওয়াজ সে তো ভগবানের দেওয়া উপহার। আর পাঁচ বছর পর তুমি গানের জগতের উজ্জ্বল তারকা ❗💐💐💐💐💐💐💐তোমার সফলতা কামনা করি।💐💐💐💐💐💐💐
অনেক অনেক ধন্যবাদ
অসম্ভব ভালো হয়েছে, এমনকি আমার কাছে ইন্দ্রাণী সেনের ভার্সনের চেয়ে অনেক ভালো মনে হয়েছে। অসামান্য একটি পরিবেশনার মধ্য দিয়ে বছর শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ..
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ!!
অনেক ধন্যবাদ
পুরো গানটিই অনবদ্য, তবে "তুমি তো আমায় ভালো চেনো...তা জেনো " অংশটি আমার কাছে একটি সাঙ্গীতিক বিস্ময় এবং ঐ জায়গাটি অবিকল গাওয়াটা মোটামুটি অসম্ভব একটা ব্যাপার বলেই আমি মনে করি।তবে আপনিও সুন্দর গেয়েছেন।আপনার এইধরনের গান বেছে নেওয়ায় এটা স্পষ্ট হয়ে যায় যে সস্তা জনপ্রিয়তার মোহে না আটকে আপনি হৃদয়ে আজও সুস্থ সংস্কৃতিকে ধারণ করে এগোচ্ছেন।
ধন্যবাদ অশেষ 🙏
এইসব গান আমাদের সময়কার, এই সময়ের শিল্পী দের কণ্ঠে শুনে খুব ভালো লাগছে।
ধন্যবাদ অনেক
Amar ek pachander gan. Mone pore purono diner katha. Vison misti galai gaicho. Valo theko.
Anek dhanyobaad 😀🙏
দারুণ
ধন্যবাদ
এটা- নিতান্ত অভিমানের কথা হৃদয়ের দাল থাকলে পুনরায কাছে না এসে উপায থাকেনা ৷
গান শুনে চোখে বর্ষার মেঘ যেম ঘনিয়ে উঠে ' | দুচোখে শ্রাবম ধারা অশ্রু হয়ে ঝরে পড়ে ৷ ভালবাসা থাকলে কত দিন আর দূরে দূরে থাকতে পারে কাছে আসতেই হয। আপনার কন্ঠে গান শুনে মুগ্ধ আমিত্ত দূর কে নিকট বলে মনে করছি. |
)
নূ
নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ভালো থেকো সুস্থ থেকো
বি এন ঘোষ
অসাধারণ খুব সুন্দর গেয়েছেন
Thank you
দিদি তোমার এক অন্ধ ভক্ত আছে তোমার গানকে অনেক ভালোবাসে তোমার গান শুনে মাঝে মাঝে কেদে ফেলে তোমার জন্য দোয়া করে তুমি যেন অনেক বড় হও
অনেক ধন্যবাদ
Pìaly tumi anek baro hao Ma. Tomar aklanto porishram tomay thick jaygay nie jabe. IT JOB, Household work small child sab manage kore o tumi sakal ke ananda die cholecho.GOD BLESS YOU.
PRADIP BHATTACHARJEE. 73YS.OLD.
Many thanks
Outstanding singing....khub valo laglo 💙💙💙💙💙💞
Thank you
Love it❤
হৃদয়ের টাম হইবে
Excellent
Kono kotha hobey na
Purotai sajano gochano
Thank you
Mesmerizing. ...............
Thanks
দেবীভাগবৎ পুরাণ বলেছেন "না ঋষি কুর্বতে কাব্য; অর্থাৎ ঋষি ছাড়া কে কাব্য সৃষ্টি করিবে? সংগীত রচয়িতাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ পবিত্র মন না হলে একটি সুন্দর গান ও রচনা করতে পারা ঘায়না ৷ আমরা গায়ক গায়িকাদের গান শুনে মুগ্ধ হই. কিন্তু তার আগে সংগীত রচয়িতা ও সুরকার রযেছেন তাদের কথা আমরা অনেকেই ভাবিনা। এদের মধ্যে সকলের ভূমিকায় প্রায় সমান বলা চলে। এই তিনটি কাজ যিনি একাই করতে পারেন ৩ তাঁর কথা কি বলবো? আমাদের পিয়ালী দেবী সেই কাজ অত্যন্ত সফলতার সঙ্গে করেছেন তাঁকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই ৷
Bah besh
Thank you very much
আপনি তো শ্রদ্ধেয় মান্না দে র গানের স্পেশালিস্ট শিল্পী! ওনার গান আপনার কণ্ঠে এত সুন্দর মানায় বা ওঠে যে-কারো কিছু বলার থাকে না। যাইহোক, বছর শেষের উপহার খানি দারুণ উপভোগ করলাম 👌👌, খুব ভালো থাকবেন, নতুন বছর সকলের জন্য শুভ বার্তা নিয়ে আসুক-এইটুকু প্রার্থনা...
অশেষ ধন্যবাদ
Manna Dey is my favorite singer whose songs are absolutely special to me and you have sung it so mind blowing that I enthralled and it is your best song and none can sing in such way of Manna Dey. Maa Piyaly, Egiye Cholo. ❤❤❤❤❤
Thanks a lot
দারুন গাইছেন দিদি
ধন্যবাদ অনেক
প্রাণের টান থাকলে কাছে না এসে উপায থাকেনা ৷
Just wonderful ❤
Thank you
Didi Bhai, Khub Sundor Gan Sunlam 🙏🙏🙏🙏🙏
Thank you very much
Manna Dey, a legend of Swarnyug and to sing his songs one has to be cautious and you are so talented singer who can have all versatility to sing his song and it is mind blowing and unique one. Go on singing such songs and God bless you you my son.
Many thanks
অনবদ্য
অনেক ধন্যবাদ
Piyalir gan roj shonta avyase parinato hoyeche. Suparna
Thank you
সুন্দর শীতের সকালে আপনার কন্ঠে আমার ভালোলাগা গান টি শুনতে শুনতে মন টা উদাস হয়ে গেল।কবি বলেছেন জীবনে জীবন যোগকরা নাহলে কৃত্রিম পন্যে ব্যথ হয় গানের পশরা। গান গাওয়া খুব সহজ নয়। সুন্দর ভাবে সঙ্গীত পরিবেশন করতে হলে মন প্রাণ দিয়ে গাইতে হবে তাতে মানুষের হৃদয়কে নাড়া দেওয়া যায় অন্তরের গভীরে সুরের অনুরনন যে ন ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠে। আপনার কন্ঠে গাওয়া গানটি আমার হৃদয় জুড়ে এক অদ্ভুত ভালোলাগা অনুভব করলাম।
ধন্যবাদ
May Mannada bless you. Great!
Many many thanks
Absolutely splendid!!!!! What a soulful singing!!!
Many thanks..
Maa, extraordinary in all respects.
🙏😀
আপনার গাওয়া মান্না দের সব গানগুলি ই ভাল লাগে।
অনেক ধন্যবাদ 😀🙏
দারুণ গেয়েছ,মুড়কিগুলো অনেকটাই অরিজিনাল
ধন্যবাদ অনেক
অন্তরের টাশ থাকলে কাছে না এমে উপায নেই ৷