Bagichay bulbuli tui ॥ বাগিচায় বুলবুলি তুই ॥ NazrulSangeet ॥ Manabendra Mukherjee ॥ Pialy

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 795

  • @kuntalmondal3073
    @kuntalmondal3073 Год назад +38

    মানবেন্দ্র মুখোপাধ্যায় এর পর এই গানটি এত ভালো শুনলাম তোমার কাছে। একেবারে খানদানি জলসাঘরের মেজাজ। সুরের দোদুল দোলায় দোললাম। সঙ্গতকারদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। হৃদয় হরণ করে নিলে গো বুনি। গান থেমে গেলেও অন্তরে রেশ রয়ে গেল।

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 Год назад +14

    অসম্ভব অসম্ভব ভালো হয়েছে, অতুলনীয়। এই সিরিজের ৫টি গানই (এখন পর্যন্ত) ভীষণ ভালো হয়েছে, তবে গায়কী, কন্ঠস্বর, সাবলীলতা, কারুকাজ সব দিক দিয়ে সম্ভবত এটাই সেরা..

  • @KabirKhan-wp6qy
    @KabirKhan-wp6qy Год назад +87

    ঢাকার বেচারাম দেউড়িতে (পায়রা চত্বরের পাশে) একটা বাগান ছিল। বাগানের একপাশের একটি গৃহে নজরুল অবকাশ যাপন করছিলেন। একটি বুলবুলি এসে নজরুলের সামনের একটি ফুলগাছের এডাল থেকে ওডাল নাচানাচি করছিল। তাই দেখে ভাবুক কবি রচনা করলেন এই কালজয়ী গানখানি। পিয়ালির গায়কীতে সেই বুলবুলির ছন্দায়িত নাচ উপভোগ করলাম। অনুষঙ্গ অভাবনীয় সুন্দর হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ।

    • @amaldatta174
      @amaldatta174 Год назад +8

      আপনার মতামত মন্তব্য খুবই মূল্যবান সম্পদ ।❤

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад +6

      অশেষ ধন্যবাদ

    • @kananroybasak8399
      @kananroybasak8399 11 месяцев назад +2

      Apurbo excellent amer father, s houser pashe kagi Najurler ghar Kolkata te Manick Talate kabir Boro chhele mejo chhele putronbodhu Amer college scottish churche asechhen now i am 64 years old living i. n siliguri tomer gan ami shunte volonasi valo thakis maa amer

    • @farhanaakhter7837
      @farhanaakhter7837 9 месяцев назад +6

      দেশে নজরুল সংগীত চর্চা বৃদ্ধি করা উচিত।

    • @SusantaGhosh-rg9fd
      @SusantaGhosh-rg9fd 9 месяцев назад

      11àq

  • @dipakkumarchanda1768
    @dipakkumarchanda1768 Год назад +6

    পিয়ালি মামনি গানটি তুমি খুব ভালো গেয়েছো। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আমি এখনও রোজ শুনি। কিন্তু আমি বলছি তোমার কণ্ঠে ও গানটি আমার মনের মতোই গেয়েছো। নজরুলগীতি আমার প্রাণের গান । সুন্দর হয়েছে ।শুভেচ্ছা রইল ।

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 Год назад +9

    মানবেন্দ্র সম্বন্ধে তুমি যা বলেছ তা তোমার বড় মনের পরিচয়। মানবেন্দ্র বিখ্যাত শিল্পী এতে কোন সন্ধেহের অবকাশ নেই। কিন্তু ওনার গানের এত কাজ আমরা যারা গানের এই কাজ বুঝিনা তাদের ঠিক মনের মধ্যে হয়ত পৌঁছায় না। তোমার কন্ঠে এই গানের গায়ন শৈলী শুধু আমার কেন আমার ধারনা সব শ্রোতাকে মুগ্ধ করবে।

  • @tapandey1553
    @tapandey1553 9 месяцев назад +3

    Osadharon ganer osadharon gaoki, vison sundar❤❤

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +2

    অপূর্ব হয়েছে মনে হচ্ছে বারবার শুনি। উচ্চাঙ্গ সঙ্গীতের মিশ্র তে গানটি অমরত্বের দাবি রাখে।তবলা সঙ্গোতে হারমোনিয়াম বাজিয়ে যথাযথ দায়িত্ব পালন করায় গানটি অত্যনত শ্রতি মুখর হয়েছে। অনেক ধন্যবাদ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад +1

      অশেষ ধন্যবাদ 🙏

    • @banawarisinha
      @banawarisinha Месяц назад

      @@PialyKunduOfficial ma,khub siggir. Tomar konthe aroo kichho sunbo. Tabe samvab hole " ESO priyo aroo. Kachhe"" mana bdar mata kore sunate anurudh korchhi.

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 Год назад +4

    পিয়া লী এই গানটি এত ভাল হয়েছে যে প্রত্যেকদিন দুবার করে শুনি

  • @arupbanerjee8011
    @arupbanerjee8011 Год назад +2

    আমি গান কিছু বুঝিনা। তবু মনে হলো এ যেন সুর সঙ্গীতের শেষ কথা। পিয়ালীর মুখে এই গান শোনার যে তৃপ্তি যে আনন্দ, তা বোঝাবার মতো মুখের ভাষা ঈশ্বর আমাকে দেননি। তুমি আমার থেকে প্রায় ৫০ বছরের ছোট। তবু তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও অভিবাদন জানাই ❤

  • @SanatanVideoOfficial
    @SanatanVideoOfficial 9 дней назад

    পিয়ালী দিদি আপনি মুগ্ধ করলেন,, এত সুন্দর কন্ঠ, এত সুন্দর গায়কী, গলার ভিতর একটা নতুন কাজ আমার মন ছুঁয়ে গেছে

  • @fazluljabbar9415
    @fazluljabbar9415 13 дней назад

    অসাধারণ পিয়ালী মুগ্ধ হয়ে শুনলাম আজও মনটা ভরেগেল আমার প্রিয় শিল্পের গান আমার অনেক ভাল লাগল তোমাকে অনেক ধন্যবাদ ভাল থেকেও

  • @suvodipchakrabarty1311
    @suvodipchakrabarty1311 14 дней назад

    এই গানটি এত ভালো পরিবেশনা শুনি নি । খুব ভালো হয়েছে।

  • @luckymukherji5177
    @luckymukherji5177 Год назад

    মন হরণকারী নজরুলের এত কঠিন গানটি পিয়ালী কত সহজে পরিবেশন করে সকল সঙ্গীত প্রেমীর মন হরণ করে নিলেন.

  • @HfgGffg-hs6ek
    @HfgGffg-hs6ek 8 месяцев назад +6

    বাহ বাহ! পিয়ালী অসম্ভব ধার গলায়! নজরুলকে এভাবে ধারণ করা প্রশংসার দাবিদার। আপনার চর্চা এবং আমাদের কানে আরাম দেয়ায় আমি কৃতার্থ আপনার প্রতি! সুরের মূর্ছনায় এভাবেই আদর্শ শ্রোতা তৈরি হোক।

  • @dipaksarkar5925
    @dipaksarkar5925 Год назад +2

    অপূর্ব,সুরের মায়ায় মোহিত হয়ে গেলাম।

  • @susmitabiswas9095
    @susmitabiswas9095 6 месяцев назад +1

    গান অনেকেই শেখে ও গায় তবে গানও কিছু মানুষকে আপন করে নেয়। যে মানুষ গানের কদর করে ও তার সৌন্দর্য নিজের ভিতর ধারন করে। এমন দরদ দিয়ে খুব কম মানুষই গায়। অপূর্ব ❤

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    নজরুল গীতিটি অপূর্ব গেয়েছ। বিখ্যাত গান। অনেক শিল্পী এই গানটি গেয়েছেন। ।পিয়ালীর স্পষ্ট উচ্চারণে ও গায়কীতে গানটি এক উচ্চ মাত্রায় পৌঁছেছে। গানের আবেদন বেশ মিষ্টি মধুর হয়েছে। দারুণ উপভোগ করলাম।

  • @BishnupadaHauli.NATIONALARTSCH
    @BishnupadaHauli.NATIONALARTSCH 2 месяца назад +3

    পিয়ালী, আমার প্রিয় গানটা তোমার কন্ঠে সত্যিই অপূর্ব লাগলো। আমার অনুরোধ করার আগেই তোমার কন্ঠে শুনবো ভাবতে পারিনি। অসাধারণ মিষ্টি কন্ঠস্বর এ আমার হৃদয় তীরের মত গেঁথে গেলো। আশীর্বাদ রইল চিরন্তনী।💝🥰💓👌

  • @WorldofSudeshna-b9w
    @WorldofSudeshna-b9w Год назад +1

    শেষ হয়ে গেছে 😮বুঝতেই পারিনি ।আমি গালে হাত দিয়ে বসে শুনছিলাম ।আবার শুনলাম ।অপূর্ব অসাধারণ অনবদ্য গায়কী ।মন ভরে গেছে ❤

  • @SHIBU76
    @SHIBU76 Год назад +6

    পিয়ালী, কিভাবে প্রশংসা করবো তোমার বুঝতে পারছিনা। মানে যাই বলব,কম হয়ে যাবে। আর কৌশিক বাবু, চমৎকার বাজিয়েছেন তবলা। love endless. ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @debasishmukherjee3835
    @debasishmukherjee3835 Месяц назад

    পিয়ালী তোমার কণ্ঠে মা সরস্বতীর নিবাস মা।প্রশংসার ভাষা আমার জানা নেই।জীবনে খুব বড়ো হও এই কামনা করি কায়মনোবাক্যে।অসাধারণ পরিবেশন।ভালো থেকো মা।

  • @shibshankarroy9349
    @shibshankarroy9349 24 дня назад

    অসাধারন লাগলো "বাগিচায় বুলবুলি তুই" পিয়ালী, গানটি তোমার কণ্ঠে দারুন মানিয়েছে,, খুব সুন্দর লাগলো।

  • @Histryyclck
    @Histryyclck 6 месяцев назад +1

    একটিই কথা বলবো "এই সেই বুলবুলী"......
    তবলা টাও oshadharon বাজিয়েছেন দাদা ❤

  • @ShantiSardar-w6f
    @ShantiSardar-w6f 10 месяцев назад

    শুধুই শ্রদ্ধা আর ভালবাসা। এছাড়া কিছু বলার নেই। অপূর্ব সুন্দর পরিবেশনা।

  • @ahsanexpress
    @ahsanexpress Год назад +1

    আহা,,,, আমার সবচেয়ে প্রিয় নজরুল সংগীতের এমন অনুপন পরিবেশনায় মুগ্ধ না হয়ে পারলাম না। অনেক ভালো গেয়েছেন।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      অশেষ ধন্যবাদ

    • @mkbiswas3898
      @mkbiswas3898 Год назад

      Anekdin por tomar gan shune mukhdo holam. "Boner Tapas Kumari Ami go...." ganti shunte chai.

  • @dhirendranathbasuli1718
    @dhirendranathbasuli1718 Год назад +1

    সকালে ঘুম থেকে উঠে গান টা শুনলাম, মনটা ভরে গেল। দারুন গেয়েছ।

  • @md.sohrabali9476
    @md.sohrabali9476 6 месяцев назад

    নজরুল যেন এক সংস্কৃতির যাদুঘর। সাহিত্যের এমন দিক নেই যা তিনি বিচরণ করেননি।পিয়ালি দিদি গানটি আপনার কণ্ঠে ভালোই লেগেছে। আশা করি নজরুলের যে গানগুলো এখনো গায়নি কেউ সেই গানগুলো গাইবেন।বেস্ট অফ লাক।

  • @raihanislam284
    @raihanislam284 2 месяца назад

    গানটি অনেকের কন্ঠেই শুনেছি, কিন্তু পিয়ালির কন্ঠে আলাদা একটা মাত্রা পেলো! শুভকামনা হে প্রিয় শিল্পী 🌹🌹🌹

  • @শিখনবিজ্ঞান

    আমার মন খারাপের সময় আপনার কন্ঠে যেকোন গান শুনলেই মনটা ভালো হয়ে যায়। এই গানটা আপনার কন্ঠেই সবচেয়ে বেশি মনে ধরেছে আমার ❤

  • @AshisChattaraj
    @AshisChattaraj 9 месяцев назад +1

    এই গানটি শুনলে আমার মন প্রান ভরে যায় মনে হয় তোমার গলারসুর টা পান করি তুমি আমার মা সরস্বতী

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz 10 месяцев назад +1

    মুগ্ধ হয়ে 😊 শুনছিলাম 😊 এতো সুন্দর হয়েছে 😊যে😊বোঝ।ব।র😊ভ।ষ।😊 নেই 😊 অপূর্ব সুন্দর 😊গল।😊 very nice 😊and😊 extraordinary 😊 song 😊 this 😊 nice 😊 voice 😊is😊 heart 😊 wrenching 😊 every 😊 moment 😊 this 😊 nice 😊 voice 😊is😊 bring 😊 back 😊 memory 😊

  • @amaldatta174
    @amaldatta174 Год назад

    পিয়ালী কুন্ডু কবি নজরুলের এই গানটি এতো বানী অনুভব করে কালজয়ী হওয়ার মতো সুর মধুর কণ্ঠে গেয়েছে যে তার মুগ্ধতা সম্মোহিত আবেশিত করলো আমার জীবন অপরাহ্ন যাপনকে ।❤❤

  • @surajitbose3156
    @surajitbose3156 Год назад +1

    Piyali khub valo laglo.tumi ro Nazrul geeti amader upohar diyo.valo theko.

  • @sikhachanda9795
    @sikhachanda9795 Год назад

    অপূর্ব লাগলো তোমার গান। নজরুল সঙ্গীত আমার সবচেয়ে প্রিয়। খুব খুব ভালো লাগলো তোমার গান। তুমি খুব ভালো থেকো মা।

  • @animeshmukherjee6817
    @animeshmukherjee6817 Месяц назад +1

    দারুণ দারুণ দারুণ, যেমন গায়িকা , তেমনই সঙ্গতকাররা , ভীষণ ভাল লাগছে🎉❤🎉❤🎉❤

  • @shimulshil1281
    @shimulshil1281 2 дня назад

    আহ্ প্রানটা জুড়িয়ে গেল। কি চমৎকার ❤

  • @dilipkumarchakraborty8139
    @dilipkumarchakraborty8139 2 месяца назад +1

    এই গানটাতে গলার সুখ্য সুখ্য কাজ গুলো পরিষ্কার করে দেখানো তোমার পক্ষেই সম্ভব হয়েছে। অসাধারণ!

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 Год назад +1

    তোমার অপূর্ব সুরেলা কন্ঠে গাওয়া গান সব সময়েই আমায় আপ্লুত করে তোলে।

  • @kalyanmukherjee3519
    @kalyanmukherjee3519 19 дней назад

    অসাধারণ একখানি উপস্থাপন। অনেক ধন্যবাদ দিদি।

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 6 месяцев назад

    আমার হৃদয় কেড়ে নিয়েছে প্রাণের স্পন্দন ফিরে এসেছে তোমার সুর কন্ঠে আমি হারিয়ে গিয়েছি।তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ধন্যবাদ।

  • @shankarmurmu6800
    @shankarmurmu6800 2 месяца назад

    Khub bhalo laglo apnar najrulgeeti asangkha dhanyabad.

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Год назад

    ঘুমিয়ে গেলো শ্রান্ত হয়ে আর এক গানের বুলবুলি, চলে গেলেন শ্রী অনুপ ঘোষাল..
    সার্থক তোমার ২০ বছর ধরে এই গান শোনা....বহু ২০ বছর ধরে শুনবে সবাই তোমার এ গান.....বসের কাছ থেকে তো সার্টিফিকেট পেয়ে গেছো....কৌশিক দা, গৌতম দা আজ ধন্যবাদের উর্দ্ধে.....কোনো কথা হবেনা ❤❤

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Год назад +1

    সময় বের করে তোমার গান শোনার ইচ্ছায় দুটো দিন পার করে ফেললাম। ক্ষমাপ্রার্থী তবে মন ভরে গেল...দারুন গেয়েছো। শেষে তবলাও মাত করে দিল। 👏👍

  • @subhraghosh6401
    @subhraghosh6401 Год назад +1

    Aaahhhaaa , asadharon surer murchhona , tobla r harmonium e jara songot korchhen , apurbo , baaahaaa kon vashaye prosonsha korbo bujhte parchhi na , kothaye jano hariye gelam , valobasa r suvechha roilo ❤️❤️

  • @asitbaranmahato9292
    @asitbaranmahato9292 4 месяца назад

    হারিয়ে যাওয়া দিনগুলো মনের মধ্যে ভেসে ওঠে এসব গান শুনে, খুব সুন্দর হয়েছে।

  • @ShivprashadChakrabortty
    @ShivprashadChakrabortty 3 месяца назад

    বাহ পিয়ালি মা আমার এক কথায় অপূর্ব। অনেক আশীর্বাদ র ইল মা।

  • @drmilon6646
    @drmilon6646 Год назад

    নজরুল সংগীত জগতে অনন্য একটি গান। গানটি খুবই জনপ্রিয়। সুন্দর সুর কন্ঠ। দারুন অডিয়েন্স। ভীষণ ভালো লাগলো। শুভকামনা। 🌺🌺

  • @goloknathchattopadhyay5484
    @goloknathchattopadhyay5484 19 дней назад

    Asadharan misti laglo gan t. Khub bhalo theko.

  • @ashiskumarbandyopadhyay2205
    @ashiskumarbandyopadhyay2205 Месяц назад

    বাঃ সত্যিই খুব ভালো লাগলো! মন ভরে গেল।

  • @CRESCENTMOONMOVIES
    @CRESCENTMOONMOVIES 2 месяца назад

    অপূর্ব সুন্দর গান ‌শুনলাম
    অনেক ধন্যবাদ জানাই।

  • @motiurrahmanmodhu1447
    @motiurrahmanmodhu1447 8 месяцев назад +2

    অসম্ভব ভালো লাগলো কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানটি!🌹

  • @mitrasarkar3597
    @mitrasarkar3597 10 месяцев назад +1

    Piyali Tumi Amar monmugdho kore diyecho.apurbo

  • @arshiahmmed3747
    @arshiahmmed3747 17 дней назад

    বাহ, পিয়ালি দি বাহ।
    তবে এতত দিন তোমার গান সুন্দর তবে বাজনা খুবেই বেশী শোনাতো।
    আজ বাদ্যকর দের কে সম্মান জানাই, তারা গান আর বাজনা মিল রেখেছে 👌👌

  • @santomitra8702
    @santomitra8702 8 месяцев назад

    কতবার যে শুনলাম! নাতি বাবুকে তোমার কোলে চড়ে দেখে মন ভরে গেল! খুব বড়ো হ ও মা আর এমন করে গেয়ে যাও।

  • @sanchayanghosh1144
    @sanchayanghosh1144 Год назад +3

    Bhalo hoyeche ❤❤

  • @kaysarahmedsohel5179
    @kaysarahmedsohel5179 Месяц назад

    চমৎকার, নিঃসন্দেহে সঙ্গীতপ্রিয়রা বার বার শুনবে, শুভকামনা আপু।

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 Год назад

    একদম ফাটাফাটি performance. অসাধারণ গেয়েছো। হারমোনিয়ামে গৌতম ঘোষ এবং তবলায় কৌশিক বসু দারুণ ভালো সঙ্গত করেছেন। মনে হোলো যেন একটা জলসার অনুষ্ঠান দেখলাম ও শুনলাম। ভীষণ ভালো লাগলো এবং মন ভরে গেলো।♥️

  • @madhabbodak496
    @madhabbodak496 2 месяца назад +1

    অসাধারণ গায়কী, সেই সাথে তবলা বাজানো খুব দারুন ❤❤

  • @AjoyKumarMaiti-kb7mq
    @AjoyKumarMaiti-kb7mq 5 месяцев назад +1

    Very sweet voice and heart touching. May be Srigopal always with you.

  • @jayasreemajumder1114
    @jayasreemajumder1114 5 месяцев назад

    Asadharon geyechho,khub valo laglo

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 10 месяцев назад

    খুব ভালো গেয়েছো গানটি।আমার আশীর্বাদ নিও। অনেক বড়ো হও।

  • @vipulkumar12
    @vipulkumar12 Год назад +1

    এই গানটা তুমি অসাধারণ গেয়েছো,সাথে তবলা ও হারমোনিয়াম অতুলনীয়,মন ভরে গেল, আরও গেয়ে যাও বোন।👏👏👏🙌

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 Месяц назад

    অপূর্ব হৃদয় গ্রাহী গান।🌹

  • @pinakibhattacharya1190
    @pinakibhattacharya1190 Год назад +2

    Darun laglo;nearly at par with legendary Manabendra

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад +1

      Many thanks, thats not at all possible. We are just trying to reach at close as we can, but can never touch them 🙏

  • @Free-Wind-slyer
    @Free-Wind-slyer Месяц назад

    মানবেন্দু, সালাহুদ্দিন আহমেদ, ফিরোজা বেগম আর আপনি সবারটাই শুনেছি সবারটাই সুন্দর তবে আপনার গানের একটা আলাদা ব্যাপার আছে, অনেক শুভকামনা রইল

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 22 дня назад

    আহা খুবই সুন্দর লাগল।

  • @somakundu6892
    @somakundu6892 Месяц назад

    Ki apurbo gaile....mon vore gelo❤❤❤

  • @subikashdeb2432
    @subikashdeb2432 Год назад

    অপূর্ব অপূর্ব সব গানেই আপনি সাবলীল।দারুন গাইলেন।ভালো লাগল।ধন‍্যবাদ।

  • @saddamlaskar8273
    @saddamlaskar8273 7 месяцев назад

    আমার প্রিয় কবি কি অশেষ ধন্যবাদ যে এমন একটা গান আমাদের উপহার দিয়েছে

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 24 дня назад

    One of the greatest songs! One of the best renditions!

  • @tauhidunnabi517-bs2gr
    @tauhidunnabi517-bs2gr 3 месяца назад +1

    আহা ! কি অপূর্ব গায়কি ।।

  • @harichakrabarty7767
    @harichakrabarty7767 4 месяца назад

    Khoob sundar gan, khoob sundar antor diye geye chhe. Khoob sundar.

  • @mdjohir4463
    @mdjohir4463 6 месяцев назад

    Onekdin piyalyr modhur konthe Amar priyo Nazrulgeety shunlam. Onek love and thanks!

  • @ManikKumarAdhikary
    @ManikKumarAdhikary Месяц назад

    প্রতিটি গানই খুবই সুন্দর হয়েছে।
    আশা করি আগামীতিও তোমার গান শুনতে পাবো।
    শুভ দীপাবলীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
    ভালো থেকো।

  • @amalghosh9544
    @amalghosh9544 2 месяца назад

    Chamatkar geyechhen. Surer taranga jeno gaan ses habar pareo antare anuronito hochhe. Tabalai Sri Kausik Basu o harmonium e Sri Goutam Ghosh anabadya.

  • @NKrish110
    @NKrish110 Месяц назад

    অসাধারণ, অন্যরকম।

  • @debabrataghosh3992
    @debabrataghosh3992 2 месяца назад

    অসাধারণ . Just speechless.

  • @sumanamukherjee1949
    @sumanamukherjee1949 2 месяца назад

    অসাধারণ একটি গান শুনে মনে ভরে গেলো

  • @ShikhaRou
    @ShikhaRou 3 месяца назад

    আমার অতি পছন্দের৷ একটি গান।মানবেন্দ্র বাবুর কন্ঠে কতবার যে শুনেছি সেটা হিসাব করতে পারবোনা। এখন শুনছি তোমার কন্ঠে।তুমি এখন আমার পছন্দের তালিকা য় ঢুকে গেছো।

  • @arghyamaity5211
    @arghyamaity5211 9 месяцев назад +9

    আপনার গলার Clasical baseটি ভীষণ ভালো।দারুন গাইলেন😊

  • @nimaidebroy9345
    @nimaidebroy9345 24 дня назад

    মানবেন্দ্রর গলা খুব স্পষ্ট আর অপূর্ব ক্লালাসিক।

  • @jayantakumarkundu1626
    @jayantakumarkundu1626 Год назад

    অসাধারন সংগীত পরিবেশন করেছেন

  • @MahmudaTahura
    @MahmudaTahura 5 месяцев назад

    অনেক গানই শুনে থাকি তোমার কন্ঠে।
    তবে,বাগিচায় বুলবুলি তুই,,,,, আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে! ❤
    আরও নজরুল সঙ্গীত শুনতে চাই! 🥰💚

  • @henarahman2525
    @henarahman2525 Год назад +1

    খুব ভালো গেয়েছো পিয়ালী❤❤❤

  • @malabikaganguly8317
    @malabikaganguly8317 2 месяца назад

    Darun darun darun...❤❤

  • @arunimaroy9403
    @arunimaroy9403 2 месяца назад

    অসাধারণ খেয়েছো!
    সেই সঙ্গে হারমোনিয়াম ও তবলার সঙ্গতের ও কোনো তুলনা নেই।

  • @purnimaphaujdar5787
    @purnimaphaujdar5787 Год назад

    খুব সুন্দর গেয়েছ ভীষণ শ্রুতিমধুর লাগল 🎉🎉সঙ্গের সহযোগী শিল্পীদের সহযোগিতা বেশ ভাল লাগল ❤❤

  • @subratak.mondalw868
    @subratak.mondalw868 2 месяца назад

    Didi Asadharon geyechen.....songot o asadharon.

  • @saddamlaskar8273
    @saddamlaskar8273 7 месяцев назад +1

    আমার প্রিয় কবি নজরুল ইসলামের এই গানটি অসম্ভব ভালো হয়েছে এমন সুন্দর ভাবে কেউ গাইতে পারিনি

  • @nanigopaldutta-rx3zn
    @nanigopaldutta-rx3zn 8 месяцев назад +1

    দারুণ গেয়েছ। সংগে তবলা ও হারমোনিয়াম থাকায় গানটা আরো অনেক ভাল লাগল। ভাল থেকো ।

  • @user-jw1fr7bn2n
    @user-jw1fr7bn2n Год назад

    Very beautiful singing
    খুব ভালো লাগলো

  • @MDRafiqulIslam-p8u
    @MDRafiqulIslam-p8u 5 месяцев назад

    সুন্দর করে গেয়েছেন। শুভকামনা।

  • @aparajitasur9367
    @aparajitasur9367 8 месяцев назад

    Bah! Khub bhalo laglo.

  • @sujoymukherjee1311
    @sujoymukherjee1311 Год назад

    Osadharon laglo
    Mon bhore gelo

  • @sunanditashil
    @sunanditashil Год назад

    Aahaaaaaa...apurbo,,ganer mejaj ti jathajatho rekhe sundar poribeshona...

  • @KabitaBhaumik
    @KabitaBhaumik 2 месяца назад

    Aaha mon vore gelo

  • @sudipbasu9702
    @sudipbasu9702 5 месяцев назад +2

    খুব সুন্দর পরিবেশন..... 💐🙏🙏💐

  • @nazrulislam-ex9wt
    @nazrulislam-ex9wt Месяц назад

    এক কথায় দিদি অসাধারণ

  • @aninditamukherjee2142
    @aninditamukherjee2142 Год назад

    Etto antorik r nikhut bhabe nazrul geeti bohukal kauke gaite shunina.. Ki je bhalo laglo.. Aha... Original flavour of nazrul geeti feel korlam...Jantranusango o osadharon... ❤❤

  • @sankarroy3669
    @sankarroy3669 7 месяцев назад

    অসাধারণ অপূর্ব সুন্দর হয়েছে।