Bagichay bulbuli tui ॥ বাগিচায় বুলবুলি তুই ॥ NazrulSangeet ॥ Manabendra Mukherjee ॥ Pialy
HTML-код
- Опубликовано: 25 янв 2025
- আজ পোস্ট করলাম আমার গাওয়া নজরুলসঙ্গীত, যা গত সপ্তাহ থেকে শুধু আপনারা নন, আমিও অপেক্ষায় আছি। বলা যায় প্রায় 20 বছর ধরে শুনেছি এই গান, গাওয়া সাহস করতে পারিনি।
শেষ পর্যন্ত গাইলাম, কেমন হলো কে জানে।
গান: বাগিচায় বুলবুলি তুই, নজরুলসঙ্গীত
শিল্পী: পিয়ালী কুন্ডু
হারমোনিয়াম: গৌতম ঘোষ
তবলা: কৌশিক বসু
Follow me in Facebook:
/ pialymusic
Follow me in Instagram:
/ pialymusic
Copyright disclaimer ----
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video is made just for Promotional & non-commercial purposes. No copyrights infringements intended. Dear artists and producers .
All Rights to Music Label Co. & No Copyright infringement
Bagichay Bulbuli tui
বাগিচায় বুলবুলি তুই
Nazrulsangeet
নজরুলগীতি
নজরুলসঙ্গীত
Nazrulgeeti
Bangla Song
Bengali semi classical Song
Bangla Romantic Song
Pandit Tushar Dutta
Pialy Kundu
#pialykundu #nazrulgeeti #nazrulsangeet #nazrulsong #bengaliclassicalsongs #kazinazrulislam
মানবেন্দ্র মুখোপাধ্যায় এর পর এই গানটি এত ভালো শুনলাম তোমার কাছে। একেবারে খানদানি জলসাঘরের মেজাজ। সুরের দোদুল দোলায় দোললাম। সঙ্গতকারদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। হৃদয় হরণ করে নিলে গো বুনি। গান থেমে গেলেও অন্তরে রেশ রয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ
ঠিক বলেছেন
চাপা মারা ভাল নয়
Osadharon ganer osadharon gaoki, vison sundar❤❤
নজরুল আমার অনুপ্রেরণা, নজরুল আমার ভালোবাসা।❤❤
অনেক ধন্যবাদ
নজরুল সঙ্গীত যে তোমার কতটা কন্ঠাগত, তা আরও একবার প্রমাণ করে ঝড়ের গতিতে সবাইকে টপকে লক্ষাতি লক্ষর দিকে এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই দুলাখ পূর্ণ হয়ে যাবে😊😊😊
ধন্যবাদ
অসম্ভব অসম্ভব ভালো হয়েছে, অতুলনীয়। এই সিরিজের ৫টি গানই (এখন পর্যন্ত) ভীষণ ভালো হয়েছে, তবে গায়কী, কন্ঠস্বর, সাবলীলতা, কারুকাজ সব দিক দিয়ে সম্ভবত এটাই সেরা..
একদম একমত
@@swapanmukherjee2242 ধন্যবাদ, ভাল থাকবেন
অনেক অনেক ধন্যবাদ
মনটা ভ'রে গেল গো.….! 🙏
ঢাকার বেচারাম দেউড়িতে (পায়রা চত্বরের পাশে) একটা বাগান ছিল। বাগানের একপাশের একটি গৃহে নজরুল অবকাশ যাপন করছিলেন। একটি বুলবুলি এসে নজরুলের সামনের একটি ফুলগাছের এডাল থেকে ওডাল নাচানাচি করছিল। তাই দেখে ভাবুক কবি রচনা করলেন এই কালজয়ী গানখানি। পিয়ালির গায়কীতে সেই বুলবুলির ছন্দায়িত নাচ উপভোগ করলাম। অনুষঙ্গ অভাবনীয় সুন্দর হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ।
আপনার মতামত মন্তব্য খুবই মূল্যবান সম্পদ ।❤
অশেষ ধন্যবাদ
Apurbo excellent amer father, s houser pashe kagi Najurler ghar Kolkata te Manick Talate kabir Boro chhele mejo chhele putronbodhu Amer college scottish churche asechhen now i am 64 years old living i. n siliguri tomer gan ami shunte volonasi valo thakis maa amer
দেশে নজরুল সংগীত চর্চা বৃদ্ধি করা উচিত।
11àq
পিয়ালি মামনি গানটি তুমি খুব ভালো গেয়েছো। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আমি এখনও রোজ শুনি। কিন্তু আমি বলছি তোমার কণ্ঠে ও গানটি আমার মনের মতোই গেয়েছো। নজরুলগীতি আমার প্রাণের গান । সুন্দর হয়েছে ।শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ
মানবেন্দ্র সম্বন্ধে তুমি যা বলেছ তা তোমার বড় মনের পরিচয়। মানবেন্দ্র বিখ্যাত শিল্পী এতে কোন সন্ধেহের অবকাশ নেই। কিন্তু ওনার গানের এত কাজ আমরা যারা গানের এই কাজ বুঝিনা তাদের ঠিক মনের মধ্যে হয়ত পৌঁছায় না। তোমার কন্ঠে এই গানের গায়ন শৈলী শুধু আমার কেন আমার ধারনা সব শ্রোতাকে মুগ্ধ করবে।
পিয়া লী এই গানটি এত ভাল হয়েছে যে প্রত্যেকদিন দুবার করে শুনি
অপূর্ব হয়েছে মনে হচ্ছে বারবার শুনি। উচ্চাঙ্গ সঙ্গীতের মিশ্র তে গানটি অমরত্বের দাবি রাখে।তবলা সঙ্গোতে হারমোনিয়াম বাজিয়ে যথাযথ দায়িত্ব পালন করায় গানটি অত্যনত শ্রতি মুখর হয়েছে। অনেক ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ 🙏
@@PialyKunduOfficial ma,khub siggir. Tomar konthe aroo kichho sunbo. Tabe samvab hole " ESO priyo aroo. Kachhe"" mana bdar mata kore sunate anurudh korchhi.
পিয়ালী, কিভাবে প্রশংসা করবো তোমার বুঝতে পারছিনা। মানে যাই বলব,কম হয়ে যাবে। আর কৌশিক বাবু, চমৎকার বাজিয়েছেন তবলা। love endless. ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
ধন্যবাদ
মুগ্ধ হয়ে 😊 শুনছিলাম 😊 এতো সুন্দর হয়েছে 😊যে😊বোঝ।ব।র😊ভ।ষ।😊 নেই 😊 অপূর্ব সুন্দর 😊গল।😊 very nice 😊and😊 extraordinary 😊 song 😊 this 😊 nice 😊 voice 😊is😊 heart 😊 wrenching 😊 every 😊 moment 😊 this 😊 nice 😊 voice 😊is😊 bring 😊 back 😊 memory 😊
আমি গান কিছু বুঝিনা। তবু মনে হলো এ যেন সুর সঙ্গীতের শেষ কথা। পিয়ালীর মুখে এই গান শোনার যে তৃপ্তি যে আনন্দ, তা বোঝাবার মতো মুখের ভাষা ঈশ্বর আমাকে দেননি। তুমি আমার থেকে প্রায় ৫০ বছরের ছোট। তবু তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও অভিবাদন জানাই ❤
অশেষ ধন্যবাদ
আপনার গলার Clasical baseটি ভীষণ ভালো।দারুন গাইলেন😊
মন হরণকারী নজরুলের এত কঠিন গানটি পিয়ালী কত সহজে পরিবেশন করে সকল সঙ্গীত প্রেমীর মন হরণ করে নিলেন.
অনেক অনেক ধন্যবাদ
এই গানটি শুনলে আমার মন প্রান ভরে যায় মনে হয় তোমার গলারসুর টা পান করি তুমি আমার মা সরস্বতী
🙏😀
পিয়ালী কুন্ডু কবি নজরুলের এই গানটি এতো বানী অনুভব করে কালজয়ী হওয়ার মতো সুর মধুর কণ্ঠে গেয়েছে যে তার মুগ্ধতা সম্মোহিত আবেশিত করলো আমার জীবন অপরাহ্ন যাপনকে ।❤❤
অনেক অনেক ধন্যবাদ
তোমার যত গুলো আছে প্রায় সব গুলো গান শুনেছি। অসম্ভব সুর গলা তোমার
অশেষ ধন্যবাদ
আপনার পরিবেশনায় এই অসাধারণ সুন্দর নজরুল সংগীতটির ভিউয়ের সংখ্যা দুই লক্ষ কেন, দুই কোটি অতিক্রম করবে।
অনেক ধন্যবাদ
অসাধারণ পিয়ালী মুগ্ধ হয়ে শুনলাম আজও মনটা ভরেগেল আমার প্রিয় শিল্পের গান আমার অনেক ভাল লাগল তোমাকে অনেক ধন্যবাদ ভাল থেকেও
🙏🙏
Aaahhhaaa , asadharon surer murchhona , tobla r harmonium e jara songot korchhen , apurbo , baaahaaa kon vashaye prosonsha korbo bujhte parchhi na , kothaye jano hariye gelam , valobasa r suvechha roilo ❤️❤️
Many many thanks
অপূর্ব,সুরের মায়ায় মোহিত হয়ে গেলাম।
অনেক অনেক ধন্যবাদ
Bhalo hoyeche ❤❤
❤️❤️
দারুণ দারুণ দারুণ, যেমন গায়িকা , তেমনই সঙ্গতকাররা , ভীষণ ভাল লাগছে🎉❤🎉❤🎉❤
ধন্যবাদ অনেক
Piyali Tumi Amar monmugdho kore diyecho.apurbo
গান অনেকেই শেখে ও গায় তবে গানও কিছু মানুষকে আপন করে নেয়। যে মানুষ গানের কদর করে ও তার সৌন্দর্য নিজের ভিতর ধারন করে। এমন দরদ দিয়ে খুব কম মানুষই গায়। অপূর্ব ❤
ধন্যবাদ অনেক
Piyali khub valo laglo.tumi ro Nazrul geeti amader upohar diyo.valo theko.
Thank you
অসাধারণ, আমার খুব পছন্দের একটা গান।
ধন্যবাদ
Bah sundor feel diye Apurbo gailen.sundor voice 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks
খুব খুব খুব ভালো লাগলো । শ্রুতিমধুর হয়েছে গানটি ।
Thanks
শেষ হয়ে গেছে 😮বুঝতেই পারিনি ।আমি গালে হাত দিয়ে বসে শুনছিলাম ।আবার শুনলাম ।অপূর্ব অসাধারণ অনবদ্য গায়কী ।মন ভরে গেছে ❤
অনেক অনেক ধন্যবাদ
বাহ বাহ! পিয়ালী অসম্ভব ধার গলায়! নজরুলকে এভাবে ধারণ করা প্রশংসার দাবিদার। আপনার চর্চা এবং আমাদের কানে আরাম দেয়ায় আমি কৃতার্থ আপনার প্রতি! সুরের মূর্ছনায় এভাবেই আদর্শ শ্রোতা তৈরি হোক।
অশেষ ধন্যবাদ
একদমই ঠিক বলেছেন।
সময় বের করে তোমার গান শোনার ইচ্ছায় দুটো দিন পার করে ফেললাম। ক্ষমাপ্রার্থী তবে মন ভরে গেল...দারুন গেয়েছো। শেষে তবলাও মাত করে দিল। 👏👍
বাহ, পিয়ালি দি বাহ।
তবে এতত দিন তোমার গান সুন্দর তবে বাজনা খুবেই বেশী শোনাতো।
আজ বাদ্যকর দের কে সম্মান জানাই, তারা গান আর বাজনা মিল রেখেছে 👌👌
ধন্যবাদ
খুব ভালো গেয়েছো পিয়ালী❤❤❤
অনেক ধন্যবাদ
আপনে অনেক সুন্দর গান গেয়েছেন ❤🎉❤🎉 4:07 ❤🎉😊😊😊😊
সকালে ঘুম থেকে উঠে গান টা শুনলাম, মনটা ভরে গেল। দারুন গেয়েছ।
অনেক ধন্যবাদ
পিয়ালী, আমার প্রিয় গানটা তোমার কন্ঠে সত্যিই অপূর্ব লাগলো। আমার অনুরোধ করার আগেই তোমার কন্ঠে শুনবো ভাবতে পারিনি। অসাধারণ মিষ্টি কন্ঠস্বর এ আমার হৃদয় তীরের মত গেঁথে গেলো। আশীর্বাদ রইল চিরন্তনী।💝🥰💓👌
অনেক ধন্যবাদ
অসাধারণ গেয়েছেন। ভালো থাকুন সবসময়।
অশেষ ধন্যবাদ, ভালো থাকুন 🙏
পিয়ালী দিদি আপনি মুগ্ধ করলেন,, এত সুন্দর কন্ঠ, এত সুন্দর গায়কী, গলার ভিতর একটা নতুন কাজ আমার মন ছুঁয়ে গেছে
ধন্যবাদ
আহা ! কি অপূর্ব গায়কি ।।
Thank you
অত্যন্ত প্রশংসনীয়। ভীষণ ভালো গেয়েছেন।
ধন্যবাদ
একটিই কথা বলবো "এই সেই বুলবুলী"......
তবলা টাও oshadharon বাজিয়েছেন দাদা ❤
ধন্যবাদ অনেক
ঘুমিয়ে গেলো শ্রান্ত হয়ে আর এক গানের বুলবুলি, চলে গেলেন শ্রী অনুপ ঘোষাল..
সার্থক তোমার ২০ বছর ধরে এই গান শোনা....বহু ২০ বছর ধরে শুনবে সবাই তোমার এ গান.....বসের কাছ থেকে তো সার্টিফিকেট পেয়ে গেছো....কৌশিক দা, গৌতম দা আজ ধন্যবাদের উর্দ্ধে.....কোনো কথা হবেনা ❤❤
অনেক অনেক ধন্যবাদ
তোমার অপূর্ব সুরেলা কন্ঠে গাওয়া গান সব সময়েই আমায় আপ্লুত করে তোলে।
অশেষ ধন্যবাদ
আপাতত ভাবে সুন্দর। thanks.
আশাতীত
আশাতীত ভাবে সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ গায়কী, সেই সাথে তবলা বাজানো খুব দারুন ❤❤
ধন্যবাদ
এই গানটাতে গলার সুখ্য সুখ্য কাজ গুলো পরিষ্কার করে দেখানো তোমার পক্ষেই সম্ভব হয়েছে। অসাধারণ!
ধন্যবাদ অনেক
অসাধারণ একখানি উপস্থাপন। অনেক ধন্যবাদ দিদি।
ধন্যবাদ
Very sweet voice and heart touching. May be Srigopal always with you.
আমার মনে হচ্ছে আপনি স্বয়ং কবির নিপুণ প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে তাঁর সামনেই তাঁর প্রত্যাশার সবটুকু পূরণ করে এই গানটি পরিবেশন করছেন। আপনার এই পরিবেশনার মধ্যে অপার্থিব কিছুর ছোঁয়া আছে। আপনার এই পরিবেশনা আপনার শ্রেষ্ঠ নিবেদনের একটি। সাথে আরও বিস্ময়কর কিছু যুক্ত আছে!!!
অশেষ ধন্যবাদ
আপনার সর্বোত্তম পরিবেশনার সংখ্যা অসংখ্য। নিঃসন্দেহে এটি তার একটি। বানী,সুর,গায়কী আর যন্ত্রানুসঙ্গ সব কিছুই অসাধারণ!!!!
অনেক ধন্যবাদ
খুব সুন্দর পরিবেশন..... 💐🙏🙏💐
ধন্যবাদ
আহা,,,, আমার সবচেয়ে প্রিয় নজরুল সংগীতের এমন অনুপন পরিবেশনায় মুগ্ধ না হয়ে পারলাম না। অনেক ভালো গেয়েছেন।
অশেষ ধন্যবাদ
Anekdin por tomar gan shune mukhdo holam. "Boner Tapas Kumari Ami go...." ganti shunte chai.
অপূর্ব হৃদয় গ্রাহী গান।🌹
ধন্যবাদ
বাঃ সত্যিই খুব ভালো লাগলো! মন ভরে গেল।
Thanks
Apurba o asadharon 🌳🌲🌲🌲🌲🌲
Thanks a lot
অনেক গানই শুনে থাকি তোমার কন্ঠে।
তবে,বাগিচায় বুলবুলি তুই,,,,, আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে! ❤
আরও নজরুল সঙ্গীত শুনতে চাই! 🥰💚
অসাধারণ দিদি নমস্কার। আরও নজরুল গীতি দিন।
ধন্যবাদ অনেক
আমার মন খারাপের সময় আপনার কন্ঠে যেকোন গান শুনলেই মনটা ভালো হয়ে যায়। এই গানটা আপনার কন্ঠেই সবচেয়ে বেশি মনে ধরেছে আমার ❤
অশেষ ধন্যবাদ
নজরুল গীতিটি অপূর্ব গেয়েছ। বিখ্যাত গান। অনেক শিল্পী এই গানটি গেয়েছেন। ।পিয়ালীর স্পষ্ট উচ্চারণে ও গায়কীতে গানটি এক উচ্চ মাত্রায় পৌঁছেছে। গানের আবেদন বেশ মিষ্টি মধুর হয়েছে। দারুণ উপভোগ করলাম।
অনেক অনেক ধন্যবাদ
Piyali didi khub khub khub mane bolar vasa nei classic er modhhe etto sundor hoyeche asadharon 😊😊😊❤❤❤🎉🎉🎉👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Thanks
নজরুল সংগীত জগতে অনন্য একটি গান। গানটি খুবই জনপ্রিয়। সুন্দর সুর কন্ঠ। দারুন অডিয়েন্স। ভীষণ ভালো লাগলো। শুভকামনা। 🌺🌺
অশেষ ধন্যবাদ
অপূর্ব লাগলো তোমার গান। নজরুল সঙ্গীত আমার সবচেয়ে প্রিয়। খুব খুব ভালো লাগলো তোমার গান। তুমি খুব ভালো থেকো মা।
অনেক অনেক ধন্যবাদ
এই গানটা তুমি অসাধারণ গেয়েছো,সাথে তবলা ও হারমোনিয়াম অতুলনীয়,মন ভরে গেল, আরও গেয়ে যাও বোন।👏👏👏🙌
Thank you dada 🙏😀
আমার প্রিয় কবি নজরুল ইসলামের এই গানটি অসম্ভব ভালো হয়েছে এমন সুন্দর ভাবে কেউ গাইতে পারিনি
ধন্যবাদ অনেক
আমার অতি পছন্দের৷ একটি গান।মানবেন্দ্র বাবুর কন্ঠে কতবার যে শুনেছি সেটা হিসাব করতে পারবোনা। এখন শুনছি তোমার কন্ঠে।তুমি এখন আমার পছন্দের তালিকা য় ঢুকে গেছো।
অশেষ ধন্যবাদ
Apurba o asadharon 🌳🌲🌲🌲🌲🌲 subha sakal khub bhalo laglo asadharon asadharon very nice 👍👍👍👍👍👍👍👍
Thanks
শুধুই শ্রদ্ধা আর ভালবাসা। এছাড়া কিছু বলার নেই। অপূর্ব সুন্দর পরিবেশনা।
অনেক ধন্যবাদ
Asadharan misti laglo gan t. Khub bhalo theko.
Thanks
অসম্ভব ভালো লাগলো কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানটি!🌹
না,
পিয়ালী তোমার কণ্ঠে মা সরস্বতীর নিবাস মা।প্রশংসার ভাষা আমার জানা নেই।জীবনে খুব বড়ো হও এই কামনা করি কায়মনোবাক্যে।অসাধারণ পরিবেশন।ভালো থেকো মা।
ধন্যবাদ
আহ্ প্রানটা জুড়িয়ে গেল। কি চমৎকার ❤
ধন্যবাদ অনেক
এই গানটি এত ভালো পরিবেশনা শুনি নি । খুব ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ
গানটি অনেকের কন্ঠেই শুনেছি, কিন্তু পিয়ালির কন্ঠে আলাদা একটা মাত্রা পেলো! শুভকামনা হে প্রিয় শিল্পী 🌹🌹🌹
ধন্যবাদ অনেক
Darun laglo;nearly at par with legendary Manabendra
Many thanks, thats not at all possible. We are just trying to reach at close as we can, but can never touch them 🙏
আমার প্রিয় কবি কি অশেষ ধন্যবাদ যে এমন একটা গান আমাদের উপহার দিয়েছে
অশেষ ধন্যবাদ
অপূর্ব সুন্দর গান শুনলাম
অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ অনেক
আহা খুবই সুন্দর লাগল।
ধন্যবাদ
খুব ভালো গেয়েছো গানটি।আমার আশীর্বাদ নিও। অনেক বড়ো হও।
কতবার যে শুনলাম! নাতি বাবুকে তোমার কোলে চড়ে দেখে মন ভরে গেল! খুব বড়ো হ ও মা আর এমন করে গেয়ে যাও।
Asadharon geyechho,khub valo laglo
Thank you
🥀 কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি বুলবুলের মৃত্যুতে কাজী নজরুল ইসলামের কষ্টের বহিঃপ্রকাশ ছিল এই গানগুলো। গানগুলো শুনতে গিয়ে কবির কথা ভেবে মনের অজা ন্তে চোখে জল চলে এলো। আপ নি গানটি অসাধা রণ ভাবে গেয়ে ছেন। খুব সুন্দর হয়েছে। আমি মুগ্ধ হলাম। 🥀15.12.2023.
Naa, eta sei gaan ti noy
বুলবুলি নিরব নার্গিস বনে'' সম্ভবত এই গানটিতেই বুলবুলের মৃত্যুর পর কষ্টের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন কবি।
পুত্র বুলবুলের মৃত্যুশোকে কবির রচিত কিছু গান...
১) ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি
২) বুলবুলি নীরব নার্গিস বনে
৩) শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়
৪) শাওন আসিল ফিরে সে ফিরে এলো না
@@ashokbhadury5599 সব কটাই সাংঘাতিক গান এবং ফেভারিট, তবে "শাওন আসিল ফিরে" মনে হয় এ লিস্টের নয়, ধন্যবাদ ভাল থাকবেন
অসাধারণ, অন্যরকম।
ধন্যবাদ
হারিয়ে যাওয়া দিনগুলো মনের মধ্যে ভেসে ওঠে এসব গান শুনে, খুব সুন্দর হয়েছে।
Very nice 👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂😊😊😊😊😊😊 Dede vie
Many many thanks
😊😊 okay debe vie. ameo tomar moto najrul sangit sikhe😊😊😊@@PialyKunduOfficial
অসাধারন লাগলো "বাগিচায় বুলবুলি তুই" পিয়ালী, গানটি তোমার কণ্ঠে দারুন মানিয়েছে,, খুব সুন্দর লাগলো।
ধন্যবাদ
নজরুল যেন এক সংস্কৃতির যাদুঘর। সাহিত্যের এমন দিক নেই যা তিনি বিচরণ করেননি।পিয়ালি দিদি গানটি আপনার কণ্ঠে ভালোই লেগেছে। আশা করি নজরুলের যে গানগুলো এখনো গায়নি কেউ সেই গানগুলো গাইবেন।বেস্ট অফ লাক।
ধন্যবাদ
বাহ পিয়ালি মা আমার এক কথায় অপূর্ব। অনেক আশীর্বাদ র ইল মা।
অনেক ধন্যবাদ
অসাধারন সংগীত পরিবেশন করেছেন
ধন্যবাদ অনেক
Excellent excellent asadharon 🌳🌲🌲🌳🌳🌳🌲🌳🌳🌲🌳🌳
Thanks
খুব সুন্দর গেয়েছ ভীষণ শ্রুতিমধুর লাগল 🎉🎉সঙ্গের সহযোগী শিল্পীদের সহযোগিতা বেশ ভাল লাগল ❤❤
অনেক ধন্যবাদ
আমার হৃদয় কেড়ে নিয়েছে প্রাণের স্পন্দন ফিরে এসেছে তোমার সুর কন্ঠে আমি হারিয়ে গিয়েছি।তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ধন্যবাদ।
🙏
চমৎকার, নিঃসন্দেহে সঙ্গীতপ্রিয়রা বার বার শুনবে, শুভকামনা আপু।
ধন্যবাদ
দারুণ গেয়েছ। সংগে তবলা ও হারমোনিয়াম থাকায় গানটা আরো অনেক ভাল লাগল। ভাল থেকো ।
ধন্যবাদ অনেক
Asadharan Nazrulgeeti Tomar Konthe Shunlam. Anobodya.. Durdanta. ❤❤🎉🎉
Thanks
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 👍 অনবদ্য অসাধারণ!
অনেক ধন্যবাদ
Khub bhalo laglo apnar najrulgeeti asangkha dhanyabad.
Thankd
অসাধারণ গেয়েছেন দিদি 💜❤️💘💚
ধন্যবাদ
Ki apurbo gaile....mon vore gelo❤❤❤
Thanks