খুবই সুন্দর একটি নজরুলগীতি গাইলে মামনি পিয়ালি । কণ্ঠ তৈরী না থাকলে গানটি গাওয়া যায় না । কাজেই গানটি সচরাচর শোনা যায় না। আমি অভিভূত । খুবই ভালো লাগল পিয়ালি মামনি ।শুভেচ্ছা রইল ।
কী বলবো ,আমি ভাষাহীন। নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না এ গান না অন্য কিছু ! ! ! অনেক বড়ো হও,অনেক দূর অগ্ৰসর হও - আমার এ প্রাথ'না রইলো তোমার জন্য মা পিয়ালী ।
গানটা শুনলাম। জোয়ারীভরা সুর লালিত্য থেকে একটা চীৎকারের কার্কশ্য কানে বেজেছে। প্রতিটি বাণী বা শব্দোচচারণের শেষে একটা অস্হির কম্পমানতা কানে লেগেছে। নিজের গান নিজে মন দিয়ে শুনলে অনুভব্য হবে আশা করি। গানটা প্রথম থেকেই একটু দ্রুত মুখরা নিয়ে ধরা হয়েছে। তবলা বাজানোটাকে একটু expedite করে বাজাতে হয়েছে তাই। কিন্তু গানটা একটু ঠায় লয়ে ধরলে আমার মনে হয় গানটার মধ্যে যে একটা classical mixture, গাইকি, কাজ ,দানা ,ষড় অলঙ্কারের মধ্যে অন্যতম আন্দোলন ,ratio-control এবং গানের মধ্যে যে একটা pessimistically romantic tender lyricisms আছে -----একটা বেদনার অভিব্যক্তি impact আছে তা aesthetically reveal হয়ে আরো appreciable হতো। গান একটু fast ধরলে বুঝতে হবে সুর বা স্বরগ্রামে গলা না লাগার বা একটা flying trend থেকেই যায়। এই গানটার presentation-এ যে এটা ঘটেছে সে কথাটা বলার অপেক্ষা থাকে না। গানটা গাওয়ার সময় physical get up ও body language-এ পরিশীলিত ও মার্জিত ভাবের অনেকটাই অভাব দেখলাম।বড় বড় ওস্তাদ ও বিখ্যাত বিখ্যাত মহিলা শিল্পীদের গান পরিবেশনর সময় air, attitude, gesture, posture, manner of delivery ইত্যাদি দেখলে অনেক শিক্ষা নেওয়ার ও পাওয়ার থাকে। গান গাওয়ার সময় তবলচি বা harmonium ist-কে কোনো direct বা হাত তুলে নির্দেশ দেয়ার প্রচেষ্টা একদম সৌজন্য বহির্ভূত ব্যাপার ।হ্যা, নির্দেশ বা ইঙ্গিত টিঙগিত দেওয়া যেতে পারে বা দেওয়া হয় নিঃশব্দে ও দৈব নির্দেশের মত। আরো অনেক কিছু বলার ছিল। আপাতত আর কিছু বলছি না। শেষে বলি স্পষ্ট উচ্চারণ ,সুর লাগানোর মুখরিত প্রচেষ্টা, গলার volume, গলার কাজ করার সময় লয়ের সুরক্ষা, classical touch ইত্যাদির জন্য অভিনন্দন। আমার এই মন্তব্যের সমালোচনাও চাই। র 5:40
একটি কথাই বলবো -- অসাধারণ ! পন্ডিত তুষার দত্ত ও পন্ডিত সুকুমার মিত্র মহাশয়ের এই গানটির রেকর্ড আছে। একটি অনিন্দ্য সুন্দর গান তুমি পরিবেশন করলে মামুনি । ধন্যবাদ জানাই তোমাকে।❤❤❤
কে বলে সাংঘাতিক কিছু হবে না ? এরকম কঠিন একটা গান, রবাবের জবাব যবে কাঁদিবে.....বাহ... বাহ...অপূর্ব...... আজকের রেকর্ডিং ও দারুণ হয়েছে..মাইক্রোফোন ডিষ্টান্শ ঠিক ছিল, গৌতম দা এবং কৌশিক দাও চমৎকার....
কবি নজরুলের বড়ৈ কঠিন গানটি, শিল্পীর হৃদয়স্পর্শী আবেগভরা কণ্ঠে এক অনবদ্য পরিবেশনা। অপূর্ব গায়কীর সার্থকতা তো সুর মধুর কণ্ঠের মধ্যে বিরাজমান, যা শুনলে ভক্ত ও শ্রোতাদের মনে এক নবদিগন্তের উদয় হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম 👌🌹❤️
Mon pran vore gelo. Uchharon poriskar, onek artist valo gaan koren kintu kotha bojha jaina. Ki asadharon sur kore gachen sroddheo Kaji Nazrul Islam. 🎉🎉🎉🎉🎉🎉
বড় হৃদয়স্পর্শী নিবেদন। নজরুল সঙ্গীত তোমার কণ্ঠ ও গায়কীতে সব সময়ই অন্য একটা ভালোলাগার আবেশ আনে।বোন, তোমার নিরন্তর, নিরলস সঙ্গীত সাধনা প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা রইল। খুব ভাল থেকো,বোন।
@@PialyKunduOfficial ও আচ্ছা, sorry.. আমি ভেবেছিলাম এটাও আগের সিরিজের সঙ্গে করা, শুধু পোশাক টা পরিবর্তন করে। নতুন সিরিজ হলে তো খুবই ভালো, আরো কিছু ক্লাসিক্যাল গান পাওয়া যাবে..
APURBA.. APURBA.. EI NAZULGEETI.. KI ASADHARAN GAYKI... HRIDAY BHORE GELO... GOLAP PHUTECHHE PRATI CHHATRE. MA PIALY, EGIYE CHOLO ... GOD BLESS YOU.. ❤❤
গান শুনে শুধু একটা কথায় বলতে ইচ্ছা করছে। তোমার সঙ্গীত প্রীতি 'তোমার জীবনবোধ 'তোমার ব্র৩ আমাদের মত শ্রোতাদের পরিশীলিত জীবনবোধের জাগরনে সহায়ক ভূমিকা পালন করে ছে৷ ধন্য তোমার দর্শন ধন্য তোমার জীবন চিন্তাধারা। যত শুনছি তোমার গান তত বিস্তৃত হচ্ছি। এখনও তুমি অনেক দূর এগিযে যাবে এপথে ৷ তোমার মানবজন্ম সার্থক।
গানটা শুনলে আমার চোখে জল আসবেই। কঠিন গানটি এত সুন্দর আবেগ দিয়ে অসাধারণ পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আহা অসাধারণ.... যেমন গাওয়া তেমনই সঙ্গত 🙏🙏... অত্যন্ত পছন্দের একটি নজরুলগীতি....
খুব শ্রুতিমধুর হয়েছে।
ধন্যবাদ
🥀🌹 এতো মিষ্টি কন্ঠস্বর মন জুড়িয়ে গেলো।🥀22.06.2023.
এইসব অসাধারণ সুন্দর গানের কোনো তুলনা নেই। আপনার মতো অসাধারণ শিল্পী ছাড়া এই অসাধারণ সুন্দর পরিবেশনা অসম্ভব।
ধন্যবাদ অনেক
পিয়ালী দিদি আপনি এত সুন্দর করে গান করেন যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ভালোবাসা দিদি 💖💖
ধন্যবাদ অনেক
আজকাল নজরুলগীতি গাইতে শোনা যায় না । এই ধরণের গান গাওয়ার জন্য অনুশীলন প্রয়োজন । খুব ভাল লাগল । কন্ঠমাধুর্য আর গায়কীর গুণে অনবদ্য ।
অশেষ ধন্যবাদ
অপূর্ব সুন্দর হয়েছে 👌
মন ছুঁয়ে যাওয়া রেশ থেকে যায়।
ধন্যবাদ
আহ্! জৈষ্ঠের প্রখর দাবদাহে যেন এক পশলা শীতল বৃষ্টি!
Anek dhanyobaad
Tomar moto eto sundor kore kauke gaite suni ni . Asadharon.Ami bar bar suni tomar ei gan.Aha!!!!!!!ki apurbo!!❤❤
Anek dhanyobaad
কী ভাষায় ব্যক্ত করবো ..... কোনো শব্দ যে খুজে পেলাম না ❤❤❤
😀🙏
দারুণ দারুণ অপূর্ব পরিবেশনা। প্রাণশক্তিতে ভরপুর।।
ধন্যবাদ অনেক
🥀 এত সুন্দর গেয়েছেন। আপনার গাওয়া নজরুল সংগীত ভীষণ ভালো লাগে। "প্রিয়" এমনো রাত যেন যায় না বৃথাই। গানটা ভীষণ ভালো লাগে। খুব মিষ্টি!!! ভীষণ ভালো গেয়েছেন ম্যাডাম। বারবার আমি শুনছি। 🙏🙏🙏🙏🙏🙏
22.06.2023.
ধন্যবাদ
হৃদয়স্পর্শী গান... তেমনি গায়কী...এই সস্তা বিকৃত বিনোদনের যুগে আপনার এই সোনালী অতীতকে বাঁচিয়ে রাখার নিরবিচ্ছিন্ন সাধনাকে জানাই হাজারো কুর্নিশ 🙏🙏🌹🌹
অনেক ধন্যবাদ
মাগো তোমার গান শুনে সারাদিন কাটে আর যে গান টা খুব ভালো লাগে সেই গান টা সারা দিন শুনি ভালো থেকো তোমরা
অনেক অনেক ধন্যবাদ
খুবই সুন্দর একটি নজরুলগীতি গাইলে মামনি পিয়ালি । কণ্ঠ তৈরী না থাকলে গানটি গাওয়া যায় না । কাজেই গানটি সচরাচর শোনা যায় না। আমি অভিভূত । খুবই ভালো লাগল পিয়ালি মামনি ।শুভেচ্ছা রইল ।
অনেক ধন্যবাদ
কী বলবো ,আমি ভাষাহীন। নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না এ গান না অন্য কিছু ! ! ! অনেক বড়ো হও,অনেক দূর অগ্ৰসর হও - আমার এ প্রাথ'না রইলো তোমার জন্য মা পিয়ালী ।
অনেক দিন পর আবার তোমার গান শুনলাম। মুগ্ধ হলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন।😅
Thanks
গানটা শুনলাম। জোয়ারীভরা সুর লালিত্য থেকে একটা চীৎকারের কার্কশ্য কানে বেজেছে। প্রতিটি বাণী বা শব্দোচচারণের শেষে একটা অস্হির কম্পমানতা কানে লেগেছে। নিজের গান নিজে মন দিয়ে শুনলে অনুভব্য হবে আশা করি। গানটা প্রথম থেকেই একটু দ্রুত মুখরা নিয়ে ধরা হয়েছে। তবলা বাজানোটাকে একটু expedite করে বাজাতে হয়েছে তাই। কিন্তু গানটা একটু ঠায় লয়ে ধরলে আমার মনে হয় গানটার মধ্যে যে একটা classical mixture, গাইকি, কাজ ,দানা ,ষড় অলঙ্কারের মধ্যে অন্যতম আন্দোলন ,ratio-control এবং গানের মধ্যে যে একটা pessimistically romantic tender lyricisms আছে -----একটা বেদনার অভিব্যক্তি impact আছে তা aesthetically reveal হয়ে আরো appreciable হতো। গান একটু fast ধরলে বুঝতে হবে সুর বা স্বরগ্রামে গলা না লাগার বা একটা flying trend থেকেই যায়। এই গানটার presentation-এ যে এটা ঘটেছে সে কথাটা বলার অপেক্ষা থাকে না। গানটা গাওয়ার সময় physical get up ও body language-এ পরিশীলিত ও মার্জিত ভাবের অনেকটাই অভাব দেখলাম।বড় বড় ওস্তাদ ও বিখ্যাত বিখ্যাত মহিলা শিল্পীদের গান পরিবেশনর সময় air, attitude, gesture, posture, manner of delivery ইত্যাদি দেখলে অনেক শিক্ষা নেওয়ার ও পাওয়ার থাকে। গান গাওয়ার সময় তবলচি বা harmonium ist-কে কোনো direct বা হাত তুলে নির্দেশ দেয়ার প্রচেষ্টা একদম সৌজন্য বহির্ভূত ব্যাপার ।হ্যা, নির্দেশ বা ইঙ্গিত টিঙগিত দেওয়া যেতে পারে বা দেওয়া হয় নিঃশব্দে ও দৈব নির্দেশের মত। আরো অনেক কিছু বলার ছিল। আপাতত আর কিছু বলছি না। শেষে বলি স্পষ্ট উচ্চারণ ,সুর লাগানোর মুখরিত প্রচেষ্টা, গলার volume, গলার কাজ করার সময় লয়ের সুরক্ষা, classical touch ইত্যাদির জন্য অভিনন্দন। আমার এই মন্তব্যের সমালোচনাও চাই।
র
5:40
Ami apnar gan sab sunechi kintu ei gan ta kothay jeno sur tal lay gondogol hoye gache asa korchi amar favourite silpi k abar bhalo bhabe gaite dekhbo
একটি কথাই বলবো -- অসাধারণ ! পন্ডিত তুষার দত্ত ও পন্ডিত সুকুমার মিত্র মহাশয়ের এই গানটির রেকর্ড আছে। একটি অনিন্দ্য সুন্দর গান তুমি পরিবেশন করলে মামুনি । ধন্যবাদ জানাই তোমাকে।❤❤❤
অশেষ ধন্যবাদ 🙏😀
Splendid performance-!
কে বলে সাংঘাতিক কিছু হবে না ? এরকম কঠিন একটা গান, রবাবের জবাব যবে কাঁদিবে.....বাহ... বাহ...অপূর্ব......
আজকের রেকর্ডিং ও দারুণ হয়েছে..মাইক্রোফোন ডিষ্টান্শ ঠিক ছিল, গৌতম দা এবং কৌশিক দাও চমৎকার....
😀😀
তোমার মায়াবী মুখে মায়াবী কন্ঠ অপূর্ব তাই বারবার শুনি
ধন্যবাদ অনেক
গানটি শুনে মনে এই কবিতার চরণগুলি মনে পড়ছে। তারি মাঝে যাব অভিসারে তার কাছে জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে।
ধন্যবাদ অনেক
আহা আহা অসাধারন একটি গান গেয়ে শোনালে❤❤রৈল
Thank you
অসাধারণ অনুভূতির একটি ক্লাসিক গান শুনলাম। ধন্যবাদ ও অভিনন্দন।
ধন্যবাদ
সুপার ক্ল্যাসিক সংগীত। অসাধারণ সুন্দর পরিবেশন!
Thank you
কবি নজরুলের বড়ৈ কঠিন গানটি, শিল্পীর হৃদয়স্পর্শী আবেগভরা কণ্ঠে এক অনবদ্য পরিবেশনা। অপূর্ব গায়কীর সার্থকতা তো সুর মধুর কণ্ঠের মধ্যে বিরাজমান, যা শুনলে ভক্ত ও শ্রোতাদের মনে এক নবদিগন্তের উদয় হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম 👌🌹❤️
অনেক ধন্যবাদ, সত্যি খুব কঠিন গান 😑
খুব সুন্দর লাগলো। এমন হৃদয় দিয়ে গাও বলে সাফল্য একদিন আসবেই।
অশেষ ধন্যবাদ
অপূর্ব হৃদয় স্পর্শী। 🌹
অপূর্ব কণ্ঠ অপূর্ব গান গাওয়ার ভঙ্গিমা এবং তবল জিগো অনেক ধন্যবাদ
Thanks
হারমোনিয়াম..আহা 🥰
কৌশিক বাবু....আশ মিটিয়ে দিলেন 👏
পিয়ালী.... অনেকদিন পর নজরুলগীতি শুনলাম। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মন্ত্রমুগ্ধ..❤❤❤❤❤❤❤❤❤❤
কৌশিকদার তবলার কোন তুলনা হয় না 😀😀
@@PialyKunduOfficial সত্যিই তাই...এত সুন্দর বাজান !!
Mon pran vore gelo. Uchharon poriskar, onek artist valo gaan koren kintu kotha bojha jaina.
Ki asadharon sur kore gachen sroddheo Kaji Nazrul Islam.
🎉🎉🎉🎉🎉🎉
অনেক ধন্যবাদ
প্রাণ ভরে গানটা শুনলাম। অনেক ভালো লেগেছে। আরো নজরুলের গান শুনতে চাই।
অনেক গেয়েছি, এই চ্যানেলেই পাবেন
আমি ত্ত্যেমার গান শুনে থাকি। খুব ভালো লাগে।❤❤❤❤❤❤
Thanks
তুমি যখন তাল ধরে গান কর তখন তোমার এক্টিভিটস দেখতে এতো সুন্দর লাগে এক কথায় আমি খুশিতে আত্মহারা হয়ে যাই।অনেক অনেক ভালবাসা রইল। ধন্যবাদ।।
অশেষ ধন্যবাদ
বড় হৃদয়স্পর্শী নিবেদন। নজরুল সঙ্গীত তোমার কণ্ঠ ও গায়কীতে সব সময়ই অন্য একটা ভালোলাগার আবেশ আনে।বোন, তোমার নিরন্তর, নিরলস সঙ্গীত সাধনা প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা রইল। খুব ভাল থেকো,বোন।
অনেক ধন্যবাদ দাদা 🙏
অনন্য সাধারণ একটি পরিবেশন..... পরিষ্কার সুরেলা কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ,
অপূর্ব গায়ন শৈলী .... একদম মন ছুঁয়ে গেল...... ❤❤👋👋👋
অনেক ধন্যবাদ
তোমার গান টা অপূর্ব তবলা বাবুর তাল মাত্রা খুব ভালো
ধন্যবাদ অনেক
আহা মন বেদনায় ভারাক্রান্ত হলো, অপূর্ব
ধন্যবাদ
বছর খানেক আগে আপনার এই গানটা আমি আগেও শুনেছি খুব ভালো গেয়েছেন
ধন্যবাদ অনেক
এক কথায অপূর্ব। রাগমিস্ত্রিত এই নজরুল গীতিটি শুনতে শুনতে মনে হচ্ছিল "কেমন করে গাম করো হে গুনী " আমি অবাক হয়ে শুধু শুনি শুধু শুনি।
ধন্যবাদ
এই সব রাগমিশ্রিত নজরুল গীতি চিরনূতন চিরভাস্বর হয়ে থাকবে আকাদের মত শ্রোতাদের হৃদয়ে ও মনে ৷
' আমাদের মতো
অসাধারণ। বাকরূদ্ধ হোলাম। অসম্ভব সুন্দর পরিবেশনা ❤❤। তবলা ও হারমোনিয়াম অনবদ্য উপস্থাপন ❤
আবার শুনছি গো খুব ভালো লাগে এই গান শুনে সময় কাটাই
Anek anek àsirbad tomai kori tumi aivabe agea jao.tomar gan amar khub khub valo lage.manna da beche thakle tomai khub àsirbad korto
Anek anek dhanyobaad
আহা অপূর্ব অপূর্ব। শুধুই মুগ্ধতা ❤❤
ধন্যবাদ অনেক
আহা অপূর্ব অপূর্ব গায়কী মুগ্ধ হলাম
ধন্যবাদ অনেক
তুমি এত সাবলীল, তুমি অনেক দূর যাবে ❤
অনেক ধন্যবাদ
সাদু সাদু সাদু ❤❤❤❤❤
দারুন গা্য়কী ভঙ্গিমা। অত্যন্ত চিত্তাকর্ষক।
ধন্যবাদ
আহা কি ভালো যে লাগলো.... কাকে ছেড়ে কাকে বলি......
অশেষ ধন্যবাদ
আমার ভীষণ প্রিয় একটি গান, এতো ভালো লাগলো দিদি, কমেন্ট না করে পারলামনা🎉🎉। আরও এগিয়ে যাও দিদি।
আহা ❤,,, অপূর্ব ❤
ধন্যবাদ
দারুণ গাইলে দিদি ভাই। ❤❤
Apurbo gun nice voice
Many thanks
Ashaadharooon apurboo Apurboo asshadharon gaile.mon bhore gelo
Thanks
কেয়্যা বাত্ , একরাশ মুগ্ধতা !!!!!!!!
Thank you very much
অসাধারণ... দুর্দান্ত উপস্থাপন। এই সিরিজের প্রতিটা গান ভীষণ ভালো হয়েছে.. যেন ত্রিরত্নের মেলা
Ei series er to aktai gaan berolo.. baki gulo to akhono release hoyni 😀
@@PialyKunduOfficial ও আচ্ছা, sorry.. আমি ভেবেছিলাম এটাও আগের সিরিজের সঙ্গে করা, শুধু পোশাক টা পরিবর্তন করে। নতুন সিরিজ হলে তো খুবই ভালো, আরো কিছু ক্লাসিক্যাল গান পাওয়া যাবে..
খুব সুন্দর এবং হৃদয় ছোঁয়া পরিবেশনা।দারুন লাগলো।ধন্যবাদ আর চর্চা না থাকলে শুধু শুনে শুনে এতো ভালো গাওয়া যায় না।
ধন্যবাদ অশেষ
Asadharon ❤️
Kono biseson e jathesto noy ❤
Thank you very much
অসাধারণ, জবাবনেই মামনি।
ধন্যবাদ অনেক
Khub sundor,may mother goddess Saraswati bless you a love u all and regards to your accompanist.
Uff কি অপূর্ব গলা , সাবাস,
অনেক ধন্যবাদ
@@PialyKunduOfficial ম্যাডাম আপনি তো দারুন গান গান l ki মিস্টি গলা
এত তৈরী কন্ঠ! মনে হয় যেন আদি রেকর্ডিং এর কোন শিল্পী গাইছেন । বাংলাদেশ থেকে অসংখ্য শুভকামনা 💐 🇧🇩
অনেক ধন্যবাদ
অনেক অনেক সুন্দর উপস্থাপন হয়েছে দিদি ভাই৷
অনেক ধন্যবাদ
ক্ল্যাসিক সংগীত। যথার্থ পরিবেশনা।
অশেষ ধন্যবাদ
অসাধারণ সেমি ক্লাসিক্যাল কম্পোজিশন। সম্পূর্ণ গলা ছেড়ে দারুণ ভালো গেয়েছো। এই ধরণের গান তোমার গলায় শুনতে ভীষণ ভালো লাগে। তবলায় কৌশিক বাবু আর্ধা ত্রিতাল খুব সুন্দর বাজিয়েছেন। হারমোনিয়ামের সহযোগিতাও ভালো হয়েছে। এতো প্রাণ খুলে নিজেকে উজাড় করে দিয়ে গানটা গেয়েছো যে বারবার শুনেও আশ মিটছেনা। মুগ্ধ হয়ে শুধু শুনেই যাচ্ছি।♥️
Thanks
Ragasroyee ei Nazrul Geeti ti onek bhalo laglo Piyali er konthe.
❤❤vison, vison, vison valo hoechhe ❤❤
Anek dhanyobaad
বেশ কঠিন ক্লাসিক্যাল গান। গানে কবি নজরুল প্রেমের বিরহের বার্তা দিয়েছেন। পিয়ালী গানটি অপূর্ব গেয়েছো। এতখানি ভালো গেয়েছো যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
ফিরিয়া যদি সে আাসে........
অপূর্ব নিবেদন, মন ভরে গেলো
ধন্যবাদ অনেক
@@PialyKunduOfficial ❤️
Apurbo mane kichu bolar moto vhasa khuje pachi na ❤
Many many thanks
তবলা থাকলে তোমার গানের আলাদা রূপ হয়
সেতো অবশ্যই
অসাধারণ অতুলনিয ফেরেড
APURBA.. APURBA.. EI NAZULGEETI.. KI ASADHARAN GAYKI... HRIDAY BHORE GELO... GOLAP PHUTECHHE PRATI CHHATRE. MA PIALY, EGIYE CHOLO ... GOD BLESS YOU.. ❤❤
Thanks a lot
প্রিয় গান এবং খুব কঠিন গান। তিন জন ই প্রশংসনীয়। 👏👏👏🙏🙏🙏
ধন্যবাদ অনেক
খুব সুন্দর গেয়েছ, ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ
অসাধারণ একটি নিবেদন।
অনেক ধন্যবাদ
আমার নজরুল গীতি খুব ভালো লাগে। খুব সুন্দর পরিবেশন। আমি একটু আধটু তবলা বাজাই। আরও উন্নতি করুন। 👍
ধন্যবাদ
বা খুব সুন্দর, একই মাংস রাঁধুনির রান্না কৌশলে যেমন স্বাদের রকমফের হয ,তেমনি তোমার পরিবেশন গুনে শোনা গান ও তোমার কণ্ঠ থেকে বার বার শুনতে চাই।
এইটা খুব ভালো বলেছেন, আরো গাইবো 😀🙏
Nice ❤❤❤
Thanks
দুরন্ত ❤️👌🏻.... আহা কি রেঞ্জ!!
Thanks
Excellent. Jeeti raho. God bless.
Thanks
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ!!!
গান শুনে শুধু একটা কথায় বলতে ইচ্ছা করছে। তোমার সঙ্গীত প্রীতি 'তোমার জীবনবোধ 'তোমার ব্র৩ আমাদের মত শ্রোতাদের পরিশীলিত জীবনবোধের জাগরনে সহায়ক ভূমিকা পালন করে ছে৷ ধন্য তোমার দর্শন ধন্য তোমার জীবন চিন্তাধারা। যত শুনছি তোমার গান তত বিস্তৃত হচ্ছি। এখনও তুমি অনেক দূর এগিযে যাবে এপথে ৷ তোমার মানবজন্ম সার্থক।
অনেক ধন্যবাদ
অসাধারণ।
অশেষ ধন্যবাদ
আহা কি অসাধারণ সুন্দর!
অনেক ধন্যবাদ
এক কথায় অসাধারণ
ধন্যবাদ অনেক
Ami mousumi Karanjai bolchi.abaro bolchi excellent excellent excellent
Thank you
অসাধারণ!!!❤️❤️❤️
ধন্যবাদ অনেক
Kane sudhu gaaner sur baje❤❤❤
Thank you
Xcelent ❤❤❤
Ami age sunechi.
আহা খুব ভালো👍❤
ধন্যবাদ অনেক
Yes, আমার অনুরোধ ছিল।Sister কাজী নজরুলের মর্মস্পর্শী গানটি পরিবেশন করার জন্য তোমাকে জানাই হার্দিক উষ্ণ অভিনন্দন। অসাধারণ, এককথায় অনবদ্য পরিবেশন, এই গানে তুমি নিজেকেই ছাপিয়ে গেছো । কৌশিক দা এবং গৌতম দা সুন্দর সাথসঙ্গত করেছেন।🎉 তোমার আগামী গানগুলো আরো উজ্জ্বল হয়ে উঠুক। Sister ভালো থেকো, সুস্থ থেকো। Ashis Majumder
Thank you very much
@@PialyKunduOfficial3:34
আপনি একটা নজরুল গীতির অ্যালবাম বানানোর কথা ভাবুন প্লীজ।দারুণ মনোগ্রাহী হবে।
কিছু আছে আমার চ্যানেলে 🙂
খুব ভালো লাগলো ধন্যবাদ
🙏😀
দিদি আমি দূর হতে তোমারেই দেখেছি। গান টা স্পেশালি গাইবেন। এটা আমার মনের থেকে অনুরোধ।
আবার গান টা শুনলাম কিন্তু অনেক দিন তোমার লাইক পায় না তোমরা ভালো থাকবে
ভালো লাগল বেশ।
অপূর্ব সুন্দর পরিবেশনা।
ধন্যবাদ অশেষ
@@PialyKunduOfficial🎉