গ্রাম বাংলার বৈচিত্র্যময প্রকৃতির রূপ ও সৌন্দর্য আপনার সাবলীল বর্ণনার মাধুর্যে আমাদের মানস ভ্রমণ যেন পূর্ণতা লাভ করল।আপনি ভাল থাকুন ও সুন্দর থাকুন আর এই ভাবে দূর থেকে আমরা যাতে ভ্রমণের অনন্য স্বাদ উপভোগ করতে পারি তার প্রচেষ্টা চালিয়ে যান। আপনার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
মানস বাবুর ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলার কর্নারে কর্নারে লুকিয়ে থাকা বা বিস্মৃতির অন্তরালে লুপ্তপ্রায় তথ্যসমূহ ভিডিওর মাধ্যমে তুলে ধরে আমাদেরকে সমৃদ্ধ যে ভাবে করেন তা এককথায় চমৎকার!! আর হ্যাঁ আপনাকে না আমাদেরও খুব পরিচিত আপনজনের কেউ বলে মনে হয়!! যদিও আমি বাংলাদেশী ...!!
@@rajeshdebnath8221 Not at all. Bangladesh is a place of religious harmony. And Moulobadi shob deshei thake vai. India teo ase, Pakistan eo ase, Bangladesh eo ase. But confidence er shathe bolte pari Bangladesh e moulobadi manush khub e kom. Ekdom rare. Don't spread hatred.
এই কোপাই নদীর উৎপত্তি স্থল আমার গ্রামে আমাদের গ্রামটির নাম খাজুরী (ঝাড়খন্ড) আমাদের গ্রাম বীরভূম জেলার রাজনগর থেকে সোজা রাস্তায় 7K.M ঝাড়খন্ড এর দিকে আমাদের এখানে কোপাই ,সাল নদি নামে পরিচিত 2018 , সালের ডিসেম্বর মাসে বিশ্বভারতীর ভূগোল বিভাগ এর অধ্যাপক ও কিছু ছাত্র ছাত্রীরা আমাদের গ্ৰামে এসে আমাদের জানাই যে এখান থেকে উৎপত্তি এই সাল নদিই দুবরাজপুর থেকে কপাই নাদি নামে পরিচিত
খুবই ভালো লাগলো আপনার এই উপস্থাপনা ,, আমার একটা "কুটুম্বিতা " নামে ছোট্ট হোম স্টে আছে কোপাই নদীর আগে ,গোয়ালপাড়া হাই স্কুল রাস্তার উপর ,, আপনি এবং পরিবারের সকলকে স্বাগত ,, ভালো থাকবেন ,, এই ভাবেই আপনি আমাদের কথা সারা বিশ্বের কাছে তুলে ধরুন ,তবেই আমাদের পর্যটন শিল্প বেঁচে থাকবে, এই আশা টুকু রাখতেই পারি ,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ,, সুস্থ থাকুন , ভালো থাকুন , এই প্রার্থনা করি ,,
কাকু আপনার উপস্থাপনা গুলো অত্যন্ত অসাধারন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের কোপাই নদীকে নিয়ে উপস্থাপন করার জন্য। দয়া করে আমাদের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর উপজেলার ইতিহাস গুলো আপনার মাধ্যমে সমস্ত বাঙালীদের সামনে তুলে ধরুন। আপনি বিষ্ণুপুরে এলে খুবই কৃতজ্ঞ হবো। বিষ্ণুপুরে আসার জন্য সহৃদয়ে আপনাকে স্বাগত জানাই।
আমি প্রকৃতি কে ভীষন ভালো বাসি মাঠ ঘাট নদী নালা গাছ পালা এই গুলি আমার প্রাণ আপনার ভিডিও টা অসাধারন ভাষায় প্রকাশ করা যাবেনা কবি ওই গ্রামে ঘুরেছে নদীর পাড়ে বসে কবিতা লিখেছে ভালো লাগছে দৃশ্য দেখে. দাদা একটা অনুরোধ কবিতা টা যে বামন পাড়ার নাম উল্লেখ করা আছে ওই বামন পাড়ার ভিডিও টা করে দেবেন. আমি কলকাতা থেকে বলছি
অনেক অনেক ধন্যবাদ দাদা ।এই নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে । আমার মন খারাপ থাকলে নদীর পাড়ে গিয়ে বসি । নদীতে স্নান করি । বর্ষার সময় বৃষ্টি হলে নদী দৃশ্য অকল্পনীয় । নদী টি আমার বাড়ি থেকে 1 km দুরে মৌরাখি নদীর সঙ্গে মিশেছে।
মানষ বাংলার মাধ্যমে এই করোনা কালে ঘরে বসে মানষ ভ্রমণ মনকে কিছুটা হলেও আনন্দ দান করছে। বাংলা এবং বাংলার বাইরে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু শান্তিনিকেতন তথা বীরভূম এখনও যাওয়া হয়ে উঠল না। আপনার বীরভূমের উপর ভিডিও বীরভূম যাওয়ার আগ্রহ বাড়িয়ে দিল। ভাল থাকুন। সাবধানে থাকুন। আর নতুন নতুন ভিডিও পোষ্ট করুন বাংলার বিভিন্ন জেলার। ধন্যবাদ।
আদাব দাদা। কবি গুরুর আমাদের ছোট নদীর দৃশ্য কোন দিন দেখতে পারব তা ভাবতে ও পারিনি। সম্পুর্ন ভিডিও টিতে অবাক করার মত তথ্যে ও দৃশ্যাবলী। আপনাকে অনেক ধন্যবাদ।
দাদা, বাংলা ভাষার প্রতি আপনার দক্ষতা আর সুন্দর বাচনভঙ্গির মধ্য দিয়ে তার যে ব্যবহার সেটা মুগ্ধ করে প্রতি বারই। আপনার সাথে দেখা করার সৌভাগ্য আমি অর্জন করতে চাই।
চমতকার বিডি ও।জানা অজানা অনেক সুন্দর সুন্দর স্হানের নাম শুনলাম ও ঐ রকম পরিবেশের সাথে কিছুটা হলে ও পরিচিতি লাভ করলাম। খুবই ভাল লাগলো জেনে আমাদের ছোট নদী চলে বাকে বাকে কবি গুরু এই কোপাই নদীকে উপলক্ষ করেই লিখেছিলেন। যাহোক দাদা জানতে চাই আমাদের বা;লাদেশের জাতীয় স;গীত ও নাকি কবি গুরু এই বীর ভুমে অবস্হান করে লিখেছিলেন তা কত টুকু তথ্য নিভ'র জানাবেন।আপনাকে অশেষ ধন্যবাদ।
Bolpur is a wealth of mines which are found in beautiful nature, boul sangeet, Kankalitala Sotipith , Santiniketan etc. Good filled again by your video, thanks
কি সুন্দর একটি ভিডিও দেখলাম। শান্তিনিকেতন দেখার সৌভাগ্য হয়েছিল। তবে কোপাইকে এত কাছে পাইনি।মানস বাংলার জন্য সে ইচ্ছা অনেকটাই পুরন হল। অনেক ধন্যবাদ। ছোট্ট মামনিকে এখানে পেলে আরও ভালো লাগতো। যাইহোক মন ভরে উঠলো আনন্দে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা জানাই। ভালো থাকবেন
..আমার বাড়ি শান্তিনিকেতন কোপাই। আমার খুবই গর্ব লাগে যে আমি এখানে জন্মগ্ৰহন করেছি। আপনাদের সকলকেই শান্তিনিকেতন আসার অনুরোধ রইলো.. Specially পৌষ মেলা, শান্তিনিকেতনের হোলি, খয়ের হাট, কোপাই নদী..And Most Important বিশ্বকবি কবিগুরুর বিশ্বভারতী..আরও অনেক কিছু আসবেন অবশ্যই, অনুরোধ রইলো।
গ্রাম বাংলার বৈচিত্র্যময প্রকৃতির রূপ ও সৌন্দর্য আপনার সাবলীল বর্ণনার মাধুর্যে আমাদের মানস ভ্রমণ যেন পূর্ণতা লাভ করল।আপনি ভাল থাকুন ও সুন্দর থাকুন আর এই ভাবে দূর থেকে আমরা যাতে ভ্রমণের অনন্য স্বাদ উপভোগ করতে পারি তার প্রচেষ্টা চালিয়ে যান। আপনার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
লালন ফকিরের গান চমৎকার গেয়েছে আংকেল। Beautiful River, beautiful people and beautiful place.
মানস বাবুর ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলার কর্নারে কর্নারে লুকিয়ে থাকা বা বিস্মৃতির অন্তরালে লুপ্তপ্রায় তথ্যসমূহ ভিডিওর মাধ্যমে তুলে ধরে আমাদেরকে সমৃদ্ধ যে ভাবে করেন তা এককথায় চমৎকার!! আর হ্যাঁ আপনাকে না আমাদেরও খুব পরিচিত আপনজনের কেউ বলে মনে হয়!! যদিও আমি বাংলাদেশী ...!!
তোমাদের আর কাজ কি, বাংলাদেশে আর নেই বাউল, আর নেই সংস্কৃতি উৎসব, শুধু ইসলাম আর ইসলাম আর কট্টর মৌলবাদী সমাজ
@@rajeshdebnath8221 Not at all. Bangladesh is a place of religious harmony. And Moulobadi shob deshei thake vai. India teo ase, Pakistan eo ase, Bangladesh eo ase. But confidence er shathe bolte pari Bangladesh e moulobadi manush khub e kom. Ekdom rare. Don't spread hatred.
মানস বাবু আমি সোনা ঝুরি হাটে গিয়েছি কোপাই নদী ও দেখেছি। শান্তি নিকেতন দেখেছি। ভীষণ ভীষণ ভালো মন ভরে যায়।
এই কোপাই নদীর উৎপত্তি স্থল আমার গ্রামে আমাদের গ্রামটির নাম খাজুরী (ঝাড়খন্ড) আমাদের গ্রাম বীরভূম জেলার রাজনগর থেকে সোজা রাস্তায় 7K.M ঝাড়খন্ড এর দিকে আমাদের এখানে কোপাই ,সাল নদি নামে পরিচিত 2018 , সালের ডিসেম্বর মাসে বিশ্বভারতীর ভূগোল বিভাগ এর অধ্যাপক ও কিছু ছাত্র ছাত্রীরা আমাদের গ্ৰামে এসে আমাদের জানাই যে এখান থেকে উৎপত্তি এই সাল নদিই দুবরাজপুর থেকে কপাই নাদি নামে পরিচিত
কোপাই নদী সম্পর্কে যা বর্ণনা দিলেন,,,, খুব ভালো লাগলো👌👌👌👌
SHUBHA VIJAYA DADA, AAPNI EBONG PARIBAAR'ER SABAAI'K JAANAAI SHUBHA VIJAYA'R ANEK ANEK AANTARIK PREETI SHUBHECHCHHA O ABHINANADAN ..... APURBO AKTI MUHURTO DIYE POST PUJA PORBO SHURU HOLO, MON TAAO BHORE GELO .... KHUB BHAALO LAAGLO .... BHAALO THAAKBEN .... R AARO AKBAAR MONE KORIYE DI, LIFE OF GOPAL BHAR .... THANK YOU
খুব ভালো আরো নতুন কিছু নিয়ে আসুন আপনার উপস্থাপনা খুব সুন্দর
Dada Apnar Video Khub Sundor Onek Kichu Jante Pari Tomar Video Dekhe
খুবই ভালো লাগলো আপনার এই উপস্থাপনা ,, আমার একটা "কুটুম্বিতা " নামে ছোট্ট হোম স্টে আছে কোপাই নদীর আগে ,গোয়ালপাড়া হাই স্কুল রাস্তার উপর ,,
আপনি এবং পরিবারের সকলকে স্বাগত ,,
ভালো থাকবেন ,, এই ভাবেই আপনি আমাদের কথা সারা বিশ্বের কাছে তুলে ধরুন ,তবেই আমাদের পর্যটন শিল্প বেঁচে থাকবে, এই আশা টুকু রাখতেই পারি ,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ,,
সুস্থ থাকুন , ভালো থাকুন , এই প্রার্থনা করি ,,
কাকু আপনার উপস্থাপনা গুলো অত্যন্ত অসাধারন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের কোপাই নদীকে নিয়ে উপস্থাপন করার জন্য। দয়া করে আমাদের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর উপজেলার ইতিহাস গুলো আপনার মাধ্যমে সমস্ত বাঙালীদের সামনে তুলে ধরুন। আপনি বিষ্ণুপুরে এলে খুবই কৃতজ্ঞ হবো। বিষ্ণুপুরে আসার জন্য সহৃদয়ে আপনাকে স্বাগত জানাই।
লালমাটির দেশে প্রকৃত বাউল গান মন কে মাটির অনেক কাছে নিয়ে গেছিলো। শুভ বিজয়া মানস বাবু।
ধন্যবাদ ভিডিওটি বানানোর জন্য।
Apnar video khub valo hoyeche...
Sir I am big fan you
Apnar video gulo osadharon.
আমি প্রকৃতি কে ভীষন ভালো বাসি মাঠ ঘাট নদী নালা গাছ পালা এই গুলি আমার প্রাণ আপনার ভিডিও টা অসাধারন ভাষায় প্রকাশ করা যাবেনা কবি ওই গ্রামে ঘুরেছে নদীর পাড়ে বসে কবিতা লিখেছে ভালো লাগছে দৃশ্য দেখে. দাদা একটা অনুরোধ কবিতা টা যে বামন পাড়ার নাম উল্লেখ করা আছে ওই বামন পাড়ার ভিডিও টা করে দেবেন. আমি কলকাতা থেকে বলছি
অনেক অনেক ধন্যবাদ দাদা ।এই নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে । আমার মন খারাপ থাকলে নদীর পাড়ে গিয়ে বসি । নদীতে স্নান করি । বর্ষার সময় বৃষ্টি হলে নদী দৃশ্য অকল্পনীয় । নদী টি আমার বাড়ি থেকে 1 km দুরে মৌরাখি নদীর সঙ্গে মিশেছে।
মানষ বাংলার মাধ্যমে এই করোনা কালে ঘরে বসে মানষ ভ্রমণ মনকে কিছুটা হলেও আনন্দ দান করছে। বাংলা এবং বাংলার বাইরে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু শান্তিনিকেতন তথা বীরভূম এখনও যাওয়া হয়ে উঠল না। আপনার বীরভূমের উপর ভিডিও বীরভূম যাওয়ার আগ্রহ বাড়িয়ে দিল। ভাল থাকুন। সাবধানে থাকুন। আর নতুন নতুন ভিডিও পোষ্ট করুন বাংলার বিভিন্ন জেলার। ধন্যবাদ।
লাল পাহাড়ের দেশে রাঙামাটির দেশে অনেক ভালো লাগলো। সালাম নিবেন দাদা।
Hi
Asadhraon akti jagaya dekhte palem amara ai video ti te
@@Mitarccc hmm,, apnar bari kothai
Mb kopai nodi r sathe chooto haat aikta choto event khoob bhalo laglo thanks
Wow oshadaron laglo video ti
খুব ভালো লাগলো, কোপাই নদীর সৌন্দর্য সত্যিই অকল্পনীয়।
দাদা খুব ভালো লাগলো ধন্য বাদ
Khub valo laglo dada. Aivabe notun video banaben asay thaklam
আদাব দাদা। কবি গুরুর আমাদের ছোট নদীর দৃশ্য কোন দিন দেখতে পারব তা ভাবতে ও পারিনি।
সম্পুর্ন ভিডিও টিতে অবাক করার মত তথ্যে ও দৃশ্যাবলী।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি ও গিয়েছিলাম, সত্যি সুন্দর পরিবেশ,
আপনার ভিডিও গুলো সোততিই ভালো লাগে
দাদা, বাংলা ভাষার প্রতি আপনার দক্ষতা আর সুন্দর বাচনভঙ্গির মধ্য দিয়ে তার যে ব্যবহার সেটা মুগ্ধ করে প্রতি বারই।
আপনার সাথে দেখা করার সৌভাগ্য আমি অর্জন করতে চাই।
হঠাৎ করে উৎকর্ন হয়ে থাকা একজন মানুষ যে আপনার সাক্ষাৎ পেলো এটা দারুন লাগলো ! ভিডিও টাও ভালো লাগলো । বিজয়ার শুভেচ্ছা রইল !
🙂,,, onk information pelam anthropology practical (Field work) er jnno
Opurbo sundor haaat r nodi
স্যার আমি আপনার গরামবাংলায় ভিডিও খুব ভালো লাগে
আপনার ভিডিও টা যত ভালো লাগলো কোপাই নদী কে দেখে ততো দুঃখ লাগলো. যে সরকারই থাকুক না কেন কারো যেন কোনো মায়া মমতা দরদ কোনটাই নেই. এটাই দুঃখের.
Dada murshidabad thekhe bolpur a bike niye jete to onek somoi lage ......
Khub valo laglo dada🙏😊
আমার বাড়ি বোলপুরে তাই আমাদের চেনা জায়গুলোর ভিডিও দেখে খুব ভালো লাগলো।
Dada upner shahitho bodh ana and prokriti prime khub valo lage
অসাধারন একটি ভিডিও পরিবেশন করলেন দাদা ...মন ভরেগেলো দাদা ...👌👌ধন্যবাদ আপনাকে দাদা ..👍👍👍
মাননীয় মহাশয়, সাইথিয়া কোটাসুর এর পার্শ্ববর্তী ঐতিহ্যশালী প্রাচীন কুন্ডলা গ্রামের একটা ভিডিও করুন pls, অনেকেই দেখবে
শান্তিনিকেতন আমি অনেক বার ঘুরেছি তবুও আপনার এই ভিডিও টা দেখে ফিরে গেলাম আমার ফিরে দেখা শান্তিনিকেতন নূতন করে আবার ভালো বেসে ফেললাম রবিঠাকুরকে
ভাল লাগল দাদা ।একটু অন্য রকম,লাল মাটির প্রানের স্বাদ পেলাম আর সুর ও
Khub valo laaglo Vlog ta. Thanks Manas Da
দাদা আমি আন্দামান থেকে বলছি এরকম আরো ভালো ভালো ভিডিও আপনি দেবেন
চমতকার বিডি ও।জানা অজানা অনেক সুন্দর সুন্দর স্হানের নাম শুনলাম ও ঐ রকম পরিবেশের সাথে কিছুটা হলে ও পরিচিতি লাভ করলাম। খুবই ভাল লাগলো জেনে আমাদের ছোট নদী চলে বাকে বাকে কবি গুরু এই কোপাই নদীকে উপলক্ষ করেই লিখেছিলেন। যাহোক দাদা জানতে চাই আমাদের বা;লাদেশের জাতীয় স;গীত ও নাকি কবি গুরু এই বীর ভুমে অবস্হান করে লিখেছিলেন তা কত টুকু তথ্য নিভ'র জানাবেন।আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভ বিজয়া দাদা। এই কোপাই নদীর তীর আর আশপাশের জঙ্গলের দৃশ্য এক ঝলক টাটকা বাতাস বয়ে নিয়ে এল। ভাল ভিডিও।
Bolpur is a wealth of mines which are found in beautiful nature, boul sangeet, Kankalitala Sotipith , Santiniketan etc. Good filled again by your video, thanks
আপনার প্রতি টি রিপোর্ট খুব খুব ভালো লাগে এবং খুব আকর্ষণীয়
আমার বাড়ি লাভপুর তাই চেনা জায়গায় গুলো খুব ভালো লাগলো ❤️🙏🏻
শুভ বিজয়া দাদা।
আমি বোলপুরে ই থাকি।বেশ ভালো লাগলো
বাংলাদেশের পানাম নগরসহ বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে। আবারও আসার আমন্ত্রণ জানাচ্ছি।
কি সুন্দর একটি ভিডিও দেখলাম। শান্তিনিকেতন দেখার সৌভাগ্য হয়েছিল। তবে কোপাইকে এত কাছে পাইনি।মানস বাংলার জন্য সে ইচ্ছা অনেকটাই পুরন হল। অনেক ধন্যবাদ। ছোট্ট মামনিকে এখানে পেলে আরও ভালো লাগতো। যাইহোক মন ভরে উঠলো আনন্দে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা জানাই। ভালো থাকবেন
শুভ বিজয়া দাদা।Nice video.
Miss kore fellam kaku. Amar bari bolpur. Dakha holo na. Ami jantam na je apni Asben. Apnar kono videoi miss kori na. Khub valo lage video gulo
দাদা,গোয়ালপাড়া তেই আমার বাড়ী৷ধন্যবাদ আপনাকে ৷
আপনার ভিডিও টি খুব ভালো লাগলো কাকা। ধন্যবাদ
Apnar vlogs gulo just awesome. Respect sir.
Vlo laglo khub sundor eakta video apni vlo thakbean Dada.subho bijaya
আমি বীরভূমের নলহাটির মানুষ ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘🙏🙏🙏🙏🙏
Khub sundor dada video taa..
..আমার বাড়ি শান্তিনিকেতন কোপাই। আমার খুবই গর্ব লাগে যে আমি এখানে জন্মগ্ৰহন করেছি। আপনাদের সকলকেই শান্তিনিকেতন আসার অনুরোধ রইলো.. Specially পৌষ মেলা, শান্তিনিকেতনের হোলি, খয়ের হাট, কোপাই নদী..And Most Important বিশ্বকবি কবিগুরুর বিশ্বভারতী..আরও অনেক কিছু আসবেন অবশ্যই, অনুরোধ রইলো।
Amio
Katwa theke ki vabe jabo ? Pls guide
@@tilakghosh640
I think আপনি ট্রেনে আসতে পারেন..বোলপুর স্টেশনে নামবেন.. Then শান্তিনিকেতনে কিংবা সামবাটি-র ওদিকে একটা ভালো দেখে রিসোর্ট দেখে নেবেন....
Apnar drone short valo এবং সব videor উপস্থাপনা সুন্দর এবং videor music এবং voice valo
Ha sotti khub valo 🤗🤗🤗
Khub Sundor Hoyeche Dada
খুব সুন্দর লাগলো....🔥🔥🔥❤️❤️❤️
Sir I like your every video with great interest, and manas bangla is my teacher of history. Want more.
ঠিক পশ্চিম বাংলার মত বাংলাদেশ এরকম অনেক সুন্দর লাল মাটির এলাকায় আছে।দাদা বাংলাদেশে আসার নিমন্ত্রণ রহিল
শুভবিজয়া মানষ দা।খুব ভালো থাকবেন।
dada apni Akalipur kali mondir nia akta video banan. kub vlo jaiga.
drone shoot গুলো খুবই ভালো লাগলো।
দেখে অনেক ভালো লেগেছে দাদা ভিডিও
Wow.. Eta to amader barir kache... Thank you.. Parle terakota er oporero video deben... Abinaspore rajbari... Ache.. Aro onek kichu
খুব ভালো লাগলো আপনার ভিডিও টি. মন ভরে গেল দাদা। প্রথম আপনার চ্যানেলে। ভালো থাকবেন দাদা।
স্বাগত জানাই, শুভেচ্ছা নেবেন।
অসাধারণ, খুব ভালো লাগলো
🙏মানস দা, শুভ বিজয়া দশমীর প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামি দিনগুলি সুখ ও সমৃদ্ধিতে পুর্ণ হয়ে উঠুক এই কামনাই করি।🙏
Very very nice
Santhinekotener robitakurer barer video dekte chai dada
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে 😍😍😍
খুব ভাল লাগল আপনার video
Bah darun laglo
খুব ভালো লাগলো।
Excellent Subha Bijaya.
Nice video dhonnobad vaia.
মন টা ঠিক ভোরল না মানষ দা। আমি আপনার
ভিডিও র একজন দর্শক। আপনার সব রকম
দেখি এবং ভালোলাগে। এঈ ভিডিও কিস্ত
Dada video ta eato taratari shes hole geche bujhte parini ❤️❤️❤️
আপনার ভিডিও খুব ভালো লাগলো
Goyalpara village ta ektu dekhan💕
sir amr Bari bolpur,apnar sob video dakhi khub valo laga sir🙏🙏
Beautiful collection thanks
Asadharan composition Manas da 👍👍🙏🏻🙏🏻
Khub valo laglo
রাজা কৃষ্ণচন্দ্র এবং তার প্রিয় সভাসদ গোপাল ভাঁড় ও তার বিভিন্ন সভাসদদের সম্পর্কে কিছু বলুন 🙏🙏
Bolpur to amr parar moto hoya gacha mase to koto bar jai tar nei thik by roade hai
কি সুন্দর
সুন্দর লাগলো
মানস দা আমি মুর্শিদাবাদে গিয়ে আপনার সাথে দেখা করবো
Darun 😱😱😱😱😱🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠👍👍👍👍
Dada amar bari bolpur supur amar khub vololaglo vido ta daka
Bhalo laglo
পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রাম বীরভূমের মাড়গ্রাম নিয়ে একটা ভিডিও করুন প্লিজ🙏🙏🙏🙏
Khub vlo.laglo.
Khub Valo lage Tomar vidio dekhte Tumi Amar cheler mato..tai Tumi bollam ..
প্রণাম নেবেন।