একটু সংশোধন করা দরকার। প্রভিডেন্ট ফাণ্ড এর টাকার বিপরীতে সরকার ঘোষণা দিয়েই সুদ দেয়। সরকার এটাকে অন্য কিছু বলে না। আর সুদ না নিতে চাইলে সেটার অপশন আছে। কেউ বলতে পারবে না সরকার সুদ নিতে বাধ্য করছে। শুধু মূল বেতনের ৫% কাটা বাধ্যতামূলক, সুদ নেয়া নয়। তাই ৫% টাকা বাদে বাকি যতটুকু টাকা আসে তার পুরোটাই 100% pure সুদ
মাশা-আল্লাহ❤️
একটু সংশোধন করা দরকার। প্রভিডেন্ট ফাণ্ড এর টাকার বিপরীতে সরকার ঘোষণা দিয়েই সুদ দেয়। সরকার এটাকে অন্য কিছু বলে না। আর সুদ না নিতে চাইলে সেটার অপশন আছে। কেউ বলতে পারবে না সরকার সুদ নিতে বাধ্য করছে। শুধু মূল বেতনের ৫% কাটা বাধ্যতামূলক, সুদ নেয়া নয়। তাই ৫% টাকা বাদে বাকি যতটুকু টাকা আসে তার পুরোটাই 100% pure সুদ
হ্যা, যেহেতু এখন সরকার সুদ না নেওয়ার অপশন রাখছে কিন্তু অনেক ইউটিউব ঘাটাঁঘাঁটি করেওএই বিষয়ে কোনো মুফতিকে এখন পর্যন্ত মাসয়ালা দিতে দেখলাম না।
ঠিক বলেছেন ভাই,,বাট এ বিষয়ে কোন ফতওয়া দেখলাম না।
ইউনিয়ন পরিষদে কর্মরতদের বেতন ছাড়া ইউপি থেকে আসা টাকা কতটুকু হালাল বা হারাম।
প্লিজ জানতে চাই
সবই সুদ
অবশ্যই এটা শুধ হবে।