Nishi nijhum | নিশি নিঝুম নজরুল সঙ্গীত | Jannate Romman Tithi | Nazrul Sangeet| Kalpotithi
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- Nishi nijhum | নিশি নিঝুম নজরুল সঙ্গীত | Jannate Romman Tithi | Nazrul Sangeet| Kalpotithi
................................................................................................................
Artist : Jannate Romman Tithi
Composition : Amlan Halder
Album : Mone rakhar din
................................................................................................................
নিশি নিঝুম ঘুম নাহি আসে
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে ||
বিহগী ঘুমায় বিহগ-কোলে,
শুকায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে||
ফুরায় দিনের কাজ,ফুরায় না রাতি,
শিয়রের দীপ হায়, অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।
কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ-মাখা মুখ গুন্ঠনে ঢাকি।
দিন যায় দিন গুণে নিশি যায় নিরাশে||
You can also find me in :
🔵Facebook Page : / tithi.singer
#banglasong #banglacoversong #ferozabegum #firozabegum #bangladesh #songofnazrul #nazrulsangeet #kazinazrulislam #jannaterommantithi #kalpotithi #ferdousara #nazrulgeeti
Disclaimer:-
This channel may use some copyrighted materials without the specific authorization of the owner but contents used here fall under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
সুরে তন্ময়তা, বানীতে স্নিগ্ধতা, গায়কীতে মোহনীয়তা, শব্দউচ্চারনে ভাবের গভীরতা, বাদ্যযন্ত্রে যথার্থতা, ভিডিওগ্রাফিতে আভিজাত্যের উজ্জ্বলতা এক কথায় অসাধারনননননন...... প্রতিবার মনে হয় আরেকটু দীর্ঘ কেন হয়নি এমন শ্রুতিমধুর গানটুকু..….. বিনম্র শ্রদ্ধা...
অনবদ্য। ।
Khub valo gea mon kere nile bonti
Superb
Excellent, Salute to our poet of honour Qazi Nazrul Islam
মুগ্ধতায় ভরা গায়কী। অসাধারণ। শুভকামনা নিরন্তর।
অসাধারণ। পছন্দের গান। মোনযোগ দিয়ে শুনলাম।
Khub valo laglo bonti
আপনার প্রতি অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। অসাধারণ আপনার কণ্ঠ ও গায়কী। অপলক দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করি আপনার সুন্দর সুন্দর গান। দীর্ঘজীবী হউন 🤲 💚🧡💜
মুগ্ধ হয়ে শুনলাম, অতি সুন্দর গায়কী!! চমৎকার সঙ্গীতায়োজন এবং উপস্থাপনা।
খুব ভালো লাগলো ❤
নজরুলের এই গানটির কথা, সুর, তাল আর লয়ের সাথে আপনার দরদমাখা চমৎকার গায়কী আর যন্ত্রীদের উপস্থাপনা আমাকে বারবার এই গানটা শুনতে বাধ্য করেছে। শিল্পী আপনাকে ও এই গানের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ। নজরুল সঙ্গীতের আরো চর্চা ও বিকাশ ঘটুক।
অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য । শুভ কামনা সব সময়ের জন্য ।
Beautiful singing 👌
Best wishes 🎵🌷♥️
Wow!
Darun, fata fati
আমিও গান শুনতে শুনতে ঢুলছিলাম।সুন্দর!
Darun laglo
অসাধারণ!
সুন্দর হয়েছে একেবারে আমার মনের মত গাওয়া হয়েছে।
চমৎকার !
Love ur all songs 🎵 MashAllaha. MY beautiful friend ❤️ love your voice also.
Excellent.. Struggling to find a phrase to praise you.. Well done 👍 😎
চমৎকার
অসাধারণ। গায়কী, বাদ্যযন্ত্র সবকিছুর সমন্বয় একেবারে চমৎকার লাগলো। আর এ ধরনের গান আপনার কন্ঠে অনেক শ্রুতিমধুর হয়ে ওঠে। অনেক শুভ কামনা।।
Excellent, Mind Blowing
Excellent performance 👏
Wonderful style of singing. I am in love with you,Tithy
Opurbo sundor
Jemon gaan temoni gayoki..just awesome
খুব ভালো হয়েছে।
Beautiful❤ ❤
অপূর্ব
প
পছন্দের একটি গান ❤
Tithi fantastic selection bhalo hochhe ssg kolkata
BEAUTIFUL Nazrulgiti SINGER ❤
শিল্পীর মধুর কন্ঠে গাওয়া গান
বার বার শুনতে ইচ্ছে করে।
মুগ্ধতা জানাই।
আপু অনেক সুন্দর ছিলো।
Excellent.
So sweet perfect love you ❤
এতাসুন্দর পার্প্রোমাজ ছিলো!
আমার প্লে লিস্ট(আপনার গাওয়া) এর প্রথম গান এটা,,🥰
@@dreamysailor7016 i appreciate
@jannaterommantithi1011 🥰🥰
Lovely!
Thank you so much!!
25/10/2022
মুগ্ধতা ❤️
১.আসে বসন্ত ফুলবনে ,
২. মোরে ভালবাসা ভুলিওনা পাওয়ার আশায় ভূলিও
৩. নিশি নিঝুম
আপা,
আপনার এই গানগুলি এত ভাল লাগে কেন? বার বার শুনতে মন চায় ।
এই ৩ টি গান আমি যে কতবার শুনেছি তা হিসেব করে বের করা যাবেনা ।
আপনি ভাল থাকুন, সুস্থ্য থাকুন , যেখানে থাকুন । আপনার জন্য শুভ কামনা ।
বিনয়াবনত
আসাদুজ্জামান
@rakibrakib8201 Thanks a lot
Nice singing
কবি তুমি সুন্দর😍💓
Nice
তবলা শিল্পীর নাম কি ? অসাধারণ সঙ্গত! ❤️
❤❤❤❤
খোঁপায় ফুল হলে আরো সুন্দর লাগতো ❤❤😊
Vary Nicc singer Thanks to all
Jannat romman Tithi i love you....
Emon gan shunle ghum asbe na.
লয় কিছুটা স্লথ হয়েছে।