কবিবর আব্দুল হাকিম প্রাক্তন শিক্ষক চৌহাট্টা উচ্চ বিদ্যালয় অবিনাশ পুর বীরভূম আসে বারবার সবার মাঝার সেই পঁচিশে বৈশাখ, মনে পড়ে যায় গান কবিতায় কতশত লাখ লাখ । কবি মহা মুনি মধুময় বাণী অমিয় বাণীর কবি, করেছেন সবার। মন অধিকার জীবন্ত কবির ছবি। জ্ঞানের আকর জ্ঞানের সাগর বিশ্বকবি কবিগুরু, দানিলেন তিনি সে অমর বাণী ভাবে ভরা ছন্দ চারু। 'ব্যাস', 'কীর্ত্তিবাস', 'বাল্মিকী' সুদাস, ' জয়দেব', 'বাইরন', 'সেক্সপিয়ার' , প্রতিভা সবার- 'রবি' মাঝে বিরাজমান। ভাব সে অতুল হৃদয় আকুল জাগে শিহরণ নব, ঝংকার তার হিয়ার মাঝার থেকে যায় অভিনব। ভারত গৌরব নিখিল সৌরভ পদ্যে সাহিত্যে বৈভব, কবিবর যতি প্রতীক ভারতী মাল্য জিনিয়া রৈরব । রবির জনমে মরমে মরমে সকলে পেয়েছে আলো, কবিতার শাখে পদ্য পর্ণ ফাঁকে পেয়েছে কিরণ ভালো। মরেও মরেননি মহাত্মা জ্ঞানী অমর জীবন কর্ম, পঁচিশে বৈশাখ আজিকে নির্বাক কহে কাব্য পুত হর্ম্ম । তিনি কবিবর হেন ধরা 'পর দেবদত্ত জ্ঞান সাধি', শত গ্রন্থ পত্রে বর্নিলেন তা মন্ত্রে দেব জ্ঞান বিশ্ব লাগি। যদি এ ভারত পেতো এ যাবত মহাকবি মহাভাব, তাহে এ পৃথিবী পেতো শান্তি সবই স্বর্গেরই মহালাভ । অসংখ্য রচনা করিলেন যোজনা- কাব্য, গীতি,তা অশেষ, গ্রন্থ ভুরি ভুরি। আজীবন পড়ি' - তা' হবে না নিশেষ । আমার রচিত ও প্রকাশিত আরাধনা পুস্তক থেকে
অপূর্ব, এক অন্য জগত
Darun❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤darun❤❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগছে এইসব গান শুনে ।
I love Rabindra Sangeet ❤❤
অসাধারণ।
খুব ভালো লাগলো ❤❤❤❤️
ধন্যবাদ 🌹🌹🌹🌹🌹
🥀🥀🥀😢😢😢💔💔💔
২, গানটি আমার জীবনের অতি প্রিয়।
মন ভালো হয়ে যায়
অসাধারণ
গানের প্রতিটি শব্দ অর্থপূর্ণ খুব সুন্দর
Darun ❤
গান গুলো অসাধারণ
Khub bhalo laglo
মনটা জুড়িয়ে গেলো।
😮
Asadharon ❤❤
Good song.
Darun
খুব ভালো লাগলো।
খুব সুন্দর
অনির্বচনীয় আনন্দ পেলাম ❤
Iloverabind
Dhanybad 🌹🌹❤️❤️
অদৃশ্য এক অনুভব.... 🥰😌
কবি গুরুর গান যখন শুনি এক স্বর্গীয় অনুভুতি জাগে মনে।গানগুলি অনুধাবন করতে হলে, একাগ্র চিত্তে
শুনতে হবে।
I love song ❤
Apurba
I love rabindra sangeet
Mon bhore galo
Ok 1st Song is amazing.but it is universal truth that old is GOLD
আমার হিয়ার মাঝে
লুকিয়ে ছিলে; শালুক ফোটা
ঐ যে ঝিলে
সবুজ শ্যামল তেপান্তর....
হায় নিলুফার!
আয় না ফিরে কাছে আবার;
রাজহংসে বসে এবার ;
বাঁধব ছোট্ট ঘর.....❤❤
Bhalo❤❤❤❤❤
Love this song
দারুন ভালো লাগছে ❤❤❤❤❤
সকালে এ গান গুুলি শুনতে খুব ভালো লাগে।
Excellent ❤❤
___________________
রবীন্দ্রাদর্শ ঈশে ভক্তি
"তোমারি গেহে, পালিছ স্নেহে,
তুমিই ধন্য ধন্য হে,
আমারি প্রাণ, তোমারি দান,
তুমিই ধন্য ধন্য হে"।
রবীন্দ্রের মন- ব্রহ্মে করে স্মরণ,
এক ঈশে ধ্যানে রহে,
ঈশেরে পেতে তিনি, মগ্নই আপনি,
চিত্ত স্রস্টাগীতী গাহে।
আবদুল হাকিম এম এম রিয়াযী।
অবিনাশ পুরে সারাক্ষণ বিরাজি।।
২৫ শে বৈশাখ চৌদ্দশ' একত্রিশ।
আজ আটই মে দু'হাজার চব্বিশ।।
❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍
Ananda. Ar. Ananda
Onno jogote hariye gaceleam.
❤❤❤❤❤❤❤❤❤
Praner Gan.
very nice
রবিগান পূরণো হওয়ার নয়,
যখনই শুনি নূতনই মনে হয়।
আবদুল হাকিম
অবিনাশপুর সাকিম০৭/০৫/০২৪
Khub volo lagl0 gan gul0
Satti e bholo lagacha
❤❤❤❤❤❤❤
Daun gan gulo
Daun noy darun
Excellent...
কবিবর
আব্দুল হাকিম প্রাক্তন শিক্ষক চৌহাট্টা উচ্চ বিদ্যালয় অবিনাশ পুর বীরভূম
আসে বারবার সবার মাঝার
সেই পঁচিশে বৈশাখ,
মনে পড়ে যায় গান কবিতায়
কতশত লাখ লাখ ।
কবি মহা মুনি মধুময় বাণী
অমিয় বাণীর কবি,
করেছেন সবার। মন অধিকার
জীবন্ত কবির ছবি।
জ্ঞানের আকর জ্ঞানের সাগর
বিশ্বকবি কবিগুরু,
দানিলেন তিনি সে অমর বাণী
ভাবে ভরা ছন্দ চারু।
'ব্যাস', 'কীর্ত্তিবাস', 'বাল্মিকী' সুদাস,
' জয়দেব', 'বাইরন',
'সেক্সপিয়ার' , প্রতিভা সবার-
'রবি' মাঝে বিরাজমান।
ভাব সে অতুল হৃদয় আকুল
জাগে শিহরণ নব,
ঝংকার তার হিয়ার মাঝার
থেকে যায় অভিনব।
ভারত গৌরব নিখিল সৌরভ
পদ্যে সাহিত্যে বৈভব,
কবিবর যতি প্রতীক ভারতী
মাল্য জিনিয়া রৈরব ।
রবির জনমে মরমে মরমে
সকলে পেয়েছে আলো,
কবিতার শাখে পদ্য পর্ণ ফাঁকে
পেয়েছে কিরণ ভালো।
মরেও মরেননি মহাত্মা জ্ঞানী
অমর জীবন কর্ম,
পঁচিশে বৈশাখ আজিকে নির্বাক
কহে কাব্য পুত হর্ম্ম ।
তিনি কবিবর হেন ধরা 'পর
দেবদত্ত জ্ঞান সাধি',
শত গ্রন্থ পত্রে বর্নিলেন তা মন্ত্রে
দেব জ্ঞান বিশ্ব লাগি।
যদি এ ভারত পেতো এ যাবত
মহাকবি মহাভাব,
তাহে এ পৃথিবী পেতো শান্তি সবই
স্বর্গেরই মহালাভ ।
অসংখ্য রচনা করিলেন যোজনা-
কাব্য, গীতি,তা অশেষ,
গ্রন্থ ভুরি ভুরি। আজীবন পড়ি' -
তা' হবে না নিশেষ ।
আমার রচিত ও প্রকাশিত আরাধনা পুস্তক থেকে
Apon attar satha mishi galo.khokono puraton hobe na.
AI gangulir satha a mar jibaner partita muhurta Mila
Jascha.
Khabu sundar
Khabu sundar
এই রকম সুন্দর গানের মধ্যে গান বন্ধ করে Ad ঢুকিয়ে দেওয়া আপনাদের শোভন মনে হয়?ভেবে দেখতে অনুরোধ করছি l
Gaan sunte sunte nijei jariye giechhilam.
Spelling mistakes. Hariye giechhilam.
অভিনন্দন,
Aà see@
সেরা৬টিরবীন্দ্রনাথেরসবগানগুলোসবারভালোলাগে
গায়িকা না ম কি
অসাধারণ।
মনটা জুড়িয়ে গেল।
Khub valo laglo
Very nice
❤❤❤😊😊🥰🥹
❤❤