Jak na nishi | যাক না নিশি | নজরুল সঙ্গীত | Jannate Romman Tithi | Nazrul Sangeet| Kalpotithi
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Jak na nishi | যাক না নিশি | নজরুল সঙ্গীত | Jannate Romman Tithi | Nazrul Sangeet| Kalpotithi
Artist : Jannate Romman Tithi
Composition : Amlan Halder
Album : Mone rakhar din
...............................................................................................................
যাক না নিশি গানে গানে জাগরণে
আজকে গানের বান এসেছে আমার মনে।।
মন ছিল মোর পাতায় ছাওয়া
হঠাৎ এলো দখিন হাওয়া
পাতার কোলে কথার কুঁড়ি
ফুটলো অধীর হরষণে।।
সেই কথারই মুকুলগুলি সুরের সুঁতোয় গেঁথে গেঁথে,
কা’রে যেন চাই পরাতে
কাহারে চাই কাছে পেতে।
জানি না সে কোন বিজনে
নিশীথ জেগে এ গান শোনে
না-দেখা তার চোখের চাওয়ায়
আবেশ জাগায় মোর নয়নে।।
You can also find me in :
🔵Facebook Page : / tithi.singer
#banglasong #banglacoversong #ferozabegum #firozabegum #bangladesh #songofnazrul #nazrulsangeet #kazinazrulislam #jannaterommantithi #kalpotithi #ferdousara #nazrulgeeti
Disclaimer:-
This channel may use some copyrighted materials without the specific authorization of the owner but contents used here fall under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
খুব সাবলীল ভাবে সুস্পস্ট উচ্চারণে গানটি চমৎকার ভাবে পরিবেশণ করা হয়েছে। দারুণ মিষ্টি কন্ঠ।
একদম পাগল করে ছাড়লেন
কী যে অসাধারণ গেয়েছেন! আপনার মিষ্টি কন্ঠে মুগ্ধতা ছড়িয়ে দিল! আপনারই কন্ঠে নজরুল সঙ্গীতগুলো চিরঅমর হয়ে থাকবে।
অনুগ্রহ করে আরো আরো নতুন গান উপহার দিয়ে আমাদের হৃদয়ের নজরুল সংগীতের পিপাসা মিটিয়ে দিন।
যারা তবলায় ও অন্যান্য ইন্সট্রুমেন্টে সহযোগিতা করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি 🙏
গানের কথার সাথে আপনার প্রতিটা শব্দ বলার যে ধরন এটা কারোর নেই। অসাধারণ আপু
এই প্রথম শুনলাম।
লিখা সুর ও কন্ঠ
মাশাআল্লাহ।।
মন জয় করার মতো একটা গান।❤❤❤❤❤অসম্ভব সুন্দর ❤❤❤❤
বেশ ভালো লাগলো। শ্রদ্ধা।
@@md.shazzadhossoin7088 Thanks
খুব ভালো হয়েছে গানটি, শুভ কামনা রইলো।
Excellent style of singing with full of sweet melody that touches the core of heart...I salute you for extraordinary singing...
@@Mdferoz-hu1hb Thanks 😊
অপূর্ব সুন্দর গান 👌
অপূর্ব সুন্দর নিবেদন করেছেন শুভেচ্ছা জানাই।
অসাধারন নিবেদন শুভ কামনা রইল।
Onek shundar akta gan, poribeshonào otybo shundar! Amy jokhon je gan shuny, tar age Amar mone shei Ganer shur beje uthe!
আপনার গান শোনার পরে মনে হয়েছে,মূলধারার শিল্পী এখনো এদেশে আছেন এবং সঠিক পথ নতুনদের
দেখাচ্ছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি শুধু দেশের না,সারা বিশ্বে সুদ্ধ সংগীত চর্চার পথিকৃৎ।
আমি নিয়মিত আপনার গান শুনি,আপনার নোট গুলো অসাধারণ! কন্ঠের মাঝে অসাধারণ একটা পেলবতা আছে।
অনেক ধন্যবাদ আপনাকে ।
চমৎকার, চমৎকার, চমৎকার
কী যে অসাধারণ গেয়েছেন! মিষ্টি কন্ঠে মুগ্ধতা ছড়িয়ে দিল! আপনাদের কন্ঠে এই নজরুল সঙ্গীতগুলো চিরঅমর হয়ে থাকবে। অনেক ধন্যবাদসহ ভালোবাসা রইলো।
Extraordinary ❤
মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান
খুব ভালো লাগলো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার কণ্ঠে আরো অনেক অনেক গান শুনতে চাই।
আহা, মন টা জুড়িয়ে গেল।
সেই ছোট থেকেই এই গানটি শুনেছি নিলুফার ইয়াসমিনের কন্ঠে, কতবার কতবার যে শুনেছি তার কোন সংখ্যা নেই,
আজ আপনার কন্ঠে শুনে অনেক মুগ্ধ হলাম , মাশাল্লাহ যে রকম কন্ঠ সেরকম গান দুই মিলে এক অসাধারণ সৃষ্টি
বাহ অসাধারণ
অপূর্ব সুন্দর নিবেদন করেন
Mind blowing!!!
আমার পছন্দের একটি গান...
নিলুফার ইয়াসমিন ম্যাডাম এর উত্তরসুরী মনে হচ্ছে আপনাকে
অনেক ভালো লেগেছে
খুব ভালো হয়েছে ।।
Right!!
দারুণ
ভিন্ন ধরনের সুর। অনেক মিষ্টি
নজরুল সঙ্গীত চিরঅমর হয়ে থাকবে আপনার কন্ঠে
Ai ganer onek shundar poribeshona. Many thanks.
আপনার গানের জন্যে সকলেই পাগল নাকি একলা পাগল জানিনা। কেনো জানি আপনার গান একদিন না শুনলে কেমন লাগে
অনেক সুন্দর গেয়েছেন। আমার প্রিয় গান।
খুবই সুন্দর কন্ঠ।
Beautiful song; beautifull rendition.
খুবই ভাল লাগল।
বড়ো ভালো গাইলে,,,,বোন।
খুব ভালো লাগলো আমার।
ভালো থেকো,,,আশীর্বাদ নিও,,,✋
@@surarohan3908 Thanks
"""মনে রাখার দিন"""
এমন সুন্দর একটি এ্যালবামের গানগুলো খুব মিস করছি 🌹🌹🌹
সুর ও সঙ্গীত: শ্রদ্ধেয় প্রয়াত প্রণব ঘোষ 💗💗💗
গানগুলো আপলোড দেয়ার জন্য বিনীত অনুরোধ রইলো 🌺
প্রাণ জুড়িয়ে গেল
আপনার একজন ভক্ত হিসেবে আমি একটি অনুরোধ করতে চাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান আপনার কন্ঠে এত মানায় যা অন্য কারো কন্ঠে খুজে পাইনা মনে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছন্দ বিহীন উত্থান পতন হাহাকার মিশ্রিত প্রেমিক মনের মহাকালের এক স্বপ্নচারিনী নায়িকা মহান কবি কাজী নজরুলের ইসলামের গান ব্যতীত অন্য কোন গান আপনার কন্ঠে শুনতে চাই না আমার হিংসা হয়। আশা করি আমার আবেগটা বুঝতে পারবেন। আমি তো কবিকে দেখিনি আপনার গানের মধ্য দিয়ে সারা জীবন দেখতে চাই যতদিন বেঁচে থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Another sweet rendition from a lovely singer!
You (your voice as well) won our hearts.
11/10/2022
Nice!!
Nice very nice. Fantastic Recitasion.
Excellent
অনক বলা বলেছি যে মিথ্যা বলা।,অনেক 😊চলা চলেছি সে মিথ্যা চলা।।আজ সব চলার শেষে শেষে 5:45 তোমার দারেই দারাই এসে ।ভূলিয় মন ন্যনা মোরে আপন কাজে।। 🙏
প্রিয় শিল্পী প্রিয় আপু
Wonderful singing.
Shundori to bote...abar shundor geyece......Thanks..shakhate kotha bola opekkha roilam...
😑অসাধারন💛👌💛🙏💛☺
Very sweet melody, I like it
So sweet..
Wonderful voice.
Misti ganer murchana.
Tabla ta ja bajiyeche na! Durdanto
Nice song and you as well.
খুব ভালো গান
ভালো থাকবেন।
Nice song very well
Thank Tithi mam very nice.
Khob balo জাকির টেইলার্স এন্ড ফেব্রিক্স লেডিস এন্ড জেন্স মোহাম্মদপুর নবীনগর হাউজিং রোড ৮
সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাসে থাকবেন
Cherobeday❤❤❤❤❤❤❤❤❤cherobeday
অনেক শান্ত আর sweet
perle jyoti Chokrobartty galay ganti aktu sune nio. valo theko.
অনুরোধ রইল আর টি গান
আমার অনুরোধে গানটি কখন আসবে বলো উত্তর দেব কি মসৃন পিঠ করে শুইয়ে দিলাম তারপর বললাম তুমি কি চাও তবে একটা পোস্ট করেছেন শুভেচ্ছা নিরন্তর শুভকামনা রইল
Nazrul konna.
Madame onekta e Nayika Rojina madamer Moto lage!
দারুণ পরিবেশ না
আধ্যাত্মিক গানের গাম্ভীর্য সৃষ্টি করা হলো না।
রবীন্দ্র বাঁ নজরুল সংঙ্গীত গাওয়ার আগে উচ্চারন ঠিক করা উচিৎ
Remake na kore satantrata bojay rakhkatai boro silpir porichoy
আমার কিচ্ছু বাধা নিষেধ মেনে চলতে হয়।সেগুলি শেয়ার করার অনুরোধ রইল।সামনে ছাড়া হবে না
অনক বলা বলেছি যে মিথ্যা বলা।,অনেক 😊চলা চলেছি সে মিথ্যা চলা।।আজ সব চলার শেষে শেষে 5:45 তোমার দারেই দারাই এসে ।ভূলিয় মন ন্যনা মোরে আপন কাজে।। 🙏
অসাধারণ গায়কী