AMAR SOKOL DUKHER // TAGORE SONG // PREME O BIROHE ALBUM// JAYATI // SUPRATIK // ARINDAM // RAJA //

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • One of the best collection of Modern poems with the feelings related to The Tagore songs. Hope you will enjoy a lot with the essence of this Awesome combination of Poems and songs.A complete reflection of love and emotions.Poems are written by Arindam Chakrabarty except 'Ami Nishidin Tomay Bhalobasi' by Rabindra Nath Tagore.All the poems recited by Raja.Tagore songs sang by Jayati Chakraborty and Supratik Das.Music part of the poems made by Raja Sengupta and music arrangement of the Tagore songs by Kunal Chakrabarty.Recorded and marketed by Ambience Productions.
    SONG- RABINDRANATH TAGORE.
    SINGER - JAYATI CHAKRABORTY.
    ALBUM- PREME O BIROHE.
    AUDIO- AMBIENCE PRODUCTIONS.

Комментарии • 1,5 тыс.

  • @ASAart-jp2gu
    @ASAart-jp2gu 3 года назад +166

    দুখের ও একটা সুখ আছে । কখনো সেটা আনন্দের সুখের থেকে বেশি । এই গান সেই সুখের অনুভুতিতেই হৃদয়টা ভরিয়ে দেয়। গান শুনতে শুনতে বুকটা টন টন করে ওঠে । কিন্ত এই টন টনানি মনকে যন্রনা দেয়না , মনকে শান্ত করে দেয়।

    • @Corona-vo5eh
      @Corona-vo5eh 3 года назад +3

      Oshadaron bolechen dada.
      E jeno amar shohoj shorol shikarukthi ❤️

    • @kisormukherjee1203
      @kisormukherjee1203 3 года назад +1

      Very nice.

    • @aparnadas9248
      @aparnadas9248 3 года назад +1

      Khub sundor kotha bollen...

    • @basharkhan47
      @basharkhan47 3 года назад +1

      Well said

    • @sayandeepdas3376
      @sayandeepdas3376 2 года назад +1

      Ekdom thik bolechen dada.E jeno dukkher byathar saparpan sukher kache.

  • @srijanimukherjee3443
    @srijanimukherjee3443 4 года назад +196

    Kolkata r mey ami, USA te thaki last 6.5years. Onek dhoroner gaan sunechi ei 29bochorer jibone... Rabindrasangeet er dhare kache kichu ashe na. R ei gaan ta mone hoy bhitor ta chhuye jaye. Gaye kanta dey... Rabi Thakur bhogoban er rup amader kache!

    • @anirbanroy871
      @anirbanroy871 4 года назад +5

      ঠিক বলেছ দিদি

    • @anirbanroy871
      @anirbanroy871 4 года назад +3

      Didi amar channel subscribe korba na ki please

    • @gautamdas3807
      @gautamdas3807 3 года назад +8

      আমার বয়স,,,, 24 এই বয়সে সবাই,,,, অন্য গানের ভক্ত,,,, আর আমি রবীন্দ্র সংগীত ভক্ত

    • @abirbanerjee8554
      @abirbanerjee8554 3 года назад +3

      Amader anek vaggo je amra onar bhasa tei suni

    • @basudebsau6409
      @basudebsau6409 3 года назад

      দরদ মাখানো গান!🙏👌👌👌👌👌👌👌❤👍

  • @jimjiju
    @jimjiju 3 года назад +477

    স্বর্গের কিন্নরীগণ এর থেকে মধুকণ্ঠী কিনা জানি না। তবে আমি যদি স্বর্গে যেতে পারি তাহলে কিন্নরীদের পরিবর্তে জয়তীর কণ্ঠেই গান শুনতে চাইব। এ জীবনে যতজনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তাদের সবার থেকে জয়তী ঈশ্বরের কৃপাধন্য। এ গায়কী তুলনাহীন। ঈশ্বরের অশেষ কৃপা না থাকলে এমন মধুময় কণ্ঠ কারো হতে পারে না।

  • @bijonsarker6049
    @bijonsarker6049 3 года назад +216

    আমার প্রিয় মানুষটি ছিল মুসলমান, আমরা দুজন দুজনকে খুবই ভালবাসতাম,কিন্তু আমরা এই সম্পর্কের বাস্তব পরিনতিও জানতাম 😭
    এই গান গুলা শুনতাম আর কাঁদতাম।যদি কোনদিন এই গান শুনতে এসে আমার কমেন্ট পড়ো তুমি,মনে করো আমি এখনো তোমাকেই ভালবাসি।ভালো থেকো।

  • @pabitrachatterjee7666
    @pabitrachatterjee7666 2 года назад +39

    "আমার ব্যাথার পূজা হয় নি সমাপন" এত অন্তর ছুঁয়ে যাওয়া শিল্পী আর কই?যখনই শুনি দু চোখ জলে ভরে ওঠে।

  • @kabitabhaduri3792
    @kabitabhaduri3792 3 года назад +107

    কি অপূর্ব গান গাইলে মা "জয়তী" শেষ বেলায় শান্তি পেলাম অনেক বার শুনেছি কিন্তু সেই শান্তি আজ পেলাম আশীর্বাদ রইল

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад +12

      Apni amar shroddha o pronam neben......dirghaiyu kamona kori.....

    • @oceaneiika
      @oceaneiika 3 года назад +5

      শ্রীম. কবিতা ভাদুড়ী : আপনাকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🏼আপনার ভাষায়-কথায় আমার ঁমায়ের স্মৃতির পরশ পেলাম ..তাই একটি ব্যক্তিগত স্মৃতি লিখছি ..এই গান টি আমার ঁমায়ের প্রাণের গান ছিল …আমার শিশুবেলায়, সন্ধ্যাবাতির পরে মা তাঁর গুরুদেবের ছবির সামনে বসে, আমায় বক্ষে নিয়ে, এই গান টি অশ্রুসজল চোখে ঠাকুর কে শোনাতেন ….সেই অশ্রুসিক্ত সুর আজ ও বুকে বেজে ওঠে !
      আমার ঁমা ‘৬০ দশকের স্বনামধন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন - সাগর সেন, সুশীল মল্লিকের কাছে শিখেছিলেন। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্রের সঙ্গে সমসাময়িক প্রোগ্রামে গান পরিবেশন করতেন । বিবাহোত্তর সব বিসর্জন দেন।তবে তাঁর অন্তরালের জীবনে, ঘরের আলো আঁধারে এই রকম বহু চিরন্তন রবীন্দ্রসঙ্গীতের সুর আজ ও এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে … 😢♥️
      শ্রীঠাকুরের চরণে আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করি মা … 🙏🏼😔 - সাগরিকা

    • @kabitabhaduri3792
      @kabitabhaduri3792 3 года назад +1

      @@oceaneiika সাগরিকা মা আমি তোমার মার কথা জানলাম তোমার মার নাম কি ছিল মা তুমি ভালো থেকো আশীর্বাদ রইল এই পৃথিবীতে আসা ও যাওয়া আমাদের হাত নেই ঐ গোবিন্দ যা করবেন তাই হবে দুঃখ করো না মা আমার আমিও ৭১ বছরের বৃদ্ধা ভালোবাসা নেবে

    • @oceaneiika
      @oceaneiika 3 года назад +1

      @@kabitabhaduri3792 : স্নেহাশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ 🙏🏼 ঁমায়ের পরে আশীর্বাদী হাতের অভাব বড় বেশী অনুভব করি। আমার ঁমায়ের নাম দীপালি গুপ্ত (বিবাহোত্তর সেনগুপ্ত) - উনি IISCO বার্ণপুরে Hollerith division এ কর্মরত ছিলেন।আমি ঁমায়ের একমাত্র সন্তান ছিলাম..এবং তাঁর জীবনের একমাত্র বাঁচার কারণ .. আর মা ভিন্ন আমার পৃথিবী অচেনা আঁধার .. তাই আপনার মতো মাতৃ স্থানীয়ার কথায় সেই শূণ্যতা বিহ্বল করে.. জানি, সময় বড় নিষ্ঠুর, আমরা অসহায় .. তবু ও চাই আপনি অনেক সময় সুস্থ সক্ষম হয়ে আমার মতো মাতৃহীনদের আশীর্বাদ করে, আমাদের সঙ্গে থাকুন !! প্রণাম মা ♥️😢🙏🏼

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад

      @@oceaneiika thanxxx a lot......

  • @farukahammed9405
    @farukahammed9405 3 года назад +38

    মেয়ে হারানোর শোক শেষ হয়না । থেকে থেকে জেগে ওঠে । শিল্পীর কন্ঠে দরদমাখা সুর । আজীবন শুনে যাব । যত শুনি তত নতুন লাগে ।

  • @mohanraharoy2264
    @mohanraharoy2264 3 года назад +138

    কারা কারা 2021 গান টা সুনেছ তারা তারা like দিন

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад +3

      Thanxxx a Lot........

    • @nitadeb3418
      @nitadeb3418 3 года назад +1

      ßhyàmz the y with a rwe we
      me. The gybe bopping the ed w

    • @biswajitnayek9507
      @biswajitnayek9507 3 года назад +1

      ok

    • @subhaskumardass270
      @subhaskumardass270 3 года назад +1

      আধুনিক মহিলা শিল্পীদের মধ্যে এনার কন্ঠেই সবথেকে ভালো লাগে । অবশ্য রবীন্দ্র সংগীত।

  • @kaberimaitra4597
    @kaberimaitra4597 4 года назад +187

    জয়তী চক্রবর্তী র গাওয়া (আমার সকল দুখের প্রদীপ) অন্তরে স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। চোখে জল এসে যায়। ঈশ্বরের আশীর্বাদ ধন্যা। ঠাকুরের কৃপা দৃষ্টি সবসময় যেন জয়তী র জন্য থাকে

    • @jhunuchakma3383
      @jhunuchakma3383 4 года назад +3

      অপৃর্ব।বেঁচে থাক পিরিও শিল্পী।

    • @gopalseal5375
      @gopalseal5375 4 года назад +2

      Jayatidir galai bhisan sundae gan

    • @gmsayeed6038
      @gmsayeed6038 4 года назад +1

      R=rrr=ŕ=f===grrr

    • @gmsayeed6038
      @gmsayeed6038 4 года назад

      @@jhunuchakma3383 $

    • @babybilkis1708
      @babybilkis1708 3 года назад

      @@gmsayeed6038 by

  • @prokashchandrabose3291
    @prokashchandrabose3291 3 года назад +34

    খুব ছোটো বেলায় আমার মা গলায় গানটা শুনতাম, আজ বহু দিন পর গানটা শুনে মনটা ভোরে গেলো আর চোখটা মা জন্য ভিজে গেলো। তুমি অনেক বড় গায়িকা হয় প্রাথনা করি মঙ্গলময়ে কাছে।

  • @biswanathdas7759
    @biswanathdas7759 4 года назад +107

    বর্তমান সময়ের সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। গলায় এতো দরদ আর আবেগ খুব কম শিল্পীর কাছে পাওয়া যায়।এক অনাবিল আনন্দ।ধন্যবাদ দিদি।আপনি এভাবেই গেয়ে যান।

  • @kabitaroy5332
    @kabitaroy5332 5 месяцев назад +7

    ছোটো বেলায় মা er কাছে এই গান শুনেছি I মা যে কি ভালো গাইত কি বলবো I মা এর কথা খুব মনে পড়ছে I

    • @Anamhsnew
      @Anamhsnew 3 месяца назад

      same to me as like u

  • @shiponroy8781
    @shiponroy8781 4 года назад +52

    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
    আমার ব্যথার পূজা হয়নি সমাপন।।
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
    আমার ব্যথার পূজা হয়নি সমাপন।।
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
    যখন বেলা- শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়- মাঝে,
    সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে,
    যখন বেলা- শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়- মাঝে,
    সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে,
    তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন-
    আমার ব্যথার পূজা হবে সমাপন।।
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
    অনেক দিনের অনেক কথা,ব্যকুলতা,বাঁধা বেদন- ডোরে,
    মনের মাঝে উঠেছে আজ ভরে।
    অনেক দিনের অনেক কথা,ব্যকুলতা,বাঁধা বেদন- ডোরে,
    মনের মাঝে উঠেছে আজ ভরে।
    যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
    আকাশ- পানে ছুটবে বাঁধন- হারা,
    যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
    আকাশ- পানে ছুটবে বাঁধন- হারা,
    অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন-
    আমার ব্যথার পূজা হবে সমাপন।।
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
    আমার ব্যথার পূজা হয়নি সমাপন।।
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-

  • @alharunabdullah771
    @alharunabdullah771 Год назад +31

    আমার এখন মরে যেতেও কোন প্রতিবাদ নেই, কোন আপত্তি নেই! জয়তীর কন্ঠে এই গানটি শোনার পর পৃথিবীতে এ জীবনের আর কোন অর্থ থাকে না! কবিগুরু যখন এতটা দুঃখিত এবং শোকাকুল ছিলেন, সেখানে আমি-আপনি কেন দুঃখকে অস্বীকার করব। জীবন মানেই যন্ত্রনা। কোন এক মহাশক্তির এলেমেলো খেলা!

  • @mdmamunkhan3024
    @mdmamunkhan3024 3 года назад +13

    অসাধারণ গান,কি আবেগ!!! আমরা একদিন থাকবো না,এই গান যুগ যুগ থাকবে,
    হয়ত আমার এই কমেন্ট টিও আজ থেকে ১০০ বছর পর কেউ পড়বে,
    জয়তী আমার প্রিয় শিল্পী।

  • @ipshitachakraborty6173
    @ipshitachakraborty6173 Месяц назад +1

    হাজার বছর পরেও এই গান একই রকম ভাবে মন ছুঁয়ে যাবে। শুধু চোখ বুঝে গানটি অনুভব করতে হবে।

  • @shuvonandi6376
    @shuvonandi6376 Год назад +18

    এই ৩৮ বছরের জীবনে বুঝতে পেরেছি জীবনটা দুঃখের। রবি ঠাকুরের এই দুঃখ সইবার প্রেরণা দেয়।

  • @juthikasaha7189
    @juthikasaha7189 Год назад +6

    আহা ভেতরটা পবিত্র হয়ে গেল। ঈশ্বর পরম করুণাময় আপনার কন্ঠেই তাঁর বাস🙏
    এভাবেই তাঁর আশীর্বাদী হাত আপনার মাথায় থাকুক, সকলের হৃদয়ে আপনার আসন পাতা থাকবে চিরদিন 🙏

  • @milonipathagar2474
    @milonipathagar2474 3 года назад +18

    এই গানটি গত মাসের শুরুতে শুনতে শুরু করে আজ অবধি মোট কতবার শুনেছি মনে করতে পারছি না এতো সুমধুর গান , অরিন্দম বাবুকে ধন্যবাদ জানাই , জয়তী দিদি র সাথে একবার দেখা হলে সেলুট জানাতাম।

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад

      নিশ্চয়ই...অসম্ভব জনপ্রিয় এই গান....অপেক্ষা করুন..এমন আরও অনেক গান ও কবিতা শুুনতে পাবেন এই মাসেই.....আমার চ্যানেল এর সাথে ও পাশথাকার জন্যে অসংখ ধন্যবাদ জানাই....ভালো থাকবেন....II

  • @banipal1607
    @banipal1607 4 года назад +18

    এত মাধূর্য গানটি একবার নয় বারবার শুনতে থাকি চোখে জল ভরে যায়

  • @tamalbhattacharya8819
    @tamalbhattacharya8819 3 года назад +15

    অনেকের কন্ঠে গান টি শুনেছি। জয়তী চক্রবর্তী গান হৃদয় স্পর্শ করে। জয়তী কে অনেক ধন্যবাদ সব গান তার গলায় ভালো লাগে। সদা মা🌹 স্বরসতীর আশীর্বাদ উনার উপর আছে

  • @sayakroyviiia119
    @sayakroyviiia119 2 года назад +12

    এই রবীন্দ্র সংগীত হৃদয়কে খুব ছুঁয়ে যাই।আর জয়তীদির আবেগময় কন্ঠে চোখে জল এসে গেল।

  • @shiprashipra1173
    @shiprashipra1173 2 года назад +7

    এই গানটা যখন শুনি তখন রবি ঠাকুর এর জীবন থেকে একে একে ওনার প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়ার কষ্ট টা নিজের ভিতরে উপলব্ধি করে অঝোরে কাঁদি, জানিনা কেন। বুঝি আমার জীবন থেকে সবাই একে একে হারিয়ে যাচ্ছে!! অদ্ভুত একটা অনুভূতি গ্রাস করে আমাকে

  • @ashif1109
    @ashif1109 2 года назад +14

    আপনার প্রতিটি গান অসম্ভব দরদ দিয়ে গাওয়া । খুব ভালো লাগে । অন্তরআত্মা ছুঁয়ে যায় । ধন্যবাদ আপনাকে

  • @sourimachatterjee6312
    @sourimachatterjee6312 3 года назад +15

    যতবার শুনি ততবারই গানের কথাগুলো নতুন করে আবিষ্কার করি....

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад

      Thikk katha.....Subhechcha Nirantar....

    • @dhananjoymukherjee8052
      @dhananjoymukherjee8052 3 года назад

      আমার ভালোবাসা রইলো এই গানটার জন্য

  • @srabonnoshanta5748
    @srabonnoshanta5748 4 года назад +62

    আমার ব্যথার পূজা হয়নি সমাপন।প্রাণের সুতায় হালকা টান লাগে কেমন ব্যথা ব্যথা লাগে। এতো গভীর পর্যন্ত পৌছায় কথাটা এবং সুরটা 🤘

  • @arjyomarinecorporation1670
    @arjyomarinecorporation1670 3 года назад +11

    বর্তমান সময়ের সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

  • @user-fr1gg9jy9i
    @user-fr1gg9jy9i Год назад +5

    গানটি আমার মায়ের খুবই প্রিয় ছিল।আজো মায়ের কথা মনে পরলে, গানটি শুনি। মা তোমাকে অনেক অনেক মিস করি।

  • @manasmukherjee6902
    @manasmukherjee6902 4 года назад +75

    আমি শুধু শনছি আর কাদছি, মাতে এই শুধু অমৃত, আরও গাও মা, আশির্বাদ রইলো

  • @tukitaki2005
    @tukitaki2005 2 года назад +6

    একমাত্র ঈশ্বর আশীর্বাদে তুষ্ট রাই এই সুরেলা কন্ঠে র অধিকারীনি... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lokshanchandragiri9762
    @lokshanchandragiri9762 3 года назад +20

    কী অসাধারণ! গেয়েছেন জয়তীদি ৷
    নি:সন্দেহে বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ৷ আপনার দীর্ঘ
    জীবন কামনা করি ৷

  • @uzzalhossain3046
    @uzzalhossain3046 4 года назад +30

    চোখে পানি আটকাতে পারলা না, আপু,,,,
    সত্যিই অসাধারন❤❤❤❤

  • @rimpapurakayastha6773
    @rimpapurakayastha6773 3 года назад +11

    জয়তী দির কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনলে মন খুব ভাল হয়ে যায়। কী মধু কী ভালো বাসা আছে বলে বা লিখে বোঝানো সম্ভব নয়। যতবার শুনি ততবার হৃদয় তৃপ্ত হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান আমদের শোনানোর জন্য। ভাল থাকুন আপনি।

  • @basudevdas8806
    @basudevdas8806 2 года назад +2

    Maa saraswati r ashirbad na thakle emon sumodhur kanthe keu gaan gaite pare na.Asadharan🙏🙏🙏🙏🙏

  • @sayakroyviiia119
    @sayakroyviiia119 Год назад +3

    অসাধারণ জয়তিদির মধুর আবেগময় কন্ঠে বার বার শুনি হৃদয় ছুয়ে যায় চোখে জল এসে যায়।

  • @rajanimanna4342
    @rajanimanna4342 3 года назад +7

    স্রষ্টার স্রীষ্টি কেবলই রচনা তাকে জীবন্ত করতে শীল্পীর সমস্ত মাধুর্য রস ঢেলে দিতে হয় আর তাকে অমর করতে আমারই মত স্রোতা থাকে অগনীত যারা জীবনের পথে পিছিয়ে পড়েও আবার নতুন করে পথ চলা শুরু করে শুধু মাত্র তোমারই গানের অনুপ্রেরনায় ধন্যবাদ দিদি ভালো থাকবেন

    • @shibaprasadgupta9654
      @shibaprasadgupta9654 3 года назад

      এতো বানান ভুল করলে তো লেখাটারই কোনো মূল্য থাকলোনা ভাই

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  2 года назад

      Thank you so much....

  • @pallabibasak8170
    @pallabibasak8170 2 года назад +6

    গানটা যতবার শুনি ততবারই চোখ জলে ঝাপসা হয়ে যায়।

  • @arpanbhattacharya5484
    @arpanbhattacharya5484 2 года назад +2

    কন্ঠ এবং গায়কীতে অনন্যা জয়তি,সেরা রবীন্দ্রশিল্পীদের সাথে তুলনীয়।গান নির্বাচনও ভীষন পছন্দের।

  • @suvashreebanerjee7704
    @suvashreebanerjee7704 3 месяца назад +5

    তুলনা নয় plz, অনুভব করে অন্তর আত্মা কে তৃপ্ত করাই শ্রেয়।

  • @subirbose2529
    @subirbose2529 2 месяца назад

    যতদিন বাঁচবো জয়তী ম্যাডামের গান ভুলবো না।ঈশ্বরপ্রদত্ত কন্ঠ।

  • @joybanerjee2443
    @joybanerjee2443 4 года назад +7

    ওনার গলায় এই গান যেন হৃদয় থেকে উঠে আসা একটুকরো ছবি।

  • @mahuabose4333
    @mahuabose4333 Год назад +2

    ❤❤এই গান টি অনেক শিল্পীর কন্ঠে শুনেছি। জয়তীদির কন্ঠ+ভাবাবেগ, অজান্তেই চোখের কোনে অশ্রু নিয়ে আসে।
    অসাধারণ অনুভূতি ❤️❤️

  • @saatsureralo4212
    @saatsureralo4212 5 лет назад +17

    আমার সকল দুখের প্রদীপ,
    জয়তী দিদির গাওয়া টি আমার মন ছুঁয়ে গেল।

  • @jagadishnaskar7431
    @jagadishnaskar7431 Год назад +1

    আপনার অপূর্ব সুন্দর কন্ঠে রবি ঠাকুরের ব্যথার
    সমব্যথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

  • @PalashBagchi
    @PalashBagchi 3 года назад +47

    Her voice has inspired me in my most difficult situations. She is our crowning glory

  • @md.ferdusalam1531
    @md.ferdusalam1531 2 года назад +1

    আমি রবীন্দ্র সংগীতের পাগল! দিদির এই গানটি যেনো পাগলামীর একটি ট্যাবলেট।

  • @arifulislamnirob6324
    @arifulislamnirob6324 2 года назад +3

    ভাষা নেই কিছু বলার এত মধুর লাইন গুলো গানের 🥰আর টান সুর তো কোনো কথা নাই

  • @barunkrmondal8748
    @barunkrmondal8748 3 месяца назад

    অসাধারণ কন্ঠস্বর। আজথেকে শতবর্ষ পরে ও এগান বাঙালির অন্তরে থেকে যাবে।

  • @antonioalex803
    @antonioalex803 3 года назад +4

    গানটির লিরিক্স ব‍্যথিত হৃদয়ে প্রকম্পন সৃষ্টি করে।

  • @kmochhary6160
    @kmochhary6160 2 года назад +4

    অপূর্ব কণ্ঠস্বরে গভীর আবেগ ভরা গান ! আমার অত্যন্ত প্রিয় শিল্পী ।

  • @bimalenduadhikari295
    @bimalenduadhikari295 2 года назад +3

    অসাধারণ কণ্ঠস্বরে অমর কীর্তির চর্চা। ঈশ্বর লহ মোর কোটি প্রণাম। গর্ব আমি বাঙ্গালী।

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  2 года назад

      Thank you so much.....

    • @bimalenduadhikari295
      @bimalenduadhikari295 2 года назад +1

      @@ARINDAMCHAKRABARTY subscribe করে রাখলাম । আরো বেশি বেশি চাই।

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  2 года назад

      @@bimalenduadhikari295 Definitely......

  • @rafiqulislamrana6568
    @rafiqulislamrana6568 Год назад +2

    যখন থেকে জীবনের প্রভাত শুরু, সেই তখন থেকে শুনছি এই গান। জীবনের অপরাহ্নে এসেও এখনো শুনছি, তৃষ্ণা যেন মিটে না। যতই শুনি ততই গভীরে প্রবেশ করছি।

  • @bijonsarker6049
    @bijonsarker6049 3 года назад +5

    মন জুড়ানো গান....কি যে আছে গানের কথা গুলোর মধ্যে।

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад +1

      exactly so.....

    • @abdullaal-mamun4474
      @abdullaal-mamun4474 3 года назад +1

      গায়কিটাও অসাধারণ।

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  3 года назад

      @@abdullaal-mamun4474 Thank you so much.....

    • @karabichakraborty6012
      @karabichakraborty6012 2 года назад

      অপূর্ব সুন্দর কণ্ঠ , মন ছুয়ে যায়। ধন্যবাদ🙏💕

  • @samarpanroy9405
    @samarpanroy9405 3 месяца назад +1

    গানটি অনেকের কন্ঠে শুনলাম দিদি তুমি সেরা।

  • @banshariroy4257
    @banshariroy4257 2 года назад +3

    @ জযতি দিদি আপনার সুরের মূর্ছনায় ভুবন কাপিয়ে তোলেন যার ব্যাখ্যা করা যায়না। হৃদয়ের তলদেশে পৌঁছে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাচ্ছেন আপনি বরনিয়,স্মরনীয় হয়ে থাকবেন।

  • @nabinbarandey9383
    @nabinbarandey9383 3 года назад +2

    রবীন্দ্র সংগীত আমার প্রাণ.... আমার একাকিত্বের সঙ্গী..😥😥😥😥😥😥.. আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ.....

  • @manaskumarray5631
    @manaskumarray5631 4 года назад +6

    এত মধুর কন্ঠস্বর শুনলে মনে হয় অন্য গ্রহের মানুষ। উপলব্ধি দেখে বোঝা যায় মান কোন পর্যায়ে ।

  • @ManasDas-bu5sy
    @ManasDas-bu5sy Год назад +2

    Pronam Jayati Di , Rabindranath Tagore amar God . Our Heritage .

  • @shuvroguha2548
    @shuvroguha2548 3 года назад +4

    জয়তীদির গানই আমার শেষ কথা।

  • @debabratabharati4354
    @debabratabharati4354 2 года назад +2

    আপনি এক আশীর্বাদ আমাদের জন্য l এত দরদীয়া শিল্পী খুব কমই আছে l আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন l

  • @shameemsharif2533
    @shameemsharif2533 3 года назад +6

    লক ডাউন ২ আগষ্ট’২০২১ সময় কাটানোর অন্যতম উপায়। ধন্যবাদ প্রিয় শিল্পী

  • @ushasighoshal1867
    @ushasighoshal1867 2 года назад +2

    Apurbo......kono khatra amadar prokes korar kono vasa thake na....amar mona hoy chokar gol tai sob kichu bola day

  • @sudiptasaha4875
    @sudiptasaha4875 4 года назад +3

    Amar sokol dukher Pradip.. Choke jal chole elo... Didi apnar golai Rabindra Sangeet ta adadharan...

  • @fazlurrahman3612
    @fazlurrahman3612 11 месяцев назад +2

    পুরানো দিনের গান শুনলে মন ছোটবেলায় ফিরে যেতে চায়।

  • @TravelGuruRaj
    @TravelGuruRaj 3 года назад +43

    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
    আমার ব্যথার পূজা হয় নি সমাপন
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
    আমার ব্যথার পূজা হয় নি সমাপন
    যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে
    সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে
    যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে
    সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে
    তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন
    আমার ব্যথার পূজা হবে সমাপন
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
    অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে
    মনের মাঝে উঠেছে আজ ভ'রে
    যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা
    আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা
    অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন
    আমার ব্যথার পূজা হবে সমাপন
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
    আমার ব্যথার পূজা হয় নি সমাপন
    আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন 😔

  • @chitralekhabhattacharjee1042
    @chitralekhabhattacharjee1042 2 года назад +1

    Apurbo lage Jayatir gaan..jano amar mon k chunye jae..sunte kono klanti nei..

  • @koushikdutta2749
    @koushikdutta2749 3 года назад +3

    আর কতবার শুনব ঠিক করতে পারছিনা। ১০০ বারের বেশি হয়ে গেছে কী আর বলি। জয়তীদিকে প্রণাম।

  • @teachersankha7587
    @teachersankha7587 3 месяца назад +1

    I listen to this song almost everyday. An unusual vibe from real to ethereal

  • @sarowargolam2852
    @sarowargolam2852 3 года назад +6

    আমার জীবন এর সেরা পছন্দের গান এত সুন্দর করে গাইলেন দিদি 😅😅

  • @kakaliaich7208
    @kakaliaich7208 2 года назад +1

    Ki j asadharon... Antarta bhison nariye dilen Joyoteeji...

  • @kabitaghar3932
    @kabitaghar3932 4 года назад +13

    রবীন্দ্রনাথ ঠাকুর যুগোপযোগী কবি। ইনি জীবনের প্রতিটা মূহুর্তের অনুভুতি ও অনুভবের উপর গান রচনা করেছেন । তাই তাঁর গানের এই অনুভুতি অনুভব যাঁরা করতে পারবেন তাঁরাই তো ভালো গান গাইতে পারেন। তাঁদের মধ্যেই একজন হলেন জয়তী চক্রবর্তী ।
    Too good

    • @kabitaghar3932
      @kabitaghar3932 3 года назад

      Thank you & watch the Kabita Ghar channel , please.

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  2 года назад

      Thank you so much....

    • @kabitaghar3932
      @kabitaghar3932 2 года назад

      Thank you for appreciating my comments and watch my channel, please.

  • @rickbg2282
    @rickbg2282 2 года назад +1

    Asadharon ganer gola madamer 🙏👍❤️.mon chue jai. kede kede more jai.

  • @hiralalraychaudhuri1219
    @hiralalraychaudhuri1219 3 года назад +4

    মন ছুয়ে গেল ;ভাষা তো নেই, কী বলি আর!

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 11 месяцев назад

    কবিগুরুর এই ব্যথিত হৃদয়ের গানটা জয়তীর কন্ঠে আরও ব্যথাতুর করে তুলেছে ।

  • @mdmazedmiah8797
    @mdmazedmiah8797 2 года назад +3

    আমার ব্যাথার পূজা হয়নি সমাপণ
    আহা কি কন্ঠ। প্রাণটা জুরে গেলো

  • @sermetozaydin1
    @sermetozaydin1 2 года назад +2

    🎶❤️👏👏 Rabindranth Tagore ❤️🙏 Jayati Chakraborty🎙❤️👏

  • @chinmoyegoswami4851
    @chinmoyegoswami4851 3 года назад +5

    জয়তী ম‍্যাডামের গান আমার সবদিনের জন‍্য‌ই ভালো লাগে।আর এই গানটি শোনার পর চোখে জল এসে গিয়েছে।

  • @SurajSingh-ch9sw
    @SurajSingh-ch9sw 3 года назад +1

    Janina ke no gaaan ta sunlei mone akta odvut santi hoy... Mone hoy ankkk kichu bolar ache.. Sb mile mise akdm kmn jeno hoa jae🥰🥰🥰

  • @atsonu5126
    @atsonu5126 4 года назад +10

    সত্যি এই- রকম গান আর হবেনা। তার সাথে দিদির গলা মিলে মিশে একাকার। দারুন ভাল লাগছে।

  • @dglotus63
    @dglotus63 3 года назад +1

    Apurbo ,jayatidir gawa darad bhora nibedan...one of my fvrt singers

  • @tamasimandal3904
    @tamasimandal3904 3 года назад +3

    এই গানটা আমার খুব ছোট বেলা থেকে প্রিয়।দিদি দারুন লাগলো আপনার গলাতে।ধণ্যবাদ।মনটা ভোরে গেল।

  • @provashroychoudhury1498
    @provashroychoudhury1498 5 месяцев назад

    শুরুর মিউজিক অসাধারণ!কন্ঠ আবেশ মাখা! মনে হয় এ যেন আমারই জন্য! ভালোলাগা! ভালোলাগা!!

  • @adventuresoflife486
    @adventuresoflife486 2 года назад +3

    Heavenly... Kothai ekhonkar generation altu faltu sunche... Esob sono sobai

  • @palashdebnath7912
    @palashdebnath7912 Год назад +2

    দিদি এই গানটা শুধু আপনার কণ্ঠে যতবার শুনেছি ততবারই চোখের জল ধরে রাখতে পারিনি। জানিনা কেন আমি কোথায় যেনো কোন অতল অন্ধকারে হারিয়ে যেতে থাকি। আপনার এই গান নিয়েই যেনো আমি মরতে পারি🙏🙏🙏

  • @bharatpathik9036
    @bharatpathik9036 4 года назад +4

    গানই বিগ্ৰহ, গানই মন্ত্র, গানই ফুলমালা .......
    গানেই হোক এ পূজার সমাপন।

  • @rumashahbazy34
    @rumashahbazy34 2 года назад +2

    Onek din por ganta shunlam, kichu gaan shob shomoyi oshadharon 💖

  • @sheelasamanta9038
    @sheelasamanta9038 3 года назад +4

    কি অপূর্ব কথা ও কণ্ঠ,শুনেই মনে পুজো হলো❤️❤️❤️❤️

  • @user-nk6bd5nf8q
    @user-nk6bd5nf8q 7 месяцев назад

    এক দিকে সফলতা পাওয়ার নিদারুণ তাড়নায় জীবন যখন অশান্ত,তখন এ সুরের বিকল্প কিছু হতে পারে না ❤❤

  • @radhack916
    @radhack916 4 года назад +6

    আমার হৃদয় ছুয়ে গেছে অশান্ত মন যেন শান্তি খুজে পেল।।

  • @ziaahmad7690
    @ziaahmad7690 2 года назад +2

    জয়তী দিদি,
    তোমার গান শুনে আমি কোথায় যেন হারিয়ে যাই, বারে, বার!!!

  • @gouribabu2007
    @gouribabu2007 3 года назад +3

    ❤️❤️🌹🌹🌹 সত্যিই সুন্দর....আমার খুব প্রিয় গান এটা।।

  • @rimichatterjee1178
    @rimichatterjee1178 3 года назад +2

    রবীন্দ্রনাথ ঠাকুর কে লহ প্রণাম ।।।। এই দেশে এই গানগুলি প্রধান।।।

  • @HarmonyWithArijit
    @HarmonyWithArijit Год назад +5

    A person like Rabindranath tagore comes once in a century!nothing to say more

  • @aniva3464
    @aniva3464 2 года назад +1

    Ami kalkei jachhi Rabindra vaban e rabindra sangeet er angel er sathe dekha korte ❤️khub excited

  • @MrShuvodeep
    @MrShuvodeep 4 года назад +16

    This version of Jayati should be a gem. I never heard someone performed this song better than her. Appreciate!

    • @ARINDAMCHAKRABARTY
      @ARINDAMCHAKRABARTY  2 года назад +1

      Thank you so much......

    • @prabirkantidas4166
      @prabirkantidas4166 9 месяцев назад

      @@ARINDAMCHAKRABARTY Dada pls upload the song "Amare tumi ashes korecho " by Jayotidi if possible.

  • @ArpitaMondal123
    @ArpitaMondal123 2 года назад +2

    কেন‌ এতো সুন্দর গানটা? যতোবার শুনবো ততোবার চোখ ভিজে যায়। মন কিছুতেই ভরতে চায়না।❤️

  • @moulisarkar54321
    @moulisarkar54321 3 года назад +4

    কন্ঠে রয়েছে সংবেদনশীল অনুভূতির স্পর্শ... অনুপ্রেরণা যোগায় প্রাণে।

  • @DestituteMaria
    @DestituteMaria 3 месяца назад

    এমন অনেক গান আছে বা হয়তো ভবিষ্যতেও হবে যে গান- কিছু কিছু সময় দুঃখ, কষ্ট, বেদনাদায়ক মূহুর্ত ইত্যাদি এমন ভাবে আমাদের আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে কিন্তু গান শুনে অন্তত কিছু সময়ের জন্য হলেও এগুলো লাঘব হয়, এই গানটা সেসব গানের একটা।
    দুঃখেরও একটা সময় সুখ হয়, এ গানেটাতেও দুঃখের মধ্যে সুখ লুকিয়ে রেখেছে ;
    যতবার শুনি ঠিক ততোবারই নতুন করে শুনতে ইচ্ছে করে😊

  • @saubhikpanda935
    @saubhikpanda935 3 года назад +3

    অসাধারণ। গানগুলো বারবার শুনেও আশ মেটে না।

  • @rubichatterjee3853
    @rubichatterjee3853 2 года назад +1

    জয়তী চক্রবর্তী আমার খুব প্রিয় শিল্পী, প্রিয় শিল্পীর কন্ঠে আমার প্রিয় গান শুনে চোখের জল ধরে রাখতে পারছি না। আমার ব্যাথার পূজা হয়নি সমাপন, আহা মন ছূঁয়ে গেল, অনেক অনেক বার শুনেছি, শেষ দিন অবধি শুনতে চাই।