স্বর্গের কিন্নরীগণ এর থেকে মধুকণ্ঠী কিনা জানি না। তবে আমি যদি স্বর্গে যেতে পারি তাহলে কিন্নরীদের পরিবর্তে জয়তীর কণ্ঠেই গান শুনতে চাইব। এ জীবনে যতজনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তাদের সবার থেকে জয়তী ঈশ্বরের কৃপাধন্য। এ গায়কী তুলনাহীন। ঈশ্বরের অশেষ কৃপা না থাকলে এমন মধুময় কণ্ঠ কারো হতে পারে না।
আমার প্রিয় মানুষটি ছিল মুসলমান, আমরা দুজন দুজনকে খুবই ভালবাসতাম,কিন্তু আমরা এই সম্পর্কের বাস্তব পরিনতিও জানতাম 😭 এই গান গুলা শুনতাম আর কাঁদতাম।যদি কোনদিন এই গান শুনতে এসে আমার কমেন্ট পড়ো তুমি,মনে করো আমি এখনো তোমাকেই ভালবাসি।ভালো থেকো।
Kolkata r mey ami, USA te thaki last 6.5years. Onek dhoroner gaan sunechi ei 29bochorer jibone... Rabindrasangeet er dhare kache kichu ashe na. R ei gaan ta mone hoy bhitor ta chhuye jaye. Gaye kanta dey... Rabi Thakur bhogoban er rup amader kache!
দুখের ও একটা সুখ আছে । কখনো সেটা আনন্দের সুখের থেকে বেশি । এই গান সেই সুখের অনুভুতিতেই হৃদয়টা ভরিয়ে দেয়। গান শুনতে শুনতে বুকটা টন টন করে ওঠে । কিন্ত এই টন টনানি মনকে যন্রনা দেয়না , মনকে শান্ত করে দেয়।
শ্রীম. কবিতা ভাদুড়ী : আপনাকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🏼আপনার ভাষায়-কথায় আমার ঁমায়ের স্মৃতির পরশ পেলাম ..তাই একটি ব্যক্তিগত স্মৃতি লিখছি ..এই গান টি আমার ঁমায়ের প্রাণের গান ছিল …আমার শিশুবেলায়, সন্ধ্যাবাতির পরে মা তাঁর গুরুদেবের ছবির সামনে বসে, আমায় বক্ষে নিয়ে, এই গান টি অশ্রুসজল চোখে ঠাকুর কে শোনাতেন ….সেই অশ্রুসিক্ত সুর আজ ও বুকে বেজে ওঠে ! আমার ঁমা ‘৬০ দশকের স্বনামধন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন - সাগর সেন, সুশীল মল্লিকের কাছে শিখেছিলেন। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্রের সঙ্গে সমসাময়িক প্রোগ্রামে গান পরিবেশন করতেন । বিবাহোত্তর সব বিসর্জন দেন।তবে তাঁর অন্তরালের জীবনে, ঘরের আলো আঁধারে এই রকম বহু চিরন্তন রবীন্দ্রসঙ্গীতের সুর আজ ও এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে … 😢♥️ শ্রীঠাকুরের চরণে আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করি মা … 🙏🏼😔 - সাগরিকা
@@oceaneiika সাগরিকা মা আমি তোমার মার কথা জানলাম তোমার মার নাম কি ছিল মা তুমি ভালো থেকো আশীর্বাদ রইল এই পৃথিবীতে আসা ও যাওয়া আমাদের হাত নেই ঐ গোবিন্দ যা করবেন তাই হবে দুঃখ করো না মা আমার আমিও ৭১ বছরের বৃদ্ধা ভালোবাসা নেবে
@@kabitabhaduri3792 : স্নেহাশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ 🙏🏼 ঁমায়ের পরে আশীর্বাদী হাতের অভাব বড় বেশী অনুভব করি। আমার ঁমায়ের নাম দীপালি গুপ্ত (বিবাহোত্তর সেনগুপ্ত) - উনি IISCO বার্ণপুরে Hollerith division এ কর্মরত ছিলেন।আমি ঁমায়ের একমাত্র সন্তান ছিলাম..এবং তাঁর জীবনের একমাত্র বাঁচার কারণ .. আর মা ভিন্ন আমার পৃথিবী অচেনা আঁধার .. তাই আপনার মতো মাতৃ স্থানীয়ার কথায় সেই শূণ্যতা বিহ্বল করে.. জানি, সময় বড় নিষ্ঠুর, আমরা অসহায় .. তবু ও চাই আপনি অনেক সময় সুস্থ সক্ষম হয়ে আমার মতো মাতৃহীনদের আশীর্বাদ করে, আমাদের সঙ্গে থাকুন !! প্রণাম মা ♥️😢🙏🏼
জয়তী চক্রবর্তী র গাওয়া (আমার সকল দুখের প্রদীপ) অন্তরে স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। চোখে জল এসে যায়। ঈশ্বরের আশীর্বাদ ধন্যা। ঠাকুরের কৃপা দৃষ্টি সবসময় যেন জয়তী র জন্য থাকে
আমার এখন মরে যেতেও কোন প্রতিবাদ নেই, কোন আপত্তি নেই! জয়তীর কন্ঠে এই গানটি শোনার পর পৃথিবীতে এ জীবনের আর কোন অর্থ থাকে না! কবিগুরু যখন এতটা দুঃখিত এবং শোকাকুল ছিলেন, সেখানে আমি-আপনি কেন দুঃখকে অস্বীকার করব। জীবন মানেই যন্ত্রনা। কোন এক মহাশক্তির এলেমেলো খেলা!
খুব ছোটো বেলায় আমার মা গলায় গানটা শুনতাম, আজ বহু দিন পর গানটা শুনে মনটা ভোরে গেলো আর চোখটা মা জন্য ভিজে গেলো। তুমি অনেক বড় গায়িকা হয় প্রাথনা করি মঙ্গলময়ে কাছে।
এই গানটা যখন শুনি তখন রবি ঠাকুর এর জীবন থেকে একে একে ওনার প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়ার কষ্ট টা নিজের ভিতরে উপলব্ধি করে অঝোরে কাঁদি, জানিনা কেন। বুঝি আমার জীবন থেকে সবাই একে একে হারিয়ে যাচ্ছে!! অদ্ভুত একটা অনুভূতি গ্রাস করে আমাকে
অনেকের কন্ঠে গান টি শুনেছি। জয়তী চক্রবর্তী গান হৃদয় স্পর্শ করে। জয়তী কে অনেক ধন্যবাদ সব গান তার গলায় ভালো লাগে। সদা মা🌹 স্বরসতীর আশীর্বাদ উনার উপর আছে
এই গানটি গত মাসের শুরুতে শুনতে শুরু করে আজ অবধি মোট কতবার শুনেছি মনে করতে পারছি না এতো সুমধুর গান , অরিন্দম বাবুকে ধন্যবাদ জানাই , জয়তী দিদি র সাথে একবার দেখা হলে সেলুট জানাতাম।
নিশ্চয়ই...অসম্ভব জনপ্রিয় এই গান....অপেক্ষা করুন..এমন আরও অনেক গান ও কবিতা শুুনতে পাবেন এই মাসেই.....আমার চ্যানেল এর সাথে ও পাশথাকার জন্যে অসংখ ধন্যবাদ জানাই....ভালো থাকবেন....II
স্রষ্টার স্রীষ্টি কেবলই রচনা তাকে জীবন্ত করতে শীল্পীর সমস্ত মাধুর্য রস ঢেলে দিতে হয় আর তাকে অমর করতে আমারই মত স্রোতা থাকে অগনীত যারা জীবনের পথে পিছিয়ে পড়েও আবার নতুন করে পথ চলা শুরু করে শুধু মাত্র তোমারই গানের অনুপ্রেরনায় ধন্যবাদ দিদি ভালো থাকবেন
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- আমার ব্যথার পূজা হয়নি সমাপন।। আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- আমার ব্যথার পূজা হয়নি সমাপন।। আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- যখন বেলা- শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়- মাঝে, সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে, যখন বেলা- শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়- মাঝে, সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন- আমার ব্যথার পূজা হবে সমাপন।। আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- অনেক দিনের অনেক কথা,ব্যকুলতা,বাঁধা বেদন- ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভরে। অনেক দিনের অনেক কথা,ব্যকুলতা,বাঁধা বেদন- ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভরে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ- পানে ছুটবে বাঁধন- হারা, যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ- পানে ছুটবে বাঁধন- হারা, অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন- আমার ব্যথার পূজা হবে সমাপন।। আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- আমার ব্যথার পূজা হয়নি সমাপন।। আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
রবীন্দ্রনাথ ঠাকুর যুগোপযোগী কবি। ইনি জীবনের প্রতিটা মূহুর্তের অনুভুতি ও অনুভবের উপর গান রচনা করেছেন । তাই তাঁর গানের এই অনুভুতি অনুভব যাঁরা করতে পারবেন তাঁরাই তো ভালো গান গাইতে পারেন। তাঁদের মধ্যেই একজন হলেন জয়তী চক্রবর্তী । Too good
জয়তী দির কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনলে মন খুব ভাল হয়ে যায়। কী মধু কী ভালো বাসা আছে বলে বা লিখে বোঝানো সম্ভব নয়। যতবার শুনি ততবার হৃদয় তৃপ্ত হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান আমদের শোনানোর জন্য। ভাল থাকুন আপনি।
@ জযতি দিদি আপনার সুরের মূর্ছনায় ভুবন কাপিয়ে তোলেন যার ব্যাখ্যা করা যায়না। হৃদয়ের তলদেশে পৌঁছে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাচ্ছেন আপনি বরনিয়,স্মরনীয় হয়ে থাকবেন।
Aj amar mon ta khuv khrap.1st january amar pise amak chere chole galo.ame vabe nei ato tara tare chole jabe.khuv mon ta khrap.kentu didi r gan ta sunte khuv valo lagche.2025 janena bochor ta kamon jabe jane na
স্বর্গের কিন্নরীগণ এর থেকে মধুকণ্ঠী কিনা জানি না। তবে আমি যদি স্বর্গে যেতে পারি তাহলে কিন্নরীদের পরিবর্তে জয়তীর কণ্ঠেই গান শুনতে চাইব। এ জীবনে যতজনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তাদের সবার থেকে জয়তী ঈশ্বরের কৃপাধন্য। এ গায়কী তুলনাহীন। ঈশ্বরের অশেষ কৃপা না থাকলে এমন মধুময় কণ্ঠ কারো হতে পারে না।
Exactly so.......
Kinnarigon mane ki ? Erokom shobdo to ami shunini ! Doya kore jodi ektu bolen !
Kinnori mone hoy jara sorga gan kore sonay debota der
স্বর্গ নরক বলে কিছু নেই...
Acha
আমার প্রিয় মানুষটি ছিল মুসলমান, আমরা দুজন দুজনকে খুবই ভালবাসতাম,কিন্তু আমরা এই সম্পর্কের বাস্তব পরিনতিও জানতাম 😭
এই গান গুলা শুনতাম আর কাঁদতাম।যদি কোনদিন এই গান শুনতে এসে আমার কমেন্ট পড়ো তুমি,মনে করো আমি এখনো তোমাকেই ভালবাসি।ভালো থেকো।
Endless Love....
অনাদি নির্মোহ ভালবাসার কোনো জাত নাই।
@@abdullaal-mamun4474 Exactly so....all d best....
😭
অনেক দিন পর কাদলাম
Kolkata r mey ami, USA te thaki last 6.5years. Onek dhoroner gaan sunechi ei 29bochorer jibone... Rabindrasangeet er dhare kache kichu ashe na. R ei gaan ta mone hoy bhitor ta chhuye jaye. Gaye kanta dey... Rabi Thakur bhogoban er rup amader kache!
ঠিক বলেছ দিদি
Didi amar channel subscribe korba na ki please
আমার বয়স,,,, 24 এই বয়সে সবাই,,,, অন্য গানের ভক্ত,,,, আর আমি রবীন্দ্র সংগীত ভক্ত
Amader anek vaggo je amra onar bhasa tei suni
দরদ মাখানো গান!🙏👌👌👌👌👌👌👌❤👍
দুখের ও একটা সুখ আছে । কখনো সেটা আনন্দের সুখের থেকে বেশি । এই গান সেই সুখের অনুভুতিতেই হৃদয়টা ভরিয়ে দেয়। গান শুনতে শুনতে বুকটা টন টন করে ওঠে । কিন্ত এই টন টনানি মনকে যন্রনা দেয়না , মনকে শান্ত করে দেয়।
Oshadaron bolechen dada.
E jeno amar shohoj shorol shikarukthi ❤️
Very nice.
Khub sundor kotha bollen...
Well said
Ekdom thik bolechen dada.E jeno dukkher byathar saparpan sukher kache.
ছোটো বেলায় মা er কাছে এই গান শুনেছি I মা যে কি ভালো গাইত কি বলবো I মা এর কথা খুব মনে পড়ছে I
same to me as like u
শুরুর মিউজিক অসাধারণ!কন্ঠ আবেশ মাখা! মনে হয় এ যেন আমারই জন্য! ভালোলাগা! ভালোলাগা!!
"আমার ব্যাথার পূজা হয় নি সমাপন" এত অন্তর ছুঁয়ে যাওয়া শিল্পী আর কই?যখনই শুনি দু চোখ জলে ভরে ওঠে।
Thank you so much......
Khub sundor lagche
কি অপূর্ব গান গাইলে মা "জয়তী" শেষ বেলায় শান্তি পেলাম অনেক বার শুনেছি কিন্তু সেই শান্তি আজ পেলাম আশীর্বাদ রইল
Apni amar shroddha o pronam neben......dirghaiyu kamona kori.....
শ্রীম. কবিতা ভাদুড়ী : আপনাকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🏼আপনার ভাষায়-কথায় আমার ঁমায়ের স্মৃতির পরশ পেলাম ..তাই একটি ব্যক্তিগত স্মৃতি লিখছি ..এই গান টি আমার ঁমায়ের প্রাণের গান ছিল …আমার শিশুবেলায়, সন্ধ্যাবাতির পরে মা তাঁর গুরুদেবের ছবির সামনে বসে, আমায় বক্ষে নিয়ে, এই গান টি অশ্রুসজল চোখে ঠাকুর কে শোনাতেন ….সেই অশ্রুসিক্ত সুর আজ ও বুকে বেজে ওঠে !
আমার ঁমা ‘৬০ দশকের স্বনামধন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন - সাগর সেন, সুশীল মল্লিকের কাছে শিখেছিলেন। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্রের সঙ্গে সমসাময়িক প্রোগ্রামে গান পরিবেশন করতেন । বিবাহোত্তর সব বিসর্জন দেন।তবে তাঁর অন্তরালের জীবনে, ঘরের আলো আঁধারে এই রকম বহু চিরন্তন রবীন্দ্রসঙ্গীতের সুর আজ ও এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে … 😢♥️
শ্রীঠাকুরের চরণে আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করি মা … 🙏🏼😔 - সাগরিকা
@@oceaneiika সাগরিকা মা আমি তোমার মার কথা জানলাম তোমার মার নাম কি ছিল মা তুমি ভালো থেকো আশীর্বাদ রইল এই পৃথিবীতে আসা ও যাওয়া আমাদের হাত নেই ঐ গোবিন্দ যা করবেন তাই হবে দুঃখ করো না মা আমার আমিও ৭১ বছরের বৃদ্ধা ভালোবাসা নেবে
@@kabitabhaduri3792 : স্নেহাশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ 🙏🏼 ঁমায়ের পরে আশীর্বাদী হাতের অভাব বড় বেশী অনুভব করি। আমার ঁমায়ের নাম দীপালি গুপ্ত (বিবাহোত্তর সেনগুপ্ত) - উনি IISCO বার্ণপুরে Hollerith division এ কর্মরত ছিলেন।আমি ঁমায়ের একমাত্র সন্তান ছিলাম..এবং তাঁর জীবনের একমাত্র বাঁচার কারণ .. আর মা ভিন্ন আমার পৃথিবী অচেনা আঁধার .. তাই আপনার মতো মাতৃ স্থানীয়ার কথায় সেই শূণ্যতা বিহ্বল করে.. জানি, সময় বড় নিষ্ঠুর, আমরা অসহায় .. তবু ও চাই আপনি অনেক সময় সুস্থ সক্ষম হয়ে আমার মতো মাতৃহীনদের আশীর্বাদ করে, আমাদের সঙ্গে থাকুন !! প্রণাম মা ♥️😢🙏🏼
@@oceaneiika thanxxx a lot......
জয়তী চক্রবর্তী র গাওয়া (আমার সকল দুখের প্রদীপ) অন্তরে স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। চোখে জল এসে যায়। ঈশ্বরের আশীর্বাদ ধন্যা। ঠাকুরের কৃপা দৃষ্টি সবসময় যেন জয়তী র জন্য থাকে
অপৃর্ব।বেঁচে থাক পিরিও শিল্পী।
Jayatidir galai bhisan sundae gan
R=rrr=ŕ=f===grrr
@@jhunuchakma3383 $
@@gmsayeed6038 by
মেয়ে হারানোর শোক শেষ হয়না । থেকে থেকে জেগে ওঠে । শিল্পীর কন্ঠে দরদমাখা সুর । আজীবন শুনে যাব । যত শুনি তত নতুন লাগে ।
Thank you so much.....
Fine comment
আমার এখন মরে যেতেও কোন প্রতিবাদ নেই, কোন আপত্তি নেই! জয়তীর কন্ঠে এই গানটি শোনার পর পৃথিবীতে এ জীবনের আর কোন অর্থ থাকে না! কবিগুরু যখন এতটা দুঃখিত এবং শোকাকুল ছিলেন, সেখানে আমি-আপনি কেন দুঃখকে অস্বীকার করব। জীবন মানেই যন্ত্রনা। কোন এক মহাশক্তির এলেমেলো খেলা!
Thank you so much......
জীবন মানেই অজ্ঞান আর অজ্ঞান মানেই দুঃখ
বর্তমান সময়ের সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। গলায় এতো দরদ আর আবেগ খুব কম শিল্পীর কাছে পাওয়া যায়।এক অনাবিল আনন্দ।ধন্যবাদ দিদি।আপনি এভাবেই গেয়ে যান।
Akdam thik
No doubt
Rightly said, Jayatidi is the best of modern times
R ekjon a6e...Madhurima Sen.
Absolutely right
এত মাধূর্য গানটি একবার নয় বারবার শুনতে থাকি চোখে জল ভরে যায়
Thank you so much....
এই গানটা শুনলেই আমার চোখে জল আমি আটকাতে পারি না । আমার জীবনের সাথে খুব মিলে যায়। 😢😢😢😢😢😢
কারা কারা 2021 গান টা সুনেছ তারা তারা like দিন
Thanxxx a Lot........
ßhyàmz the y with a rwe we
me. The gybe bopping the ed w
ok
আধুনিক মহিলা শিল্পীদের মধ্যে এনার কন্ঠেই সবথেকে ভালো লাগে । অবশ্য রবীন্দ্র সংগীত।
আপনার অপূর্ব সুন্দর কন্ঠে রবি ঠাকুরের ব্যথার
সমব্যথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
খুব ছোটো বেলায় আমার মা গলায় গানটা শুনতাম, আজ বহু দিন পর গানটা শুনে মনটা ভোরে গেলো আর চোখটা মা জন্য ভিজে গেলো। তুমি অনেক বড় গায়িকা হয় প্রাথনা করি মঙ্গলময়ে কাছে।
Moner kotha bollen bhai......
আমার মা ও এই গান টি আপন মনে নিরালায় বসে গায়।
6
::
2+752%9+৷ ন ৃৃ
Ami o
আমার মা ও গাইতেন গান টা আপন মনে। মা আজ নেই...
মন ভরে গেল জয়তিদির দরাজ গলায় এই কালজয়ী রবীন্দ্র সংগীত শুনে।প্রণাম জানাই।
এই গানটা যখন শুনি তখন রবি ঠাকুর এর জীবন থেকে একে একে ওনার প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়ার কষ্ট টা নিজের ভিতরে উপলব্ধি করে অঝোরে কাঁদি, জানিনা কেন। বুঝি আমার জীবন থেকে সবাই একে একে হারিয়ে যাচ্ছে!! অদ্ভুত একটা অনুভূতি গ্রাস করে আমাকে
Thank you so much....
সভ্য,ভদ্র, সুন্দর, পরিশীলিত!
আমি তো আর শব্দই খুঁজে
পাচ্ছিনা।
আমি শুধু শনছি আর কাদছি, মাতে এই শুধু অমৃত, আরও গাও মা, আশির্বাদ রইলো
Thank you so much......
যতদিন বাঁচবো জয়তী ম্যাডামের গান ভুলবো না।ঈশ্বরপ্রদত্ত কন্ঠ।
আহা ভেতরটা পবিত্র হয়ে গেল। ঈশ্বর পরম করুণাময় আপনার কন্ঠেই তাঁর বাস🙏
এভাবেই তাঁর আশীর্বাদী হাত আপনার মাথায় থাকুক, সকলের হৃদয়ে আপনার আসন পাতা থাকবে চিরদিন 🙏
Maa saraswati r ashirbad na thakle emon sumodhur kanthe keu gaan gaite pare na.Asadharan🙏🙏🙏🙏🙏
Thank you so much.....
অসাধারণ গান,কি আবেগ!!! আমরা একদিন থাকবো না,এই গান যুগ যুগ থাকবে,
হয়ত আমার এই কমেন্ট টিও আজ থেকে ১০০ বছর পর কেউ পড়বে,
জয়তী আমার প্রিয় শিল্পী।
Ekdomm sathikk bolechen......Thanxx a Lot......
গানটি অনেকের কন্ঠে শুনলাম দিদি তুমি সেরা।
গানটি আমার মায়ের খুবই প্রিয় ছিল।আজো মায়ের কথা মনে পরলে, গানটি শুনি। মা তোমাকে অনেক অনেক মিস করি।
Thank You So Much......
Asadharan Apurba khub khub bhalo laglo. 🙏 🌹
Thank you so much.....
চোখে পানি আটকাতে পারলা না, আপু,,,,
সত্যিই অসাধারন❤❤❤❤
Thank you so much.....
যতবার শুনি ততবারই গানের কথাগুলো নতুন করে আবিষ্কার করি....
Thikk katha.....Subhechcha Nirantar....
আমার ভালোবাসা রইলো এই গানটার জন্য
অনেকের কন্ঠে গান টি শুনেছি। জয়তী চক্রবর্তী গান হৃদয় স্পর্শ করে। জয়তী কে অনেক ধন্যবাদ সব গান তার গলায় ভালো লাগে। সদা মা🌹 স্বরসতীর আশীর্বাদ উনার উপর আছে
Very well said.....all d best.....
Apurbo......kono khatra amadar prokes korar kono vasa thake na....amar mona hoy chokar gol tai sob kichu bola day
Thank you so much....
এই গানটি গত মাসের শুরুতে শুনতে শুরু করে আজ অবধি মোট কতবার শুনেছি মনে করতে পারছি না এতো সুমধুর গান , অরিন্দম বাবুকে ধন্যবাদ জানাই , জয়তী দিদি র সাথে একবার দেখা হলে সেলুট জানাতাম।
নিশ্চয়ই...অসম্ভব জনপ্রিয় এই গান....অপেক্ষা করুন..এমন আরও অনেক গান ও কবিতা শুুনতে পাবেন এই মাসেই.....আমার চ্যানেল এর সাথে ও পাশথাকার জন্যে অসংখ ধন্যবাদ জানাই....ভালো থাকবেন....II
Aato valo lage je. Ki bolbo .sotteee apurbo❤❤❤❤
আপনার প্রতিটি গান অসম্ভব দরদ দিয়ে গাওয়া । খুব ভালো লাগে । অন্তরআত্মা ছুঁয়ে যায় । ধন্যবাদ আপনাকে
Thanxxx a Lot......
পুরানো দিনের গান শুনলে মন ছোটবেলায় ফিরে যেতে চায়।
এই রবীন্দ্র সংগীত হৃদয়কে খুব ছুঁয়ে যাই।আর জয়তীদির আবেগময় কন্ঠে চোখে জল এসে গেল।
Thank you so much.....
Asadharon ganer gola madamer 🙏👍❤️.mon chue jai. kede kede more jai.
Thank you so much......
কী অসাধারণ! গেয়েছেন জয়তীদি ৷
নি:সন্দেহে বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ৷ আপনার দীর্ঘ
জীবন কামনা করি ৷
Thanxxxx a Lot.......
Upni akdom thik bolachan....
Amio tai mona kori
God's Gifts .
আমি রবীন্দ্র সংগীতের পাগল! দিদির এই গানটি যেনো পাগলামীর একটি ট্যাবলেট।
Thank you so much.....
স্রষ্টার স্রীষ্টি কেবলই রচনা তাকে জীবন্ত করতে শীল্পীর সমস্ত মাধুর্য রস ঢেলে দিতে হয় আর তাকে অমর করতে আমারই মত স্রোতা থাকে অগনীত যারা জীবনের পথে পিছিয়ে পড়েও আবার নতুন করে পথ চলা শুরু করে শুধু মাত্র তোমারই গানের অনুপ্রেরনায় ধন্যবাদ দিদি ভালো থাকবেন
এতো বানান ভুল করলে তো লেখাটারই কোনো মূল্য থাকলোনা ভাই
Thank you so much....
Pronam Jayati Di , Rabindranath Tagore amar God . Our Heritage .
Thank you so much......
অসাধারণ জয়তিদির মধুর আবেগময় কন্ঠে বার বার শুনি হৃদয় ছুয়ে যায় চোখে জল এসে যায়।
Thank you so much......
কবিগুরুর এই ব্যথিত হৃদয়ের গানটা জয়তীর কন্ঠে আরও ব্যথাতুর করে তুলেছে ।
আমার ব্যথার পূজা হয়নি সমাপন।প্রাণের সুতায় হালকা টান লাগে কেমন ব্যথা ব্যথা লাগে। এতো গভীর পর্যন্ত পৌছায় কথাটা এবং সুরটা 🤘
এক দিকে সফলতা পাওয়ার নিদারুণ তাড়নায় জীবন যখন অশান্ত,তখন এ সুরের বিকল্প কিছু হতে পারে না ❤❤
আর কতবার শুনব ঠিক করতে পারছিনা। ১০০ বারের বেশি হয়ে গেছে কী আর বলি। জয়তীদিকে প্রণাম।
aaro beshi beshi kore shunun....all d best.....
@Wally Shepp Thanxxx a Lot......
@Elvis Uvalles Thanxxx a Lot........
আহা কি মনমুগ্ধকর কন্ঠ আর গায়কী ❤️
একমাত্র ঈশ্বর আশীর্বাদে তুষ্ট রাই এই সুরেলা কন্ঠে র অধিকারীনি... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much....
আমার জীবনের পছন্দের গানের মধ্যে অন্যতম একটি গান কি যে শান্তি
অসাধারণ কণ্ঠস্বরে অমর কীর্তির চর্চা। ঈশ্বর লহ মোর কোটি প্রণাম। গর্ব আমি বাঙ্গালী।
Thank you so much.....
@@ARINDAMCHAKRABARTY subscribe করে রাখলাম । আরো বেশি বেশি চাই।
@@bimalenduadhikari295 Definitely......
🎶❤️👏👏 Rabindranth Tagore ❤️🙏 Jayati Chakraborty🎙❤️👏
Thank you so much....
গানটা যতবার শুনি ততবারই চোখ জলে ঝাপসা হয়ে যায়।
Exactly so...All d best.....
Ki j asadharon... Antarta bhison nariye dilen Joyoteeji...
Thank you so much.....
জয়তীদির গানই আমার শেষ কথা।
Thanxxx a Lot.......
অমৃত কন্ঠশিল্পী 🙏
স্বর্গীয় অনুভুতি ❤️❤️❤️❤️
Thank you so much....
I listen to this song almost everyday. An unusual vibe from real to ethereal
বরো সুনদর গাইলেন প্রাণ ভোরে গেলো মা
exactly so.........
কন্ঠ এবং গায়কীতে অনন্যা জয়তি,সেরা রবীন্দ্রশিল্পীদের সাথে তুলনীয়।গান নির্বাচনও ভীষন পছন্দের।
Thank you so much......
অপূর্ব কণ্ঠস্বরে গভীর আবেগ ভরা গান ! আমার অত্যন্ত প্রিয় শিল্পী ।
Thanxxx a lot for your comment......
Jibon a khub klanto hoye aka adhare kadte oo gan er proyojon seta eta
Thank you so much......
গানটির লিরিক্স ব্যথিত হৃদয়ে প্রকম্পন সৃষ্টি করে।
Thanxxx a Lot......
Ami kalkei jachhi Rabindra vaban e rabindra sangeet er angel er sathe dekha korte ❤️khub excited
Thank you so much.....
ভাষা নেই কিছু বলার এত মধুর লাইন গুলো গানের 🥰আর টান সুর তো কোনো কথা নাই
Thank you so much......
জয়তী চক্রবর্তীর কন্ঠে এই গান আমার অপূর্ব লাগে।যতবার শুনি সব সময় দারুণ উপভোগ করি।
আমার জীবন এর সেরা পছন্দের গান এত সুন্দর করে গাইলেন দিদি 😅😅
Exactly so...Thanxxx a Lot......
Baar baar shunte ichchhe hoy❤
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
আমার ব্যথার পূজা হয়নি সমাপন।।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
আমার ব্যথার পূজা হয়নি সমাপন।।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
যখন বেলা- শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়- মাঝে,
সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে,
যখন বেলা- শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়- মাঝে,
সন্ধ্যাপূজার ঘন্টা যখন বাজে,
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন-
আমার ব্যথার পূজা হবে সমাপন।।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
অনেক দিনের অনেক কথা,ব্যকুলতা,বাঁধা বেদন- ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভরে।
অনেক দিনের অনেক কথা,ব্যকুলতা,বাঁধা বেদন- ডোরে,
মনের মাঝে উঠেছে আজ ভরে।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ- পানে ছুটবে বাঁধন- হারা,
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ- পানে ছুটবে বাঁধন- হারা,
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন-
আমার ব্যথার পূজা হবে সমাপন।।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
আমার ব্যথার পূজা হয়নি সমাপন।।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-
অনেক ধন্যবাদ 🙏🏼
Thank you very much.:)
👍💘🙏🙏🙏💐😷🙌🕊😍
Thank you so much....
Apurbo lage Jayatir gaan..jano amar mon k chunye jae..sunte kono klanti nei..
Thank you so much......
রবীন্দ্রনাথ ঠাকুর যুগোপযোগী কবি। ইনি জীবনের প্রতিটা মূহুর্তের অনুভুতি ও অনুভবের উপর গান রচনা করেছেন । তাই তাঁর গানের এই অনুভুতি অনুভব যাঁরা করতে পারবেন তাঁরাই তো ভালো গান গাইতে পারেন। তাঁদের মধ্যেই একজন হলেন জয়তী চক্রবর্তী ।
Too good
Thank you & watch the Kabita Ghar channel , please.
Thank you so much....
Thank you for appreciating my comments and watch my channel, please.
অসাধারণ আপনি ও আপনার কণ্ঠ. বাংলা ভাষায় সেরা সঙ্গীত
জয়তী দির কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনলে মন খুব ভাল হয়ে যায়। কী মধু কী ভালো বাসা আছে বলে বা লিখে বোঝানো সম্ভব নয়। যতবার শুনি ততবার হৃদয় তৃপ্ত হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান আমদের শোনানোর জন্য। ভাল থাকুন আপনি।
Thanxxx a Lot.......
Namta to very very good@@ARINDAMCHAKRABARTY
My name in ❤sokina
@ জযতি দিদি আপনার সুরের মূর্ছনায় ভুবন কাপিয়ে তোলেন যার ব্যাখ্যা করা যায়না। হৃদয়ের তলদেশে পৌঁছে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাচ্ছেন আপনি বরনিয়,স্মরনীয় হয়ে থাকবেন।
Thank you so much.....
আপনি এক আশীর্বাদ আমাদের জন্য l এত দরদীয়া শিল্পী খুব কমই আছে l আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন l
Thank you so much....
Heavenly... Kothai ekhonkar generation altu faltu sunche... Esob sono sobai
Thank you so much....
Ei gaan ti Ami prai sokol shilpir kanthe sunlam, apni ananya,apnar kantha amar hridoyer moddho sthole giye baje🙏🙏🙏🙏🙏
Thank you so much.....
অসম্ভব সুন্দর !!!
ভালো থাকুন....❤️❤️❤️❤️
Thanxxxx a Lot........
অসাধারণ কন্ঠস্বর। আজথেকে শতবর্ষ পরে ও এগান বাঙালির অন্তরে থেকে যাবে।
এক কথায় বলতে গেলে অপূর্ব!👍
Thanxxx a Lot.....
Sotti taii.. assadharon 👍👍👍!!!!!!
@@ushasighoshal1867 Thank you so much.....
❤❤এই গান টি অনেক শিল্পীর কন্ঠে শুনেছি। জয়তীদির কন্ঠ+ভাবাবেগ, অজান্তেই চোখের কোনে অশ্রু নিয়ে আসে।
অসাধারণ অনুভূতি ❤️❤️
❤❤
Thank you so much......
মন ছুয়ে গেল ;ভাষা তো নেই, কী বলি আর!
Thank you so much....
Asadharan. Bhalo. Laglo. Namaskar
Thank you so much......
অসাধারণ গেয়েছেন দিদি!🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much.....
Again Born In India for This Song ,Pronam.
সত্যি এই- রকম গান আর হবেনা। তার সাথে দিদির গলা মিলে মিশে একাকার। দারুন ভাল লাগছে।
thanxxx a lot........
Apurbo gan.chokhe jol ase galo.
Thank you so much....
❤️❤️🌹🌹🌹 সত্যিই সুন্দর....আমার খুব প্রিয় গান এটা।।
Thank you so much....
Sobar theke tomar gaanta bhalo hoechhe . Outstanding . Khub bhalo theko . Shubhechha roilo .
Thank you so much....
আমার সকল দুখের প্রদীপ,
জয়তী দিদির গাওয়া টি আমার মন ছুঁয়ে গেল।
Kothai pelen e akuti
thanxxx a lot.....
Jayati mam, mind-blowing, superb excellent...eto darad diye gaan...... may God bless you.....🎉
এই ৩৮ বছরের জীবনে বুঝতে পেরেছি জীবনটা দুঃখের। রবি ঠাকুরের এই দুঃখ সইবার প্রেরণা দেয়।
Thank you so much......
আহা ভেঙে চুরমার হয়ে গেলাম!
Amar sokol dukher Pradip.. Choke jal chole elo... Didi apnar golai Rabindra Sangeet ta adadharan...
Thank you so much....
অসাধারণ সুন্দর ।মন ছুঁয়ে গেল।
Thank You So Much.....
মন জুড়ানো গান....কি যে আছে গানের কথা গুলোর মধ্যে।
exactly so.....
গায়কিটাও অসাধারণ।
@@abdullaal-mamun4474 Thank you so much.....
অপূর্ব সুন্দর কণ্ঠ , মন ছুয়ে যায়। ধন্যবাদ🙏💕
Aj amar mon ta khuv khrap.1st january amar pise amak chere chole galo.ame vabe nei ato tara tare chole jabe.khuv mon ta khrap.kentu didi r gan ta sunte khuv valo lagche.2025 janena bochor ta kamon jabe jane na
সত্যি অসাধারণ ,, এমন একটা জীবনের নারা দেওয়া গান ,,আর হবে না ,,,
Thank you so much....
যখন থেকে জীবনের প্রভাত শুরু, সেই তখন থেকে শুনছি এই গান। জীবনের অপরাহ্নে এসেও এখনো শুনছি, তৃষ্ণা যেন মিটে না। যতই শুনি ততই গভীরে প্রবেশ করছি।
Thank you so much......
এক কথায় অপূর্ব!
❤❤❤❤🙏👍
Thank you so much.......