অসময়ে পালংশাক তাড়াতাড়ি বড় করার উপায়||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 614

  • @namitamasid2313
    @namitamasid2313 3 года назад +1

    Sir khub khub Vlo lglo..sir apnar video gulo Ami dine 15/16 bar dekhi.bisws korben kina jni na.but amr khubii vlo lge.sir apnar kthy kaka tree te diye khubii upokrito hychi.vlo thkben sir.ar aivabe vlo vlo video gift deben.thanks sir.

  • @Asimasardar78
    @Asimasardar78 Год назад +1

    স্যার আমি ছোট্ট চাষী আপনার চ্যানেলে জোক হলাম পালং শাক দিয়ে আপনার আলোচনা খুবই ভালো লাগলো ধন্যবাদ।👍😊

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @winning1549
    @winning1549 3 года назад

    Upner video dekhe moner modhe ekta sokti ba joor asche..nice sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ওই ভাবে চাষ করার চেষ্টা করুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @rajeshroy7030
    @rajeshroy7030 3 года назад

    Aapnar idea guli khub sundor sondor

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @prabirparua3884
    @prabirparua3884 3 года назад

    Khub samoyupojogi video .Anek anek dhanyabad namaskar janai .

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনাকেও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে চলুন সকলে এইভাবে এগিয়ে চলি।

  • @Md.MuktarMia-xi4yv
    @Md.MuktarMia-xi4yv Год назад

    ধন্যবাদ, আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @debasishroy9307
    @debasishroy9307 3 года назад +1

    Darun sir.ai videotir opekkhay chilam.

  • @subhradeepsahoo6488
    @subhradeepsahoo6488 3 года назад +7

    স্যার, আপনি যদি এই রকম আগাম যত রকম সবজি আছে, সেগুলো আলোচনা করেন খুব উপকৃত হব,, সত্যি আপনি খুব ভালো মানুষ,,আমরা খুব উপকৃত হই

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      ধন্যবাদ জানাই সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এই ভাবেই এগিয়ে চলি।

    • @piyalkhan5824
      @piyalkhan5824 5 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো, এভাবেই আপনি আমাদের কৃষির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন।

  • @SM2Studio
    @SM2Studio 3 года назад +2

    স্যার আপনার ভিডিও আমি প্রত্যেকটাই দেখি এবং আমিও আপনার পদ্ধতিতেই শাক সবজি লাগায় এতে খুব ভালো ফল পাওয়া যায় ধন্যবাদ স্যার আপনাকে খুব খুব ভাল থাকবেন

  • @suprasanta
    @suprasanta 3 года назад

    ধন্যবাদ। আমি টব চাষী। আপনার উপদেশ শুনে গাছ করি। অল্প করি কিন্তু তৃপ্তি পাই।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      আস্তে আস্তে যদি সুযোগ থাকে বাড়িয়ে যাবেন ।আপাতত ছোট নিয়েই শুরু করুন। ভাল থাকুন আর এগিয়ে চলুন। ধন্যবাদ।

    • @suprasanta
      @suprasanta 3 года назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ। জায়গা জমি কিছু নেই। ছাদের উপর টবে গাছ করি।

    • @AMARCHOTTOCHADBAGAN
      @AMARCHOTTOCHADBAGAN 3 года назад +1

      @@suprasanta আমি নিজে আমার ছাদ বাগানে সব রকম সবজি টবে বসাই।

  • @goldenagrofarm.4313
    @goldenagrofarm.4313 3 года назад

    অসাধারণ আইডিয়া স্যার । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ধন্যবাদ জানাই ভালো থেকো আর চলো সকলে এই ভাবেই এগিয়ে চলি।

    • @goldenagrofarm.4313
      @goldenagrofarm.4313 3 года назад

      @@farmingadviseranathhalder7579 জ্বি , স্যার , আপনার আশির্বাদ ও সহযোগিতা প্রত্যাশি।

  • @apurbapaul9382
    @apurbapaul9382 3 года назад +2

    স্যার,
    প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই. গত বৎসর থেকে আপনার সহযোগিতায় আমি চাষআবাদ করে আসছি এবং ভালো ফলন ও পেয়েছি.
    হয়তো দামের ক্ষেত্রে খুব একটা সুবিধা হয় নি. এখন ঝিঙে বিক্রি করছি আর টমেটো চারা বসিয়েছি. আমি তো কোনোদিন এভাবে চাষ করি নি. তাই আপনাকে বার বার কমেন্ট করে জানতে হয়, বিরক্ত হবেন না স্যার. বর্তমানে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না.এখন সমস্যা হোলো, ঝিঙে গাছে যে হারে ফল আসছে তার অর্ধেক যদি ও থাকতো
    স্যার তাহলে আমাকে প্রতিদিন টোটোতে করে নিয়ে যেতে হোতো. কিন্তু সব শুকিয়ে যাচ্ছে আর কিছু কিছু ঝিঙের নিচের দিকটা সরু থাকছে আর উপরের দিকটা মোটা হয়ে যাচ্ছে. আপনার কথা মতো এমিস্টার টপ আর অল উইন গোল্ড সুপার
    স্প্রে করেছি.কিন্তু কোনো পরিবতনহয় নি . একটা গাঁটে ফল ধরলে 5-7টা ফল শুকাবে তার পর আবার ফল ধরবে. উপায় থাকলে বলুন.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      Agromin gold প্রতি লিটার জলে আড়াই মিলি মিশিয়ে স্প্রে করতে হবে সাত দিন ছাড়া দুবার।তাহলে ঝিঙেটা সরু মোটা হবে না। মোটামুটি একইভাবে হবে ।এর সঙ্গে অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 3 года назад

    আজকের পালং শাগের ভিডিও খুব ভালো লাগলো আমিটবে কোরবো🙏🙏🙏👍💙🤗

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      নমস্কার দিদি আপনি গতবারে যে মন্তব্য করেছিলেন সেখানে উত্তর দিতে দিতে একজন চ্যানেল থেকে ডাকতে এল আমাকে , চলে গেলাম এসে আর আপনার প্রশ্নটা খুঁজেই পেলাম না এত খারাপ লাগছে কি বলবো আর ।আমার সঙ্গে চন্দনাদির কথা হয়েছে আপনি সময় পেলে তবে সন্ধ্যের দিকে ফোন করবেন আপনার সঙ্গে কথা বলতে উনি আগ্রহী এবং আপনাকে ভালোবেসে ফেলেছেন দুজনে কথা বলুন আপনারও ভালো লাগবে। এই নাম্বারে যোগাযোগ করবেন 9382323865আর পালংশাক অবশ্যই চাষ করবেন বেশি দামে কিনতে হবে না বাজার থেকে ।আসলে কাছাকাছি হলে আপনাকে আমি বীজ দিতাম কিন্তু অনেক দূরে আছেন বা আপনার বাড়ি কোথায় তো আমি জানি না কাছাকাছি হলে নিশ্চিত হেল্প করতাম ।যাই হোক ভালো থাকুন দিদি পরে কথা হবে ।

    • @sapikulislam333
      @sapikulislam333 3 года назад

      @Farming Adviser Anath Halder . স্যার আপনি সত্যি খুবই সক্রিয় ও প্রাণবন্ত

    • @chhayasakar5570
      @chhayasakar5570 3 года назад

      বহরমপুরে মুর্শিদাবাদ! হ্যাঁ দাদাভাই নমস্কার ফোন কোরবো। ভালো থাকবেন 🙏👍

    • @chhayasakar5570
      @chhayasakar5570 3 года назад

      @@farmingadviseranathhalder7579 বহরমপুরে মুর্শিদাবাদ 🙏

  • @kakalisaha6182
    @kakalisaha6182 3 года назад

    ধন্যবাদ স্যার।বাংলাদেশ।

  • @সবারমালদা
    @সবারমালদা 3 года назад

    বেগুন চাষ সম্পর্কে একটি ভিডিও বানান

  • @romaprosadhalder689
    @romaprosadhalder689 3 года назад +1

    🙏 গুরুকে জানাই প্রণাম 🙏

  • @jayantasing8860
    @jayantasing8860 3 года назад

    Khub valo

  • @hirakbiswa
    @hirakbiswa 3 года назад +2

    স‍্যার আপনি idea গলো খুব ভালো দিয়েছেন। কিন্তু আপনার কাছে প্রশিক্ষণ পেলে আরও সাহস পাব। একটু ব‍্যবস্থা করুন স‍্যার।

  • @winning1549
    @winning1549 3 года назад

    Nice video .upnar kotha sune echhe hoy chasbas korar .barir manush korte dichhena .thikmoto..bujhchena..ki kori sir.keu niche namai keu upore tane.. but video super.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      একবার জৈব সার দিয়ে ফসল ফলিয়ে বাড়ীর লোকজনকে খাওয়ান । তারপর দেখবেন ওরাই চাষ করতে বলবে।

  • @Maityraju6243
    @Maityraju6243 3 года назад

    Thanks video ta deoyar jonno

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভালো থেকো আর চলো সকলে এই ভাবেই এগিয়ে চলি।

  • @swapandas4996
    @swapandas4996 3 года назад

    ধন‍্যবাদ স‍্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই, ভাল থাকুন আর চলুন সকলে এই ভাবেই এগিয়ে চলি।

  • @bokulchandra
    @bokulchandra 3 года назад

    স্যার বাংলাদেশ থেকে নিয়মিত ভাবে আপনার সেশন গুলো শুনে থাকি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ধন্যবাদ জানাই । ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

    • @KamalUddin-zd9sd
      @KamalUddin-zd9sd 3 года назад

      দাদা bokul chandra Roy আপনি কি আমাকে Allwin Top plus কিভাবে পেতে পারি একটু ব্যবস্থা করে দিবেন প্লিজ দাদা আমার দরকার বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে বলছি

  • @imonpakira5522
    @imonpakira5522 3 года назад

    Nomoskar sir .... Bolchi sir pat lemon and Malta lebu r rog Poka niye akta vdo banan... Plz sir ...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      হ্যাঁ ঠিকই বলেছেন ওটা আমার বাকি আছে। অবশ্যই ভিডিও আনবো। কতগুলো ভিডিও হাতে নিয়েছি ওই ভিডিওগুলো ছাড়ার পর অবশ্যই ভিডিও আনবো।

  • @chandanadhargupta6973
    @chandanadhargupta6973 3 года назад

    দাদা নমস্কার নেবেন।আজ ভিডিও টা অনেক আগেই দেখে ফেললাম ।যাইহোক,ব্যাবসা ভিত্তিক চাষের ব্যাপার বলে বিশেষ কিছু বলার নেই।তবে ব্যাবসা টা ও তো দরকার।ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি ।

  • @mousuminaskar8517
    @mousuminaskar8517 3 года назад +3

    স্যার নমস্কার।বলসুনদরী কুল ও চিকু সবেদার জন্য ভিডিও করলে উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      আমি এবছর প্রথম সবেমাত্র কাশ্মীরি বলসুন্দরী কুল গাছ বসালাম ।একটু সময় দিন নিশ্চিত আমি ভিডিও করবো। অথবা যদি আমি যেখানে কাজ করি দেখতে পাই ভিডিও করে জানাবো। আপাতত গাছে প্রতি লিটার জলে দু মিলি যেকোনো পিজিআর মিশিয়ে স্প্রে করুন ।ভালো থাকুন আর এগিয়ে চলুন।

    • @mousuminaskar8517
      @mousuminaskar8517 3 года назад

      স্যার অনেক ধন্যবাদ আপনাকে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  • @lakshminandi6784
    @lakshminandi6784 3 года назад

    স্যার আপনি ভালো থাকবেন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনারা সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি। যতই প্রাকৃতিক বিপর্যয় আসুক আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই মনে বলটা নিয়ে আমাদের বেঁচে থাকা, এগিয়ে চলা । আবার বলবো ভালো থাকবেন চাষ ছাড়বেন না।

  • @tupayelahmod5296
    @tupayelahmod5296 2 года назад

    ধন্যবাদ স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @tapansarkar8285
    @tapansarkar8285 2 года назад

    Ami jodi dhupur 3ta fungiside spray kori gacher ki khoti hobe

  • @koustavdas4265
    @koustavdas4265 3 года назад

    গুনথার বা বারো যাইড এর টেকনিক্যাল নাম কি একটু লিখে দিন, ভিডিও শুনে দোকান দার বুঝতে পারছেনা। খুব ভালো information পেলাম এই ভিডিও তে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      এর মধ্যে আছে নোভালিউরণ আর এমামেকটিন বেনজোয়েট খুব ভালো ঔষধ দুটোই কিন্তু লেদা পোকার জন্য ভালো কাজ করে।অথচ দুটো টেকনিক্যাল ই একটার মধ্যে আছে। এজন্য লেদা পোকার ভালো কাজ করবে বলে মনে করি। প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে বেগুন গাছে spray করবেন।

  • @glossygarden9473
    @glossygarden9473 3 года назад

    khub khub khub valo sir video...♥️♥️♥️ bolchi sir ami barite akhn joibo process onujayi kivabe palong chas korbo?? bristite problem hobe nato?? r sir bazarer 19:19:19&20:20:20 valo hobe, naki apnar dakhano barite toiri npk sar 19:19 & 20:20?? please..?? 🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      বাজারের 19 19 19 বা কুড়ি কুড়ি কুড়ি এগুলো ব্যবহার করতে পারো ।আর এখনই বীজ বোনা যাবে ।তবে ছাউনি করতে হবে আর বৃষ্টির পানি যেন না পড়ে।যদি পড়ে তাহলে কিন্তু পোচে যাবে। অবশ্যই সফল হবে‌। করে দেখো নিশ্চয়ই তোমাদের ওখানকার বাজার ও ভালো আছে ।ধন্যবাদ জানাই ভালো থেকো। আল্লাহ তোমার মঙ্গল করুন।

    • @glossygarden9473
      @glossygarden9473 3 года назад

      @@farmingadviseranathhalder7579 apnio valo thakben sir.... bolchilm apnar toiri 19:19:19&20:20:20 use korle bajarer sar er motoi result pabo to??? ami uluberia theke bolchilm..
      khub khub valo thakben...🙏🙏🙏🙏♥️♥️

  • @sanjibpal9286
    @sanjibpal9286 3 года назад

    Vlo laglo sir. Sir ekhon ki ar kumro lagano jbe?? Naki law lagabo. Jadi kumro lagano jai ta hole ki seed lagabo gismer naku borsar?? Kindy bolben

  • @PritikaBarman-v2p
    @PritikaBarman-v2p 2 месяца назад

    Dada kon somoy chas korbo baromas lov hobe ki ?

  • @ChadBaganSongbad
    @ChadBaganSongbad 3 года назад

    Khub sundor ❤️❤️❤️❤️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভাল থাকুন আজ চলুন সবাইকে নিয়ে এগিয়ে চলি।

  • @bishwajitnandi5704
    @bishwajitnandi5704 3 года назад

    স্যার আপনি ভালো থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনারাও সকলে ভাল থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @CocoMillion9
    @CocoMillion9 3 года назад +1

    Apner videos dekha Sim bosea chilam, aktu boro hoia chilo, kintu doga sukea gia Mora jacha, ki korbo bujta parchi Na..

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 3 года назад

    খুব সুন্দর

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এইভাবে এগিয়ে চলি।

  • @chandanmandal1202
    @chandanmandal1202 3 года назад

    sir akta basumatir dhaner oper video karun ami chandan odisha

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আমার চ্যানেলে আমন ধানের উপরে চারটি ভিডিও করা আছে। ভিডিও গুলো দেখুন সব উত্তর পেয়ে যাবেন।

  • @arunjana3164
    @arunjana3164 3 года назад

    Very very nice

  • @anjanrong905
    @anjanrong905 3 года назад +4

    নমস্কার স্যার,
    এই সময়ে ধনেপাতা চাষের জন্য কোন জাতের বীজ বপন করা যাবে?

  • @smartfermer4995
    @smartfermer4995 3 года назад

    Sir ami paschim medinipur theke ,ekhon cabbage er kon seeds nursery felabo?mati ready quick reply den please.

  • @debasismazumdar831
    @debasismazumdar831 3 года назад

    দাদা আসানসোলের কাছেই আমার একুশ বিঘা জমি সেচের সুবিধাও আছে চাষে আগ্রহী এরকম উদ্যমী চাষী সাথে পার্টনারশিপ করতে চাই! প্রয়োজনে আরো অনেক ছবি দেবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      ওখানকার স্থানীয় ভালো চাষিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। আর আমার ভিডিও গুলো দেখুন আশা করি সফল হবেন

  • @soumenroy3078
    @soumenroy3078 3 года назад

    Thank you স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

  • @dipaksarkar5164
    @dipaksarkar5164 2 года назад

    Sr. Ami palon chash korechhi gachh barchhena ki ki diye spirai korbo .bole dile bhalo hoy

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      K Booster প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে Aries কোম্পানির Macro Fert
      2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
      অবশ্যই তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে।

  • @ajmotullah2333
    @ajmotullah2333 3 года назад

    পড়ে পায়ে চোট লাগার কারণে ১ মাস বেড রেস্টে থাকার কারণে সমস্ত ভিডিও দেখার সুযোগ হল।
    তাই আগামী তে ধানের সাথে সাথে শাক সবজি চাষ করব ভাবছি ।
    আপনাকে পাশে পেয়ে মনে সাহস পাচ্ছি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে। অবশ্যই সফল হবে। ঠকতে হবে না ‌ভালো থেকো সুস্থ হয়ে ওঠো ।আল্লাহ তোমার মঙ্গল করুন।

  • @basantimondal3299
    @basantimondal3299 3 года назад

    বেগুন নিয়ে video বানান ❤️❤️❤️❤️❤️

  • @bellabella5298
    @bellabella5298 3 года назад

    Sar kemon achen? Apnar vidio dekhe amra anek upokrito hoi. Amar daner boyos 25 din. But daner pata oporer dik sada hoye ache. Pure pure geche. Kon osud lakbe jana ben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ওটা কি পোকার জন্য হচ্ছে বলে মনে হয়? যদি হয় তাহলে কম দামের ওষুধ হামলা প্রতি লিটার জলে আড়াই মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।

  • @bikrammahato5682
    @bikrammahato5682 3 года назад

    Sir begun gachher pata halud katar upai balun

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      দুটো কারণে হয় সাদা মাছির আক্রমণে হলুদ হয় আর রোগের আক্রমণে হয়। আমার মনে হয় এটা রোগের আক্রমণে হয়েছে। প্রতি লিটার জলে টাটা মাস্টার আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দু'বার।

  • @starmarak7209
    @starmarak7209 3 года назад

    Sir, Bristi sijone Tomato 🍅🍅 chass korle valo hobe....?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      আমি যদিও আবার পরে ভিডিও করব তবে আমি যেভাবে চারা বসিয়েছি আমার ভিডিওতে ওইভাবে যদি চারা বসানো যায় তাহলে বর্ষাতে মারা যাবে না।

  • @rajibmallick3742
    @rajibmallick3742 3 года назад +1

    Sir ami allwin top plus...biovita x plant regulator paini.....ami "XYLUS " name akti product pye6i...dokane bollow etaio vlo kaj hobhe....sotti vlo kaj debe ki....er sathe "SUPER STICK " atha (gum) misiea sob plant e spry kora jbe ki? please sir reply deben.... tenson e a6i

  • @shuvopaul5934
    @shuvopaul5934 3 года назад

    har guro ,cocopit ,neem kol ,tricodarma bangladasar jhenidha kotai pabo

  • @somnathdas5534
    @somnathdas5534 3 года назад

    পর পর ক দিন বৃষ্টির পর কাঠের গাছ লাগানোর পদ্ধতি নিয়ে আলোচনা করবেন

  • @palashroy1241
    @palashroy1241 3 года назад

    Sir napa shak ki akhn chas kora jabe? Sir please janaben

  • @unknownworld3984
    @unknownworld3984 3 года назад

    শীতের খসলা শাক এভাবে করা যাবে?????

  • @eshanmondal6260
    @eshanmondal6260 3 года назад +1

    আমগাছে এখন ডাল ছাটাই করা যাবে? কুলগাছে গুটি কলম করা যায় ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আমি কুল গাছের চারা কিনে আনলাম দেখলাম গ্রাফটিং করা আছে । আর আম গাছ যদি বড় হয় 25 /30 বছরের গাছ হয় তখন বড় ডালগুলো একটু কেটে দিতে পারেন।

  • @babblingbaby9324
    @babblingbaby9324 3 года назад

    Ami ki aimashe palong shak lagate parbo?

  • @sanjaybarman4531
    @sanjaybarman4531 7 месяцев назад

    Sir,,রোদ হলে কি ছাউনি খুলেদিতে হবে plz 🙏 একটু বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  7 месяцев назад

      ছাউনি খুলে দিলে খুব ভালো হয়।
      গাছের সৌন্দর্য বাড়ে , টেকসই হয়।

  • @sumonhossan8692
    @sumonhossan8692 2 года назад +1

    এভাবে ছাউনি দিয়ে কি দুনিয়া পাতা চাষ করা যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আর একটু পরে চাষ করবেন। কারন বেশি
      গরমে মানুষ ধনেপাতা খাবে না। জৈষ্ঠ্য মাসে র 15/20 তারিখে বীজ বুনবেন।

  • @surjadad528
    @surjadad528 3 года назад +1

    স্যার আপনি ভালো থাকবেন।স্যার টবের মাটিতে সব জৈবসার দিয়ে গাছ লাগানো তাতে রাসায়নিক maicronutrn দেওয়া যাবে ? আর গাছে পাতায় 20/20/20 লিকিউট স্প্রে করলে গাছের ক্ষতি হবে?কারণ মাটিতে জৈব ও উপকারী ব্যাকটেরিয়া মারা যাবেনা ওই জল পড়লে।কি করবো জানাবেন plz plz plz

  • @villagemenrkstar3006
    @villagemenrkstar3006 3 года назад

    Agam aalu chas samparke kichhu tips dile valo hoy
    ki verity use kara jabe
    Malda

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      পোখরাজ আলু বসাতে হবে। আমার চ্যানেলে তিনটি ভিডিও করা আছে আলু চাষের উপরে ওই ভিডিওগুলো দেখে নিন আপনার সমস্ত উত্তর পেয়ে যাবেন। আশা করি খুব ভাল লাগবে ।ভিডিও গুলো দেখুন

    • @villagemenrkstar3006
      @villagemenrkstar3006 3 года назад

      @@farmingadviseranathhalder7579 আমরা পোখরাজ আলু সেপ্টেম্বর মাসে লাস্ট
      এ চাস করতে পারি

  • @atanusen5530
    @atanusen5530 3 года назад

    আপনার বাগানের যদি একটা ভিডিও আনতেন এবং আপনার বাগানের গোপন রহস্য টা যদি বলতেন খুব উপকার হতো ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      হ্যাঁ জানাবো একটু সময় দিন । আসলে বাগানটা জলে ডুবে ছিল কিছু গাছকে বাঁচিয়েছি কষ্ট করে আবার কিছু চারা লাগানো হচ্ছে এটা কমপ্লিট করে দেখাবো

  • @debasisbiswas4913
    @debasisbiswas4913 3 года назад

    Dada namaskar
    Asha kori valo achen
    Ami dhaner (khoshar) guro aar vermi compost 50:40 ratio te mishiye tar sathe neem khol, haar guro, badam khol, sarisha khol o tv misheye ekdam mati chara, gach basale kemon habe?
    Dhonyobad Dada
    Happy independence day

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      খুব ভালো হবে।তবে ওইখানে আপনাকে হালকা ফুলের চারা বা সবজি এগুলো বসাতে হবে ।মজবুত বড়ো গাছ, ফল গাছ বসানো যাবে না কারণ শিকড় কে মাটি ধরে রাখতে পারবে না। গাছ উল্টে পড়ে যাবে। সেজন্য বড় গাছ বসানো যাবে না। তাছাড়া আপনি নিশ্চিত ছোট ছোট ফসল চাষ করতে পারবেন।

    • @debasisbiswas4913
      @debasisbiswas4913 3 года назад

      Dhonyobad dada
      Ha dada sabji chaser jonyoi korbo
      Baro gach habena seta ami jani
      Prothom theke aapnar vdo dekhi, tate etuku avigyata amar hoyeche
      Apnake google bole mani to aami

  • @mofizurrahman9809
    @mofizurrahman9809 Год назад

    স্যার, অনুখাদ্য ও pgr কি একসাথে মিশিয়ে স্প্রে করা যায়???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অবশ্যই অবশ্যই এক সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।

  • @bimalchpaik4570
    @bimalchpaik4570 3 года назад

    স্যার আপনি পেঁপে চাষ নিয়ে একটা বড় করে ভিডিও করুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আমি পেঁপে চাষ নিয়ে চারটে ভিডিও করেছি। ভিডিও গুলো দেখুন আপাতত আশা করি ভালো লাগবে।

  • @sumanroy4304
    @sumanroy4304 3 года назад

    Insecticide/pesticide এর সাথে micronutrients ব্যবহার করা যাবে

  • @pintumurmu8357
    @pintumurmu8357 3 года назад +3

    জ্যেঠু , ভাল উন্নত মানের বীজ কোথায় পাওয়া যাবে ঠিকানা টা দেবে ? (অনুরোধ রইল)

  • @swapankumarghosh7620
    @swapankumarghosh7620 3 года назад

    Sir ami apnar video niomito dekhi, amar question til khol ki use kora jai ar Waste Decomposer Solution use korle ki patash ba boron ba mirakulan ba anyo kichu use korte lagbe

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ওগুলো স্প্রে করে দিতে হবে কারণ মাটিতে ওয়েস্ট কম্পিউটার দিচ্ছেন ওই জীবাণুগুলো যেন মারা না যায়

  • @ganeshhait6396
    @ganeshhait6396 3 года назад

    বেশ কিছু টমেটো চারা লাগানো হয়েছে. আপনার সব গাইড লাইন মেনেই. চারা খুব সুন্দর লেগেছে. planofix বা booster 2 কি গাছের ফুল ধরতে ব্যবহার করবো? কত বরে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      না এখনই ব্যবহার করা যাবে না। এখন পিজিআর এবং অনুখাদ্য স্প্রে করে গাছটাকে সুস্থ করুন। ফুল ঝরে গেলে তখন এগুলো ব্যবহার করবেন এখন নয়।

  • @sujitmondal2444
    @sujitmondal2444 3 года назад +1

    নমস্কার স্যার...আমি ফুলকপির সঙ্গে পালং এবং এক সাইডে ধনে বুনেছি। এইক্ষেত্রে কি ফাটিলাইজার স্প্রে করা যাবে কপির কোনো ক্ষতি হবে না তো???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      সমস্ত গাছেই প্রতি লিটার জলে 3 গ্রাম কুড়ি কুড়ি কুড়ি সার মিশিয়ে স্প্রে করবেন।

  • @rijaulhokkhamaru653
    @rijaulhokkhamaru653 2 года назад

    Sr কবে লাগানো হয়েছিল

  • @fozlerabbi7411
    @fozlerabbi7411 3 года назад

    স্যার বাড়ির আগের বছরের পালং দানার বীজ কি ফেলা যাবে। জমি প্রস্তুত করছি বীজ ফেলব

  • @debasishghosh7273
    @debasishghosh7273 2 года назад

    All win top plus ধনিয়া পাতা তে ব্যাবহার করা যাবে ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ ব্যবহার করা যাবে।
      প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে ঐ জল 30 মিনিট অপেক্ষা করার পর স্প্রে করবেন।

  • @durbapramanik
    @durbapramanik 3 года назад

    শীতের পালংশাক মিষ্টি স্বাদ বেশী আর বর্ষার পালংশাক কষা যথেষ্ট।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ঠিকই বলেছেন একটু ভাপিয়ে সিদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করবেন এটা আবহাওয়ার কারণেই হয়।

  • @mintudas2823
    @mintudas2823 3 года назад

    প্রনাম নেবেন গুরু দেব ।আপনার পরামর্শ নিয়ে ভালো ভাবে এগিয়ে যাচ্ছি। এক বিঘা ধুদুল চাষ করেছি ।ধুদুলে pgr + agromingold, amister সব কিছু দিয়েছি ।কিন্তু কিছু তেই ফলন পাওয়া যাচ্ছে না।প্রচুর পরিমানে র জন্য কোন ঔষধ দিতে হবে যদি বলেন খুব উপকার হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      একবার মিরাকুলান প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে স্প্রে করে দাও।

  • @sunitasantra9512
    @sunitasantra9512 3 года назад

    নমস্কার sir, boron ও zinc কি সব সবজি তেই ব্যবহার করা যাবে? কি পরিমান ব্যবহার করা যাবে ।এগুলি পেঁপে গাছে ব্যবহার করা যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      হ্যাঁ সব সবজিতে ব্যবহার করা যাবে ।তবে একবার খুব বেশি হলে দুবার ।আর দরকার নেই ।বোরন প্রতি লিটার জলে দুই গ্রাম এবং চিলেটেড জিংক প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে একসঙ্গে স্প্রে করতে পারেন। একবার করলেই যথেষ্ট খুব দরকার পড়লে আর একবার করতে পারেন।

  • @souravadhikary3842
    @souravadhikary3842 3 года назад

    Sir পুকুর পারে চাষ করলে ভালো হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      যদি ছায়া যুক্ত জায়গা না হয় তাহলে অবশ্যই চাষ করবেন।

  • @buddhadebmaity3237
    @buddhadebmaity3237 3 года назад

    দাদু , লাউ দানাতে সাফ পাউডার মাখিয়ে কত দিন রাখা যাবে। এবং কোন ক্ষতি হবে না তো। আমি ঘরের লাউ দানা রেখেছি, বীজ শোধন করে রাখবো।। পেকেট দানার মত রঙ ঔষধ মাখাবো ।

  • @anupkumarjana592
    @anupkumarjana592 3 года назад

    Sir 🙏sim bij lagano jaba akhan jadi balem

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      বাড়িতে খাবার জন্য বীজ বুনতে পারেন।কারণ এখন বীজ বুনে ব্যবসা করা যাবে না। ফসলটা উঠতে অনেক দেরি হবে। ঘরে খাবার জন্য করতে পারেন।

  • @thenatureofthesoul6590
    @thenatureofthesoul6590 3 года назад

    স্যার পটাসিয়াম সিলক্যাট এর ব্যাপারে যদি বলেন ভালো হয়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      K2si3 প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম /মিলি মিশিয়ে স্প্রে করবেন। তরল ও পাউডার হিসেবে পাওয়া যায়। এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং রোগ ও পোকার হাত থেকে গাছকে রক্ষা করে এবং ফলন বাড়ায় এটা খুব কার্যকরী পটাশ এবং সিলিকন টা খুব দরকার। সিলিকন অনুখাদ্য। এই নিয়ে বিস্তারিত বলতে হয় এখানে বেশি বলা যায়না ।

  • @sankarmaity7268
    @sankarmaity7268 3 года назад +1

    Beautiful lines. Sir nomoskar neben sir Amey akta odisha RUclips channel Khul ty eychy achy.kintu parbona ki janina jodey kore Guru Ji r aser bad ar ki Nam dibo bolen Jay Kisan Jay bharat Jay Jagannath

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনি প্রভুর নাম দিয়েই শুরু করুন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন।

  • @amitbiswas884
    @amitbiswas884 3 года назад +1

    স্যার , আমার পটল গাছে পাতা সবসময় সবুজ রাখতে ও কি ব্যাবহার করলে ভালো ফলন পাব ।
    দয়া করে বলবেন।

    • @gplmdl5062
      @gplmdl5062 3 года назад

      I. M. C Herbal agro growth booster use korun

  • @subhassarkar6903
    @subhassarkar6903 4 месяца назад

    Sir ami bolchi khol er bodole jodhi vermi compost dei hobe na

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 месяца назад

      হ্যাঁ হবে।

    • @subhassarkar6903
      @subhassarkar6903 4 месяца назад

      @@farmingadviseranathhalder7579 thank you sir

    • @subhassarkar6903
      @subhassarkar6903 4 месяца назад

      @@farmingadviseranathhalder7579 sir bolchi je r ekta kotha ami bolchi je sar deoyar kotodin por bij debo jodhi ektu bolen please

  • @nazrulislam-uf8bp
    @nazrulislam-uf8bp 3 года назад

    স্যার আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি,খুব কাজে লাগে।পালংশাকের ছাউনি কত দিন রাখতে হবে? শাক তোলা পর্যন্ত?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      কম কোরে তিন থেকে চার মাস রাখতে হবে। কারণ ওখানে দুবার / তিনবার শাক চাষ করে নিতে হবে।

    • @nazrulislam-uf8bp
      @nazrulislam-uf8bp 3 года назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ!!

  • @shilpidas67
    @shilpidas67 2 года назад

    Sir amar 10katha jomi phaka pore ache kon chash korle valo hobe sir vari bristi naa hole jol jome naa

    • @shilpidas67
      @shilpidas67 2 года назад

      Sir ami ki ekhon palong lagate pari kon jatre palong lagabo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হলদিবাড়ী জাতের পালং শাকের বীজ বুনবেন এখন ।
      অথবা আপনার স্থানীয় দোকানে চওড়া
      পাতা যুক্ত পালং শাকের বীজ বুনবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      এবার শীতকালীন সবজি চাষ করতে পারেন ।
      আর কুড়ি / পঁচিশ দিন পরে বীন কড়াই অথবা কপি এগুলো চাষ করলে সহজ হবে আপনার পক্ষে।

  • @ikramulsarkar9688
    @ikramulsarkar9688 3 года назад

    বর্ষাকালে র জন্য নির্দিষ্ট কোন জাত আছে না যেকোনো জাতের বীজ বুনলে হবে?

  • @ronojitgolder7641
    @ronojitgolder7641 3 года назад

    বাবু নমস্কার । বাবু ঝিঙ্গাগাছের পাতায় খুব মেফপোক লেগেছে। ভালো কি ঔষধ বলুন। ভালো থাকবেন ধন্যবাদ ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      Tagride দশ লিটার জলে আট গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।

  • @brihaspatisamanta2456
    @brihaspatisamanta2456 3 года назад

    Sir, eivabe video banaben, thank you sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @risbanaparveen6462
    @risbanaparveen6462 3 года назад

    Sir Tomato gach laganor jonno gobor sarer sathe T.V misiye ki bosano jabe?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      অবশ্যই ব্যবহার করা যাবে তাহলে বর্ষাতে গাছ মারা যাবে না। এখন যে টমেটো চারা বসানো হবে সেই চারার বয়স 40 /45 দিনে হলে ভালো হয়।

    • @risbanaparveen6462
      @risbanaparveen6462 3 года назад

      Thank you sir

  • @surjadad528
    @surjadad528 3 года назад +3

    স্যার মাটিতে চুন ও ব্লিচিং মারার কতদিন পরে ওয়েস্ট ডিকম্পস্ট জল মাটিতে দেওয়া যাবে যাতে মাটিতে ব্যাকটেরিয়া গুলো মর্বেনা plz plz plz জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      চুন ও ব্লিচিং পাউডার দেওয়ার 25 থেকে 30 দিন পরে ওই W D জল দেবেন।

  • @shimulbiswas3855
    @shimulbiswas3855 3 года назад

    নমস্কার স্যার, এমিস্টারটপ,কাবেন্ডাজিম +ম্যানকোজেব ছত্রাকনাশক কোন সময় স্প্রে করবো মরিচে, পটলে!
    আমি তো বিষ আর ছত্রাকনাশক একসাথে সকালে বা বিকালে স্প্রে করি
    এখন থেকে আলাদা করবো

  • @তুষারেরবাগান

    স্যার পেঁয়াজের খোসা ভেজানো জল কি সার? গাছের গোড়ায় দেওয়া যায় কি? এতে কি আছে?

  • @somnathmurmu7037
    @somnathmurmu7037 3 года назад

    Sair , Thai seedless pati lebu Chas kemon hobe , 10 sotok jomite lagabo vabchi ,. Naki patilebu kagzi baromasi lagabo , janaben kmon

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      বারোমাসি পাতিলেবুর যেটাকে মাদ্রাজি পাতিলেবু বলে ঐটা লাগালে কিন্তু ভালো হবে

  • @manojitmondal5223
    @manojitmondal5223 3 года назад

    ব্যবসা করার জন্য এখন কোন জাতের সীম লাগাব ??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      এখন শিম বীজ বসিয়ে ব্যবসা করা যাবে না। ঘরে খাবার জন্য করতে পারেন।আলতাপাটি অথবা বসিরহাটের চওড়া শিম বীজ বসাতে পারেন।কারন ফসল হতে দেরি হয়ে যাবে।

  • @Funnycartoons2000.
    @Funnycartoons2000. 3 года назад

    সুস্থ থাকুন, আর এভাবেই আমাদের পাশে থাকুন ।
    ধন্যবাদ ।
    রজত হালদার (শিরাকোল)

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      চেষ্টা করবো পাশে থাকার । তোমরাও পাশে থেকো আর সপরিবারে ভালো থেকো। চলো সকলে এগিয়ে চলি।

  • @sanjibpal9286
    @sanjibpal9286 3 года назад

    Sir, TROPICANA, HORIJON CHEMICAL COMPANY--eta ki hormone, pestiside naki onno kichu?? Eta ki sobji ba follow e spray kora jbe??

  • @subhasisdas2897
    @subhasisdas2897 3 года назад

    Sarno lal dahane jonno ki sardabo kon kon somoy ki poriman

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      গাছের অবস্থা বুঝে সার দিতে হবে ।25 থেকে 30 দিন পর 33 শতকে বিঘা হলে 6 কেজি ডিএপি সার ও , 6 কেজি Gromore সার যেটা 28 28 0 এই দুটো মেশাবেন আর গাছের চেহারা অনুযায়ী ইউরিয়া 6 থেকে 7 কেজি একসঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন আর শেষ চাপান সারে কিন্তু পটাশ সার অবশ্যই দিতে হবে। আর এখন সার দেওয়ার পর অবতার দুই গ্রাম প্রতি লিটার জলের সেই সঙ্গে চিলেটেড জিংক 12% অবশ্যই দুই গ্রাম মিশিয়ে একবার স্প্রেকরতেই হবে।

  • @baidyanathsaren2804
    @baidyanathsaren2804 3 года назад +1

    Thanks🙏🙏🙏

  • @manojitmondal5223
    @manojitmondal5223 3 года назад

    স্যার ভালো জাতের সীম বীজ কোনটা হবে?... দেবগিরি বীজ কি ভালো হবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      হ্যাঁ অবশ্যই লাগাতে পারেন অথবা আলতাপাটি বা বসিরহাটের চওড়া শিম কিন্তু এখন ঐ বীজ বসিয়ে ব্যবসা করা যাবে না। কারণ এর ফলন হতে একটু দেরি হবে। ঘরে খাবার মত অবশ্যই চাষ করতে পারেন।

  • @shyamapadasantra3561
    @shyamapadasantra3561 3 года назад

    Sir Iffoco consortia NPK Palang shak a spray kara jay thank you

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      বাড়িতে খাবেন না বিক্রি করবেন ? যদি বিক্রি করতে চান তাহলে এগুলো না করাই ভালো। এখন সরাসরি 20 20 20 অথবা 19 19 19 অথবা 18 18 18 এগুলো প্রতি লিটার জলে 3/4 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। একটু বড় হলে 4gram মেশাবেন।

  • @MrIQBAL9696
    @MrIQBAL9696 2 года назад

    পলিথিন ব্যবহার করা হয়েছে সেটা কি নরমাল পলিথিন? জানালে উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ওটা নরম্যাল পলিথিন ব্যবহার করতে পারেন।

  • @shimulbiswas3855
    @shimulbiswas3855 3 года назад +1

    প্রনাম নেবেন স্যার বাংলাদেশ থেকে।
    এর আগে আপনার পরামর্শ নিয়ে অনেক উপকার হয়েছে।আমার ১ বিঘা পটলের জমিতে ২০-৩০ টি গাছের গোড়ায় স্থানীয় ভাষায় গ্যাজ বলে, গাছের শেকড়ে গিটে গিটে দেখা যাই শিকড় মাটির উপরে উঠে যাই, এবং গাছ ২-৩ মাস পরে মারা যাই,। গোড়াতে কার্বেন্ডাজিম +ম্যানকোজেব দিছি আজ।
    বৃষ্টি হলে ১ বিঘাতে ২ কেজি পুড়াডান দিই।
    আর পুইশাক গাছের গোড়ায় পচন ধরে
    দই ফসলই একই জমিতে পুইশাকের গোড়াতেও একই কীটনাশক ব্যবহার করছি।
    এই দুই ফসলের রোগ থেকে পরিত্রাণ এর উপাই টা বলবেন স্যার দয়াকরে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +2

      পচে যাওয়ার জন্য যে ওষুধ দিচ্ছেন কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব ঠিক আছে প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন গাছের গোড়ায় ঢালবেন। আর ওই যে গ্যাজ হচ্ছে ওই মূল গুলো তুলে ফেলে দিতে হবে । নাহলে অনেক বেশি খরচ হবে ফলন পাবেন না।

    • @shimulbiswas3855
      @shimulbiswas3855 3 года назад

      @@farmingadviseranathhalder7579 অনেক ধন্যবাদ স্যার যদি কোনদিন ভারতে যাই আপনার পায়ে হাত দিয়ে প্রনাম করার ইচ্ছা