অল্প সময়ে পালংশাক চাষ করে লাভবান হতে দেখুন এই ভিডিও || Spinach cultivation||

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 473

  • @sujitbiswas8093
    @sujitbiswas8093 Год назад +1

    ভিডিওটা দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার আপনাকে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @sahanurmolla670
      @sahanurmolla670 5 месяцев назад

      ​@@farmingadviseranathhalder7579পালং শাকে কি কি তেল মারতে হবে লিখে দাও

  • @rasikulislam9569
    @rasikulislam9569 2 года назад +1

    Sir এসময় মাটির শসা লাগিয়েছি গাছের বয়স 20 দিন হল গাছ খুব সুন্দর আছে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      খুব ভালো হবে ।
      শুধু লক্ষ্য রাখতে হবে, গাছ যেন কুঁকড়ে না যায় বা পাতা যেন হলুদ না হয়।
      এই দুটো খেয়াল রাখলেই চলবে।

  • @birenroy7145
    @birenroy7145 2 года назад

    অসাধারণ হয়েছে এই ভিডিও টা ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই ,
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন ,
      এই কামনা করবো।

  • @RajkumaMondal
    @RajkumaMondal 2 месяца назад

    স্যার আমি এই বর্ষায় পালং চাষ করেছি বলছি স্যার পাতা কুঁকড়ে যাচ্ছে কি ওষুধ প্রয়োগ করব আপনাকে অনুসরণ করেই এই চাষ করেছি খুব ভালো হয়েছে

  • @ourfamily8100
    @ourfamily8100 2 года назад

    sir ekta lebu gacher gummosis nie video korun please 🙏🙏

  • @fruitsflowers1165
    @fruitsflowers1165 2 года назад +1

    স্যার, সত্যিই অসাধারণ লাগলো ভিডিও টা. অনেক উপকৃত হলাম. একান্ত এবং বারংবার অনুরোধ, দয়া করে মিক্স ট্রিটমেন্ট এর আইডিয়া দিন. Fungicide, insecticide আর NPK এর একসাথে ব্যবহার, কিভাবে করবো?? 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ অবশ্যই এই নিয়ে ভিডিও আনবো।
      আসলে ভিডিও করার সময় পাচ্ছিনা।
      অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো একটু অপেক্ষা করুন।

  • @parnobvloger6984
    @parnobvloger6984 5 дней назад

    সব ঠিক আছে একটু সুপষ্ট ভাবে কথা বললে ভালো হতো। বেশি ধরপড় না করাই ভালো।

  • @shahinakther5955
    @shahinakther5955 2 года назад

    দাদা, আমার সালাম নিবেন। সরি দাদা ভিডিওটি দেখতে একটু দেরি করে ফেললাম। ভালো থাকবেন। ধন্যবাদ দাদা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      নানান কাজের মধ্যে মানুষ ব্যস্ত থাকে
      এজন্য সমস্যা নেই।
      শুধু বলবো ভিডিও দেখে এগিয়ে চলুন।

    • @shahinakther5955
      @shahinakther5955 2 года назад

      @@farmingadviseranathhalder7579 দাদা আজকের দিনটা আপনার খুব খুব আনন্দে কাটুক। ভালো থাকবেন।

  • @subeshchakma4329
    @subeshchakma4329 2 года назад

    স্যার তরমুজ নিয়ে একটা ভিডিও তৈরী করেন

  • @mohitoshpal6961
    @mohitoshpal6961 2 года назад

    শুভ বিজয়ার প্রণাম স্যার 🙏

  • @dipankarbag8419
    @dipankarbag8419 2 года назад

    Sir karalar video anun apnar video anek din theke dekchi

  • @sudipsarma238
    @sudipsarma238 2 года назад

    স্যার প্রনাম নেবেন। স্যার আমি ত্রিপুরা থেকে দেখছি আপনার ভিডিও, খুবই ভালো লাগছে।আমার একটি প্রশ্নের উত্তর দিলে খুব খুশি হতাম, আমাদের এখানে Rama f1 পাওয়া যায় না namdhari ও Mallika পাওয়া যায়,এ গুলো লাগালে কি পৌষ মাসে ঝিঙে ধরবে? জানালে খুব উপকৃত হব।

  • @gaurharimandal7487
    @gaurharimandal7487 2 года назад

    প্রণাম নেবেন স্যার।আপনার চীনা বাদাম চাষের ভিডিওটা দেখলাম।ভিডিওটা কোন এলাকার জানতে চাই।দক্ষিণ 24 পরগনার কোন এরিয়াতে ব্যাপক হারে চিনাবাদাম চাষ হয়,জানালে উপকৃত হতাম।

  • @shibsakti3914
    @shibsakti3914 2 года назад +1

    শুভ বিজয়া স্যার

  • @shyamalmondal4384
    @shyamalmondal4384 2 года назад

    স্যার আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এবং খুব ভালো লাগে আমি নিজেও একজন চাষী এবং চাষ করি এ বছর আপনার ভিডিও দেখে আমি পালং শাক চাষ করেছিলাম কিন্তু বৃষ্টিতে সব নষ্ট করে দিয়েছে। কিন্তু তবুও আমি ওগুলো গাছ তুলে ফেলিনি, শীষ করার জন্য রেখেছি তো তাড়াতাড়ি শীষ উঠবে এরকম কোনো ওষুধ আছে বা কিভাবে পরিচর্যা করতে হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি
      সেই সঙ্গে মোবোমিন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @ryalsarkar7082
    @ryalsarkar7082 2 года назад

    আর স্যার mobomin এর বদলে কি দেয়া যাবে ভালো ওষুধ

  • @animalyard5185
    @animalyard5185 2 года назад

    Sir, আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে অনুসরণ করে আমন ধান চাষ করেছি 8 বিঘাতে গাছ দেখে মানুষ খুব সুনাম করছে কিন্তু এই ক্রেডিট আপনার 🙏, ধান গাছের বয়স 110(বীজতলা থেকে) দিন আজ pexalon 9ml/ 15 লিটার জলে গুলে স্প্রে করলাম সঙ্গে Nativo 15গ্রাম / 15 লিটার তার সঙ্গে বোরণ এবং 00:00:50 সব একসঙ্গে দিতে বাধ্য হলাম কারণ একবারে গলগলে থর এসে গেছে সময় কম এখন বলুন আর কি করবো ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই ।
      এই ভাবেই এগিয়ে চলুন ।
      আর এখন কিছু করতে হবে না ।
      দেখুন এবার কি হয়।

  • @chittabiswas9920
    @chittabiswas9920 2 года назад

    ধন্যবাদ স্যার ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অনেক দিন পর কথা হচ্ছে।
      কেমন আছেন?
      আসুন সকলকে নিয়ে এগিয়ে চলি।

  • @mdkorimjoy6297
    @mdkorimjoy6297 2 года назад

    আদাব স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন স্যার আমার জমির সকল ধানের শীষ বের হয়ে গেছে ব্লাষ্ট এবং পোচনের জন্য কার্বন্ডাজিম এর ছএাকনাশক দিলে কি কাজ হবে না অন্য কিছু দেব দয়াকরে বলবেন।

  • @abhijitmaity5653
    @abhijitmaity5653 2 года назад

    Sir; October মাসে আম গাছের পরিচর্যা সম্পর্কে একটি ভিডিও করলে খুব উপকৃত হতাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আচ্ছা চেষ্টা করব। আপাতত আমার এই ভিডিওগুলো দেখুন আশা করি উপকার হবে।

    • @abhijitmaity5653
      @abhijitmaity5653 2 года назад

      @@farmingadviseranathhalder7579 Thanks...

  • @pavellovely5364
    @pavellovely5364 2 года назад

    @Farming adviser Anath Halder স্যার এখন এক কোমোর করে ঘাস,এখন কি করবো?

  • @bimanmajhi8119
    @bimanmajhi8119 Год назад

    শুভ বিজয়া স্যার ৷ অগ্রায়ন মাসে আলু ছাড়া লাভজনক কী চাষ করা যায় ৷ একটু স্যার বলবেল

  • @biplabnayek4516
    @biplabnayek4516 2 года назад

    স‍্যার বিজয়া দশমীয শুভেচ্ছা গ্রহন করবেন। প্রনাম নেবেন।

  • @jotychakmajoty7073
    @jotychakmajoty7073 2 года назад

    প্রণাম নেবেন স্যার।আপনি ভালো আছেন স্যার আমি বাংলাদেশ থেকে,আপনার ভিডিও খুব খুব ভালো লাগে।ভালো থেকো সবসময় স্যার এই প্রার্থণা থাকল সৃ্ষ্টিকর্তার কাছে

    • @shaikhshohidul5146
      @shaikhshohidul5146 2 года назад

      আমিও বাংলাদেশ থেকে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আপনারাও সপরিবারে ভালো থাকুন। আল্লাহর কাছে প্রার্থনা করি।

  • @soumitranaskar6012
    @soumitranaskar6012 2 года назад

    ও দাদু বলছি যে একজন পেয়ারা চাষি আমাকে বললো যে পেয়ারা গাছে সারাবছর টেরর সুপার ও বিপুল বুস্টার ব্যবহার করতে তাতে পোকামাকড়ের উপদ্রব হবে না ও গাছে সারাবছর ফল-ফুল থাকবে একটু বলবেন প্লিজ।এটা বলার কারণ আপনাকে ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। দাদু আপনার চরণে হাজার শত কোটি প্রনাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      বিপুল ও মিরাকুলান একই ওষুধ।
      20দিন ছাড়া ছাড়া স্প্রে করতে পারো।
      আর টেরর সুপার আর profex Super
      একই ওষুধ। তুমি profex Super প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করবে
      15 দিন ছাড়া ছাড়া।

  • @sumonroy4170
    @sumonroy4170 2 года назад

    ভুট্টা চাষ পদ্ধতি সম্পর্কে যদি বলেন খুব উপকৃত হবো। জমি তৈরি, রোগ, পোকা,সেচ,সার প্রয়োগ। আমার জমি সুন্দরবন এলাকায়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আপাতত আমার চ্যানেলে ভুট্টার ফলন
      বাড়ানোর ভিডিও টা দেখুন।
      পরে ঐ নিয়ে ভিডিও আনবো।

  • @rewardhub8223
    @rewardhub8223 2 года назад +10

    স্যার বেগুন, ঢ়েড়শ,করলা, শশা, লাউ, F1 জাত কী সারা বছর চাষ করা যায়?

  • @bishnubarman432
    @bishnubarman432 Год назад

    Namaskar sir Ami mithun barman .Jalpaiguri district theke bolchi and Ami apner channel er akjan student's.respected sir Ami barite decomposer tairi kari.tari jale ar water and gur debona bacteriya katodin beche thakbe.

  • @mochashamohasa6398
    @mochashamohasa6398 2 года назад

    Sir nomoskar neben KHUB Valo laglo. Kintu Ulala .oshine . pegasus .ate SADA mache morchena. Dame oshud bolben . Jay kisan.Jay jagannath.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      কনফিডর সুপার 30 . 5% প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে ল্যান্সার গোল্ড
      দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

  • @ashimdebnath9105
    @ashimdebnath9105 2 года назад +1

    মরিচ/ লংকা চাষ সম্পর্কে বলতেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার চ্যানেলে জৈব ও অজৈব ভাবে লঙ্কা চাষের ভিডিও গুলো করা আছে।
      আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

    • @ashimdebnath9105
      @ashimdebnath9105 2 года назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ

  • @hasiburmallick5162
    @hasiburmallick5162 2 года назад

    আপনার নিজের বাগানের সবজি চাষ ,,আগামী শীতের জন্য, ভিডিও দেখান, চাষীর মাঠ দেখার থেকে ও ভালো লাগে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই অবশ্যই আমার জৈব চাষের বাগান ভিডিও করে দেখাবো।

  • @shubhendusarkar7525
    @shubhendusarkar7525 2 года назад

    স্যার,,, অক্টোবর মাসের আম গাছের পরিচর্যা বিষয়ক ( ছাদ বাগান) একটি ভিডিও দিলে খুব ভালো হয়।🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আপাতত আম গাছের উপর আমার চ্যানেলে ভিডিও গুলো দেখুন সব বুঝতে পারবেন।

  • @NurulIslam-fg1qu
    @NurulIslam-fg1qu 2 года назад

    দাদা আমি নিয়মিত আপনার সোতা ,দাদা আমার কপি জমিতে খুলানকুচি ঘাস হচ্ছে কনো ঘাস মারা ঔষধ দেওয়া যাবে প্লিজ বলবেন দাদা।

  • @gouletkundu2434
    @gouletkundu2434 2 года назад

    দাদু আমার ছাদ বাগানে একটা ছোট আনারস গাছ আছে। আনারস গাছটাতে কি ধরনের সার প্রয়োগ করলে শীঘ্র আনারস ফলবে । please বলবে দাদু 😊🥰

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      K Booster দানা গাছের গোড়ার মাটি তে
      30 গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।
      আর পাতায় পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।

    • @gouletkundu2434
      @gouletkundu2434 2 года назад

      @@farmingadviseranathhalder7579 Thank you দাদু🥰😊

  • @akramsk4621
    @akramsk4621 2 года назад

    স‍্যার আপনি প্রতি শনি বার -বা প্রতি রবি বার আপনার বন্ধুর দোকানে থাকবেন?

  • @rrramesh9146
    @rrramesh9146 2 года назад

    sir capcicam niye akta video din na

  • @madhusudandas9245
    @madhusudandas9245 2 года назад

    Thanks Sir.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন,
      আর এগিয়ে চলুন এই কামনা করবো।

    • @soumitranaskar6012
      @soumitranaskar6012 2 года назад

      @@farmingadviseranathhalder7579 সবার কমেন্টে উওর দিচ্ছেন।আমি কি অন্যায় করেছি দাদু?আপনার চরণে হাজার শত কোটি প্রনাম।

  • @jayantabarman8225
    @jayantabarman8225 2 года назад

    Sar vnr arti jhinga seeds niyechi valo hobeto

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      একরকম জাত নিয়ে বেশি পরিমাণ জমি চাষ করতে যাওয়া ঠিক নয় ।
      ওর সঙ্গে আপনি রামা F 1 বীজ কিছু নিয়ে চাষ করুন।

  • @hasiburmallick5162
    @hasiburmallick5162 2 года назад

    স্যার, প্রশ্ন উত্তর পরব পূনরায় চালু করলে আমাদের মতো ঘরোয়া চাষিদের উপকার হবে।

  • @paramitam4002
    @paramitam4002 2 года назад

    Darun Sir. Subha Bijaya r pranaam 🙏🏼

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই ,
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন ,
      এই কামনা করবো।

  • @skray1603
    @skray1603 Год назад

    সার,বাংলাদেশ থেকে, আমি ঈদের দিন ভারত সফর করেছি, বনগাঁ থেকে, হলদিবাড়ি পালন বীজ, সজনা, ভেণ্ডি,ঝিংগা, করলা উচ্ছে, সাদা ডাটা শাখ, নিয়ে এসছি। সজিনা বীজ কি চারা তৈরি করতে হবে। হলদিবাড়ি পালন ছাওনি করতে হবে কি।

  • @ranajoydutta9060
    @ranajoydutta9060 2 года назад

    Sir profex super 5 din chara chara koybar proyog korbo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @binoddas6699
    @binoddas6699 2 года назад

    🙏🙏🙏কাকু ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে sungro ৭০৪ লাগানো যাবে গরমের সময় ওই বেগুনের ফলন হবে তো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      চেষ্টা করুন বোড়াল বেগুনের জাত
      সংগ্রহ করতে।
      না পেলে ঐ জাত বসাতে পারেন।

  • @sudip3937
    @sudip3937 2 года назад +1

    স্যার, শুভ বিজয়ার প্রণাম নেবেন🙏। সপরিবারে সুস্থ থাকুন ভাল থাকুন এই কামনাই করি। খুব ভাল লাগল আজকের ভিডিওটা। তবে আপনার ডাক্তার বানানোর সিরিজটা আবার চালু করুন এই অনুরোধ রাখব, সাথে আপনার কন্ট্রাক্ট ফার্মিং এর মাঠগুলোর কিছু ভিডিও বানালে উপকৃত হব। ভাল থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      এবার ভাইরাস নিয়ে ভিডিও আনবো।

    • @sudip3937
      @sudip3937 2 года назад

      @@farmingadviseranathhalder7579 ok sir, thank u 🙏

  • @skpoltu6675
    @skpoltu6675 2 года назад +1

    Sir Bhalo achen. ETA kon jaiga?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ১ নম্বর ব্লক।

  • @JahangirAlam-gq3rc
    @JahangirAlam-gq3rc 2 года назад +1

    স্যার এখন সরিষার কোন বীজ টা বুনলে ভালো হয়?

  • @RahulDas-vz5pg
    @RahulDas-vz5pg 2 года назад

    Sir January mase karala lagabo kon jat ? macha te korbo.bolben choto size karola high bit

  • @ranajoydutta9060
    @ranajoydutta9060 2 года назад

    Sir profex super kitnasok ti kotodin chara chara proyog korbo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukeshpanda9805
    @sukeshpanda9805 2 года назад

    🙏 sir , আমি বর্ষা আর টমেটো INDUS1718 লাগিয়েছিলাম পচুর ফুল আসছে কিন্তু ফল আসছে না ... কি করবো যদি বলেন খুব ভালো হয়.
    ধন্যবাদ 🙏

  • @lalumahato4481
    @lalumahato4481 2 года назад

    বাড়ি পুরুলিয়া । বোরো ধান চাষ করতে চাই । PAN 802 বীজ কোথা থেকে সংগ্রহ করবো ।

  • @prasantamahato5654
    @prasantamahato5654 2 года назад

    Thank you sir

  • @baidyanathtudu2430
    @baidyanathtudu2430 Год назад

    স্যার ভাদ্র মাসে পালং শাক চাষ করতে চাই এক বিঘা জমিতে পরিক্ষামূলক ভাবে দেড় কাঠাতে দিয়েছি কিন্তু প্রচুর আগাছা হচ্ছে আগাছা দমনের উপায় বলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      পালং শাকের মধ্যে সরু পাতা যুক্ত আগাছা মারতে টরগা সুপার প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন
      দুপুর বেলায়।

  • @satyajitpaldas2424
    @satyajitpaldas2424 2 года назад

    Sir please come to Assam

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      একবার বেড়াতে যাবো ঠিক করেছি , কামাক্ষ্যা মন্দিরে। কাছাকাছি হলে
      ফোন নাম্বার ও পথ নির্দেশ দেবেন
      যদি যাই চেষ্টা করবো আপনার ওখানে যাওয়ার।

  • @aassashaik8883
    @aassashaik8883 Год назад

    দাদা কেমন আছেন আমি বাংলাদেশ থেকে লিখছি আমি কিছু পালং শাক চাষ করছি কিন্তু গাছের জোর নাই তাড়াতাড়ি বড়ো করার জন্য কি দেবো জানাবেন দয়া করে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আপনাদের ওখানে পাওয়া যায় ভালো পি জি আর প্রতি লিটার জলে দু মিলি সেই সঙ্গে
      NPK 20 20 20 এই সার দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @mujaffarmondal2326
    @mujaffarmondal2326 2 года назад

    স্যার কুমড়ার ছোটো ছোটো দুই একটা জালি ফেটে যাচ্ছে কি দেব??

  • @somnathdey9343
    @somnathdey9343 2 года назад

    Sir amar dalim gach ache tate prochur phool phote kintu sob jhore jaye ki korbo bolun to ektu suggation deben to be valo hoy.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার চ্যানেলে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

  • @Westbengal-k8m
    @Westbengal-k8m 2 года назад

    ওয়াও,নাইস, জোস, ওসাম, ওয়ানডার ফুল, বিউটিফুল, সাইফুল, শরিফুল
    আশরাফুল, গোলাপ, ফুল, জবা ফুল, বেলীফুল , শাপলা ফুল,রজনীগন্ধা, ইত্যাদি, ইত্যাদি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ওখানে গিয়ে সরাসরি দেখলে চমকে যাবেন।
      যে এইসব চাষীরা পরের জমি লীজ নিয়ে
      কিভাবে চাষ করে এগিয়ে যাচ্ছে।

    • @Westbengal-k8m
      @Westbengal-k8m 2 года назад

      দেখলাম একটু জমা করলাম 🙏sorry

  • @mintumondal8914
    @mintumondal8914 2 года назад

    স্যার B--9 সরষে গাছ কতো বড়ো হবে এবং রঙ কালো না সাদা হবে। বীজ কোথায় পাওয়া যাবে। বিঘা প্রতি কতো ফলন পাওয়া যাবে । 20 কাটা এক বিঘা জমি । অপেক্ষা থাকবো।

  • @omarfaruk4414
    @omarfaruk4414 2 года назад

    Sir, waste decomposer deya morgir liter/borjo process Korte parbo ki janaben please 💞 Bangladesh ⭐

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      দু বছরের পুরানো হতে হবে তবে বরোজে
      আনা যাবে।

  • @mintusutradhar7036
    @mintusutradhar7036 2 года назад

    Shuvo bijoya Sir December mase Rama F1 lagano jabe janaben sir please.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই লাগানো যাবে এবং ভালো ফসল পাবেন।

  • @sukumarhemram8317
    @sukumarhemram8317 2 года назад

    স্যার legend কি সব রকম ঔষুধ সাথে দেওয়া যেতে পারে।একটু বলবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      হ্যাঁ সমস্ত রকম ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়।

  • @jhuthikajhuthika2489
    @jhuthikajhuthika2489 Год назад

    নমস্কার স্যার,, আমার একটা প্রশ্ন আছে। 10-26-26 এর সাথে ইউরিয়া না দিলে হবে??মানে শুধু 10-26-26 দিলেই কি হবে,??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      যদি পালং শাকে ব্যবহার করা হয় তাহলে
      শাকের বয়স কুড়ি দিন হলে অবশ্যই ইউরিয়া সার ব্যবহার করতে হবে।

  • @tutorialhome4103
    @tutorialhome4103 2 года назад

    Sir দেশি গোবিন্দভোগ ধান ফলতে শুরু করে দিয়েছে,এবং সাথে ফুল রয়েছে. দুই-একদিনের ভিতরে মনে হয় সব বেরিয়ে যাবে,গত চারদিন আগে মাজরা, শোষক, ঝলসা, PGR (zibberelic acid 0.001%) প্রয়োগ করেছি.
    এখন কি Nativo প্রয়োগ করা যাবে?
    Nativo কি সব ধান গুলো ফলে গেলে ফুল ঝরে গেলে তারপর দিলেও কি একই কাজ হবে? এ বিষয়ে আপনি একটু বুঝিয়ে শীঘ্রই উত্তর দিলে খুবই উপকৃত হব.

  • @papanbiswas9868
    @papanbiswas9868 2 года назад

    কাকু আমার 15কাঠা রজনী আছে,গাছের চেহারা ভালো থাকা সত্বেও,গাছে ষ্টিকের পোরিমান খুবই কম, তো এমতাবস্থায় কি কোরবো

  • @ayonbanerjee8785
    @ayonbanerjee8785 2 года назад

    Siter ful chas nia vedio din please

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ খুব ভালো কথা বলেছেন।
      চেষ্টা করবো।

  • @ranajoydutta9060
    @ranajoydutta9060 2 года назад

    R sir saaff powder kotodin bade bade proyog korbo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @biswapatimahato6717
    @biswapatimahato6717 2 года назад

    Kalla ankurodgom er video diben dada

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      এখন করলা বীজ 35 ঘন্টা ভিজিয়ে
      অঙ্কুরিত করে মাটিতে বীজ বুনবেন।

  • @sanjoygoswami1910
    @sanjoygoswami1910 2 года назад +1

    স্যার,
    বিজয়ার শুভেচ্ছা নেবেন। বেগুনের বীজ বেগুন থেকে আলাদা করবো কিভাবে? আমি হয়তো ভাল জাতের ওপি ভ্যারাইটির বেগুন লাগিয়েছি ,সে বেগুন থেকে বীজ টা আলাদা করব কিভাবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      বেগুনটাকে গাছে পাকাতে হবে ।
      তারপর তুলে নিয়ে বোঁটার দিকটা কিছুটা বাদ দেবেন আর একদম নীচের দিকটা কিছুটা বাদ দেবেন মাঝখানের বীজ নেবেন।
      বেগুনটাকে কেটে নিয়ে দানাগুলোকে আস্তে আস্তে বের করা যাবে। তারপর পাঁচ থেকে ছয় দিন ভালো করে রোদ্দুরে দিয়ে ছায়াতে ঠান্ডা করে নিয়ে রাখবেন।

  • @rabinnaskar8705
    @rabinnaskar8705 2 года назад

    স্যার, আগাম দীপাবলির শুভেচ্ছা রইল।
    ১) মীরাকুলান ও planofix দুটো একই সঙ্গে ব্যাবহার করা যায় কি.....???
    ২) ১০ লিটার জলে কত মিলি দেব...??

  • @debjitkoley2261
    @debjitkoley2261 2 года назад

    স্যার 00.00.50সাথে মোবোমিন এক সঙ্গে মিশিয়ে spary করা যাবে দয়া করে বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।

  • @sudiptamaji1377
    @sudiptamaji1377 2 года назад

    Good morning 🌞

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      সুপ্রভাত।
      এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @sudiptamaji1377
      @sudiptamaji1377 2 года назад +1

      আমার বয়স ২২+ আমার চাষাবাদে ইচ্ছা ছোট বেলা থেকেই আমাদের জল জমি আছে আমরা ডায়মন্ডহারবারের দিকে থাকি এখানে কি চাষ করলে লাভ বুঝতে পারছি না আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে খুব ভালো হত

  • @RahulDas-vz5pg
    @RahulDas-vz5pg 2 года назад

    Sir November masse Sasha lagale ki valo dam pabo.jodi dam pai tahole macha Sasha lagabo ki jat lagabo

  • @ahalisardar4289
    @ahalisardar4289 2 года назад +1

    সার ব্লুস্টার বাগূনের চাশ করেছি। 3মাস বয়স 7 কাটা জমি বেগূন হয়েছে এত দিনে12 কেজি। গাছের জুত ভাল। ফুল ধরছে কিন্তু ঝরে জাচছে। (উপদেশ দিন)

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ওই বেগুনটা শীতকাল শুরু হলে তবে
      ভালো ফলন হয় অর্থাৎ
      ওইটা শীতের বেগুন ।
      এজন্য আপনার ফল ভালো হয়নি একটু অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে।
      তারপর আমাকে জানাবেন।
      এবার আস্তে আস্তে তাপমাত্রা কমবে।

  • @salauddinsk7411
    @salauddinsk7411 2 года назад

    Sir ছোলা শাক চাষ করলে কাঠা প্রতি কত কেজি ছোলা দানা ফেলবো?
    এবং মেথি শাকের জন্য কাঠা প্রতি কত কেজি বীজ লাগবে? Kindly বলবেন sir

  • @ashutoshroy6390
    @ashutoshroy6390 2 года назад

    কাকু আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গাটির একটু নাম বলবেন।

  • @nilratanpramanick1694
    @nilratanpramanick1694 2 года назад

    Sir, প্রনাম নেবেন।এই সময় ঝিঙে চাষ করা যাবে।

  • @shahrukhali8281
    @shahrukhali8281 2 года назад

    স্যার, Syngenta Amister আর Amister Top দুটি কি গাছের গোড়া পচা থেকে রক্ষা করে? কারণ আমার কাছে সুধু Syngenta Amistar আছে সেটা কি ব্যবহার করা যাবে গোড়া পচা রোগের জন্য?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      খুব ভালো কাজ পাবেন না।
      ওর মধ্যে ডাইফেনকোনাজল নেই।
      তবে যেহেতু আছে তখন স্প্রে করতে পারেন

  • @samir5063
    @samir5063 2 года назад

    Sir west decomposer original kotha theke pabo
    Doya kore janan

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার ভিডিও টা দেখুন ওখানে বিস্তারিতভাবে বলা আছে।

  • @sanjaybarman4531
    @sanjaybarman4531 Год назад

    Sir corrajin kto ml dite hbe 15 litar jle palong sake

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      16 লিটার জলে 6 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে পাঁচ দিন ছাড়া দুবার।

  • @jayantabarman8225
    @jayantabarman8225 2 года назад

    Sar kon mase jinge lagale pos mag mase tola jay sar janaben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      কার্তিক মাসের 20 / 22 তারিখে ঝিঙে
      বীজ বুনতে হবে।

  • @JahangirAlam-gq3rc
    @JahangirAlam-gq3rc 2 года назад

    এখন শীতকালীন লঙ্কা পরিচর্যা ভিডিও বানান স্যার। লঙ্কা গাছে ফুল ধরেছে এমন সময় গাছ মরে যাচ্ছে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ঐ রোগটাই প্রধান সমস্যা।
      আপাতত কনিকা পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় গাছের গোড়ায় তিন দিন ছাড়া দুবার।

  • @marinebmbu1544
    @marinebmbu1544 2 года назад

    স্যার, আমি বাংলাদেশ থেকে বলছি। পেঁয়াজে কি Allwin Gold ব্যবহার করা যাবে? যদি যায় চারা রোপণের কতদিন পর থেকে ব্যবহার করবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      চারা রোপনের 25 দিন পরে ব্যবহার করবেন।
      15দিন ছাড়া ছাড়া প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়
      All win Gold super

    • @marinebmbu1544
      @marinebmbu1544 2 года назад

      @@farmingadviseranathhalder7579 আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @paramitam4002
    @paramitam4002 2 года назад

    Sir 1 Valo PGR r ekta vlo anukhadya r naam bolben please???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      K Booster ভালো পি জি আর।আর
      ভালো অনুখাদ্য হলো মোবোমিন।

    • @paramitam4002
      @paramitam4002 2 года назад

      @@farmingadviseranathhalder7579 thik ache sir. Ank dhanyabad 🙏🏼🙏🏼🙏🏼

  • @sukumarhemram8317
    @sukumarhemram8317 2 года назад

    ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই ,
      সপরিবারে ভালো থাকুন,
      আর এগিয়ে চলুন ,
      এই কামনা করবো।

    • @sukumarhemram8317
      @sukumarhemram8317 2 года назад

      Legend কি সবরকম ঔষুধ সাথে দেওয়া যেতে পারে।

  • @prakashbera2340
    @prakashbera2340 2 года назад

    স্যার এখন মাচাতে কি লাগলে ভালো হবে বলবেন, আর স্যার এখন কি ঝাটি bins লাগানো যাবে তাইলে বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      মাচাতে বিন কড়াই চাষ করতে পারেন।
      ঝাঁটি বিন আর 10/12 দিন পরে
      বীজ বুনবেন।

  • @suvendupal8532
    @suvendupal8532 2 года назад

    Sir rama f1 sids ta pawoa jacha na

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আসলে বীজ টার একটু দাম বেশি এজন্য
      সব দোকানে পাওয়া যায় না।
      আমার বন্ধুর দোকানে পাওয়া যাবে।
      নিউ আলিপুর রেল স্টেশন থেকে চার
      মিনিট হাঁটা পথে 550 N Block এই দোকানে পাওয়া যাবে।
      3 রা নভেম্বর দোকান প্রথম খোলা হবে।
      আমি ঐ দিন ওখানে থাকবো।

  • @shahrukhali8281
    @shahrukhali8281 2 года назад

    স্যার, টবে কি নাগা মরিচ করা যাবে? আর এই সময় কি চারা বসানো যাবে? আর ছাদে কি করা যাবে, আসলে আমি কোলকাতায় থাকি বাড়ির আসে পাশে কোনো জায়গা নেই, যা গাছ করি ছাদে করি। সঙ্গে একটু পরিচর্যা বলে দিলে ভালো হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ অবশ্যই চাষ করবেন।
      নিউ আলিপুরে আমার বন্ধুর দোকানে
      সবে মাত্র দোকান খোলা হচ্ছে
      ওখানে শনিবার রবিবার ছুটির দিনে
      থাকবো ঠিক করেছি।
      এব্যপারে আমি জানিয়ে দেবো।

    • @shahrukhali8281
      @shahrukhali8281 2 года назад

      ধন্যবাদ স্যার, আসলে একবার জানাবেন, দেখা করতে চাই আপনার সাথে।

  • @ekbalmondal6573
    @ekbalmondal6573 2 года назад

    স্যার শীতের শসা এর বিম কি কি ঔষধ ব্যবহার করলে ভালো হবে একটু বলবেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হবে আর
      পোকার জন্য প্রথম থেকে ওষুধ স্প্রে করে যেতে হবে তা না হলে পাতা হলুদ হয়ে যাবে। আবার কুঁকড়ে যেতে পারে।

  • @ryalsarkar7082
    @ryalsarkar7082 2 года назад

    স্যার k booster এর বদলে আর কি দিয়া যাবে

  • @bishujana6187
    @bishujana6187 2 года назад

    নমস্কার স্যার। ভালো উচ্ছে বীজ কী হবে। যদি একটুখানি বলেন ভালো হয়। নামখানা ব্লকের গ্রামীণ এলাকা থেকে বলছি।
    আর উচ্ছে এর জন্য ভালো PGR কী ব্যবহার করা যেতে পারে একটুখানি বলবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      K Booster পি জি আর স্প্রে করবেন।
      উচ্ছে বীজ Syngenta কোম্পানির
      Little champ ভালো হবে।

  • @milansamanta4896
    @milansamanta4896 2 года назад

    স্যার ফাল্গুন মাসে কোন জাতের বেগুন চারা লাগানো যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমাদের এদিকে বোড়াল বেগুনের জাত চাষ করে।

  • @anupamhalder9201
    @anupamhalder9201 2 года назад

    Gacher bis ekta list din sir.plz

  • @thenatureofthesoul6590
    @thenatureofthesoul6590 2 года назад

    স্যার fmc Legend পেঁপে তে দেওয়া যাবে দেওয়া গেলে কোনসময় দিতে হবে সকালে না বিকেলে please বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      বিকালে স্প্রে করবেন ১৫ লিটার জলে একপাতা মিশিয়ে দেবেন।
      গাছের পাতায় স্প্রে করবেন
      ফলে নয়।

  • @tanmoydas3375
    @tanmoydas3375 2 года назад

    স্যার গাছের শিকড় বৃদ্ধির জন্য কি treatment আছে,গাছের শিকড় কিছুতেই বৃদ্ধি হচ্ছে না গাছ ঝিম দিয়ে বসে আছে,humic acid দিয়েছি তাতেও কোনো কাজ হচ্ছে না।please হেল্প করুন

  • @ranjandas227
    @ranjandas227 2 года назад +1

    🙏 শুভ বিজয়ার শুভেচ্ছা রইল আপনার জন্য 🙏। আমার পানের বরজ আছে, পানের কালার ভালো করতে কি ব্যবহার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      পিজিআর ও অনুখাদ্য ব্যবহার করবেন।

    • @ranjandas227
      @ranjandas227 2 года назад

      ধন্যবাদ মহাশয়।

  • @bapisardar8580
    @bapisardar8580 2 года назад

    নমস্কার স্যার, প্রণাম নেবেন। পান কোম্পানি ৮০২ ধানটি চাষ করতে চাই। ভালো ধান কোথায় পাবো। আমি ১৫ বিঘা জমি চাষ করব রবি মরশুমে। আমাদের ক্যানিংয়ে পান কোম্পানির ৮০২ ধানটি ডুপ্লিকেট প্যাকেট পাওয়া যায় বেশিরভাগ কি করে বুঝবো। যদি ধান কেনার ঠিকানা দেন খুব উপকৃত হইতো।

  • @rohitmandal3569
    @rohitmandal3569 2 года назад +2

    নমস্কার স্যার আপনার ভিডিও গুলো খুব দেখি আপনার পদ্ধতিতে চাষ করায় প্লিজ আপনার নাম্বারটা যদি দিতেন ভালো হতো একটু কথা বলতাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      চাষে কি অসুবিধা হচ্ছে জানান আমি চেষ্টা করবো উত্তর দিতে।
      আশাকরি আপনার উপকার হবে।

  • @ahalisardar4289
    @ahalisardar4289 2 года назад

    সার ব্লুস্টার বাগূনের চাশ করেছি। 3মাস বয়স ।শিতকালে ফলন হবে বলছেন কিন্তু। কোন মাস থেকে শুরু হবে একটু জানালে ভালো হতো। (ভালো থাকুন। নমস্কার নেবেন)।

  • @sabinsarkar6646
    @sabinsarkar6646 2 года назад

    ধান ক্ষেতে all win gold ba agromin gold dewa jabe

  • @haidarnawaj4619
    @haidarnawaj4619 2 года назад

    Vuta chas ar somporka video koran

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে আপাতত ভিডিওটা দেখুন আশা করি আপনার উপকার হবে।