Это видео недоступно.
Сожалеем об этом.

১১ রকম উপাদান নিয়ে সমস্ত চাষীদের ফলন বাড়াতে TATA STEEL নিয়ে এসেছে নতুন সার|| Fertilizer||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2023
  • #fertilizer #bestfertilizer #sar #farming #cultivation #sar #সার #anathhalder #Tatasteeldhurvigold #Tata steel
    🙏******Thank you for watching*******🙏
    Agriculture crop use only.
    Keep any pesticide away from the reach of children and animal.
    This video has shared our experience.
    ********************************************
    subscribe the channel
    / @farmingadviseranathha...
    ********************************************
    Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Комментарии • 1,2 тыс.

  • @asimbiswas7269
    @asimbiswas7269 Год назад +7

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য। আপনি তো চাষীদের ভগবান। আমি কেন সবাই বলবে। আপনি এতো সুন্দর সুন্দর কথা বলেন অবাক হয়ে যাই। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @dipankarmondal1051
    @dipankarmondal1051 Год назад +5

    Sir, আপনার ভিডিও অনেক দিন ধরে দেখছি। আপনার কাছ থেকেই অনেক কিছুই শিখছি । চাষ সম্পর্কে ভালোবাসা
    দিনের পর দিন গভীর হচ্ছে । আপনাকে অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই ,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @anjanbasu7309
    @anjanbasu7309 Год назад +4

    গাছের ডাক্তার বাবুর ভিডিও প্রতিবেদন মানেই চমক !
    এই জন্যেই তো গাছের ডাক্তার বাবু বলি আপনাকে !
    এই সারের যোগান যদি সমস্ত জায়গায় হয় বা পাওয়া যায় , তবে রাজ্যের সমস্ত চাষী ভাই ও ছাদ বাগানিরা উপকৃত হবে।
    ভিডিও প্রতিবেদন এর জন্য ধন্যবাদ আপনাকে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +2

      আমি বলেছি সব জায়গায় বিক্রির
      ব্যবস্থা করতে।
      তবে সময় লাগবে।
      নুতন সবে সার টা এসেছে।

    • @anirbanchakraborty7991
      @anirbanchakraborty7991 5 месяцев назад

      sir puro paschim bong e ekhon pawa Jaye saar ta. Apni naam ba phone number dilei amar jogar kore debo 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lk7ol7te1d
    @user-lk7ol7te1d 5 месяцев назад +1

    আমি ধান গাছে ব‍্যবহার করিছি।চাপানে খুব সুন্দর গাছ হয়েছে।👍👍

  • @pankajbhowmik8356
    @pankajbhowmik8356 Год назад +6

    ধন্যবাদ স্যার, এভাবেই এগিয়ে চলার শুভেচ্ছা রইলো

  • @ajayrakshit1453
    @ajayrakshit1453 Год назад +6

    অনাথ বাবু এই সার কি cinder এ বসানো ফুল গাছে দেওয়া যাবে ? যদি যায় কি ভাবে দেব ? আপনার ভিডিও দেখতে খুবই আনন্দ পাই কিন্তু আপনি বড় বড় বাগান নিয়ে ভাবেন । আমাদের মতো ছোট্ট একটু বাগানের কথা আপনাকে ভাবতে হবে । কারন ভুয়ো ইউটিউবে ভর্তি হয়ে গেছে । যারা বিজ্ঞান সম্মত ভাবে কিছুই বলে না । শুধু নিজের গাছ নিয়ে বলে যায় । তাই প্লীজ reply korben ।

  • @mochashamohasa6398
    @mochashamohasa6398 Год назад +1

    Beautiful line sir nomoskar neben KHUB Valo laglo video Jay kisan Jay jagannath.

  • @gopinathbedajna2078
    @gopinathbedajna2078 Год назад +3

    সরিষার খৈলের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে কি না, যদি ব্যাবহার করা যায় তবে কি পরিমানে?

  • @dipankarparal956
    @dipankarparal956 Год назад +4

    ছাদ বাগানে টবে দেওয়ার অনুপাত জানাবেন।

  • @manasadhikary4863
    @manasadhikary4863 Год назад +2

    চাষীদের কাছে আশাপ্রদ হবে। ধন্যবাদ নেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      হ্যাঁ
      চাষীরা ভালো কাজ পাবেন।
      তবে ধীরে ধীরে কাজ পাবেন।সাত দিন পর থেকে গাছের পরিবর্তন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন।
      তবে এই সারের সঙ্গে 28 28 0 অথবা
      20 20 0 13 এই সার ও দিতে হবে ।

  • @sauravbag1771
    @sauravbag1771 Год назад +2

    স্যার অপেক্ষায় থাকি এই রকম ভিডিও পাবার আশায়। ভিডিওটা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @user-gd8pz6cv9m
    @user-gd8pz6cv9m Год назад +8

    সার (আতা) গাছে ফুল পডে় যাচ্ছে কিকরব। গাছ কিন্তু সুস্থ সবল।

  • @sneha13
    @sneha13 Год назад +3

    স্যার একটা 10" টবে কতটা পরিমাণ দেওয়া যেতে পারে? এই সার

  • @arunkumargiri7957
    @arunkumargiri7957 Год назад

    অনেক আগেই এটা দেখেছি।
    অন্য এক ইউটিউব চ‍্যানেল থেকে । ধন্যবাদ।

  • @arupmallik3070
    @arupmallik3070 Год назад +1

    খুব কাজে লাগবে। অনেক ধন্যবাদ।

  • @mrityunjaykayal853
    @mrityunjaykayal853 Год назад +4

    স্যার পেয়ারা গাছের জন্য কতটা সার ব্যবহার করতে হবে দয়া করে বলে দিলে উপকৃত হতাম।

  • @samsuddinmandol5389
    @samsuddinmandol5389 5 месяцев назад

    আমি আমার জীবনের সবচেয়ে সেরা সৎ ইমানদার কৃষি বিষয়ক সমস্যা সমাধান পেয়েছি শুধু মাত্র মাননীয় অনাথ হালদার স্যারের কথায়।

  • @user-ez2bp4zt8y
    @user-ez2bp4zt8y Год назад +45

    সরকারের অনেক প্রযুক্তি আছে সেগুলো তুলে ধরুন স্যার চাষিরা উপকৃত হবে পয়সা লাগবে না

  • @sahadevjana3829
    @sahadevjana3829 Год назад

    ধন্যবাদ জানাই আপনাকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি আনার জন্য আপনিই আমাদের ভরসা ভালো থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @sarithossain3967
    @sarithossain3967 Год назад +2

    শুধু tata নয় আপনাৰ উপৰও ভৰষা আছে।ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @palashhalder8082
    @palashhalder8082 Год назад +3

    স্যার আপনার নিকট হইতে কৃষিকাজে উৎসাহ পাই।bai enzyme নিয়ে একটি ভিডিও আনুন।

  • @utpaldatta6615
    @utpaldatta6615 6 месяцев назад

    সত্যি খুব ভালো সার।

  • @agautam84
    @agautam84 Год назад +2

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটা ভীষণ উপকারী একটা সংবাদ পরিবেশনের জন্য । আমার প্রশ্ন টবের গাছে কি পরিমাণে ব্যবহার করব এবং নাইট্রোজেন ও পটাসের জন্য এর সাথে কি মেশাব ? উত্তর পেলে উপকৃত হব । ভালো থাকুন , সুস্থ থাকুন । নমস্কার ।

  • @lilaflowerbucket4611
    @lilaflowerbucket4611 Год назад +1

    সত্যি স্যার
    আপনার ভিডিও দেখার পর মনে হয়না আর কিছু জানার বাকী থাকলো ,ভালো থাকবেন 🙏

  • @najirhossain8384
    @najirhossain8384 Год назад +1

    আসাধারন
    খুবই উপকারী ভিডিও
    এ রকম উপকারী ভিডিও তৈরী করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।
    এ ভাবে এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি।

  • @susantarong605
    @susantarong605 3 месяца назад

    আপনার ভিডিও অসাধারণ ❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 месяца назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 Год назад

    দারূন লাগলো দাদাভাই আজকের ভিডিও 👌🙏

  • @debashisroy5582
    @debashisroy5582 59 минут назад

    Sir onek koste 5kg jogar korechi amar chad bagan 12inch tob fol gache kotota debo r eta dile ki Sara bochore gobor+har guro+Sarse khol esob dite hobe

  • @debasismondal4873
    @debasismondal4873 Год назад

    খুব সুন্দর খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🌹🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @arjunsing6824
    @arjunsing6824 Год назад

    নমস্কার সুন্দর একটি ভিডিও খুব সুন্দর একটি উপস্থাপন। বলছিলাম কয়েকটি লাফা হাইব্রিড বরটি বীজের নাম বলুন, এবং কোন সময় এই বীজ রোপন করতে হবে। ধন্যবাদ ভালো থাকবেন।

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 Год назад +1

    Excellent excellent excellent

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই, সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @anjalibanshi4606
    @anjalibanshi4606 Год назад +2

    এই সার টি ব্যবহার করেছি খুব ভালো সার. বারুইপুর পিয়ারা চাষি krishnakanta 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @debusanpui9996
      @debusanpui9996 Год назад

      বারুইপুরে কোথায় পাওয়া যায় জানালে ভালো হয়।

  • @saikatsinha9897
    @saikatsinha9897 Год назад

    আপনার ভিডিও গুলো ভীষণ তথ্য সম্মৃদ্ধ।অনেক কিছু জানতে পারি।স্যার এই দূর্ভি গোল্ড সার কি সেগুন ,গামার, কাঁঠাল, আম, লেবু ইত্যাদি গাছে কি দেওয়া যাবে?এই সব গাছের জন্য কি সার ও পরিচর্যা আছে জানালে খুব উপকার হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এবার বর্ষা আসছে দশ বৎসরের প্রতি গাছে 350 gram এই সার সেই সঙ্গে
      NPK 10 26 26 এই সার 350 গ্রাম মিশিয়ে গাছের গোড়া থেকে দু ফুট দূর দিয়ে দিয়ে মাটি চাপা দেবেন 20 / 25 দিন পর থেকে গাছের চেহারার পরিবর্তন দেখতে পাবেন।

  • @gopalsarkar6126
    @gopalsarkar6126 Год назад +2

    sir ami apnake bole6ilam dhurvi gold niye kichu bolte.khub valo. malta lebu gache koto tuku kore debo...1 বছরের গাছ।

  • @MDSAIFULISLAMENG
    @MDSAIFULISLAMENG 6 месяцев назад +1

    স্যার,, বাংলাদেশে তো এটা পাওয়া যাবে না।তাহলে আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করতে পারি??

  • @mousen6336
    @mousen6336 Год назад

    দারুন লাগলো ভিডিও টা

  • @michaeljoseph007
    @michaeljoseph007 Год назад

    You are simply excellent sir. Doing a great job by helping us. Thank you from the bottom of my heart ❤️. 🙏

  • @nanditamistry4826
    @nanditamistry4826 Год назад

    ধান্যবাদ জানাই আপনাকে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ।
      সপরিবারে ভালো থাকুন,
      আর এগিয়ে চলুন,
      এই কামনা করবো।

  • @beautyofnature1707
    @beautyofnature1707 Год назад

    খুব সুন্দর প্রতিবেদন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @sudiptamaji1377
    @sudiptamaji1377 Год назад

    Khub sundor video

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @SAIFUDDINMONDAL-mj8ji
    @SAIFUDDINMONDAL-mj8ji 7 месяцев назад +1

    এক বিঘা জমিতে 20 কেজি ধুর্ভি গোল্ড দেওয়ার সাথে আর কত কেজি হারে ইউরিয়া ও পটাশ সার লাগবে জানালে উপকৃত হবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  7 месяцев назад +1

      এখানে বলতে অনেক সময় লাগবে।
      এই নিয়ে ভিডিও আনবো।

  • @manbhumjanakalyan1532
    @manbhumjanakalyan1532 Год назад +2

    গাছ যখন ছোট্ট চকচকেে থাকে গবর না দিলে কিছু হবে না গরু প্রতিটি চাষি কে রাখতে হবে জয় গো মাতা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ,
      ঠিকই বলেছেন।
      আগে গো সম্পদ দিয়ে আর্থিক অবস্হার
      বিচার করা হতো।

  • @subrataghosh237
    @subrataghosh237 Год назад +1

    স‍্যার,amiter top ও 19:19:19ও for একসঙ্গে স্প্রে করা যাবে কি ঝিঙে গাছে।আরেকটি প্রশ্ন একতারা ও19:19:19ওpropessuper একসঙ্গে ঢ়েড়সগাছে স্প্রে করা যায় কি

  • @pradipsgarden
    @pradipsgarden Год назад +1

    দারুন উপস্থাপন 👌

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @sudiptachakraborty7183
    @sudiptachakraborty7183 Год назад +2

    স্যার এই ধূর্ভি গোল্ডের প্রয়োগ পদ্ধতি ও তার ব্যবহার কোন গাছের ক্ষেত্রে কেমন তা নিয়ে একটি ভিডিও করুন।

  • @portaphaldar5591
    @portaphaldar5591 Год назад

    এইসার,আমিবেবহার,করেছি,খুপভালো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 6 месяцев назад

    Tata is tata , kotha hobe na. 👌

  • @Gxxy-hb1dk
    @Gxxy-hb1dk Год назад +1

    ধন্যবাদ sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল ‌।

  • @TheAgricultureBangla007
    @TheAgricultureBangla007 Год назад

    অসাধারণ একটি ভিডিও

  • @payelhazra9948
    @payelhazra9948 Год назад

    স্যর আপনার কাছে অনুরোধ গাঁদা ফুলের রোগ এবং ভাইরাস বিষয় নিয়ে আলোচনা করবেন দয়া করে🙏🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আচ্ছা ঐ নিয়ে পরে ভিডিও করার চেষ্টা করবো।

  • @s.smahapatra2164
    @s.smahapatra2164 Год назад

    অসাধারণ একটা ভিডিও। আপনার ভিডিও অনন্য।
    টবের গাছের জন্য কি পরিমাণ ব্যবহার করব, এই বিষয়ে একটি ভিডিও করলে খুবই ভালো হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      10 ইঞ্চি টবে 30 গ্রাম এই সার সেই সঙ্গে
      NPK 10 26 26সার 25 গ্রাম মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দেবেন।
      একদিন পর থেকে জল সেচ দেবেন।
      সাত দিন পর থেকে গাছের চেহারাই পাল্টে যাবে।

    • @s.smahapatra2164
      @s.smahapatra2164 Год назад

      @@farmingadviseranathhalder7579 আপনি পোস্ট করার পর দ্রুত response করে guide করে থাকেন। এত আন্তরিকভাবে সাহায্য এখন আর কেউ করেনা । আমরা কৃতজ্ঞ আপনার নিকট।

  • @kousikmistry2407
    @kousikmistry2407 Год назад +1

    Thank you sir

  • @jyotirmoynandi1321
    @jyotirmoynandi1321 Год назад +2

    স্যার আমি g9 banana চাষ করেছি 1 বছর হয়ে গেছে কিন্তু গাছ খুব বেশি লম্বা হয়নি কান্দি বেশি বড় আসছে না কি করবো একটু বলেন খুব উপকৃত হতাম যদি সাহায্যে করেন

  • @nabakumar9575
    @nabakumar9575 Год назад +1

    স্যার প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।।স্যার ক্যাপসিকাম চাষ নিয়ে ভিডিও দেন।।। কেমন লাভ আছে।। কী রকম খরচ আছে।। কেমন মাটির প্রয়োজন সবকিছু আলোচনা।।।স্যার রিপ্লাই দেবেন আমি অপেক্ষায় থাকবো।।।স্যার সপরিবারে সুস্থ থাকুন ভালো থাকুন।।। ধন্যবাদ

    • @abhijitbhar9890
      @abhijitbhar9890 Год назад +1

      আমিও জানতে চাই স্যার..

    • @nabakumar9575
      @nabakumar9575 Год назад

      @@abhijitbhar9890 অভিজিৎ তুমি কি করো এখন পড়াশোনা।।। অনাথ স্যার প্রশ্নের উত্তর দেন অপেক্ষা করো নিশ্চয় আমাদের প্রশ্নের উত্তর পাবো

  • @Hel660
    @Hel660 Год назад

    স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য, স্যার আর একটা বিষয় জানার ছিল যেটা হলো আমরা কি ধান লাগানোর আগে জমি তৈরি করার সময় মুরগি স্যার ব্যাবহার করতে পারি? আর এর ব্যাবহার করলে কি জমির কোনো ক্ষতি হয়?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      কোনো ক্ষতি হবে না।
      এক বৎসরের বেশি পুরানো পোল্ট্রির লিটার চার বস্তা আর এই সার 20কেজি
      বিঘাতে শেষ চাষের সময় ছড়িয়ে দিয়ে রোয়া করবেন।20দিন পর 10 কেজি
      তারপর 35 দিন পর 10কেজি দিয়ে ধান চাষ করবেন ।প্রয়োজন মতো ইউরিয়া সার ব্যবহার করবেন।

  • @NizamMaster
    @NizamMaster 11 месяцев назад +1

    খরচ কমাতে এবং মিশ্র সারের মান বৃদ্ধি করতে যদি ৫ কেজি ভার্মি কম্পোস্ট এর সাথে ৩ কেজি ধুরভি গোল্ড এবং ২ কেজি ১০:২৬:২৬ মিশিয়ে ব্যবহার করি, তাহলে কেমন হবে? যদি ভালো হয়, তাহলে মিশ্রনের এই অনুপাতটা (৫:৩:২) কি ঠিক আছে?

  • @abusk2942
    @abusk2942 3 месяца назад +1

    Ok

  • @saikatmondal1322
    @saikatmondal1322 11 месяцев назад

    Dhurvi Gold fertilizer er moddhe "ZINC" aache. R aami joto dur jani "ZINC" and "PHOSPHATE" ek sathe use korte nei. Tahole ki eta NPK 10:26:26 fertilizer er sathe use kora jabe?

  • @nabadwipmondal3120
    @nabadwipmondal3120 9 месяцев назад +1

    দাদা,
    ১ কেজি ধু্র্ভি গোল্ড এর সঙ্গে কতোটা ১০ : ২৬ : ২৬ মিশিয়ে ব্যবহার করা প্রয়োজন? জানতে চেয়ে অনুরোধ করছি।

  • @ashimdey4855
    @ashimdey4855 Год назад +1

    Paddy chaser aro video din chasi der sarthye

  • @gurudasmanna9523
    @gurudasmanna9523 9 дней назад

    পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকাতে কোথায় পাওয়া যায় এই সার।

  • @BiplabBarmanyt
    @BiplabBarmanyt 6 месяцев назад +1

    আমাদের কুচবিহার জেলায় ধুরভী গোল্ড পাওয়া যায়না ।

  • @udayanmaity889
    @udayanmaity889 Год назад

    স‍্যার প্রণাম নেবেন।শুভ সকাল।ভালো নার্শারীর একটা সন্ধান দিন।

  • @jiopagla4685
    @jiopagla4685 Год назад +1

    অসংখ্য ধন্যবাদ স্যার, এই স্যারের বিষয়টা পরিস্কার ভাবে জানানোর জন্য।
    আমি বসিরহাট হাড়োয়া থেকে বলছি। স্যার আমাদের এদিকে কি এই সার পাওয়া যাবে। এই সার এখন কোথায় পাওয়া যাচ্ছে দয়া করে একটু ঠিকানাটা আপনি পরিষ্কারভাবে বলে দেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আমতলা বাজারের ভিতরে জনার্দন পাড়ুই এর দোকানে পাবেন।

    • @jiopagla4685
      @jiopagla4685 Год назад

      @@farmingadviseranathhalder7579 স্যার আমার বাড়ি তো উত্তর 24 পরগনা, বসিরহাটের, হাড়োয়ায়, এইদিকে কোথায় পাওয়া যায়, ধরবি গোল্ড, স্যার একটু বলে দেবেন।

  • @tutorialhome4103
    @tutorialhome4103 Год назад +1

    Sir খাস ধানে কখন কি পরিমানে দেব? এতে কি কি লাভ হবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      খাস ধান চাষের মূল লক্ষ্য হবে নাইট্রোজেন সার যত সম্ভব কম পরিমাণে ব্যবহার করা ।
      ফসফেট পটাশ আর জৈব সারের উপরে জোর দিতে হবে।
      এই সার প্রথম বৎসর
      তিন থেকে চার কাঠা জমিতে ব্যবহার করে দেখুন কেমন কাজ হয় ।
      ভালো কাজ পেলে পরের বছর বেশি জমিতে ব্যবহার করবেন ।
      পাঁচ কাঠা জমিতে ৫ কেজি লাগবে। প্রথমে শেষ চাষের সময় দু কেজি ৫০০ গ্রাম কাদা চাষের সময় দেবেন আর চাপান সার দেওয়ার সময় দু কেজি পাঁচশো গ্রাম সার দেবেন।
      5 কাঠা জমিতে পরীক্ষা করে দেখুন।

  • @alokebiswas9286
    @alokebiswas9286 15 дней назад

    Citrus এ apply করা যাবে ? এই "Dhrubi Gold" নিয়ে আমার এলাকার কয়েকজন দুনিয়া উত্তাল করে নিয়েছে. এটা বুঝলাম এটা একটা "slow realesed fertilizer ".

  • @ashimbiswas3737
    @ashimbiswas3737 Год назад

    Very good sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @bp810
    @bp810 Год назад

    Namaskar sir.mon venge gelo.minimum 5% zinc rakha jete parto.r sir syngenta CAPCADIS information dile valo hoto.dhanyabad

  • @amitpatra3808
    @amitpatra3808 7 месяцев назад

    Til chas nie a to z jadi aktu vidio koren bhalo hoy

  • @syedsahidulla7122
    @syedsahidulla7122 11 месяцев назад

    স্যার, আমার উন্নত ধরনের এক দেড় বছরের আম, পেয়ারা, লেবু, কাঁঠাল গাছ আছে। গোটা সরষে ও গোটা বাদাম পচিয়ে গাছের গোড়ায় দিই। এর সঙ্গে কি ধুরভি গোল্ড মিশিয়ে দেওয়া যাবে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  11 месяцев назад

      দিলে আরো ভালো কাজ পাবেন।
      2 /3 টি গাছে পরীক্ষা করে দেখুন।
      তবে ঐ ধূর্ভি গোল্ড সারের সঙ্গে
      14 35 14 এই সার ও ব্যবহার করতে হবে।

  • @SoumedhikPal-fu2jq
    @SoumedhikPal-fu2jq Год назад

    আপনার ব্যাখ্যা অনুযায়ী এর অনেক উপাদান কেঁচো সারে আছে। ভার্মিকম্পোস্ট নিয়ে একটা ভিডিও করুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আমার চ্যানেলে এই ব্যাপারে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

  • @user-cn5eb2br6c
    @user-cn5eb2br6c Месяц назад

    জমিতে প্রয়োগ এর সঠিক সময় ধান চাষে বলুন দযা করে বলুন ❤❤❤❤❤❤❤❤❤

  • @dipakroy3228
    @dipakroy3228 4 месяца назад

    স‍্যার এটা বোরো ধানের দ্বিতীয় চাপানে দেওেয়া যাবে। এবং কতটুকু পরিমাণ দিতে হবে।

  • @udaybhowmick1417
    @udaybhowmick1417 Год назад

    স্যর আপনাকে ধন্যবাদ, ছাদ বাগানের ফল গছে এই ধুভরি gold এর ব্যবহার কী করে যাবে সেটা বোলে দিলে ভালো হত।

  • @biswaganguly7657
    @biswaganguly7657 Год назад

    খুব উপযোগী।
    কথা বলার বা দেখা করার সুযোগ পেলে আরো ভালো লাগতো।

  • @s.smahapatra2164
    @s.smahapatra2164 Год назад

    Dhurvi gold নিয়ে আপনার পরবর্তী ভিডিও টি এর অপেক্ষাই আছি । আপনার দেওয়া toll free number এর মারফৎ কলকাতার থেকে সারটি পেয়েছি। ফল ও সবজি গাছে প্রয়োগ করে আপনাই feed back জানাব।

  • @saikatmondal1322
    @saikatmondal1322 6 месяцев назад

    Dhurvi Gold সারে থাকে জিঙ্ক এবং NPK 10:26:26 -এ থাকে ফসফেট। তাই Dhurvi Gold এবং NPK একসাথে গাছের মাটিতে দেওয়া যাবে কী?

  • @bjana7140
    @bjana7140 Год назад

    Apner kotha sune ami anath haye gechi

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      কি সমস্যা হচ্ছে আমাকে জানান আমি আশা করি সেই অসুবিধা থেকে আপনার সমস্যার সমাধান করতে পারবো।

  • @SachikantaPandit
    @SachikantaPandit 14 дней назад

    Mobomin and Biovita X Its aproduct that has it all !

  • @anjuacharjee1881
    @anjuacharjee1881 Год назад

    স্যার অন লাইন এ পাব কি। আমি আসামে থাকি।অনেক ধন্যবাদ এই রকম তথ্য গুলো তুলে ধরার জন্য। আমি টবে ফুল ফল করি। খুব ভাল থাকবেন ❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ঐ সার ব্যবহার করবেন।সহজে গাছে রোগ আসবেনা। মাটির P H মান ঠিক রাখবে।মাটিকে দীর্ঘ দিন উর্বর করে তুলবে।
      ঐ ফোন নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন।

  • @manisankarsarangi3244
    @manisankarsarangi3244 Год назад

    অনেক অনেক ধন্যবাদ স্যার🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @chumkimondal7925
    @chumkimondal7925 Год назад

    খুব ভালো

  • @AMARCHOTTOCHADBAGAN
    @AMARCHOTTOCHADBAGAN Год назад +1

    দারুণ, আবার একটি জৈব সারের সন্ধান পেলুম 🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @RAKESHMONDAL-zu6hd
    @RAKESHMONDAL-zu6hd Год назад

    Sar apnar dirgho jibon kamona kori.god bless you.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @surajitmondal330
    @surajitmondal330 Год назад +1

    ধন্যবাদ ❤❤❤

  • @saratdhara7292
    @saratdhara7292 Год назад +1

    অসাধারণ খবর দিলেন দাদু।তবে দুটোকে বাদ দিলো কেন ইশ ষোলোকলা পূর্ন হয়ে যেত রে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ ঠিকই বলেছেন।
      ঐ দুটো যোগ করলে আর কোনো
      সার চাষীদের কিনতে হতো না।

  • @animalyard5185
    @animalyard5185 Год назад +1

    Sir, তিল গাছে ফুল এসেছে মিরাকুলান আর NPK 10:05:36 দেয়া যাবে গাছ খুব ছোট

  • @afhgc
    @afhgc 5 месяцев назад

    Sir
    পানের বাগানে এই সার জল করে গোড়া দিলে হবে??পরিমান কত??

  • @graftingpoint4636
    @graftingpoint4636 7 месяцев назад

    OK SIR

  • @thefreepage7138
    @thefreepage7138 9 месяцев назад

    Sir alur jomita dhurbi gold use korla ki alada bava jink r boron use korta hoba ki

  • @banglasharemarket182
    @banglasharemarket182 11 месяцев назад

    Tata steel ta change korun only tata company likhun.baki video khub bhalo hoyeche.

  • @UtsabByapari-xc2dj
    @UtsabByapari-xc2dj Год назад

    Sir, kakrol begun gache ekhon falon hache. Dhurbi gold deoya jabe? Dile Ki 1kg Katha proti debo. Please janaben. Barobajare paoya jache

  • @user-yr3gz5bo7d
    @user-yr3gz5bo7d 11 месяцев назад

    স্যার মাছ চাষের ভিডিও গুলো দিন..

  • @tripticlassicvlogs8405
    @tripticlassicvlogs8405 Год назад

    অনাথ কাকা, Pendimethalin 30% EC কখন ও কোন সময় ব্যবহার করব????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সাধারণত চওড়া পাতা যুক্ত আগাছা মারতে ব্যবহার করা হয়। তবে গাছ বার হবার আগে স্প্রে করলে খুব ভালো হয়।
      গাছ থাকা কালীন সরু গাছ হতে হবে
      আর চওড়া পাতা যুক্ত আগাছা মরবে।
      প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে দুপুর বেলায় স্প্রে করবেন।

    • @tripticlassicvlogs8405
      @tripticlassicvlogs8405 Год назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ কাকা, খুব ভালো লাগলো... ভালো থাকবেন কাকা

  • @KR-by3es
    @KR-by3es 10 месяцев назад

    Tata nam tai mone taane .👍

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  10 месяцев назад

      শুধু ঐ সার ব্যবহার করলে কাজ পাবেন না।
      ঐ সারের সঙ্গে NPK 28 28 0 /
      10 26 26 / 20 20 0 13 / 14 35 14
      এদের মধ্যে যে কোনো একটা মিশিয়ে
      ব্যবহার করতে হবে।

  • @ashokeghosh2424
    @ashokeghosh2424 Год назад +2

    আপনার টাটার এই সারটি নিয়ে যা যা তা যদি সঠিক হয় তাহলে আমাদের মতো অনভিজ্ঞ সখের বাগানিদের বিশেষ বিশেষ ভাবে উপকৃত হবে। এই সার বিষয়ক নানান ভাবে বুঝিয়ে বলার জন্য বিশেষ ধন্যবাদ। সব সারের দোকানে এই সারটি পাওয়া যাবে কি জানালে উপকৃত হই। সারের নামটি যদি একবার বলে দেন তো ভালো হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      Google meet য়ে গিয়ে
      Jamshedpur TATA STEEL
      Dhurvi Gold সার এর ব্যাপারে
      সার্চ করুন আশাকরি সব জানতে পারবেন।নুতন বাজারে এসেছে
      আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন অথবা অর্ডার দিন আশাকরি এনে দেবে। 25কেজি প্যাকেট কিনলে একটু কম দামে পাবেন।

    • @srikrishnanursery-cgr2967
      @srikrishnanursery-cgr2967 Год назад

      খুব ভালো লাগলো

    • @udaysinghapolley1288
      @udaysinghapolley1288 Год назад

      দাদা নমস্কার। আমি ঝাড়গ্রাম থেকে বলছি। গো ফরেস্ট বলে আমাদের একটি সংস্থা আছে। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। কি করে করব যদি বলে দেন।

    • @saraswatidas4596
      @saraswatidas4596 Год назад

      Sir খুব ভালো লাগলো দক্ষিণ 24 পরগণার কোথায় এই সার পাওয়া যেতে পারে ? আমি মন্দিরবাজার ব্লকের স্বাস্থ্য বিভাগের কর্মচারী।

  • @iyasinmir-tz6rb
    @iyasinmir-tz6rb 16 дней назад

    দাদা, আমাদের কোলকাতা , বারুইপুরে পাওয়া যাচ্ছেনা , কিভাবে পাবো ?

  • @barunchakraborty8533
    @barunchakraborty8533 Год назад

    আপনার এই ভিডিওটি আজ দেখার সাথে সাথেই দোকানে গেলাম কিন্তু তিন চার টি দোকান দেখলাম পেলাম না ঐ সার টি খুব প্রয়োজন দঃ ২৪ পরগনা: থান -কুলতলি, পো-গোপালগঞ্জ হাট। এখানে পেতে গেলে কি করতে হবে।

  • @animeshbera510
    @animeshbera510 Год назад

    স্যার পাতি লেবুর চাষ করতে চাই। কোন লেবুর চারা ভালো হবে জাত কি লাগানো। অনুরোধ করছি ansar টা দেবেন। বর্ষা চলে আসছে

  • @shibsankarbhuniya3193
    @shibsankarbhuniya3193 7 месяцев назад

    Dhurvi gold sar satha boro dhanna update dan sar

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  7 месяцев назад

      সময় পাচ্ছি না।
      খুব খুব কাজের মধ্যে জড়িয়ে আছি।