Shagorer Tirey - Minar Rahman | সাগরের তীরে

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Shagorer Tirey
    A Minar Rahman production
    Lyrics; Minar Rahman
    Tune; Minar Rahman
    Composition: Minar Rahman
    Vocal: Minar Rahman
    Keys: Minar Rahman
    Guitar: Shaik Salekin
    Bass: Sohail Muhammad
    Music Arrangement: Sajid Sarker
    Mixing, Mastering: Sajid Sarker
    Lyrics
    সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে
    উদাসী প্রহর গুলো জড়িয়ে,
    তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে।
    হয়তো দূরের চেনা আকাশে
    রঙ্গীন স্বপ্ন বোনা বাতাসে,
    আমায় ডেকেছিলে, খুব নিরবে।
    তাই আমি সেথায় হারাই
    যেথায় তুমি আমায় ভাসাও,
    যেথায় তুমি আমার সাথে মিশে যাবে।
    তাই আমি সেথায় হারাই
    যেথায় তুমি আমায় হাসাও,
    যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে।
    সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
    উদাসী প্রহর গুলো জড়িয়ে,
    তুমি দূরে দূরে, আমার হয়ে।
    কত সুর, কত গান, কত কবিতা
    আজ সবই ছায়া,
    চেনা সেই ঘাশফুল গুলো সব
    আজও ছন্ন ছাড়া,
    এখানে ওখানে যেখানে শুধু
    তোমারই মায়া,
    ফিরে যাই বারেবার সেখানে
    হয়ে দিশেহারা।
    অভিমান মুছে আবার আমায়
    ডাকতে পারো,
    হৃদয়ের কথাগুলো বলতে পারো,
    মিষ্টি কোনো ভোরের উদাসী হাওয়া
    আমায় সাথে নিয়ে ভাসতে পারো।
    সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
    উদাসী প্রহর গুলো জড়িয়ে,
    তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে।
    তাই আমি সেথায় হারাই
    যেথায় তুমি আমায় ভাসাও,
    যেথায় তুমি আমার সাথে মিশে যাবে।
    তাই আমি সেথায় হারাই
    যেথায় তুমি আমায় হাসাও,
    যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে।
    Pareidolia

Комментарии • 2