ছানার পাতুরি রান্নার হরেক রকমফের | Bong Eats Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2023
  • শেষ কবে নেমন্তন্ন খেতে গিয়ে থোড়ের, শিমের, মোচার, কিংবা মুলোর পাতুরি দেখেছো? খেয়াল করে দেখো গত দশ বছরে নেমন্তন্ন বাড়ির বুফে থেকে শুরু করে বাঙালি রেস্তোরাঁয় কাঁটাহীন ভেটকি পাতুরির পরেই দ্বিতীয় স্থান দখল করেছে তাঁরই নিরামিষ অবতার ছানার পাতুরি।
    এই ভিডিওতে আমরা ছানার পাতুরির ৪-টে রকমফের দেখাবো:
    🥭 প্রথমটা গ্রীষ্মের জন্য উপযুক্ত-কাঁচা আম দিয়ে ছানার পাতুরি। আমটা কিন্তু মরসুমের সুগন্ধি কাঁচা আমই হতে হবে।
    🍋 দ্বিতীয়টা গন্ধরাজ দিয়ে ছানার পাতুরি। একদিক থেকে দেখতে গেলে-খুব ক্লিশে। কিন্তু ছানার সঙ্গে লেবুর মিতালীটা খুব সহজাত।
    🧀 তৃতীয়টা আমাদের সবচেয়ে প্রিয়-আমাদেরই মস্তিষ্ক প্রসূত বলা চলে-স্মোক্ড ব্যান্ডেল চিজ় দিয়ে ছানার পাতুরি।
    🌟 শেষ পাতুরিটা সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু এই সবকটার মধ্যে সরষেবাটা দিয়ে এই পাতুরিটা আমাদের সবচেয়ে কম পছন্দের।
    আসলে এগুলো কোনোটাই ঠিক আলাদা করে রেসিপি নয়-একটা প্রাথমিক রেসিপির ওপর ভিত্তি করে কিছু আইডিয়া বলা চলে। তোমরা তোমাদের আশেপাশের পৃথিবী থেকে-তোমার পাশের বাগান, বাজার, কিংবা মানুষদের থেকে যদি কোন আইডিয়া পাও তবে নিচে জানিও।
    🌾 চিনে কামিনী চালের সুগন্ধি আতপ চালের ভাতের সঙ্গে আমরা ব্যান্ডেল চিজের ছানার পাতুরিটা পরিবেশন করছি। অদ্ভুত সুন্দর এই চালের সুগন্ধ। আজকাল প্রায় পাওয়াই যায় না। চিনে কামিনী ছাড়াও রূপশাল, রাধাতিলক, কর্পূরকান্তি, কালোনুনিয়া, রানীআকন্দ, ও এরকম আরো বহু প্রায় উঠে যেতে বসা বাংলার চাল ফিরিয়ে আনতে চাইছে “আমার খামার”। খেয়ে দেখতে পারো। আমাদের দর্শকদের জন্যে দামে সামান্য ছাড়ের ব্যবস্থাও করেছে ওরা, অন্তত কিছু দিনের জন্যে। এই লিংক ব্যবহার করে কিনতে পারো 👉🏽 go.bongeats.com/amar-khamar-f..., or apply code BONGEATS23 for free shipping on orders over Rs 750.
    ___________________________
    ✍🏾 লিখিত রেসিপি: bongeats.com/recipe/chhanar-p...
    🛒 Buy 'Oh! Calcutta Cookbook': geni.us/0Wab (affiliate link)
    📌 Watch this video in English: • Chhana'r Paturi-a comp...

Комментарии • 103

  • @BongEatsBangla

    🌾 চিনে কামিনী চালের সুগন্ধি আতপ চালের ভাতের সঙ্গে আমরা ব্যান্ডেল চিজের ছানার পাতুরিটা পরিবেশন করছি। অদ্ভুত সুন্দর এই চালের সুগন্ধ। আজকাল প্রায় পাওয়াই যায় না। চিনে কামিনী ছাড়াও রূপশাল, রাধাতিলক, কর্পূরকান্তি, কালোনুনিয়া, রানীআকন্দ, ও এরকম আরো বহু প্রায় উঠে যেতে বসা বাংলার চাল ফিরিয়ে আনতে চাইছে “আমার খামার”। খেয়ে দেখতে পারো। আমাদের দর্শকদের জন্যে দামে সামান্য ছাড়ের ব্যবস্থাও করেছে ওরা, অন্তত কিছু দিনের জন্যে। এই লিংক ব্যবহার করে কিনতে পারো

  • @moumitagantait9328

    বাংলা version না শুনলে মনটা কেমন কেমন করে 😊 খুব সুন্দর হয়েছে।

  • @barshaguria

    এই ভিডিওটা দেখলে বোঝা যায়, রন্ধন-কে কেন শিল্প বলা হয়...

  • @user-jz2lo6uc4w

    শাল পাতা আর লাউ পাতা শুনে বেশ ভালো লাগলো। আমি এই কিছুদিন আগে আমার এক অবাঙালি বন্ধু কে এই idea টা দিই। ওখানে কলাপাতা নেই কিন্তু পাতুরি খাওয়ায় ইচ্ছে টা আছে।😂

  • @soumyabratapaul8151

    As always brilliant work. The Bengali is very good, no-nonsense. Ami hather telo dilo, onek gulo haththali dilam!

  • @shahanasultana6996

    আসলে ই রান্না একটা অসাধারণ শিল্প। আর আপনাদের এই চ্যানেলে তা আরও বেশি প্রমাণিত।

  • @WhatsinYourKitchenn_WYK

    কি অসাধারন... মন ভালো হয়ে যায় এই বাংলা ভিডিও দেখলে..

  • @panchalimitra8690

    Hats off to u both!!!

  • @BengaliFoodJunction23

    Darun hoyeche recipe ta 👍👍👌👌

  • @priyankabiswas9129

    Khub shundor eyi recipe ti. Taratari e banabo....khabo ebong khawabo.❤

  • @Khaikhaianurannaghor

    Darun laglo ❤

  • @subhamaypaul8218

    অনেক ধন্যবাদ অনেক সমৃদ্ধ হলাম 🙏🙏🙏

  • @moupiakoley9852
    @moupiakoley9852 14 дней назад

    অতুলনীয় 👌

  • @gourinaha7182

    খুব সুন্দর।❤

  • @user-lw3jo8yt1i

    Osadharon!! recipe and all the flavorful options from one base item of this recipe

  • @chaitidutta2975

    খুব ভালো লেগেছে 👍👌

  • @khiyaahazra94

    Oshadharon narration...

  • @mithunroy12333

    খুব সুন্দর হয়েছে

  • @romanhossain2026

    Bong Eats একটা ভালোবাসা! ❤❤🫶🫶

  • @anjukundu2801

    অসাধারণ❤❤❤❤