অপূর্ব! অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই👍👍👍 মন এক অনির্বচনীয় আনন্দে ভরে গেলো। এ জন্মে হয়তো আর চর্ম চক্ষে এসব জায়গা দেখে উঠতে পারবনা,কিন্তু আপনার অপূর্ব উপস্থাপনা, হাসি মুখে বাচনভঙ্গি pondicherry তে আমার মানস ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দিলো। কি সুন্দর জায়গা। আপনারা ভালো থাকুন।🙏
অসাধারণ বলে আর অসম্মান করতে ইচ্ছে করছে না । দুর্ধর্ষ শৈল্পিক দক্ষতায় আমরা দিলাম pondecheri কে । সাবলিল ধারাভাষ্য অভ্যাহত । ২০০১ সালে আমি একবারই Pondicherry গিয়েছিলাম - খুবই ভাল লেগেছিল । আজ সম পরিমাণ আনন্দ পেলাম এই প্রতিবেদন দেখে । খুব ভাল থাকবেন । পরবর্তী প্রতিবেদন এর অপেক্ষায় থাকলাম। 🙏🙏
খুব সুন্দর জায়গা দেখে ভীষণ ভালো লাগলো আর আপনারা এত আন্তরিকতার সঙ্গে দেখিয়েছেন তার কোনো তুলনা হয় না আর সব রকম নাম জায়গা বিশেষ ভাবে তুলে দেখিয়েছেন সবার অনেক সুবিধে হবে ধন্যবাদ
Amra gatabachar December 22 a South India gurechhilam, ami r amar Husband, dujonei 69 yrs, 64 yrs r Dampati, nijerai ghure asechhi. apnar Blog dekhe sei sab smriti fire pelam, thank you🙏🙏
I stayed there from 1985 to 1989 during my Engineering days, visited there again in the year in April 2021, as this place shaped my career, so this place has a special place in my heart. Your video helps me recall my old memories of Pondicherry now Puducherry( Pudu means New in Tamil Language). Thank you.❤❤❤❤❤
Years back we had been to Pondicherry. Various appendages of Aurovile were striking and we moved around with curiosity and joy. I still have hankering for visiting Auroville,especially when I feel lonely. For years I had been a member of Aurobindo society of Kolkata. Anindya and Bubu,viewers are always enthusiastic about your detailed narratives and so am I. May God Bless you to traverse the unexplored vista's of our country,Mother India.Bhalo theko. Didi.
আপনার মত এত তথ্য এত সুন্দর ভাবে আর কজন দিতে পারে আমার সন্দেহ আছে ! আমি সেই ছোটবেলায় দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলাম। যদিও আমরা পার্ক গেস্ট হাউস e ছিলাম। এই ভিডিও দেখে আবারও যাওয়ার ইচ্ছা করে ! খুব সুন্দর হয়েছে ব্লগ টা !😊❤
I have a desire to visit this historical place with family, let us see when it fulfilled, however your vlog described everything elaborately. Thank you.
Year before last wife and self had been to Pondicherry and stayed there for about two and half months in Dec -Jan .Stayed in white town ,near Park Hotel. Promenade in the evening is unparallel. No car is allowed. Anyway you described it very well. Keep it up.
আপনাদের আর কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। আমি আপনাদের উপস্থানার জন্য পুরো মানস ভ্রমণ করে নি।যেমন সুন্দর ছবি,তেমন সুন্দর বিবরণ। আর এই পুরোটা সুন্দর হওয়ার মূল কারণ হলো আপনাদের জুটি।সব মিলিয়ে দারুন উপভোগ করি।
নমস্কার দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও নিয়মিত দেখছি অনেক ভালো লাগে আমার। আপনার মাধ্যমে যা দেখছি হয়তো আমার জন্য অসম্ভব একটা বেপার শুভ কামনা আমার 🙏🙏🙏
আপনারা যেভাবে এক্সপ্লোর করেন তাতে ছোট্ট করে একটা "অসাধারন" লেখা ছাড়া আর কিছু কমেন্ট করাই যায়না। কি বলবো আপনারা যে জায়গা তেই যান সেটার এতো সুন্দর ডিটেলিং থাকে কিছু বলার নেই। ভিডিও টা দেখার পর একটা মানুষ এর চোখ থেকে পেট অবধি শান্তি পাবার জন্য যথেষ্ট 😊 শুধু সেখানে নিজেরা যাবার আগে আপনার ভিডিওর প্লে লিস্ট খুলে একটু ওই জায়গার আপনার বানানো ভিডিওর রিভিশন করে নিলেই হল 😀😀😀😀
আমার অন্যতম প্রিয় শহর পন্ডিচেরী। আমার এক বছর বয়সে প্রথম যাওয়া। এখন পর্যন্ত ১২/১৩ বার গেছি। প্রতি বার নতুন ভাবে যেন আকর্ষিত হই। আপনাদের এই ভিডিও দেখে যেন আবার নতুন ভাবে ভালো লাগলো, আপনাদের বর্ননা এত আকর্ষণীয় যে ভালো না লেগে উপায় নেই। ভালো থাকবেন। 🙏
ঠিক বলেছেন, আমার ও কাজের সুত্রে চেন্নাই থাকাকালীন তিনবার গিয়েছি, এমনিও দুইবার ঘুরতে গিয়েছি, আমারও ভীষণ প্রিয় লাগে শহর টা, কেনো, সেটা বুঝিয়ে বলতে পারবোনা। এটা একদম মনের ব্যাপার
আপনার বর্ননা আমার খুব খুব ভালো লাগে।এখন দেখছি দিদি ভাইও খুব ভাল বর্ণনার মাধ্যমে ভিডিওর মান অনেক অনেক উন্নত পর্যায়ের। অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাদের 🎉।
I am watching your video for the first time. I am from Bangladesh. I visited Pondicherry in 2018 and I visited that Ganesh Temple, Aurovindo Ashram, a museum(I forgot the name of the museum), Rock beach. We hadn’t too much time to explore. I always wanted someone to make video about Pondicherry in Bengali. Ajke apnar video ta dekhe khub bhalo laglo.🌸
Very impressed to watch your video on Pondicherry because of your inimitable style of presentation of the place, its historical importance, the intriguing churches, beaches and last but not the least cafeterias. Thank you Sir for arousing my interest again in the erstwhile colonial place. Wish to visit for the second time.
Osadharon video ta....apnader dujon ke bhalo lage...khub sundor bujia bolen sunte khub bgalo lage...amer favorite place Pondicherry...ami 2bar gachi...last 2021 a Christmas somay Osadharon lage Pondicherry ke...apnar video dakhe aber monepore galo....
নমস্কার অনিন্দ দা, আপনার প্রতিটা ভ্রমণ ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখে থাকি, খুব ভালো লাগে। পন্ডিচেরি ও অরোভিলের ভিডিও দুটিও দেখলাম, দুটো ভিডিওর মধ্যে অরভিল বেশ ভালো লাগলো, যদিও আমি অরোভিল দেখে এসেছি, তবু ভিডিওতে দেখতে বেশ ভালো লাগলো, পন্ডিচেরির ভিডিওটিতে পর্যটকেদের ঘোরার জায়গা গুলো বেশ ভালো দেখিয়েছেন, শুধু শ্রীমার আশ্রমের সেবামূলক উল্লেখযোগ্য কার্যপদ্ধতির সেইরকম কোনো উল্লেখ দেখলাম না বা শুনলাম না আপনার এই ভিডিওতে, যেটা আমাকে অবাক করলো। শুধু ভারতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে, পন্ডিচেরিতে অবস্থিত শ্রীমার আশ্রম জনগণের প্রতি সেবামূলক কার্যপদ্ধতির জন্য সুবিখ্যাত। আপনি শুধু, শ্রীমার আশ্রমের মাধ্যমে, পন্ডিচেরিতে আসা পর্যটকদের থাকার জন্য গেস্ট হাউস বুকিং হয় এইটুকু উল্লেখ করেছেন। পর্যটকদের জন্য এই ঘর ভীষণরকম স্বল্প মূল্যে বুকিং হয়। আর যেটা একেবারেই উল্লেখ করেননি,এই রকম একটি উল্লেখযোগ্য উদাহরণ দিই, যার কারণে শ্রীমার আশ্রম সুবিখ্যাত। এই আশ্রমে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য, দিন ও রাতে খাবারের ব্যবস্থা আছে। সকালে প্রাতরাশ, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার আজকের দিনেও মাত্র ৫০ টাকায় খুব উন্নতমানের খাবার খাওয়ানো হয়। আর এইসব খাওয়ার পরিবেশন করা যা পদ্ধতি যা এক কথায় অনবদ্য। আমি দুবার পন্ডিচেরিতে গিয়েছি, শ্রীমার আশ্রমে লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় বুফে সিস্টেমের মতো বাসনপত্র ও খাবার রাখা আছে, আর এই সিস্টেম আমি প্রথম লক্ষ্য করি ১৯৭৯ সালে।। কেউ যদি দুপুরের খাবার খেতে যায়, যখন কেউ প্লেটের জায়গা থেকে প্লেট নিয়ে, খাবার নিতে গেলেন, প্রতিটি খাবারের জায়গায় একজন করে পরিবেশনকারী দাঁড়িয়ে আছেন। ভাতের জায়গায় ভাত দেওয়া হবে, রুটির জায়গায় রুটি দেওয়া হবে, সবজির জায়গায় সবজি দেওয়া হবে, আপনি শুনলে অবাক হবেন, এই যে বিভিন্ন খাবার, কেউ একজন পরিবেশন করছেন, এরা কেউ হাভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, কেউ কোনো দেশের বিখ্যাত ডাক্তার, কেউ বা ভারতের বা কোনো বিদেশি রাষ্ট্রের বিজ্ঞানী, কেউ আবার সরকারি উচ্চ পদমর্যাদায় আসীন কোনো।ব্যাক্তি। এরকম এইরকম বিভিন্ন জীবিকার বিভিন্ন ব্যাক্তিরা সারাবছর পন্ডিচেরিতে অবস্থিত শ্রীমার আশ্রমে আসেন, এইরূপ সার্ভিস দিয়ে জনগণের সেবা করার জন্য। শুধু তাই নয় এইরূপ সার্ভিস দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে থাকতে হয় তাদের। আর এতটাই উন্নত মানের ভালো পরিমাণে খাবার দেওয়া হয়, যা খেয়ে সকলের তৃপ্ত হন। তবে তিনবার দিনে খাবার দেওয়া হয় এবং তার নির্দিষ্ট সময় রয়েছে। এই খাবার খাওয়ার জন্য শ্রীমার আশ্রমের কার্যালয় থেকে কুপন কাটতে হয়। ১৯৭৯ সালে এই খাবারের কুপনের মূল্য ছিল সারাদিনের জন্য ১০ টাকা,২০১৩ সালে সারাদিনের এই খাবারের মূল্য ছিল ৩০ টাকা। এখন মূল্য আছে সম্ভবত ৫০ টাকা। যার যার থালা নিয়ে বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে, বিশাল হলঘরে নির্দিষ্ট বসা স্থানে খাওয়া-দাওয়া করে, সেই থালাবাসন নিয়ে বেরোবার সময়, বড় বড় চৌবাচ্চা রয়েছে। থালার চৌবাচ্চায় থালা ফেলতে হবে, বাটির চৌবাচ্চায় বাটি ফেলতে হবে, গ্লাসের চৌবাচ্চায় গ্লাস ফেলতে হবে, এরকম বিভিন্ন বাসনপত্র নির্দিষ্ট চৌবাচ্চায় ফেলে, হাতমুখ ধুয়ে বেরিয়ে যেতে হবে। সেখানেও সুন্দর সিস্টেম করা আছে জলে ধোয়ার সেভাবে বাসনপত্র ধোঁয়া চলছে। আর এইসব কাজ যারা করছেন বা যারা তদারকি করছেন, তারা ভারতের বিভিন্ন প্রান্তের ও বিদেশের বিভিন্ন প্রান্ত হতে গিয়ে ওখানে সার্ভিস দিচ্ছেন। এইসব সার্ভিস দেওয়ার জন্য শ্রীমার আশ্রমে অনেক আগে থেকে আবেদন করতে হয়। আপনার পন্ডিচেরির ভিডিওতে শ্রীমার আশ্রমের অন্যান্য কোন দৃশ্য বা সীমার আশ্রম সম্বন্ধে বিস্তারিত বিবরণ শুনতে পাওয়া যায় নি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শুধু শ্রীমার আশ্রমের আকর্ষণ পন্ডিচেরিতে বছরের-পর-বছর ভ্রমণে গিয়ে থাকেন। যাইহোক পরবর্তী কোনো সময় পন্ডিচেরিতে যদি গিয়ে থাকেন, আশা করবো, সেই ভিডিওতে শ্রীমার আশ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এটা ভাববেন না সমালোচনা করলাম, পন্ডিচেরি ভিডিওটা শ্রীমার আশ্রমের জনসেবামূলক কার্যপদ্ধতি ছাড়া অসম্পূর্ণ মনে হলো, তাই আপনাকে জানালাম, ভালো থাকবেন।🙏
We are the devotees of Shri Aurobindo and Mother I am a regular follower of your vlogs Each one is really praiseworthy. I eagerly wait for your videos But this one touched my heart
বাংলাদেশের যশোর শহর থেকে দেখছি। স্ক্রল করতে করতে ব্লকটা চোখে পড়লো। ভারতের দক্ষিনে ফ্রেঞ্চ, পর্তুগিজ শাসিত বিভিন্ন এলাকার শুনেছি খুব সুন্দর পরিচ্ছন্ন এবং ঐতিহ্যমন্ডিত হিসেবে Pondicherry র প্রতি আমার বেশি আকর্ষণ ছিল।ভ্লগ দেখলাম। খারাপ লাগলো না। প্রথমবার তো তাই এর বেশি মতামত দিতে পারলামনা। চ্যানেল সাবস্ক্রাইব করলাম। দেখি সামনে কি দেখা যায়। বাংলাদেশের শুভেচ্ছা শুভকামনা নিও❤️❤️❤️❤️❤️
খুবই ভালো লাগছে আপনি আমর সব কটা ভালো লাগার জায়গা যাচ্ছেন আর ভালো করে দেখাচ্ছেন। দারুণ হচ্ছে। Pondy আমার খুব আদরের জায়গা। ব্যাঙ্গালোরে ছিলাম ১৯৯৯ থেকে ২০১২ , এত বার এসেছি যে কি বলব। mainly enfield niye astam , কারন পেট্রোল এর দাম আর beer এর দাম দুটোই কম। সঙ্গে ফ্রেঞ্চ খাবার, সমুদ্র দারুণ লাগত। খুব মজা হতো
Aapnar uposthapona, shaablil bhaabe kotha bola, jei kono jayegaar history / geography sundor bhaabe describe kora, background music selections......... sob videos gulo ATULONIYO kore tole. 👌👌👌❤❤❤👌👌👌 and same as this video also dada..!!! ❤❤❤ Ato sundor video je bornona kora jaaye na..👌👌👌👌👌❤❤❤❤ R aapnader du jon kei... daaarrrruuunnn laagche.. ❤❤❤❤❤ Khub bhalo thakben dujonei. ❤❤❤❤❤
নতুন করে কি আর বলবো।আপনার সব ভিডিওর পুঙ্খানুপুঙ্খ তথ্যে ভীষণ উপকৃত হ ই। 23:14 আপনার কাজে আপনার স্ত্রীর ভূমিকা ভীষণ ভালো লাগে।উনি কিছু না বললে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়।একদম ঘরের বোন লাগে ওনাকে।মিষ্টি হাসি।আর খাওয়া দাওয়ার পার্টে খুব সাবলীল। দারুন লাগে।আমরা মা-ছেলে আপনাদের ফ্যান। ভালো থাকুন আপনারা। আচ্ছা দিল্লীর কোনো ভিডিও আছে কি?যদি থাকে তো pls share the link.❤
Bhison bhalo laglo Pondicherry. Church gulo ato sundor kore sajano Christmas 🤶 a na jani koto sundor kore sajano hoy.Beach gulo o bes bhalo.So many thanks to you.Bhalo thak Ben.
প্রতিটি পর্ব অসামান্য। আপনার তথ্য সমৃদ্ধ বিবরণী, পরিশীলিত বাচনভঙ্গি, ফোটোগ্ৰাফি এবং আবহসঙ্গীত সংযোজন -সমস্তকিছু এক কথায় অসামান্য।
Aq
পুদুচেরী খুব সুন্দর জায়গা আমরা গত বছর ডিসেম্বরে গিয়েছিলাম ।রক বিচ এবং ফ্রেঞ্চ কলোনি সন্ধেবেলাও বেশ ভালো লাগে
দাদা দুর্দান্ত হয়েছে ভিডিওটা । নতুন করে কিছু বলার নাই । তোমরা দুজন বেস্ট ❤❤❤
খুব ভালো লাগলো। এতো সুন্দর ছবি দিয়ে Puducherryর সৌন্দর্য ও characters তুলে ধরেছেন।
অনিন্দ্যবাবু আপনার ইতিহাস বলার ধরণ টা ভারী সুন্দর। এত ভালো উপস্থাপনার জন্য আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।
অনিন্দ্য দা সোদপুর থেকে, আমাদের পন্ডিচেরী য়াওয়া হয় নি, কিন্তু আপনার এই উপস্থাপনা শূনে এবং দেখে মোন ভোরে গেল,
অপূর্ব! অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই👍👍👍 মন এক অনির্বচনীয় আনন্দে ভরে গেলো। এ জন্মে হয়তো আর চর্ম চক্ষে এসব জায়গা দেখে উঠতে পারবনা,কিন্তু আপনার অপূর্ব উপস্থাপনা, হাসি মুখে বাচনভঙ্গি pondicherry তে আমার মানস ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দিলো। কি সুন্দর জায়গা। আপনারা ভালো থাকুন।🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
As usual এই পর্বটিও খুব ভালো লাগলো... আপনার এই ভিডিও দেখার পরে পন্ডিচেরি যাওয়ার ইচ্ছা আরও বেড়ে গেল
অপূর্ব অপূর্ব সুন্দর লাগল। আমরা এখানে কোনোদিন যাইনি। য়খন যাব এভাবেই যাব।অনেক ধন্যবাদ দাদা বুবু।
অসাধারণ ঋষি অরবিন্দ মনে হয় এই মাত্র দেহ ত্যাগ করেছেন অতিব সুন্দর মাতৃ মন্দির।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ঝকঝকে ফটোগ্রাফি সুন্দর উপস্থাপনা, খুব ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ । এই পন্ডিচেরি কে নতুন করে দেখলাম আপনার হাত ধরে । Photographs তুলনা নেই, খাওয়া দাওয়া তো আছেই.....
পরের এপিসোড এর আশায় থাকলাম । ভালো থাকবেন ।
অসাধারণ বলে আর অসম্মান করতে ইচ্ছে করছে না । দুর্ধর্ষ শৈল্পিক দক্ষতায় আমরা দিলাম pondecheri কে । সাবলিল ধারাভাষ্য অভ্যাহত । ২০০১ সালে আমি একবারই Pondicherry গিয়েছিলাম - খুবই ভাল লেগেছিল । আজ সম পরিমাণ আনন্দ পেলাম এই প্রতিবেদন দেখে । খুব ভাল থাকবেন । পরবর্তী প্রতিবেদন এর অপেক্ষায় থাকলাম। 🙏🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
খুব সুন্দর জায়গা দেখে ভীষণ ভালো লাগলো আর আপনারা এত আন্তরিকতার সঙ্গে দেখিয়েছেন তার কোনো তুলনা হয় না আর সব রকম নাম জায়গা বিশেষ ভাবে তুলে দেখিয়েছেন সবার অনেক সুবিধে হবে ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Amra gatabachar December 22 a South India gurechhilam, ami r amar Husband, dujonei 69 yrs, 64 yrs r Dampati, nijerai ghure asechhi. apnar Blog dekhe sei sab smriti fire pelam, thank you🙏🙏
I stayed there from 1985 to 1989 during my Engineering days, visited there again in the year in April 2021, as this place shaped my career, so this place has a special place in my heart. Your video helps me recall my old memories of Pondicherry now Puducherry( Pudu means New in Tamil Language). Thank you.❤❤❤❤❤
Thanks for sharing your memories 🌹
Years back we had been to Pondicherry. Various appendages of Aurovile were striking and we moved around with curiosity and joy. I still have hankering for visiting Auroville,especially when I feel lonely. For years I had been a member of Aurobindo society of Kolkata. Anindya and Bubu,viewers are always enthusiastic about your detailed narratives and so am I. May God Bless you to traverse the unexplored vista's of our country,Mother India.Bhalo theko. Didi.
Thank you so much 😊
পুদুচেরি যাওয়ার আলোচনা চলছে।আপনাদের সুন্দর ভিডিওটি খুব কাজ দিচ্ছে। ধন্যবাদ।
Such a peaceful and harmonious place. Three cheers for our country. Unity in diversity is truly seen here.❤❤
Aponar nana tathya sambalita vdo ti dekhe khub bhalo laglo. Thank you bodh you and your wife.
Thank you ❤️
Khub valo laglo ai rakom hasi Khushi thakben
দারুন দারুন দারুন 👌👌👌👌 নেক্সট আমরা এই জায়গাই প্ল্যান করছি।
ভালো লাগলো vlogটা দেখে। পরের vlogএর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।
খুব সুন্দর হয়েছে ভিডিও টি, পরের পর্বের অপেক্ষা তে রইলাম।
আপনার মত এত তথ্য এত সুন্দর ভাবে আর কজন দিতে পারে আমার সন্দেহ আছে !
আমি সেই ছোটবেলায় দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলাম।
যদিও আমরা পার্ক গেস্ট হাউস e ছিলাম।
এই ভিডিও দেখে আবারও যাওয়ার ইচ্ছা করে !
খুব সুন্দর হয়েছে ব্লগ টা !😊❤
Khub sundor bojhalen dada, darun laglo dujonei bhalo thakben
অনেক ধন্যবাদ 🙏
খুব সুন্দর উপস্থাপনা (যদিও নতুন করে বলার কিছু নেই), সুস্থ থাকুন, ভালো থাকুন।
আপনার উপস্থাপন এতো ভালো লাগে দাদা; সবচেয়ে বড় কথা এতো Informative video ভীষন ভালো লাগে দর্শক এবং শ্রোতা হিসাবে।
I have a desire to visit this historical place with family, let us see when it fulfilled, however your vlog described everything elaborately. Thank you.
Year before last wife and self had been to Pondicherry and stayed there for about two and half months in Dec -Jan .Stayed in white town ,near Park Hotel.
Promenade in the evening is unparallel. No car is allowed.
Anyway you described it very well. Keep it up.
যেমন সুন্দর ভিডিওগ্রাফি ততটাই সুন্দর উপস্থাপনা। খুব সুন্দর লাগলো।
আপনাদের আর কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। আমি আপনাদের উপস্থানার জন্য পুরো মানস ভ্রমণ করে নি।যেমন সুন্দর ছবি,তেমন সুন্দর বিবরণ। আর এই পুরোটা সুন্দর হওয়ার মূল কারণ হলো আপনাদের জুটি।সব মিলিয়ে দারুন উপভোগ করি।
Thank you so much 😊
Satyi asadharn laglo seabeach er akashe megher khela darun
আপনার উপস্থাপনা এক কথায় অনবদ্য। বাঙালি খাবার এর বিষয়ে কিছু তথ্য থাকলে আরো উপকৃত হতাম।
দাদা আপনাকে খুব ভাল লাগে আপনার natural attitude er jonno
নমস্কার দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও নিয়মিত দেখছি অনেক ভালো লাগে আমার।
আপনার মাধ্যমে যা দেখছি হয়তো
আমার জন্য অসম্ভব একটা বেপার
শুভ কামনা আমার 🙏🙏🙏
আপনারা যেভাবে এক্সপ্লোর করেন তাতে ছোট্ট করে একটা "অসাধারন" লেখা ছাড়া আর কিছু কমেন্ট করাই যায়না। কি বলবো আপনারা যে জায়গা তেই যান সেটার এতো সুন্দর ডিটেলিং থাকে কিছু বলার নেই। ভিডিও টা দেখার পর একটা মানুষ এর চোখ থেকে পেট অবধি শান্তি পাবার জন্য যথেষ্ট 😊 শুধু সেখানে নিজেরা যাবার আগে আপনার ভিডিওর প্লে লিস্ট খুলে একটু ওই জায়গার আপনার বানানো ভিডিওর রিভিশন করে নিলেই হল 😀😀😀😀
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন।
আমার অন্যতম প্রিয় শহর পন্ডিচেরী। আমার এক বছর বয়সে প্রথম যাওয়া। এখন পর্যন্ত ১২/১৩ বার গেছি। প্রতি বার নতুন ভাবে যেন আকর্ষিত হই। আপনাদের এই ভিডিও দেখে যেন আবার নতুন ভাবে ভালো লাগলো, আপনাদের বর্ননা এত আকর্ষণীয় যে ভালো না লেগে উপায় নেই। ভালো থাকবেন। 🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
অরবিন্দের পন্ডিচেরী আর নেই এখন। চিটিং বাজে ভরে গেছে
Photosend
Darun
ঠিক বলেছেন, আমার ও কাজের সুত্রে চেন্নাই থাকাকালীন তিনবার গিয়েছি, এমনিও দুইবার ঘুরতে গিয়েছি, আমারও ভীষণ প্রিয় লাগে শহর টা, কেনো, সেটা বুঝিয়ে বলতে পারবোনা। এটা একদম মনের ব্যাপার
আপনার বর্ননা আমার খুব খুব ভালো লাগে।এখন দেখছি দিদি ভাইও খুব ভাল বর্ণনার মাধ্যমে ভিডিওর মান অনেক অনেক উন্নত পর্যায়ের। অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাদের 🎉।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
I am watching your video for the first time. I am from Bangladesh. I visited Pondicherry in 2018 and I visited that Ganesh Temple, Aurovindo Ashram, a museum(I forgot the name of the museum), Rock beach. We hadn’t too much time to explore. I always wanted someone to make video about Pondicherry in Bengali. Ajke apnar video ta dekhe khub bhalo laglo.🌸
অনেক ধন্যবাদ আপনাকে । সঙ্গে থাকবেন 🌹
Very impressed to watch your video on Pondicherry because of your inimitable style of presentation of the place, its historical importance, the intriguing churches, beaches and last but not the least cafeterias. Thank you Sir for arousing my interest again in the erstwhile colonial place. Wish to visit for the second time.
Thank you so much 😍
সব আবার নতুন করে মনে পড়ে গেলো l বেশ অনেক বছর আগে গেছিলাম l 👌👌
অনেক অনেক ধন্যবাদ vdo creator কে, 23 yrs ago I heard about the beauty of this place,, enthusiastic to visit 😊
Thank you 🙏
আপনি এত সুন্দর করে যে কোন জায়গা কে নিয়ে বিশ্লেষণ করে বলেন, সেই জন্যই আপনার ব্লগ দেখতে ভীষন ভালো লাগে। এত কিছু জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ 🙏
Aj prothom sunlam aar dekhlam apnader. Khub bhalo laglo. Apnar kanthoswar aar bachon bhongi asadharon. Ebhabei choluk,....apnar sathe ghurbar e sujog , haat chara kora jabe na!!
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 ভিডিওগুলি দেখবেন এবং মতামত জানাবেন। ভালো থাকবেন 🌹
এতো সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না। 👌👌
Just planning to visit Pondicherry.. Your vlog has been a help in time.
Osadharon laglo . Ki opurbo jaiga , neel akash ar oshanto somudro , mone holo Sorgiyo onubhuti. Apnader osonkho dhonyobad. Pondycherry ghurte jabar ichche ta abar probol hoe utholo. Thank you once again .
ধন্যবাদ আপনাকে 🙏
Osadharon video ta....apnader dujon ke bhalo lage...khub sundor bujia bolen sunte khub bgalo lage...amer favorite place Pondicherry...ami 2bar gachi...last 2021 a Christmas somay Osadharon lage Pondicherry ke...apnar video dakhe aber monepore galo....
আপনার presentation আগের থেকে অনেক ভালো। Background music গুলোর চয়নও যথাযথ। আমি পন্ডিচেরি ঘুরে এসেছি। বেশ ভালো জায়গা
Thank you 😍
অপূর্ব জায়গা পন্ডিচেরি, আমি দু মাস আগেই ঘুরে এলাম , তার সাথে মহাবলীপুরম । আপনার এই ব্লগের মাধ্যমে আবার নতুন করে পন্ডীচেরীকে দেখলাম, খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অসাধারণ উপস্থাপনা। তামিলনাড়ুর ট্র্যাডিশনাল খাবার সম্পর্কে আরও কিছু জানতে পারলে পর্বটি আরও ভালো লাগতো।
Wow blog... Mother you are always with me.... That's why I'm watching this video... Its your.... Blessings🙏🙏🙏
Asadharan uposthapona history ar culture er apurbo melbandhan thanks.
Thank you
নমস্কার অনিন্দ দা, আপনার প্রতিটা ভ্রমণ ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখে থাকি, খুব ভালো লাগে। পন্ডিচেরি ও অরোভিলের ভিডিও দুটিও দেখলাম, দুটো ভিডিওর মধ্যে অরভিল বেশ ভালো লাগলো, যদিও আমি অরোভিল দেখে এসেছি, তবু ভিডিওতে দেখতে বেশ ভালো লাগলো, পন্ডিচেরির ভিডিওটিতে পর্যটকেদের ঘোরার জায়গা গুলো বেশ ভালো দেখিয়েছেন, শুধু শ্রীমার আশ্রমের সেবামূলক উল্লেখযোগ্য কার্যপদ্ধতির সেইরকম কোনো উল্লেখ দেখলাম না বা শুনলাম না আপনার এই ভিডিওতে, যেটা আমাকে অবাক করলো। শুধু ভারতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে, পন্ডিচেরিতে অবস্থিত শ্রীমার আশ্রম জনগণের প্রতি সেবামূলক কার্যপদ্ধতির জন্য সুবিখ্যাত। আপনি শুধু, শ্রীমার আশ্রমের মাধ্যমে, পন্ডিচেরিতে আসা পর্যটকদের থাকার জন্য গেস্ট হাউস বুকিং হয় এইটুকু উল্লেখ করেছেন। পর্যটকদের জন্য এই ঘর ভীষণরকম স্বল্প মূল্যে বুকিং হয়। আর যেটা একেবারেই উল্লেখ করেননি,এই রকম একটি উল্লেখযোগ্য উদাহরণ দিই, যার কারণে শ্রীমার আশ্রম সুবিখ্যাত। এই আশ্রমে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য, দিন ও রাতে খাবারের ব্যবস্থা আছে। সকালে প্রাতরাশ, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার আজকের দিনেও মাত্র ৫০ টাকায় খুব উন্নতমানের খাবার খাওয়ানো হয়। আর এইসব খাওয়ার পরিবেশন করা যা পদ্ধতি যা এক কথায় অনবদ্য। আমি দুবার পন্ডিচেরিতে গিয়েছি, শ্রীমার আশ্রমে লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় বুফে সিস্টেমের মতো বাসনপত্র ও খাবার রাখা আছে, আর এই সিস্টেম আমি প্রথম লক্ষ্য করি ১৯৭৯ সালে।। কেউ যদি দুপুরের খাবার খেতে যায়, যখন কেউ প্লেটের জায়গা থেকে প্লেট নিয়ে, খাবার নিতে গেলেন, প্রতিটি খাবারের জায়গায় একজন করে পরিবেশনকারী দাঁড়িয়ে আছেন। ভাতের জায়গায় ভাত দেওয়া হবে, রুটির জায়গায় রুটি দেওয়া হবে, সবজির জায়গায় সবজি দেওয়া হবে, আপনি শুনলে অবাক হবেন, এই যে বিভিন্ন খাবার, কেউ একজন পরিবেশন করছেন, এরা কেউ হাভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, কেউ কোনো দেশের বিখ্যাত ডাক্তার, কেউ বা ভারতের বা কোনো বিদেশি রাষ্ট্রের বিজ্ঞানী, কেউ আবার সরকারি উচ্চ পদমর্যাদায় আসীন কোনো।ব্যাক্তি। এরকম এইরকম বিভিন্ন জীবিকার বিভিন্ন ব্যাক্তিরা সারাবছর পন্ডিচেরিতে অবস্থিত শ্রীমার আশ্রমে আসেন, এইরূপ সার্ভিস দিয়ে জনগণের সেবা করার জন্য। শুধু তাই নয় এইরূপ সার্ভিস দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে থাকতে হয় তাদের। আর এতটাই উন্নত মানের ভালো পরিমাণে খাবার দেওয়া হয়, যা খেয়ে সকলের তৃপ্ত হন। তবে তিনবার দিনে খাবার দেওয়া হয় এবং তার নির্দিষ্ট সময় রয়েছে। এই খাবার খাওয়ার জন্য শ্রীমার আশ্রমের কার্যালয় থেকে কুপন কাটতে হয়। ১৯৭৯ সালে এই খাবারের কুপনের মূল্য ছিল সারাদিনের জন্য ১০ টাকা,২০১৩ সালে সারাদিনের এই খাবারের মূল্য ছিল ৩০ টাকা। এখন মূল্য আছে সম্ভবত ৫০ টাকা। যার যার থালা নিয়ে বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে, বিশাল হলঘরে নির্দিষ্ট বসা স্থানে খাওয়া-দাওয়া করে, সেই থালাবাসন নিয়ে বেরোবার সময়, বড় বড় চৌবাচ্চা রয়েছে। থালার চৌবাচ্চায় থালা ফেলতে হবে, বাটির চৌবাচ্চায় বাটি ফেলতে হবে, গ্লাসের চৌবাচ্চায় গ্লাস ফেলতে হবে, এরকম বিভিন্ন বাসনপত্র নির্দিষ্ট চৌবাচ্চায় ফেলে, হাতমুখ ধুয়ে বেরিয়ে যেতে হবে। সেখানেও সুন্দর সিস্টেম করা আছে জলে ধোয়ার সেভাবে বাসনপত্র ধোঁয়া চলছে। আর এইসব কাজ যারা করছেন বা যারা তদারকি করছেন, তারা ভারতের বিভিন্ন প্রান্তের ও বিদেশের বিভিন্ন প্রান্ত হতে গিয়ে ওখানে সার্ভিস দিচ্ছেন। এইসব সার্ভিস দেওয়ার জন্য শ্রীমার আশ্রমে অনেক আগে থেকে আবেদন করতে হয়। আপনার পন্ডিচেরির ভিডিওতে শ্রীমার আশ্রমের অন্যান্য কোন দৃশ্য বা সীমার আশ্রম সম্বন্ধে বিস্তারিত বিবরণ শুনতে পাওয়া যায় নি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শুধু শ্রীমার আশ্রমের আকর্ষণ পন্ডিচেরিতে বছরের-পর-বছর ভ্রমণে গিয়ে থাকেন। যাইহোক পরবর্তী কোনো সময় পন্ডিচেরিতে যদি গিয়ে থাকেন, আশা করবো, সেই ভিডিওতে শ্রীমার আশ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এটা ভাববেন না সমালোচনা করলাম, পন্ডিচেরি ভিডিওটা শ্রীমার আশ্রমের জনসেবামূলক কার্যপদ্ধতি ছাড়া অসম্পূর্ণ মনে হলো, তাই আপনাকে জানালাম, ভালো থাকবেন।🙏
Khubi enjoy korlam.
Eto sundar presentation din 2-3bar dekhe praay mukhastha kore feli.
R o video dekhte chai.
Khub bhalo thakben.
পণ্ডিচেরি যাওয়া হয়নি। যাওয়ার ইচ্ছে আছে। আপনার ভিডিও দেখে অনেক তথ্য জানা যায়। আর যাওয়ার ইচ্ছাটাও আপনি বাড়িয়ে দিতে পারেন মশাই। ভাল থাকবেন। 😊
অনেক ধন্যবাদ 🙏 আপনিও ভালো থাকবেন ।
দারুণ দারুণ ভালো লাগলো তোমাদের সাথে ঘুরে
খুব ভালো presentation !!
Darun Dada. Apner vidio gulo Sundor .
We are the devotees of Shri Aurobindo and Mother
I am a regular follower of your vlogs
Each one is really praiseworthy.
I eagerly wait for your videos
But this one touched my heart
🙏🙏
খুউব ভাল লাগলো অনেক কিছু জানলাম
Bhision bhalo laglo dada
Darun👍💯😊
Bubudi r aninyodake many many thanks, khub sunder video dekhnor jonyo
Thank you ♥️
You are genious.Your presentation is superb.Editing and background music is praiseworty.Thanks a lot.
বাংলাদেশের যশোর শহর থেকে দেখছি। স্ক্রল করতে করতে ব্লকটা চোখে পড়লো। ভারতের দক্ষিনে ফ্রেঞ্চ, পর্তুগিজ শাসিত বিভিন্ন এলাকার শুনেছি খুব সুন্দর পরিচ্ছন্ন এবং ঐতিহ্যমন্ডিত হিসেবে Pondicherry র প্রতি আমার বেশি আকর্ষণ ছিল।ভ্লগ দেখলাম। খারাপ লাগলো না। প্রথমবার তো তাই এর বেশি মতামত দিতে পারলামনা।
চ্যানেল সাবস্ক্রাইব করলাম। দেখি সামনে কি দেখা যায়।
বাংলাদেশের শুভেচ্ছা শুভকামনা নিও❤️❤️❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে । অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন । ভালো থাকবেন ।
Khub sundar pandichery dakhalen.apurba secenary.anek important information pelam.excellrnt food.many thanks aninda babu. Aro anek sundar drisha dakhan
ধন্যবাদ 🙏
Bhishon bhalo laglo Sai satha tomar kotha bhalo theko tomra❤❤
Thank you 😊
Khub bhalo presentation 👍
খুবই ভালো লাগছে আপনি আমর সব কটা ভালো লাগার জায়গা যাচ্ছেন আর ভালো করে দেখাচ্ছেন। দারুণ হচ্ছে। Pondy আমার খুব আদরের জায়গা। ব্যাঙ্গালোরে ছিলাম ১৯৯৯ থেকে ২০১২ , এত বার এসেছি যে কি বলব। mainly enfield niye astam , কারন পেট্রোল এর দাম আর beer এর দাম দুটোই কম। সঙ্গে ফ্রেঞ্চ খাবার, সমুদ্র দারুণ লাগত। খুব মজা হতো
ভীষণ ভীষণ ভালো লাগলো as usual. 😊
Dada khub valo legeche pondicherry. Beautiful place.
Thank you ♥️
Khub sunder video ... next jabo❤
Onek diner icha chilo pondicherry jabar....aaj apnader sathe sei jaiga ghure mon anonde bhore gelo....khub bhalo thakun apnara...
Darun episode ❤❤
অসাধারন উপস্থাপনা। আগেও ভিডিও দেখেছি So nice and lovely couple. পন্ডিচেরি দুবার গেছি এখন অনেক ভাল হয়েছে। আবার যাব।
অনেক ধন্যবাদ 🙏
Sobkichu chobir moton sundor.. khub valo laglo.
Khub bhalo laglo fantastic presentation
Aapnar uposthapona, shaablil bhaabe kotha bola, jei kono jayegaar history / geography sundor bhaabe describe kora, background music selections......... sob videos gulo ATULONIYO kore tole. 👌👌👌❤❤❤👌👌👌 and same as this video also dada..!!! ❤❤❤
Ato sundor video je bornona kora jaaye na..👌👌👌👌👌❤❤❤❤
R aapnader du jon kei... daaarrrruuunnn laagche.. ❤❤❤❤❤
Khub bhalo thakben dujonei. ❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
Asadharon video khub valo laglo valo o sustho thako Thakur tomader mongol korun ei parthona kori 👌👌❤❤
খুব সুন্দর চার বছর আগে আমরা গিয়েছিলাম নতুন করে দেখছি খুব ভালো লাগলো ধন্যবাদ Krishna nagar Nadia West Bengal ❤️♥️🤎🤎💜💛💚💛🧡❤️
Thank you 😊
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
প্রতিটি episode অসাধারণ। আপনাদের উপস্থাপনা খুব সুন্দর
Satty khub. Sundor Pandechery jaygata.
Apnnar vlog dekhe jayoar icche bere gelo
Pondicherry jaiga ta heavy sundor r monorom.. ami 2017 e gechilam.. khub vlo legechilo.. khub vlo lglo video ta dada..
Anindya da asadharan video ta 😅😅khub khub bhalo Laglo 😅😅😅😅
খুব informative আপনার video, বেশ ভাল লাগছে
সত্যিই আপনার ব্লগ দেখতে দেখতে কোথায় যে হারিয়ে যাই 😊 খুব ভালো লাগলো
Thank you 😍
asadharan asadharan sundar . khub valo laglo.Jipmer hospital e jabo .
Dada Darun laglo . আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ
খুব ভালো লাগলো👍👍👍 অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🙏
Khub bhalo laglo
Apnar destination, video bornonar gune goldenmoy hoe uthe. Thanks...
Many many thanks to you and your family ❤
নতুন করে কি আর বলবো।আপনার সব ভিডিওর পুঙ্খানুপুঙ্খ তথ্যে ভীষণ উপকৃত হ ই। 23:14 আপনার কাজে আপনার স্ত্রীর ভূমিকা ভীষণ ভালো লাগে।উনি কিছু না বললে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়।একদম ঘরের বোন লাগে ওনাকে।মিষ্টি হাসি।আর খাওয়া দাওয়ার পার্টে খুব সাবলীল। দারুন লাগে।আমরা মা-ছেলে আপনাদের ফ্যান।
ভালো থাকুন আপনারা।
আচ্ছা দিল্লীর কোনো ভিডিও আছে কি?যদি থাকে তো pls share the link.❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 এইভাবেই সঙ্গে থাকবেন 😍
Darun kalke ami jacchi pondichery dekhi apnader video tar sathe kata mil
খুব সুন্দর লাগলো জায়গা
Bhison bhalo laglo Pondicherry. Church gulo ato sundor kore sajano Christmas 🤶 a na jani koto sundor kore sajano hoy.Beach gulo o bes bhalo.So many thanks to you.Bhalo thak Ben.
Very good. Thank you for watching the video. Very nice presentation.