প্রায় ৪০০ বছরের বেশি বয়স মসজিদটির || Sat Gambuj Mosque

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • প্রায় ৪০০ বছরের বেশি বয়স মসজিদটির।
    সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মুঘল সাম্রাজ্য মুঘল আমলের অন্যতম নিদর্শন। ১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করান। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ।
    অবস্থান:
    ঢাকার মোহাম্মদপুরে (বাসস্ট্যান্ড) কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁশবাড়ী হয়ে। এই রাস্তাতে যাওয়ার পথে পড়ে সাত গম্বুজ মসজিদ।
    ছাদে তিনটি বড় গম্বুজ ও চারটি ছোট গম্বুজ রয়েছে। হালকা লাল ও মৃদু ব্রাউন বর্ণের দান্দনিক এ মসজিদটি কাছে কিংবা দূর থেকে অত্যন্ত রাজকীয় ও সুন্দর দেখায়। মসজিদের ভেতরে প্রায় ৯০-৯৫ জন মুসল্লির নামাজ পড়ার মতো জায়গা রয়েছে। বাইরের প্রশস্ত যেই জায়গাটি আছে সেখানেও প্রায় দুই-আড়াইশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন একসঙ্গে।
    মসজিদের সামনে একটি বড় উদ্যান রয়েছে।
    মসজিদের একটি চিত্রে দেখা যায় ঢাকার অন্যতম এ অভিজাত মসজিদের পাশেই বইছে নদী, নদীটি যে বুড়িগঙ্গা তা আর বলার অপেক্ষা রাখেনা। মসজিদটির বর্তমান অবস্থানের দিকে তাকালে মনেই হবেনা এর পাশ দিয়ে বয়ে যেত হারিয়ে যাওয়া ঢাকাই রমণী বুড়িগঙ্গা। এই মসজিদের প্রান্তেই ভিড় করত ছোটবড় সব নৌকা, রেলিং ঘেঁষে মানুষ বড়শি দিয়ে মাছ ধরত।
    ১৯৭৪ সাল পর্যন্ত এ মসজিদের পাশ দিয়ে বুড়িগঙ্গা প্রবাহমান ছিল। ধীরে ধীরে নগরায়নের করাল গ্রাসের সাথে পাল্লা দিয়ে মসজিদও হারায় তার আভিজাত্য, উবে যায় তার পাশ থেকে বয়ে যাওয়া নদী বুড়িগঙ্গা।
    Source: Wikipedia
    My Gears ➤
    ✔️ Iphone 11
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Contract me
    Saifulislamwahid32@gmail.com
    Phone Number
    01714429423
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Facebook link: www.facebook.c...
    #Mosque
    #Mohammadpur_area
    #সাত_গম্বুজ _মসজিদ
    #সুবাদার_শায়েস্তা_খাঁ #উমিদ_খাঁ

Комментарии •