প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর পায়ের ছাপ দেখতে নারায়ণগঞ্জের কদম রসুল দরগাহে | Info Hunter

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2021
  • কদম রসুল একটি পবিত্র স্থান যেখানে নবী (সাঃ) এর পদচিহ্ন সংবলিত পাথর খন্ড সংরক্ষিত থাকে। মুসলিম বিশ্বে বিভিন্ন দেশে এ রকম পবিত্র স্থানের প্রতি ভক্তি প্রদর্শন করা হয়। মুসলমানদের মধ্যে বিশ্বাস রয়েছে যে, মুহম্মদ (স.) পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সেখানে তাঁর পদচিহ্ন থেকে যায়। মক্কা ফেরত অনেকেই এ ধরনের পদচিহ্ন সংবলিত পাথর খন্ড নিয়ে আসতেন। তাঁরা শ্রদ্ধার সঙ্গে এগুলি বিভিন্ন সৌধে, বিশেষ করে মসজিদের অভ্যন্তরে সংরক্ষণ করতেন, যা কদম রসুল আল্লাহ বা কদম শরীফ বা কদম মোবারক নামে পরিচিত। আরব বিশ্বে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে এ রকম পবিত্র স্থানের ধারনা পূর্বে ছিল। মুসলমানদের আগমনের পূর্বে ও পরে দক্ষিণ-পশ্চিম বংলায় ‘ধর্ম-পাদুকার’ (ধর্ম ঠাকুরের পায়ের চিহ্ন) পূজা হত। ভারতেও দেবতা বা দেবীর পবিত্র পদচিহ্নের পূজা প্রথা দেখা যায় বৌদ্ধ ও হিন্দু যুগে। বেশকিছু সংস্কৃত লিপিতে এমন কয়েকটি নাম পাওয়া যায় যা দিয়ে পবিত্র পা পূজা প্রচলনের প্রমান পাওয়া যায়। যেমন, বি পদগিড়ি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাচীন সূত্রেও অনুরূপ ‘বুদ্ধ পদ’ নাম পাওয়া যায়। মুসলমানদের রসুল (সা.) এর পদ চিহ্ন সবসময়েই পবিত্র হিসেবে পরিগণিত। রসুল (সা.) এর প্রাচীনতম পদচিহ্ন সংবলিত সৌধটি হচ্ছে জেরুজালেম এর ‘ডোম অব দি রক’। বলা হয়ে থাকে, এখান থেকে মহানবী (স.) মিরাজে গমন করেছিলেন। মিরাজে রওয়ানা হওয়ার পূর্বে তাঁর পা পাথরে ছাপ সৃষ্টি করেছিল। এধরনের আরও কিছু পদচিহ্ন সংরক্ষিত আছে দামেস্কের মসজিদ-ই-আকদাম-এ, যেখানে মুসা নবী(আ:) এর পবিত্র পদচিহ্ন আছে বলে ধারণা করা হয়। আরও রয়েছে, মিশরের কায়রো, তুরস্কের ইস্তান্বুলে এবং সিরিয়ার দামেস্কে। ভারতের বিভিন্ন প্রদেশে বেশ কয়েকটি কদম রসুল রয়েছে। যেমন, দিল্লি ও বাহরাইচ (উত্তর প্রদেশ), আহমদাবাদ (গুজরাট), কটক (উড়িষ্যা) এবং পশ্চিম বাংলার গৌড় ও মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে। বাংলাদেশে নবীগঞ্জ এর কদম রসুল (নারায়ণগঞ্জ জেলা) এবং চট্টগ্রামে কদম মোবারক (রসুল নগর) এবং বাগিচা হাট মসজিদ, বিখ্যাত। বাংলার প্রাচীনতম কদম রসুল কমপ্লেক্সটি গৌড়ে অবস্থিত। এটি ১৫৩০-১৫৩১ খ্রিস্টাব্দে সুলতান নুসরত শাহ নির্মাণ করেন। জনশ্রুতিমতে তেরো শতকের সাধক জালালউদ্দীন তাবরিজি(রঃ)এর পান্ডুয়ায় ইবাদতখানায় এ পদচিহ্ন সংবলিত পাথরটি পাওয়া যায়। নুসরাত শাহের পিতা সুলতান হোসেন শাহ (১৪৯৪-১৫১৯) এ পাথরটি গৌড়ে নিয়ে এসেছিলেন। গৌড়ের কদম রসুল সৌধটি বাংলার আঞ্চলিক স্থাপত্যিক রীতির বিকাশে গুরুত্বপূর্ণ। সুলতানি যুগে এ রীতি পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিলো। কুঁড়েঘর আকৃতির এ সৌধের মাঝে রয়েছে বর্গাকৃতির একটি কক্ষ, যার তিনদিকে রয়েছে বারান্দা। কেন্দ্রীয় গম্বুজ-কক্ষটিতে পদচিহ্ন সংবলিত কালো পাথরটি রক্ষিত আছে। বাংলাদেশে সুপরিচিত কদম রসুলটি নারায়ণগঞ্জের বিপরীতে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত নবীগঞ্জে। সতেরো শতকের প্রারম্ভে মির্জা নাথান কর্তৃক প্রণীত বাহারিস্তান-ই-গায়েবীর বর্ণনা থেকে জানা যায় যে, সম্রাট আকবর এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান নেতা মাসুম খান কাবুলী এ পদচিহ্ন সংবলিত পাথরটি একজন আরব বণিকের কাছ থেকে ক্রয় করেছিলেন। ঢাকার জমিদার গোলাম নবী ১১৯১ হিজরিতে (১৭৭৭-১৭৭৮ সালে) পবিত্র সৌধটি নির্মাণ করেন এবং এর অভ্যন্তরে পবিত্র পাথরটি সংরক্ষিত হয়েছে। এক গম্বুজ বিশিষ্ট সৌধটির সামনে রয়েছে বারান্দা, মধ্যের প্রকোষ্ঠে রয়েছে পবিত্র পাথরটি। সাধারণত এটি একটি ধাতব পাত্রে গোলাপজলে ডুবানো থাকে। পাথরের গায়ে ২৪ সেমি × ১০ সেমি জায়গা জুড়ে অগভীরভাবে পায়ের ছাপ লক্ষ্য করা যায়। উপরের দিকে পায়ের আঙ্গুলের ছাপ স্পষ্ট। সৌধের প্রধান ফটকটি গোলাম নবীর পুত্র গোলাম মুহম্মদ ১২২০ হিজরিতে (১৮০৫-১৮০৬ সাল) তৈরি করেছিলেন।
    For More Visit:
    Website: infohunterbd.blogspot.com/
    Facebook: / bdinfohunter

Комментарии • 325

  • @MehediHasan-vc3js
    @MehediHasan-vc3js 3 года назад +12

    আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর পায়ের পদচিহ্ন দেখার সৌভাগ্য যাতে সবার হয় আমিন

    • @sultanaaktermonzu8157
      @sultanaaktermonzu8157 Год назад

      আপনাদের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন হবে না কখনোই।আপনারা মাজারের প্রচারকে বিদআত বলে প্রচার করেন,আর ওয়াজ প্রচারকারী আলেম রা লাখ,লাখ টাকার বিনিময়ে বয়ান করেন,,,,সে গুলো আপনাদের বাহ্,বাসর পায়।বলি ধর্মের কোন এজাহারে উল্লেখ করা আছে যে,দ্বীনের প্রচার করে টাকা রোজগার করা? আমাদের নবীজি বলেছেন,যারা দ্বীনের প্রচার করে টাকা উপার্জন করবে ,,, হাশরের মাঠে তাদের চোয়ালে গোশত থাকবে না। ইহুদী সম্প্রদায় কিন্তু মুসলমান ছিল। কিন্তু তারা অভিশপ্ত মুসলমান ছিলেন এই কারণে যে , ইহুদীরা আল্লাহ কে বিশ্বাস করত কিন্তু রাসুলকে আল্লাহ এর পরিপূরক হিসেবে বিশ্বাস করত না। কিন্তু তাই বলে কি রাসূলের ওপর মূল্য পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় নি? উপরন্তু ইহুদীরা আজ অভিশপ্ত জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে।আপনারা হলেন সেই মুসলমান। হযরত ইউসুফ নবীর জীবনী ঘেঁটে দেখেন, সেখানে ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপে ফেলে দেওয়ার পর হযরত জিবরাঈল ( আ) এর ওহিতে কি ভবিষ্যতে বানী দিয়েছিলেন। জিবরাঈল ইউসুফ নবীকে জিগ্যেস করেছিলেন আপনি কি আপনার ভাইদের বিচার চান? জবাবে ইউসুফ নবী বলেছিলেন না ,,,ওরা তো আমার ভাই।তখন জিবরাঈল (আ) বলেছিলেন আপনার এই ক্ষমার জন্য যুগের পর যুগ পৃথিবীতে যত নবী ,রাসূল,অলী, আউলিয়া,গাওছে কুতুব,পীর, পয়গম্বর যত সুফিসাধক জন্ম নিবে তারা সবাই এদের দ্বারা নির্যাতিত হবে। আপনারা পরে গেছেন সেই ইউসুফ নবীর দশ ভাইয়ের বংশ বিস্তারে। আপনি ভেবে দেখুন এবার আমাদের নবীর আগমনের কতশত বছর আগে ইউসুফ নবীর আগমন ঘটেছিল। তখনই এই অলী, আউলিয়া, গাওছে কুতুব, পীর পয়গম্বরের বাণী এসেছিল কেন,যদি অলী, আউলিয়া গাওছে কুতুব পীর পয়গম্বরের জীবনী সত্যই হয়ে না থাকে? আল্লাহ,রাসূল বিশ্বাস করলে গাউছ এ কুতুব,অলি ,আউলইয়দের বিশ্বাস করতে হবে।

    • @farhadkhan1300
      @farhadkhan1300 10 месяцев назад +1

      Sotto na jene Alhamdulillah bola thik na

  • @delowarabegum7121
    @delowarabegum7121 10 месяцев назад

    সুবহানআল্লাহ, আল্লাহ মহান। আমাদেরকে নবীর (সঃ) দেখানো পথে চলার তৌফিক দান করুন।

  • @mohammedshahdatchowdhury8058
    @mohammedshahdatchowdhury8058 2 года назад +3

    আল্লাহ আমাদেরকে হেদায়েত নসীব করুন। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও।
    আল্লাহ তায়া’লা আমাদেরকে সকল হেফাজত করে দিন। আমিন
    এগুলা না থাকলে ধর্মব্যবসা চলবে কিভাবে? পদচিহ্নকে কেন্দ্র করে ধর্ম ব্যাবসা রমারম, মরলে বুঝতে পারবে শিরক বিদাত করলে কি হয়। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন আমিন আমিন ছুম্মা আমিন এটা কিভাবে সম্ভব ও সত্যে বলে মেনে নিবো! তাহলে সৌদি আরব নেই কেনো?b এটা কতটা যুক্তি সংগত যে নবী করিম (সাঃ) এর পদচিহ্ন আছে আমাদের দেশে! আল্লাহ ই ভালো জানেন।
    আমার মনে হয় না এটা সত্য , আল্লাহই ভালো জানেন । আমরা বাঙালিরা আবেগে অনেক ভরপুর, নিশ্চয়ই পুরনো মসজিদ হিসেবে এটা গুরুত্ব বহন করে কিন্তু তার মানে দুনিয়ার আর কোথাও নেই , পায়ের চিহ্ন থেকে পানি পান, মনের বাসনা পূর্ণ করার জন্য ওখানে যাওয়া । এগুলো কি ইসলাম সমর্থন করে বা এই সব করার জন্য কি কোন নির্দেশনা আছে ? নেই । তাহলে কেনো করা হচ্ছে । কুরআন ও সুন্নাহর পথে আমাদের চলতে হবে ,ব্যাস । মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমীন।
    আচ্ছা, আমার প্রশ্ন, পাথরের মধ্যে কিভাবে নবীজির পদচিহ্ন থাকতে পারে। এমনতো কিছুতেই নয় যে তিনি পাথরে পা রেখেছেন আর সেখানে চিহ্ন খোদাই হয়ে গেছে। এটা অন্য কারো হাতে বানানো বা খোদাই করা চিহ্ন। তাহলে এটা তো আসল নয়। দ্বিতীয়ত রোগমুক্তি ও উদ্দেশ্যপূরনের নিয়তে এখান থেকে পানিয়ে নিয়ে খাওয়া বা ব্যবহার করা পুরোপুরি শিরক হবে। তৃতীয়তঃ ৪ টি মসজিদ যথা কাবা ঘর, মসজিদে নববী, মসজিদে কুবা, বাইতুল মুকাদ্দাস ছাড়া অন্য কোন মসজিদে বরকত লাভের জন্য যাওয়া রাসুল সাঃ নিষেধ করেছেন। চতুর্থঃ চট্রগ্রাম হচ্ছে এমনিতেই মাজারপুজারি ভণ্ডদের কারখানা। তাই সম্ভাবনা আছে যে, ব্যবসার উদ্দেশ্যে কেউ অনেক আগে এই নকল বা প্রতারণা চালু করেছে। বাকিটা আল্লাহ ভাল জানেন।
    এইভাবেই আমরা মনের আবেগ আর মাধুরী মিশিয়ে ইসলামকে বিক্রিত করে ফেলেছি।শিরক আর বিদাত সবখানে।মসজিদের নামে পুজো যেন না হয়, আল্লাহ নেকবুদ্ধি দান করুন আমাদের সবাইকে, আমিন।

  • @priomkokil1598
    @priomkokil1598 3 года назад +8

    আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবর।

  • @lonelylifeetchouse766
    @lonelylifeetchouse766 3 года назад +10

    আল্লাহ ই ভালো জানেন।

  • @mohammadsekandor6746
    @mohammadsekandor6746 2 года назад +4

    আল্লাহ রাসুল কদম দেখানো জন্য আপনাকে অনেক অনেক সালাম, ধন্যবাদ।

  • @appbd9480
    @appbd9480 3 года назад +6

    আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।

  • @muhammadabdul4737
    @muhammadabdul4737 3 года назад +3

    Zajakallah khairan
    Marhaba

  • @mohammadnurunnabi7858
    @mohammadnurunnabi7858 3 года назад +3

    Massallah Marhaba

  • @ahmedimran5668
    @ahmedimran5668 3 года назад +5

    Ma Sha Allah

  • @taniaakter5173
    @taniaakter5173 3 года назад +4

    Subhan Allah

  • @SAHABSA415
    @SAHABSA415 Год назад

    তুমি নামাজকে সম্মান করো!! নামাজকে তোমার মাঝে ধারন করো!! নামাজ তোমাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বানিয়ে দিবে!!🌸🌼🌺
    👉তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি 💕
    তোমার রবের ইবাদত কর।
    ___[সূরাঃ-হিজর-৯৯]___,,

  • @MdRidoy-ws6ry
    @MdRidoy-ws6ry 3 года назад +5

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো👌

  • @sumonmridha4486
    @sumonmridha4486 3 года назад +6

    সুবহানাল্লাহ❤️আলহামদুলিল্লাহ,,,

  • @md_akram_kazi
    @md_akram_kazi 3 года назад +7

    আমি গর্বিত আমি নারায়ণগঞ্জের বন্দরের ছেলে

    • @InfoHunter
      @InfoHunter  3 года назад

      thank you

    • @kazimonirul622
      @kazimonirul622 3 года назад +1

      এটা গর্ব করার কি হলো

  • @NurAlam-wj4wz
    @NurAlam-wj4wz 3 года назад +7

    ধন্যবাদ সত্য ইতিহাস তুলে ধরার জন্য

  • @shumishible7863
    @shumishible7863 3 года назад +21

    চট্টগ্রামে আন্দরকিল্লা জামাল খান এলাকায় কদম মোবারক মসজিদেও কদম মোবারক আছেন।

  • @tuhinahmed1344
    @tuhinahmed1344 3 года назад +5

    আমি গিয়েছিলাম।অনেক ভালো লাগছে আমার।

  • @nahidjui8467
    @nahidjui8467 3 года назад +5

    Subhanallah..

  • @jyotysultina4837
    @jyotysultina4837 Год назад +1

    আমিন

  • @tareqimran576
    @tareqimran576 2 года назад +4

    Subhanallah

  • @user-vk7mo1bp4o
    @user-vk7mo1bp4o 3 года назад +3

    এটা সতি এটা সতি আমারা এই বিষয় বালো করে জানছি

    • @imranmahmud7736
      @imranmahmud7736 4 месяца назад

      age lekhapora koro ,taholei valo kore janba

  • @Sagarhowlader-ce5fe
    @Sagarhowlader-ce5fe 3 года назад +1

    মাশআল্লাহ

  • @lynbrook892
    @lynbrook892 3 года назад +2

    I brought up in Bandar.I knew about this.It’s a very old sharine,that’s 1960s.But ALLAH (SWT) knows better.Strong believe is matters.I went to see there so many times.U could see some disturbing scenery.Don’t bother.They’re misguided for their own. The roads,the beautification has developed tremendously. But I did’t seen yet. Thanks Brother for updating.

  • @sadimaziru
    @sadimaziru 3 года назад +3

    ❤️🤩

  • @rashedulislam2220
    @rashedulislam2220 2 года назад

    Allah tayala amader sobaike hozrot mohammad sollellahu alaihis sallam er sunnah and kuran sunnah unujayee amol korar Toufik dik Amin

  • @noosratkhanbabunjmedia
    @noosratkhanbabunjmedia 3 года назад +1

    আমাদের এলাকায় দরবারের সাথে আমার নানীর গোষ্ঠী। আমাদের এইখানেই বাড়ি। এখন তো কেমন জানি হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম দেখছি।আমার নানীদের মুখে শুনছি। আগে এই খরম হাত দিয়ে চুমু দিতাম এখন ছুইতে পারি না। আমাদের এই এলাকায় বিশাল ঐতিহাসিক কবরস্থান আছে। মসজিদ ঈদগাহ একসাথে একটি ভিডিও বানিয়ে নিবেন।

    • @saheensaheen8327
      @saheensaheen8327 3 года назад

      আলহামদুলিল্লাহ, আমি অধম একবার গিয়েছিলাম

  • @syfeesaif
    @syfeesaif 2 года назад

    আলহামদুলিল্লাহ

  • @sahedparves6758
    @sahedparves6758 3 года назад +13

    আমাদের দেশে মাজার ব্যাবসা দারুণ একটা জমজমাট ব্যাবসা।

    • @nazrulbahrain8884
      @nazrulbahrain8884 3 года назад

      আমি এক মত মাজার বেপসা করছে জান্নাতুল বাকিতে কোনো কবর পাকাপোসতা নাই এখানে কেন আছে তার মানে এরা মিথ্যা বাদি ১০০%

    • @aysanijom9117
      @aysanijom9117 2 года назад

      একটা জমজমাট ব্যবসা

    • @ramdebmandal8781
      @ramdebmandal8781 2 года назад

      ধর্মের চশমা খুলে দেখুন এগুলো সব হিন্দু সংস্থাপিত শৈলী

  • @mdtauhid5912
    @mdtauhid5912 2 года назад

    সুবহানাল্লাহ

  • @naimakram6108
    @naimakram6108 3 года назад +13

    ফটকামি করার একটা লিমিট থাকা উচিত।।।এগুলারে আল্লাহ হেদায়েত দিক আর না হয় ধ্বংস হউক এরা 😡😡

  • @Mehedi21985
    @Mehedi21985 3 года назад +5

    চরম ব্যাবসা শুরু করেছে...
    মহান আল্লাহ্ পাক সকলকে হেদায়েত দান করুন ও প্রিয় নবীর সুমহান মর্যাদা কে আরও বৃদ্ধি করুন।

  • @SyedAli-up5qk
    @SyedAli-up5qk 2 года назад +1

    Assalamoalaikum masha Allah very

  • @smjashimuddin9181
    @smjashimuddin9181 3 года назад +3

    ♥♥♥

  • @robinbhuiyan5815
    @robinbhuiyan5815 3 года назад +3

    আলহামদুলিল্লাহ আনেক ভাল লাগলো।

  • @aminurrahman1796
    @aminurrahman1796 2 года назад

    আলহামদুলিল্লাহ্

  • @sristysohasristysoha2273
    @sristysohasristysoha2273 2 года назад +4

    সবকিছু স্রষ্টা ভালো জানেন।।।

  • @MaKhan-nv6zo
    @MaKhan-nv6zo 2 года назад

    Amin amin amin

  • @skshuhel8313
    @skshuhel8313 3 года назад +4

    আমি গিয়েছিলাম আমার ভাল লেগেছে!

  • @happybengalispice.1603
    @happybengalispice.1603 3 года назад +1

    Nice

  • @ruyelahmed8768
    @ruyelahmed8768 Год назад

    আমিন❤❤❤❤

  • @sheikhshafiq8302
    @sheikhshafiq8302 2 года назад

    Amin

  • @nazninislam818
    @nazninislam818 3 года назад

    Sukur Alhamdulillah...

  • @user-iy4dc7bh8n
    @user-iy4dc7bh8n 3 года назад +3

    আমাদের বাসার পাশে কদম রসূল দরবার

    • @InfoHunter
      @InfoHunter  3 года назад

      সুন্দর জায়গা

  • @howladerbuschu7518
    @howladerbuschu7518 2 года назад

    Amen

  • @nafi1815
    @nafi1815 3 года назад +8

    মহান আল্লাহ ভালো জানে

  • @ibrahimmooza8054
    @ibrahimmooza8054 2 года назад

    Subanallah

  • @fihamsamrat8146
    @fihamsamrat8146 3 года назад +7

    আমরা এই দরগাহ শরীফের খাদেম

  • @avian8233
    @avian8233 3 года назад +2

    alhamdulillah subhanallah marhaba

  • @user-bx7cf8cl2p
    @user-bx7cf8cl2p 2 года назад

    ❣️🕋

  • @gwyeasinyt7174
    @gwyeasinyt7174 2 года назад

    Bahi onk sondor hoisa volg

  • @birdloving
    @birdloving 3 года назад +1

    Reference iye iye omuke ache tomuke ache.khub sundor🤔🤔🤔🤔

  • @user-rc9te8dt4j
    @user-rc9te8dt4j 3 года назад +4

    লাআনাতুল্লাহ আলা কাজেবিন।

  • @MuradEnny
    @MuradEnny 3 года назад +2

    Location information dile valo hoy. Dhaka theke kivabe asbo ei kodom rosul a

    • @maksudhossainrocky7140
      @maksudhossainrocky7140 3 года назад +3

      বাইতুল মোকারম-বন্ধন/উৎসব/শীতল বাস যোগে নারায়ণগঞ্জ, বাস টার্মিনাল সংলগ্ন খেয়া ঘাট পার হয়ে,রিকশা যোগে নবীগঞ্জ কদম রসুল দরগাহ্♥️

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 3 года назад +2

    alhamdullah khub sundor amader narayangonj .

  • @nazmulkabirrabby9002
    @nazmulkabirrabby9002 2 года назад +1

    Allah jeno oder shoho amk hedayat den...........ameen....😔😔😔😔

  • @samrat3026
    @samrat3026 3 года назад

    ভালো হইছে ভাই আমাদের এখানে আসছেন।

  • @snehalove7kings10
    @snehalove7kings10 2 года назад

    আমারবারি।থেকে।১০টাকাবারালাগে🤲🇧🇩

  • @imranmahmud7736
    @imranmahmud7736 4 месяца назад

    😂😂
    আল্লাহ এদেশের মানুষকে হেদায়েত দান করুন।
    প্রথমে মনে করছিলাম জাদুঘর টাইপের কিছু, নয়তো সিন্দুকে রাখবে এতো মুল্যবান জিনিসটা।
    ওমা এ দেখি মাজার ব্যাবসার আপডেট ভার্সন 😢

  • @user-es1ti7kp6r
    @user-es1ti7kp6r 3 года назад +3

    My area iam so proud.visit my area all friend, most wellcome.

  • @arafat1521
    @arafat1521 2 года назад +2

    Rangpur raj bari history jan te chai..

  • @iqbalkhan-my9ls
    @iqbalkhan-my9ls 3 года назад +8

    বরকত পেতে চাইলে নবীর ইত্তেবা করুন। পাথর নিয়া বসে থাকলে হবে না।

    • @fatemabegum9049
      @fatemabegum9049 3 года назад

      beshi buje gecho

    • @mdnazrul1809
      @mdnazrul1809 3 года назад

      টেটনামি ছেড়ে দিন।

    • @iqbalkhan-my9ls
      @iqbalkhan-my9ls 3 года назад +1

      @@mdnazrul1809 ভাই,আল্লাহর রাস্তায় ফিরে আসুন।

    • @iqbalkhan-my9ls
      @iqbalkhan-my9ls 3 года назад +1

      @@fatemabegum9049 আল্লাহর দিকে ফিরে আসুন।

    • @fatemabegum9049
      @fatemabegum9049 3 года назад

      @@iqbalkhan-my9ls ওহাবী দলে বুজি আল্লাহ্‌র রাস্তা

  • @mdshofiqulislam9064
    @mdshofiqulislam9064 3 года назад +4

    সবাইকে নামাজের দাওয়াত

    • @rustomali1535
      @rustomali1535 3 года назад

      আলো ও অন্দকারের খেলা। যারা আলোর সন্ধান পেয়েছে তারা অন্দকার বর্জন করে চলবে যা শ্বাশত।

    • @mosfiqurrahman5493
      @mosfiqurrahman5493 2 года назад

      সবাইকে ইমানের দাওয়াত দেওয়া হোক।

  • @eng.salampervezchowdhury6405
    @eng.salampervezchowdhury6405 3 года назад +3

    Hadiser kuno vitti nai
    Thakle reference den!

  • @nisahoque5995
    @nisahoque5995 3 года назад

    🤩🥰😍😁❤️💘😁

  • @moazzamhossain1020
    @moazzamhossain1020 3 года назад +3

    Mithabadir upor Allahr gazab paruk.

    • @Richie_Blink
      @Richie_Blink 3 года назад

      অাল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।

  • @mdkabul1762
    @mdkabul1762 3 года назад

    Ahallam Dulella

  • @kabirtarafder6133
    @kabirtarafder6133 3 года назад +2

    Dhaka theke ki vabe jabo ,tar bornona dile
    Onek upokkrito hotam.
    Poroborti kono video te ei bishoy ta dekhte chai , apnar sombridhdhi o dirghau
    Kamona korcsi !!

  • @shkhan8549
    @shkhan8549 3 года назад

    ধুর

    • @InfoHunter
      @InfoHunter  3 года назад

      কেন

    • @brokenheartshourov3979
      @brokenheartshourov3979 3 года назад

      @@InfoHunter
      বিতলামি মারান মিয়া?
      সৌদি আরবের কোথাও হুজুর এ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ নেই।

  • @mosaddakbokul9204
    @mosaddakbokul9204 2 года назад

    Apni address den na keno. Kew jete chaile kivabe jabe

  • @AbdulMannan-uu1yr
    @AbdulMannan-uu1yr 3 года назад +4

    যদি সত্যি কদম রসুল হয় তাহলে এটা শাহ বাগ যাদু ঘরে রাখা হউক। মক্কা মিউজিয়াম এ এটা থকার কথা ছিল।

    • @mdnazrul1809
      @mdnazrul1809 3 года назад

      কেনরে আমাদের জিনিস তোদেরকে দিয়ে দিবো?

  • @shishirahmed2282
    @shishirahmed2282 2 года назад +2

    পাথরটার বয়স কত পাথর টাকে নিয়ে গিয়ে পরিক্ষা করলে বের হয়ে যাবে, দেশের কবর ব্যবসায়ীরা কবর নিয়ে ভালোই ব্যবসা চালিয়ে যাচ্ছে

  • @aninhasan9508
    @aninhasan9508 3 года назад +3

    Awesome vai carry on

  • @shamemshamem6312
    @shamemshamem6312 3 года назад

    আলহামদুল্লিহ,,, আল্লাহ্ পাক যেন আমাদেরকে ও যিয়ারত করার তৌফিক দান করেন ,,,আমিন।

  • @lynbrook892
    @lynbrook892 3 года назад

    Now a day’s Specially young generation.Their beliefs is Very fragile.Knowledge about Islamic history & Islam very narrow.

  • @adelkhanafridi8842
    @adelkhanafridi8842 3 года назад +5

    These are enemy of Islam. How the footprint of our beloved Rasool Sallallahu Alaihessalam can be there in naryanganj ? Fooling simple people and misguiding them.

    • @InfoHunter
      @InfoHunter  3 года назад +1

      May be you are right or may be not. Only Almigty Allah know everything.

    • @adelkhanafridi8842
      @adelkhanafridi8842 3 года назад +3

      @@InfoHunter please stop making videos without any proof of the content. What's the proof and authenticity of that rock with foot print on it which is claimed allegedly belonging to Rasool Sallallahu Alaihessalam? Who brought that rock from Arabia to all the way here in Dhaka ? Stop spreading weak information with no credible source. For spreading lies, Allah will never be happy with you. Fear Allah.

    • @InfoHunter
      @InfoHunter  3 года назад

      you are 100% right

    • @adelkhanafridi8842
      @adelkhanafridi8842 3 года назад +1

      @@InfoHunter nothing against you Bhai. Nothing personal. But with dissemination of information without both side, will misguide people. And in Bangladesh we are very weak Muslims. We tend to believe anything without checking authenticity. Please don't be hurt brother.

    • @InfoHunter
      @InfoHunter  3 года назад

      its ok bhai. thank you

  • @SharifUddin-cg8qj
    @SharifUddin-cg8qj 2 года назад

    YA RASOOL SM, DAROOD AND SIZDA AP PAR

  • @nayonvyaa9836
    @nayonvyaa9836 3 года назад +9

    ভাই, আমাদের চানেলের পক্ষ থেকে আগাম ইদের শুভেচ্ছা💕

  • @rumimoon8512
    @rumimoon8512 2 года назад

    অনেক দিন যাওয়া হয় নাহ। দরগাহে

  • @oldisgold8673
    @oldisgold8673 2 года назад

    Kolkata te o ache

  • @mdsanu4139
    @mdsanu4139 3 года назад +6

    রাসুল( সঃ) পায়ের চিন্হের পাথর এখানে কিভাবে আসবে। এর ইতিহাস ই বা কি।না জেনে এটা বিশ্বাস করা যাবে না।

    • @lynbrook892
      @lynbrook892 3 года назад

      I read some people’s comments.Very unfortunately that’s nonbelievers mentality.Muslim (Real) is always believers.Hope U guys remember.Read Quran & Hadith.Get knowledge.Please.

    • @humaunhumaun1599
      @humaunhumaun1599 2 года назад

      সঠিক বলেছেন এরা নব্য রাজাকার বাটপাড়

    • @mamunkhan6883
      @mamunkhan6883 2 года назад

      bolche to ki vabe aslo ekane

    • @humaunhumaun1599
      @humaunhumaun1599 2 года назад

      @@mamunkhan6883 নিজে তৈরী করছে তারা ব্যবসার জন্য

  • @sharifulalam1528
    @sharifulalam1528 2 года назад

    Bhalo kodom rosul jiarot kale hanif Christy er mazar jiarot korben

  • @paknapola8716
    @paknapola8716 2 года назад

    amar elaka kodom rosul majar amar bari theika 200 kodom dure

  • @nasrinsultana5900
    @nasrinsultana5900 3 года назад +22

    দুই নাম্বারি ব্যাবসা করতে করতে নবীজির পায়ের ছাপ নিয়েও ব্যাবসা

  • @mdazizurrahman9665
    @mdazizurrahman9665 2 года назад

    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এর ছাপ তার প্যমান কি

  • @mdhabiburhabibur901
    @mdhabiburhabibur901 3 года назад +5

    ভাই এত সুন্দর জায়গাকে রক্ষা করেন এই খানে পুজা না হয়, তেনা মেনা খুলে ফেলুন কবরে সিজদাহ করা নিষেধ করুন, বে পর্দা মহিলাদেরকে প্রবেশ করতে নিষেধ করুন।

  • @MdHamid-sz6sw
    @MdHamid-sz6sw 3 года назад +13

    এদেরকে আইনের আওতায় আনা হোক।

    • @samrat5940
      @samrat5940 3 года назад

      তুমি নারায়ণগঞ্জে আসো হাত পা সাথে করে নিয়ে ফিরতে পারবে না... নিজেরে অনেক বড় পন্ডিত মনে করো না??? 😡😡

  • @user-op2qb1vs1d
    @user-op2qb1vs1d 3 года назад +6

    অবশ্যই এটা যাচাইয়ের বিষয় অযথা কোন কথায় কান দিবেন না। আজাইরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে লাভ কি?

  • @user-eu6cn3pm6o
    @user-eu6cn3pm6o 3 года назад +3

    আসসালামুয়ালাইকুম ভাই আমি এই 10 বছর আগে এই মাজারে গিয়ে ছিলাম মাজারের নাম ছিল কদম বাবার মাজার শরীফ আর এখন হয়েছে নাকি কদম রসুল দরবার শরীফ আমি জখন এই মাজারে গিয়ে ছিলাম মাজারের কোথাও কোন জায়গায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ ছিলনা কিন্তু এখন কিভাবে পায়ের ছাপ এলো আমি 💯 পারসেন্ট গ্যারানটি এইটা ভুয়া মানুষ কে শিরিক এর দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমীন

    • @ibrahimshiblee8650
      @ibrahimshiblee8650 2 года назад +1

      আপনি ১০ বছর আগে এক এখানে গিয়েছেন এবং তখন এর নাম ছিল কদম বাবার মাজার ??!!! আপনি সম্ভবত অন্য কোথাও গিয়েছেন। অথবা আপনি চরম মিথ্যা বলছেন।

    • @ishankhan9826
      @ishankhan9826 2 года назад +2

      আমি ১২ বছর আগে গেছিলাম তখনোও এটার নাম কদম রসুল ছিল।ভুল ইনফরমেশান দিবেন না আন্তাজে।

    • @MonirHossain-og3ji
      @MonirHossain-og3ji 2 года назад

      @@ishankhan9826 ওহাবীরা মিথ্যাবাদী না জেনে মন্তব্য করে

  • @smtahermohammad5370
    @smtahermohammad5370 3 года назад

    Rasool s...kadam mobarak je rasool s... Er tar proman ase?

  • @irensultana6075
    @irensultana6075 3 года назад

    নারায়ণগঞ্জ কোথায় জায়গার নাম বলেন

    • @AbcdEfg-ui6ex
      @AbcdEfg-ui6ex 3 года назад

      নারায়নগঞ্জের লঞ্চ টার্মিনাল এসে, যে কোন মানুষকে কদম রসুল কোথায় জিজ্ঞেস করলে বলে দিবে।আললাহ পাক যেন আপনাকে সহিসালামত ভাবে আসার তৌফিক দান করেন।

  • @cjmiraj
    @cjmiraj 2 года назад

    এটা বাংলাদেশে আসল কিভাবে? কিভাবে নারায়ণগঞ্জ এ স্থাপিত হলো?

    • @tasnimhossainsararoll2543
      @tasnimhossainsararoll2543 2 года назад

      Hazrat Hazi Noor Hossain (RA), Allah r Oli aulia Ei kadam mobarak sudur Misar theke niye eseche.

    • @tasnimhossainsararoll2543
      @tasnimhossainsararoll2543 2 года назад

      Akhane asle dekhte paben anek auliar Majar. Apni jadi sunni han tahole apnar valo lagbe r jodi wahabi han tahole khali mone suspicious jagbe. wahabi ra Gostake Rasul.

  • @mdratan3083
    @mdratan3083 3 года назад +2

    কোন শাহজাহান কোন বাদশা বললেন এটা আমাদের আদর্শ নয হাদিসের দলিল দেন এটা পির পূজা রির বাবসা

  • @anamulhaque4023
    @anamulhaque4023 9 месяцев назад +1

    Bebsa

  • @mohdyousuf8894
    @mohdyousuf8894 3 года назад +2

    এই story/history উনি কোথায় পাইলেন । এটা সত্যি হলে তা যে ইসলামের ইতিহাসের কতোবড় ঘটনা তা এই লোকের আন্দাজের বাহিরে ! উনি কথাগুলো এমন ভাবে বললেন যেন পাড়ার গলির কোনো কিচ্ছা বলছেন ! এ আজগুবি গল্প উনি কোন ইতিহাস বইতে পেয়েছেন ???

    • @rumimoon8512
      @rumimoon8512 2 года назад

      ছোটবেলা হতে শুনে আসছি। আল্লাহ ভালো জানেন সত্য নাকি?

  • @linklink9158
    @linklink9158 3 года назад

    Ami cotobelay ekrampur school a portam... R oi mazare roj jetam.... Thanks for vedioing....

  • @md.abduljalil6585
    @md.abduljalil6585 7 месяцев назад

    একমাএ ইস্তামবুলের টাই সঠিক কারণ আরব এক সময় অটোমান দের আন্ডারে ছিল।

  • @Redwiat
    @Redwiat 3 года назад

    পায়ের ছাপ হয়?

  • @Next20133
    @Next20133 3 года назад

    Jodi St to hoy chaholy mujiam rakahuk

  • @sheulykhatun3638
    @sheulykhatun3638 3 года назад

    রাসুল বাংলাদেশে এসেছিলেন এমন ইতিহাস নাই। ভারতীয় উপমহাদেশে সাহাবীরা এসেছেন, পীর পয়গম্বর এসেছেন। আমরা জেনেছি বাংলাদেশ ১২ আউলিয়ার দেশ। ১২ জন
    যাদের মাজার বিভিন্ন জেলায় আছে যেমন-- সিলেট। খুলনা, চট্টগ্রাম, বগুড়া।এদেের সাহাবী বা জুনিয়র তারা এই দেশে র্ধম প্রচার করেছেন।