Shat Gombuz Masjid || 60 Dome Masque || ষাট গম্বুজ মসজিদ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ষাট গম্বুজ মসজিদ
    বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনাসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ। সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত বাংলার এই প্রাচীন স্থাপনা ১৫দশ শতকে সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহের শাসনামলে এই অঞ্চলের প্রশাসক খান জাহান আলী কর্তৃক নির্মিত হয়। বাংলার স্বাধীন সুলতানী আমলের এই ঐতিহাসিক নির্দশনকে বিশ্ব ঐতিহ্য সংরক্ষনকারী প্রতিষ্ঠান ইউনেস্কো ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষনা করেছে।
    প্রাচীর বেষ্টিত এই মসজিদটি বর্তমান বাগেরহাট শহরের তিন মাইল পশ্চিমে ঘোড়াদীঘির পূর্বপাড়ে অবস্থিত। আদিতে এই মসজিদ প্রাঙ্গনে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ ছিল; একটি পূর্বদিকে এবং অপরটি উত্তরে। পূর্বদিকের প্রবেশপথটি বর্তমান থাকলেও উত্তরের প্রবেশপথটি বর্তমানে বিলুপ্ত। একতলা বিশিষ্ট আয়তাকার এই মসজিদটি মূলত মাটি পোড়ানো ইটের তৈরি। পোড়া মাটির ফলক দ্বারা এই মসজিদের অলঙ্করনের কাজ সম্পন্ন করা হয়েছে।
    মসজিদটির পূর্ব দেওয়ালে ১১টি দরজা এবং উত্তর ও দক্ষিনে ৭টি করে দরজা রয়েছে। মসজিদটির পশ্চিম দেওয়ালে রয়েছে ১০টি মেহরাব। মাঝের মেহরাবটি আকারে বড় ও কারুকার্যমন্ডিত। এর উত্তরে ৪টি এবং দক্ষিনে ৫টি মেহরাব রয়েছে। মূল মেহরাবটির পাশাপাশি ঠিক উত্তরে একটি ছোট দরজা রয়েছে। ধারণা করা হয়, খান জাহান আলী দরবারের কাজের প্রয়োজনে এই দরজাটি ব্যবহার করতেন। নামাজ আদায়ের পাশাপাশি মসজিদটি তখন প্রশাসনিক প্রয়োজনে দরবার কক্ষ ও শিক্ষার প্রয়োজনে মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হত।
    মসজিদের চারকোণে চারটি মিনার রয়েছে। সামনের দুটি মিনারে নিচ থেকে ২৬টি ধাপের প্যাচানো সিঁড়ি রয়েছে। এই মিনারগুলো থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। মসজিদের ছাদে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। মোট ষাটটি স্তম্ভ পুরো মসজিদদের গম্বুজসমূহের ভারবাহী ছাদকে ধারণ করে আছে।
    বাংলার প্রাক-মুঘল আমলের এই মসজিদটির নাম কেন ষাট গম্বুজ মসজিদ হল তা প্রকৃতই গবেষনার বিষয়। মসজিদটির মোট গম্বুজের সংখ্যা সাতাত্তরটি। চার মিনারের চারটি গম্বুজসহ গম্বুজের মোট সংখ্যা দাঁড়ায় একাশিটি। তবে কেন এর নাম ষাট গম্বুজ মসজিদ হল, তা নিয়ে রয়েছে দুটি মত। এক মতানুসারে, মসজিদটির সাতটি গম্বুজের সারি থেকে এই মসজিদটিকে সাত গম্বুজ মসজিদ হিসেবে ডাকা হত। কালক্রমে এই মসজিদটি সাত গম্বুজ মসজিদ থেকে বিকৃত হয়ে ষাট গম্বুজ মসজিদে পরিবর্তিত হয়। অপর মতানুসারে, ষাটটি স্তম্ভ বা খাম্বাজ বিশিষ্ট মসজিদটি ষাট খাম্বাজ মসজিদ হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে ষাট গম্বুজ মসজিদে পরিণত হয়।
    তুর্কো-পারসিক নির্মাণশৈলীর সাথে সাথে বাংলার স্থানীয় রীতির সংমিশ্রণে নির্মিত এই মসজিদটি দেখতে বর্তমানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক বাগেরহাট জেলায় ভ্রমণে আসে।

Комментарии • 20

  • @lifeline4264
    @lifeline4264 5 лет назад +3

    মাশাল্লাহ ভিডিও টা দেখে অনেক ভালো লাগল 😍😍

    • @thebraveltd1335
      @thebraveltd1335 5 лет назад

      ঐতিহাসিক ষাট গম্বুজ;
      ruclips.net/video/uvxv5Pp-iHc/видео.html

    • @qurbanali9611
      @qurbanali9611 4 года назад

      আমার বাড়ির সামনে

  • @sahabuddinlaskar5221
    @sahabuddinlaskar5221 3 года назад

    Nice video

  • @NUMANVlogs
    @NUMANVlogs 5 лет назад +3

    মাশাআল্লাহ 😊 সুন্দর ভিডিও।

  • @yeasirarafat7175
    @yeasirarafat7175 4 года назад

    @Gazi shah Makhdum sir apnake dhekhe monta valo hoye gelo😊😊😊😊

  • @mdbappe2420
    @mdbappe2420 4 года назад +5

    আমাদের বাগেরহাট,, গর্ভিত এ জেলায় জন্মগ্রহন করে

  • @poriborton8182
    @poriborton8182 5 лет назад +1

    মুসলিম জাতিসত্বার বিকাশধারায় আপনারা অনেক করছেন।
    ধন্যবাদ আপনাদেরকে।

  • @afnantv
    @afnantv 2 года назад

    Masaallah

  • @eshamoni5313
    @eshamoni5313 3 года назад

    Ami akhon ai mosjider golpo pottase

  • @yasminakter4703
    @yasminakter4703 Год назад

    Itis. Sobuti. Ful

  • @samadhantv5062
    @samadhantv5062 6 лет назад +1

    masallah

  • @nomanurrashid9784
    @nomanurrashid9784 5 лет назад

    Good

  • @withislam1286
    @withislam1286 5 лет назад

    দারুণ

  • @sazzadislam9288
    @sazzadislam9288 4 года назад

    ruclips.net/video/d09LIdlBAh8/видео.html
    বাগেরহাট এর আরেকটি ভিডিও দেখতে পারেন এখানে।আশা করি ভাল লাগবে।

  • @irshad67
    @irshad67 2 года назад

    1983 না ভাইয়া ।।।।1985 হবে।।

  • @shohidul
    @shohidul 6 лет назад +1

    আমার বাড়ি থেকে কাছে