@@MdRakibulHasan True, Bhaia. Eita ashole ei video er theme er shathe o mile jai. Many thanks for your comment bhaia. Subscribe koiren. Future video gula te feedback diyen!
নীটশে আমার পছন্দের একজন মানুষ। আমি যদি ইংরেজি ভালো ভাবে বুঝতে পারতাম তাহলে এতো দিনে হয়তো তার সব গুলো লেখা পড়ে শেষ করে ফেলতাম। হিন্দি বা বাংলায় যত টুকু পারি তার লেখা সম্পর্কে ধারণা নেই। #Somrat ভাই, অনেক বেশি খুশি হবো যদি নীটশের সব গুলো বই নিয়ে আলোচনা করেন। আর তার সবচেয়ে সুন্দর কথা গুলো কে ব্যাখ্যা করেন। আপনার ছোট একজন সাবস্ক্রাইবার। Shoikot Hossain
Thanks a lot, Bhaia! Nietzsche ke niye ami tho ekta series e banassi. So apni eigula deikhen. Future different different time e r o onek content thakbe. Kotha hobe! Bhalo thakben. And thanks for the recommendation ❤️
@somrat101 আমি ফিলসফি ডিপার্টমেন্টের, সে সুবাদে আপনার আলোচনা রিলেট করতে খুবই সুবিধা হচ্ছে, আপনার বাচনভঙ্গি দারুণ ভাই। ভালো কাজের সঙ্গে আছেন, সবসময়ই পাশে আছি ❤️🙏
"Created out of merely premature, really immature personal experiences, which all lay close to the threshold of something communicable, built on the basis of art" - this line from his book, literally changed my thinkings in a snap!🤲
This is deep! Indeed very very deep ❤️ Thanks for sharing 😊 Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অনেকদিন ধরে এরকম একটা বাংলা চ্যানেল খুজছিলাম, ধন্যবাদ ইউটিউবকে হঠাৎ এই ভিডিওটা সাজেশন এ আনার জন্য। কনটেন্ট ক্রিয়েটর ভাইকে বলবো, এসব থট প্রভোকিং ভিডিও বাংলাদেশের পাবলিক খুব একটা দেখবে না, অল্প ভিউ দেখে দয়া করে ভিডিও আপলোড কমাবেন না। আপনার কনটেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। Best of luck❤
মনে মনে বেশ কয়েক বছর ধরেই দর্শন বিষয়টির উপর একটা চ্যানেল খুঁজছিলাম যিনি এই বিষয়গুলো সুন্দরভাবে শেয়ার করবেন। অবশেষে আপনার চ্যানেল পেয়ে গেলাম। বেশ অনেকদিন যাবৎই ফলো করে আসছি। আমার খোজ বিফলে যায় নি। ধন্যবাদ এবং শুভকামনা সর্বদা
যদিও আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, কিন্তু আপনার ভিডিও দেখে ফিলোসফির প্রতি গভীর টান অনুভব করলাম। আর আপনার বাচনভঙ্গির প্রশংসা না করলেই নয়। অসাধারণ এবং তথ্যবহুল উপস্থাপনা। *Subscribe done 👍
আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন। ❤️ And many thanks for Subscribing, Bhaia ❤️
2nd oart ta dekhe ashte paren, Bhaia ❤️ অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
You are welcome, Brother! ❤️ Nietzsche ke niye r o 2/3 ta video banabo. Feedback diyen. R future kono topic er suggestion thskle bolben, Bhaia. Abar kotha hobe ❤️
Understanding or finding the purpose of life is important otherwise life can become absolutely chaotic. Hopefully you'll talk about this in your later contents. Good job!
Very true, Bhaia! I completely agree with you. I have a plan to make a complete series on meaning of life going forward. Many thanks for your support as always.
আপনার ভিডিও এর কনটেন্ট গুলো অসাধারণ আমরা সত্যিই এখান থেকে অনেক জ্ঞান নিতে পারি। সত্যি বলতে বাংলাদেশি কনটেন্ট জগতে এমন ভিন্নধর্মী ভিডিও বিরল। এগিয়ে যান, 🩵
@@hannan460 ধন্যবাদ ভাই ♥️ আসলেই সম্রাট ভাইয়ের মতো চ্যানেল খুব কমই বাংলাতে, সাথেই থাকুন দারুন সব কন্টেন্ট পেতে। আর ইন্টারেস্টিং ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুদের সাথে।
Bangladesh tome shondha 7 tay upload dibo bhaia 😊 Good one ✅ অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Wow! Amar o o khub favourite! অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
You are correct! I will explain the qoute in the next video 😊 অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
একজন মানুষ হিসাবে তিনি তার মত প্রকাশে স্বাধীন ছিলেন। And he was a proponent of modern day Atheism. একজন নাস্তিক যে এটা বলবে সেটাতে অবাক হওয়ার এবং সেটাকে গুরুত্ব দেওয়ার বিশেষ কোনো কারণ নেই।
@@sohelgayen7636 কোনটায় গুরত্ব দেওয়া উচিত আর কোনটায় না দেওয়া উচিত সেইটার মতামত আপনার কাছ থেকে কেউ চায়নি দাদা দয়া করে সব জায়গায় unnecessary নিজের দু টাকার মতামত প্রকাশ করবেন না
@@sohelgayen7636 কোন বিষয় গুরুত্ব দিতে হবে আর কোনটায় দিতে হবেনা সেইটার মতামত কেউ আপনার কাছে চায়নি। উনি ভিডিও তে একটা প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি ব্যাস এতে অবাক হওয়ার যে আপনি কি দেখলেন সেটা আপনিই জানেন । আর আপনার comment দেখে মনে হচ্ছে যার ব্যাপারে ভিডিও টি ছিল তার ব্যাপারে আপনার জ্ঞানের অভাব রয়েছে নাহলে nietzsche এর দর্শনে অবাক হওয়ার অনেক কিছুই আছে আপনার নিরেট religious মস্তিষ্ক সেটা উপলব্ধি করে উঠতে পারেননি ধন্যবাদ
@@sohelgayen7636কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে আর কোনটায় গুরুত্ব দিতে হবেনা সেইটার মতামত আপনার কাছ থেকে কেউ চায়নি। উনি ভিডিও তে একটা প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি ব্যাস এতে অবাক হওয়ার যে কি দেখলেন সেটা আপনিই জানেন। আর আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে যার ব্যাপারে ভিডিওটা ছিলো তার ব্যাপারে আপনার জ্ঞানের অভাব রয়েছে নাহলে nietzsche এর দর্শনে অবাক হওয়ার অনেক কিছুই আছে আপনার নিরেট religious মস্তিষ্ক সেটা উপলব্ধি করতে পারেনি ।। ধন্যবাদ
খুব ভালো লাগলে। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে সার্ত্রের দর্শন নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইল। আপনার দর্শন নিয়ে জানাশোনা অনেক তা স্পষ্ট। কিছু বই সাজেস্ট করবেন যা পড়ে দর্শন সম্পর্কে জানা যাবে এবং ডিপ থিংকিং করা যাবে। নতুন বছরে অনেক শুভকামনা রইলো।
আগামীকাল আপলোড করবো, ইনশাআল্লাহ 😊 আপনার ফিলোসফির প্রতি আগ্রহ দেখে সত্যিই ভালো লাগল। আপনি যেহেতু ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করতে চান, আমি বিশেষভাবে “Sophie's World” বইটি সাজেস্ট করব। এটি জোস্টেইন গার্ডার লিখেছেন এবং এটি ফিলোসফি প্রাথমিক বিষয়গুলো বুঝতে অসাধারণ এক বই। “সোফিস ওয়ার্ল্ড” মূলত একটি কিশোরী মেয়ের গল্প, যে একটি রহস্যময় চিঠি পেয়ে দর্শনের জগতে প্রবেশ করে। বইটি প্রাচীন গ্রিসের ফিলোসফি থেকে শুরু করে আধুনিক ফিলোসফির মূলধারা পর্যন্ত পাঠককে নিয়ে যায়। সহজ ভাষায় লেখার কারণে এটি নতুন পাঠকদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে রেনেসাঁ এবং আধুনিক যুগের দার্শনিক চিন্তাগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। আপনার যদি ইংরেজি বা বাংলায় বইটি পড়ার সুযোগ থাকে, অবশ্যই শুরু করুন। এটি আপনার মধ্যে ফিলোসফির প্রতি আরও গভীর আগ্রহ তৈরি করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। শুভ কামনা রইল!
@@somrat101 এটা পড়া আছে। এটা পড়ার পরেই মূলত ফিলোসোফি নিয়ে বিস্তরভাবে জানার আগ্রহ জন্মেছে। আপনি কাইন্ডলি আরো কিছু বই সাজেস্ট করবেন। কিছু মনে না করলে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই।
@ ok ami ekta list suggest korbo taile apnake ok? Amar academic background BBA, Finance (University of Dhaka). But ami nije theke Philosophy, psychology, Science and religion niye porte bhalobashi 😊 Apnar background ki?
@ ascha ami tahole pore ekta full reading list share korbo! Amar academic background Finance e. BBA, Finance (University of Dhaka). But ami nije nije philosophy, science, history, psychology and religion porar try kori . Many thanks 😊
@@somrat101 ঠিক আছে। সময় করে বইয়ের লিস্ট দিবেন। আপনি ফাইনান্সের স্টুডেন্ট হয়েও এতদিকে নিজের চিন্তা ছড়িয়ে দিয়েছেন জেনে খুব ভালো লাগলো। আমি আপনার মতো অতো মেধাবী নই। ন্যাসনাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়ছি থার্ড ইয়ারে।
Thanks a lot for your, Bhaia! NeXT 2/3 ta video e Nietzsche k niye. Dekhben and feedback diben. 😍😍 R o kono favourite video topic thakle janaben , Bhaia😊
I would urge you to make an argumentative video on the 'Political Philosophy' of Niccolo Machiavelli. 1. How he influenced the modern-day politics. 2. His views on how a ruler of a country/state should rule. 3. Why even businessmen follow Machiavellianism in today’s world. Best wishes for you my brother! Mark my words! If you continue to make these kind of videos on a regular basis, one day you will be one of the most celebrated content creators of the country! Will be waiting for the next!✨ one!
Thank you so much, Bhaia! Really means a lot ❤️ I think these are very helpful and inspiring suggestions. I will definitely cover these critical topics going forward. Many many thanks for your kind words. Feedback diyen bhaia. ❤️
Next 2/3 ta video Nietzsche k niye bhaia. Deikhen and feedback diyen. অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Banabo, Bhaia! Many thanks for your suggestion. I will 😍 But Karl Marx e niye banano amar ei video dekhte paren. Feedback diyen tho. ruclips.net/video/1tttdmiTmAk/видео.htmlsi=jUo6fpd64DpCjP0D
@@somrat101 আপনি দর্শন ঘরানা কিছু থিয়োরি নিয়ে ভিডিও বানাতে পারেন। সমকালীন পাশ্চাত্য দর্শন এজন্য বেস্ট হবে বলে আমি মনে করি।তবে আপনি যদি দর্শন নিয়ে ভিডিও তৈরি করতে চান তবে প্রাচীন,মধ্য,আধুনিক, সমকালীন যুগ পর্যায়ক্রমে বানাতে পারেন।এতে যেমন একদিনে বিচার বিশ্লেষন বাড়বে তেমনি ইতিহাস নিয়ে আগ্রহীরা উপকৃত হবেন।
@ many thanks, Bhaia! I think it’s a very helpful suggestion. Channel ta ektu gusiye neoar try kortesi. I will try to have a chronological plan in future as you have suggested, Bhaia 😊
এটাই আল্লাহতালা বলতেছিলেন তোমাদের পারপাস শুধুমাত্র আমার হুকুম পালন এবং জান্নাত হওয়া উচিত দুনিয়া কেন্দ্রিক পারপাস হইলেই তোমরা হতাশায় ভুগবে শয়তানের ধোকায় পড়ে হতাশার মধ্যে পড়ে যাবে তাই আমাদের সকলের উচিত একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্য স্বীকার করা এবং নিজেদেরকে আল্লাহর শুকুর গুজার বান্দা হিসেবে তৈরি করা❤❤❤
@@mehedihasan-m3q Many thanks, Bhaia! Glad that you are liking it so far. Hopefully you will like the future videos. Means a lot. Future kono topic recommendation thakle bolben.
অনেক ধন্যবাদ | আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, ভাইয়া। ❤️ ভবিষ্যতে কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন? কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Obossoi Bhaia! অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অনেক ধন্যবাদ ভাই ❤️ Subscribe করে রাখতে পারেন ভাই! ভবিষ্যতে কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Good one ✅ অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 নিটশে আমার সবথেকে প্রিয় ব্যাক্তিত্ব।তার উপরে করা আপনার এই ইউনিক ভিডিও অসাধারণ ছিল।আপনার পছন্দের বা আপনার উপর প্রভাব ফেলেছে এমন কয়েকটি ফিলোসোক্যাল বইয়ের লিস্ট করে ভিডিও দিলে দারুণ হবে।এই সাজেস্ট থাকল ভাই💖
@somrat101 living means you have to adapt, so you need to change your perceptions, tweak them, but when you face your death or are ready to die, you completely become a new person, like you have resurrected. Being reborn without the beliefs that governed your life. A new perspective totally. Sometimes our belief fails us in the face of great challenges, we lose our why thats when new ideas are formed, thats when you are reborn.
Next video on Nihilism ✅ অনেক ধন্যবাদ ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Many thanks for your comment, Bhaia! Would be a great help if you subscribe and share your feedback & recommend topic for future videos. Means a lot ❤️
Nice movie! Loved it ❤️ অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Many Thanks bhaia! Means a lot. ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Good one ✅ অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আসসালামু আলাইকুম ভাই আপনার আলোচনা খুব প্রাণবন্ত গুছানো ধারাবাহিক ও মন মুগ্ধকর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীটশের সবচেয়ে আলোচনা সমালোচিত ও বিতর্কিত উক্তি হচ্ছে God is dead.
Definitely plan acche bhaia! Next video te halka touch korbo, but tar porer ta te r o details alochona korbo ei boi niye 😊 অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Definitely Bhaia ❤️ অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Nah Bhaia. Kawke dekhe banai nai. Ami ei channel philosophy related video banai. Apnar jehetu unake niye agroho acche tahole next 2/3 ta video dekhte paren. ami Nietzsche k niye banabo. অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাই আমার মনে হয়, নীটশের যে উক্তি গুলা সেগুলোর আরও ডিটেলস ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে.... প্রথমে আপনি কয়েকটা লাইন দেখিয়েছেন নীটশের ইংরেজিতে কিন্তু সেগুলোর ব্যাখ্যা দেননি... আপনার শুভকামি.. 🙏🏿
Thanks Bhaia! Next video te Ekta famous uktir bekkha dibo. Apnar kono pochonder qoute thakle boilen. Subscribe kore raikhnen Bhaia. Next video gula te r onek kisu bekkha korbo. Many thanks for your comment. Feedback diyen ❤️
@ahmedlabib999 আচ্ছা ভাইয়া, একজন ১৭ বছর বয়সী ছেলের জন্য নীটশে পড়া সত্যিই একটা চমৎকার অভিজ্ঞতা হতে পারে। কিন্তু আমি যেহেতু বয়সে আপনার বড় আর এই বয়সটা পার করে আসছি, তাই বড় ভাই হিসেবে আপনাকে একটা কথা বলি। নীটশের সব ধারণা অন্ধভাবে গ্রহণ করার দরকার নেই; নিজের বিচারবুদ্ধি দিয়ে যাচাই করে দেখা গুরুত্বপূর্ণ। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ-নীটশে পড়লে প্রথম প্রথম নিজেকে সবার চেয়ে আলাদা বা বড় মনে হয়। বিশেষ করে অল্প বয়সে এই ফিলোসফি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। একটু কেয়ারফুলি চিন্তা কইরেন। পাশাপাশি, অন্য দার্শনিকদের পড়ার মাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে। কেমন লাগতেছে জানাইয়েন? সবশেষে আমি বলব, ফিলোসফি পড়া মানে প্রশ্ন করা শেখা। সব প্রশ্নের উত্তর মিলবেই এমন আশা করা উচিত নয়, কারণ ফিলোসফির সৌন্দর্যই এখানেই। আর নেক্সট ২/৩ টা ভিডিও নীটশেকে নিয়ে বানাবো। দেইখেন এবং ফিডব্যাক দিয়েন। ভালো থাকবেন।
Thank you very much vaia. Ami inshallah porbo and ondhovabe bishas korbo na . Apni nijer mulloban somoy khoroch kore amar jonno amon upodesh dilen tar jonno onek dhonnobad.
Obossoi, Bhaia! অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ Subscribe করে রাইখেন। কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আমার সবচেয়ে পছন্দের Oxymoron: Organized Chaos
আপনার সবচেয়ে পছন্দের Oxymoron কোনটা?
পছন্দের না, তবে গুরুত্বপূর্ণঃ
Living dead
Dreadful Euthanasia
@@MdRakibulHasan True, Bhaia. Eita ashole ei video er theme er shathe o mile jai. Many thanks for your comment bhaia. Subscribe koiren. Future video gula te feedback diyen!
@@IsmailHossain-pn6wd khub e powerful kotha likhchen bhaia. Thanks a lot. Subscribe koiren and future video gulate feedback diyen bhaia.
Silent Scream
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অক্সিমোরণ "জিন্দা লাশ"
Best best best ❤️
Haha
নীটশে আমার পছন্দের একজন মানুষ।
আমি যদি ইংরেজি ভালো ভাবে বুঝতে পারতাম
তাহলে এতো দিনে হয়তো তার সব গুলো লেখা পড়ে শেষ করে ফেলতাম।
হিন্দি বা বাংলায় যত টুকু পারি তার লেখা সম্পর্কে ধারণা নেই।
#Somrat ভাই,
অনেক বেশি খুশি হবো
যদি নীটশের সব গুলো বই নিয়ে আলোচনা করেন।
আর তার সবচেয়ে সুন্দর কথা গুলো কে ব্যাখ্যা করেন।
আপনার ছোট একজন সাবস্ক্রাইবার।
Shoikot Hossain
Thanks a lot, Bhaia!
Nietzsche ke niye ami tho ekta series e banassi. So apni eigula deikhen. Future different different time e r o onek content thakbe. Kotha hobe! Bhalo thakben.
And thanks for the recommendation ❤️
Such an amazing YT channel I've ever got based on philosophical terms.
Go ahead Bhai ❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 আমি ফিলসফি ডিপার্টমেন্টের, সে সুবাদে আপনার আলোচনা রিলেট করতে খুবই সুবিধা হচ্ছে, আপনার বাচনভঙ্গি দারুণ ভাই।
ভালো কাজের সঙ্গে আছেন, সবসময়ই পাশে আছি ❤️🙏
@ onek onek thanks, Bhaia. Feedback diyen ❤️
@@somrat101 জ্বি ভাই, নতুন সব তথ্যবহুল ভিডিও'র অপেক্ষায় রইলাম।
@ ❤️
"Created out of merely premature, really immature personal experiences, which all lay close to the
threshold of something communicable, built on the basis of art" - this line from his book, literally changed my thinkings in a snap!🤲
This is deep! Indeed very very deep ❤️ Thanks for sharing 😊
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অনেকদিন ধরে এরকম একটা বাংলা চ্যানেল খুজছিলাম, ধন্যবাদ ইউটিউবকে হঠাৎ এই ভিডিওটা সাজেশন এ আনার জন্য।
কনটেন্ট ক্রিয়েটর ভাইকে বলবো, এসব থট প্রভোকিং ভিডিও বাংলাদেশের পাবলিক খুব একটা দেখবে না, অল্প ভিউ দেখে দয়া করে ভিডিও আপলোড কমাবেন না।
আপনার কনটেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
Best of luck❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
নীটশের অন্য ভিডিয়ো দেখছিলাম তখনই এই ভিডিয়োটা সাজেস্ট ভিডিয়োতে আসছে। দেখি কেমন হতে যাচ্ছে।
@ bolen dekhi kemon holo, Bhaia 😊
মনে মনে বেশ কয়েক বছর ধরেই দর্শন বিষয়টির উপর একটা চ্যানেল খুঁজছিলাম যিনি এই বিষয়গুলো সুন্দরভাবে শেয়ার করবেন। অবশেষে আপনার চ্যানেল পেয়ে গেলাম। বেশ অনেকদিন যাবৎই ফলো করে আসছি। আমার খোজ বিফলে যায় নি।
ধন্যবাদ এবং শুভকামনা সর্বদা
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
যদিও আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, কিন্তু আপনার ভিডিও দেখে ফিলোসফির প্রতি গভীর টান অনুভব করলাম। আর আপনার বাচনভঙ্গির প্রশংসা না করলেই নয়। অসাধারণ এবং তথ্যবহুল উপস্থাপনা।
*Subscribe done 👍
Thank you Bhaia❤
আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন। ❤️
And many thanks for Subscribing, Bhaia ❤️
@@somrat101 আপনাকেও ধন্যবাদ ভাইয়া। Postmodernism এর উপর একটা ভিডিও চাই।
@ next video ta kisu ta touch korbe post mordanism er upor! Deikhen and janien.
@@somrat101 অপেক্ষায় রইলাম ভাইয়া 🥰
মনের শক্তি দিয়েছে ভিডিওটা..! এ রকম শক্তিশালী কথা আরও চাই!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@somrat101 ❤️
@ ❤️
নতুন জেনারেশন জ্ঞাণ ,বিজ্ঞাণ ,দর্শন নিয়ে কথা বললে খুব ভালো লাগে। অন্ততপক্ষে কিছু মানুষ আছে যাদের পারিবারিক শিক্ষা খুব ভালো এটা ভাবতেই ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপু ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভালোবাসা গ্রহণ করুন ভাই।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
At last ❤❤❤
Badly needed this one.
Best of luck brother ❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
রিসেন্টলি, মানে এই মাত্র দেখলাম। যাক বাংলাদেশে এই রকম কন্টেন্ট তৈরী হচ্ছে দেখে বেশ আশাবাদী হলাম। সাবসক্রাইব করতেই হলো!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
চমৎকার ব্যাখ্যা।
দর্শনের উপর এরকম ভিডিও আরও চাই।
2nd oart ta dekhe ashte paren, Bhaia ❤️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাই,আমি ফিলোসোফির স্টুডেন্ট।
সাইকোলজি ও আমার অনেক পছন্দ।।
আপনার ভিডিওগুলো সত্যি বলতে জীবনমুখী।। ❤️🩹
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Brilliant, brother. Will be waiting for the next one
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ধন্যবাদ ভাই সহজভাবে ফিলোসোফি খুটিনাটি বুঝি দেওয়া জন্য ❤❤❤🎉
Many thanks, Brother ❤️
Bhalo thakben. Feedback diben! ❤️❤️
This is the best channel for ever
That's so nice of you! really means a lot. Feedback diyen and bhalo thaiken. 😍
হ্যাঁ ভাই ঠিক বলেছেন, অসাধারণ একটা চ্যানেল। ইন্টারেস্টিং ভিডিওগুলো শেয়ার করেন বন্ধুদের সাথে ❤
Thanks for accepting my suggestion
You are welcome, Brother! ❤️
Nietzsche ke niye r o 2/3 ta video banabo. Feedback diyen.
R future kono topic er suggestion thskle bolben, Bhaia. Abar kotha hobe ❤️
কয়েকদিন ধরে আপনার ভিডিও চোখে পরছে, দেখছিও। শিক্ষণীয় ভিডিও। এগিয়ে যান 💥
Many thanks, Bhaia! ❤️
Subscribe kore raikhen. Future video gula te feedback diyen, Bhaia. Kono topic suggestion thakle diyen. ❤️
বাংলাদেশে এরকম চ্যানেল খুবই কম বা নাই বললেই চলে,, আপনার একটা বড় সুযোগ❤❤ আশা করি আপনি দ্রুত সফল হবেন!!😊
So nice of you ❤️
Thanks for all the support. Future e o suggestion diyen. Bhalo thakben. Kotha hobe.
ঠিক বলেছেন, এই কথাটা ভাইকে আমিও বলছি, ভাই অনেক দূর যেতে পারবে। তার উপস্থাপনাটাও জোস!
@ true! You said that and you have been supporting me a lot. Many many thanks brother ❤️
what a great content creater you are! your content really does have value 🙌
That’s so nice of you! ❤️
Really means a lot. Feedback diyen, Bhaia! Future e kono topic er suggestion thakle boilen. 😊
Understanding or finding the purpose of life is important otherwise life can become absolutely chaotic. Hopefully you'll talk about this in your later contents.
Good job!
Very true, Bhaia! I completely agree with you. I have a plan to make a complete series on meaning of life going forward. Many thanks for your support as always.
You are too Good❤❤❤
Feeling proud by watching your videos
We have very few content creators like you
That’s so nice of you, Bhaia! Really means a lot ❤️
Keep going big brother...
This type of content creator need in our society for break down the blindness of our cultural peoples....
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ কন্টেন্ট। বাংলায় এরকম বিষয়গুলোতে ভিডিও সাধারণত পাওয়া যায় না। গোছানো এবং সাবলীল ছিল..৩ মিনিট দেখেই সাবস্ক্রাইব চাপলাম..এগিয়ে যান।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ মেধাবীদের অনেক সময় সাধারণ মেধাবীরা বুঝতে পারেনা।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
সফলভাবে অসফল!
Good one, bhai ❤️
Subscribe kore raikhen bhaia. Feedback diyen. Koth hobe ❤️
আপনার ভিডিও এর কনটেন্ট গুলো অসাধারণ আমরা সত্যিই এখান থেকে অনেক জ্ঞান নিতে পারি। সত্যি বলতে বাংলাদেশি কনটেন্ট জগতে এমন ভিন্নধর্মী ভিডিও বিরল। এগিয়ে যান, 🩵
@@hannan460 ধন্যবাদ ভাই ♥️
আসলেই সম্রাট ভাইয়ের মতো চ্যানেল খুব কমই বাংলাতে, সাথেই থাকুন দারুন সব কন্টেন্ট পেতে। আর ইন্টারেস্টিং ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুদের সাথে।
@hannan460 Many thanks for you’re comment, Bhaia! Really means a lot :) share koiren bhaia and future video gulate feedback diyen ❤️
@@somrat101 obviously brother 🩵✨
@ ❤️❤️
@@somrat101 ভাই পারলে একদিন আপনার life story টা শেয়ার করিয়েন। আমাদের সাথে।
Waiting for next video.
Bangladesh tome shondha 7 tay upload dibo bhaia 😊
Good one ✅
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
also favourite Shashank Redemption ❤
Wow! Amar o o khub favourite!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
চোখে পড়ার পর চোখ ফেরাতে পারিনি শুভকামনা সম্রাট ভাই❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 ❤️
@@mithunmistry-bp5ni ❤️
ভাই চমৎকার হইছে...
The biggest Hypocrisy is showing to be Honest
Thanks a lot, Bhaia! This is a great comment :) Feddback diyen.
ওনার সব চেয়ে বিতর্কিত উক্তি গুলির মধ্যে একটা হলো "God is dead and i killed him"
অসাধারণ ভিডিও ❤
You are correct! I will explain the qoute in the next video 😊
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
একজন মানুষ হিসাবে তিনি তার মত প্রকাশে স্বাধীন ছিলেন। And he was a proponent of modern day Atheism. একজন নাস্তিক যে এটা বলবে সেটাতে অবাক হওয়ার এবং সেটাকে গুরুত্ব দেওয়ার বিশেষ কোনো কারণ নেই।
@@sohelgayen7636 কোনটায় গুরত্ব দেওয়া উচিত আর কোনটায় না দেওয়া উচিত সেইটার মতামত আপনার কাছ থেকে কেউ চায়নি দাদা দয়া করে সব জায়গায় unnecessary নিজের দু টাকার মতামত প্রকাশ করবেন না
@@sohelgayen7636 কোন বিষয় গুরুত্ব দিতে হবে আর কোনটায় দিতে হবেনা সেইটার মতামত কেউ আপনার কাছে চায়নি। উনি ভিডিও তে একটা প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি ব্যাস এতে অবাক হওয়ার যে আপনি কি দেখলেন সেটা আপনিই জানেন । আর আপনার comment দেখে মনে হচ্ছে যার ব্যাপারে ভিডিও টি ছিল তার ব্যাপারে আপনার জ্ঞানের অভাব রয়েছে নাহলে nietzsche এর দর্শনে অবাক হওয়ার অনেক কিছুই আছে আপনার নিরেট religious মস্তিষ্ক সেটা উপলব্ধি করে উঠতে পারেননি ধন্যবাদ
@@sohelgayen7636কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে আর কোনটায় গুরুত্ব দিতে হবেনা সেইটার মতামত আপনার কাছ থেকে কেউ চায়নি। উনি ভিডিও তে একটা প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি ব্যাস এতে অবাক হওয়ার যে কি দেখলেন সেটা আপনিই জানেন। আর আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে যার ব্যাপারে ভিডিওটা ছিলো তার ব্যাপারে আপনার জ্ঞানের অভাব রয়েছে নাহলে nietzsche এর দর্শনে অবাক হওয়ার অনেক কিছুই আছে আপনার নিরেট religious মস্তিষ্ক সেটা উপলব্ধি করতে পারেনি ।। ধন্যবাদ
খুব ভালো লাগলে। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে সার্ত্রের দর্শন নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইল।
আপনার দর্শন নিয়ে জানাশোনা অনেক তা স্পষ্ট। কিছু বই সাজেস্ট করবেন যা পড়ে দর্শন সম্পর্কে জানা যাবে এবং ডিপ থিংকিং করা যাবে।
নতুন বছরে অনেক শুভকামনা রইলো।
আগামীকাল আপলোড করবো, ইনশাআল্লাহ 😊
আপনার ফিলোসফির প্রতি আগ্রহ দেখে সত্যিই ভালো লাগল। আপনি যেহেতু ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করতে চান, আমি বিশেষভাবে “Sophie's World” বইটি সাজেস্ট করব। এটি জোস্টেইন গার্ডার লিখেছেন এবং এটি ফিলোসফি প্রাথমিক বিষয়গুলো বুঝতে অসাধারণ এক বই।
“সোফিস ওয়ার্ল্ড” মূলত একটি কিশোরী মেয়ের গল্প, যে একটি রহস্যময় চিঠি পেয়ে দর্শনের জগতে প্রবেশ করে। বইটি প্রাচীন গ্রিসের ফিলোসফি থেকে শুরু করে আধুনিক ফিলোসফির মূলধারা পর্যন্ত পাঠককে নিয়ে যায়। সহজ ভাষায় লেখার কারণে এটি নতুন পাঠকদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে রেনেসাঁ এবং আধুনিক যুগের দার্শনিক চিন্তাগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে।
আপনার যদি ইংরেজি বা বাংলায় বইটি পড়ার সুযোগ থাকে, অবশ্যই শুরু করুন। এটি আপনার মধ্যে ফিলোসফির প্রতি আরও গভীর আগ্রহ তৈরি করবে।
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। শুভ কামনা রইল!
@@somrat101 এটা পড়া আছে। এটা পড়ার পরেই মূলত ফিলোসোফি নিয়ে বিস্তরভাবে জানার আগ্রহ জন্মেছে। আপনি কাইন্ডলি আরো কিছু বই সাজেস্ট করবেন।
কিছু মনে না করলে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই।
@ ok ami ekta list suggest korbo taile apnake ok?
Amar academic background BBA, Finance (University of Dhaka). But ami nije theke Philosophy, psychology, Science and religion niye porte bhalobashi 😊
Apnar background ki?
@ ascha ami tahole pore ekta full reading list share korbo! Amar academic background Finance e.
BBA, Finance (University of Dhaka). But ami nije nije philosophy, science, history, psychology and religion porar try kori .
Many thanks 😊
@@somrat101 ঠিক আছে। সময় করে বইয়ের লিস্ট দিবেন। আপনি ফাইনান্সের স্টুডেন্ট হয়েও এতদিকে নিজের চিন্তা ছড়িয়ে দিয়েছেন জেনে খুব ভালো লাগলো।
আমি আপনার মতো অতো মেধাবী নই। ন্যাসনাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়ছি থার্ড ইয়ারে।
ফিলোসোফি অনেক ভালো লাগে।
এমন একটা চেনেলই আমি খুজছিলাম।
❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 Subscribe করে দিয়েছি।
"ফিলোসোফি মতে,মানব জীবনের উদ্দেশ্য কি?"
এটা জানতে আমি আগ্রহী।
ভাই এটা আমার দেখা আপনার প্রথম ভিডিও । Its really helped a lot .
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আমি আপনাকে আগে ভিডিওতে এই বিষয়ে ভিডিও বানানোর কথা বলেছিলাম❤❤ ধন্যবাদ আপনাকে অনেক🎉🎉 এবং অনেক সুন্দর করে বুঝিয়েছেন আপনি❤❤
Thanks a lot for your, Bhaia! NeXT 2/3 ta video e Nietzsche k niye. Dekhben and feedback diben. 😍😍
R o kono favourite video topic thakle janaben , Bhaia😊
ভাইয়া আপনার কথাবার্তা গুলো অনেক অরগানাইজ, দূষিত কন্টেন্টের মধ্যে অক্সিজেন হয়ে আসছে আপনার কন্টেটগুলো। আশা করছি গুরু গাম্ভীর্যপূর্ণ আলোচনায় সামনেও আমাদের অনেক সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দিবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Great. And thanks
Many thanks, Bhaia. Kemon laglo janien. Feedback diyen.
@@somrat101 ❤️
@ ❤️
I would urge you to make an argumentative video on the 'Political Philosophy' of Niccolo Machiavelli.
1. How he influenced the modern-day politics.
2. His views on how a ruler of a country/state should rule.
3. Why even businessmen follow Machiavellianism in today’s world.
Best wishes for you my brother! Mark my words! If you continue to make these kind of videos on a regular basis, one day you will be one of the most celebrated content creators of the country!
Will be waiting for the next!✨ one!
Thank you so much, Bhaia! Really means a lot ❤️
I think these are very helpful and inspiring suggestions. I will definitely cover these critical topics going forward.
Many many thanks for your kind words. Feedback diyen bhaia. ❤️
Love for Nietzsche❤
Next 2/3 ta video Nietzsche k niye bhaia. Deikhen and feedback diyen.
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
waiting for the next part
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Thanks vai requested topic er opor video deyar jonno
Many thanks Brother 😊 Subscribe kore raikhen. ❤️ feedback diyen😊
Next 2/3 ta video o Nietzsche k niye banabo. Deikhen ❤️
@@somrat101 kora ase first thekei
@@somrat101 ❤️❤️
@ perfect! Kotha hobe bhaia regular then.
ভালো থাকবেন ভাই। এমন চ্যানেল দরকার। সফল হন।
Apnio Bhalo thakben Bhaia ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
সম্রাট ভাই ধন্যবাদ ❤
Thanks brother!
Glad that you liked it ❤️
Next kono recommendation thakle boilen!
কার্ল মাকস এবং জ্যাঁ পল সার্তে নিয়ে ভিডিও করলে অনেক অজানা তথ্য সবাই জানতে পারবেন। ❤
Banabo, Bhaia! Many thanks for your suggestion. I will 😍
But Karl Marx e niye banano amar ei video dekhte paren. Feedback diyen tho.
ruclips.net/video/1tttdmiTmAk/видео.htmlsi=jUo6fpd64DpCjP0D
@@somrat101 আপনি দর্শন ঘরানা কিছু থিয়োরি নিয়ে ভিডিও বানাতে পারেন। সমকালীন পাশ্চাত্য দর্শন এজন্য বেস্ট হবে বলে আমি মনে করি।তবে আপনি যদি দর্শন নিয়ে ভিডিও তৈরি করতে চান তবে প্রাচীন,মধ্য,আধুনিক, সমকালীন যুগ পর্যায়ক্রমে বানাতে পারেন।এতে যেমন একদিনে বিচার বিশ্লেষন বাড়বে তেমনি ইতিহাস নিয়ে আগ্রহীরা উপকৃত হবেন।
@ many thanks, Bhaia! I think it’s a very helpful suggestion. Channel ta ektu gusiye neoar try kortesi. I will try to have a chronological plan in future as you have suggested, Bhaia 😊
এটাই আল্লাহতালা বলতেছিলেন তোমাদের পারপাস শুধুমাত্র আমার হুকুম পালন এবং জান্নাত হওয়া উচিত দুনিয়া কেন্দ্রিক পারপাস হইলেই তোমরা হতাশায় ভুগবে শয়তানের ধোকায় পড়ে হতাশার মধ্যে পড়ে যাবে তাই আমাদের সকলের উচিত একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্য স্বীকার করা এবং নিজেদেরকে আল্লাহর শুকুর গুজার বান্দা হিসেবে তৈরি করা❤❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
সহজভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
I don't have any favourite oxymoron yet!
Btw, will wait for part-2.
Thank you.
Thanks a lot, Bhaia? ei video ta kemon laglo feedback diyen ☺Bhalo thakben
@@somrat101 apnar sob video e interesting, Bhaiya. Eitao onk onk interesting. Ami apnar almost sob video dekhchi. Video quality onk valo hosche.
@@mehedihasan-m3q Many thanks, Bhaia! Glad that you are liking it so far. Hopefully you will like the future videos. Means a lot. Future kono topic recommendation thakle bolben.
রিসেন্টলি যুক্ত হয়েছি আপনার চ্যানেলে, ভালোই লাগছে ❤
অনেক ধন্যবাদ | আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, ভাইয়া। ❤️
ভবিষ্যতে কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন?
কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Critical thinking niye video den
Obossoi Bhaia!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাই আজকেই আপনার ভিডিও প্রথম দেখলাম, আগে কখনো সামনেও আসেনি, অনেক ভালো লাগলো ধন্যবাদ ❤
সাথে সাবস্ক্রাইবও করে ফেলেছি 🥰
Many Thanks, Bhaia!
So nice of you ❤️ Feedback diyen ✅
@@somrat101 ইনশাআল্লাহ
@@tamimiqbal8210 In sha Allah
Good message 🖤🖤
অনেক ধন্যবাদ ভাই ❤️
Subscribe করে রাখতে পারেন ভাই!
ভবিষ্যতে কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
I am a student of philosophy. From West Bengal.
Wow! Glad that you are watching from West bengal. Share your feedback please ❤️
Philosophy niye onkdin dhore erkm ekta channel khujtesilm
Apnr jonno onk শুভ কামনা
Good one ✅
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Sundor video boss❤
Perfect, Boss! Feedback diyen? Nietzsche k kemon lage apnar?
অসাধারণ ভাই । প্রত্যক টা ভিডিও মন দিয়ে দেখি কিছু শেখার জন্য
Thanks a lot, Bhaia! Thanks for all the support and inspiration. Feedback diyen.
Khub khushi holm shune je apnar bhalo lagteche ❤️
আসলেই ভাইয়ের ভিডিওগুলো অসাধারণ। আগের ভিডিওগুলোও দেখতে পারেন ভাই, অনেক অনেক তথ্যবহুল, আমার কাছে ইন্টারেস্টিং ও। আপনার কাছেও ভালো লাগবে আশা করি।
@@shahabuddinchishte many thanks brother ❤️ means a lot!
Change is the only constant
Amazing! This is a great one 😊
Feedback diyen Bhaia and future kono topic recommendations thakle boilen 😊
Good job bro❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
সেরা ভিডিও ❤
So nice of you Bhaia!
Means a lot ❤️ future topics suggestions thakle diyen.
@@somrat101 আগামী ভিডিও।এই ধরনের টপিকের উপর বানাবেন প্লিজ।
@ Ji Bhaia 100%
এক কথায় অসাধারণ উপস্থাপনা।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ। বাংলায় এমন কন্টেটের অনেক অভাব।এগিয়ে যান,শুভকামনা
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 নিটশে আমার সবথেকে প্রিয় ব্যাক্তিত্ব।তার উপরে করা আপনার এই ইউনিক ভিডিও অসাধারণ ছিল।আপনার পছন্দের বা আপনার উপর প্রভাব ফেলেছে এমন কয়েকটি ফিলোসোক্যাল বইয়ের লিস্ট করে ভিডিও দিলে দারুণ হবে।এই সাজেস্ট থাকল ভাই💖
@ many thanks for the recommendation brother! I am keeping notes! But next 2/3 video kintu Nietzsche k niye. Definitely dekhben and feedback diben.
@@somrat101 i will wait!
@ talk to you soon then ❤️
ভয়ংকর সুন্দর
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
চমৎকার উপস্থাপনা🌹
Thanks a lot, Bhaia!
Share koiren if you find it helpful ❤️
@@Mahmudul5610 হ্যাঁ ভাই ঠিক বলছেন, ভাইয়ের আগের ভিডিওগুলোও দেখতে পারেন, অনেক তথ্যবহুল। সময় বৃথা যাবেনা আশা করি।
So...seems like I found my another favorite channel.
Welcome to my channel, Bhaia ❤️
Let’s stay connected then! Glad to have you onboard!
Fav Oxymoron: terribly beautiful.
I would like to suggest making more videos regarding Nietzsche.
Thanks a lot, Bhaia.
Next 2/3 videos will be in Nietzsche. Please feedback diyen?
আপনার ভিডিও রিসেন্টলি চোখে পড়ছে,আপনার আলোচনা অনেক ভালো। আপনার ভিউ প্লাস সাবক্রাইভার অনেক বেশি হওয়া উচিত।
Many many thanks, Bhaia! ❤️
Means a lot. Share koiren bhaia. R future kono topic recommendation thakle boilen. Will be very helpful.
ওকে ভাইয়া।আমার ফেভারিট ওক্সিমরন হলো "ভয়ংকর সুন্দর "
@ Super! Eita o khub popular Oxymoron. Amio use kori ❤️
বাড়ছে ধীরে ধীরে, সময় লাগবে না বেশি।
@@shahabuddinchishte thanks a lot, Brother! Thanks for your support as always ❤️
Whoever is ready to live, changes but the one who is ready to die resurrects.
Its a quote by me following this aphorism style.
You wrote it?
Could you elaborate a bit on what you wanted to means. Trying to make sure I understood 😊
@somrat101 living means you have to adapt, so you need to change your perceptions, tweak them, but when you face your death or are ready to die, you completely become a new person, like you have resurrected. Being reborn without the beliefs that governed your life. A new perspective totally. Sometimes our belief fails us in the face of great challenges, we lose our why thats when new ideas are formed, thats when you are reborn.
অনেক দিন ধরে আপনার ভিডিও দেখছি❤ খুবই ভালো লাগে তথ্য বহুল কথাগুলো ❤❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 ❤️
ভাইয়ের ভিডিও গুলো আমি নিয়মিত দেখতেছি 😊❤
Thank you so much, Bhaia!
Really means a lot. Subscribe Feedback diyen ❤️
Mind blowing
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
অসাধারণ!❤
Nihilism, Existentialism, Stoicism এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানাবেন প্লিজ।
Next video on Nihilism ✅
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101
Already done;
অনেক enjoy করছি;
এরকম একটা বাংলা Chanel কতই না খুঁজেছি;
Keep it up!
@ thanks a lot, Bhaia!
Aj ekta upload korchi. Dekhchen?
উপকৃত হলাম।❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Subscribed you man,go ahead
Many thanks, Bhaia! Means a lot ❤️
Would be super helpful if you share you feedback and topics recommendations for future videos 😊
আপনার চ্যানলের সন্ধান হঠাৎ করেই পেলাম,৷ এরপরই আপনার ফ্যান হয়ে গেলাম,একটা ভিডও দেখেই সাবস্ক্রাইব করেছি৷ দর্শনের উপর আরো ভিডিও চাই, অনেক শুভকামনা।
Many thanks Bhaia! ❤️
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাইয়া আপনার কন্টেন্ট গুলো অসাধারণ লাগে........❤❤🎉
Many thanks for your comment, Bhaia! Would be a great help if you subscribe and share your feedback & recommend topic for future videos.
Means a lot ❤️
মাশাআল্লাহ
চমৎকার উপস্থাপন💓
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101
ইনশাআল্লাহ💗
@@mddelowarhosen1960 In sha Allah
বেশ ভালো হয় আপনার ভিডিও
অনেক ধন্যবাদ ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Beautiful movie 'Shawshank redemption'! My favorite Bengali oxymoron is 'নীরব চিৎকার'
Nice movie! Loved it ❤️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভালো লাগলো ভাই। শুধু ভিডিওতে গ্রাফিকাল ট্রানজিশন গুলি অপ্রয়োজনীয় লেগেছে। শুভকামনা।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@somrat101 করলাম ❤️🙏
@ Many thanks Bhaia. Means a lot ❤️
মুনশিয়ানা দেখিয়ে গিয়েছে ❤️❤️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
First time watching your video, it was amazing. ❤😮
Many Thanks bhaia! Means a lot. ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
I think therefore I am....
Dhekar por subscribed korsi
Love it ❤️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Thanks
Good one ✅
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
আসসালামু আলাইকুম ভাই
আপনার আলোচনা খুব প্রাণবন্ত গুছানো ধারাবাহিক ও মন মুগ্ধকর হয়েছে,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নীটশের সবচেয়ে আলোচনা সমালোচিত ও বিতর্কিত উক্তি হচ্ছে
God is dead.
Thank you Bhaia ❤
@Habibur Rahman-ur9xe
ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া। ❤️
আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। জ্বি, আপনি যেটা বলেছেন সেটাই নীটশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী ভিডিওতে এইটা পুরাপুরি আলোচনা করবো। ফিডব্যাক দেবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন।
@Chisthe Bhaia thanks a lot ❤️
সুন্দর ভিডিও ❤️❤️
অনেক ধন্যবাদ ভাই ❤️
ভবিষ্যতে কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন। 😍
Rat Race niye video den
Obossoi! Definitely in future 😊
সাবস্ক্রাইব করলাম❤
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভালো লেগেছে আমার, beyond good and evil নিয়ে যদি একটা ভিডিও করা যায় তাহলে ভালো হয়
Definitely plan acche bhaia! Next video te halka touch korbo, but tar porer ta te r o details alochona korbo ei boi niye 😊
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
80 20 principle niye video chai bhai
Definitely Bhaia ❤️
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভয়েস অফ ঢাকার ভিডিও দেখে ভিডিও বানাইছেন ভাই... তবে ভালোই হইছে কারণ আমি ওনারে নিয়ে জানতে চাচ্ছি
Nah Bhaia. Kawke dekhe banai nai. Ami ei channel philosophy related video banai. Apnar jehetu unake niye agroho acche tahole next 2/3 ta video dekhte paren. ami Nietzsche k niye banabo.
অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
ভাই আমার মনে হয়, নীটশের যে উক্তি গুলা সেগুলোর আরও ডিটেলস ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে.... প্রথমে আপনি কয়েকটা লাইন দেখিয়েছেন নীটশের ইংরেজিতে কিন্তু সেগুলোর ব্যাখ্যা দেননি...
আপনার শুভকামি.. 🙏🏿
Thanks Bhaia! Next video te Ekta famous uktir bekkha dibo. Apnar kono pochonder qoute thakle boilen. Subscribe kore raikhnen Bhaia. Next video gula te r onek kisu bekkha korbo. Many thanks for your comment. Feedback diyen ❤️
Good content 👍🏻
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Good video. I would love to learn about Nietzsche.
Next few videos will be about Nietzsche. So hopefully you will get some Idea Bhaia. 😊 Anything specific about him?
vaia, amar boyosh 17. ami recently nietzsche'r philosophy lecture dekhe nietzscher fan hoye gesi. Akhon ami nietzsche porte chai?
@ahmedlabib999 আচ্ছা ভাইয়া, একজন ১৭ বছর বয়সী ছেলের জন্য নীটশে পড়া সত্যিই একটা চমৎকার অভিজ্ঞতা হতে পারে। কিন্তু আমি যেহেতু বয়সে আপনার বড় আর এই বয়সটা পার করে আসছি, তাই বড় ভাই হিসেবে আপনাকে একটা কথা বলি। নীটশের সব ধারণা অন্ধভাবে গ্রহণ করার দরকার নেই; নিজের বিচারবুদ্ধি দিয়ে যাচাই করে দেখা গুরুত্বপূর্ণ। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ-নীটশে পড়লে প্রথম প্রথম নিজেকে সবার চেয়ে আলাদা বা বড় মনে হয়। বিশেষ করে অল্প বয়সে এই ফিলোসফি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। একটু কেয়ারফুলি চিন্তা কইরেন। পাশাপাশি, অন্য দার্শনিকদের পড়ার মাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে। কেমন লাগতেছে জানাইয়েন?
সবশেষে আমি বলব, ফিলোসফি পড়া মানে প্রশ্ন করা শেখা। সব প্রশ্নের উত্তর মিলবেই এমন আশা করা উচিত নয়, কারণ ফিলোসফির সৌন্দর্যই এখানেই।
আর নেক্সট ২/৩ টা ভিডিও নীটশেকে নিয়ে বানাবো। দেইখেন এবং ফিডব্যাক দিয়েন। ভালো থাকবেন।
Thank you very much vaia. Ami inshallah porbo and ondhovabe bishas korbo na . Apni nijer mulloban somoy khoroch kore amar jonno amon upodesh dilen tar jonno onek dhonnobad.
@ahmedlabib999 Thanks a lot, Bhaia!
Abar kotha hobe. Bhalo thaiken. ❤️
ফিলোসফি নিয়ে বেশি বেশি ভিডিও চাই ✊✊
Obossoi, Bhaia!
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
@@somrat101আপনার ভিডিওর টপিকগুলো আমার খুব ভালো লেগেছে। সাথে সাথেই subscribe করেছি।
FANTASTIC
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Sweet grief.
Amazing! Thanks a lot. Please subscribe if you like my channel. Next video te feedback diyen ❤️
এই প্রথমবার আপনার ভিডিও দেখলাম ও সাশক্রাইব করলাম।
অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
Subscribe করে রাইখেন।
কোনো ভিডিওর টপিকের পরামর্শ থাকলে বলবেন। কথা হবে। ভালো থাকবেন। ভবিষ্যতের ভিডিওগুলোতে ফিডব্যাক দেবেন।
Ame apnar video daka sescribe korlam
Mashallah onk sundor video ☕ata dilam
Many thanks. Means a lot. Subscribe kore raikhen.