ওহ, উত্তর সিক্কিমের ইয়ুমথাং এবং জিরো পয়েন্টের অসাধারণ দৃশ্য আসলেই মন ছুঁয়ে যায়! এই ভিডিওতে ক্যাপচার করা প্রাকৃতিক সৌন্দর্য শব্দে বর্ণিত করা যায় না। এই অসাধারণ প্রয়াণটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ, এক্সপ্লোরার শিবাজি দা! 🏔️🌸👏
যে কোনো পাহাড় ই আমার কাছে অত্যন্ত প্রিয়..আমি এপ্রিল মাসে জিরো পয়েন্ট, কালাপত্থর, ইয়ুমথাঙ্গ, গুরুডংমার দেখেছি....তবে, এই সবুজ প্রকৃতি..একেবারে অপরূপা..চক্ষু স্বার্থক 😍
আমি সবসময় ইয়ুমথাং এবং জিরো পয়েন্ট দেখতে স্বপ্ন দেখি, এবং তোমার ভিডিও আমার ভ্রমণপ্রাণ আরও বেড়ে দেয়! তুষারমুক্ত শিখর, রঙিন ফুল, এবং প্রাকৃতিক দৃশ্যগুলি একটি ভ্রমণকারীর প্রান্তর প্রান্ত। আমাদের উৎসাহিত করতে এবং আমাদের সাথে অনুপ্রাণিত করতে চাই, শিবাজি দা!
দাদা 2021 সালের মার্চ মাসে আমিও yumthang valley গেছিলাম, সত্যি সেই এক অন্য দৃশ্য আর আজকের নয়নাভিরাম দৃশ্য দুই অসাধারণ। ভিডিওর মাঝে বৌদির মিষ্টি মিষ্টি কথা , পৃথ্বী দাদা র গান, চারপাশের দারুন প্রকৃতি সব মিলিয়ে সত্যি খুব ভালো লাগলো।
খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখে। আমাদের বাঙালি দের খুব পছন্দের জায়গা সিকিমের ইয়ুমথাং, আপনার ক্যামেরায় যা সত্যিই অসাধারণ লেগেছে। আপনার উপস্থাপনা আমাদের মন ছুঁয়ে যায়। ❤ দাদা, ভাল থাকবেন।👍
Ki ja sundor ......zero point yumthang valley .Mone hochhe ak doure chole jai.Apner oi 2021 r 2024 r comparison khub bhalo laglo.Sei vedio gulo ami sob dekhechilum.Char dik borof a dhaka chilo.Apner sob vedio te Maitreyee madam thakun....subhechha roilo.Take care Shibajida
The best thing in this video is, Mayitri di happily said in the camera that she is a bit healthy, I don’t see a reason why most of the people can not accept what they are, this will be an example in millions who can accept that they are healthy. 🎩 hat’s off to Didi. 👍
ইউমথাংকে আমার মনে এপ্রিল, মে মাসে সবচেয়ে সুন্দর লাগে। তবে পাহাড়ের সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম আর অপূর্ব মনে হয়। কখনও একঘেয়ে মনে হয় না। যেহেতু আমি দুবছর সিকিমে ছিলাম আমার কাছে বর্ষাকালের সৌন্দর্যও দারুণ লাগত। বারান্দা বা কাঁচের জানলা দিয়ে প্রকৃতির ধারাপাত দেখতাম। পরের পর্বের অপেক্ষাতে থাকলাম।
Baah Besh bhalo laglo Vlog ta 👌👌❤️ Sikkim Series Jomjomat 🔥🔥 Osadharon Yumthang Valley sathe Prothwijit dar gaan ❤️❤️o Maitratee di r kathagulo mon bhorey galo 😍😍 excellent presentation..keep it up ❤️❤️❤️❤️
বৌদি, দিদি, পৃথ্বিজীৎ দা এবং ওয়ান এন্ড ওনলি শিবাজী দা , সবাই কে নিয়ে দুর্দান্ত একটা সিরিজ চলছে । 💖 হাসি খুশি, জমজমাট, নয়নাভিরাম দৃশ্য সেই সঙ্গে অসাধারণ ভয়েসে বর্ণনা চলছে শিবাজী দার আর উপরি পাওনা পৃথ্বিজীৎ দার গান সবমিলিয়ে এই Video অন্যতম সেরা । 💐 হোক না সে আমাদের পরিচিত সিকিম তবু যোগ্য মানুষজনের সাহচর্যে অনন্য হয়ে উঠেছে । 🎇 ধন্যবাদ জানাই সকল কে আর শেষে এটাই বলি শিবাজী দা পৃথ্বিজীৎ দার সাথে বেশ জমে যাবে বড়দি আর বৌদি সকলে মিলে আগামী দিনে মাঝেমধ্যে এক একটা সিরিজ হলে !🎉 ভালো থেকো সকলে 🙏
আমি পাহাড় প্রেমী আপনার সমস্ত পাহাড়ের সিরিজ বারবার দেখি। লে লাদাখের ভিডিও গুলো সত্যিই আমার দেখা সেরা ব্লগ। আপনার পথচলা আর সুগম হোক সাথে আছি শিবাজী দা আর পৃথ্বীজীৎ দার সেন্স অফ হিউমার দারুন লাগে❤❤
কি সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। ওখানে না গিয়েও মনে হচ্ছে আপনাদের সাথে বেড়াচ্ছি। সিকিমে এত সুন্দর জায়গা আছে এটা বেশ কয়েক বছর আগে ও খুব জানা ছিল না।পাহাড়ি উপত্যকা এত বিশাল এত সুন্দর আপনাদের চোখ দিয়ে ই দেখলাম।সিকিম যাবার ইচ্ছে টা আরো বেড়ে গেল। ভালো থাকবেন আর আমরাও অনেক অনেক সুন্দর জায়গা দেখতে পাবো ।
Needless to say enjoyed your vedio...you have come a long way..sometimes I replay your initial posts and it's indeed a transition ..loved Prithwijit's song..he should carry his guitar... It was a greater idea to show the scenic beauty of March 2021 side by side Sep 2023...A BORN TEACHER after all..."With ref to context"...always a dictum in mind...yrs back in UP villages I had Seen ladies washing clothes in rivulets and stretching them for drying along the bullock carts..Brilliant witty desire of Maitrayee...next time try to follow this..I bet NO OTHER VLOGGER IN THE ENTIRE WORLD has shown this...your Subscription will gallop up "Khata Khot..Khata khot"(borrowed Expression from a famous Politician😂)... Enjoy and godbless...thanx🎉
Whenever I see you video I feel like as if I myself is traveling. I and my husband both enjoy your video and precision of details you give is. Commendable. Thankyou for sharing such wonderful videos.
Ami recent April ae ghure ashlam.. first week of April!! Just oshadharon chari dikh sudhu borof ae mora pahar r as well amra snowfall peychelam. Beparta erokhom hoychelo megh na chaite jol. Ar apnader presentation eto sundor just darun lage amader..!
Darun laglo ei episode ta.. Mountain er beauty proti season e different feel..😌 Last time e March series er snow dhaka video darun legechilo & ei September month er natural beauty puro different. Onek besi greenery!
খুব সুন্দর এই ভ্যালি, চাক্ষুষ দেখে যতোটা আনন্দ পেয়েছিলাম, তোমার এই সজীব ভিডিও দেখে ততটাই আনন্দ পেলাম। তোমার অকৃত্রিম উপস্থাপনা আরও আকর্ষণীয় করে দেয়।❤❤
Aahaa... Dada ki apurbo scenic beauty 🤩. Mon valo hoye gelo. North Bengal ea amar inlaws er bari tai ai sob jayga amar boro porichto, boro kacher mone hoy.😊
Amra ekhane giyechhilam jakhn takhn khub barof chhilo.tai akhn video te ekta natun jayga k dekhlam jano.Bes valolaglo.Maitreyee di kintu bes sundor katha bolen.Prithwijit da to always charming 😊😊😊😊
Boudir kapor kachar beparta darun laglo...amra paharer kacha kachi thaki tobu amader kokhono arom mone hoyni😂 amito ai video dekhar somoy breakfast korchilam boudir kotha sune bisom lege pran jay jay obostha🤣🤣khub valo lage tomader khunsuti gulo.. boudi aktu ragi mone hoy😂jai hok khub valo laglo ai porbo ti next er jonno opekhay roilam❤️❤️❤️
Once again, it is beautiful. The only not-so-good experience is hearing Prithwijit singing Bangla Adhunik song. The last couple of times I heard him sing- once a Rabindrasangeet and the other time a Bangla Lokgeeti. he was pretty good (no competition for Hemanta Mukherjee, mind you!). Maybe he chewed on too much PAN and JARDAA, eh? Dr. Ajit Thakur (USA).
আমরা 2021 মার্চ মাসে গেছিলাম । যেদিন লাচুং পৌঁছে ছিলাম সেদিন রাতে ঝিরি বৃষ্টি হয়েছিল, ভেবে বেড়ানো গেলো । কিন্তু সকালে yumgtham valley থেকে snow fall পেয়েছিলাম ।
আমি সিকিম, কালিম্পং আর দার্জিলিংএ ৭বছর ধরে fieldwork করেছি। তখন homestay বা tourismএর conceptই developকরেনি। বছরের বিভিন্নসময়ে ছুটি পেলেই চলেযেতাম, থাকতাম আমার ছাত্রদের (তামাং)ছাত্রদের বাড়ীতে, কখনও বা হোটেলে। শিলিগুড়ি থেকে দার্জিলিং বাকালিম্পং যাবার রাস্তায় চুপ করে রাস্তার ধারের গাছগুলোর পরস্পরের সঙ্গে কথা শুনতে শুনতে। আর বৌদ্ধদের ওই নিশান টাঙানো রাস্তাগুলো, বাড়ীর সামনের ছোট ছোট টবগুলো, পাহাড়ী মেয়েদের চলাচল সব মনকে ছুঁয়ে থাকত। developmentএর সঙ্গে সঙ্গে এগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে। পাহাড়ও modernizationএর সঙ্গে সঙ্গে mechanical হয়ে যাচ্ছে। tourist spot, home stay এসব নিয়ে। তবে সাধারণ মানুষগুলোর লাভ হলে বড় খুশী হব
মৈত্রী ভাবীকে দেখে মনে হল, উনি সত্যি একজন ভাল মনের মানুষ। সবাইকে আমার সালাম এবং ভালবাসা।
আমি সমুদ্রপ্রেমী আর ইস্টবেঙ্গল এর সমর্থক। তবে পাহাড়ী সারল্যতা
আর মোহনবাগানের ভারতজয় দুটোই হৃদয়ের মণিকোঠায় থাকবে।
Pritthtjit দা এর গান গুলো একটা দারুন মাত্রা এনে দেয়,thanks to b9th
সব কথার এক কথা পৃথিজীতের প্রেমিকাকে দেখতে চাই, এমন গান কেউ ত আছে😊
ওহ, উত্তর সিক্কিমের ইয়ুমথাং এবং জিরো পয়েন্টের অসাধারণ দৃশ্য আসলেই মন ছুঁয়ে যায়! এই ভিডিওতে ক্যাপচার করা প্রাকৃতিক সৌন্দর্য শব্দে বর্ণিত করা যায় না। এই অসাধারণ প্রয়াণটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ, এক্সপ্লোরার শিবাজি দা! 🏔️🌸👏
অসাধারণ । ধন্যবাদ
আমার প্রিয় পাহাড় দেখলাম, মুগ্ধ হলাম, তার সাথে দেখলাম সুন্দর পারিবারিক বন্ধন, খুব ভালো লাগলো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
খুব ভালো লাগছে ❤❤❤❤❤❤ পৃথ্বীজিৎ দা র গান আর মৈত্রী দির কথা খুব ভাল লাগে ❤। দিদিভাই ও খুব ভালো।
যে কোনো পাহাড় ই আমার কাছে অত্যন্ত প্রিয়..আমি এপ্রিল মাসে জিরো পয়েন্ট, কালাপত্থর, ইয়ুমথাঙ্গ, গুরুডংমার দেখেছি....তবে, এই সবুজ প্রকৃতি..একেবারে অপরূপা..চক্ষু স্বার্থক 😍
আমি সবসময় ইয়ুমথাং এবং জিরো পয়েন্ট দেখতে স্বপ্ন দেখি, এবং তোমার ভিডিও আমার ভ্রমণপ্রাণ আরও বেড়ে দেয়! তুষারমুক্ত শিখর, রঙিন ফুল, এবং প্রাকৃতিক দৃশ্যগুলি একটি ভ্রমণকারীর প্রান্তর প্রান্ত। আমাদের উৎসাহিত করতে এবং আমাদের সাথে অনুপ্রাণিত করতে চাই, শিবাজি দা!
খুব ভালো লাগল দুবার দুরকম রূপ দেখলাম
পৃথ্বী দার গান আমার সবসময় ভীষণ ভালো লাগে।
অসাধারণ একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
দাদা 2021 সালের মার্চ মাসে আমিও yumthang valley গেছিলাম, সত্যি সেই এক অন্য দৃশ্য আর আজকের নয়নাভিরাম দৃশ্য দুই অসাধারণ। ভিডিওর মাঝে বৌদির মিষ্টি মিষ্টি কথা , পৃথ্বী দাদা র গান, চারপাশের দারুন প্রকৃতি সব মিলিয়ে সত্যি খুব ভালো লাগলো।
পৃথ্বিদার গান ❤ গুরুদেব ❤️🙏
অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য....আপনার চমৎকার উপস্থাপনা...পৃথিজিত দার গান....আর বৌদির কাপড় কাচার দারুণ আইডিয়া ....সব মিলিয়ে দারুণ একটি ভিডিও দেখলাম....খুবই ভাল লাগল
খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখে। আমাদের বাঙালি দের খুব পছন্দের জায়গা সিকিমের ইয়ুমথাং, আপনার ক্যামেরায় যা সত্যিই অসাধারণ লেগেছে। আপনার উপস্থাপনা আমাদের মন ছুঁয়ে যায়। ❤ দাদা, ভাল থাকবেন।👍
অপূর্ব লাগলো আজকের ভিডিও | মৈত্রেয়ী দির কথা আর পৃথ্বীজীৎ দা র গান সব মিলে কিন্তু জমে গেছে আজকের ভিডিও |
অসাধারণ প্রকৃতি। তোমরা চারজনে মিলে যেমন Enjoy করেছো আমরাও প্রকৃতি ও তোমাদের একসাথে Enjoy করেছি।
Darun laglo March ar September er Apurbo pictures gulo , mone holo dui bar jetei hobe .
Ki ja sundor ......zero point yumthang valley .Mone hochhe ak doure chole jai.Apner oi 2021 r 2024 r comparison khub bhalo laglo.Sei vedio gulo ami sob dekhechilum.Char dik borof a dhaka chilo.Apner sob vedio te Maitreyee madam thakun....subhechha roilo.Take care Shibajida
বেশ লাগল। দু রকম সময়ের প্রকৃতির দু রকম রূপ একসাথে দেখতে বেশ ভালোই লাগলো। দারুণ উপভোগ্য পর্ব।
Khub sundar video
The best thing in this video is, Mayitri di happily said in the camera that she is a bit healthy, I don’t see a reason why most of the people can not accept what they are, this will be an example in millions who can accept that they are healthy. 🎩 hat’s off to Didi. 👍
Khub Bhalo laglo with your family
ইউমথাংকে আমার মনে এপ্রিল, মে মাসে সবচেয়ে সুন্দর লাগে। তবে পাহাড়ের সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম আর অপূর্ব মনে হয়। কখনও একঘেয়ে মনে হয় না। যেহেতু আমি দুবছর সিকিমে ছিলাম আমার কাছে বর্ষাকালের সৌন্দর্যও দারুণ লাগত। বারান্দা বা কাঁচের জানলা দিয়ে প্রকৃতির ধারাপাত দেখতাম। পরের পর্বের অপেক্ষাতে থাকলাম।
অনেক দিন দেখাহয়নি খুব ভাল লাগে আর আপনাদের বেড়ানো খুব ভাল লাগে আপনাদের মতো বয়স থাকলে বেড়াতে যেতাম আপনারা বেড়ানো আমরা দেখি খুব ভাল লাগছে পৃথিজিত
Baah Besh bhalo laglo Vlog ta 👌👌❤️ Sikkim Series Jomjomat 🔥🔥 Osadharon Yumthang Valley sathe Prothwijit dar gaan ❤️❤️o Maitratee di r kathagulo mon bhorey galo 😍😍 excellent presentation..keep it up ❤️❤️❤️❤️
খুব সুন্দর উপস্থাপনা। খুব ভালো লাগলো।
পারিবারিক ভ্রমণ সবসময়ই সুখকর ও আনন্দদায়ক। খুব ভাল লাগল।
North Sikkim ভ্রমণ মনকে নাড়া দিয়ে গেলো। বড়ো সুন্দর আপনার উপস্থাপনা। মৈত্রেই দেবীর সবুজ সন্তানদের সঙ্গে পরিচয় করার অপেক্ষায় রইলাম।
বৌদি, দিদি, পৃথ্বিজীৎ দা এবং ওয়ান এন্ড ওনলি শিবাজী দা , সবাই কে নিয়ে দুর্দান্ত একটা সিরিজ চলছে । 💖 হাসি খুশি, জমজমাট, নয়নাভিরাম দৃশ্য সেই সঙ্গে অসাধারণ ভয়েসে বর্ণনা চলছে শিবাজী দার আর উপরি পাওনা পৃথ্বিজীৎ দার গান সবমিলিয়ে এই Video অন্যতম সেরা । 💐 হোক না সে আমাদের পরিচিত সিকিম তবু যোগ্য মানুষজনের সাহচর্যে অনন্য হয়ে উঠেছে । 🎇 ধন্যবাদ জানাই সকল কে আর শেষে এটাই বলি শিবাজী দা পৃথ্বিজীৎ দার সাথে বেশ জমে যাবে বড়দি আর বৌদি সকলে মিলে আগামী দিনে মাঝেমধ্যে এক একটা সিরিজ হলে !🎉 ভালো থেকো সকলে 🙏
যতই দেখি ততই অবাক হই। অতুলনীয় দৃশ্য। ❤
দারুণ সুন্দর সব দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেলো ❤ ধন্যবাদ EXPLORER SHIBAJI দা কে
Khb mojar kotha barta apnader..sune khb bhalo laglo
আমি পাহাড় প্রেমী আপনার সমস্ত পাহাড়ের সিরিজ বারবার দেখি। লে লাদাখের ভিডিও গুলো সত্যিই আমার দেখা সেরা ব্লগ। আপনার পথচলা আর সুগম হোক সাথে আছি শিবাজী দা আর পৃথ্বীজীৎ দার সেন্স অফ হিউমার দারুন লাগে❤❤
কি সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। ওখানে না গিয়েও মনে হচ্ছে আপনাদের সাথে বেড়াচ্ছি। সিকিমে এত সুন্দর জায়গা আছে এটা বেশ কয়েক বছর আগে ও খুব জানা ছিল না।পাহাড়ি উপত্যকা এত বিশাল এত সুন্দর আপনাদের চোখ দিয়ে ই দেখলাম।সিকিম যাবার ইচ্ছে টা আরো বেড়ে গেল। ভালো থাকবেন আর আমরাও অনেক অনেক সুন্দর জায়গা দেখতে পাবো ।
Needless to say enjoyed your vedio...you have come a long way..sometimes I replay your initial posts and it's indeed a transition ..loved
Prithwijit's song..he should carry his guitar...
It was a greater idea to show the scenic beauty of March 2021 side by side Sep 2023...A BORN TEACHER after all..."With ref to context"...always a dictum in mind...yrs back in UP villages I had Seen ladies washing clothes in rivulets and stretching them for drying along the bullock carts..Brilliant witty desire of
Maitrayee...next time try to follow this..I bet NO OTHER VLOGGER IN THE ENTIRE WORLD has shown this...your
Subscription will gallop up "Khata Khot..Khata khot"(borrowed
Expression from a famous Politician😂)...
Enjoy and godbless...thanx🎉
Ki অসাধারণ লাগল দেখতে.. মৈত্রেয়ী তুমি একটুও মোটা নও.. খুব আনন্দ করেছ মনে হল.. খুব আনন্দে থেকো ঘুরে বেরিয়ে সংসার করে খুব ভালো থেকো...
খুব সুন্দর, video র music ও খুব সুন্দর l ভালো লাগলো I
খুব ভালো লাগলো আরো ভালো লাগলো পৃথিজিৎবাবুর বাঙালিয়ানা নিয়ে ব্যাখ্যা ❤
Whenever I see you video I feel like as if I myself is traveling. I and my husband both enjoy your video and precision of details you give is. Commendable. Thankyou for sharing such wonderful videos.
Our pleasure!
আপনাদের এতো সুন্দর উপস্থাপনা, সত্যি খুব দারুন ❤❤️❤️
Ami recent April ae ghure ashlam.. first week of April!!
Just oshadharon chari dikh sudhu borof ae mora pahar r as well amra snowfall peychelam. Beparta erokhom hoychelo megh na chaite jol. Ar apnader presentation eto sundor just darun lage amader..!
আমিও য়ুমথাং ভ্যালির ফরেস্ট বাংলো তে দু রাত ছিলাম সিকিম ট্যুরিজম এর দৌলতে। দারুন জায়গা, মুগ্ধ হয়ে চারিদিক দেখতে হয়।
খুবই ভালো লাগলো আজকের ভিডিও 👍👍 সিকিম সত্যি ছবির মত সুন্দর একটি রাজ্য 👌👌
থাইল্যান্ড ভ্রমনের ভিডিওর অপেক্ষায় আছি...
Love you পৃথিজিৎ দাদা শিবাজী দাদা ❤❤❤
Darun laglo ei episode ta.. Mountain er beauty proti season e different feel..😌 Last time e March series er snow dhaka video darun legechilo & ei September month er natural beauty puro different. Onek besi greenery!
Darun upobhog korchi blog ta jemon sikkimer drishyo temni apnader adda👍👍👍👍👍
পৃথ্বীর গানটা ছিল অসাধারণ😊
Sundor laglo episode ta Shibaji Da o Prithwijit Da.Khub bhalo thakun, anek subhokamona o bhalobasha Shibaji Da o Prithwijit Da.❤🙏
মন ছুঁয়ে গেল। তোমাদের সাথেই বেড়াচ্ছি। আবার অপেক্ষায় রইলাম। ভালো থেকো তোমরা।
খুব ভালো লাগলো ভিডিও টা. সত্যি ই সুন্দর জায়গা.❤❤
আমি মার্চে গিয়েছিলাম ইয়ুমথাং ভ্যালি। কিন্তু সেপ্টেম্বরেও এতো সুন্দর লাগছে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। ❤
পাহাড়ে ম্যাগী আর মোমো জাস্ট অতুলনীয়🥰
Every season is beautiful in North Bengal and Sikkim
Prithwijit sir khub bhalo gaan gan.Love from garia south 24 pargana❤❤❤.
😅❤❤ দারুন লাগছে দেখতে ভিডিও টা অসাধারন লাগলো দেখতে ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য
Tobe yes apnader vidieo joto baar dekhi totobar amar darun laage . Erokom bhabe bhlo bhlo vlog gift din amader. Thank you ❤❤❤❤
Darun 👌 khub moja kore video koren ..bhalo lage dakte
খুব সুন্দর পাহাড়ি দৃশ্য তার ওপর এতো সুন্দর বরফ তার ওপর রোদ ঝিলিক । আমরাও পাহাড় ঘুরতে খুব ভালোবাসি।❤❤❤❤❤
অসাধারণ, অস্বাভাবিক, বিস্ময়কর, অসামান্য.......
September এ r আকাশ টা থাকে ভীষন সুন্দর
Shivaji da maitraidi apnar moto khub e bhadro sundari and cultured u both are lucky. Keep her with u in every tour it gives an extra edge in ur video.
খুব সুন্দর এই ভ্যালি, চাক্ষুষ দেখে যতোটা আনন্দ পেয়েছিলাম, তোমার এই সজীব ভিডিও দেখে ততটাই আনন্দ পেলাম। তোমার অকৃত্রিম উপস্থাপনা আরও আকর্ষণীয় করে দেয়।❤❤
দূরন্ত, আমরা ২০১৪ তে গিয়েছিলাম। রাম যাত্রা এটা বেশ লাগলো
Aahaa... Dada ki apurbo scenic beauty 🤩. Mon valo hoye gelo. North Bengal ea amar inlaws er bari tai ai sob jayga amar boro porichto, boro kacher mone hoy.😊
April 25th e gechilam 2015 e...Valley of flowers er ja beauty dekhechilam cant explain in words...
Mr and Mrs explorer with prithi da tomader pahar vromon darun upovoggo
এখানকার আবহাওয়াটা নিমেষে নিমেষে পরিবর্তন হয়🥰
অসাধারণ দাদার গান আর শিবাজী দার ব্লগ দুর্দান্ত❤
আমরা ২০১১ এর মে মাসে ১০ তারিখ নাগাদ গিয়ে ছিলাম প্রচুর রডোডেনড্রন দেখে ছিলাম অপূর্ব।
অসাধারন।
আমার দু'বার জিরো পয়েন্ট দেখার সৌভাগ্য হয়েছে। আবার দেখলাম আপনাদের ভিডিও মারফত
Khub valo laglo...sei 1996 ea full Gangtok, north sikim & w. Sikim ghure6i...apnader chokh diea dekhlm abar kore..purono smrti mone pore galo..valo thakben sobbai ..aro onnyo aager seties gulo dekhar i66e roilo ❤❤
Amra ekhane giyechhilam jakhn takhn khub barof chhilo.tai akhn video te ekta natun jayga k dekhlam jano.Bes valolaglo.Maitreyee di kintu bes sundor katha bolen.Prithwijit da to always charming 😊😊😊😊
Khub sundor hoyeche
Yumthang er anek galpo sunechi,baraf thakte bhai gechilo,kintu emon sundar vabe dekhbo vabini,moitrir pa jale dubie bose thaka dekhte khuuuub valo laglo, khub khuuuub valo laglo
Kono kotha hobay na atotai sundar paharar view, somudra r govirata ,r paharar uchata dutoi asadharan lagay
Sibaji,da apnar ladakh series er sob gulo porbo khub khub valo lageche
Ato sundar jayga , dekhlei mone hoy chhute chole jai. Amio paharpremi
Asadharan beauty of nature tar sathe apner ghure dekhano ak kathai speech less thank you
Amar bhalo lage mountain and sea beach ❤
আমি বরাবরই সমুদ্রপ্রেমী কিন্তু পাহাড়ের সৌন্দর্য আলাদা লেভেল এর 👌 খুব সুন্দর ভিডিও আর খুব সুন্দর নর্থ সিকিম ❤
Boudir kapor kachar beparta darun laglo...amra paharer kacha kachi thaki tobu amader kokhono arom mone hoyni😂 amito ai video dekhar somoy breakfast korchilam boudir kotha sune bisom lege pran jay jay obostha🤣🤣khub valo lage tomader khunsuti gulo.. boudi aktu ragi mone hoy😂jai hok khub valo laglo ai porbo ti next er jonno opekhay roilam❤️❤️❤️
Ei series ta kintu jome puro Khir. Maitrayeedi r bordidi to puro jomiye rekhechhen dada. Unader dujonkeo majhemajhe apnara sathe niye ghurun plz.😊
দারুন লাগলো, দারুন এনজয় করলাম, আর এরকম ফ্যামিলি টুর তো সবসময় দারুন লাগে ❤❤❤❤
অসাধারণ! খুব আনন্দ পাচ্ছি।
Once again, it is beautiful. The only not-so-good experience is hearing Prithwijit singing Bangla Adhunik song. The last couple of times I heard him sing- once a Rabindrasangeet and the other time a Bangla Lokgeeti. he was pretty good (no competition for Hemanta Mukherjee, mind you!). Maybe he chewed on too much PAN and JARDAA, eh? Dr. Ajit Thakur (USA).
দারুন দারুন দারুন !!!
ইয়ুমথাঙ এ একবার পুরো বরফ নদী, আরেকবার মাঠ ভরতি ফুল দেখেছিলাম
shibaji apnar bachon vongi and place dekhanor system amar onek valo lage
apnara egoye jan ei doa kori
আন্তরিক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন।
I had been there also in 2009 or 10, that was a great experience. Still cherish those memories
মৈত্রেয়ী খুব down to earth মহিলা 👍
আমরা 2021 মার্চ মাসে গেছিলাম । যেদিন লাচুং পৌঁছে ছিলাম সেদিন রাতে ঝিরি বৃষ্টি হয়েছিল, ভেবে বেড়ানো গেলো । কিন্তু সকালে yumgtham valley থেকে snow fall পেয়েছিলাম ।
আমি ও পাহাড় প্রেমী। আজ যখন আপনাদের ইয়ুমথাং এর ভিডিও দেখছি , নিউজ পেপারে এই রাস্তা য় ধসের কারণে অনেক পর্যটক আটকে আছেন, এ বছর এখন।
Darun nodi ta dekhiyachen.
abaro ekta khub sundor vlog.
Khub valo lage apner bornona j kono jaygar . Ae video tao enjoy korlam, Yumthang jete sahosh Paini , but akhon mone hochhe problem khub akta hobe na.
Apurba,khub sundar
Apnar video gulo dekhle ki j valo lage j ki bolbo!❤❤❤❤❤
Susasthyo kamona kori apnader sabar!❤❤❤
দারুণ editing শিবাজি দা। দারুন VDO
আমি সিকিম, কালিম্পং আর দার্জিলিংএ ৭বছর ধরে fieldwork করেছি। তখন homestay বা tourismএর conceptই developকরেনি। বছরের বিভিন্নসময়ে ছুটি পেলেই চলেযেতাম, থাকতাম আমার ছাত্রদের (তামাং)ছাত্রদের বাড়ীতে, কখনও বা হোটেলে। শিলিগুড়ি থেকে দার্জিলিং বাকালিম্পং যাবার রাস্তায় চুপ করে রাস্তার ধারের গাছগুলোর পরস্পরের সঙ্গে কথা শুনতে শুনতে। আর বৌদ্ধদের ওই নিশান টাঙানো রাস্তাগুলো, বাড়ীর সামনের ছোট ছোট টবগুলো, পাহাড়ী মেয়েদের চলাচল সব মনকে ছুঁয়ে থাকত। developmentএর সঙ্গে সঙ্গে এগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে। পাহাড়ও modernizationএর সঙ্গে সঙ্গে mechanical হয়ে যাচ্ছে। tourist spot, home stay এসব নিয়ে। তবে সাধারণ মানুষগুলোর লাভ হলে বড় খুশী হব