Jakhan porbe na mor payer chinho ei bate by Debadrito Chattopadhyay. Rabindrasangeet.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @DebadritoChattopadhyay
    @DebadritoChattopadhyay  27 дней назад +2

    ruclips.net/video/g84GhEX95XM/видео.htmlsi=LNXI3LYV_DeWl4gp
    New release.. check it out…

  • @mdsaied3101
    @mdsaied3101 8 месяцев назад +32

    ২৪ এসে গানটি আমার মত যারা শুনবেন তাদের জন্য রেখে গেলাম।সত্যি অসাধারণ একটি গান।যতবার শুনি ততই ভালো লাগে।

  • @mdsakib-px3kh
    @mdsakib-px3kh 3 года назад +771

    অবহেলা, অনাদর প্রিয়জনশূন্যতায় যখন জীবন ভাড়ি হয়ে উঠে তখন মনে হয় মৃত্যুতে চরম সুখ। তবুও যদি তারা আমায় একবার খুজতো।

  • @pritilatamahato6630
    @pritilatamahato6630 4 года назад +336

    কমেন্টে রেখে গেলাম
    আজ থেকে বহু বছর পর আমি যখন আর থাকবোনা তখন কেউ ক্লান্ত দূপুরে নয়তো শান্ত সন্ধ্যায় একাকী গানটি শুনবে আর জীবনের মানে বুঝবে ❤
    মনে রেখো গানটি বড্ড প্রিয় ছিল আমার❤

    • @sahidakhatun8768
      @sahidakhatun8768 3 года назад +6

      দিদিভাই তোমার সঙ্গে আমি একমত।

    • @mdnayanali3700
      @mdnayanali3700 3 года назад +10

      আমার খুব প্রিয় গান এই টা
      আমি কুষ্টিয়া থেকে,কুষ্টিয়া শিলায়দাহ যেকানে বোসে রবীন্দ্রনাথ এই গানটা যেখানে বোসে উনি লিখেছিলেন সেই দিঘিতে এখনও উনার নৌকা খানি আজও আছে,আমাদের কুষ্টিয়া শিলায়দাহ।

    • @PIPERSAM-f9s
      @PIPERSAM-f9s 3 года назад +5

      একদম ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️যখন থাকবোনা কেউ হয়তো একদিন পড়বে আর আমার মতো এই অনুভব তা করবে

    • @bhaskardolui1062
      @bhaskardolui1062 3 года назад +2

      তোমাদের সঙ্গে আমার একমত।।।।।।।।।।।।।।

    • @santochele1993
      @santochele1993 3 года назад +1

      😔😔♥️♥️🙏🏻🙏🏻

  • @jagatpatimondal9856
    @jagatpatimondal9856 Год назад +119

    এখান থেকে বহু বছর পরে আমি আর থাকব না।হয়তো ক্লান্ত দুপুরে, না হয় শান্ত সন্ধায় কেও একজন এই গানটি শুনে তার জীবনের অর্থ খুঁজবে❤️
    মনে রেখ এই গানটি আমারও খুব প্রিয় ছিল❤️

    • @DebadritoChattopadhyay
      @DebadritoChattopadhyay  Год назад +1

      Bhalo thakben

    • @eibnulkyespolok4600
      @eibnulkyespolok4600 Год назад +5

      একদিন আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে তখনো পৃথিবী চলতে থাকবে তার নিজ গতিতে কেউ মনে রাখুক বা না এবার রাখুক আমাকে আপনাকে এটাই বাস্তব

    • @AnikGuha-om6wn
      @AnikGuha-om6wn Год назад +1

      Sundat gan.story of life.

    • @nayanbiswasarnob
      @nayanbiswasarnob Год назад

      কি সুন্দর বহিঃপ্রকাশ।

    • @subhaschandradas4786
      @subhaschandradas4786 Год назад

      Hh 🙏

  • @chinmoyroy4870
    @chinmoyroy4870 3 года назад +95

    রবিঠাকুর জীবনের চরম সত্যি টাকে তুলে ধরছেন।এখানে কেউ বাদ যাবেনা।
    আমার মৃত্যুর পর শূন্যতা ,শুধুই শূন্যতা।

  • @মোসোহাগ-জ৯ল
    @মোসোহাগ-জ৯ল 3 года назад +59

    -কিছু মানুষ জানে না..🙂🥀
    -তাদের শূন্যস্থান তাকে ছাড়া কখনো পূর্ণ হয় না..!!😥💔🥀

  • @rezaulrana5635
    @rezaulrana5635 2 года назад +44

    গানটা ঠিক কতবার শুনেছি জানিনা,
    প্রত্যেকটা বার স্তব্ধ হয়ে যাই,
    আমি না থাকলেও তো কিছুই থেমে থাকবে না, তাহলে এতো আয়োজনের কোন ৃানে নাই, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো💝 16/5/2022

  • @bablu7355
    @bablu7355 3 года назад +25

    যখন ক্লান্ত লাগে খুব দুনিয়া,এত কিছু করে যাই,যখন মনে পরে,কত আপন চলে গেলো এই সুন্দর দুনিয়া ছেড়ে,গানটি শুনি,এটা ২০২১, ৩০২১ এ এসেও বাংলা ভাষাবাসি মানুষ গানটি শুনবে,হয়তো আমার কোনো আপন জন শুনবে,আমি তখন থাকবো না,আহা দুনিয়া,কি অদ্ভত স্রষ্টার লিলাখেলা।

    • @biswanathghosh3236
      @biswanathghosh3236 2 года назад +1

      আমিও একদিন এই পৃথিবী ছে ডে
      চলে যাবো তখন কেউ কি মনে রাখবে না এটাই স্বাভাবিক জীবনের এটাই সত্যি

  • @nilotpalbose1137
    @nilotpalbose1137 3 года назад +24

    সত্যিই একদিন আমরা হারিয়ে যাব চিরকালের জন্য। কিন্তু সময় কখনোই থেমে থাকবে না। পৃথিবী তার নিজের মত করেই সূর্যকে প্রদক্ষিণ করতেই থাকবে। মহাবিশ্ব নিজের নিয়মে চলতেই থাকবে। 💖💞

  • @kuntalghosh8446
    @kuntalghosh8446 3 года назад +58

    বাবার সাথে 4 দিন আগে দুজন মিলে গানটা গাইলাম। সেদিন বাবা আমাদের ছেড়ে চলে গেল।ভালো থেকো বাবা।😔🙏

    • @অধোরারডায়রী
      @অধোরারডায়রী 2 года назад +1

      কিছু মানুষ পৃথিবীতে বেচে থেকেও মৃত😔

    • @sushanta_promit7556
      @sushanta_promit7556 2 года назад +1

      😭

    • @mithubhattacharjee4644
      @mithubhattacharjee4644 2 года назад

      এই গানটা শুনে আমার মনে হয়,আমার, জন্য,কিছু,আটকাবে,না

    • @mistrybaidya3572
      @mistrybaidya3572 5 месяцев назад +1

      😪,so sad.may god rest him in peace.

    • @nabinewaz3459
      @nabinewaz3459 2 месяца назад

      গানটা গাইলেন একসাথে, আর সেদিনই চলে গেলেন!

  • @evolution1628
    @evolution1628 3 года назад +70

    মৃত্যুর পরবর্তী সময়ে যা ঘটে সেই চিরন্তন সত্যকে লিপিবদ্ধ করে রেখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুর সময় অন্তরে যে বিষন্নতা বেজে ওঠে এ গান তারই একটা দিকনির্দেশনা স্বরূপ

  • @shantanudas7731
    @shantanudas7731 6 месяцев назад +5

    একদিন আমিও থাকবো না এই পৃথিবীতে, আমার কথা খুব কম মানুষেরই তখন মনে থাকবে। এটাই প্রকৃতির নিয়ম।
    এই গানটা শুনলে মনে অনেক শান্তি লাগে। রবি ঠাকুর তোমার কোনো তুলনা হয় না। ❤️❤️

  • @ohidkhan6558
    @ohidkhan6558 2 года назад +23

    সবচেয়ে মানসিক শান্তি বড় শান্তি। যেটা সবার কপালে জুটে না😭

  • @cid_fantasy_world
    @cid_fantasy_world 2 года назад +16

    কারো মনেই হয়তো মনে রাখার মতো কিছু করতে পারিনি।কেন মনে রাখবে সবাই আমাকে!অসম্ভব সুন্দর বাস্তব কথা নিয়ে গান টা।ধন্যবাদ খুবই নগন্য কবি গুরুর জন্য।আমরা কৃতজ্ঞ আপনার কাছে।

  • @Lifat-t7t
    @Lifat-t7t Год назад +7

    আহ!
    অসাধারণ!
    গানের কথাগুলোর সাথে সুরের অনবধ্য সংমিশ্রণ।
    হৃদয়ে কেমন যেনো শুন্যতা হাহাকার করে উঠে!!

  • @das000creation
    @das000creation Год назад +19

    যখন নিজেকেই বড় একা মনে হয় 😂😓। কারো প্রতি ভালোবাসা ও অভিমান করে 💔। এই গানটি শুনে মনকে শান্তনা দেয়!💕❤

  • @amitdas5276
    @amitdas5276 2 года назад +15

    গান টির মধ্যে জীবন আছে.....কেউ নেই পাশে আজ ..সব এসেছে তাদের স্বার্থ নিয়ে ....স্বার্থ পূরণ করে তারা ফিরে গেছে.... তবে এই মঞ্চে লেখক তো আমি না.......

  • @alokesh50
    @alokesh50 4 месяца назад +7

    একজন প্রিয় মানুষ গানটা আমাকে 2017 সালে শুনিয়েছিল। গানটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম।
    তখন সে বলেছিল, 'আমি যদি হঠাৎ কোন একদিন এই হাটের বেচা কেনা চুকিয়ে দিয়ে, এই পৃথিবী ছেড়ে চলে যাই, তখন তুমি আমায় মনে রাখবে ?
    'তারার পানে চেয়ে চেয়ে ডাকবে তুমি আমায়' ?
    আমি কিছুক্ষন চুপ থেকে বলেছিলাম, মনে রাখবো।
    'তারার পানে চেয়ে চেয়ে তোকে ডাকবো'।।
    আমার কথা শুনে সে কিছুক্ষন চুপ করে ছিল। তারপর হেসে দিয়েছিল ।
    এখন সে অনেক দূরে। ফেলে রেখে গেছে, আকাশের অনেক অনেক 'তারা' আর এই প্রিয় গানটা ।।

  • @papamakichu4081
    @papamakichu4081 2 года назад +6

    হাজারো আধুনিক গান রচনা হবে এবং কালক্রমে হারিয়ে যাবে কিন্তু রবিন্দ্র সংগীত,নজরুল সংগীত ঠিকে থাকবে পৃথিবীর অনন্ত কাল!!

  • @rakibsameer3648
    @rakibsameer3648 Месяц назад +1

    আহ্ মরনের কথা মনে করিয়ে দেয়।।
    এই নশ্বর পৃথিবীতে আমি একদিন থাকবো না ভাবতেই কেমন লাগে 😢😢

  • @dinislam691
    @dinislam691 Год назад +186

    ২০২৩ শে এসেও গানটি শুনছি, আপনিশুনে থাকলে প্লিজ লাইক দিন! 🖤

    • @Anannya04-m9n
      @Anannya04-m9n Месяц назад

      ২৪ শেও শুনছি।

  • @faimulhaque3194
    @faimulhaque3194 3 года назад +21

    দিন শেষে এই গানের কথা গুলো কনো একজনকে ভুলতে দেয় না।। আর তাই দিন শেষে নিঝুম রাতে আমি থাকি তোমার স্মৃতি গুলো নিয়ে। 🖤🖤🖤

  • @sharifmahamud3943
    @sharifmahamud3943 Год назад +115

    এই লাফালাফির যুগেও এসে যারা এইসব গান শুনেন আসলেই উনারা লিজেন্ড ❤

    • @fahimevan6067
      @fahimevan6067 Год назад +2

      আমারা এই লাফালাফির যুগে নেই ভাইয়া

    • @tanjinatasnim6702
      @tanjinatasnim6702 Год назад +2

      Vaia ai sob gangulor sore orthe morme j abeg onovuti moner na bola vasa khuje paoa jay ai jugeer gane tar angsik tokuo nei

    • @mdsharif-xt3kk
      @mdsharif-xt3kk 11 месяцев назад

      👍👍

  • @shilpamanna1388
    @shilpamanna1388 4 года назад +27

    যতবার আপনার এই গান টি শুনি ,ততবারই আমার চোখ ভরে ওঠে। সত্যিই খুব হৃদয়স্পর্শী।

  • @mrinalinibiswas6394
    @mrinalinibiswas6394 3 года назад +20

    এই পৃথিবীতে যেদিন থাকবো না, সেদিন সত্যি কি কারোর স্মৃতি তে থাকব?অলস দুপুরে অথবা অস্তগামী সূর্যের আলোয় মনে রবে আমারে?

  • @rafi7858
    @rafi7858 6 дней назад +1

    4 AM and still listening...love from Bangladesh ❤Music has no limits, no barriers, no borders, no boundaries.

  • @kamaleshb1
    @kamaleshb1 4 года назад +8

    রুপঙ্করের চেয়ে ঢের ভালো গেয়েছেন। গুরুদেবের গান যে শুধুমাত্র গান নয়, একটি সাধনা, একটি আকুতি তাতে প্রাণ থাকতে হয়, প্রাণহীন অন্য গান শোনা গেলেও, রবীন্দ্র সঙ্গীত শোনা‌ যায় না। So the best of the lot is of course Jayati Didi and after that your one....🙏

  • @monishankar8479
    @monishankar8479 2 года назад +12

    জীবনের চরম বাস্তবতা তুলে ধরা হয়েছে।। সবার মন ছুয়ে যাবে এখানে

  • @nilotpalbose1137
    @nilotpalbose1137 3 года назад +31

    গানের অর্থেই স্পষ্ট হয়ে ওঠে যে, কবিগুরু কত মহান একজন দার্শনিক ছিলেন। 🥲🥰

  • @ARAney-tl7km
    @ARAney-tl7km 3 года назад +23

    বাঁশির সুরটা বেশি নাড়িয়ে দিলো আমাকে সাথে আপনার অনবদ্য গলার সাথে রবী ঠাকুরের শিল্প মিলে মিশে একাকার❤

  • @rokeyasultana5829
    @rokeyasultana5829 3 года назад +18

    আমার পছন্দের গান।যখন আমি থাকবো না তখনই সবাই শুনবে।আর আমাক মনে পরবে।কিন্তু তখন তো আমি থাকবো না।

  • @abhirupduttachowdhury1587
    @abhirupduttachowdhury1587 Год назад +7

    আজ ২২শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে এই গানটা শুনে মনে হচ্ছে এক অন্য জগতে চলে গেছি😢। আপনার কন্ঠে এই গানটা অসাধারণ লাগছে। ❤ ✨️

  • @কষ্টেরফেড়িওয়ালা

    কথা গুলো খেয়াল রাখবেন, কন্ঠ মধুমাখা,মুগ্ধ হয়ে গেছি💗💗💗

    • @anupamdas7225
      @anupamdas7225 2 года назад +2

      কন্ঠ শুধু নয় বাদকরাও সমান সম্মান প্রাপক

  • @ChhandaGhosh-l1g
    @ChhandaGhosh-l1g 5 месяцев назад +2

    দেবাদৃত, ভীষণ সুন্দর গেয়েছো মন ছুঁয়ে গেল, ভালো থেকো

  • @amitmallick9571
    @amitmallick9571 Год назад +27

    জীবনের সব প্রিয় জিনিষ গুলো হয়তো
    নিসিদ্ধ, না হয় অবৈধ, না হয় অন্য কারো ❤️

  • @openheart58
    @openheart58 8 месяцев назад +1

    ঈশ্বর আপনাকে অশেষ ধন্যবাদ জানাই ছোট্র একটা জীবনে কত বিশাল অনুভুতি দিয়েছেন আপনি। এই গানে এক অন্য অনুভুতি দিয়ে যায়। কমেন্ট করে স্মৃতি রেখে দিলাম। শৈশবের বন্ধুদের কথা মনে পরে গেল। সুজিত, রাজেশ, সঞ্জিত, কবিতা, আমার মেয়ে খুশি আমার বউ সবিতা তোমাদের খুব মিস করছি।

  • @arpanroy9967
    @arpanroy9967 3 года назад +9

    একরাশ মুগ্ধতা......
    অনেক সাধনা,অনেক ভালোবাসার ফল এটা বোঝা যাচ্ছে।
    আমি ভাষা হারিয়ে ফেলেছি।
    ঈশ্বর তোমায় মঙ্গল করুন

  • @MinaraBegum760
    @MinaraBegum760 Год назад +1

    রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমার খুব প্রিয়।শুনি সবসময় শুনি। দারুন অর্থবহ একটি গান। ইউটিউব অ্যপ খললেই গানটি শুনি। কবিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি গভীর ভালোবাসা জানাই।❤❤❤

  • @simantobissas2473
    @simantobissas2473 2 года назад +5

    চরম সত্য এটাই রবী ঠাকুরের বহিঃপ্রকাশ! প্রণাম কবি গুরু 🙏🙏

  • @basude4330
    @basude4330 5 месяцев назад +2

    অসাধারণ অসাধারণ গেয়েছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @simabhattacharya4962
    @simabhattacharya4962 4 года назад +27

    বড় ভালো গেয়েছেন দাদা...বড় হৃদয় ছোঁয়া...❤❤😌...বড় প্রাণ জুড়ানো গেয়েছেন।

  • @banglaaudiogolpo
    @banglaaudiogolpo 2 месяца назад +1

    Bhishon Priyo gaangulir modhye ekti gaan. Ebong priyo shilpi der moddhye tumio jukto hole. Antarik subhechha roilo.❤

  • @IMM_BACK
    @IMM_BACK Месяц назад +3

    আমি একজন খুব অভিমানী পুরুষ 😔,,, আমার জীবনে এক নারী এসে সেই অভিমান গুলি ভালোবাসায় পরিবর্তন করে দিয়েছে 😌

  • @rebachoudhury570
    @rebachoudhury570 6 месяцев назад +2

    অপূর্ব কন্ঠ স্বর তেমন ই গান গাওয়ার ধরন অনেক দুর এগিয়ে যাও ❤❤

  • @manikkhan9998
    @manikkhan9998 6 месяцев назад +3

    খুব নিঃসঙ্গতা এবং নিস্তব্ধতায় মনোযোগ দিয়ে শুনি।

  • @dipannitamazumdar7094
    @dipannitamazumdar7094 2 года назад +1

    Mantromugdher moto sunlam.ki apurbo.jiboner charom shotti takey dekhte pai jayobaar ei gaanta suni.onek shonnobaad aapnake aar satokoti pronam aamar praner kobike. 🙏

  • @shuilemojumder4606
    @shuilemojumder4606 2 года назад +7

    যে শুধু সবাইকে ভালো বেসে যায় কিন্তু নিজে পায় শুন্য তখন অভিমানে কষ্টে ভিতর থেকে এই গানটি বেড়িয়ে আসে।

  • @ashikahmedahmed1235
    @ashikahmedahmed1235 Год назад +1

    আজ মনে হচ্ছে,মৃত্যু কত আনন্দময় এবং সুন্দর।।

  • @bijoyroy9643
    @bijoyroy9643 2 года назад +5

    মুগ্ধ হয়ে শুনেছি তবে অনুভূতি শেয়ার করার মতো ভাষা নেই আমার।

  • @sumankalyankarak4892
    @sumankalyankarak4892 3 года назад +4

    যদি পেতাম ১ টি বার শুধু ১ টি বার সেই আবেগ পূর্ণ কবির চরণ স্পর্শ করতে ধন্য হতাম । আমি বা আমরা যখন আর থাকবো না তখন হয়তো কেউ এই গান শুনবে আর দেখবে সূর্যাস্তের সেই অস্তগামী রক্তিম আলোক রশ্মি এবং ভাবার চেষ্টা করবে আমাদের অনুভূতির কথা..........❤️

  • @aapemir
    @aapemir Год назад +3

    কখনো যদি হারিয়ে যেতে চাই তবো খুঁজে পাবে নাকো আমার এই পদোচিহ্ন...যা রয়ে যাবে কোনো এক অপূর্ণতায়🌸

  • @ujjaldas4132
    @ujjaldas4132 4 месяца назад +1

    Akhon রাত 2.06 ... কি শান্তি জে এই গান শুনে..
    Joto kosto abhimaan sob kichur abosan..

  • @tanvirshafaf9134
    @tanvirshafaf9134 2 года назад +3

    মুগ্ধ হয়ে শুনেছি তবু শেয়ার করার মত ভাষা নেই আমার।

  • @MrGautamaditya
    @MrGautamaditya 7 месяцев назад +1

    দেবাদৃত খুব ভালো আওয়াজ আপনার।।
    শ্রীকান্ত আচার্যর সাথে খুব মিল।।
    সব মিলিয়ে খুব ভালো আওয়াজ

  • @amitcb7436
    @amitcb7436 4 года назад +11

    দাদা, অসাধারন লাগলো। আপনার গলায় অসাধারন লাগলো গানটা। খুব ভালো লাগলো। আমার খুব পছন্দের একটা গান। আপনার গলায় গানটা শুনে খুবই ভালো লাগলো। এই গানটা শুনলে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর এইভাবে গান গেয়ে যান। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raihanmia1483
    @raihanmia1483 2 месяца назад +1

    প্রায়ই শুনি এই গানটি। মন খারপ হলেই শুনি। যাকে দেখার জন্য প্রতিদিন যেতাম । যার সাথে কথা না বলে থাকতে পারতাম না। কিন্তু ছয় বছর হয়ে গেলো তার সাথে দেখা তো হয়ইনা কথাও হয় না। কিন্তু সে আমার অনেক কাছেই থাকে। কী আজব না আমাদের জীবন।

    • @DebadritoChattopadhyay
      @DebadritoChattopadhyay  2 месяца назад

      @@raihanmia1483
      Ei hotasha amay Kure Kure kheto. Ghure darate perechi nijeke aaro byasto kore.

  • @amanibhamukherjeevlogs5262
    @amanibhamukherjeevlogs5262 2 года назад +3

    দেবাদৃত, তোমার গান শুনে আমি আপ্লুত। আমি প্রাণ ভরে শুধু একবার পূজনীয় শান্তিদেব ঘোষ এবং তারপরেই তোমার গান শুনি। দুজনেই যেন আমার প্রাণের গায়ক। কি অপূর্ব গায়কী। তোমাদের গান শুনলে আমার মন প্রাণ আনন্দে ভরে যায়।

  • @MdSayfulislam-o6e
    @MdSayfulislam-o6e Год назад +1

    আমি সত্যিই ক্লান্ত।তাকে আমার করে পেয়েও মনে হয় না পাওয়াটাই ভালো ছিল।তাকে পেয়েও প্রতি নিয়ত মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।

  • @subarnabiswas5292
    @subarnabiswas5292 2 года назад +4

    মন ছুঁয়ে যাওয়া গান। রবি ঠাকুরের আমাদের জীবনের প্রতি পরতে পরতে জড়িয়ে আছেন। মৃত্যু, নিষ্ঠুর ও চরম সত্যি।

  • @sutapamondalsk
    @sutapamondalsk 2 года назад +2

    Kotobar je shuni gaan ta...odvut awaz ...Mon ta vlo hoye Jai...🙏🥰

    • @DebadritoChattopadhyay
      @DebadritoChattopadhyay  2 года назад

      Thank you so much

    • @sutapamondalsk
      @sutapamondalsk 2 года назад +1

      @@DebadritoChattopadhyay welcome Bhai....eivabei aro valo valo gaan geye amader Mon valo Kore jao...🥰

  • @saptarshichakraborty1713
    @saptarshichakraborty1713 2 года назад +3

    অসাধারণ একটা গলা আপনার, মনটা ভরে গেল। এমনিতেই প্রিয় একটা গান এটা,তার ওপর এই গলা।।

  • @niloysarkernil1540
    @niloysarkernil1540 2 года назад +2

    স্রষ্টার সৃষ্টির প্রতি কি অকৃত্রিম ভালবাসা,মহাকালের সিদ্ধান্তকে কি অবলীলাক্রমে মেনে নেওয়া,জীবনের কি সহজ স্বীকারোক্তি "মৃত্যু "। আহা! কতই না স্বাদের পৃথিবী একদিন ত্যাগ করতে হবে😢।কিন্তু কর্মগুলো কাল হতে কালান্তর পর্যন্ত রয়ে যাবে।

  • @rebekasultana4175
    @rebekasultana4175 3 года назад +24

    অসাধারন ভাই তোমার কণ্ঠের জুড়ি নেই।এইগানটা মনকে এমনিতে কাদিয়ে দেয় তার উপর তোমার কণ্ঠে মাখন দেয়া মনে হচছে

  • @humayunkabir86
    @humayunkabir86 Год назад +1

    হারিয়ে ফেলেছি সব অনুভূতি মুছে দিয়েছি সব সম্পর্কের জটিলতা হয়তো কোনো এক দিনের শেষে গোধূলির স্নান লগ্নে আমিও হারিয়ে যাবো সেই অনুভূতিগুলির মতো, মহাকালের স্রোত এসে একদিন মুছে দেবে তপ্ত বালুচরে আঁকা আমার জীবনরেখা।
    তখন আমায় নাইবা মনে রাখলে😢

  • @MdBabul-ts9yj
    @MdBabul-ts9yj 2 года назад +19

    দাদা আপনাকে প্রণাম রইল। এই গানটা অনেকের কন্ঠেই শুনেছি কিন্তু তাদের মাঝে আপনাকে খুঁজে পাইনি। সত্যি অসাধারণ গেয়েছেন। যেমনি অমর হয়ে আছেন গানের লেখক তেমনি অমর হয়ে থাকবেন আপনি।

  • @robiahosan2485
    @robiahosan2485 3 месяца назад +2

    অভিমান রেখে গেলাম প্রিয় গানের প্রতি,যদি কখনো প্রিয় গান শুনতে না পারি,,😢

  • @ankan195
    @ankan195 2 года назад +7

    অসীম-অনবদ্যতার এক উজ্জ্বল প্রকৃষ্ট উদাহরণ।
    ধন্যবাদ দাদা ভাই 💙

  • @santoshdebnath8040
    @santoshdebnath8040 2 года назад +2

    গভীর শূন্যতায়, অবহেলা, অনাদর প্রিয়জনশূন্যতায় যখন জীবন ভারি হয়ে ওঠে তখন মৃত্যু ভয় কাটানোর মতো গান 💞💞💞💞💞🌹🌹👌👌👌👌🌹🌹👌👌🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌🌹🌹💝💝💝💝

  • @Ritamcreativeart
    @Ritamcreativeart 4 года назад +9

    কি অপূর্ব সুন্দর আপনার গানের গলা,অনেক শুভ কামনা রইলো।অনেক দূর ছড়িয়ে পড়ুক সঙ্গীত জীবন।

  • @LaurealRozario
    @LaurealRozario 4 месяца назад +2

    Amar pochonder sera o jiboner sera gaan aita, bar bar shuni❤

  • @dracramulhaque2477
    @dracramulhaque2477 2 года назад +4

    অপুর্ব গেয়েছো বাবা।মনটাই একদম ভরিয়ে দিলে।অনেক ভালো থাকো। শুভকামনা রইল তোমার জন্য। ❤

  • @nasirulislam8967
    @nasirulislam8967 3 года назад +1

    Osadharon....
    Priojon k jara khub khub Vlo bse, tader sunnota ta Kono vabei kisu dia puron kra,jy na... R ai gan ta tar ee prutik

  • @riponkarmakar3006
    @riponkarmakar3006 8 месяцев назад +3

    Kub miss kori amar prio jonder jara aj amader chere chole grche 😢😢😢😢 baba , jetu dadu, boro mama, ar suscitra didi

  • @aparajitadey8336
    @aparajitadey8336 2 года назад +1

    Gaan ta chiro sotti shober jiboney.hariey geche jader prio Manus key money porey jaey.darun gaan ta.

  • @tapatidutta6977
    @tapatidutta6977 3 года назад +5

    আপনার গান আমার ভীষন ভালো লাগে।যেমন কন্ঠস্বর তেমনই গায়কী আর কী মধুর আবেগময় আবেদন মনকে ছুঁয়ে যায়

  • @dipannitapatra2660
    @dipannitapatra2660 Год назад +1

    কিছু লেখার ভাষা পেলাম না। শুধু ই অসাধারণ

  • @prabirsarkar5549
    @prabirsarkar5549 4 года назад +5

    অসাধারণ । অনবদ্য ভরাট গলা। গানটি আপনার কণ্ঠে বারবার শুনতে ইচ্ছে করে

  • @pranabchattopadhyay6258
    @pranabchattopadhyay6258 2 года назад +1

    Chokh bondho kore sunlam,opurbo Sundor. Protyasa bere galo. Nomoskar.

  • @sudiptosarkar93
    @sudiptosarkar93 3 года назад +3

    একটি কমেন্ট রেখে গেলাম.... মৃত্যু কোনো সময় মানে না...হয়তো কোনো এক সময় আমি আর থাকবো না...তখন এমন কোনো এক সময় আমার প্রিয়জনরা কেউ এসে দেখবে এই গানটা আমি অনেক শুনতাম...হয়তো তখন একটু হলেও আমায় মনে পড়বে...চোখের কোণায় অল্প কান্না জমা হবে...তখনোও আমি থাকবো কিন্তুু আকাশের তাঁরা হয়ে...❤️❤️❤️

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 года назад +2

    লহ প্রনাম কবি গুরু। দেবাদৃত চট্টোপাধ্যায় ই আমার কাছে সেরা। অভিনন্দন জানাই মিষ্টি সুরেলা কণ্ঠি প্রিয় শিল্পীকে।।
    ঈশ্বর প্রদত্ত কন্ঠ আপনার দেবাদৃত বাবু। চালিয়ে যান সঙ্গে আছি।

  • @techbd3154
    @techbd3154 6 месяцев назад +4

    কি অপরুপ সৃষ্টি কবি গুরুর

  • @Biplobmollah12
    @Biplobmollah12 2 месяца назад +1

    প্রিয় শিল্পীকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।

  • @puspitasaha146
    @puspitasaha146 5 лет назад +5

    Ei gaanta sunle jni na kmn emotional hye pori,bisesh kore ei line ta sunle,'tkhn k bole go sei prabhate nei ami'!

  • @holudhimu3731
    @holudhimu3731 Год назад +1

    অবহেলা অনাদর প্রিয়জনশূন্যতায় যখন জীবন ভাড়ি হয়ে উঠে তখন মনেহয় মৃত্যুতেই বোঝি চরম সুখ

  • @subhadipsarkar9438
    @subhadipsarkar9438 2 года назад +3

    এই গানের দ্ধারা রবি ঠাকুর আজীবন অমর হয়ে থাকবে বাঙালি জাতির অন্তরে 💖💖

  • @anitachatterjee6060
    @anitachatterjee6060 Год назад +1

    Aapurbo ..aasadharon...mon vore gelo...

  • @gourangapaul7750
    @gourangapaul7750 2 года назад +3

    এই গান গুলি শুনলে এক অন্য জগতে হারিয়ে যাই।অসাধারণ

  • @Piyalihomchowdhury5502
    @Piyalihomchowdhury5502 Год назад +1

    Abar phire elam, 5 bochor por, ei modhur ganti apnar golai shunte sir...❤

  • @RajuBiswas-pr1xk
    @RajuBiswas-pr1xk 2 года назад +5

    "যখন পড়বে না মোর পায়ের চিন্হ এই বাটে" 😪 ভুলে যেও না আমাকে😭

  • @ParthaPratim-w3m
    @ParthaPratim-w3m Год назад +2

    অনেক বার গানটা শুনেছি;যতবার‌ই শুনেছি কেনো জানিনা বুকের মধ্যে একটা কষ্ট দলা পাকিয়ে ওঠে!

  • @MdRabbi-cd6yy
    @MdRabbi-cd6yy Год назад +3

    এখন থেকে বহু বছর পরে, যখন আমি থাকবো না,তখন এই গান শুনে আমারি মত কেও প্রিয় মানুষের মুখ স্বরন করবে,
    গান টি আমার কাছে অনেক প্রিয় তাই কমেন্ট রেখে গেলাম

  • @roxymondol7731
    @roxymondol7731 2 года назад +1

    Gantar kotay shate jiboner onek kicui milay jay ❤️❤️❤️❤️

  • @subratabhunia427
    @subratabhunia427 Год назад +2

    মানসিক চাপ, দুঃখ, কষ্ট আনন্দ , হাসিঠাট্টা নিয়েই আমার এই জীবন। তা জেনেও কেন মাঝে মাঝেই মনে হয় সবকিছু ছেড়ে মৃত্যুর মুখোমুখি হই

  • @mousumiroy4222
    @mousumiroy4222 3 года назад +3

    যখন আমি থাকবো না 2021বলেগেলাম এই কমেন্ট টা থাকবে । কবি গুরু রবীন্দ্রনাথ আপনাকে শত কোটি প্রনাম।

  • @TipluShil-c8n
    @TipluShil-c8n 8 месяцев назад +1

    প্রাণ চলে গেলে শুধু মানুষের মৃত্যু হয় না ,,কিছু কিছু মৃত্যু হয় দেহে প্রাণ থাকিতে,, তারাই বুঝতে পারে দেহের প্রাণ থাকিতে মৃত্যুর যন্ত্রণা ভোগ করা কত যে ভয়ংকর,,এখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করি,,,প্রিয় জনের আঘাতে,,,তবুও যদি মন থেকে ভালোবাসতো একবার,,,,

  • @falgunibiswas5736
    @falgunibiswas5736 2 года назад +27

    মরতে হলে শুধু আত্মাহত্যা করতে হয় না।এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে না বা কোনোদিন ও ভালোবাসবে না।প্রতিটা মুহূর্তে মরবেন.....🥲🥲🥲

  • @TheAkashShow2M
    @TheAkashShow2M 2 года назад +1

    😭😭😭 mon ta onk khrp chilo 28.05.22
    Priyo manus tar sathe jogra...akhn kosto lagtase onk...jokhn thakbo na akbar shunte eso tarar pane cheye amk akbar holeo mone koro...kono ak bikale kono ak sondhai ba kono klanto dopure...akbarer jonno

  • @shatadruroychowdhury6319
    @shatadruroychowdhury6319 4 года назад +3

    Aj rabi thakur er janma-jayanti te ganta sunchi, apnar gola osadharon laglo, onek prokhyato probadprotim shilpir golay age sunechi, kintu apnar golay ganta onobodyo laglo.

    • @chandanaghosh242
      @chandanaghosh242 4 года назад

      Yes ektu bhul hoechhe botey. But what a voice, beautiful

  • @pradipkumarnag6295
    @pradipkumarnag6295 2 года назад +2

    খুবই ভালো লাগলো। এই গানটার মধ্যে একটা বিশেষ অনুভূতি এবং একটা আকুতি আছে, যে সেই আবেগ টুকুকে গায়ে মেখে নিতে পারে, সে-ই সফল। ভালো থেকো।