Jakhon Porbe Naa Mor with Lyrics | Arundhati Holme Chowdhury | Aalo

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @saregamabengali
    @saregamabengali  Год назад +137

    আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
    ruclips.net/video/IO2w0F7OD-w/видео.html

  • @itzjuhita
    @itzjuhita 4 года назад +640

    রবীন্দ্রনাথ ছাড়া এই অনুভূতি সম্ভব নয়।
    হৃদয়ের অন্তরে একটা অদ্ভুত আবেগ তৈরি করে।

  • @dipanwita__
    @dipanwita__ 2 года назад +35

    যখন আমার বয়সে আমার বন্ধুরা আধুনিকতার ছোঁয়াই নিজেকে উন্নত করতে করতে রবীন্দ্রসঙ্গীত কি তা ভুলতে বসেছে তখন আমি এখনো সেই পুরোনো দিনের রবি ঠাকুরের গানে আসক্ত হয়ে রয়েছি। রবি ঠাকুরের গানে যে রসদ খুঁজে পাওয়া যাই তা কোনোদিনই সেই ইংরেজি গানের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়।।
    রবি ঠাকুর আমাদের মনে চির স্মরণীয় হয়েই চিরকাল থেকে যাবেন।❤️

  • @selfstudy2522
    @selfstudy2522 3 года назад +407

    হয়তো একদিন এ পৃথিবী থেকে দেহটা ত্যাগ করে চলে যাবো অজানার দেশে তবু মনটা পরে রইবে এ বাংলার সৌন্দর্য সংস্কৃতিকে ঘিরে। বাঙালি হয়ে আমি গর্বিত 😘😘❤️❤️

  • @romelmelinda8380
    @romelmelinda8380 2 года назад +50

    রবীন্দ্রনাথ ঠাকুর- আমার গর্ব আর রবীন্দ্রসঙ্গীত আমার অমর স্মৃতি। রবীন্দ্রসঙ্গীতের উপর আর কোনো সঙ্গীত এর স্থান থাকা অসম্ভব ।

  • @rajulayek3953
    @rajulayek3953 3 года назад +528

    আমাদের রবীন্দ্রনাথ আছে,এটাই আমাদের গর্ব!!!!!

  • @মোসোহাগ-জ৯ল
    @মোসোহাগ-জ৯ল 4 года назад +2400

    কমেন্টে রেখে গেলাম আজ থেকে বহু বছর পর আমি যখন আর থাকবোনা তখন কেউ ক্লান্ত দূপুরে নয়তো শান্ত সন্ধ্যায় একাকী গানটি শুনবে আর জীবনের মানে বুঝবে ❤ মনে রেখো গানটি বড্ড প্রিয় ছিল আমার❤

  • @ananyads7167
    @ananyads7167 Год назад +55

    📌Comment এ রেখে গেলাম আমার তেমন বয়স নয়( 22+) তোবুও মা কে দেখি সব সময় সকালে এই গান টা শুনতে আর এই গানের সাথেই কান্না করে মনের যত কষ্ট shere করতে। আমিও শুনতে শুরু করি সত্যি জীবনের মানে খুঁজে পাই। মা এর কষ্ট গুলো কি জানিনা কিন্তু আমার বাবা খুব ভালো একজন মানুষ। আবারো যদি জন্ম পাই যেন এমন বাবা মা পাই🥲। 🙏ঈশ্বর ভালো রাখুন সকলকে 🙏।।

  • @arpitasarma796
    @arpitasarma796 3 года назад +60

    এত গভীর কথা এত সহজে রবি ঠাকুরই লিখতে পারেন, তাইতো তিনি ছোট বড় সবার কবি, চিরকালের সেরা কবি।

  • @dhimanchandramondal4600
    @dhimanchandramondal4600 3 года назад +103

    আমার একমাত্র মেয়ে চলে গেছে আজ থেকে সাত মাস আগে রেখে গেছে তার সাড়ে তিন বছরের একটা ছোট্ট শিশু আর তার হতভাগ্য বাবা-মাকে এই গানটার সমস্ত কথা বারবার হৃদয় ছুঁয়ে যায় সে এই গানের কথাগুলো মতোই ছিল তার চরিত্র আজ পুরো সাত মাস হল আমি প্রতিদিন তার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে থাকি গানটাকে বারবার শুনি আর চোখের জলে ভাসি আরওআরও কাঁদাও আমায় প্রভু হরে কৃষ্ণ

    • @Soumyanildas
      @Soumyanildas Год назад +3

      সান্ত্বনা দেয়ার ভাষা নেই।😢😢

    • @shrabanikhatua5483
      @shrabanikhatua5483 Год назад

      😞

    • @manikaranipaul
      @manikaranipaul Год назад

      😢😢😢

    • @manobendrahalder1077
      @manobendrahalder1077 8 месяцев назад

      হয়তো এইভাবে একটু একটু করে পরিনত হতে হয়...হয়তো..

    • @diparoy3024
      @diparoy3024 8 месяцев назад +1

      😢😢বড় কষ্টের

  • @আমারবাংলারপ্রকৃতি

    তুমি যা দিয়ে গেছো গুরুদেব,যুগে-যুগে জন্ম-জন্মান্তরেও তা মানব জাতি ভুলবে না। প্রণাম নিও , ভালো থেকো গুরুদেব 🙏🙏

  • @dipikakar8904
    @dipikakar8904 2 года назад +119

    একটা মানুষের মধ্যে যখন Maturity এসে যায়, তখন রবী ঠাকুরের প্রতি গানের মানে বোঝা যায়। 🥺🥺🥺🥺🥺

  • @srvlog4905
    @srvlog4905 4 года назад +286

    এটাই আমাদের বাঙালির গৌরব। সত্যি গর্বিত আমরা বাঙালি।

  • @yournk7799
    @yournk7799 8 месяцев назад +16

    আলো সিনেমাটা দেখলে এই গানটার মর্ম দ্বিগুণ হয়।কান্না থামিয়ে রাখতে পারবেন না।😢
    অসাধারণ

    • @MoumitaGhosh-p5o
      @MoumitaGhosh-p5o 2 месяца назад

      এইটা একদম সত্য কথা😢

  • @pritambiswas4809
    @pritambiswas4809 4 года назад +179

    খুবই সুন্দর অসাধারণ, আসলে এই ব্যাস্ত জীবনে কখন যে সময় পার হয়ে যাই , এ সব গান শুনে জীবনের আসল মাহাত্ম্য বোঝা যায় । 🙏🙏🌷🌷

  • @riyadey2000
    @riyadey2000 9 месяцев назад +63

    2024 সালে এসে যারা আমার মত এই গানটি শুনছো তারা like করে দিও।

    • @sudipmukherjee7524
      @sudipmukherjee7524 6 месяцев назад +1

      শুনছি।শুধু শুনছি না,গানের ভেলায় ভেসে সুরের গভীরে অবগাহন করছি।❤

  • @sonarrannabati
    @sonarrannabati 3 года назад +70

    অসাধারণ গান, চোখে জল আসে যতোবার ই শুনি 😭😭
    🙏🏻🙏🏻 রবীন্দ্রনাথ ঠাকুর কে অসংখ্য ধন্যবাদ এমন গান রচনা করার জন্য । উনি ছাড়া কি এমন গান সম্ভব??

  • @tamannasultana6766
    @tamannasultana6766 3 года назад +137

    গানটা যতবার শুনি ততবার নিজের অজান্তেই চোখে পানি চলে আসে।

    • @dalibanerjee4691
      @dalibanerjee4691 2 года назад

      Tbilisi n yikes I bub by Tbilisi by by by CT FL by by. M of the c c c I v by
      Of hi your friends when

    • @nilimalaskar93
      @nilimalaskar93 2 года назад

      True

    • @luckydutta5855
      @luckydutta5855 2 года назад

      Ha

    • @somnathmal3772
      @somnathmal3772 Год назад

      Ha 😂😂😂😂

    • @pradipsen2597
      @pradipsen2597 5 месяцев назад

      Robindra murti gulo venge tar protidan dicchen apnara😢

  • @mdbayzid9587
    @mdbayzid9587 3 года назад +65

    কমেন্টে কি লিখবো,, লেখার সময় সকল ভাষা হারিয়ে যায়, এই গানটি মনের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয়, এই গানটি শুনতে গিয়ে কোথায় যেন হারিয়ে যায় এবং কি যেন হারিয়ে ফেলেছি, মনটা অস্থির অস্থির লাগে।

    • @VIOLINAPEACE
      @VIOLINAPEACE 3 года назад

      Violin coverruclips.net/video/0kWQ66BNqnE/видео.html

  • @mr.subashpaul5257
    @mr.subashpaul5257 2 года назад +9

    এই গানের অবদান আমার জীবনে অপরিসীম, আমি আমার জীবনের বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই গান শুনে শুনে, এই গান শুনার পর আমার প্রিয় মানুষ কে আর দূরে রাখতে পারিনি, আজ আমাদের সুখী বিবাহিত জীবনের চতুর্থ বর্ষে পদার্পণ করলাম, সবাই আশীর্বাদ করবেন, কবিগুরু আপনাকে সহস্র প্রণাম এমন গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি অরুন্ধতী হোম চৌধুরী ম্যাডামকে এত সুন্দর সুরেলা কন্ঠে উপস্থাপন করার জন্য । ধন্যবাদ সবাইকে...

  • @anuskamaity954
    @anuskamaity954 3 года назад +58

    গান টার‌ মধ্যে অসম্ভব একটা মায়া রয়েছে তাই তো আজ ও আমাদের বাঙালি দের মনে রবীন্দ্রনাথের স্থান চির শ্রেষ্ঠ

  • @jahirhossain2517
    @jahirhossain2517 3 года назад +38

    আমাদের দেশে রবীন্দ্রনাথ জন্ম গ্রহণ করেছিলেন বলেএটাই আমাদের গর্ব ।🙏🙏🙏

  • @Debikathepuzzlegirl
    @Debikathepuzzlegirl 3 года назад +63

    জানি না কেনো, এই গানটির প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ অনুভব করতে পারি।❤️

    • @rexgangaming1034
      @rexgangaming1034 2 года назад

      Debika tomar naam ta khub khub sundor thik tomar moto

  • @kalubiswas4178
    @kalubiswas4178 2 года назад +10

    আমি বাঙালি হিসেবে গর্ব বোধ করি। আমি গর্বিত বাঙালি এই জন্যে যে, আমি সেই দেশটাই জন্মেছি যেখানে অনেক আগেই এক মহাপুরুষ জন্মেছে, যার নাম রবীন্দ্রনাথ । আমি গর্বিত বাঙ্গালী ।।

  • @payelmondal9003
    @payelmondal9003 4 года назад +200

    মনের মধ্যে থাকা গোপন কষ্টটা আবার জেগে উঠলো 🙂।।সত্যি এই গানটার তুলনা হয় না।।

    • @rupkotha7158
      @rupkotha7158 3 года назад +1

      Yes

    • @ranjitgarai5417
      @ranjitgarai5417 3 года назад

      Right

    • @ananyamondal5182
      @ananyamondal5182 3 года назад

      Akdom 😌

    • @ayantikabiswas7247
      @ayantikabiswas7247 3 года назад

      একদম ❤️

    • @parimalchakraborty2470
      @parimalchakraborty2470 2 года назад

      যে কষ্টটা ভুলে থাকার ভান করি, সেটাই বার বার গানটার মাধ্যমে নুতন করে আগলে রাখতে ইচ্ছা করে।

  • @shambhuchakraborty.8865
    @shambhuchakraborty.8865 3 года назад +469

    আমি জন্ম নিয়েছিবাবার ঘরে,,এলাম বহুদুরের শ্বশুর বাড়ী।স্বামী,শ্বশুর,শ্বাশুড়ী ননদ,দেওর,ভাষুর পড়শি‌দের নিয়ে সংসার।
    সন্তান এলো,,, বড়হলো,,যারা ছিলো,,একে
    বিয়োগ হলো,,স্বামী চলে গেলে ছেলে,বৌমার সংসার। নাতি,নাতনী এলো।
    আমিও এই বার,,যাবার জন্য ঘাটে এসে পড়লাম। মন টা হু হু করেউঠলো,,সব ছিলো,,আজ কিছু নেই। যারা আছে তারা
    আমাকে বোঝা মনে করে।
    জীবনের লেনা,দেনা এই বাটেই থাকলো।
    আমার পায়ের চিহ্ন আর পড়বে না।
    কমেন্ট বক্সে লিখে রাখ লাম,,যদি কোনদিন ,আমার পরিচিত জন দেখতে পায়,,,
    আমার বেদনা--হতাশা--তখন মনে করবে।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    শম্পা চক্রবর্তী স্বামী শম্ভু চরণ চক্রবর্তী।
    গাইঘাটা ,,গোবরডাঙ্গা,,২৪ পরগনা (উঃ)।।
    🙏🙏জয়গুরু🙏🙏

  • @pratimaaich2327
    @pratimaaich2327 4 года назад +167

    যতবার শুনি ততবারই মনটা উদাস হয়ে যায় তবু যেন মন ভরে না...

    • @sarajannat6023
      @sarajannat6023 3 года назад +2

      তাহোলে আর শোনার দরকার নাই

    • @asmitaroy4974
      @asmitaroy4974 3 года назад +1

      আমারো

    • @biswajitdebbarman2625
      @biswajitdebbarman2625 3 года назад +1

      Alo er arundhati holme choudhury er gan gulo just amazing

    • @Bhromansathi510
      @Bhromansathi510 2 года назад +1

      মন ভরে কাঁদি, যখনই শুনি যে অবস্থায় শুনি, এই গান শুনলে একটাই অবস্থা তৈরি হয়

    • @luckydutta5855
      @luckydutta5855 2 года назад

      Tik

  • @Mahi-mo5lz
    @Mahi-mo5lz 2 года назад +12

    রবীন্দ্রনাথ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু তার অসাধারণ গান রেখে গেলেন।

    • @subrotamondalsubrota7401
      @subrotamondalsubrota7401 2 года назад

      #priyo_pochondo এই লেখায় ক্লিক করুন এবং অনেক সুন্দর সুন্দর গান পান 🙏চ্যানেলটিকে subcribe করে দেবেন 🙏

    • @subrotamondalsubrota7401
      @subrotamondalsubrota7401 2 года назад

      #priyo_pochondo এই লেখায় ক্লিক করুন এবং অনেক সুন্দর সুন্দর গান পান 🙏চ্যানেলটিকে subcribe করে দেবেন 🙏

  • @swagatanayak1584
    @swagatanayak1584 3 года назад +19

    সর্বকালের সেরা সাহিত্যিক,নাট্যকার, কবি ও গীতিকার.... কাব্য, গল্প, নাটক, উপন্যাস, সঙ্গীত সবেতেই তিনি শ্রেষত্বের দাবী রাখেন।

  • @bandanasaha1228
    @bandanasaha1228 8 месяцев назад +2

    আমার খুব পছন্দের গান। তাই রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে শুনলাম । নতুন করে ভীষণ ভালো লাগল।

  • @anuvasahoo3510
    @anuvasahoo3510 4 года назад +104

    এমন অনুভূতি বাঙালি রবীন্দ্রনাথের কাছেই শিখেছে।🥇

  • @Poetic_Perspectives
    @Poetic_Perspectives 10 месяцев назад +8

    বারবার এই গানটা শুনলে মনে হয় আমিও যদি হারিয়ে যাই এই পৃথিবী থেকে।
    তাহলে কি !
    চোখের সামনে কিছু ফ্রেম ভেসে উঠে আফসোসের। জীবনে অনেক ওঠানামা হয়েছে, অনেকে মানুষের আগমন ঘটেছে জীবনে, তাদের মধ্যে কেউ কেউ থেকে গেছে, আবার কেউ কেউ শুধুমাত্র রয়ে গেছে সৃতিতে। কখনো চারদিনের কোন পরিচিত ব্যক্তি ও আপন হয়ে উঠেছে, আবার কখনো বা চার বছরের কোন পুরনো বন্ধু ও পর হয়ে উঠেছে।
    এযাবৎকাল ধরে তো আসলে অনেক কিছুই করবো করবো করেও আর করা হয়ে উঠেনি! হয়তো কোথাও যাওয়ার ছিল, কিংবা কারোর আসার। হয়তো কিছু বলার ছিল, কিংবা কিছু শোনার। হয়তো কাউকে জড়িয়ে ধরে কাঁদার ছিল, কিংবা খানিক হাসার,হয়তো কোন ভুল বোঝাবুঝি মেটানোর ছিল, হয়তোবা কারো কাছে ক্ষমা চাওয়ার ছিল, এরকম শত শত অপূর্ণ ইচ্ছে, আফসোস হয়ে ভাসতে থাকে চোখের সামনে। আমি কেবল একটা শব্দ I AM SORRY ছুড়ে দিতে পরি তাদের দিকে। কারণ এছাড়া আর আমার কাছে দেয়ার মত কিছুই নেই।
    নিজের অজান্তেই হয়তো কারোর মন ভেঙেছি, হয়তোবা ভেঙেছি কোন বন্ধুর বিশ্বাস!
    আমি ক্ষমাপ্রার্থী 🙏🏻🍂

  • @sampaghatak9231
    @sampaghatak9231 3 года назад +41

    একবার নয় শতাধিক বার শুনলেও মনে হবে নতুন করে শুনছি ।হৃদয় স্পর্শ করা গান ।

  • @sushamadey9041
    @sushamadey9041 2 года назад +9

    কবির সব সৃষ্টিই অনবদ্য ❤️ এই গান যতবার শুনি ততবারই চোখের জল ধরে রাখতে পারিনা ।।

  • @debasisbiswas986
    @debasisbiswas986 3 года назад +53

    গানের কথাগুলো আমাদের জীবন টাকে মূল্যায়ন করেছে যথাযথ। আহা কি স্বাদ আস্বাদন করলাম! আমৃত্যু পর্যন্ত স্মরণ হয়ে থাকবে। 🌼🌱

  • @priyankabiswas773
    @priyankabiswas773 3 года назад +15

    এই গানটা শুধু গান নয় জীবনের আর একটা মানে খুঁজে পাই ভীষণ কষ্ট হয়।

  • @himanidhar4142
    @himanidhar4142 4 года назад +98

    বার বার শুনেও মন চায় আবার শুনি। প্রণাম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

  • @MethelaAkter123
    @MethelaAkter123 Месяц назад +3

    এই গান টা যতবারই শুনি ততবারই হৃদয় স্পর্শ করে 😌❤️

  • @riyamondalofficial8895
    @riyamondalofficial8895 3 года назад +75

    চোখের জল ধরে রাখতে পারলাম না। অশ্রুধারা অঝোরে বয়ে গেল।।

    • @sarajannat6023
      @sarajannat6023 3 года назад +2

      😆🥴তাহলে আর শুইনেন না।।।😪

    • @bangtansarmy8987
      @bangtansarmy8987 3 года назад +1

      @@sarajannat6023 Ata moja korar moto kono kotha noi.. emotions na bujhle kichu bolben na plz...sadhe manush sad song sunte ase na..🙏

    • @sarajannat6023
      @sarajannat6023 3 года назад

      @@bangtansarmy8987 I am sorry mam

    • @bangtansarmy8987
      @bangtansarmy8987 3 года назад

      @@sarajannat6023 It's okay...ami aktu besi tei react kore feli..plz don't mind..

  • @mrinalkantisarkar6694
    @mrinalkantisarkar6694 2 года назад +1

    অসাধারণ লেখনী । গুরুদেবের চরণে প্রণাম । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া এই গান কারো পক্ষে লেখা সম্ভব নয়।অসাধারণ ।

  • @debasisbiswas986
    @debasisbiswas986 4 года назад +66

    এই গান শুনলে শরীরে শিহরণ জাগে। বাস্তব মুখী, ধুব্র সত্য, কাল জয়ী গান 🌼❤

  • @janhyabikarmakar6290
    @janhyabikarmakar6290 9 месяцев назад +3

    গান টা যতবার শুনি ততবারই নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু বেয়ে আসে কেন জানি না 🍂✨

  • @jhumapramanik8423
    @jhumapramanik8423 4 года назад +174

    মর্মস্পর্শী এই গান। মন টা একটা অজানা কষ্টে মোছড় দিয়ে যায়। সারা শরীরে এক কম্পন সৃষ্টি করে।গায়ের সব লোম খাড়া হয়ে যায়। 😭😭

  • @freefiregamer4805
    @freefiregamer4805 2 года назад +2

    গানটি অনেক বার শুনেছি শোনার পর মনটা এত উদাস হয়ে যায় যে কখনো কমেন্ট করা হয়নি' দুনিয়া যত বদলাকনা কেন এই বাংলা গান চিরসত্য হয়ে জল জল করবে

  • @srvlog4905
    @srvlog4905 3 года назад +118

    আজ 16 বছর বয়সে গানটি শুনে কমেন্ট করে রেখে গেলাম ।যখন 60 বছর বয়স হবে তখন দেখবো কত নতুন নতুন প্রজন্ম এই গানটি শুনেছে।ক্লান্ত দুপুরে যখন একাকী ভাবে এই গানটি শুনবে অবশ্যই আশা করি গানটির মানে বুঝতে পারবে।

    • @rklofi6401
      @rklofi6401 3 года назад +1

      Akdom thik bolechen amar sobsomoy akai gan ta sunte valo lage headphone a

    • @rexgangaming1034
      @rexgangaming1034 2 года назад +1

      60 porjonto bachbe tar kono suerity acha??
      Ei muhurto ta bacho thik vabe

  • @sayanidhara4527
    @sayanidhara4527 3 года назад +21

    এই গানটা আমাৱ খুব‌‌‌ প্ৰিয় গান কমেন্ট কৱাৱ মতো কোনো ভাষা নেই 😊👍👌🙏 আপনাদের চ্যালেন কে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏🙏

    • @nemaidas2372
      @nemaidas2372 Год назад

      এই তো সেই বাগনান এর ডান্সার 😁

    • @sayanidhara4527
      @sayanidhara4527 Год назад

      @@nemaidas2372 Apni k bolun to..!

  • @solaroid7046
    @solaroid7046 4 года назад +123

    এটাই রবীন্দ্রনাথের প্রতিভা

  • @officialjogajog4686
    @officialjogajog4686 Год назад

    এ এক চরম অনুভূতি, দুঃখের মাঝেও যে এক প্রশান্তি আছে, ভালবাসাকে বিদায় দেওয়ার বেদনার সুর। জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে স্মৃতিগুলোকে রোমন্থন করা এক স্বর্গীয় সুখ। এই সুর এই কথা চলতে থাকবে মানব সভ্যতার শেষ অবধি।

  • @adutta6271
    @adutta6271 4 года назад +99

    Memories of my Wonderful maa.....this song was one of her favourites...she sang it beautifully...Love you maa...stay in peace .🤗

  • @afjalhossain4694
    @afjalhossain4694 2 года назад +3

    যখন আমি কলেজে পড়তাম তখন গানটা খুব শুনতাম। এখন বহু বছর পার হয়ে এসে আজকে পুরোনো স্মৃতি মনে পড়লো। আসলে মানুষের জীবনে একেক বয়সে একেক পরিবর্তন হয়। তবে আগের জীবন আল্লাহর কাছে শতবার চাইলেও পাবো না।

  • @sukanyaroy4467
    @sukanyaroy4467 4 года назад +113

    আমার যখনই কস্ট হয় তখন আমি এই গান টা সুনি 💔
    আমার খুব প্রিয় একটি গান ❤️

    • @sanjudas3051
      @sanjudas3051 3 года назад +3

      Monekasto holei ai ganer khoj kori

    • @swapansarkar532
      @swapansarkar532 3 года назад +1

      গুরুদেব তোমার কালজয়ী বানী অামিও সুর দিয়ে বলি ধ্যানে যারে নাগাল নাহি পায় গান গেয়ে তার চরন ছুয়ে যায়

    • @puspitabhowmick6674
      @puspitabhowmick6674 3 года назад

      @@sanjudas3051
      ...
      Rt
      r .

    • @sapnaroy4646
      @sapnaroy4646 3 года назад +1

      Aamar baba porolok gomon koryshy Babar kota Mony porly same aye ganta shuni
      Aar kade

  • @subhashishmoitra3758
    @subhashishmoitra3758 8 месяцев назад +1

    এই গান এমন অসাধারণ গায়কীতে গেয়েছেন দিদি
    এই শেষ বয়সে এসে রোজ শোনা অভ্যেস করে ফেলেছি আর চোখের জল
    মুছতে মুছতে গানটাকে গলায় তুলেই ফেললাম।
    বাবা মা আর নিজের কথা ভাবতে ভাবতেই গানটা গাই

  • @anupbera6000
    @anupbera6000 3 года назад +13

    মনহরণকারী , হৃদয় স্পর্শী,অমর সঙ্গীত।

  • @Ananya_1
    @Ananya_1 3 года назад +4

    দারুন রবীন্দ্রনাথ আমাদের গর্ব!!!!!!!! জয় কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর !!!!!!

  • @sudipabardhan
    @sudipabardhan 3 года назад +16

    মন খারাপের দিনে এই গান গুলো আমার সঙ্গী হয়ে ওঠে

  • @kolokakoli746
    @kolokakoli746 2 года назад +1

    প্রাণের ঠাকুর গো,বাঙালী যবে থেকে বুঝতে শেখে, অনুভব করতে শেখে তবে থেকে তুমিই যে তার প্রথম আবেগ..তারপর থেকে প্রতিটা আবেগেই মিশে আছো শুধু তুমি,তোমার গান আর তোমার সুর..

  • @Indianh6c
    @Indianh6c 3 года назад +13

    এই গানটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে .গানটা শুনতে শুনতে মুহূর্তের মধ্যে অন্য জগতে চলে যায়🥀🌼

  • @hridaymondal4716
    @hridaymondal4716 2 года назад +2

    সত্যি তো কিসের এত অভিমান ,কিসের এত বড়াই একদিন এমন আসবে কেউ মনেও রাখবে না।

  • @rachanatalukdar3164
    @rachanatalukdar3164 3 года назад +7

    None of us have ever dared to consider the person who wrote the song and the one who sang the song has really touched our hearts.anyone who has not had tears in their eyes or trembling in their hair after listening to the song has not understood the real meaning of the song.

  • @KB-2604
    @KB-2604 2 года назад +11

    🥰🥰 শুনি আমি যতবার
    তোমায় মনে পড়ে ততবার🥰🥰
    আর ভবি ভুলতে কি পেরেছিলাম কখনো তোমায় ............😇

  • @kanikahalder5986
    @kanikahalder5986 2 года назад +7

    ছোটবেলায় যখন রবীন্দ্র সংগীত শুনতাম তখন কেন জানিনা গানগুলো ভালো লাগতো না,আর আজ ২০ বছর বয়সে এসে যখন আবার নতুন গান গুলো শুনছি তখন গান গুলোর মানে বুঝতে পারি আর মনে হয় গান গুলো যেনো জীবনের আসল মনে বলছে.....🎼🎧😥😌এই কথাটা বলে গেলাম কারণ যখন আমি আর থাকবো না তখন আমার এই কমেন্ট টা থেকে যাবে । ✨😌❤️রবীন্দ্র সংগীত ❤️ভালো থেকো সবাই....🙏

    • @RAMASARKAR-vi2nw
      @RAMASARKAR-vi2nw 5 месяцев назад

      Gan ta sunla moner Nana rokomer anubhuti anubhob hoye age er sathe sathe sob Lena Dena ses hoye jai sobar sathe tai rekhe jabo anek smriti ghate er kinare bose .

  • @supernasarkar-tk2ml
    @supernasarkar-tk2ml 5 месяцев назад

    মনকে তোলপাড় করে দেওয়ার মতো একটি গান,যা শুনলে জীবনের প্রতি আর কোনো মায়া কাজ করেনা। সত্যিই কাটবে দিন আজও যেমন করে দিন কাটে ,কিছু সময়ের জন্য কারো মনে পড়লেও পড়তে পারে।।

  • @d.s.kdipankar8403
    @d.s.kdipankar8403 3 года назад +3

    যন্ত্রনাময় এই পৃথিবীর ব্যাস্ত জীবনের মধ্যে ও এই টুকু শান্তির পথ হল এই গান গুলো।

  • @artwillneverdie4064
    @artwillneverdie4064 3 года назад +1

    গান টা শুনে মনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, সব রবীন্দ্র সঙ্গীত গুলোই এইরকম,এক কথায় অসাধারণ

  • @barnalighosh63
    @barnalighosh63 2 года назад +3

    যতোই গান শুনি না কেন। রবীন্দ্রসংগীত এ এক অদ্ভুত অনুভূতি আছে ❤❤।। মনটা একদম শান্ত হয়ে যায়।। ❤❤

  • @Sweetysuchi96
    @Sweetysuchi96 9 месяцев назад +2

    সবসময় এর জন্য সব থেকে প্রিয় গান❤

  • @babaipramanick7564
    @babaipramanick7564 3 года назад +3

    যখনই রবি ঠাকুরের গান শুনি নিজেকে বাঙালি বলে গর্ব বোধ করি 😌❤️ তাঁর এই সৃষ্টি যুগে যুগে তাঁকে অমর করে রাখবে।। লহ প্রণাম 🙏

  • @farzanaurmi1649
    @farzanaurmi1649 2 года назад +1

    খুব খুব প্রিয় গানের মধ্যে এটি অন্যতম। রবি ঠাকুরের গান কখনো পুরোনো হয় না। জীবনের রঙ পরিবর্তনের সাথে সাথে এই গানগুলোও কেমন যেনো ঠিক ঠিক মানিয়ে যায়, মিশে যায় পরিস্থিতির সাথে।

  • @saregamabengali
    @saregamabengali  2 года назад +3

    Let’s relive some beautiful moments of love and romance with #GaChhunyeBolchhi! Watch now: ruclips.net/video/8h0NVGJrHSg/видео.html

  • @alekhayachakraborty3701
    @alekhayachakraborty3701 Год назад +2

    Waiting for that day....দেহ মানেই যন্ত্রণা

  • @dipikadas1571
    @dipikadas1571 Год назад +5

    Ai movie ta, jata amar khub valo laga ..and .tar Proti ta song awesome 😍...tai akhono 2023 year asa ..ai song ta sunchi

  • @asimmukhopadhyay6591
    @asimmukhopadhyay6591 Год назад

    অসাধারণ,এই গানটির জবাব নেই, দিদি গানটি খুব যত্ন সহকারে গেয়েছেন ওনাকে আমার প্রনাম।

  • @angeltanusree7368
    @angeltanusree7368 3 года назад +1157

    ২০২১ সালে কারা কারা এই গানটা শুনছেন তারা লাইক দিন প্লিজ।

  • @SohelRana-xv1gf
    @SohelRana-xv1gf 4 месяца назад

    আহ কি গান উপহার দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

  • @tamasaghosh6935
    @tamasaghosh6935 2 года назад +5

    "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে"
    এই দিনটার জন্যই অপেক্ষা করে আছি😊

  • @biplopbhattacharjee8106
    @biplopbhattacharjee8106 2 года назад +1

    Rabindranath Tagore koto sundor sundor gaan Rekhe gechen tar modhe ekta.... wonderful

  • @milandey1888
    @milandey1888 4 года назад +98

    কত perspective থেকে বোঝা যায় গান গুলি.. কি উপহার দিয়ে গেলে তুমি কবিগুরু..

    • @sukumarsarkar2141
      @sukumarsarkar2141 4 года назад

      👍👍👍👍👍

    • @VIOLINAPEACE
      @VIOLINAPEACE 3 года назад

      Same song violin coverruclips.net/video/0kWQ66BNqnE/видео.html

  • @PranoySil
    @PranoySil 2 года назад +1

    রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় এমন এক গীতিকার যিনি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য গান রচনা করেছেন, জন্ম , মৃত্যু, আনন্দ , দুঃখ সব সময়ে তার গান পাশে পাবেন । ছোটবেলায় বুঝতাম না কিন্তু যত দিন যাচ্ছে গান গুলো হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। এক সময় আমি হয়তো থাকবো না কিন্তু গানটা ও কমেন্ট টা রয়ে যাবে ।😌

  • @pushpitadutta836
    @pushpitadutta836 3 года назад +5

    গানটা শুনতে শুনতে কখন যে চোখের কোনে জল চলে এসেছে বুঝতেও পারিনি।
    সত্যি কি সৃষ্টি ❤️❤️❤️❤️

  • @shreyapal5206
    @shreyapal5206 5 месяцев назад +1

    সাল টা যখন ২০৫০ হয়তো তখন আর পৃথিবী তে থাকবো না , মানুষের এত বোঝা হয়ে আর ভালো লাগে না 😊রবি ঠাকুর ছাড়া আমাদের মনের ভাব আর কে এত ভালো করে বোঝাতে পারত জানি না ❤

  • @moumitasahoo1845
    @moumitasahoo1845 4 года назад +81

    এই গান টা শুনে আমার চোখ জলে ভোরে গিয়েছে

  • @achintadolui2655
    @achintadolui2655 4 месяца назад

    অনেকদিন পরে গানটি আবার শুনলাম।কত মানুষ তাঁদের জীবনের সুখ,দুঃখ,বেদনা এই কালজয়ী গানটির মাধ্যমে প্রকাশ করেছেন।😊
    তবে গানটি আমারও বেশ প্রিয়।😊
    আমার জীবনের শেষ অধ্যায়ে আমার এই কমেন্ট আবার পড়তে আসবো।সেইদিন আমার জীবনের বাকি অধ্যায়টুকু উল্লেখ করবো।😊😊

  • @MrSujoy-uy1em
    @MrSujoy-uy1em 3 года назад +44

    তখন আমায় না-ই বা মনে রাখলে 🙂🙂
    তারার পানে চেয়ে চেয়ে,
    না-ই বা আমায় ডাকলে 😶

  • @soumitabhattacharyya6181
    @soumitabhattacharyya6181 Год назад

    রাত সাড়ে তিনটায় ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে, নিরাপদ আশ্রয় একমাত্র রবি দাদুর গান ❤️✨

  • @TriptiShomeMallick
    @TriptiShomeMallick 3 года назад +25

    চোখের জল আর ধরে রাখতে পারলাম না। আমি যখন কারো কাছ থেকে কষ্ট পাই তখন ই গান টা করি। যখন পরবেনা মোর পায়ের চিহ্ন এই বাটে। কমেনট রেখে গেলাম। কখন মরে যাই কে যানে?

    • @prasantadas5121
      @prasantadas5121 3 года назад +1

      1st e ami khama cheye nichi jadi kichu vul bole thaki, basir vag manus karo na karor kach theke kasto pay. Tar janyo morar katha bole nijeke durbol vabben na. Nijeke sakto korun r sangram karon.

    • @TriptiShomeMallick
      @TriptiShomeMallick 3 года назад

      @@prasantadas5121 apni hoyto ba thik e bolchen but ami onek abegi tai amar emon ta mone hoy.🙏🙏 vulte pari na sei din.

    • @rachanapramanik1024
      @rachanapramanik1024 3 года назад

      Kano didi tomer life a khub kosto

    • @TriptiShomeMallick
      @TriptiShomeMallick 3 года назад

      @@rachanapramanik1024 sobar jibone kishu na kishu kosto thake keu abeg ta k prokash kore keu kore na.oi rokom kishu na. Amar maa baba nei choto belay maa k harayechi.karo kach theke ektu kosto pele e emon mone hoy.r kishu na bon.

    • @rachanapramanik1024
      @rachanapramanik1024 3 года назад

      @@TriptiShomeMallick sorry di,ami bujte parchi tomer baper ta, l am really sorry, god bless you di vagoban k boli tomer life partner tomai always happy rakhuk

  • @prakritibhattacharya3696
    @prakritibhattacharya3696 11 месяцев назад

    ❤❤😢😢 অসম্ভব সুন্দর সৃষ্টি। চোখের জল ধরে রাখা যায় না। আমরা থাকবো না কিন্তু এই সৃষ্টি থেকে যাবে আজীবন।

  • @originbd8404
    @originbd8404 4 года назад +10

    অনেক ভালো লাগলো, শুভকামনা রইল

  • @debashishmondal7330
    @debashishmondal7330 Год назад

    কালজয়ী গান। এ চিরন্তন। অনুভূতি ত প্রকাশ করা যায় না। কবি প্রণাম। গর্বিত আমি বাঙালী। বাংলা আমার মাতৃভাষা। কত সহজ কথায় কত কঠিন অর্থ প্রকাশ করেছেন।

  • @ayushsau3883
    @ayushsau3883 3 года назад +15

    গানটি শুনতে শুনতে মনটা যেন কোথায় যেন হারিয়ে যায়।

  • @suvajitdasjoy8463
    @suvajitdasjoy8463 2 года назад

    ৩/৭/২২
    এক সন্ধ্যায় একাকী বসে শুনছি আর জীবনের অনেক স্মৃতি হঠাৎ চোখের কোণে জল হয়ে গড়িয়ে পড়ছে।ভিতরে কেমন যেন এক শূন্যতা,অভিমান। কবি গুরু ছাড়া আর কেউ এমন করে জীবনের হাসিকান্নার বাস্তব রূপায়ণ করতে পারেনি,আর কেউ এভাবে অনুভূতি গুলোকে কাব্য গীতিকায় রাঙিয়ে যেতে পারেনি।
    অনেক বছর পর এসে যদি কেউ দেখে লেখাটি তবে যেন মনে রাখে এই গানেই হয়তো কারো হৃদয়ের কথা গুলো লুকিয়ে ছিল,কেউ জানেনি...

  • @AkhilAlways4u
    @AkhilAlways4u 4 года назад +18

    ❤️♥️❤️যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,,,,,, (14/01/2021)

  • @riyamanna4878
    @riyamanna4878 3 года назад +2

    Jotobar suni chokhe jol ase.. osombhob sundor gan..

  • @sangitasingingbirdabcs4439
    @sangitasingingbirdabcs4439 2 года назад +2

    আজ আমার বান্ধবীর (পারমিতা সাহা) অপ্রত্যাশিত মৃত্যুতে খুবই শোকাহত আমি 😭😭😭😭😭😭😭😭😭 ওর প্রাণবন্ত কার্যকলাপ, কথাবার্তা,হাসি মজা গুলো সব স্মৃতি করে রেখে গেল আমাদের মাঝে 😭 তাকেই স্মরণ করে এই গানটি মনে করা 😭😭 ভালো রেখো ঠাকুর পারমিতা বান্ধবীকে তোমার কাছে 🙏🙏২৬/১১/২০২২ 😭😭

  • @shyamalsom1379
    @shyamalsom1379 2 года назад +2

    I became too much nostalgic when I listened your song today. I could well remember when I was in Agartala. We arranged one cultural function at our local Club Sibnagar near to our MBB College. We selected you as the first Singer that perhaps helped you start your journey reaching out to a greater heights even outside your place of domicile ie Agartala. Date is long long back possibly 1962 onwards. Incidentally I joined SBI in1968 and transferred to Kolkata (Calcutta) during 1975. In Kolkata I have attended some Musical Program at Rabindra Sadan where your participation was well appreciated. Incidentally, I felt painful to see you that was missing to me, having lost the liveliness I reminisced. The song you sung triggered my memories way back to those days of our initiatives arranged at our Local Club at Shibnagar, Agartala. Wish your good health.

  • @goutamskitchen9890
    @goutamskitchen9890 4 года назад +22

    মনেহয় এই গানগুলি শোনার জন্য অনেক অনেকদিন বাঁচতে হবে.

  • @Ananya_1
    @Ananya_1 3 года назад +1

    দারুন দারুন দারুন দারুন রবীন্দ্রনাথ সত্যিই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

  • @rinkudhara1217
    @rinkudhara1217 3 года назад +13

    এই গান যতো বার শুনি মনে হয় আবার শুনি।

  • @somasworld2612
    @somasworld2612 3 года назад +1

    Ei version tai legendary version. Unmatchable, ufffff gaye lom khara hoye gelo

  • @Sukanyarthakurghar
    @Sukanyarthakurghar 3 года назад +3

    প্রনাম কবিগুরু এমন অমর সৃষ্টির জন্য
    জানি না কেন যত বারই গান টা শুনি চোখে জল চলে আসে ♥✨🥀🌼

  • @rimisworld6186
    @rimisworld6186 2 года назад

    গানটা শুনতে শুনতে ই কমেন্ট করলাম।এই গানে মানুষের জীবনের চিরন্তন সত্যির কথা বলা হয়ছে। এক সময় সবই একইরকম থাকবে জেমন আগে ছিলো সুধু আমি থাকবনা। একেকটি লাইন মন ছুয়ে জায়। এমন অনুভূতি হয় জা বলে বুঝানো যায়না। চোখে জল এসে যায়। সত্যি অসাধারণ একটা গান। আমার খুব পছন্দের একটা গান। 🥰🥰🥰