খুবই সত্যি একটা ব্যাপার...... "চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়....!!!" নাহ্, কখনোই না..... কিছু স্মৃতি রয়ে যায় অমলিন। সময়টা ঠিক স্রোতের গতিতে বয়ে চলে যায়, কিন্তু সেই মাহেন্দ্রাক্ষণের রেশ আমাদের স্মৃতির পাতায় রয়ে যায়। একটা সময়ে আমরা থাকবনা, কিন্তু পুরানো সেই দিনের কথা ঠিক রয়ে যাবে।
আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤️❤️❤️ তিতাস দক্ষিন কোরিয়া থেকে।
খুই সুন্দর সময় পর করে যাচ্ছি।। যা পুরনো হয়ে যাবে, তখন হয়তো মনে পরবে এই সময় টা কে।। তাই আগে ভাগেই স্মৃতি রেখে গেলাম। প্রিয় মানুষ টা পাশেই আছে দোয়া চাই যেন এমন থাকতে পারি।
ঠিক তিরিশ বছর আগে আমাদের দুজনের রাস্তা একই দিকে ছিল। কলকাতা ছেড়েছি অনেক দিন। পাতি পুকুর শ্যামবজার ভীষণ মনে পরে। তুমি সুস্থ্য ও সুন্দর থেকো সুপর্না। ফিলাডেলফিয়া, স্টেটস।
আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤❤❤আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤❤❤আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤❤❤আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে ❤
Amar 2016,2017,2020,2021,2022,2023 mane ai bochor er kichu din khub bhalo kateche kintu akono 4mas baki ai bochorer Allah jeno ai 4mas sobai k bhalo rakhe sobar sathe sobar somporko jeno bhalo rahen .😢😢😢10.7.2023
গানটি শুনলে চিরসবুজ স্কুল জীবনের সেই সমস্ত মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে ক্লাসের ফাঁকে আড্ডা , টিফিনের পর স্কুল পলায়ন , একসঙ্গে হইহই করে স্কুলে যাওয়া-আসা ,সরস্বতি পূজোয় অঞ্জলি পর সব স্কুল স্কুল ঘুরে প্রতিমা দেখা (বিশেষ করে গার্লস স্কুলে যাওয়া ) সব মিলিয়ে একটা দুর্দান্ত স্মৃতি ❤️❤️
আমার কমেন্টের কথা হয়ত একদিন মনে হবে, জীবনের কথাগুলো আমিও শুনেছি। বিশ্ববিদ্যালয়ে কখনো আবার ফিরে এলে মনে হবে হয়ত রাত জেগে শুনা এই গানের কথা, তখন বুক ফেটে কান্না করা ছাড়া আর কীইবা করার থাকবে!
যুগ যুগ বেচে থাকুক এমন সৃতি বিজরিত গান গুলো। অনেক সৃতি ভেসে উঠলো মনের আঙিনায়। জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষ গুলো ভালো থাকুক যে যেখানে যে অবস্থায় আছে। দোয়া করি।
হয়তো আমিই একমাত্র মানুষ যে স্কুল কলেজের স্মৃতি থেকে পালিয়ে বেড়েই শুধু মাত্র সেই মানুষটিকে ভুলে থাকতে পারবো এই আশায়। হুম ভালবাসি সেই ছয় বছর আগের মতই। তার কিশোর বয়সের মুখ টা খুব মনে পরে,ইচ্ছে হয় সে যুবক বয়সে দেখতে কেমন হয়েছে!কিন্তু আজ আর অধিকার নেই । তবে আমার অনুভূতি একমাত্র আমারই,এতে কারো হাত দেওয়ার অধিকার নেই। আমি ভালবাসা মানুষের ভাল থাকায় বিশ্বাসী। ভাল থাকুক আমার ছোট বেলার ভালবাসার মানুষ তার ভালবাসার মানুষের সাথে।
তুমি চেয়েছিলে স্মৃতি তৈরি করতে যা আজীবন থেকে যাবে আমাদের সাথে, আমরা তো পারলাম না একসাথে থাকতে। তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর অনুভূতি হতো না এই গান টা শুনে।তোমায় একঝলক দেখলে সেই আগের দিনের ছোঁয়া ছোঁয়া অনুভূতি অনুভূত হয় এখনো ।এখন দুজন দুজনের শুভাকাঙ্ক্ষী মাত্র। তবে স্মৃতি সত্যই সুন্দর ভয়ংকর সুন্দর। প্রিয় তুমি না এলে বুঝতামই না যে এভাবে ও ভালোবাসা যায়। এভাবেও কারোর প্রেমে পড়া যায়।comment ta রেখে গেলাম লাইক পেলে আবার শুনে নেবো গানটা আবার হারিয়ে যাবো সেসব দিন গুলোতে।💖
স্মৃতি হিসেবে গানটায় কমেন্ট করে রেখে গেলাম। পরবর্তীতে কেউ যদি গানটা দেখে কমেন্টটা পড়ে লাইক করে তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে।গানটা যত শুনি তত ভালো লাগে। খুব মিস করি আমার বন্ধুদের। সবাই এক এখানে আজকে। আই লাভ ইউ এসএসসি ২০২৩ ব্যাস 🎉।
স্মৃতি হিসেবে গানটায় কমেন্ট করে রেখে গেলাম, পরবর্তীতে কেউ গানটা শুনতে এসে কমেন্ট টা পড়ে যদি লাইক করে যায় তাহলে আমার কাছে নোটিফিকেশন যাবে তখন আবার শুনবো, গানটার সাথে আমার বন্ধুত্বের মাঝে অনেক মিল, আমাদের ও সাত জনের একটা গ্রুপ ছিলো যা সময়ের স্রোত ধারায় আজ বিলিন হয়ে গেছে, আমরা আজ একেক জন একেক শহরে আছি, ইচ্ছা করলেও এখন আর আগের মতো এক সাথে বসে আড্ডায় মেতে উঠতে পারি না, সবাই এক জায়গা হতে চাইলেও হতে পারি না, কেউ না কেউ মিস করবেই ওই দিনটা, দোয়া করি যে যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যানি না আবার কবে সবার সাথে দেখা হবে, হয়তো আর কোনো দিন ও আর সবাই এক জায়গা হতে পারবো না 🥺এস এস সি ব্যাচ, ২০২২,,, কম্পিউটার ডিপার্টমেন্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ ❤️
খুব প্রিয় গান এটি । আমার কাছে For auld lang syne ও এই গানের আলাদা নস্টালজিয়া কাজ করে । মনে পড়ে ১৯৬৫ সালে আয়ুব খান ঢাকা টিভি'তে রবীন্দ্রসঙ্গীত ban করার অনেক দিন পরে যখন আবার রবীন্দ্রসঙ্গীত চালু হয়, তখন জাহেদুর রহিম এই গানতিই গেয়েছিলেন ।
স্যার ,,, সেই সময় গুলো খুর মিস করছেন তাইনা ?? এক সময় আমরাও হয়ত শুধু স্মৃতিতেই শৈশব-কৈশর-তারুণ্য খুঁজব । তখন হয়ত এইসব গান আর কিছু ছবি হবে স্মৃতি আগলে রাখার শেষ ভরসা ।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়। 🖤 - সৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে, তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গান টা 💚🌸
নাদিয়া আপুকে গানে দেখে খুব খুশি হলাম । তাঁর মতো গুণী অভিনেত্রী আজকালকে পাওয়া খুব দুষ্কর । নাদিয়া আপু মানুষকে ভালো মানুষ হতে শিখান, মানুষকে ভালোবাসতে শিখান, স্মার্ট ছেলে হতে শিখান, ছেলেদেরকে মেয়েদের প্রতি ভালোবাসা ও আস্থা রাখতে শিখান একমাত্র তাঁর কথা, উপদেশ ও অভিনয়ের মাধ্যমে । কে কে আমার সাথে একমত???????? লাইক দিয়ে জানিয়ে দিন 👍👍👍
গানটা আমার ভীষণ পছন্দের। যতবারই গানটি শুনি ততবারই পুরানো স্মৃতি ভেষে ওঠে চোখের সামনে। ভাগ্য আজ আমাদের দুজনকে দুজাইগায় করছে। তবে স্মৃতি সারাজীবন থেকে যাবে
গানটি হয়তো নতুন করে আবার শুনছি। কিন্তু শুনতে গিয়ে আবেকটা একই রয়ে গেলো। পুরানো দিনের কথা ভাবতেই চোখ দিয়ে দু এক ফোটা পানি গরিয়ে পড়লো। ভালো থাকিস SSC batch 2022 এর সকল বন্ধু গুলো। ভালো থেকো প্রিয় মানুষ 🥹😥💙
স্কুলের কথা খুব মনে পড়ে। কতনা সুন্দর ছিলো সেই দিন গুলো। বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্ত গুলো। কতো হাসি ঠাট্টা , বেঞ্চ বাজিয়ে গান,খেলা ধুলা,একজনের টিফিন কাড়াকাড়ি করে খাওয়া । এই গান টা সুনলে সেই দিন গুলো চোখের সামনে ভেসে ওঠে।
কমেন্টগুলো পড়ে চোখে পানি আসছে,,, সত্যিইতো একদিনতো আমরাও আলাদা হয়ে যাবো,,,, এখনকার দিনগুলো আর ফিরে পাবোনা,,,, বন্ধুদের সাতেও হয়তো অনেকদিন পরপর দেখা হবে,,, কিংবা অনেকের সাথে দেখাই হবেনা,,,,, তখন শুধু আজকের দিনগুলোর কথা ভাববো আর কাদবো,,,,, ভালো থাকুক পৃথিবীর সব বন্ধুত্ব,,,,, ❤❤❤
পুরনো সেই দিন গুলো খুব মনে পড়ছে সেই স্কুল জীবনের স্মৃতি। বান্ধবীদের সাথে কাটানো সময় গুলো। সময়ের ব্যবধানে আজ সত্যিই ছাড়াছাড়ি হয়ে গেল 🥲 আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সব দিনগুলোতে 😊 এই গান গুলো যেন ফেলে আসা দিন গুলো বেশি করে মনে করিয়ে দেয়। শৈশব যেন হাতছানি দেয় আবার 😒
Asadharon laglo... visual ta anek kichu mone koriye dilo college life er ktha...miss you Dona , kaushik..Swarup....majhe majhe khub mone hy toder ktha...valo thakis sobai.. Dona, pls R rag kore thakis na amar opor ...anek gulo din, maas,bochhor kete geche...valo thakis
ভিডিওতে যারা অভিনয় করেছেন তাঁদের কাজ তো শেষ, Producers দের কাছ থেকে Payment নিয়ে কেটে পরবে। শুধু রয়ে গেলাম আমরা যাদের নিষ্পাপ দুটো চোখের সামনে এরকম একটা ভিডিওর মাধ্যমে পুরোনো দিনের ফেলে আসা স্মৃতিগুলো টাঙ্গিয়ে শান্তশিষ্ট মনটাকে আবার চঞ্চল করে তুললো 😔
সুখের মুহুর্তগুলো কখনোই দীর্ঘ হয় না, দীর্ঘ হয় কষ্ট পাওয়া থেকে জন্ম নেয়া এক একটি রাতের। প্রতিটি সম্পর্কের অবনতির ক্ষেত্রে ব্যক্তিগত ইগোটায় সম্পর্ককে ইতির দিকে নিয়ে যায়, কিন্তু একটি চাপা দীর্ঘশ্বাস বয়ে বেড়াতে হয় আমৃত্যু। চাপা দীর্ঘশ্বাসকে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্যই হয়ত গুরু রবীন্দ্রনাথ এই অমর গানটি সৃষ্টি করেছেন। আবেগকে অন্তস্থলের শিখরে নিয়ে যেতেই বোধহয় এ গানের সৃষ্টি। আবারো প্রনাম জানাই সেই মুহুর্তগুলিকে যেই মুহুর্তে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন।
যখনই ওর শহরে যাই...... কেনো জানি না এতো বছরের আগের স্মৃতি গুলো তাজা হয়ে হৃদয়ে উঁকি দিতে থাকে.....আর তখন এই গানটি আমার নিঃসঙ্গতার সাথী হয়ে দাঁড়ায় !! ১৯৯৮ সাল ২০২৪ কে মনে করিয়ে দেয় সবকিছু 😢😢
গানটা শুনতে শুনতে অামার চাচাতো ভাই বোন এর কথা মনে পড়ে গেল । আমি আর ভাই মিলে ছাইকেলে করে আপার বাসায় জেতাম আপা কতইনা আদোর করতো। কিন্তু এগুলো শুধু অতীত। কারণ তারা না ফেরার দেশে। একজন মারা যায় ক্যানছারে আরেক জন রোড এক্সিডেন্টে।আল্লাহ তুমি তাদের জান্নাত বাসি করিয়ো আমিন।
প্রথমবার শোনার সময় বন্ধুরা সঙ্গে ছিলো। আমাদের স্কুলের সেই ৭ জনের আড্ডা ছিল তখন। এবার শোনার সময় কিছু নেই সেসব। ৭ জন ৭টা জগতে আছি। ৬ জনের ২ জনের সঙ্গে কথা না বলা আর বাকিদের আলাদা কলেজ, আলাদা সাবজেক্ট, সবাই আলাদা। আজ দেখা হলে কিরে কেমন আছিস? কোথায় যাচ্ছিস? এগুলোর পরে আর কোনো কথাই খুঁজে পাইনা। অথচ এদের সঙ্গে কথা বলে একসময় পথ শেষ হলেও কথা শেষ হতনা। আজকে ওদের পেলে একটা কথাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে.. পুরানো সেই দিনের কথা, প্রানের কথা সে কি ভোলা যায়? ভুলে গিয়েছিস তোরা? পেরেছিস তো? কিভাবে পারলি রে? সত্যি আজ যেন গানের সমস্ত লাইন মন থেকে অনুভব করতে পারছি।
গানটার মায়া কিভাবে বোঝাব জানিনা।।কোথায় আছিস তোরা বন্ধু। (SSC batch 2022) এর সকল বন্ধুদের খুব মনে পরে। মনে পরে পুরানো দিন গুলোর কথা। পরবর্তী প্রজন্ম যখন এই গান টা শুনবে, তখন তারা যাতে বুঝে আমাদের সময় গুলো তাদের মতো করেই কাটতো। তাদের জন্য এই কমেন্ট টা রেখে গেলাম
স্কুলের সেই বন্ধু-বান্ধবী আর সেই প্রথম কাজকে এত ভালোলাগা,,,, ভালোলাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা তারপর প্রেম | কতই না সুখের ছিল হারিয়ে যাওয়া সেই দিনগুলি৷ এখনও মাঝে মধ্যে চোখ বন্ধ করে ফেলে আসা স্কুলের সেই বন্ধুদের সাথে কাটানো দিনগুলি মনে পড়লে কেমন যেন বুকের ভেতরটা চিনচিন করে ওঠে ৷ এখন সবাই সবার মতো ব্যস্ত কিন্তু তাও একবার খুব বলতে ইচ্ছা করে "খুব মিস করি তোদের সাথে কাটানো সেই সুন্দর মূহূর্তগুলি " ৷ ভালো থাকুক পৃথিবীর সব বন্ধু ৷ woh din bhi kya din the 🫂💖
.....সত্যি হৃদয় ছুয়ে গেলো..... "❤❤🥰🥰🥰 পুরোনো বন্ধু গুলোর কথা মনে করিয়ে দেয়😢😢😢 So very nice song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ maan obhiman natoka ami suna cilam a song taa😊😊😊😊😊
খুবই সত্যি একটা ব্যাপার...... "চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়....!!!"
নাহ্, কখনোই না.....
কিছু স্মৃতি রয়ে যায় অমলিন।
সময়টা ঠিক স্রোতের গতিতে বয়ে চলে যায়, কিন্তু সেই মাহেন্দ্রাক্ষণের রেশ আমাদের স্মৃতির পাতায় রয়ে যায়।
একটা সময়ে আমরা থাকবনা, কিন্তু পুরানো সেই দিনের কথা ঠিক রয়ে যাবে।
পৃথিবীর প্রথম সংগীত আবিষ্কারক হয়তো জানতো না যে অতৃপ্ত হৃদয়ের খাদ্য বানাতে চলছেন।
Agreed
🌿
@@bishaldeb4486 🌿
সুন্দর অনুভব আপনার! আপনার সুকুমার বোধ আমায় আনন্দিত করলো।
Agreed
আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤️❤️❤️
তিতাস
দক্ষিন কোরিয়া থেকে।
❤❤❤
আবেগ মাখা কিছু পুরানো স্মৃতি নিয়ে গানটি শুনতে আসা । বন্ধুত্ব গুলো বেঁচে থাকুক চিরকাল ..... 🥰
হারানো বন্ধুদের জন্য সব সময় মন কাঁদে ভালো থাকুক দুনিয়ার সকল বন্ধুত্ব
I miss them valo thakuk sobai
একদম ঠিক
Akdom thik mon kharap holeo kichu korar thake na😢
Hmm bhai
একটা সময় ছিল যখন কবিগুরুর প্রেমের গানগুলো পছন্দ করতাম না। আর এখন সেগুলোই যেন আমাকে বাঁচতে সাহায্য করছে।
খুই সুন্দর সময় পর করে যাচ্ছি।। যা পুরনো হয়ে যাবে, তখন হয়তো মনে পরবে এই সময় টা কে।। তাই আগে ভাগেই স্মৃতি রেখে গেলাম। প্রিয় মানুষ টা পাশেই আছে দোয়া চাই যেন এমন থাকতে পারি।
শত শত বার শুনার পরও বার বার মনে হয়... এতো নতুনত্ব ছোয়া😢😢😢
ঠিক তিরিশ বছর আগে আমাদের দুজনের রাস্তা একই দিকে ছিল।
কলকাতা ছেড়েছি অনেক দিন। পাতি পুকুর শ্যামবজার ভীষণ মনে পরে।
তুমি সুস্থ্য ও সুন্দর থেকো সুপর্না।
ফিলাডেলফিয়া, স্টেটস।
আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤❤❤আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤❤❤আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে গিয়েছে বন্ধুদের মাঝে, সেই সময়ের কাছে। ভালবাসি শেকৃবি আজীবন ❤❤❤আজ থেকে ১৯ বছর আগে এই স্মৃতির মায়া শেকৃবি ক্যাম্পাসটা ছেড়ে এসেছি। এতোদিন পরে এসেও স্মৃতিগুলো কেমন অমলিন! প্রতিটা ক্ষনে মনে হয়েছে আমাদেরই গল্প বুঝি চলছে। ক্লাস রুম, বারান্দা, ক্যাম্পাস সবকিছু কিছুটা সময়ের জন্য হলেও নিয়ে ❤
আগে যদি জানতাম,এত আনন্দ করতাম না,যে আনন্দ গূলো এখন শূধুই চোখের জল ঝরায়। খুব মনে পড়ে ২০০৮সাল।
😭😭😭😭💔💔💔💔
2006 theke 2011 porjonto Amar sera dingulo Amar bandhobir shate, j shudhu frnd na se chilo Amar buner cheo beshi kichu
😥😥😥😥
Amar 2016,2017,2020,2021,2022,2023 mane ai bochor er kichu din khub bhalo kateche kintu akono 4mas baki ai bochorer Allah jeno ai 4mas sobai k bhalo rakhe sobar sathe sobar somporko jeno bhalo rahen .😢😢😢10.7.2023
গানটি শুনলে চিরসবুজ স্কুল জীবনের সেই সমস্ত মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে ক্লাসের ফাঁকে আড্ডা , টিফিনের পর স্কুল পলায়ন , একসঙ্গে হইহই করে স্কুলে যাওয়া-আসা ,সরস্বতি পূজোয় অঞ্জলি পর সব স্কুল স্কুল ঘুরে প্রতিমা দেখা (বিশেষ করে গার্লস স্কুলে যাওয়া ) সব মিলিয়ে একটা দুর্দান্ত স্মৃতি ❤️❤️
♥️🙏 প্রথম দেখা ৷
এমন দিনের স্মৃতি ফিরিয়ে দেওয়া গানের কথায় সাজিয়ে তোলা ছবির হাসি কান্না........ মনের মধ্যে রয়ে গেলো চির দিনের জন্য ৷♥️👍🙏🏻
আগে শুধু গান শুনতাম, আর এখন গানের প্রতি টি কথা অনুভব করি😊।
sottie tai.........
সহমত
আগে গান শুনলাম, এখন গানের প্রতিটি কথা হৃদয় দিয়ে উপলব্ধি করি❤
আমার কমেন্টের কথা হয়ত একদিন মনে হবে, জীবনের কথাগুলো আমিও শুনেছি। বিশ্ববিদ্যালয়ে কখনো আবার ফিরে এলে মনে হবে হয়ত রাত জেগে শুনা এই গানের কথা, তখন বুক ফেটে কান্না করা ছাড়া আর কীইবা করার থাকবে!
যুগ যুগ বেচে থাকুক এমন সৃতি বিজরিত গান গুলো। অনেক সৃতি ভেসে উঠলো মনের আঙিনায়। জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষ গুলো ভালো থাকুক যে যেখানে যে অবস্থায় আছে। দোয়া করি।
হয়তো আমিই একমাত্র মানুষ যে স্কুল কলেজের স্মৃতি থেকে পালিয়ে বেড়েই শুধু মাত্র সেই মানুষটিকে ভুলে থাকতে পারবো এই আশায়।
হুম ভালবাসি সেই ছয় বছর আগের মতই। তার কিশোর বয়সের মুখ টা খুব মনে পরে,ইচ্ছে হয় সে যুবক বয়সে দেখতে কেমন হয়েছে!কিন্তু আজ আর অধিকার নেই ।
তবে আমার অনুভূতি একমাত্র আমারই,এতে কারো হাত দেওয়ার অধিকার নেই।
আমি ভালবাসা মানুষের ভাল থাকায় বিশ্বাসী। ভাল থাকুক আমার ছোট বেলার ভালবাসার মানুষ তার ভালবাসার মানুষের সাথে।
Darun likhechen. Amio apnar dole, tobe amar kahini 32 bochor aager, takhon amra dujonei 18, university first year.... Sob somoy chai se bhalo thakuk... Epar bangla maane poshchimbongo theke....
সময় বদলায়, এই গানের আবেদন কখনো বদলায় না। কথাগুলো চিরন্তন, সদা বাঙ্ময়।
আজ থেকে ১০০ বছর পরেও এই গান বেঁচে থাকবে।
AKDOM THIK...
Tumi 100 bo6or bacbe tooo🤣
Ekdom thik...
Right 👍
Khub bhalo laglo 😘😘❤️❤️💜💜
হাজারো গল্পের স্মৃতি আজ শুধু কালো মোটা ফ্রেমের চশমায় বন্ধি, প্রিয় প্রাঙ্গণ প্রিয় মুখ আর কিছুটা দীর্ঘশ্বাসে এমন গানগুলো বেচে থাকুক যুগযুগ
Bhuj
গানের গল্পটা এতো সুন্দর ভাবে তুলে ধরা হল যে আমি মুগ্ধ হয়ে কয়েক দিন পর পর বার বার দেখি। ধন্যবাদ এতো সুন্দর ভাবে উপস্তাপনের জন্য।
তুমি চেয়েছিলে স্মৃতি তৈরি করতে যা আজীবন থেকে যাবে আমাদের সাথে, আমরা তো পারলাম না একসাথে থাকতে। তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর অনুভূতি হতো না এই গান টা শুনে।তোমায় একঝলক দেখলে সেই আগের দিনের ছোঁয়া ছোঁয়া অনুভূতি অনুভূত হয় এখনো ।এখন দুজন দুজনের শুভাকাঙ্ক্ষী মাত্র। তবে স্মৃতি সত্যই সুন্দর ভয়ংকর সুন্দর। প্রিয় তুমি না এলে বুঝতামই না যে এভাবে ও ভালোবাসা যায়। এভাবেও কারোর প্রেমে পড়া যায়।comment ta রেখে গেলাম লাইক পেলে আবার শুনে নেবো গানটা আবার হারিয়ে যাবো সেসব দিন গুলোতে।💖
😊
❤
Darun
😮
সময় কেবলই বাড়িয়ে দেয় দুরত্ব! বন্ধুরা ভাল থাক
এটা এমন একটা গান
যেটা সারাদিন ধরে
শুনলেও বিরক্ত বোধ হবে না❤️🩹
সত্যি বলছি পুরনো দিনের দিনগুলি অনেক আনন্দ ঘেরা ও সুন্দর মূহুর্ত ঘেরা থাকে 😊এবং কিছু প্রিয় মানুষ থাকে জীবনে।
কিছু সুন্দর অপূর্নতা কখনই পূরন হবার নয়, তার সাথে যদি যুক্ত হয় স্মৃতি তবে তা হয়ত হয়ে ওঠে অদ্ভুত সুখের কষ্টদায়ক এক অনুভূতি... 🖤🖤🖤
kotha kintu amar valo laglo....jodio onek ager comment :)
যুগের পরিবর্তন হবে কিন্তু রবীন্দ্র সংগীতের মতো আধুনিক গান কোনদিনও হবে না।। যতই দিন যাবে যতই সভ্যতা আধুনিক হবে আর এই রবীন্দ্র সংগীত ততই আধুনিক হবে
স্মৃতি হিসেবে গানটায় কমেন্ট করে রেখে গেলাম। পরবর্তীতে কেউ যদি গানটা দেখে কমেন্টটা পড়ে লাইক করে তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে।গানটা যত শুনি তত ভালো লাগে। খুব মিস করি আমার বন্ধুদের। সবাই এক এখানে আজকে। আই লাভ ইউ এসএসসি ২০২৩ ব্যাস 🎉।
অসাধারণ এক জাদু আছে এই গানটির ভিতরে, যা আমার শৈশব কে মনে করিয়ে দেয়💛❤❤❤
🥀...😢 সত্যি পুরানো সেই দিনের কথা
কেউ কখনও ভুলতে পারে না সেই দিনগুলো তো সোনালী দিন খুব মনে পড়ে এই গানটি শুনলে শৈশবের কালগুলো😞😭😭🙏🙏❤❤👌✨
অসাধারণ, এই গানটির মধ্যে অদ্ভুত সুন্দর এক মায়া জড়িয়ে আছে। যতবার শুনি ততবারই ভালো লাগে। কোথায় যেন হারিয়ে যাই।
যুগের পরে যুগ চলে যাবে...
কিন্তু এইসব গানের রেশ আজীবন থেকে যাবে নতুন প্রজন্মের কাছে(🥰🥰)
Right bro
Hmm
Natok nem ki??
স্মৃতি হিসেবে গানটায় কমেন্ট করে রেখে গেলাম, পরবর্তীতে কেউ গানটা শুনতে এসে কমেন্ট টা পড়ে যদি লাইক করে যায় তাহলে আমার কাছে নোটিফিকেশন যাবে তখন আবার শুনবো, গানটার সাথে আমার বন্ধুত্বের মাঝে অনেক মিল, আমাদের ও সাত জনের একটা গ্রুপ ছিলো যা সময়ের স্রোত ধারায় আজ বিলিন হয়ে গেছে, আমরা আজ একেক জন একেক শহরে আছি, ইচ্ছা করলেও এখন আর আগের মতো এক সাথে বসে আড্ডায় মেতে উঠতে পারি না, সবাই এক জায়গা হতে চাইলেও হতে পারি না, কেউ না কেউ মিস করবেই ওই দিনটা, দোয়া করি যে যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যানি না আবার কবে সবার সাথে দেখা হবে, হয়তো আর কোনো দিন ও আর সবাই এক জায়গা হতে পারবো না 🥺এস এস সি ব্যাচ, ২০২২,,,
কম্পিউটার ডিপার্টমেন্ট
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ ❤️
❤
সত্যি দিনগুলো আর ফিরে পাব না
আপনি এখনো শুনেন গান টা?
Ekdom thik
Auld Lang Syne সার্চ করেন ভাইয়েরা ঠাকুর সাহেব স্কোটিশ গানের সুর কপি করেছেন।😊
খুব প্রিয় গান এটি । আমার কাছে For auld lang syne ও এই গানের আলাদা নস্টালজিয়া কাজ করে । মনে পড়ে ১৯৬৫ সালে আয়ুব খান ঢাকা টিভি'তে রবীন্দ্রসঙ্গীত ban করার অনেক দিন পরে যখন আবার রবীন্দ্রসঙ্গীত চালু হয়, তখন জাহেদুর রহিম এই গানতিই গেয়েছিলেন ।
U7uu7 uuu7uuu7u77uuu
কাকা প্রনাম
ম
Beautiful song . 🥰🥰🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇😇😊😊😊😊😊😊🙂🙂🙂🙂🙂🙂🙂😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😃😃🥰🥰🥰🥰😆😚😚🥳😎
স্যার ,,, সেই সময় গুলো খুর মিস করছেন তাইনা ??
এক সময় আমরাও হয়ত শুধু স্মৃতিতেই শৈশব-কৈশর-তারুণ্য খুঁজব ।
তখন হয়ত এইসব গান আর কিছু ছবি হবে স্মৃতি আগলে রাখার শেষ ভরসা ।
2024 ase ke ke akhono ai song ta suncho?
মন ছুয়ে যাওয়ার মতো একটি গান। কি সুন্দর!সালহা খানম নাদিয়াকে বেশ লাগছে
গানটা শুনে স্কুল জীবনে চলে গেলাম, বন্ধু দের কে মিস করছি খুব,
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়। 🖤 - সৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে, তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গান টা 💚🌸
Right
ঠিক তাই,,,,,,,,,,,,,
@@mcjiniya Hmm🥰
@@nazmapanna6286 Hmm🥰
Vai porcen
সঙ্গীতের মত জিনিস আর একটিও নেই একমাত্র প্রকৃতি ছাড়া।।।আর এদের যুগলবন্দী চিরকালীন সর্বশ্রেষ্ঠ।।। আমি এদের মধ্যেই বেঁচে থাকি।।।।❤❤❤❤❤❤
নাদিয়া আপুকে গানে দেখে খুব খুশি হলাম । তাঁর মতো গুণী অভিনেত্রী আজকালকে পাওয়া খুব দুষ্কর । নাদিয়া আপু মানুষকে ভালো মানুষ হতে শিখান, মানুষকে ভালোবাসতে শিখান, স্মার্ট ছেলে হতে শিখান, ছেলেদেরকে মেয়েদের প্রতি ভালোবাসা ও আস্থা রাখতে শিখান একমাত্র তাঁর কথা, উপদেশ ও অভিনয়ের মাধ্যমে । কে কে আমার সাথে একমত???????? লাইক দিয়ে জানিয়ে দিন 👍👍👍
গানটা আমার ভীষণ পছন্দের। যতবারই গানটি শুনি ততবারই পুরানো স্মৃতি ভেষে ওঠে চোখের সামনে। ভাগ্য আজ আমাদের দুজনকে দুজাইগায় করছে। তবে স্মৃতি সারাজীবন থেকে যাবে
যত আনন্দ যত খুশি সবি লুকিয়ে রইয়াছে সেই পুরোনো দিনের স্মৃতিচারণে...কেমনে ভুলে থাকা যায়...সবি যে প্রানের মায়ায় লেপ্টে রয়েছে সবার অজানায়....🥀💚
ঠিক
😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊
Bondhu re ki vabe parle sob kicu vule jate
এই গানটা শুনলে বুকের মধ্য ব্যাথা করে,স্মৃতিগুলো বুকের মধ্যে নাড়া দেয়
চোখের জল আটকাতে পারলাম না একদম পুরো স্মৃতিবিভর হয়ে পরলাম অসাধারণ ♥️♥️♥️ Love from India 🇮🇳
The best song of Friendship day ❤️❤️❤️
The best song of Friendship day ❤️❤️❤️
খুবই সুন্দর গায়কী 💕
পুরো গল্পের সাথে বেশ মানিয়েছে গানটা, দুজনের অভিনয়ই চমৎকার ছিল ❤
গানটা এমনিতেই নষ্টালজিক, খুব প্রিয় একটা গান। ভালো লাগলো আপনাদের এই উপস্থাপন
গানটি হয়তো নতুন করে আবার শুনছি। কিন্তু শুনতে গিয়ে আবেকটা একই রয়ে গেলো। পুরানো দিনের কথা ভাবতেই চোখ দিয়ে দু এক ফোটা পানি গরিয়ে পড়লো।
ভালো থাকিস SSC batch 2022 এর সকল বন্ধু গুলো। ভালো থেকো প্রিয় মানুষ 🥹😥💙
পুরোটা অনুভব করলাম। না চাইতেও চোখ দিয়ে জল গড়ালো। ভিডিও টি গান টির পরিপূরক।
স্কুলের কথা খুব মনে পড়ে। কতনা সুন্দর ছিলো সেই দিন গুলো। বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্ত গুলো। কতো হাসি ঠাট্টা , বেঞ্চ বাজিয়ে গান,খেলা ধুলা,একজনের টিফিন কাড়াকাড়ি করে খাওয়া । এই গান টা সুনলে সেই দিন গুলো চোখের সামনে ভেসে ওঠে।
হাজার বছর পরেও এই গানটি ভাস্বর থাকবে।
কালের আবর্তনে শ্রোতা পরিবর্তন হলেও গানের আবেদন একই থাকবে।
খুব মিস করি সেই দিন গুলো খুব বেশি , দিন গুলো মনে হলে নিজের অজান্তেই চোখ পানি চলে আসে।
গান টা আসম্ভ সুন্দর যদি আমার কমেন্ট টাতে লাইক আসে তবে তার নটিফিকেশন পেয়ে আবার ও ছুটে আসব❤
কমেন্টগুলো পড়ে চোখে পানি আসছে,,, সত্যিইতো একদিনতো আমরাও আলাদা হয়ে যাবো,,,, এখনকার দিনগুলো আর ফিরে পাবোনা,,,, বন্ধুদের সাতেও হয়তো অনেকদিন পরপর দেখা হবে,,, কিংবা অনেকের সাথে দেখাই হবেনা,,,,, তখন শুধু আজকের দিনগুলোর কথা ভাববো আর কাদবো,,,,, ভালো থাকুক পৃথিবীর সব বন্ধুত্ব,,,,, ❤❤❤
ভবিষ্যতের প্রজন্মকে বলছি,
এই গানগুলো আমাদের মনের খোরাক মেটাতে সবার আগে ছিল।
বন্ধ ঘরে স্মৃতি হাতের চলা...
খুব মনে পড়ে তোর কথা। আগে বুঝতাম না, ভালো থাকিস। কোনও দিন যদি আমার কমেন্টস দেখিস,মনে করিস আমাকে।
বয়স যত বাড়ছে রবীন্দ্র সংগীতের লাইন গুলো ততো গভীর হচ্ছে
Bhai valobaca nio
ঠিক বলেছেন
@@mdabdullahshahad1663 অবশ্যই আপনিও আমার ভালোবাসা নিবেন
Akdom thik bolechen😊
P
গানের প্রতিটি লাইন স্মৃতিবিজরিত ক্যাম্পাসের মাঠে নিয়ে যায়,সকলকে স্মরন করিয়ে দেয়।
ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব।
এটাই চিরন্তন সত্যি যে, মানুষ প্রকৃতপক্ষে বাঁচে স্মৃতিতে, জীবনে নয়।
❤️❤️
Ei gan gulo sunle mon valo hoye jay ❤❤❤
পুরনো সেই দিন গুলো খুব মনে পড়ছে সেই স্কুল জীবনের স্মৃতি। বান্ধবীদের সাথে কাটানো সময় গুলো। সময়ের ব্যবধানে আজ সত্যিই ছাড়াছাড়ি হয়ে গেল 🥲 আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সব দিনগুলোতে 😊 এই গান গুলো যেন ফেলে আসা দিন গুলো বেশি করে মনে করিয়ে দেয়। শৈশব যেন হাতছানি দেয় আবার 😒
❤️❤️
Asadharon laglo... visual ta anek kichu mone koriye dilo college life er ktha...miss you Dona , kaushik..Swarup....majhe majhe khub mone hy toder ktha...valo thakis sobai..
Dona, pls R rag kore thakis na amar opor ...anek gulo din, maas,bochhor kete geche...valo thakis
এখনো সেই পুরনো স্মৃতি গুলো সামনে পড়লে বুক চিন করে উঠে, আর থমকে থাকি।
সত্যি বলতে হৃদয় ছুঁয়ে গেলো। গানটা শুনে পুরনো দিনের অনেক কথা মনে পরে গেলো।😌😌😌 Thanks a lot seylon tea for give us this song♥️♥️♥️
শুনতেও দারুণ লাগছে,দেখতেও দারুণ লাগছে!অসম্ভব সুন্দর
মন ছুয়ে যাওয়া একটি গান
ভিডিওতে যারা অভিনয় করেছেন তাঁদের কাজ তো শেষ, Producers দের কাছ থেকে Payment নিয়ে কেটে পরবে। শুধু রয়ে গেলাম আমরা যাদের নিষ্পাপ দুটো চোখের সামনে এরকম একটা ভিডিওর মাধ্যমে পুরোনো দিনের ফেলে আসা স্মৃতিগুলো টাঙ্গিয়ে শান্তশিষ্ট মনটাকে আবার চঞ্চল করে তুললো 😔
কিছু কিছু গান আছে,
যা কখনো পুরনো হয় না।
হৃদয় থেকে কখনো মুছে যায় না।
তার মধ্য এ গানটি অন্যতম।
গানটা শুনে সেই স্কুল ক্যাম্পাসে চলে গেল হৃদয় সেই মুহুর্ত টা ফিল করছি 😘
অপূর্ব পরিবেশনা। ধন্যবাদ জানাই Seylon Tea youtube channel কে এইরকম একটা গান উপহার দেওয়ার জন্য। শিল্পীকেও জানাই অভিনন্দন ও শুভেচ্ছা
সুখের মুহুর্তগুলো কখনোই দীর্ঘ হয় না, দীর্ঘ হয় কষ্ট পাওয়া থেকে জন্ম নেয়া এক একটি রাতের। প্রতিটি সম্পর্কের অবনতির ক্ষেত্রে ব্যক্তিগত ইগোটায় সম্পর্ককে ইতির দিকে নিয়ে যায়, কিন্তু একটি চাপা দীর্ঘশ্বাস বয়ে বেড়াতে হয় আমৃত্যু। চাপা দীর্ঘশ্বাসকে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্যই হয়ত গুরু রবীন্দ্রনাথ এই অমর গানটি সৃষ্টি করেছেন। আবেগকে অন্তস্থলের শিখরে নিয়ে যেতেই বোধহয় এ গানের সৃষ্টি।
আবারো প্রনাম জানাই সেই মুহুর্তগুলিকে যেই মুহুর্তে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন।
কে চোখের পানি ধরে রাখতে পেরেছে এটার পর......?
যে পাড়ে মনে হয় না সে বন্ধুত্বের মানে বোঝে🥺😭
যখনই ওর শহরে যাই...... কেনো জানি না এতো বছরের আগের স্মৃতি গুলো তাজা হয়ে হৃদয়ে উঁকি দিতে থাকে.....আর তখন এই গানটি আমার নিঃসঙ্গতার সাথী হয়ে দাঁড়ায় !! ১৯৯৮ সাল ২০২৪ কে মনে করিয়ে দেয় সবকিছু 😢😢
আমরা শুধু চেষ্টা করে যাই কিন্তু, পুরোনো দিনের কথা কখনো ভোলা যায়না। 😔
যুগ যুগ ধরে মানুষ শুনতে আসবেন💚 স্মৃতিরেখে গেলাম ❤🥀
আহা! কলিজায় গিয়ে লাগলো। সেই মধুর স্মৃতিগুলো মনে পড়ে গেলো।
পুরানো সেই দিনের কথা ,,, সত্যি ভুলা যাবে না। প্রিয়তম সেই চোখের দেখা, প্রানের কথা 💖
গানটা শুনতে শুনতে অামার চাচাতো ভাই বোন এর কথা মনে পড়ে গেল । আমি আর ভাই মিলে ছাইকেলে করে আপার বাসায় জেতাম আপা কতইনা আদোর করতো। কিন্তু এগুলো শুধু অতীত। কারণ তারা না ফেরার দেশে। একজন মারা যায় ক্যানছারে আরেক জন রোড এক্সিডেন্টে।আল্লাহ তুমি তাদের জান্নাত বাসি করিয়ো আমিন।
আয় আরেকটিবার আয়রে শখা, প্রানের মাঝে আয় মোরা সুখে দুখের কথা কবো প্রান জুড়াবে আয় ❤️❤️
এত প্রিয় একটি গান । যতবার যতরকম ভাবে শুনি ততবারই নতুন মনে হয় । ধন্যবাদ আপনাদের ।
পুরানো সেই দিনের কথা আমার আবারো মনেপরে
গেল 😮😊❤❤❤❤❤
কোনো একদিন আমরাও "সাবেক" হয়ে যাবো। শেকৃবিকে এভাবে মিস করবো।
প্রথমবার শোনার সময় বন্ধুরা সঙ্গে ছিলো। আমাদের স্কুলের সেই ৭ জনের আড্ডা ছিল তখন। এবার শোনার সময় কিছু নেই সেসব। ৭ জন ৭টা জগতে আছি। ৬ জনের ২ জনের সঙ্গে কথা না বলা আর বাকিদের আলাদা কলেজ, আলাদা সাবজেক্ট, সবাই আলাদা। আজ দেখা হলে কিরে কেমন আছিস? কোথায় যাচ্ছিস? এগুলোর পরে আর কোনো কথাই খুঁজে পাইনা। অথচ এদের সঙ্গে কথা বলে একসময় পথ শেষ হলেও কথা শেষ হতনা।
আজকে ওদের পেলে একটা কথাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে.. পুরানো সেই দিনের কথা, প্রানের কথা সে কি ভোলা যায়? ভুলে গিয়েছিস তোরা? পেরেছিস তো? কিভাবে পারলি রে?
সত্যি আজ যেন গানের সমস্ত লাইন মন থেকে অনুভব করতে পারছি।
আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ শুটিং করা। গানটাও অসাধারণ হয়েছে ♥
আবার মনে হলো সেই পরনো সকুলের কথা ছোট বেলার কথা,,, আর কান্নায় ভরা যায়
অনবদ্য উপহার.. বন্ধুত্ব দিবসে... ❣️❣️
Thank u Seylon Tea for presenting such a beautiful song....A listener from Chennai,, South India.
স্টুডেন্ট লাইফের কথা মনে পরে গেলো... কতো স্মৃতি...
অনেক পছন্দের একটা গান । গানটা শুনে পুরানো দিনের কথা মনে পড়ে গেলো 💖
অসাধারণ গান। বিশ্ববিদ্যালয়ের শেষ দিনগুলোর কথা মনে পড়ে যায়।
গানটার মায়া কিভাবে বোঝাব জানিনা।।কোথায় আছিস তোরা বন্ধু। (SSC batch 2022) এর সকল বন্ধুদের খুব মনে পরে। মনে পরে পুরানো দিন গুলোর কথা। পরবর্তী প্রজন্ম যখন এই গান টা শুনবে, তখন তারা যাতে বুঝে আমাদের সময় গুলো তাদের মতো করেই কাটতো। তাদের জন্য এই কমেন্ট টা রেখে গেলাম
স্কুলের সেই বন্ধু-বান্ধবী আর সেই প্রথম কাজকে এত ভালোলাগা,,,, ভালোলাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা তারপর প্রেম | কতই না সুখের ছিল হারিয়ে যাওয়া সেই দিনগুলি৷ এখনও মাঝে মধ্যে চোখ বন্ধ করে ফেলে আসা স্কুলের সেই বন্ধুদের সাথে কাটানো দিনগুলি মনে পড়লে কেমন যেন বুকের ভেতরটা চিনচিন করে ওঠে ৷ এখন সবাই সবার মতো ব্যস্ত কিন্তু তাও একবার খুব বলতে ইচ্ছা করে "খুব মিস করি তোদের সাথে কাটানো সেই সুন্দর মূহূর্তগুলি " ৷ ভালো থাকুক পৃথিবীর সব বন্ধু ৷ woh din bhi kya din the 🫂💖
অসাধারণ, খুব প্রিয় গান নতুন ভাবে সাজিয়ে উপহার দেওয়ার জন্য সিলন কে এক রাশ শিউলি শুভেচ্ছা 💗
Simple .......
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
এই গানগুলো চির নতুন চির তরুণ হয়ে থাকবে দশকের পর দশক ❤️❤️
2050 সালের জন্য কমেন্ট করে গেলাম। যাতে পরের প্রজন্ম জানতে পারে এগুলো শুধু গান নয়, এগুলো ইমোশন😭😭মন ছুয়ে যায়.
দারুণ! অসাধারণ লাগলো। একদম ছুঁয়ে গেছে গহীন থেকে আরো গহীনে। মায়ার অনুভূতিতে মন কেমন করা একটা সুতীব্র হাহাকার আবার এতোদিন পর যেন সম্বিৎ ফিরে পেল।
আসলেই স্মৃতি ভুলা যায় না..😊🥀
এই গানটাতে যে কি লুকিয়ে আছে খুজে পাই নাহ💛💙💛
অতীতে হারিয়ে যায়❤️
পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়...!😇😇
ভালোবাসার পুরোনো স্মৃতি কখনোই ভোলা যায় না🙂
.....সত্যি হৃদয় ছুয়ে গেলো..... "❤❤🥰🥰🥰 পুরোনো বন্ধু গুলোর কথা মনে করিয়ে দেয়😢😢😢
So very nice song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ maan obhiman natoka ami suna cilam a song taa😊😊😊😊😊
এতো এতো সুন্দর হইছে বলে বুঝানো যাবেনা❤️❤️
এত্তো সুন্দর।🌈
কেন যানি বন্ধু বান্ধব নিয়ে কোনো ভিডিয়ো দেখলেই পাগল হয়ে যাই।