"আমি হলাম সেই কাঠামো, যে একটা আত্মা, মাংস , পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে,, আমি দূর্ভিক্ষের চেয়ে তীব্র।" চিরচেনা হতাশা, দুঃখগুলোকে এই সুর অন্যরকমভাবে গাঁথুনি দিয়ে গেঁথে রাখে। বিধ্বংস হৃদয়ের গভীর থেকে আর্টসেল প্রতি রইল শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসা।
যখন আমি এই সুরটি শুনেছিলাম তখন আমার বয়স ছিল 21 বছর,,,আজ আমার বয়স 31 বছর,,মাঝের এই 10 বছরে আমার লাইফে কি কি ঘটেছে সব মনে পরে গেলো।।।স্মৃতি রেখে গেলাম,,আজ থেকে 50 বছর পর যখন শুনবো তখন আমার লাইফে ঘটে যাওয়া স্মৃতি গুলো মনে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি যেন❤❤❤❤
আমার বয়স এখন ২৪, ২০১৫ সালে যখন প্রথম শুনি আমার হৃদয়ে গেতে গেছিল, ৭+ বছর পেরিয়ে গেল এখন ও সেই আগের মতোই নতুন, যখন শুনি শরীরের লোম দাড়িয়ে যায়, যতদিন বেচে থাকবো সবসময় শুনবো, আমি মনে করি এমন আর ২য় টা আসবেনা এইটাই প্রথম এটাই শেষ, এক কথায় অসাধারণ লাভ ইউ আর্টসেল 💙
I am a mariner.During my voyage each and every night i used to listen this music.I feel it with headphone in full volume ,specially during the time of moonlit night from middle of the deep blue sea.... Thanks Bhaktiar vai for covering such kind of great flute music....
জীবনে ব্যর্থতা পুরনো স্রিতি ক্লান্ত শরীর নিয়ে রাতে অন্ধকার রুমে চোখ বন্ধ করে এই বাশিঁর সুর শুনলে বিথরে এক অন্য ধরনের অনুভতি কাজ করে🙂 love you artcell🤞❤️
ভালোবাসার মানুষকে বিয়ে করা সবার ভাগ্যে থাকে না। প্রচন্ড কস্ট বুকে গেথে রেখে পরিবারের চাপে অন্য কোথাও বিয়ে করে হাসি মুখে শুধুমাত্র পরিবারের জন্য সারাটা জীবন মিথ্যা অভিনয় করে কাটিয়ে দিয়েই বেচে আছে হাজারো মানুষ। খুবই অদ্ভুত এই দুনিয়া। ❤
আমার কাছে ভালোবেসে বিয়ে টা জরুরি নয় জরুরি হলো একটা ভালো মানুষের আমি ভালোবেসে বিয়ে করেছি এখন আমি তাকে মনে প্রানে অভিশাপ দিই এতটা ঘৃনা করি হা তার সাথে সংসার করবো এক জীবনে আর কয়টা বিয়ে করা যায়,তবে আমি আল্লাহর কাছে বলি শত্রু দুশমনেরও যেন এমন স্বামী না জোটে এটা এক প্রকারের আল্লাহর পক্ষ থেকে আজাব আমার জন্য নয় একটা ভালো মানুষ তো জুটতপ পারতো নসীবে নিশ্চয়ই বড় পাপা করেছি যার শাস্তি এভাবে দিসে
Bangla gaan shudhu matro Bangladeshi musician Deri suni ami ei jonne... Ar Bakhtiar vaiya akta genius... Khub sundor.. From a fellow Bengali of Kolkata, India...
"কালজয়ী" মনে হয় একেই বলে...কৈশোর, তারুণ্য, মধ্য জীবন...যখন ই শুনেছি, কখন ও পুরানো হয় না...আমি একদিন থাকব না, কিন্তু আরও শত বছর হয়তো এই সুর বেঁচে থাকবে...
আপনার এই কাভারটা দেখেই আমি বাঁশি বাজানো শেখা শুরু করি ( অনেকদিন আগে শুরু করে না পেরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই ভিডিও দেখে মনে হল আমাকে শিখতেই হবে যেভাবেই হোক) । কালকে আমি পুরোপুরি এটা তুললাম, বাঁশিতে আমার তোলা প্রথম সুর :) । Your creation was this much beautiful :) Best wishes for you.
হয়তো আমি কোনো কবি না। এবং কবি হওয়ার কোনো আগ্রহও নাই। কিন্তু যখন এই মিউজিক গোলো শুনি তখন নিজেকে কিছুটা হলেও কবি মনে হয়। তখন নিজের আবেগ গুলো কবিতার মতই প্রকাশ করতে ইচ্ছে করে। ভালো থাকুক তারাই যারা মিথ্যা হাসি দিয়েও বলতে পারে সব কিছুই ঠিক আছে, আর আমি ভালো আছি😅😅
ভাই কিছু বলতে পারছি না। আসলে বলার যোগ্যতা নেই। যখন শুনছিলাম মনে হচ্ছিল বুঝি আকাশে উড়ে বেড়াচ্ছি আর সুরগুলো মেঘ হয়ে আলতো করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আপনার জন্যে মনের গভীর থেকে শুভকামনা রইল। অনেক বড় প্লাটফর্মে দেখতে চাই আপনাকে
আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু পরের প্রজন্ম বারবার এই সুর শুনতে আসবে। তারা এটাও জানবে যে এই সুরটা আমার বা আমাদের কত প্রিয় ছিল! ❤️💚 Such a piece of a creation! 😍
আজ বখতিয়ার ভাইয়ের একমাত্র আদুরে সন্তান রঙ মাত্র ৮ মাস বয়সে আমাদের না ছেড়ে চলে গেল। একজন বাবার জন্য সবচেয়ে কষ্টকর বিষয়টি হচ্ছে পুত্রের লাশ হাতে ছোয়া।আর এই কষ্টকর বিষয়টি বখতিয়ার ভাই থেকে ফিল করতে হয়েছে এটি মনে করে উঠলেও খুব খারাপ লেগে উঠে। আল্লাহ রঙ এর আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। -আমিন
অনিকেত প্রান্তর একটি ভালো লাগার গান, ভালোবাসার গান.... সেই ২০০৯ সাল থেকে শুনছি! কিন্তু বিরক্ত লাগে যখন দেখি শ্রোতারা এমন ম্যা ম্যা শুরু করে, যেন অনিকেত প্রান্তর শুনে খুব মহান কাজ করে ফেলতেছে, খুব অসাধারন কাজ করে ফেলতেছে ! ভাই, এইটা একটা অসাধারণ গান, কিন্তু এটা শুনে নিজেরে এত অসাধারণ ভাবার কিছুই নাই
great man.mon ta anando pelo khub..ami kolkatai thaki..borabori bangladeshi musician der proti amr shrodha thake..tomai selam janai bhai jan..duto manchitro na anka hole hyto tomader live dekhtam...\m/..
Regardz n Respect Bakhtiar Bhaiya from Bengaluru,India....would love 2 attend u live someday,somewhere whether itz in Kolkata or Dhaka...anywayz love n support from Indian brotherzzz...valo theko..\m/
He is the boy from Chittagong❤এবং তার ব্যান্ড "Bay of Bengal" ও চট্টগ্রামের। চট্টগ্রামের অধিকাংশ ছাত্ররাই আজ বাঁশি বাজানোর দিকে ছুটছে,আর তাদের অনুপ্রেরণা হচ্ছে বখতিয়ার ভাই।পার্ক,উদ্যান,খোলা মাঠ,ক্যাম্পাস, সি আর বি হিল ইত্যাদি জায়গায় অনেক যুবকদের দেখবেন এভাবে সুরের আসর নিয়ে বসে। কয়েকজনের সাথে পরিচয় যাদেরকে দেখলাম বাঁশি,গিটার নিয়ে গোল হয়ে সবাই বসে বাজাচ্ছে।তাদের সাথে কথা বলে বুজলাম তাদের অন্যতম আইকন হচ্ছেন বখতিয়ার ভাই।❤উনি আজীবন আমাদের চট্টগ্রামবাসীর অন্তরে থাকবেন।
আমি বড্ড অবাক হচ্ছি , যে তোমাদের এই শহরে মানুষ এখনো প্রেমে পড়ে ! এখনো একে অপরকে ভালবাসতে চাই , ওরা হয়তো জানে না এই শহর জাদুর শহর ! লিখে রাখো - আজ দুপুরে যে মেয়ে টা তোমার জন্য ঠোঁটে লিবিষ্টিক দিয়ে , বিকেলে বাদাম খাওয়াচ্ছে তোমায় , হ্যাঁ এই মেয়েটাই পর-শু বিকেলে অন্য করো জন্য বউ সেজে অপেক্ষায় থাকবে সন্ধায় । তোমাদের এই শহরে প্রেমিক - প্রেমিকাকে কেন্দ্র করে যত পাপ । প্রেম পচে দুর্গন্ধ হইয়েছে আজ পুরো শহর । এজন্যই বোধহয় আশিক দেওয়ানা বলেছিলেন পৃথিবী ঘিরে রয়েছে প্রেম , তবে প্রেমের নেই কোনো মর্যাদা । প্রেম যে এখন শুধুই অসহায় 🫀😅💔
গতকাল সকালটা আমার দেখা one of the best সকাল ছিল। ঝুম বৃষ্টি, সকাল ৮ টা, অথছ মনে হচ্ছিলো রাত ৮ টা! I played this music then and felt the rain.. I can't express how heavenly, how perfect it was! I couldn't hold my tears. I don't know u bro..but whoever u r, best wishes for u..অনেক ভালো থাকবেন। :)
ইউটিউবে জিবনের প্রথম কমেন্টটা করতে বাধ্য করলো😇😇😇😇😇 (7/1/2020) আল্লাহ যদি হায়াত রাখেন বৃদ্ধ বয়সে শুনতে এসে নিজের কমেন্টা চোখে পড়লে এই সময়টার কথা মনে পড়বে ভালোবাসি❤
দুই বছর আগে দু:সহ রাত জাগার দিনগুলিতে শুনতাম আর সিগারেট পোড়াতাম। বুকের কষ্টগুলি কিছুটা লাঘবের চেষ্ঠায়। সেই দিনগুলি ছিল দু:সহ, অনিশ্চিত, কঠিন এবং যন্ত্রণার। আজ এই সময়ে এসে এক মিঠে বিকেল রোদ্দুরে আবার শুনছি। অনেক কিছু পরিবর্তন হয়েছে। হয়তো আমার মতো কোন রাতজাগা তরুণ এখনো শুনছে আর সিগারেট পোড়াচ্ছে। জীবন এইভাবে চলে যাবে। কিন্তুু অনুভুতিগুলো অভিন্নই থাকবে। ভালোবাসা রইলো।
আহা কি সুন্দর বাঁশির সুর। বার বার শুনতে ইচ্ছা করে। অনিকেত প্রান্তর তুমি আজীবনের জন্য ভালো লাগা হিসেবে থাকা যায়। আমি অন্য কাউকে এতে জায়গা দিবোনা। বখতিয়ার ভাই ভালোবাসা।🥰❤
মা চলে গেছে মাস ছয়েক আগে। আমি জানি না এই বাশীর সুরে কি আছে যে যখনই আমি এটা শুনি আমার চোখ বন্ধ হয়ে আসে এবং আমার মায়ের স্মৃতিরগুলো চোখের সামনে আরও স্পষ্ট হয়ে উঠে। 🙂❣️
ভাই এই সুরটা আমি দীর্ঘ চার বছর ধরে খুজতাছি এই সুর টা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে ভাই দেখতাছি কিন্তু অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি আজ হঠাৎ করে পেলাম আপনার প্রতি অসংখ্য ভালোবাসা রইলো❤❤❤❤❤❤❤
Bakhtiar Hossain, I didn't even heard of you before half an hour.. But you are one of my favorite artist now.. Seriously. This is an excellent piece of art.. I wish you continued it for 16 minutes.. :/ বাইরে বৃষ্টি হচ্ছে- অলস দুপুর... আর এটা শুনে মনের একদম ভেতর থেকেও একটা অন্ধকার শীতের মাঝরাতে হুট করে নামা নিঃসঙ্গ হিমশীতল রিনরিনে বৃষ্টির মত একরাশ অন্ধকার আবেগ এসে ধাক্কা দিয়ে যাচ্ছে- প্রত্যেকবার... ঠান্ডা হয়ে গেল সবকিছু... একদম ঠান্ডা... আর স্যাঁতস্যাঁতে।
৪ বছর যাবত শুনছি বাঁশির সুর টা তার পর ও যত বার শুনি নতুন মনে হয় সুরের মাঝে প্রিয় মানুষকে খুঁজে বেড়াই জানি সে আর আসবে না কারন সে এখন অন্য কারো আমি দিনে এক বার এর জন্য হলেও এটা শুনি হয়তো জীবন এর শেষ দিনেও শুনবো ভাবছিলাম কিছু বলবো না কিন্তু আজ অনেক বলে ফেললাম
I listend to this masterpiece over and over... there was slightly cloudy night sky and this music in my ear.. it made me cry. I don't know why but it moved me to tears. Thank you vaiya for this masterpiece ❤
"আমি হলাম সেই কাঠামো, যে একটা আত্মা, মাংস , পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে,, আমি দূর্ভিক্ষের চেয়ে তীব্র।" চিরচেনা হতাশা, দুঃখগুলোকে এই সুর অন্যরকমভাবে গাঁথুনি দিয়ে গেঁথে রাখে। বিধ্বংস হৃদয়ের গভীর থেকে আর্টসেল প্রতি রইল শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসা।
কমেন্ট সেই, হয়তো আপনি কোন কবি বা কবি হতে ইচ্চা করছেন
ভাই সত্যি সত্যিই আপনার কমেন্টটা অসাধারণ 🥰🥰
👌👌👌
😍😍😍
🥺🥺🥺🥺
যখন আমি এই সুরটি শুনেছিলাম তখন আমার বয়স ছিল 21 বছর,,,আজ আমার বয়স 31 বছর,,মাঝের এই 10 বছরে আমার লাইফে কি কি ঘটেছে সব মনে পরে গেলো।।।স্মৃতি রেখে গেলাম,,আজ থেকে 50 বছর পর যখন শুনবো তখন আমার লাইফে ঘটে যাওয়া স্মৃতি গুলো মনে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি যেন❤❤❤❤
কমেন্ট রেখে গেলাম.!
যাতে পরবর্তী জেনারেশন বুঝতে পারে আমাদের পছন্দ অতটা খারাপ ছিল না 🖤
❤️❤️❤️❤️❤️
🥰🥰🥰❤️
2021 এ দেখতেছি
খুব ভালো লাগছে
মনে লাগছে এক্কেবারে
♥♥♪♪
Vy tahole 5 yer age cmnt korten
2024 এ কে কে শুনছেন??!!!
ভাইয়ের বাশির সুর....
সত্যি অতুলনীয়।।।।
আমি✋✋
আমি
Ami
Ami
Me
যে বাশির সুর শরীরের পশম দাড় করিয়ে দেয়। আহ! বাংলার কি সুর! কি আবেগ! কি ভালবাসা!
Ji vai❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤
Same
❤❤❤
Right vai
হ্যামিলনের বাঁশিওলার নাম বইয়ে পড়েছি,অাজ বাস্তবে তাকে দেখলাম
মনজুড়ানো সুর 😍
হুম ভাই
hm
@@brokenfillings688 l
🥺❤️❤️
বয়স এখন ১৯
৯৯ বছরেও শোনার ইচ্ছে থাকলো ❤️
insallah............
Inshallah
Oniket Prantor || অনিকেত প্রান্তর || Mojammel Haque (শাওন) || Bangla Cover Song 2021
RUclips Link :-ruclips.net/video/kIVQoRtqf_w/видео.html
Inshallah ...
Allah Bachaiye Rakhle And Towfik Dan Korle Dhekben🥰
@@sciencebee360 ভাই আপনে এইখানে এই গান শুনতে আসছেন কেন?
বুক ভড়া অবিরাম ভালোবাসা ভাই আপনার জন্য,❤️
আবারও শুনতে আসবো,,
এই সুর এর স্বাদ আমার ৯৯ বছর বয়সেও শুনার ইচ্ছে থাকলো 🎶❤️
2 বছর ধরে শুনে আসছি।
মন চাইলো আবার আসলাম শুনতে।
মন ছুয়ে যায় একবার শুনলে, বার বার শুনতে ইচ্ছে করে🥰
আমি এক বছর যাবত এটি রিংটোন হিসেবে ব্যবহার করছে
Ami ato rate o sune vai
Tate amar bal chera gelo 😹😹
Gaan tar naam ki
@@Weird50 তবু এই দেয়ালের শরীরে
2020 এ কে কে শুনছেন??!!!
ভাইয়ের বাশির সুর....
সত্যি অতুলনীয়।।।।
ami
Yo!
আমি
Amiiiiiii
Vai ami daily 3-4 bar suni
যতবার শুনি বাঁশির আওয়াজটা কানে না কলিজায় আঘাত করে🙂
ধন্যবাদ বখতিয়ার ভাই এত সুন্দর একটা শব্দের ঝংকার উপহার দেওয়ার জন্য❤️
Ami 😴
Asolei 🖤
ha ra vi
Ai
T
আমার বয়স এখন ২৪, ২০১৫ সালে যখন প্রথম শুনি আমার হৃদয়ে গেতে গেছিল, ৭+ বছর পেরিয়ে গেল এখন ও সেই আগের মতোই নতুন, যখন শুনি শরীরের লোম দাড়িয়ে যায়, যতদিন বেচে থাকবো সবসময় শুনবো, আমি মনে করি এমন আর ২য় টা আসবেনা এইটাই প্রথম এটাই শেষ, এক কথায় অসাধারণ লাভ ইউ আর্টসেল 💙
humm Vai Amar o lum darea jai sunlea Ami 2019 a since😢😢
Love YOU Via😒
amar o same 💔💔
2015 e brkup howar por prothom shunchilam
Ekho o vulinai❤❤
@@sowkotrrs23 😪😪💔
@@mr.parvaj70 😪💔
নদীর কিনায়, পূর্ণিমার আলোতে দুই ভাই মিলে বাশির সুর শুনছি😍
প্রচুর বাতাস বইছে আর সুরটাও যেনো অন্তর শিতল করে দিচ্ছে!❤
🖤
মারাত্মক অনুভুতি
❤
সত্যিকার জীবনের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা।🧡
𝑟𝑖𝑔ℎ𝑡 2:26
❤❤❤😢
I am a mariner.During my voyage each and every night i used to listen this music.I feel it with headphone in full volume ,specially during the time of moonlit night from middle of the deep blue sea....
Thanks Bhaktiar vai for covering such kind of great flute music....
Ohh man, i wish i could experience that!it must feel heavenly !
পৃথিবীতে স্বর্গ পেয়েছেন ভাই ❤
ঠসা হয়ে যাচ্ছি ফুল ভলিউম এ
জীবনে ব্যর্থতা পুরনো স্রিতি ক্লান্ত শরীর নিয়ে রাতে অন্ধকার রুমে চোখ বন্ধ করে এই বাশিঁর সুর শুনলে বিথরে এক অন্য ধরনের অনুভতি কাজ করে🙂
love you artcell🤞❤️
❤❤
😥🥹😭
এই পাঁচ বছর পর এসে অনেক খোঁজাখুঁজির পর আসল source টা পেলাম। আসলেই। অসাধারণ। 🥰
আমি এক বছর যাবত একটি রিংটোন হিসেবে ব্যবহার করছি
Ata ku use kora jabe
আমিও
এটা কোনো মিউজিক টোন না।
এটা একটা নেশা।
এটা ভালোবাসা। ❤
বেচে থাকবে যুগের পর যুগ।
যতবার শুনি বাঁশির আওয়াজটা কানে না কলিজায় আঘাত করে🙂
ধন্যবাদ বখতিয়ার ভাই এত সুন্দর একটা শব্দের ঝংকার উপহার দেওয়ার জন্য❤️
ভালোবাসা অবিরাম ভাই
Aj 1yrs por ami apnr cmnt porlam🙂 eii sound e 1ta sriti rekhe gelam...kono 1din dekhbo eii cmnt taa *f yrs ago dekhabe 😅😪
কলিজায় লাগে মনের না বলা কষ্টগুলো,,, চোখের পানিতে বালিশ ভেজায়,,,
ধন্যবাদ এত সুন্দর সুর উপহার দেওয়ার জন্য 🙂🙂🥺🥺🥺
যেদিন তুমি চিৎকার করে অনিকেত প্রান্তর গাইতে পারবে সেইদিন তুমি ভালোবাসার মানে বুঝতে পারবে🥀❤️
𝘼𝙧𝙩𝙘𝙚𝙡𝙡🔥
Cmt ta status er rup dilam❤️
Oniket Prantor || অনিকেত প্রান্তর || Mojammel Haque (শাওন) || Bangla Cover Song 2021
RUclips Link :-ruclips.net/video/kIVQoRtqf_w/видео.html
যেদিন তুমি চিৎকার করে অনিকেত প্রান্তর গাইতে পারবে সেইদিন তুমি ভালোবাসার মানে বুঝতে পারবে🥀💝
Artcell
😥😥
Bhai oniket prantor to love song na
মাঝরাত!! কানে হেডফোন!! নদীর স্নিগ্ধ বাতাস!! সাথে এ মিউজিক!! লাইফ!!❤🖤🖤
#I...
#ajgubi...
ফিল 😭🥺🥺🥺🥺
ভাই আমার শরীর লম দারিয়ে গেলো
Ostir
Othhir
Shit man dilen mon ta nesha grostho kore!
টিউশন থেকে ফিরছি। কানে বখতিয়ার ভাই। হৃদয়ে বাচ্চাটার জন্য কান্না। সময় এত ক্রুয়েল হয়! ভালবাসা নিয়েন ভাই। সমবেদনা জানাবার ভাষা নাই। 😔
ভাই বাচ্চাটা কে..??
@@shoebmia5077 বখতিয়ার ভাইয়ের বাচ্চা
😭😭😭😭😭শক্তি দাও বিধাতা...😔😔😔😔💔💔💔।
বখতিয়ার ভাইয়ের বাচ্চার কি হইছে ভাই?
@@jahid3776 আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে ভাই 😔।
ভালোবাসার মানুষকে বিয়ে করা সবার ভাগ্যে থাকে না। প্রচন্ড কস্ট বুকে গেথে রেখে পরিবারের চাপে অন্য কোথাও বিয়ে করে হাসি মুখে শুধুমাত্র পরিবারের জন্য সারাটা জীবন মিথ্যা অভিনয় করে কাটিয়ে দিয়েই বেচে আছে হাজারো মানুষ। খুবই অদ্ভুত এই দুনিয়া। ❤
🥺
আমার কাছে ভালোবেসে বিয়ে টা জরুরি নয়
জরুরি হলো একটা ভালো মানুষের
আমি ভালোবেসে বিয়ে করেছি
এখন আমি তাকে মনে প্রানে অভিশাপ দিই
এতটা ঘৃনা করি
হা তার সাথে সংসার করবো
এক জীবনে আর কয়টা বিয়ে করা যায়,তবে আমি আল্লাহর কাছে বলি শত্রু দুশমনেরও যেন এমন স্বামী না জোটে
এটা এক প্রকারের আল্লাহর পক্ষ থেকে আজাব আমার জন্য
নয় একটা ভালো মানুষ তো জুটতপ পারতো নসীবে
নিশ্চয়ই বড় পাপা করেছি যার শাস্তি এভাবে দিসে
বখতিয়ার ভাই সবসময়ই এমন ইউনিক মানুষ ❤
Acca ai music ar bangla lyrics ta ki?
@@sksetu7140 ruclips.net/video/qw1CVt43VKw/видео.html
Awesome work
Right
Thank you vai🙃🙃
Bangla gaan shudhu matro Bangladeshi musician Deri suni ami ei jonne... Ar Bakhtiar vaiya akta genius... Khub sundor.. From a fellow Bengali of Kolkata, India...
respect from Bangladesh
💜💜
TnQ via..
Opar Bangla teo talent Lok royeche...ei dhorun Anupam roy...rupom Islam nachiketa aro oneke
I AM A BIG FAN OF ANUPAM ROY...😊
This sound will never get old one. Evergreen sound which touches heart always. It makes me feel my past days❤❤❤❤
Onk valo lage 😢 😞 😔 😕 😪 😒 😢
🖤
I love this music... Awesome bt vary hurt touching sad musical in my memory😢😢😭😭😭😭😭😭
@@summyayeasmin6833 some memories are always making us bound to recollect those golden days.😭😭
Apnar kosto ta Bhujecue
"কালজয়ী" মনে হয় একেই বলে...কৈশোর, তারুণ্য, মধ্য জীবন...যখন ই শুনেছি, কখন ও পুরানো হয় না...আমি একদিন থাকব না, কিন্তু আরও শত বছর হয়তো এই সুর বেঁচে থাকবে...
কলিজায় লাগে,,, মনের না বলা কষ্ট গুলো চোখের পানিতে বালিশ ভেজায়।
ধন্যবাদ ভাই এতো সুন্দর সুর উপহার দিয়েছেন ❤️❤️❤️❤️
ha vai
ঠিক বলছেন
😢🥹😭
শুধু হার্ট টাচিং নয়।
কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দেওয়ার মত
\\আর্টসেল//
Alif shish Islam 💘 Same vai
u r absolutely right................
humm💜💜
ধারাবাহিকভাবে ৫, ৪, ৩, ২, ১ বছরের পর আমারো একটা কমেন্ট ফেলে গেলাম।
এমন একটা সুর❤️শুনলেই গায়ে শিউরে উঠে।
আল্লাহ আপনাকে বাচায় রাখুক বখতিয়ার ভাই❤️
এই বাঁশির সুর শুনে নাই এমন বাঙালি খুঁজে পাবেন না, জীবনে একবার হলেও বখতিয়ারের এই বাঁশির সুর শুনেছেন আপনি।🔥
আপনার এই কাভারটা দেখেই আমি বাঁশি বাজানো শেখা শুরু করি ( অনেকদিন আগে শুরু করে না পেরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই ভিডিও দেখে মনে হল আমাকে শিখতেই হবে যেভাবেই হোক) । কালকে আমি পুরোপুরি এটা তুললাম, বাঁশিতে আমার তোলা প্রথম সুর :) । Your creation was this much beautiful :) Best wishes for you.
ভাই একটু বলবেন কিভাবে? শিখেছেন কোথাও? নাকি নিজে চেস্টা করে?
Ishfaqun Nisa এই বাশিটা কোন স্কেলের বলবেন কি?
শুনে E স্কেল মনে হয়েছে।
নিজে চেষ্টা করে।
অামার ২টা বাঁশি দরকার।যেটা High scale পড়ে।অামাকে স্কেল রিকমেন্ড করেন অাপু।
তাকে হারানোর পর এই সুরই এখন বেঁচে থাকার সুর।🖤💔
Hmm vi r8
কথা ঠিক বলছেন ...
R8 bhai🥺
২০২১ সালে এসে কে কে শুনতেছেন। তরাই লাইক দিন।,🥰🥰
shobai shunbe,na shune koi jabe?
10/15/2021
@@fardinishmum868 aita bolsen thik kotha
2023 সালে আমি এটা কে ভিষন ভাবে ভালোবাসি
হয়তো আমি কোনো কবি না। এবং কবি হওয়ার কোনো আগ্রহও নাই। কিন্তু যখন এই মিউজিক গোলো শুনি তখন নিজেকে কিছুটা হলেও কবি মনে হয়। তখন নিজের আবেগ গুলো কবিতার মতই প্রকাশ করতে ইচ্ছে করে। ভালো থাকুক তারাই যারা মিথ্যা হাসি দিয়েও বলতে পারে সব কিছুই ঠিক আছে, আর আমি ভালো আছি😅😅
২২.০৮.২০২০
কমেন্টটা করে গেলাম।আমি হয়ত থাকব না,কিন্তু এই বাশিঁর সুর শুনার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম আসবে।
Right
take love from the bottom of my heart
যেমন আমি।
Kotha shotto ❤️
22.08.2024🙃💔
ভাই কিছু বলতে পারছি না। আসলে বলার যোগ্যতা নেই। যখন শুনছিলাম মনে হচ্ছিল বুঝি আকাশে উড়ে বেড়াচ্ছি আর সুরগুলো মেঘ হয়ে আলতো করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আপনার জন্যে মনের গভীর থেকে শুভকামনা রইল। অনেক বড় প্লাটফর্মে দেখতে চাই আপনাকে
Same lyk yu...
:)
প্রত্যেকটা লোম দাড়িয়ে গিয়েছিল যেইদিন প্রথম শুনি👌speechless 😍
হায়রে ভালোবাসা, হায়রে কষ্ট,না যায় বলা না যায় সওয়া।
বুকের কষ্ট বুকেই থেকে গেলো।
ভালো থাকুক দুনিয়ায় সকল প্রেমিকেরা।
আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু পরের প্রজন্ম বারবার এই সুর শুনতে আসবে। তারা এটাও জানবে যে এই সুরটা আমার বা আমাদের কত প্রিয় ছিল! ❤️💚
Such a piece of a creation! 😍
Congratulations, you got 100 likes on your comment 👍
১ বছর যাবত আমার ফোনের রিংটোন এই অনিকেত প্রান্তর টিউনটা,
আজীবন এই টিউন আমার ফোনের রিংটোন হিসেবে থাকবে🖤
Same to
আজ বখতিয়ার ভাইয়ের একমাত্র আদুরে সন্তান রঙ মাত্র ৮ মাস বয়সে আমাদের না ছেড়ে চলে গেল। একজন বাবার জন্য সবচেয়ে কষ্টকর বিষয়টি হচ্ছে পুত্রের লাশ হাতে ছোয়া।আর এই কষ্টকর বিষয়টি বখতিয়ার ভাই থেকে ফিল করতে হয়েছে এটি মনে করে উঠলেও খুব খারাপ লেগে উঠে। আল্লাহ রঙ এর আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। -আমিন
😓😓
Ki hoisilo vai??
😥😥
Ki hoisilo vai
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নীরবে এই সুর শুনে কেউ কান্না থামিয়ে রাখতে পারবে না।।।
Hmm
Ami parci
@@mdaminulislamkhan3314😅😢
R8 Prothom valovasar sob khota gula mone pore jay
আমিও রেখে গেলাম
২১/১০/২০২০
আবারো আসবো শুনতে❤️
abaro alam 😔
১৯/০৪/২০২১
শুনলাম। 😁
কিছু একটা আছে এই সুর এ 🙂
মনের ভিতরে গিয়ে লাগে 😊💙
#মেঘফুল 🌼
Acca ai music ar bangla lyrics ta ki?
@@sksetu7140 main video te bangla te subtitle dewa ache
@@sksetu7140 eta oniket prantor songe er
একদম বুকে লাগে
এমন সময় সুরটা বুকে এসে লাগছে,যখন রং আর আপনার কাছে নাই।
আপনার বাচ্চাকে আল্লাহ জান্নাতের মেহমান করে রাখুক এই দোয়ায় করি।
halo
অনিকেত প্রান্তর একটি ভালো লাগার গান, ভালোবাসার গান.... সেই ২০০৯ সাল থেকে শুনছি! কিন্তু বিরক্ত লাগে যখন দেখি শ্রোতারা এমন ম্যা ম্যা শুরু করে, যেন অনিকেত প্রান্তর শুনে খুব মহান কাজ করে ফেলতেছে, খুব অসাধারন কাজ করে ফেলতেছে ! ভাই, এইটা একটা অসাধারণ গান, কিন্তু এটা শুনে নিজেরে এত অসাধারণ ভাবার কিছুই নাই
Love from India.... Amra ak bangali.... Amder moner sur oo ak...... Love it
এই বাঁশির সুর টা সুনলে 🎵
এতো বেশি প্রিয় মানুষটির কথা মনে পরে।
নিজের অজান্তেই চোখ থেকে পানি পরে যায় 🥺😭😣😭
great man.mon ta anando pelo khub..ami kolkatai thaki..borabori bangladeshi musician der proti amr shrodha thake..tomai selam janai bhai jan..duto manchitro na anka hole hyto tomader live dekhtam...\m/..
:)
+Anup Jana "duto manchitro na anka hole hyto tomader live dekhtam" best thing i heard all day.
+M. A. Saif Manchitrer berajal ta hoito muse jabe nikot vobisshote jokhn thakbe ofuronto valobasha sobar majhe
anup Jana vai 2mr kota shune onno rokom feelings hocce,,,!!salute choluk boss
+Anup Jana
I hope one day we'll be united
ur comment made my day bro :)
আমি -- নির্বাক ্
জানি না কেন , ইমোশোনে চোখে পানি চলে আসছে প্রায় ।
হিউজ রেসপেক্ট ম্যান!! হিউজ রেসপেক্ট!!
Same
অস্থির হইছে ভাই।যারা unlike দিছে তারা মনে হয় "অনিকেত প্রান্তর" শুনে নাই।
Hmm bhai
আমি জানি না এই শুরের মধ্যে কি এমন আছে, তবে এই শুর টা শুনলে, এক অজানা অনূভুতি জাগে মনের মধ্যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শুর হয়ে থাকবে এটা আজীবন, 🖤
ছোট বেলার সব স্মৃতি মনে পড়ে যায় এই বাঁশির সুর টা শুনলে ☺️😊🙂😔, আজকের এই দিনটাও হারিয়ে যাবে, হয়তো কোনো একদিন আবার আজকের দিনটা মনে পড়বে,
Ho vai🧡
😂😂😂😓😓😓😓
@ Hmm bai
😢
Right bai
২০২০ কে কে শুনছেন।
এই সেই সুর যা সবাইকে পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে বাধ্য💖💖💖
🖤
Sunchi
Regardz n Respect Bakhtiar Bhaiya from Bengaluru,India....would love 2 attend u live someday,somewhere whether itz in Kolkata or Dhaka...anywayz love n support from Indian brotherzzz...valo theko..\m/
Do you listen to the songs of the Bengali band ?? wow :D which bangladeshi band you hear bro?? :D
SOUMIK DAS hi shoumik
He is a Bangladeshi
He is the boy from Chittagong❤এবং তার ব্যান্ড "Bay of Bengal" ও চট্টগ্রামের। চট্টগ্রামের অধিকাংশ ছাত্ররাই আজ বাঁশি বাজানোর দিকে ছুটছে,আর তাদের অনুপ্রেরণা হচ্ছে বখতিয়ার ভাই।পার্ক,উদ্যান,খোলা মাঠ,ক্যাম্পাস, সি আর বি হিল ইত্যাদি জায়গায় অনেক যুবকদের দেখবেন এভাবে সুরের আসর নিয়ে বসে। কয়েকজনের সাথে পরিচয় যাদেরকে দেখলাম বাঁশি,গিটার নিয়ে গোল হয়ে সবাই বসে বাজাচ্ছে।তাদের সাথে কথা বলে বুজলাম তাদের অন্যতম আইকন হচ্ছেন বখতিয়ার ভাই।❤উনি আজীবন আমাদের চট্টগ্রামবাসীর অন্তরে থাকবেন।
@@zeyrox4632 গলঋলন, ৃন গ,,,হহ বশ
আমি বড্ড অবাক হচ্ছি , যে তোমাদের এই শহরে মানুষ এখনো প্রেমে পড়ে !
এখনো একে অপরকে ভালবাসতে চাই , ওরা হয়তো জানে না এই শহর জাদুর শহর !
লিখে রাখো - আজ দুপুরে যে মেয়ে টা তোমার জন্য ঠোঁটে লিবিষ্টিক দিয়ে , বিকেলে বাদাম খাওয়াচ্ছে তোমায় , হ্যাঁ এই মেয়েটাই পর-শু বিকেলে অন্য করো জন্য বউ সেজে অপেক্ষায় থাকবে সন্ধায় ।
তোমাদের এই শহরে প্রেমিক - প্রেমিকাকে কেন্দ্র করে যত পাপ ।
প্রেম পচে দুর্গন্ধ হইয়েছে আজ পুরো শহর ।
এজন্যই বোধহয় আশিক দেওয়ানা বলেছিলেন পৃথিবী ঘিরে রয়েছে প্রেম , তবে প্রেমের নেই কোনো মর্যাদা ।
প্রেম যে এখন শুধুই অসহায় 🫀😅💔
এটা আর শুনতে চাই না।
আমার ভিষন কান্না পায়।
কেনো এত মোহ এই সুরে?💔💔💘
কেনো?
সুর দিয়ে মন ছুয়ে ফেলেছেন 🖤
ভালবাসা রইল 🖤🥰
গতকাল সকালটা আমার দেখা one of the best সকাল ছিল। ঝুম বৃষ্টি, সকাল ৮ টা, অথছ মনে হচ্ছিলো রাত ৮ টা! I played this music then and felt the rain.. I can't express how heavenly, how perfect it was! I couldn't hold my tears. I don't know u bro..but whoever u r, best wishes for u..অনেক ভালো থাকবেন। :)
Shafiul Wara Ok. I am gonna introduce this guy to you. He is the front man of a Bangladeshi band "Bay Of Bengal". Bakhtiar hossain his name is.
thanks @Hafizur Rahman, I've checked :)
Hm
Shafiul Wara Tasmia :)
Shafiul Wara Tasmia
এই বাঁশির সুর করে দিচ্ছে আমায় পাগল অজান্তেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে চোখ দিয়ে অশ্রু ঝরে পানি পড়ছে আহা কি মায়া এই বাঁশিতে সুরে ❤️❤️❤️❤️
মনটা পুরাই ফ্রেশ করে দিলেন বাখতিয়ার ভাই!! আগামী প্রজম্ন কখনই অনিকেত প্রান্তরের মানে বুঝবে নাহ! তারা dacpasito নিয়েই পরে থাকবে!
একবিংশ শতাব্দীর ছেলে হিসেবে আমিও বাংলা
ব্যান্ড গানের ভক্ত।।
আশা করি আগামী প্রজন্ম এইসব কাজ কখনই ভুলবে না।।
ধন্যবাদ।।
Vai Sotti bolte ar maneta ki jante pari plzz
এই পাঁচ বছর পর এসে অনেক খোঁজাখুঁজির পর আসল source টা পেলাম। আসলেই। অসাধারণ।
হৃদয় ছুয়ে যায়। নাড়া দিয়ে যায়। কলিজা হাতে ধরিয়ে দেয়৷ আজ ২৫-০৪-২০২০
কমেন্ট রেখে গেলাম। ৫০ বছর পর আমার মত কেউ এসে শুনবে।
2024 সাল
কোটা আন্দোলনে প্রান গেলো কত প্রান।
এটাই কি মৃত্যু উৎপাদন কারখানা।
আমরা কি আসলেই মৃত্যু উৎপাদন করি
ইউটিউবে জিবনের প্রথম কমেন্টটা করতে বাধ্য করলো😇😇😇😇😇
(7/1/2020)
আল্লাহ যদি হায়াত রাখেন বৃদ্ধ বয়সে শুনতে এসে নিজের কমেন্টা চোখে পড়লে এই সময়টার কথা মনে পড়বে
ভালোবাসি❤
30/7/2020 Alhamdulillah ❣️
8/8/2020
6/7/2020
Alhamhadulillah
4/10/2020
দুই বছর আগে দু:সহ রাত জাগার দিনগুলিতে শুনতাম আর সিগারেট পোড়াতাম। বুকের কষ্টগুলি কিছুটা লাঘবের চেষ্ঠায়। সেই দিনগুলি ছিল দু:সহ, অনিশ্চিত, কঠিন এবং যন্ত্রণার। আজ এই সময়ে এসে এক মিঠে বিকেল রোদ্দুরে আবার শুনছি। অনেক কিছু পরিবর্তন হয়েছে। হয়তো আমার মতো কোন রাতজাগা তরুণ এখনো শুনছে আর সিগারেট পোড়াচ্ছে। জীবন এইভাবে চলে যাবে। কিন্তুু অনুভুতিগুলো অভিন্নই থাকবে। ভালোবাসা রইলো।
May be it’s me...Thanks for u r nice comment....
God bless u brother.
Md Jabed Hossain
Thanks brother....
Almost 4 months spent ....But still Hurting ...
@@mdahmed8499 keeping trust with god. May Allah grant u
Md Jabed Hossain
Thanks brother...
কেন ১৬ মিনিট ৩১ সেকেন্ডের হলোনা, এইটাই আফছোস ☺☺
১৬ মিনিট ৩১ না ১৬ মিনিট ২১ সেকেন্ড
ওইটা করতে গেলে বেচারার oxygen cylinder লাগবে
@@zannatulatia2466 nope. i also play flute. it won't be that tough to play around 16-18 minutes. Bakhtiar Bhai just didn't do it willingly.
Valo jinish olpo khete hoi
@@humayunkabir7925 Bakhtiar vaiyer flute bajano puropuri nished korse doctor.... but he don't fuck Asthma 🤘
কেন জানি না ভাই এই বাঁশির সুর শুনলে আমার বুকের ভেতর টা শীতল হয়ে যায়। মনে অনেক শান্তি পাই। চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে।💗💗💖💖🙏🙏
What an amazing masterpiece 🖤
Love from India
এক মহান আত্মার তৃপ্তি নিয়ে ফিরে গেলাম।
শান্তি আসলো একটু খানি মনের গভীর থেকে।
চলবে চলতে থাকবে অসীম।🥰
আহা কি সুন্দর বাঁশির সুর। বার বার শুনতে ইচ্ছা করে। অনিকেত প্রান্তর তুমি আজীবনের জন্য ভালো লাগা হিসেবে থাকা যায়। আমি অন্য কাউকে এতে জায়গা দিবোনা। বখতিয়ার ভাই ভালোবাসা।🥰❤
Finally I Found The Legendary Background Music❤️
Love From Bangladesh 🇧🇩
😂😂 this background music also from Bangladesh
Boka bolod,eta Bangladesh eri
20/June/2020
InsAllah akdin kau ai Comment ta poira akta like diba 🙃🖤
মা চলে গেছে মাস ছয়েক আগে। আমি জানি না এই বাশীর সুরে কি আছে যে যখনই আমি এটা শুনি আমার চোখ বন্ধ হয়ে আসে এবং আমার মায়ের স্মৃতিরগুলো চোখের সামনে আরও স্পষ্ট হয়ে উঠে। 🙂❣️
😭😭😢
Shokto thak dost :) allah aunty k bhalo rakhben onek
আপনার মা কে আল্লাহ মাফ করুক ❤️
🥲🥲🥲🥲🥲
কমেন্ট রেখে গেলাম
১৩.০৫.২০২০
জানিনা কখনো কারো চোখে পরবে কি না।
কিন্তু অসাধারণ সুরটি ভোলার মতো নয়।❤
যতদিন বেঁচে থাকবো এই দুনিয়ায়, ততদিনই এই সুর শুনা হবে!😊
বাঁশির সুর শুনে তোমার শরীরের পশম না দাঁড়ালে তুমি প্রেমিক-ই না....
Tar mana Ami Pramik na
🖤🖤🖤🖤🖤
Bro tmo poshom er kotha bolo ar ami tar kotha chintai ene chokhe pani chole ashche.. Just bcz of this flute music
ore line
😂😂
আমি চলে যাবো..
কয়েক আলোকবর্ষ পরে যারা শুনতে আসবা তাদের রুচির প্রতির শ্রদ্বা ও সম্মান রইলো। ❤️
Acca ai music ar bangla lyrics ta ki?
@@sksetu7140 anikat prantor
Yeah 💖
আমার জীবনে শুনা সবচেয়ে ভালো একটি সুর যখনই শুনি চোখ দিয়ে অজরে বৃষ্টি ঝরে ইচ্ছে না থাকলে ও চোখের কান্না ধরে রাখতে পারি না
love you guys
ভাই এই সুরটা আমি দীর্ঘ চার বছর ধরে খুজতাছি এই সুর টা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে ভাই দেখতাছি কিন্তু অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি আজ হঠাৎ করে পেলাম আপনার প্রতি অসংখ্য ভালোবাসা রইলো❤❤❤❤❤❤❤
Bakhtiar Hossain, I didn't even heard of you before half an hour.. But you are one of my favorite artist now.. Seriously.
This is an excellent piece of art.. I wish you continued it for 16 minutes.. :/
বাইরে বৃষ্টি হচ্ছে- অলস দুপুর... আর এটা শুনে মনের একদম ভেতর থেকেও একটা অন্ধকার শীতের মাঝরাতে হুট করে নামা নিঃসঙ্গ হিমশীতল রিনরিনে বৃষ্টির মত একরাশ অন্ধকার আবেগ এসে ধাক্কা দিয়ে যাচ্ছে- প্রত্যেকবার...
ঠান্ডা হয়ে গেল সবকিছু... একদম ঠান্ডা... আর স্যাঁতস্যাঁতে।
Me here After 8 years 🙂
12/06/20
এই ভাইরাসময় অবস্থা শেষ হবার ও অনেক সময় পরে যদি বেঁচে থাকি তবে এসে কমেন্ট টা চেক করে যাব।
ভালোবাসা রইলো বখতিয়ার ভাউ। ♥️
ভাই অস্বাভাবিক,
অযাচিত সময়,
চারপাশে অন্ধকার,
প্রমিকার প্রথম স্পর্শ,
গাম্ভীর্যপূর্ণ,
আমি তবুও ভালোবাসি আপনার এই অসাধারণ সুরকে🥰🥰
এমন একটা সুর যতবার শুনি ততবার কেমন যেনো কলিজায় আঘাত করে😔
একা একা এটা শুনলে যে কেও আটকে রাখতে পারবে না.!
ধন্যবাদ এতো সুন্দর সুর উপহার দেওয়ার জন্য❤️👍
ভাই এইটা কি মানুষ নাকি অন্য কিছু??
এতো মায়া কভাবে সম্ভব রে ভাই????
বেচেঁ থাক এই সুর হাজার হাজার বছর❤️❤️❤️😀
যাই করেন ভাই। বাজানো ছাইড়েন নাহ। এই দেশ এত বড় ট্যালেন্ট হারানো ডিজার্ব করে নাহ। অসাধারণ লাগছে। এই গরমে সব ঠাণ্ডা কইরা দিছেন।
নিস্তব্ধতায় ভেসে যাই। হৃদয় ছোঁয়ার মত বাশির সূর।🤘🤘💖💖💖💖
৪ বছর যাবত শুনছি বাঁশির সুর টা তার পর ও যত বার শুনি নতুন মনে হয়
সুরের মাঝে প্রিয় মানুষকে খুঁজে বেড়াই জানি সে আর আসবে না কারন সে এখন অন্য কারো
আমি দিনে এক বার এর জন্য হলেও এটা শুনি
হয়তো জীবন এর শেষ দিনেও শুনবো
ভাবছিলাম কিছু বলবো না কিন্তু আজ অনেক বলে ফেললাম
এতো স্নিগ্ধ একটা সুর ❤️❤️ অনুভূতি বুঝানোর বাইরে ❤️
❤দুই বসর হয়ে গেলো আবার আসেন সুর টা সুনবেন 😊
It's far better than Titanic's Flute Tune to me....
right vai
Damn right...
যা গত হয়, তা ফিরেও আসে।
ফিরে এসো..
আমরা পরস্পরকে কখনোই ত্যাগ করিনি...
১৮ বছর এর এই জীবনে কতই না রহস্যের শিকার হতে হলো । কিছু কিছু ব্যাথায় মৃত্যুর যন্তনার মত সাদা আসে। তাই ছুটে আসি এই অনিকেতন প্রান্তের টানে ।😅
চোখে পানি চলে আসছে ভাই।অন্তর থেকে দোয়া রইল আপনার জন্য।
যতবারই শুনি কেমন জানি লাগে,
শরীর কাঁটা দিয়ে ওঠে। ভালোবাসা অবিরাম বক্তিয়ার ভাই।
গায়ের পশম দাঁড়িয়ে যায় কেন,
যতবার শুনি তত বার একই প্রব্লেম ক্রিয়েট হয়।
thik bolsen,☺️☺️
শরীরের পশম গুলো দাঁড়িয়ে যায় 🥺
যতবার শুনি ততই ভালো লাগে ❤️
আমার জীবনের সবচেয়ে বেষ্ট টোন এটা 💙🥰
অবহেলিত আমিও আজ ১৬:৩১ মিনিট এর অনিকেত প্রান্তর..
অনুভূতি গুলো আর একবার জাগানোর জন্য ধন্যবাদ। 🙂🙂
I listend to this masterpiece over and over... there was slightly cloudy night sky and this music in my ear.. it made me cry. I don't know why but it moved me to tears. Thank you vaiya for this masterpiece ❤