Epitaph- Aurthohin (Flute cover by Bakhtiar Hossain)

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • This is an Instrumental version of Epitaph by Aurthohin.
    And again...video captured with a mobile device! :P Sorry for the poor video. Thank you for Watching! :)
    Stay Connected,
    Like: Bakhtia...
    Subscribe: bit.ly/Subscrib...
    Follow: / bakhtiar__hossain
    Stay Updated With My Band Also,
    Like: B.O.B.b...
    Subscribe: bit.ly/Subscri...

Комментарии • 686

  • @mehedi9937
    @mehedi9937 8 лет назад +368

    এক ফ্রেন্ড দিলো। প্রথমে ভাবলাম, ধুর! এইসব মিউজিশিয়ান চেনা আছে! তবুও ওপেন করলাম! শুরু হলো! বখতিয়ার ভাই, আপনি কি জানেন আপনি চোখে পানি এনে দিছেন???
    আমি এখনো স্তব্ধ হয়ে আছি! থমকে আছি! হাতটা পর্যন্ত কাঁপছে! এতো সুন্দর! এতো এতো সুন্দর!!!
    অন্তর থেকে আপনার জন্য দোয়া রইলো ভাই! যদি কোন দিন সুযোগ হয়, আমি আপনার কাছে আসবো! বাঁশি শিখতে! অবশ্যই আসবো! শেখার বড্ড তেষ্টা পেলো! বড্ড বেশি... ...

  • @takwasiddika5413
    @takwasiddika5413 7 лет назад +67

    সবার এত কথার মধ্যে আমি কিছু বলতে চাই। ভাই এর বাশি আমি লাইভ শুনেছি। এর আগে আমি উনাকে এত চিনতামনা, যেহুতু টিভি দেখিনা আর মিডিয়ার প্রতি আমার অনাগ্রহ। কিন্তু সেদিন কি মনে করে আমি গেলাম এক প্রোগ্রামে, আর কি যে হল সরাসরি উনার বাশি শুনে! আমি জানি না। প্রোগ্রাম শুরু করতে উনারা দেরী করছিলেন, আমরা সবাই খুব বিরক্ত হচ্ছিলাম। অনেক পরে যখন ভাই হটাৎ বাশিতে টান দিলেন, সাথে সাথে সবাই স্তব্ধ।
    ঘন্টার পর ঘন্টা ও যদি শুনি, তাও শখ মিটবেনা এই বাশির আওয়াজে। একসাথে মিউজিক আর বাশি, সে এক অসাধারণ অনুভূতি ছিল সেইদিন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি সেদিন লাইভ প্রোগ্রামে যাওয়ার জন্য।

  • @soumikpaul.
    @soumikpaul. 4 года назад +13

    এপিটাফ গানটার কোনো তুলনা নেই। বেসবাবার অসাধারণ সৃষ্টি। তবুও কেন যেন মনে হয় বখতিয়ার ভাই এপিটাফ গানটাকে পূর্ণতা দিল উনার বাঁশির দ্বারা...

  • @mehedihasanprovat7873
    @mehedihasanprovat7873 8 лет назад +249

    হ্যামিলনের বাশিওয়ালার কথা শুনেছি।কিন্তু আজ বাস্তবে দেখলাম।

    • @munna.mahbub
      @munna.mahbub 8 лет назад +17

      Mehedi Hasan আমি ও এই কথাটাই বলতে চেয়েছিলাম, আপনি আগেই বলে দিলেন। 😊✌

    • @tarikmahmood4159
      @tarikmahmood4159 7 лет назад +3

      Mehedi Hasan হা হা হা ঠিক ভাই।

    • @shariar364rafi
      @shariar364rafi 5 лет назад +3

      আমার বাসার ইদুর গুলা সব গেলো কই!

    • @hazani2719
      @hazani2719 3 года назад

      Hmm vai

  • @shibadityachakraborty2283
    @shibadityachakraborty2283 5 лет назад +21

    এপিটাফ্ আমার খুব প্রিয় একটা গান... আর আপনি গানটাকে এক নতুন রকম ভাবে তুলে ধরেছেন, খুব ভালো লাগল..
    এক রাশ ভালবাসা... love from India

  • @SharminShahidTisha
    @SharminShahidTisha 8 лет назад +115

    বাঁশি জিনিসটাই বিমোহিত করে দেয়। তার উপর এত সুন্দর করে দরদ নিয়ে বাজালে তো কথাই নেই। অনেকদিন বেঁচে থাকুন, বাঁশি নিয়ে! :)

  • @tanvirahmad6310
    @tanvirahmad6310 3 года назад +2

    বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
    হাটছি আমি মেঠো পথে
    মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
    বহুদিন তোমায় দেখি না যে
    তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
    পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
    বহুদূর……
    সাদাকালো এ জীবনের মাঝে
    রঙ্গীন ছিলে তুমি শুধু
    তোমায় নিয়ে লেখা কত কবিতায়
    দিয়েছিলাম কত সুর
    আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
    ভোরের আলো ফুটবে কখন
    ভেবেছি কত রাত
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
    বহুদূর……
    যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
    দেখি তুমি নেই যে পাশে
    ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল
    হাতে
    তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
    এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
    আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
    তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
    আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
    তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
    বহুদূর………..বহুদূর…………বহুদূর

  • @saqib350
    @saqib350 3 года назад +7

    তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল....💔
    অসাধারণ বদ্দা ❤❤

  • @ALMarufMridha
    @ALMarufMridha 8 лет назад +80

    কষ্টের মাঝে আনন্দের ছোয়া , সে এক অসাধারন অনুভূতি । অসংখ্য ভালবাসা বখতিয়ার ভাই প্রিয় ব্যান্ডের প্রিয় গানটা কভার করার জন্য ।

  • @SWAG-ko2mz
    @SWAG-ko2mz 4 года назад +8

    বখতিয়ার ভাই কাঁদিয়ে ছাড়লেন🖤🖤🖤

  • @alkamran7965
    @alkamran7965 7 лет назад +56

    আমি জানতাম না,বাংলাদেশে এত ট্যালেন্ট হ্যামিলন আছে।অসাধারন ♥

    • @abdullahal-mahmud167
      @abdullahal-mahmud167 3 года назад

      বখতিয়ার ভাইয়ের অনিকেত প্রান্তর এর কভারটা শুনেন।
      এক কথায় সেরা।

    • @lalcokh9949
      @lalcokh9949 2 года назад

      আপনি কোথায় ছিলেন এত দিন 😄😄😄

  • @SabitAlRashidAdOn
    @SabitAlRashidAdOn 6 лет назад +2

    সুরটা শুনেছিলাম "এক বৈশাখে" নামের একটা নাটকে, তার পর খুঁজেছিলাম হন্য হয়ে তবে পাইনি, গতকাল প্রায় অনেক মাস পর এক ভাই এর পাশে বসে ছিলাম সে ল্যাপটপে হটাৎ ই গানটা সুর টা প্লে করেছিলেন, আমি শুনলাম, শুধু শুনেই গেলাম, চুপ করে স্পিকারের দিকেই তাকিয়ে রইলাম ভাবছিলাম ঠিক শুনছি তো? মেজমেরাইজিং একটা সুর, কিজে মায়া! ❤️ আহা!! যাবার আগে তাকে অসীম ধন্যবাদ জানিয়ে সুরের নাম জেনে বাসায় এসে, খালি শুনেই যাচ্ছি, তবে কলিজাটা ঠাণ্ডা হচ্ছেনা, শুনতেই চায় খালি এই মন। আপনি অসাধারণ ❤️

  • @nusrataminmumu2428
    @nusrataminmumu2428 4 года назад +12

    আমার যখন খুব কান্না করতে ইচ্ছে হয় আমি এই বাঁশির সুর শুনি আর চোখ থেকে গড়গড় করে পানি পড়ে।
    কেমন জানি হালকা মনে হয়।

    • @freelancerbank2457
      @freelancerbank2457 Год назад

      মেসেজ দিন ঘন্টা ধরে শোনাবো শিখতে চাইলে শিখাবো
      আমি বাঁশি বাজাই ❤❤❤❤❤

    • @SWAPNIL_sings
      @SWAPNIL_sings Год назад

      @@freelancerbank2457 how to contact?

  • @khaledbinsaifullajhalak6965
    @khaledbinsaifullajhalak6965 6 лет назад +5

    ইউটিউব এ আমার দেখা সর্বাধিক ভিডিও কভার। এত ভাল লাগে যে....এটা না শুনলে একটা অতৃপ্তি কাজ করে।
    এত মায়াবী সুর...........
    শুধুই শুনতে মন চায়।

  • @rahat67600
    @rahat67600 5 лет назад +14

    একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোন উপায় নেই!
    বখতিয়ার ভাই আপনি আসলেই একজন লিজেন্ড!

    • @smazihad6981
      @smazihad6981 Год назад +1

      Taile bass Baba Kemon types er legend Hobe .who created this .

  • @nabilrahman4595
    @nabilrahman4595 8 лет назад +22

    শুধুমাত্র "অসাধারন" শব্দটি ব্যবহার করলে অন্যায় হবে । এতো নিখুঁতভাবে কীভাবে একজন মানুষ বাঁশি বাজাতে পারে আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না ।

  • @ShojibHasan01
    @ShojibHasan01 7 лет назад +2

    আমি যখন ক্লাস ৫ এ পড়ি তখন একদিন খুব গরম দিনে আমাদের স্কুলের বাইরে দিয়ে একটা লোক বাসিয়ে বাজিয়ে জাচ্ছিলো।এতোটাই ভালো ছিলো যে ক্লাসের সব স্টুডেন্ট ২ মিনিটের জন্যে চুপ হয়ে অই বাশির সুর শুনতেছিলো।ইভেন স্যারেও। অইদিনই প্রথম কোন বাশি সুর শুনে এতো টা ভালো লেগেছিলো। আর এখন আপনার বাশি সুর গুলো শুনি। ইচ্ছে করে সারাদিন শুনতেই থাকি।
    যখন শুনা শুরু করি একটা ম্যাজিকের মত কাজ করে।। অনেক অনেক শ্রদ্ধাও ভালোবাসা রইলো ভাই আপনার জন্যে...

  • @samimmia5950
    @samimmia5950 5 лет назад +2

    'এক বৈশাখে' নাটকে প্রথম শুনেছি, তারপর অনেক খুঁজেছি। আজ প্রায় এক বছর পর খুঁজে পেলাম।
    অনুভূতি প্রকাশের ভাষা হারায় ফেলছি ভাই।

  • @kawsarmahmud702
    @kawsarmahmud702 6 лет назад +12

    আপনি কি জিনিস ভাই! ❤
    শরীরের পশমগুলা দাড়ায়ে গেসে ভাই

  • @animesh_shuvo
    @animesh_shuvo 7 лет назад +13

    ভাইলোগ যারা কষ্ট কইরা ডিসলাইক দিসেন তারা কষ্ট কইরা এর থেকে ভাল কিছু কইরা দেখান। বুঝুম যে দম আছে।
    Carry on Bakhtiar Vai.
    Hats off....

  • @abdullahalmahmud6342
    @abdullahalmahmud6342 4 месяца назад

    অর্থহীন ব্যান্ডটা আমার সবচেয়ে প্রিয়। আর আপনার কথা কি বলবো যা বাজালেন কলিজায় এসে লাগলো।

  • @mohammadalauddin6892
    @mohammadalauddin6892 8 лет назад +1

    so touchable.. akdm moner shb feelings jeno aki sathe onuvob korlam.. take a bow..

  • @shohelplay
    @shohelplay 4 года назад +2

    আমার কিছু প্রিয় স্মৃতি মনে পড়ছে এই বাঁশির সুরে। কী ভয়ানক সে সুর। কী ভয়ানক সে টান। যেন দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে। অসাধারন হয়েছে ভাই।

  • @tarikmahmood4159
    @tarikmahmood4159 6 лет назад +1

    প্রিয় গানের এত সুন্দর flute cover.ফিলিংসের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে,ব্রেইন আর নিতে পারছেনা। ভাবতে পারছিনা আর কিছুই।হার্টের মধ্যে গিয়ে আঘাত করলো বাঁশির সুর। hats offfffffffff to u bokhtiar vay.

  • @DrSunny-ez6wf
    @DrSunny-ez6wf 7 лет назад +1

    বখতিয়ার ভাই....!
    তুমি একটা জিনিস....
    যতদিন তোমার সৃষ্টি
    থাকবে ততদিন আমি আছি😍😍

  • @shakibulislam402
    @shakibulislam402 4 года назад +1

    অনেকদিন পর এপিটাফ গান শুনতে গিয়ে আবারো এটা শুনতেছি । এতদিন কমেন্ট না করলে আজ বলতে ইচ্ছা করতেছে বইয়ের মধ্যে এতদিন হ্যামিলিওনের বাঁশীওয়ালা কে পড়েছি আর ইউটিউবে এসে বখতিয়ার ভাইকে পেয়েছি ❤️❤️

  • @mh.nayeem
    @mh.nayeem 8 лет назад +1

    এমনিতেই_ আমার প্রিয় একটা গান। কভার টা শুনে জাস্ট ......... _____ কি বলব বুজতেছি না। এক কথায় অসাধারন !!!

  • @imwadud
    @imwadud 8 лет назад +14

    কি বলা যায়? কইলজা তো নাড়ায়ে দিলেন। মিসপ্লেস হার্ট আর ঝাপসা চোখে......
    শ্রদ্ধা আর ভালোবাসা রইলো।

  • @monzurhasan3583
    @monzurhasan3583 4 года назад +1

    মোহন ভাই এর গিটার এ শোনার পর বুজেছিলাম এই বুঝি এপিটাফ, কিন্ত আজকে ভাই আরেক বাংলাদেশী এপিটাফ পেয়েছি 💖💖অবশ্য অনেক লেট হয়েছে খুজে পেতে 😔😔 সুমন ভাই এই গান গুলা সবার মুখে মুখে, কারো বা গিটার এ অথবা কারো বাশির সুরে বেচে থাকবে 💖💖

  • @arafatenam3782
    @arafatenam3782 7 лет назад +1

    এই ফ্লুট কাভারটা যতবার শুনেছি, অন্য কোন গানও এতবার শুনিনি। যতবারই শুনি, শরীরের লোম শিউরে উঠে!

  • @shamsunnahar9298
    @shamsunnahar9298 8 лет назад +38

    আমি আপনার বাঁশির সুরের বড় ফ্যান হয়ে গেলাম। অদ্ভুত ভালো লাগে! :)

  • @shameemahmed5909
    @shameemahmed5909 4 года назад +2

    এই টিউনটা এই বৈশাখে নাটকে আমি প্রথম শুনি যখন প্রথম শুনলাম মাথাটা পুরা নষ্ট হয়ে গিয়েছিলো শরীরের লোম দারিয়ে গিয়েছিলো নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিলে ধন্যবাদ বড় ভাই

  • @Boss-w4q
    @Boss-w4q 4 года назад

    কিছু বলার নাই।....
    যতবার শুনি ততবার মন চাই..
    কেন যেন মনে হয় এই সূর আমার অনেক দিনের চেনা...🤔🤔
    মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে......❤️❤️❤️

  • @jahidbinaziz8925
    @jahidbinaziz8925 5 лет назад

    যখন থেকে শুনেছি তখন থেকে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে, আজ সারাটা দিন এই বাঁশির শুরে মোজে আছি। এখনো মনে হচ্ছে না জানি আর কতবার শুনলে মন ভরবে অনুভূতির কিনারা খুজে পাবো.... বখতিয়ার ভাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো

  • @shakawathossen3880
    @shakawathossen3880 3 года назад +2

    যারা এত সুন্দর করে বাঁশি বাজাতে পারে, তাদের হ্নদয় টা কত বড় হতে পারে একবার ভাবুনতো। অনেক দিন বেঁচে থাকুন।

  • @mdjabedhossain7208
    @mdjabedhossain7208 6 лет назад +2

    কি করুণ অথচ অদ্ভুত সুন্দর সুর। দুঃখরা এতো সুন্দর হয় কেমনে!

  • @tashdisamu4626
    @tashdisamu4626 6 лет назад

    বখতিয়ার ভাই হয়তো কখনোই জানবেন না, কতোগুলো নিঃসঙ্গ রাতের সঙ্গী হয়ে ছিলো এই বাঁশি। সমস্ত আবেগ নিয়ে সারাদিন অনুভূতি শূন্য হয়ে থাকি, অথচ এই বাঁশি টা শুনলে আর নিজেকে ধরে রাখা যায়না। বখতিয়ার ভাই, আপনি কখোনোই বুঝবেন না কতোটা আবেগ এই বাঁশি তে আছে। কোটি কোটি ধন্যবাদ। হ্যাটস অফ ভাই।

  • @sadiarahman7373
    @sadiarahman7373 3 года назад

    Etar maddhome prothom bashir proti prochondo valobasha toiri hoechilo❤❤❤......tnq দর্পণ

  • @duronto2990
    @duronto2990 4 года назад +2

    অসাধারণ ভাই! অসাধারণ।
    বাশির প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হলো আপনাকে দেখে।

  • @efazahmedefaz1271
    @efazahmedefaz1271 5 лет назад +1

    অসাধারণ বাঁশী বাজানো অনেক ভালো লেগেছে সত্যিই

  • @MdMouinulAlamstudent
    @MdMouinulAlamstudent 10 месяцев назад

    এপিটাফ্ আমার জীবনের প্রথম গান। যে গান আমাকে আমার জীবনের ট্রাজেডি থেকে বের করেছিল। আপনি আমার Idol. I love You Bakhtiar Bai

  • @aumitbarua6164
    @aumitbarua6164 5 лет назад +1

    আমি এ সুরটা প্রতিদিন একবার হলেও শুনি।আমার লাইফের বেস্ট সুর এটি।আমার জীবনের শ্রেষ্ঠ সুর। লাভ ইউ ভাইয়া এবং ধন্যবাদ আপনাকে।

  • @rezwanurrahmanakib3874
    @rezwanurrahmanakib3874 8 лет назад +37

    সব কমেন্ট সবাই করে ফেলছে। তাই শুধু এইটাই বলবো যে আপনার বাঁশির কভারগুলা মোবাইল আর ল্যাপটপ এর মিউজিক লিস্ট এর #favourite অপশন এ রাখসি ☺☺ you really deserve it 😊😊

  • @ariyankhan4067
    @ariyankhan4067 3 года назад +1

    From 2015 to till now
    Endless love ❤️❤️❤️❤️

  • @tanjimmahir198
    @tanjimmahir198 6 лет назад +3

    কি মায়া... কাদি আবার হাসি... অদ্ভুত... অসাধারণ ..... 😍

  • @mobilezone-uttara581
    @mobilezone-uttara581 8 лет назад

    Boss ki dekhailen
    Ami Hang
    kicchu bolar vasa nei
    xoox,osthir,awesome, Salute boss

  • @mahbubalahyhridoy123
    @mahbubalahyhridoy123 4 года назад +1

    সময় বদলায়,মানুষ বদলায়,ঝতু বদলায়,তখনও কিছু সুর থেকে যায় চিরবসন্ত 💙🔥

  • @backstageclub11
    @backstageclub11 4 года назад +31

    ❤️

    • @Abdullah_Al_Saud
      @Abdullah_Al_Saud 3 года назад

      Underrated comment...temon keu dekhlo o nah.

    • @tithydas7822
      @tithydas7822 3 года назад

      😍😍😍🥺....ke comment korlo....!..🥺...
      Prio gaaner flute shunte ashchi ek prio shilpir cover e....sekhane rek prio band er comment....!!!! 💓💓💓 love epitaph... Love aurthoheen....love bakhqtiyar vai.....love BoB...and love backstage.... ❤❤❤❤

    • @sayeedarafattobib9848
      @sayeedarafattobib9848 3 года назад

      @@tithydas7822 v

  • @mahidulislam8985
    @mahidulislam8985 8 лет назад

    bakhtiar vai er onno flute cover gulo shunechi.onek beautiful........

  • @mdahtesham5680
    @mdahtesham5680 2 года назад

    বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
    হাটছি আমি মেঠো পথে
    মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
    বহুদিন তোমায় দেখি না যে
    তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
    পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
    বহুদূর……
    সাদাকালো এ জীবনের মাঝে
    রঙ্গীন ছিলে তুমি শুধু
    তোমায় নিয়ে লেখা কত কবিতায়
    দিয়েছিলাম কত সুর
    আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
    ভোরের আলো ফুটবে কখন
    ভেবেছি কত রাত
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
    বহুদূর……
    যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
    দেখি তুমি নেই যে পাশে
    ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
    তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
    এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
    আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
    তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
    আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
    তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
    বহুদূর………..বহুদূর…………বহুদূর

  • @most.roksanaparvin9948
    @most.roksanaparvin9948 4 года назад

    Amazing.. Onecbar sunechi.. Bolar vasa patchina ato valo legeche...

  • @ibtisumjawaddeyab8477
    @ibtisumjawaddeyab8477 8 лет назад

    just awesome... fb... RUclips... shob kichute comment korsi new ekta cover er jonno.... apni amadr moto manush dr jonno inspiration...... thanks vai......

  • @naeemislam8238
    @naeemislam8238 6 лет назад

    বাঁশির সুর শুনে এতটা ভালো কখনই লাগেনি হয়ত।আমিই হয়ত একমাত্র অভাগা যে কিনা ২০১৫ সালের এত্ত সুন্দর বাঁশির সুরটা ২০১৮ এসে শুনলাম...:( আপনি সত্যি অসাধারন বাঁশি বাজান।

  • @shofolparvej6916
    @shofolparvej6916 2 года назад

    আহা আহা আহা আহা আহা
    কি দরদ দিয়ে বাজাইলেন,,,,, মন ছুয়ে গেলো একদম 😌😌😌😌😌
    আজীবন বুকের বা পাশে অনেকটা জায়গা নিয়ে থাকবেন ❤️❤️❤️❤️

  • @thebadliar16
    @thebadliar16 Год назад

    niscoy ami obaga... Nahole apnr bokto hote 7 bsr deri hoye gelo ❤️🥀
    Best whishes vaijan🙏

  • @rifatchowdhury5317
    @rifatchowdhury5317 3 года назад +1

    এই একটা মানুষ একাই অনেক গুণের অধিকারী।😊
    অনেক অনেক ভালোবাসা বখতিয়ার ভাই।🖤🖤

  • @prithviiiiii
    @prithviiiiii 3 года назад

    আমি মাঝে মাঝে ওয়ান মোর লাইট শোনার সময় বলতাম, এইটা চেস্টারের ট্রিবিউট তার প্রতি। আজ ভোরে এইটা ওয়ান মোর লাইটের পরেই হঠাৎ সাজেশনে আসল, তাই হয়ত ঐ কথাটা মনে পড়ে গেল ; ইচ্ছে করল বলতে : ‘সফেদ শীতল অন্ধ করিডোরের দিনগুলোর প্রতি আ ট্রিবিউট বাই বখতিয়ার ভাইয়া!’
    প্রিয় কার্ট কোবেইন কি সত্যিই বলছিল ‘ট্রাজেডির জন্য ধন্যবাদ, আমার আর্টের জন্য তা প্রয়োজন ছিল’ ; কোনোও বাবাকে এই ট্রাজেডি দেখতে না হোক, এই কামনা ভাইয়া! :)

  • @malaydepa6786
    @malaydepa6786 5 лет назад

    Bokitar Vai K centy holay j shory ame thakb na gan ta degty hobby.... Bashe sur r boss.....Love u via...

  • @kajolsutradhar923
    @kajolsutradhar923 5 лет назад +4

    3:10-3:15 এতটুক শুনলে কান্না চলে আসে I অদ্ভুত রকমের সুন্দর I

  • @dr.md.qumrulislamsiddiquek8842
    @dr.md.qumrulislamsiddiquek8842 8 лет назад +1

    অসাধারণ বখতিয়ার ভাই।হৃদয় ছুঁয়ে গেল সত্যিই।

  • @shahediqbal2943
    @shahediqbal2943 3 года назад

    আমার জাতীয় সংগীতটার Flute cover এতোদিন পরে চোখে পড়লো??
    আরো আগে পড়ে নি কেন??

  • @bappidhoni8207
    @bappidhoni8207 5 лет назад

    কেন জানি গানটা বার বার শুনতে ইচ্ছা করে সাথে তোমার সুর।
    অসাধারণ বাজিয়েছেন মনের নিবা আগুন আবার নতুন করে জালিয়ে দিয়েছেন।

  • @tiapurbo5478
    @tiapurbo5478 8 лет назад +1

    Your my inspiration,every single time,when I practice music....

  • @akashik6854
    @akashik6854 6 лет назад

    বখতিয়ার ভাই তুলনা নেই আপনার..
    oprarey গানটা জাস্ট লাইক অস্থির

  • @jashimabdulmalek4886
    @jashimabdulmalek4886 6 лет назад

    শত বার শোনেছি তবুও মন ভরে,না,,, কিছু বলার নেই,,, just wow ♥♥♥

  • @mdjunayedkhanii2507
    @mdjunayedkhanii2507 Год назад

    ভাই বাজাবে আর সুর হৃদয়ে স্পর্শ করবে না তা কেমনে হয়❤️বখতিয়ার ভাইয়ের সুর মানে মনের খোরাক ভরে যাওয়া❤️

  • @robin3883
    @robin3883 5 лет назад

    Bhai, speechless hoe gsi ami....oniket prantor ta amr phn er tune...ekhn vabtsi knta chere knta dbo......salute ur talent....

  • @nasimulislam2130
    @nasimulislam2130 7 лет назад

    অসাধারণ.....প্রশংসা করার ভাষা নেই। বেচে থাকুন অনেকদিন। অনেক ভালবাসা রইল আপনার জন্য বখতিয়ার ভাই।

  • @jonakrahman1656
    @jonakrahman1656 4 года назад +1

    flute cover er jonno tmi best. Love you bhai❤

  • @arupbhattasali
    @arupbhattasali 8 лет назад

    oshadharon bajiyechen dada....mon bhore gelo...

  • @differentangle2017
    @differentangle2017 4 года назад +4

    This is an eternal masterpiece!
    Never got tired listening🖤

  • @mushfique1090
    @mushfique1090 4 года назад +1

    সেই ২০০৫ এ ফিরে গেলাম। সেই 'স্বপ্নচূড়া' এলবামের 'এপিটাফ' গানটি।

  • @maheealahi9763
    @maheealahi9763 3 года назад +1

    অন্যরকম একটা অনুভূতি 🥀

  • @shakawathossen3880
    @shakawathossen3880 3 года назад +1

    speech less a magical "Hamillon!
    May Almighty bless you!

  • @safathhassan8677
    @safathhassan8677 3 года назад

    বখতিয়ার ভাই(বানান ঠিক লিখছি কিনা জানি না) আমি আপনার অনেক পুরনো ফ্যান।
    আপনার বাঁশি বাজানো শুনলে কি বলব কি লিখব বুঝতে পারি না।
    কিন্তু মন ছুঁয়ে গেছে ভাই।
    ধন্যবাদ এই মিউজিক আমাদের উপহার দেওয়ার জন্য

  • @pradipsarkar5315
    @pradipsarkar5315 3 года назад

    This amazing melodious piping can stop the flow of the river or a rock stone turn into a living objects. superb

  • @Jamesbond55468
    @Jamesbond55468 7 месяцев назад

    Wow bro Wow❤️
    Just koliza thanda hoiya geche

  • @sifatuddoza9090
    @sifatuddoza9090 8 лет назад

    manus ta ki niya jonmaise??? pura god gifted.........pls vai aro kicu cover koren.......

  • @mdmanik-fb5on
    @mdmanik-fb5on 7 лет назад

    সত্যি বাঁশি হৃদয়ের একটি ভাষা,যা মানুষকে পাগল করে,,

  • @mahidulislam8985
    @mahidulislam8985 8 лет назад +1

    bakhtiar vai apni Bangladesh er shera flute bajan.
    Eta shotto Kotha.......❤❤❤
    joss hoise vai.......

  • @shafiulhaqueankon8336
    @shafiulhaqueankon8336 8 лет назад +1

    You are really multi-talent guy......You are awesome bro....Thanks for such a nice tune...We will wait for more.

  • @hasibzaman428
    @hasibzaman428 8 лет назад +1

    vhi apne akta osthir jinis,,, apnake janai bedrohi lal Salam★★★
    apnar flute music gula khub shundor. Dine jotobar sune toto bar sunte mon chay.
    vhi apnar kache req thakbe apne amader aro notun kichu diben,,,
    jemom eluveitie insh mona nd luxtox amon 1k kichu.
    vhiaa pls asha kore apne eluvitie er kichu flut cover diben next a.......:)

  • @rafiulislamrony4730
    @rafiulislamrony4730 4 года назад

    Lyrics>
    বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
    হাটছি আমি মেঠো পথে
    মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
    বহুদিন তোমায় দেখি না যে
    তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
    পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
    সাদাকালো এ জীবনের মাঝে
    রঙ্গীন ছিলে তুমি শুধু
    তোমায় নিয়ে লেখা কত কবিতায়
    দিয়েছিলাম কত সুর
    আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
    ভোরের আলো ফুটবে কখন
    ভেবেছি কত রাত
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
    তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
    চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
    যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
    দেখি তুমি নেই যে পাশে
    ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
    তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
    এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
    আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
    তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
    আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
    তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর…

  • @glizzard
    @glizzard 7 лет назад

    Jotobar shuni totobar e shunte iccha kore 😍😍😍

  • @atiqsylbd
    @atiqsylbd 7 лет назад

    গানটা সেই ১৯৯৯ ইংরেজী সাল থেকে শুনছি......
    আজ আবার নতুন আঙ্গিকে শুনলাম......
    অনেক অনেক সুন্দর......
    ধন্যবাদ......

  • @jakhrofsayeem1552
    @jakhrofsayeem1552 7 лет назад +1

    ভাই কেমনে, কেমনে এতো সুন্দর হয়। একথায় অসাধারণ

  • @MehediHasan-xk4od
    @MehediHasan-xk4od 8 лет назад

    kisoi bolar nai... just simply awsome..

  • @redowanferdous839
    @redowanferdous839 5 лет назад

    বিষণ্ণ মনকে নিমিষেই শান্ত করে
    দেয় এই অসাধারণ বাঁশির সুর ❤️

  • @abdullahalnuha2966
    @abdullahalnuha2966 8 лет назад +3

    that sound goes like a spark in my body.....
    keep it up brother (y)

  • @শাহপরান-য৭প
    @শাহপরান-য৭প 6 лет назад +1

    অস্থির একটা ফিলিংস কাজ করে মনের ভিতর
    গানটাও অনেকবার সুন্দর কিন্তু বাশির কভার টা মন কাইরা নিলো
    যত বার শুনি ততবার ই অস্থির লাগে।

  • @xenocide1000
    @xenocide1000 8 лет назад

    boss strikes back, the return of boss, ufff vai eto josss kamne ki ,,,,,,nexzt time vai poth chola or she je boshe ase chai

  • @farhad0.7
    @farhad0.7 4 года назад

    হাত কাঁপতেছে, গলা ধরে আসছে... কি বাজাইলেন ভাই...😍😍😍❤❤

  • @gmrsajib
    @gmrsajib Год назад

    অসাধারন, যতবার শুনি ততই আকৃষ্ট হয়ে পড়ি। ভালোবাসা বখতিয়ার ভাই❤

  • @cryptocraze4303
    @cryptocraze4303 7 лет назад

    vai love u
    shobsomoy apnar gaan er flute cover gulo shuni
    khub e koshte achi but tarpor o ekta shanti kuje pai

  • @Rupam-91
    @Rupam-91 2 года назад

    এপিটাফ! গ্রহের অন্যতম সুন্দর গান ❤️
    আর এই বাঁশির কভারটা চোখটাকে জল টলমল করে দিচ্ছে 🥺
    এতো সুন্দর? এতো সুন্দর! হুমায়ূন আহমেদ বলেছিলেন এবসলিউট বিউটি নাকি হতে পারে না। তাহলে এটা কি? 🥺

  • @rizvyhossain6437
    @rizvyhossain6437 Год назад

    Bimohito hoye shuntesilam sir :)
    Prothome normal chilam. Ektu por chokh tolmol kora shuru korse. This flute cover is the best creation of you :') ❤️
    Take a lot of love.
    Life is beautiful. :) ❤️

  • @SarkerSubrata552
    @SarkerSubrata552 4 года назад

    উফফ , মাঝে মাঝে মন ভাল করতে আপনার চ্যানেলে আসি বাঁশি শুনতে।
    আহহহ, বিশ্বাস করবেন কিনা, কয়েকদিন যাবত অনেক ভাল অনুভব করছি রোজ গভীর রাতে...
    অসাধারণ একটা অনুভুতি নিয়ে ঘুমাতে যাই

  • @shuvrochamp8137
    @shuvrochamp8137 6 лет назад +1

    just close ur eyes and think about her and listen to this..u will get the perfect feeling from the ccore of ur heart

  • @akhlaqurrahman8900
    @akhlaqurrahman8900 8 лет назад

    বরাবরের মতোই অসাধারণ ভাই... চোখে পানি চলে আসছিলো শুনতে শুনতে ... অসাধারণ...

  • @imamuddinshahed4284
    @imamuddinshahed4284 8 лет назад

    ami din din bare bare apnar boro fan hoye jacchi....last 24 days ami apnar kora national anthem er instrumental cover shunte pai ni mone hoise amr din gulo e mati hoye gese