সত্যি বাস্তব চিত্র। দারুন সুন্দর অভিনয়। পরিচালক মহাশয় কে অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে আমাদের এই বিশ্বে মানবতার কি নির্মম পরিনতি এই টেলি নাটক টি বুঝিয়ে দিল। ধন্যবাদ সমস্ত কলাকুশলীদের।
চঞ্চল চৌধুরী সত্যিই এমন একজন অভিনেতা যার তুলনা হয়না। প্রতিটি চরিত্র এতো সুন্দর করে যেন একদম বাস্তব। লেখকের প্রতি রইল ভালোবাসা। এমন বাস্তব মুখি গল্প উপহার দেওয়ার জন্য।
গল্পটা একজন সাধরণ মানুষের যে সবাইকে সার্ভিস দেয়, শুধু নিজে পায় অবহেলা। গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে মানবতা ও মানুষ হিসেবে মানুষের সম্মানের অধিকারী কথা আরেকবার বলে দিলো।
যাত্রী গল্প খুবই মন জুড়ানো অস্তির অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ভাই এবং শ্যামল মাওলা ভাই নাটকটির চরিত্রে ভূমিকায় বাস্তববাদী অভিনয় দেখে সত্যি মুগ্ধ হলাম ধন্যবাদ 💜🖤
অখাদ্য প্রেমের গল্পের থেকে আনেক উচু দরের নাটক, মোশারফ করিম আর চঞ্চল চৌধরী হলেন জাত অভিনেতা, পরিচালক মহাশয় অসংখ্য ধন্যবাদ এরকম এক বাস্তব নাটক তৈরি করবার জন্যে. সবার অভিনয় মন ছুঁয়ে গেছে. আরো এরকম বাস্তব ধর্মী নাটক চাই
করোনাকালীন সম্পূর্ণ বাস্তবতাকে এই এক অসাধারণ গল্প। ধন্যবাদ সেলিম ভাই। একজন সিকিউরিটি যত ভালো সেবা দেক না কেনো, অসুস্থতার সময় কেউ পাশে না থেকে দূরে ঠেলে দে।এটা কোনো কাল্পনিক গল্প নয়, পরিপূর্ণ বাস্তবতার গল্প। যা চার পাশে দেখা যায়😥😥
আমাদের দেশের বড়ো লোকগুলি হচ্ছে পিশাচ । জানোয়ারের অনেক মানবিকতা আছে, বাংলাদেশের বড়ো লোকদেরকে শায়েস্তা করতে পারে হয় উগ্রপন্থি কমিউনিস্ট সন্ত্রাসীরা আর না হয় চাঁদাবাজরা ।
এতো স্বল্প সময়ের মধ্যে এতো উচ্চমানের নাটক , চিন্তার বাইরে ছিলো . কি অভিনয় প্রতিটা চরিত্রের ! অসাধারন অভিনয় সবার . এমনকি সুমন নামের চরিত্র যে করেছে . Chanchal C, Ambulance driver --কি দুর্দান্ত অভিনয় . এমনকি ঘরের মেয়েটার অভিনয় কিছুক্ষনের জন্য হলেও দাগ রেখে গেলো . পরিচালক . গল্পকার কে award দিয়ে সম্মানিত করা হোক . শরীর হিম করা নাটক . কি ending ! Oh my God ! দারুন দারুন . From Houston Texas থেকে এক ভক্ত .
আমি ৮ বছর দারোয়ানের চাকুরি করেছি ধানমন্ডিতে। সকাল ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত । প্রসাব এবং পায়খানা করাটাও আতঙ্কের সাথে করতে হয়। দারোয়ানের চাকরি করা খুবই কঠিন কাজ। দ্বায়িত্বের একটু ঊনিশ বিশ হলে কি যে খারাপ ভাষা আর দ্বায়িত্বের রিক্স। কিছু হলেই দারোয়ানের দোষ। যারা এসব চাকরি করেননি তাঁদের লিখে বুঝানো যাবে না, হয় তো অভিনয় করে বোঝানো সম্ভব। এমনি হয়েছে, যে বাতরুম হয়েছে, কিন্তু পানি খরচ করতে পারিনি। আর ভাত খাওয়ার কথা বলছেন এক থাল ভাত খেতে অনেক সময় লাগে, গেট খোলা, সত্যিই এই চাকরি খুব কষ্টের। সেই তুলনায় বেতন জলের দামে।
কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে.অসাধারন লাগল নাটকটি। ধন্যবাদ নাটকের স্ক্রিপ্ট লেখক,কলা-কৌশলী, পরিচালক, অভিনয় শিল্পীকে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।.....❤️❤️❤️
নাটক টি দেখে মনে হলো জীবনের কী মূল্য, কারো কাছে জিরো কারো কাছে অনেক কিছু, আসলেই এভাবে শেষ হয়ে যায় অনেক মানুষের জীবন, কেউ জানতে পারে, আবার অনেকেই সেটা জানতে পারে না ।।
সমাজকে আয়না দেখানোর জন্য গল্পকার এবং পরিচালককে কুর্ণিশ। অ্যাম্বুল্যান্স চালকের চরিত্রটি এক অপরূপ সৃষ্টি। এমন দু'একজন মানবদরদীর জন্য পৃথিবী এখনও বাসযোগ্য।অভিনয় অপূর্ব।
অনেক দিন ভালো একটি বাস্তবসম্মত নাটক দেখলাম... সমাজের উচু শ্রেনীর কীটপতঙ্গ গুলো স্বল্প আয়ের মানুষজনের কাজ থেকে সকল প্রকার সুবিধা নিয়ে তাদের করে সুবিধা বঞ্চিত করে😔...
@@bmia5790 দোকান খুললে যেমন বুঝা যায় এইটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান ঠিক তেমনি মুখ খুললে ও বুঝা যায় এইটা কি মানুষ নাকি অমানুষ😃😃 ধন্যবাদ ভাইয়া
অর্থ ই একমাত্র অনর্থের মূল এবং অর্থের কোনও ধর্ম ও নেই। মানুষ যে পদ্ধতির মাধ্যমে বেশি পরিমাণ অর্থ রোজগার করে সেই পদ্ধতিই মানুষের ভালো গুন গুলি ও নষ্ট করে দেয়। চিরকাল এভাবেই হয়ে আসছে ভবিষ্যতে ও এরকমই হবে।
খুব কষ্টের ছিল দিন গুলো চনচল দাদার অভিনয় খুব সুন্দর একেবারে সত্য ঘটনা তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা দাদার জন্য। উনি খুব কঠিন অভিনয় করতে পারেন।
একজন ভারতীয় ভাইয়ের পক্ষথেকে নাটকের পরিচালক ও কলাকুশলীদের জানাই হার্দিক অভিনন্দন এরকম একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।আলাদাভাবে অভিনন্দন জানাই আমার খুব প্রিয় শিল্পী চঞ্চল চৌধুরীকে।
অসাধারন একটা গল্পঃ যা বাস্তব জীবনের গল্পঃ।চঞ্চল দাদা খুবই ভালো অভিনয় করছে যা বরাবর ই করে সে।সব মিলিয়ে খুব ভালো শিক্ষা নেওয়া উচিত যারা ছোট চাকরী জিবিদের এইরকম অবহেলা করে।
বর্তমান সমাজের সাথে একদম মিল আছে।
বাস্তবতার চুড়ান্ত প্রতিফলন ঘটেছে ৩০ মিনিটের এই নাটকে।
Vai,meye ta k keno rakhce, ata bujlam na
@@checkme1611 আসলেই মেয়েটার পার্টটা অতিরিক্ত ছিলো।
Nice
হে
যিনি গল্পটা লিখেছেন তাঁর প্রতি অসীম ভালোবাসা। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা। পেছনের গল্পগুলো উঠে আসুক। একজন ব্যথিত গল্পকার 🍁 সব মিলিয়ে অনবদ্য 🍁❤️
সত্যি বাস্তব চিত্র। দারুন সুন্দর অভিনয়। পরিচালক মহাশয় কে অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে আমাদের এই বিশ্বে মানবতার কি নির্মম পরিনতি এই টেলি নাটক টি বুঝিয়ে দিল। ধন্যবাদ সমস্ত কলাকুশলীদের।
চঞ্চল চৌধুরী মানেই ভিন্ন কিছু কার কার চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লাগে তারা লাইক দিয়ে সারা দিন ধন্যবাদ?? ❤️
আমার কাছে যেনো মনে হয় সবথেকে ভালো গল্পের অভিনয় গুলো চঞ্চল চৌধরী ই তরে থাকেন।
কিছু নাটক দেখলে শুধু অপুর্নতা ই থেকে যায়
চঞ্চল চৌধুরী সত্যিই এমন একজন অভিনেতা যার তুলনা হয়না। প্রতিটি চরিত্র এতো সুন্দর করে যেন একদম বাস্তব। লেখকের প্রতি রইল ভালোবাসা। এমন বাস্তব মুখি গল্প উপহার দেওয়ার জন্য।
Right 👌👌👌❤️❤️❤️
গল্পটা একজন সাধরণ মানুষের যে সবাইকে সার্ভিস দেয়, শুধু নিজে পায় অবহেলা। গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে মানবতা ও মানুষ হিসেবে মানুষের সম্মানের অধিকারী কথা আরেকবার বলে দিলো।
😊
নাটক টা দেখে বুঝলাম শরীরের জোর যতক্ষণ আছে জীবনের দাম আছে। নইলে এই জীবনের কোন দাম নাই।
Right
নাটক দেখে বুঝার কি আছে, এটাই তো বাস্তব
রাইট
যাত্রী গল্প খুবই মন জুড়ানো অস্তির অভিনয় করেছেন
চঞ্চল চৌধুরী ভাই এবং শ্যামল মাওলা ভাই
নাটকটির চরিত্রে ভূমিকায় বাস্তববাদী অভিনয় দেখে সত্যি মুগ্ধ হলাম ধন্যবাদ 💜🖤
khankir pola tr mare cudi
Asadharon
বাস্তব ঘটনা, একালের সাথে যেন নিকুত ভাবে মিলে গেল। চঞ্চল চৌধুরী খুব সুন্দর করে অভিনয় করেছেন। গায়ের জোর যতদিন মানুষের প্রয়োজন টিক ততদিন।
অসাধারণ !! অসাধারণ !! অসাধারণ !!
কাহিনী, সংলাপ, অভিনয়, পরিচালনা, শেষের মোচড় বা twist ..... সবমিলিয়ে অপূর্ব একটি উপস্থাপনা। চোখে জল এসে গেল। শুভেচ্ছা পুরো টীমের জন্য। ❤️❤️❤️❤️❤️❤️❤️
------- কোলকাতা থেকে।
এই করোনা আমাদের অনেক কিছু বুঝিয়েছে। তাই আল্লাহকে ধন্যবাদ 😭😭😭
অখাদ্য প্রেমের গল্পের থেকে আনেক উচু দরের নাটক, মোশারফ করিম আর চঞ্চল চৌধরী হলেন জাত অভিনেতা, পরিচালক মহাশয় অসংখ্য ধন্যবাদ এরকম এক বাস্তব নাটক তৈরি করবার জন্যে. সবার অভিনয় মন ছুঁয়ে গেছে. আরো এরকম বাস্তব ধর্মী নাটক চাই
করোনাকালীন সম্পূর্ণ বাস্তবতাকে এই এক অসাধারণ গল্প। ধন্যবাদ সেলিম ভাই। একজন সিকিউরিটি যত ভালো সেবা দেক না কেনো, অসুস্থতার সময় কেউ পাশে না থেকে দূরে ঠেলে দে।এটা কোনো কাল্পনিক গল্প নয়, পরিপূর্ণ বাস্তবতার গল্প। যা চার পাশে দেখা যায়😥😥
শিহ্মার অনেক কিছু আছে৷ কখনো মানুষ কে বিপদের সময় অবহেলা করতে নেই, একজন ডাইভার হয়েও বিপদে পাশে দাড়িয়েছে কিন্তুু কোটি প্রতি মালিক কতো টা সার্থপর
আমাদের দেশের বড়ো লোকগুলি হচ্ছে পিশাচ । জানোয়ারের অনেক মানবিকতা আছে, বাংলাদেশের বড়ো লোকদেরকে শায়েস্তা করতে পারে হয় উগ্রপন্থি কমিউনিস্ট সন্ত্রাসীরা আর না হয় চাঁদাবাজরা ।
আগে শিক্ষা টা ঠিক করতে হবে।।
Rakta. Er. Paesa. Kathabale. Tabe. Sugandha. Er. Durgandha. Chherejay.
৩০ মিনিটের নাটকে যা দেখাইল ভারতের ১০০ পর্বে তা দেখাইতে পারবেনা, Thank you, dri ctor,
bharat er nam nayar dorkar chilo ki ? Bharat to tomaka thadar serial daktha bolani.
@@subrototalukder7232 Kintu kothata 100% shotto bolse
পশ্চিম বঙ্গ এখন শূন্য গর্ভ
দারুন বলছেন
সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য❤
একজন নিরাপত্তা রক্ষী তার সর্বোচ্চ দিয়ে মালিকের জান মালের নিরাপত্তা দেয় অথচ তারাই সুবিধা বঞ্চিত না পায় বেতন না পায় নূন্যতম সম্মান ।
Apnake dhannobad
সহমত
রাইট
Leurar katha kon Miah. Dhaka shohor er darowan gula bariwalar cheye hedam dekhai
Ashob security Rai abar dakater sathe mile bari walar pran o nei
এতো স্বল্প সময়ের মধ্যে এতো উচ্চমানের নাটক , চিন্তার বাইরে ছিলো . কি অভিনয় প্রতিটা চরিত্রের ! অসাধারন অভিনয় সবার . এমনকি সুমন নামের চরিত্র যে করেছে . Chanchal C, Ambulance driver --কি দুর্দান্ত অভিনয় . এমনকি ঘরের মেয়েটার অভিনয় কিছুক্ষনের জন্য হলেও দাগ রেখে গেলো . পরিচালক . গল্পকার কে award দিয়ে সম্মানিত করা হোক . শরীর হিম করা নাটক . কি ending ! Oh my God ! দারুন দারুন . From Houston Texas থেকে এক ভক্ত .
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সৃষ্টির সাথে জড়িয়ে থাকা সমস্ত সৃষ্টিশীল, সংবেদনশীল ও দায়িত্বশীল মানুষদের প্রতি। Stay Hungry, Stay Foolish!
শ্যামল মাওলা একজন তুখোর অভিনেতা,,,,love you boss
এইভাবে চলে যায় সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবন, পরের চাকরি।
বাস্তব ঘটনা নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে,,,
কান্না করলাম ্্্
এই নাটকটা দেখার সময় বারবার নিজের করোনা আক্রান্ত হওয়ার সময়ের কথা মনে পড়ছিলো!!!
কি ভয়ানক ছিলো দিনগুলি!
আমারও,,
একদম ঠিক
সারাজীবন স্মৃতি হয়ে থাকবে এই নাটক🥀😥
চন্ঞল দাদা মানেই অন্য কিছু 💥🧡🧡
আমার জীবনের সাথে অনেক টাই মিলে গেছে। অসাধারণ অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। অসংখ্য ধন্যবাদ পরিচালক ও কলাকুশলী দের।❤❤❤
বস যেখানে আছে সেখানে ভালো না হয়ে পারেই না অসাধারন ভাই খুব ভালো লেগেছে।।।ধন্যবাদ এমন এমন একটা নাটক উপহার দেবার জন্য।।।।
সাবাশ চঞ্চল চৌধুরী এতো ভালো নাটকে অভিনয় করেছেন, ধন্য বাদ নাটক কর্তুপক্ষ কে যারা এই নাটক টা পরিবেশন। করেছেন 👍❤️
নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
করোণা আমাদের শিখিয়েছে পৃথিবী তে কেউ কারো না একমাত্র আল্লাহ ছাড়া।
স্বার্থ ছাড়া কেউ কারো উপকারে আসে না😥
কি বলবো আসলে বলার ভাষা হারিয়ে ফেলিছি,,,,, অসম্ভব সুন্দর নাটক
আমি ৮ বছর দারোয়ানের চাকুরি করেছি ধানমন্ডিতে। সকাল ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত । প্রসাব এবং পায়খানা করাটাও আতঙ্কের সাথে করতে হয়।
দারোয়ানের চাকরি করা খুবই কঠিন কাজ। দ্বায়িত্বের একটু ঊনিশ বিশ হলে কি যে খারাপ ভাষা আর দ্বায়িত্বের রিক্স। কিছু হলেই দারোয়ানের দোষ।
যারা এসব চাকরি করেননি তাঁদের লিখে বুঝানো যাবে না, হয় তো অভিনয় করে বোঝানো সম্ভব। এমনি হয়েছে, যে বাতরুম হয়েছে, কিন্তু পানি খরচ করতে পারিনি। আর ভাত খাওয়ার কথা বলছেন এক থাল ভাত খেতে অনেক সময় লাগে, গেট খোলা, সত্যিই এই চাকরি খুব কষ্টের।
সেই তুলনায় বেতন জলের দামে।
ভাইয়া, আল্লাহ আপনার জন্য উত্তম রিজিক দান করুক ❤️❤️❤️
@@ayshaakterruma9008 ভালোবাসা বোন।
কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে.অসাধারন লাগল নাটকটি। ধন্যবাদ নাটকের স্ক্রিপ্ট লেখক,কলা-কৌশলী, পরিচালক, অভিনয় শিল্পীকে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।.....❤️❤️❤️
কত সুন্দর ভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন,,, অসাধারণ একটা গল্প 💛💛💛💚💚
বাস্তবতা কতটা কঠিন তা তুলে ধরার জন্য ধন্যবাদ পরিচালককে এবং সুন্দর অভিনয় করার জন্য চঞ্চল চৌধুরী শ্যামল মাওলা কে ধন্যবাদ
ভাষায় প্রকাশ করার মতো না
অনেক সুন্দর
30 মিনিটে আমাদের বর্তমান সমাজের চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ
মেয়েটার বেপারে ক্লিয়ার করলে আরও ভালো হতো.. তবুও অসম্ভব সুন্দর হইছে কাহিনী, বাস্তবতার সাথে মিলে গেছে💜
মনের কথা🙆🏼♂️
সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই যাত্রী চরিত্রে চঞ্চল চৌধুরী ভাই এবং শ্যামল মাওলা ভাই সহ বাকি সবাই খুবই চমৎকার অস্থির অভিনয় করেছেন ধন্যবাদ 💜🇧🇩🖤
একেই বলে দক্ষ অভিনেতা বাংলাদেশের নাটকের কদর দিন দিন বেড়েই চলেছে বহি বিশ্বে
আমার জীবনের সাথে নাটকের চরিত্র মিল খুঁজে পেয়েছি।
অনেক দিন পর চঞ্চল চৌধুরী ।পুরোনো রেশ, অসাধারণ অভিনয়।
একজন নিরাপত্তাকর্মীর এরকম হিস্টরি থেকেও আরো ভয়ঙ্কর হিস্টরি অসংখ্য ধন্যবাদ পরিচালক কে বাস্তবতাকে সবার সামনে উপস্থাপন করার জন্য
খুবই মর্মস্পর্শী একটি নাটক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Ek kothay osadharon 🙏🏼 chanchal Choudhary is the best actor ❤️👍🏼🙏🏼🙏🏼🙏🏼. Love from India 🙏🏼
Excellent 👌👌👌
নাটক টি দেখে মনে হলো জীবনের কী মূল্য, কারো কাছে জিরো কারো কাছে অনেক কিছু, আসলেই এভাবে শেষ হয়ে যায় অনেক মানুষের জীবন, কেউ জানতে পারে, আবার অনেকেই সেটা জানতে পারে না ।।
বাহ্ পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ভাই বাস্তববাদী গল্পের যাত্রী বাস্তবায়িত অভিনয় উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 💜🇧🇩🖤
আমাদের সমাজটা খুবই খারাপ।সাহায্যের বদলে লাথি দেয়। অভিনয়টা বাস্তব প্রতিচ্ছবি♥️
এত অসাধারণ ও ন্যাচারাল অভিনয় সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। চঞ্চল দাদার কথা আর কি বলব ।। মনে হয় বাস্তব জীবনের গল্প দেখলাম,,নিজে দাড়িয়ে থেকে ।
মানবতা যে বাস্তবতার কাছে হার মেনে যায়।
এটাই তার প্রমাণ 😭😭
নাটক খুব শিক্ষার ধন্যবাদ পরিচালক কে।।অনেক সুন্দন
শ্যামল মাওলা মানেই আগুন
তার ওপর আবার চঞ্চল ভাই আছে ❤️
অসাধারণ।
সমাজকে আয়না দেখানোর জন্য গল্পকার এবং পরিচালককে কুর্ণিশ। অ্যাম্বুল্যান্স চালকের চরিত্রটি এক অপরূপ সৃষ্টি। এমন দু'একজন মানবদরদীর জন্য পৃথিবী এখনও বাসযোগ্য।অভিনয় অপূর্ব।
মনপুরা সিনেমা থেকে চঞ্চল ভাইকে
ভালো লাগা সত্যিই অনবদ্য অভিনেতা
আমার চঞ্চল ভাই💖👌🇧🇩
পরিচালক প্রতি দোয়া ও ভালোবাসা❤️
জীবনের সাথে মিলে গেছে। খাওয়ার টাইম ঘুমের টাইম কোনটাই ঠিক নাই কি যে যন্তনা। সৌদি প্রবাসী হাউজ ড্রাইভার।
এখন কি কাজ করেন আপনি ভাই
অনেক দিন ভালো একটি বাস্তবসম্মত নাটক দেখলাম... সমাজের উচু শ্রেনীর কীটপতঙ্গ গুলো স্বল্প আয়ের মানুষজনের কাজ থেকে সকল প্রকার সুবিধা নিয়ে তাদের করে সুবিধা বঞ্চিত করে😔...
Thanks a lot to director, writer, producer and all artists.. Monta bethay bhoregelo..
এটাই বাস্তবতা এটাই দুনিয়া ধন্যবাদ নাট্যকার কে।
মানুষের মনুষ্যত্ব আজ বিকলাং হয়ে আছে 😥😥
Excellent creation. Shamal Mawla has acted awesome with the legendary actor Chanchal Chowdhury sir. Lots of love from Kolkata
বুজলে বাংলাদেশের ৪২মিনিটে নাটকে যা দেখায়, ভারতের স্টার জলসায় ৫ বছরেও কিছু দেখানো হয় না৷ বাংলাদেশের নাটক মানে এক একটা শিক্ষা, বাস্তবতা।
মহা পন্ডিত
এই একই কথা আর ভালো লাগেনা।
যান বাংলাদেশে গিয়ে থাকেন।
A B Hannan , কি সুন্দর মন্তব্য . বড় ভালো লাগলো
দেখাইতো বাংলাদেশ বাস্তব আর ইন্ডিয়া কাল্পনিক
সত্যি অসাধারণ বাস্তব চিত্র টা তুলে ধরেছে,🥺🥺🤕।
অসাধারণ ❤❤
কিছু বলার ভাষা নেই......😔😔😔
Chanchal Chowdhury sir🥰😍
দেখার আগেই বললাম অনেক সুন্দর হবে❤️❤️❤️
ছাগলি
@@bmia5790 দোকান খুললে যেমন বুঝা যায় এইটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান ঠিক তেমনি মুখ খুললে ও বুঝা যায় এইটা কি মানুষ নাকি অমানুষ😃😃 ধন্যবাদ ভাইয়া
@@farjanaislam197 তোমার বুদ্ধি জে হাঁটুর নিচে সেটা বুঝতে পারলাম মূর্খ কোথাকার
অর্থ ই একমাত্র অনর্থের মূল এবং অর্থের কোনও ধর্ম ও নেই। মানুষ যে পদ্ধতির মাধ্যমে বেশি পরিমাণ অর্থ রোজগার করে সেই পদ্ধতিই মানুষের ভালো গুন গুলি ও নষ্ট করে দেয়। চিরকাল এভাবেই হয়ে আসছে ভবিষ্যতে ও এরকমই হবে।
👍
চঞ্চল চৌধুরীর নাটক ও ফিল্ম কে কে পছন্দ করেন দয়া করে লাইক করে হাজিরা দিয়ে যাবেন প্লিজ❤️❤️২০.০৪.২০২২ বুধবার🙏🙏
onak valo .......emotional hoya galam. ..good creation.
Onek valo hoyeche natok ta 😍😍
খুব কষ্টের ছিল দিন গুলো চনচল দাদার অভিনয় খুব সুন্দর একেবারে সত্য ঘটনা তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা দাদার জন্য। উনি খুব কঠিন অভিনয় করতে পারেন।
ছোটখাট জাপানি সিনেমা ❤️❤️❤️
সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ
বাস্তব উদাহরণ চিত্র,,,,, যা আমাদের সমাজে প্রতিনিয়ত বিরাজমান 💔
দুনিয়ার ধনী শ্রেনী মানুষের থেকে মানবতা উঠে গেছে , ধন্যবাদ নাটকের সবাইকে
ভালো লাগলো। 👌👌👌👌
কি সুন্দর করে বাস্তবতা তুলে ধরেছে এই নাটকে। চঞ্চল চৌধুরী 🤎
আসাধারন একটা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে নাটকটার ভিতরে।চন্চল ভাই মানেই আসাধারন অভিনায়।
খুবই সুন্দর আর সাবলীল ❣️
Much love foe Chanchal Da❤❤🔥
Shamol mwla is my favorite ❣️❣️
খুব সুন্দর একটি নাটক দেখলাম। দারুন লাগলো।😰😰😰😰
Sera natok....aro chai
Ovinoy Bhai Chanchal . wonderful
একজন ভারতীয় ভাইয়ের পক্ষথেকে নাটকের পরিচালক ও কলাকুশলীদের জানাই হার্দিক অভিনন্দন এরকম একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।আলাদাভাবে অভিনন্দন জানাই আমার খুব প্রিয় শিল্পী চঞ্চল চৌধুরীকে।
Namoskar dada. Hardik kathatar arto ki .
@@kolaholvlog2028 হার্দিক মানে, হৃদয় থেকে।
জান্নাতের নেটওয়ার্ক হল "ইসলাম",
সিম হল "ঈমান"। বোনাস হল "রমযান",
রিচার্জ হল "নামাজ",
আর হেলপ লাইন হল"কোরআন"
Bal coda
অসাধারন একটা গল্পঃ যা বাস্তব জীবনের গল্পঃ।চঞ্চল দাদা খুবই ভালো অভিনয় করছে যা বরাবর ই করে সে।সব মিলিয়ে খুব ভালো শিক্ষা নেওয়া উচিত যারা ছোট চাকরী জিবিদের এইরকম অবহেলা করে।
30 মিনিটই যথেস্ট।
সকলের জন্য ভালবাসা রইলো
৩০ মিনিট যেন অন্য কোন এক জগৎতে হারিয়ে গিয়েছি৷ কোথায় আমাদের মানবিকতা হায় মানুষ 😢
ভালো লাগলো
বাস্তবিক দৃশ্য ফুঁটিয়ে তুললো খুব সুন্দর ভাবে।
Driver ar uder mon manusikotar porichoy fute uthse❤
চোখে পানি চলে আসছে......
শিক্ষণীয় গল্প। চঞ্চল চৌধুরী তুমি মহান ❣️
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম
Kob...Valo...laglo.. natok..ta..🥺🥺🥺😭😭😭
নাটকটি দেখে বুঝতে পারলাম এরা শুধু সারাজীবন সারভীস দিয়ে থাকে /তার বিনিময়ে তারা কখনো কিছু পাইনা অসাধারণ হরেছে??
অসাধারণ একটা নাটক
excelente......... everything
thanks binge......
অসাধারণ একটা আমার জিবীনে সাথে মিল আছে
চঞ্চল ভাই এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
দারুণ। খুব ভালো লাগলো।আরো এরকম সুন্দর নাটক দেখতে চাই।শুভকামনা