পুরো সিরিজ টা এত চমৎকার। এবং এতটা ভালো হয়েছে। বলা যেতে পারে ~ বাংলাদেশর একটি শ্রেষ্ঠ " ওবেব সিরিজ " আর বর্ণবাদ নির্মূল কখনো ই সম্ভব না। স্কিপ্ট রাইটার কে শ্রদ্ধা! এত মননশীল চেতনায় তিনি।গল্প লিখেছেন। 🗞️ অভিনয়ে~ স স্থান থেকে ' সবাই ১০০% ভালো করেছেন √ শহীদ উজ্জামান সেলিম" এর ~ কান্না টা হৃদয় ছুয়ে গেলো। ফারিনের - শেষ ডাক টা ' হ্যাঁলো ~ বাবা - উফ ' সাংঘাতিক সুন্দর 🤍
বোকা বোকা topic; আমিও বিদেশে থাকি, রেস্টুরেন্টে কাজ করে রাত এগারোটা, সাড়ে এগারটায় একা বাড়ি ফিরি। কখনো এরকম situation হলে দেশে বাবা মা কে call করে বলবো না- “বাবা someone is following me”.. আমি তো নিজের husband-কেও first ফোনটা করবো না, I will call 911 (police) first.
আমি সহজে কান্না করিনা। কিন্তু আজকে বাবা হিসেবে শহীদুজ্জামান সেলিমের অভিনয় দেখে আমি কান্না করেছি। আমি শুধু কল্পনা করছিলাম তাসনিয়া ফারিনের জায়গায় আমি থাকলে আমার বাবার প্রতিক্রিয়া কেমন হতো। নিশ্চয়ই এই বাবার মতই বা এর চেয়েও অধিক। আমার বাবা আমাকে কতটা ভালোবাসেন তা তো আমি জানি। তাই আমার এমন অবস্থায় তার কতটা কষ্ট হতে পারে আমি সেটা ভেবেই শহীদুজ্জামান সেলিমের অভিনয় টা কে সিরিয়াসলি কল্পনা করেছি। সত্যিই দুর্দান্ত হয়েছে। ইউরোপিয়ান রেসিস্ট দের এই নোংরা আচরণ, একজন প্রেমিক নামক অমানুষের কান্ডকলাপ এই গল্পে যতটা না লক্ষণীয়, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি লক্ষণীয় একজন বাবার লড়াই,কান্না,আবেগ। একটা জিনিস প্রত্যেকটা মেয়ের রিয়ালাইজড্ করা উচিত, বাবার চেয়ে ভালো বন্ধু হয়না। বাবার মতো ভালো আর কেউ বাসেনা। কেউ না!
Ami vijur Babar jaigay Amar Meyer Baba k dekte pachilam. Onio thik erokom Meyer jonno pagol chilen. Allah onake etotoko shomoi deinay je meye k etoboro dekhe jabe. Natok ta dekhe Amar o khob kanna peyeche. Jara jara natok ta dekben Amar Baba hara meyetar jonno duah korben jate ekjon Valo manush hote pare.
খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আসলেই বাবা মার মতো ভালোবাসতে ও ভালো চাইতে কেউ জানে না। সবাই জানে মতের অমিল হলে প্রতিশোধ নিতে। কিন্তু আমরা ভালোবাসার মিথ্যা মোহের বশবর্তী হয়ে তাদেরকেই আঘাত করি যার কারণে সারাজীবন কষ্টে কাটাই।
এই নাটকটি এতো নিখুঁত এবং এতো সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে একমুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম এটি একটি গল্প, স্যালুট এই নাটকের সকল অভিনেত্রী অভিনেতা কে বিশেষ করে সম্মান জানাই শহীদুজ্জামান সেলিম স্যার কে❤️
কখনো কোনো নাটক বা সিনেমার অভিনেতা, অভিনেত্রীদের অভিনয় এতটা বাস্তব ও সত্য মনে হয় নি। তাই কখনো কমেন্টও করিনি।শহীদুজ্জামান সেলিমের অভিনয় এতো ভালো কখনো লাগেনি। দেশের বাহিরের ঘটনা দিয়ে দেশের মানুষের বর্তমান অবস্থা ও বাস্তবতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সকলকে হেফাজত করুন।
শহীদুজজামান সেলিম স্যার ইরফান ভাই তাসনিয়া আপু সোহেল ভাই একসাথে নাটকটা এককথায় অসাধারণ খুবই চমৎকার একটা গল্পের নাটক দেখে মনটা ছুঁয়ে গেল সবার অভিনয় ভীষণ সুন্দর লাগলো।
নাটকটা সত্যি অসাধারণ,শুধু কান্না আসলে হবে না, আমাদের মা বোন কোন কিছুর জন্য বিদেশে পাঠানো যাবে না, নাটকটা চলবার কালিন স্কিনের নিচ দিয়ে কিছু লেখা যাচ্ছিল এটা কি আপনারা ফলো করেছেন ওইখানে লেখা আছে তোরা বাঙালিরা আমাদের দেশ টাকে নোংরা করে ফেললি ,
আর ওই সিরিয়াল আমাদের নায়িকার কি হাল হলো দেখেছেন তো বাঙালিরা, টাকা পয়সার জন্য বাবা মা বোনকে পাঠিয়ে দিচ্ছেন বিদেশে, আর ওই বিদেশের টাকা দিয়ে দেশে বসে বসে হাজার হাজার টাকা দামের জিনিস খাচ্ছেন লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগবে কি করে আমরা তো বেহায়া বাঙালি
সবাই এত নিখুঁত অভিনয় করেছে, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি কি করবো? 😂 তবে শেষ হয়েও শেষ হলো না😢 অসম্ভব সুন্দর একটা বাস্তব জীবনের ঘটনা। অনেক মেয়েরাই আছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যার, আর এমন খারাপ পরিস্থিতিতেও পড়ে, তাই আসুন খারাপ মানুষের সাথে সম্পর্কে না জড়িয়ে, নিজেকে নিয়ে ভাবুন। নিজের পরিবারকে নিয়ে ভাবুন, এক কথায় অসাধারণ। শহীদুজ্জামান, সেলিম ভাইয়া সোহেল ভাই, তাসনিয়া ফারিন এত নিখুঁত অভিনয় করেছে, যা বলার বাহিরে, মুখের ভাষা হারিয়ে ফেলেছি, কি কমেন্ট করব? তবে শেষ হয়েও হইল না😢😢😢
I m living in USA. Not everyone like this. But this is true some racism is like this. Me & my family also suffered for this. This is true story basis 😔
I used to come home at 2am/3am at night after finishing my work. I have been living here since march, 2013. Never saw anything like that. And 000 works 24 hours. It's not like Bangladesh.
শহীদুজ্জামান সেলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্র ছিলেন ,, শিল্পাঙ্গনে এক অনন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। সবশেষে বলবো এই টেলিফিল্ম এক অসাধারণ সৃষ্টি।
I am feeling so proud that they make the Natok with an Australian actor. Everyone of the actors was great with their acting.We want this type of Natok and movie more.Thanks to everyone who made the Natok.❤❤❤.
অনেকদিন পর একটি গল্পনির্ভর অভিনয় দেখলাম!এক কথায় অসাধারণ হয়েছে👌এমন গল্পই খুঁজছিলাম,,, গল্প ও অভিনয় সত্যি অসাধারণ হয়েছে 👍এমন গল্প ও অভিনয় হলে কার না দেখতে ভালো লাগে💗এক পলকের জন্য চোখ সরাতে পারিনি স্কিন থেকে
নাটকে অনেক ভূল আছে। প্রথমত সময়ের পার্থক্যটা সঠিক নয়, দ্বিতীয়ত বাবাকে নাকি কয়েকমাস ধরে ফোন দেয়না কিন্তু তার বিপদের মূহুর্তে সে ইমার্জেন্সি নাম্বার ০০০ তে কল দিয়ে অস্ট্রেলিয়া পুলিশের সাহায্য নেয়নি। সে ঘন্টার পর ঘন্টা বাবাকে ফোনে রেখেছে যে কিনা তাকে ওই মূহুর্তে কোন সাহায্যই করতে পারবেনা। তৃতীয়ত, বাংলাদেশের অবস্থানরত একজন ক্ষমতাবান ব্যাক্তি অস্ট্রেলিয়ার মত দেশে একজন কিলার ভাড়া করবে কাউকে মারার জন্য এটা কতটুকু বাস্তবসম্মত তা আমার জানা নাই। চতুর্থত, রেসিজম পৃথিবীর সব দেশেই কমবেশি আছে। বাংলাদেশে যদি এমন বিদেশিরা এসে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বিদেশি লোকজন দিয়ে ভরিয়ে ফেলতো ফলে পরবর্তীতে এটা সেই বিদেশীদের এলাকা হয়ে যেতো তাহলে কি আমাদের দেশের লোকজন তা সহ্য করতো নাকি তাদের তাড়াবার ব্যবস্থা করতো? ঠিক তেমনি, সিডনি- মেলবোর্নের অনেক গুরুত্বপূর্ণ জায়গা এখন বাংলাদেশী, চাইনিজ, ইন্ডিয়ান এদের দিয়ে ভরিয়ে ফেলেছে। সেখানে সাদা চামড়ার মানুষ পাওয়া যায়না, তারা অনেকটা গ্রামের দিকে শিফট করেছে। তাদের নিজস্ব কালচার এখন অন্য কালচার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে যা তাদের কাম্য না। তাই কম বেশি রেসিজম থাকতে পারে, এটা মেনে নিতে হবে। তবে অস্ট্রেলিয়ায় প্রায় ১০ বছর থাকার সুবাদে বলতে পারি এখানে আমেরিকার মত রেসিজম নেই ও জনসাধারণের বন্দুক রাখার বৈধতা নেই। বরঞ্চ বাংলাদেশেই রেসিজম বেশি। এসব বিষয় কনসিডার করলে, এই নাটকটা আসলে যথার্থ হয়নি। ইচ্ছাস্বাধীন মনগড়া জিনিস দেখানো হয়েছে যার বাস্তবতার সাথে কোন মিল নেই।
ভাই টুট করে গালি কেটে দেয়ার কোনো মানে দেখলাম না। বিচ্ছিরি ব্যাপারটা রিয়েলিটি নষ্ট করে। যদি গালি থাকে কাহিনীতে তাহলে ঢং করে এটা কাটার দরকার কি? আমরা তো বুঝেই ফেললাম কি গালি দিলো😡
আপু, আপনি হয়তো ঠিক বলেছেন! যে গালিগুলো দিয়েছে সেগুলোর sound একটু কেটে দেয়ার পরেও আমরা ঠিকই বুঝতে পেরেছি। তবে, এই শব্দ কেটে দেয়ার জন্য আমি এটাকে ভুল বলবো না কারণ, আমরা যারা ছোটো বাচ্চাদের নিয়ে বসে নাটক দেখি আমরা চাইনা বাচ্চারা ছোটো বয়সেই এইসব slang গুলো শুনুক, বুঝুক বা শিখুক। কারন, অর্থ না বুঝলেও, এইটুকু বুঝবে যে রেগে গেলে ওই slang use করা যায়। তখন, তারা কিন্ত না বুঝেই হুটহাট করে গালিগালাজ সবার সামনেই দিয়ে বসবে। আর এটা মা-বাবা হিসেবে আমাদের জন্য ভিষণ লজ্জার এবং অস্বস্তিকর বিষয়। এই বাচ্চারা একসময় বড় হলে হয়তো এইসব slang এর মানে বুঝবে কিন্ত হুট করে সবার সামনেই তো আর বলবেনা!
@@kazinadia3414আপনি ছোট বাচ্চাদের নিয়ে প্রাপ্তবয়ষ্কদের নাটক দেখেন সেটাই তো প্রথম ভুল। প্লিজ বাচ্চাদের ওদের জন্য তৈরি কনটেন্টেই সীমাবদ্ধ রাখুন। ভায়োলেন্স, সাসপেন্স, প্রেম-ভালোভাসা এগুলো ওদের জন্য না। youtube kids আছে। সেটা ইনস্টল করে বাচ্চাকে দিন যদি বাচ্চার বয়স ৫ এর উপরে হয়
📌ফেসবুকে Binge এর সকল কন্টেন্ট পেতে ফলো করুন এখনই 👉web.facebook.com/binge.buzz
পুরো সিরিজ টা এত চমৎকার। এবং এতটা ভালো হয়েছে। বলা যেতে পারে ~ বাংলাদেশর একটি শ্রেষ্ঠ " ওবেব সিরিজ " আর বর্ণবাদ নির্মূল কখনো ই সম্ভব না।
স্কিপ্ট রাইটার কে শ্রদ্ধা! এত মননশীল চেতনায় তিনি।গল্প লিখেছেন। 🗞️
অভিনয়ে~ স স্থান থেকে ' সবাই ১০০% ভালো করেছেন √
শহীদ উজ্জামান সেলিম" এর ~ কান্না টা হৃদয় ছুয়ে গেলো।
ফারিনের - শেষ ডাক টা '
হ্যাঁলো ~ বাবা - উফ ' সাংঘাতিক সুন্দর 🤍
@@psranubd1859
এ
বোকা বোকা topic; আমিও বিদেশে থাকি, রেস্টুরেন্টে কাজ করে রাত এগারোটা, সাড়ে এগারটায় একা বাড়ি ফিরি। কখনো এরকম situation হলে দেশে বাবা মা কে call করে বলবো না- “বাবা someone is following me”.. আমি তো নিজের husband-কেও first ফোনটা করবো না, I will call 911 (police) first.
@@Koyel1000 setai toh
Orkom korle natok er kahini to e agaito na.
Apnader mto ato buddi thakle ata natok hoto na ,real ar reel duto k guliye felchen
@@Houselife922 Natoks are taken from or inspired by real events dear
@@Koyel1000 unar mayer sathe amon same hoachilo sei rokom khotonar prekhapote ai natok ta kora hoache
আমি সহজে কান্না করিনা। কিন্তু আজকে বাবা হিসেবে শহীদুজ্জামান সেলিমের অভিনয় দেখে আমি কান্না করেছি। আমি শুধু কল্পনা করছিলাম তাসনিয়া ফারিনের জায়গায় আমি থাকলে আমার বাবার প্রতিক্রিয়া কেমন হতো। নিশ্চয়ই এই বাবার মতই বা এর চেয়েও অধিক। আমার বাবা আমাকে কতটা ভালোবাসেন তা তো আমি জানি। তাই আমার এমন অবস্থায় তার কতটা কষ্ট হতে পারে আমি সেটা ভেবেই শহীদুজ্জামান সেলিমের অভিনয় টা কে সিরিয়াসলি কল্পনা করেছি। সত্যিই দুর্দান্ত হয়েছে। ইউরোপিয়ান রেসিস্ট দের এই নোংরা আচরণ, একজন প্রেমিক নামক অমানুষের কান্ডকলাপ এই গল্পে যতটা না লক্ষণীয়, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি লক্ষণীয় একজন বাবার লড়াই,কান্না,আবেগ। একটা জিনিস প্রত্যেকটা মেয়ের রিয়ালাইজড্ করা উচিত, বাবার চেয়ে ভালো বন্ধু হয়না। বাবার মতো ভালো আর কেউ বাসেনা। কেউ না!
Ami vijur Babar jaigay Amar Meyer Baba k dekte pachilam. Onio thik erokom Meyer jonno pagol chilen. Allah onake etotoko shomoi deinay je meye k etoboro dekhe jabe. Natok ta dekhe Amar o khob kanna peyeche. Jara jara natok ta dekben Amar Baba hara meyetar jonno duah korben jate ekjon Valo manush hote pare.
@@anhabushra7568 সত্যিই দুঃখজনক। আপনিই এখন মা,আপনিই বাবা। অনেক দোয়া রইলো আপনার মেয়ের জন্য। সে অনেক বড় হবে।
@@anhabushra7568 অনেক দোয়া রইলো আপনার মেয়ের জন্য। অনেক বড় হবে।
খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আসলেই বাবা মার মতো ভালোবাসতে ও ভালো চাইতে কেউ জানে না। সবাই জানে মতের অমিল হলে প্রতিশোধ নিতে। কিন্তু আমরা ভালোবাসার মিথ্যা মোহের বশবর্তী হয়ে তাদেরকেই আঘাত করি যার কারণে সারাজীবন কষ্টে কাটাই।
@@anhabushra7568
এই নাটকটি এতো নিখুঁত এবং এতো সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে একমুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম এটি একটি গল্প, স্যালুট এই নাটকের সকল অভিনেত্রী অভিনেতা কে বিশেষ করে সম্মান জানাই শহীদুজ্জামান সেলিম স্যার কে❤️
বর্ণবাদ তো কম বেশি সব খানেই আছে, তবে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার শিকার হচ্ছে ও দেশের বাইরেও তা দেখানোর জন্য ধন্যবাদ।
কখনো কোনো নাটক বা সিনেমার অভিনেতা, অভিনেত্রীদের অভিনয় এতটা বাস্তব ও সত্য মনে হয় নি। তাই কখনো কমেন্টও করিনি।শহীদুজ্জামান সেলিমের অভিনয় এতো ভালো কখনো লাগেনি। দেশের বাহিরের ঘটনা দিয়ে দেশের মানুষের বর্তমান অবস্থা ও বাস্তবতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সকলকে হেফাজত করুন।
শহীদুজজামান সেলিম স্যার ইরফান ভাই তাসনিয়া আপু সোহেল ভাই একসাথে নাটকটা এককথায় অসাধারণ খুবই চমৎকার একটা গল্পের নাটক দেখে মনটা ছুঁয়ে গেল সবার অভিনয় ভীষণ সুন্দর লাগলো।
শহীদুজ্জামান সেলিম সাহেবের কান্না দেখে,জাস্ট আমি অবাক হয়েছি।আল্লাহ্ আমি আমার আব্বু কে দেখতে পেলাম।আল্লাহ্ সবার বাবা কে ভালো রাখুন। আমিন
Ameen
বাবার অভিনয় অসাধারণ হয়েছে। কান্না চলে এসেছে
নাটকটা সত্যি অসাধারণ,শুধু কান্না আসলে হবে না, আমাদের মা বোন কোন কিছুর জন্য বিদেশে পাঠানো যাবে না, নাটকটা চলবার কালিন স্কিনের নিচ দিয়ে কিছু লেখা যাচ্ছিল এটা কি আপনারা ফলো করেছেন ওইখানে লেখা আছে তোরা বাঙালিরা আমাদের দেশ টাকে নোংরা করে ফেললি ,
স্তব্ধ হয়ে গেছে মন!
একজন বাবার আকুলতা শহীদ্দুজামান সেলিম এতটা নিখুঁত করেছেন, অজান্তেই চোখ ভিজে গেলো।
অনবদ্য, অসাধারণ, একেবারে ছক্কা । বাবার অভিনয়ের কোন কথা হবে না। দারুন একটা সিরিজ দেখলাম
আর ওই সিরিয়াল আমাদের নায়িকার কি হাল হলো দেখেছেন তো বাঙালিরা, টাকা পয়সার জন্য বাবা মা বোনকে পাঠিয়ে দিচ্ছেন বিদেশে, আর ওই বিদেশের টাকা দিয়ে দেশে বসে বসে হাজার হাজার টাকা দামের জিনিস খাচ্ছেন লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগবে কি করে আমরা তো বেহায়া বাঙালি
সবার অভিনয় দুর্দান্ত।
বিশেষ করে শহিদুজ্জামান সেলিমের অভিনয় মন ছুঁয়েছে।।
❤❤❤❤
আমার বাবাকে মনে পরে গেল😢😢😢 এভাবে মা ডাকতেন, আসলে সব বাবারা কি এক রকম হয়?
অসাধারণ লেগেছে।
বিশেষ করে শহিদুজ্জামান সেলিম সাহেব বাবার অভিনয়ে অনবদ্য ছিলো।
অসাধারণ নাটক। সত্যি চোখে পানি এসে গেলো, বাবার ভালবাসার কাছে সব কিছু হেরে যায়। ❤❤
অসাধারণ, বলার ভাষা নেই একজন বাবা পৃথিবীর সবচেয়ে সেরা ❤
তাসনিয়া ফারিন খুবই পছন্দের,অপেক্ষায় ছিলাম কবে ইউটিউবে আসবে, দেখা শুরু করলাম❤️
Binge মানেই অসম্ভব সব সুন্দর সুন্দর কন্টেন্ট। আর সেরা অভিনয় শিল্পীদের দূর্দান্ত পারফরম্যান্স ❤
অন্যরকম গল্প ছিলো,
সেরা গল্প❤❤❤❤
দুর্দান্ত ছিলো অভিনয় .
বাংলাদেশে এমন সাসপেন্স থ্রিলার😍
It was outstanding 👌
বাবার ভালোবাসার কাছে সব তুচ্ছ।
মনে হলো যেন শহীদুজ্জামান সেলিম আমার আব্বুর চরিত্রে অভিনয় করলো, একদম জীবন্ত! চোখে পানি চলে এসেছে।
নাটক নয় যেনো চোখের সামনে ঘটে গেল সব, অসাধারণ অভিনয় সবার ❤
সবাই এত নিখুঁত অভিনয় করেছে, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি কি করবো? 😂 তবে শেষ হয়েও শেষ হলো না😢 অসম্ভব সুন্দর একটা বাস্তব জীবনের ঘটনা। অনেক মেয়েরাই আছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যার, আর এমন খারাপ পরিস্থিতিতেও পড়ে, তাই আসুন খারাপ মানুষের সাথে সম্পর্কে না জড়িয়ে, নিজেকে নিয়ে ভাবুন। নিজের পরিবারকে নিয়ে ভাবুন, এক কথায় অসাধারণ। শহীদুজ্জামান, সেলিম ভাইয়া সোহেল ভাই, তাসনিয়া ফারিন এত নিখুঁত অভিনয় করেছে, যা বলার বাহিরে, মুখের ভাষা হারিয়ে ফেলেছি, কি কমেন্ট করব? তবে শেষ হয়েও হইল না😢😢😢
এই নাটকের শিক্ষা, কোনো পরিস্থিতিতেই মাথা গরম করে কাউকে humiliate করা ঠিক না. কে জানে কার মাথায় কোন জিদ চাপে!
I m living in USA. Not everyone like this. But this is true some racism is like this. Me & my family also suffered for this. This is true story basis 😔
If its USA then its okay apu. But i live in Australia here racism is not allowed. My experience is completely different from this drama.
I used to come home at 2am/3am at night after finishing my work. I have been living here since march, 2013. Never saw anything like that. And 000 works 24 hours. It's not like Bangladesh.
শহীদুজ্জামান সেলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্র ছিলেন ,, শিল্পাঙ্গনে এক অনন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। সবশেষে বলবো এই টেলিফিল্ম এক অসাধারণ সৃষ্টি।
কি যে নাটক উপহার দিল।নাটক ত নয়,একটা চোখের সামনে ঘটতেছে এমন।অসাধারণ। বলার ভাষা নাই। সবার অভিনয় এত সুন্দর বুঝতে ইই পারি নি নাটক দেখতেছি।
অসাধারণ অভিনয় ছিলো সবার।একবারে রিয়েল মনে হয়েছে।
অন্য ধাচের একটা থ্রিলার দেখলাম।
অসম্ভব ভালো লাগলো।
এক মুহুর্তের জন্যও চোখ ছড়াতে পারলাম না পুরোটা দেখা পর্যন্ত। আতঙ্কে ছিলাম।
পরিচালক শিহাব শাহীনকে অসংখ্য ধন্যবাদ আর খৈয়াম সানু সন্ধিকে বিশেষ ধন্যবাদ দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য। ধন্যবাদ ❤
গল্পটা যেমনই হোক অভিনয় কিন্তু একদম ১০০%
I am feeling so proud that they make the Natok with an Australian actor. Everyone of the actors was great with their acting.We want this type of Natok and movie more.Thanks to everyone who made the Natok.❤❤❤.
ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টের জন্য। Binge এর সাথেই থাকুন! ❤️
মনে হচ্ছিল আমার বাবাকে দেখছি 😢 miss you abbi
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধন্যবাদ জানাচ্ছি বাস্তবতার আলোকে এত সুন্দর একটি নাটক তৈরির জন্য।
অনেকদিন পর একটি গল্পনির্ভর অভিনয় দেখলাম!এক কথায় অসাধারণ হয়েছে👌এমন গল্পই খুঁজছিলাম,,, গল্প ও অভিনয় সত্যি অসাধারণ হয়েছে 👍এমন গল্প ও অভিনয় হলে কার না দেখতে ভালো লাগে💗এক পলকের জন্য চোখ সরাতে পারিনি স্কিন থেকে
সবার অভিনয় অসাধারণ!!!!!!!
মনে হলো বাস্তব চোখের সামনে দেখছি ♥️♥️♥️
খুবই সুন্দর একটা নাটক দেখলাম। প্রতিটা মুহূর্ত খুবই উত্তেজনা অনুভব করলাম
ধন্যবাদ নির্মাতা শিহাব শাহীন ভাই কে❤
Super brilliant and spellbound
শহীদুজ্জামান সেলিমের অসাধারণ অভিনয়❤❤❤❤
শহীদুজ্জামান সেলিমের অভিনয় অসাধারণ দুর্দান্ত অতুলনীয় অত্যন্ত ভালো হয়েছে। তার এই কাজটির জন্য তাকে অবশ্যই সেরা অভিনেতা পুরস্কার দেওয়া উচিত।
ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টের জন্য। Binge এর সাথেই থাকুন! ❤️
অসাধারণ অভিনয় বাস্তবের সাথে মেলে গেছে 👏🥰❤
ধন্যবাদ পরিচালক কে❤
সবকিছু মিলিয়ে সত্যিই অসাধারণ
Brilliant concepts. What a story
বাবার অভিনয় টা ভালো ফুটিয়ে তুলেছে ❤️
এক কথায় সেরা!! ❤❤❤❤❤
অসাধারণ একটা গল্প দেখলাম !
আমার দেশের নাটক বলে কথা 💛💚💜
এক কথায় অসাধারণ থ্রিলার স্টোরি👌
সাবালক নাটক.... সবার অভিনয়, বিশেষ করে শহীদুজ্জামান ও সুহেল মন্ডল দারুণ লাগলো।
Very Very different Concept.The acting of Salim make us feel the real feelings of a Father😢Hats off work by Shihab Shaheen❤
Brilliant acting with Brilliant script based on true story
Police played excellent & professional roles throughout the scene. Empathized with father's suspense.
অসাধারণ একটা নাটক jast wow ❤
ভিন্ন চরিত্রে ইরফান সাজ্জাদ কে বেশ ভালো লেগেছে।
অসাধারণ ছিল ❤️❤️
এরকম কনটেন্ট আরো চাই। ধন্যবাদ Binge !💓 The best drama I have ever seen... 👀
Oshadharon.. amar me tar kotha mone pore gelo eto kanna pelo 😔 Allah tumi hefazote rekho
দুর্দান্ত অভিনয়। সেরা গল্পঃ। অন্যরকম গল্পঃ।
Good, it was a bit scary. Thanks for the happy ending.
শহিদুজ্জামানের অভিনয়, মাথা নষ্ট।
সত্যি একদম অন্যরকম একটা গল্প ছিলো
Realistic acting.. mind blowing 🔥
খুবি ভাল একটা নাটক দেখলাম..অসাধারণ.
Excellent. A must watch drama. 👌👌
একটু অন্যরকম একটা নাটক। থিমটা খুব ভালো ছিলো
অসাধারণ একটি ওয়েবফিল্ম❤। প্রত্যেকের অসাধারণ অভিনয়❤❤❤।
এই জন্যই শিহাব শাহীন স্যরকে জাদুকর বলা হয়।🎉🎉🎉
গল্পটা অনেক সুন্দর ছিল সত্যি খুবই ভালো লেগেছে 👍👍👍
Nice movie, thanks director and all team.
বাবা বাবাই। অসাধারণ নাটক।
সোহেল দারুণ অভিনয় করেছে,,, আর সবাইকে ত চিনতাম
Very nice move
Making is so good.
Everyone acting very natural. Direction is outstanding. ❤❤❤❤
This very interesting,emotional,😢 scared at the same time revealed a fathers love ☺️
,very interesting drama
Asadharon cinema.
Shihab shahin ke aanek aanek bhalobasa o subeccha.
শহিদুজ্জামান সেলিমের অভিনয় দেখে চোখে পানি চলে আসছিল
অসম্ভব সুন্দর। I am proud of Banldeshi film maker.
অসাধারণ, আরো চাই এই রকমের ❤
বাস্তব কথা। উন্নত দেশে বর্ণবাদ খুব খারাপ ভাবে বিরাজমান। সত্য কথা ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ
Very sad to say I am a New Zealand citizen but still I am facing, they not say but how they treat I can feel.
Darun natok. Ovinoi ja darun hoise..owaooo. Darun adventurous time katlo
onek sundor akti natok dekhlm💚
Excellent piece. Loved it. From india
😮wonderful Shihab Shaheen sir's full team. Did lot of struggle. The end was great.
বাবার অভিনয় অনেক সুন্দর ছিলো❤❤❤
I couldn't hold back my tears when , sohiddujjaman sir said MA❤️
বাবার অভিনয় অসাধারণ ❤
এক কথায় অসাধারণ
Just awesome
We want this type drama more in the future,which give us educational awareness.
All the best
এককথায় অসাধারণ।
নাটকে অনেক ভূল আছে। প্রথমত সময়ের পার্থক্যটা সঠিক নয়, দ্বিতীয়ত বাবাকে নাকি কয়েকমাস ধরে ফোন দেয়না কিন্তু তার বিপদের মূহুর্তে সে ইমার্জেন্সি নাম্বার ০০০ তে কল দিয়ে অস্ট্রেলিয়া পুলিশের সাহায্য নেয়নি। সে ঘন্টার পর ঘন্টা বাবাকে ফোনে রেখেছে যে কিনা তাকে ওই মূহুর্তে কোন সাহায্যই করতে পারবেনা। তৃতীয়ত, বাংলাদেশের অবস্থানরত একজন ক্ষমতাবান ব্যাক্তি অস্ট্রেলিয়ার মত দেশে একজন কিলার ভাড়া করবে কাউকে মারার জন্য এটা কতটুকু বাস্তবসম্মত তা আমার জানা নাই। চতুর্থত, রেসিজম পৃথিবীর সব দেশেই কমবেশি আছে। বাংলাদেশে যদি এমন বিদেশিরা এসে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বিদেশি লোকজন দিয়ে ভরিয়ে ফেলতো ফলে পরবর্তীতে এটা সেই বিদেশীদের এলাকা হয়ে যেতো তাহলে কি আমাদের দেশের লোকজন তা সহ্য করতো নাকি তাদের তাড়াবার ব্যবস্থা করতো? ঠিক তেমনি, সিডনি- মেলবোর্নের অনেক গুরুত্বপূর্ণ জায়গা এখন বাংলাদেশী, চাইনিজ, ইন্ডিয়ান এদের দিয়ে ভরিয়ে ফেলেছে। সেখানে সাদা চামড়ার মানুষ পাওয়া যায়না, তারা অনেকটা গ্রামের দিকে শিফট করেছে। তাদের নিজস্ব কালচার এখন অন্য কালচার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে যা তাদের কাম্য না। তাই কম বেশি রেসিজম থাকতে পারে, এটা মেনে নিতে হবে। তবে অস্ট্রেলিয়ায় প্রায় ১০ বছর থাকার সুবাদে বলতে পারি এখানে আমেরিকার মত রেসিজম নেই ও জনসাধারণের বন্দুক রাখার বৈধতা নেই। বরঞ্চ বাংলাদেশেই রেসিজম বেশি।
এসব বিষয় কনসিডার করলে, এই নাটকটা আসলে যথার্থ হয়নি। ইচ্ছাস্বাধীন মনগড়া জিনিস দেখানো হয়েছে যার বাস্তবতার সাথে কোন মিল নেই।
Shihab shahin er mathai je ato gobor ta ei natok ta na dekhle bujhtam na.Just successfully wasted one hour from my life. I am totally agree with you
নাটক তো নাটক ই।আগে যা হয়নি তা যে কখনো হবে না তা তো নয়।নাটকের গল্পটায় হয়েছে।
গল্পটা ভাল ছিল
ভিন্নতা আছে
শহিদুজ্জামান সেলিম অনবদ্য 👌✌️
অসাধারণ একটা নাটক দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে।
Outstanding Mr. Director
Ashomvob valo.. durdanto Abhinay
দুর্দান্ত ❤
What a story, such a great direction. Salute the story writer.
ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টের জন্য। Binge এর সাথেই থাকুন! ❤️
অসাধারণ কাহিনী ❤️🩹
অন্যরকম কিছু।ভালই লাগলো
ভাই টুট করে গালি কেটে দেয়ার কোনো মানে দেখলাম না। বিচ্ছিরি ব্যাপারটা রিয়েলিটি নষ্ট করে। যদি গালি থাকে কাহিনীতে তাহলে ঢং করে এটা কাটার দরকার কি? আমরা তো বুঝেই ফেললাম কি গালি দিলো😡
আপু, আপনি হয়তো ঠিক বলেছেন! যে গালিগুলো দিয়েছে সেগুলোর sound একটু কেটে দেয়ার পরেও আমরা ঠিকই বুঝতে পেরেছি। তবে, এই শব্দ কেটে দেয়ার জন্য আমি এটাকে ভুল বলবো না কারণ, আমরা যারা ছোটো বাচ্চাদের নিয়ে বসে নাটক দেখি আমরা চাইনা বাচ্চারা ছোটো বয়সেই এইসব slang গুলো শুনুক, বুঝুক বা শিখুক। কারন, অর্থ না বুঝলেও, এইটুকু বুঝবে যে রেগে গেলে ওই slang use করা যায়।
তখন, তারা কিন্ত না বুঝেই হুটহাট করে গালিগালাজ সবার সামনেই দিয়ে বসবে। আর এটা মা-বাবা হিসেবে আমাদের জন্য ভিষণ লজ্জার এবং অস্বস্তিকর বিষয়। এই বাচ্চারা একসময় বড় হলে হয়তো এইসব slang এর মানে বুঝবে কিন্ত হুট করে সবার সামনেই তো আর বলবেনা!
@@kazinadia3414আপনি ছোট বাচ্চাদের নিয়ে প্রাপ্তবয়ষ্কদের নাটক দেখেন সেটাই তো প্রথম ভুল। প্লিজ বাচ্চাদের ওদের জন্য তৈরি কনটেন্টেই সীমাবদ্ধ রাখুন। ভায়োলেন্স, সাসপেন্স, প্রেম-ভালোভাসা এগুলো ওদের জন্য না। youtube kids আছে। সেটা ইনস্টল করে বাচ্চাকে দিন যদি বাচ্চার বয়স ৫ এর উপরে হয়