O Je Mane Na Mana (ও যে মানে না মানা) | Arnob | Sunidhi Nayak | Best Of Tagore

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2019
  • Song : O Je Mane Na Mana
    Vocal - Sunidhi Nayak
    Guitars, Arrangement & Back vocal -Shayan Chowdhury Arnob
    Keys, Mix & Master - Pradyut chatterjea
    Graphics, VFX & Digital Partner - Bengal Web Solution ( 9903360341 )
    #Rabindrasangeet #Tagore_revisited #Arnob
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 3 тыс.

  • @MRSSK-jm3xz
    @MRSSK-jm3xz 3 года назад +6853

    টিকটক লাইকির এ সময়ে যারা এই গান গুলো শুনতে আসে । তাদের রুচির প্রশংসা করার ভাষা আমার জানা নেই

    • @gollachut1515
      @gollachut1515 3 года назад +136

      ঘুমের ঔষধ
      না শুনলে ঘুম আসে না🙂

    • @saniyasultana4167
      @saniyasultana4167 3 года назад +64

      Tik tok kokhono ai gaan gulor jaiga nite parbe na,tai chole asi sunte😊

    • @MohammadaliShizen02
      @MohammadaliShizen02 3 года назад +63

      Eta sudhu gaan noy,eta emotions, eta feelings, eta freshness, eta love 💓!

    • @mdshihabali5469
      @mdshihabali5469 3 года назад +4

      Thanks

    • @subhodipmondal1179
      @subhodipmondal1179 3 года назад +12

      মনের কথা বললেন

  • @user-ej1qh9uk5n
    @user-ej1qh9uk5n Год назад +555

    বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষা যতটা সহজ মনে হচ্ছে জীবনটা ততোটাই কঠিন হয়ে যাচ্ছে!!
    রবীন্দ্র সংগীত মানেই অপ্রকাশিত অনুভূতি, না বলা কথা।।❤

  • @priyabratapramanik2691
    @priyabratapramanik2691 Год назад +104

    আমি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৷ কিন্তু মা-বাবার কাছ থেকে পাওয়া এই রবীন্দ্র আসক্তিকে সত্যিই আমি বুক প্রান ভরে গ্রহণ করি৷ রবীন্দ্রনাথ ছাড়া আমার জীবন সত্যিই অসম্পূর্ন | তিনিই আমার প্রেম তিনিই আমার ভালোবাসা | তাঁকে আমি আমার সশ্রদ্ধ প্রনাম জানাই |

    • @abontikaCR.
      @abontikaCR. Месяц назад

      Same to you sis🤍🤍

    • @bangshagopalmondal295
      @bangshagopalmondal295 Месяц назад

      ​​@@abontikaCR."She" is not sis... He is Bro 😂

    • @abontikaCR.
      @abontikaCR. Месяц назад

      Oh.. sorry priyabrata bro😅😅😅

  • @afrozaahasanbushra903
    @afrozaahasanbushra903 Год назад +99

    এসব গানে মানসিক শান্তি আসে.... জীবনের সব অভিযোগ, অবসাদ, ক্লান্তি, দুঃখ সংকটে চলে যায়

    • @muklesurrahman7871
      @muklesurrahman7871 Год назад +2

      আমার কেনো যেন হয় উল্টো🥹
      মনে কোথায় কি যেন হারিয়ে ফেলেছি🥲

  • @nanzibabiswasshreya2567
    @nanzibabiswasshreya2567 3 года назад +1864

    আবেগে টান পড়লে,রবীবাবুর কাছে না এসে উপায় আছে..!💜

  • @debashismajumder5101
    @debashismajumder5101 3 года назад +429

    মাঝে মাঝে ভাবি যদি এ জন্মে বাঙালি না হতাম.... তবে কত সৃষ্টির থেকে বঞ্চিত থেকে যেতাম।♥️♥️♥️

  • @aniksorker5317
    @aniksorker5317 7 месяцев назад +98

    2024 কে কে শুনছেন?

  • @akashmondal8593
    @akashmondal8593 11 месяцев назад +26

    ছোটো বেলার সবচেয়ে বিরক্তিকর গান গুলো এখন বড্ড প্রিয়, আর বেশি কাছের হয়ে গেছে❤❤❤❤❤, অসাধারণ

  • @mdmonirhossain5163
    @mdmonirhossain5163 4 года назад +2915

    অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

  • @kamrulahsan647
    @kamrulahsan647 3 года назад +587

    ওরে আমরা যে বাংগালি আমরা যতই মুসলিম হই হিন্দু হই আর যে ধরমেরই হইনা কেন আমাদের আবেগ অনুভুতি এক।আমাদের হৃদয়টা যে এ-ই বাংলার মাটির মতই নরম কোমল। রবীন্দ্রনাথের গানে আমরা নিজেদের অনুভুতি আবেগকে যেন
    বারবার খুজেপাই।

  • @simantoray5556
    @simantoray5556 Год назад +121

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়।🙂 স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা 💙🌸

  • @user-rp2qb2lr5n
    @user-rp2qb2lr5n 2 года назад +28

    মানা না মানার দুটি রুপ। একটি আবেগ, খুনসুটির আর একটি বিরহের। দুটি রুপই আমি দেখেছি। সবমানা না মানা প্রেমের সৌন্দর্য বাড়িয়ে দেয়।আমার আবেগ ভরা তোমায় কাছে রাখার আকুতির কারনে তুমি গানটি শুনিয়েছিলে। কিন্তু হঠাত চলে গেলে কেন কৃপান্নিতা? আমিও তো চলে যেতে অনেক মানা করেছিলাম।যাই হোক প্রান থেকে চাই তুমি ভালো থাক।

  • @swapansaha7652
    @swapansaha7652 3 года назад +628

    বেকারত্বের কারণে কত প্রেম চোখের জলে মলিন হয়ে গেছে ।।।।তবুও তার স্মৃতি পিছু ছাড়ে না।।।গভীর রাতে সেই স্মৃতি গুলো ঝরে পড়ে বিন্দু বিন্দু হয়ে।।।।

    • @monodipdutta7026
      @monodipdutta7026 2 года назад +2

      Sarajibon porbe

    • @bapisarkar313
      @bapisarkar313 2 года назад

      Heart.........

    • @rafirahman4505
      @rafirahman4505 2 года назад +2

      Moner kotha bolco vay😏😏

    • @batmaniac852
      @batmaniac852 2 года назад +6

      সে আমাকে ছেড়ে চলে গেলো, আর যাওয়ার সময় এই বললো যে আজকে থেকে আমরা শুধু বন্ধু। বন্ধুত্ব ও ভালোবাসার ওপর নাম🥺।আমার জন্য possible নয় ওকে আবার শুধু বন্ধু ভাবা,বন্ধু হিসেবে treat করা🥺

    • @orni590
      @orni590 2 года назад

      Hae🖤💔

  • @mdrahamatullah8790
    @mdrahamatullah8790 3 года назад +430

    মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে শহরের লাল নিল বাতি গুলোর দিকে তাকিয়ে যখন অনিশ্চিত ভবিষ্যতের কথা অপলক নয়নে ভাবতে ভাবতে হারিয়ে যায়, তখন এই গানটির তালও আমার সাথে সাথে কোথায় যেন হারিয়ে যায়।

    • @jahangirsohel5666
      @jahangirsohel5666 3 года назад +6

      কি দারুণ ভাবে বিশ্লষণ করলেন ভাই,,, 💔😥

    • @stockmarketnewsUpdate
      @stockmarketnewsUpdate 2 года назад +2

      Khub sundor likhechen

    • @mdrahamatullah8790
      @mdrahamatullah8790 2 года назад +2

      @@stockmarketnewsUpdate ধন্যবাদ আপনাকে পুরনো স্মৃতির ঝুলিতে নাড়া দেওয়া ও সেই সময় টা কে আরো একবার স্মৃতি চারণ করার সুযোগ করে দেওয়ার জন্য । এটা কোন লিখনি নয়। এটা হচ্ছে বাস্তবতা। এবং জীবনের কঠিন বাস্তবতা।

    • @mdrahamatullah8790
      @mdrahamatullah8790 2 года назад +1

      @@jahangirsohel5666 অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

    • @faysalislam9090
      @faysalislam9090 Год назад

      আহা দারুণ ❤️

  • @ashishsaha1208
    @ashishsaha1208 Год назад +67

    এই পৃথিবীতে রবী ঠাকুর এর মত আর কেউ জন্মামে না। তিনি অতুলনীয় ♥️

  • @NitayChan
    @NitayChan 3 месяца назад +4

    রবীঠাকুর বোধহয় সুনিধির জন্যই এই গানটি রচনা করেছিলেন।সুনিধির মতো আর কারো কন্ঠই এতো হৃদয় স্পর্শ করে না।সুনিধির সুর হৃদয়ে অনুরাগের ঝর তোলে।❤️💗💖💕💓💞💝

  • @SubrataDas-yd8xu
    @SubrataDas-yd8xu 4 года назад +66

    ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।' যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি'. মুখপানে চেয়ে বলে, 'না, না, না।' বিধুর বিকল হয়ে খেপা পবনে. ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে'. দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'

  • @manhawara1944
    @manhawara1944 4 года назад +441

    সুনীধিদি যত্ন করে রেখো গো সম্পর্কটাকে।আজ তোমাদের মাঝের কেমিস্ট্রিটা দেখে এত খুশি লাগছিলো।এত বছর পর অর্ণবদার মুখের সেই হাসি দেখলাম ।তোমাদের ভালবাসায় তৈরি হোক সংগীতের নতুন পথ।

    • @arunpradipsen8768
      @arunpradipsen8768 3 года назад +5

      সব দায় কি সুনিধিদির?

    • @samione
      @samione 2 года назад

      Paknami korte hobe na

    • @jishu452
      @jishu452 2 года назад +1

      Kichu bochor age Sahana di r sathe o ai chemistry dekha geachilo indeed choto bela theke, enara ra silpi eder baktigoto jivon ektu complex na hole ki kore cholbe, ar noile chinben kemon kore. Ekktu hole o dorkar. Sunidhi apnar gaan ta nisondhe bhalo, golar jotno neben ar aro bhalo gaan gaiben, baki ta somoy er opore bhalo thakben. Joy Guru.

  • @rainrain9993
    @rainrain9993 Год назад +23

    গভীর রাত, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, নিরবে নিভৃতে কাছের মানুষকে কাছে না পাওয়ার সম্ভাবনা, ম্যাম আপনার কন্ঠে রবী ঠাকুরের এই গানটি যেন এক ভিন্ন মুগ্ধতা প্রকাশ পেল।। অনেক অনেক ধন্যবাদ ম্যাম।।।

  • @shreyasamanta8025
    @shreyasamanta8025 8 месяцев назад +11

    রবীন্দ্রসঙ্গীত মানেই আমাদের বাঙালির আত্মপ্রকাশের গান🥺❤
    ছোট বেলায় বোধ হয় অনেকেরই মনে হতো - ধুর কি যে গান কি কঠিন ভাষা কিছুইতো বুঝতে পারছিনা মাথায় ঢুকছে না😅
    অথচ যেই একটু বুঝতে শিখলাম আজ সেই গান গুলোই মনে হয় যেন কত সুন্দর কথা গুলো.... কি শান্তি।। 🌼✨

  • @ashanurjamalislam9477
    @ashanurjamalislam9477 3 года назад +89

    শুনে ছিলাম বয়স বাড়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত গুলো খুব প্রিয় হয়ে উঠে , তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ,যত শুনছি একের পর এক রবীন্দ্র সংগীত তত জীবনের আক্ষরিক অর্থ অনুভব করতে পারছি ।

  • @jibondairys8037
    @jibondairys8037 3 года назад +227

    আমাদের প্রেমপত্র হত এক পাতার , তাতে বইয়ের ভাজেঁ চিঠি লুকিয়ে চালান করায় ধরা খাওয়ার ভয় ছিলোনা | হাতের লেখা ছোট করে লিখতাম এক পাতায় একশ কথা বলার জন্য |
    যখন ম্যাসেজ এলো , 11 টাকায় 110 টা.....
    সেকেন্ডে সেকেন্ডে "কি করছো " ম্যাসেজ ভিড় ;
    মনে আছে !?
    এখন আর অপেক্ষা নেই ; ঘুম ভাঙলেই সিদুঁর ঘেটে যাওয়া মুখটা আজ আমার বুকেই মাথা গোজেঁ | তবে আজও সবই নতুন মনে হয় , এখনও জলের গ্লাস দিতে গিয়ে হাতে হাত লাগলে আমরা মুচকি হাসি ঠিক টিউশন ক্লাসের দিনগুলোর মতোই ||

  • @abdullaallmamun4377
    @abdullaallmamun4377 Год назад +44

    সম্পর্কের শেষ বেলায় তার কান্নাভরা কন্ঠে গেয়ে শোনানো শেষ গান ছিলো এটা😓
    মানুষগুলো হয়তো জীবনে থাকে না কিন্তু এমন কিছু স্মৃতি রেখে যায় যা প্রতিবার চোখের সামনে এলে বুকটা কেঁপে উঠে😑
    চোখগুলো জলে ভিজে যায়।

  • @priotikhondokar3524
    @priotikhondokar3524 Год назад +6

    সেই কবে শব্দের রাজা শব্দগুলো সাজিয়ে রেখে গেছেন, আজ এই জঞ্জালের যুগেও কি নির্মল ভাবে সেই শব্দমালা বাঙালীর প্রাণ জুড়িয়ে দেয়৷ প্রেমে-বিচ্ছেদে সবেতেই রবীঠাকুর মিশে আছেন।

  • @smyosuf8494
    @smyosuf8494 2 года назад +22

    এখন চাহিদার সীমা কমিয়ে দিয়েছি প্রিয়,,
    একসাথে বুড়ো হওয়ার ইচ্ছে তো নিঃশেষ হয়ে গেলো,তাই ভেবে নিয়েছি আমার জন্য এক-ই
    আকাশের নীচে দেহে মনহীনা প্রাণ নিয়ে বেচে
    থাকাটা ও বড় ভাগ্যের,,,,,,

  • @nilakash9619
    @nilakash9619 4 года назад +89

    অনেক দিন পর মনে হলো কেউ একজন রবীন্দ্রনাথকে নিজের ভেতর ধারণ করে উনার গান গাইলো। ভালবাসা রইলো আপনার জন্য।

  • @NasirUddin-bo7ri
    @NasirUddin-bo7ri Год назад +8

    স্মৃতি রেখে গেলাম ২০-৩০ বছর পর
    বৃদ্ধ বয়সে কমেন্ট কেউ দেখবে।
    বাড়ি ঘর ফেলে বঙ্গতটে চটঁগা পড়ে আছি একাকি জীবনে।এই ক্ষুদ্র সময় হাজার ও বার শুনছি গান।একাকি জীবনের কিছু ভাল লাগার মুহুর্ত এই গান টি সময় মধ্যে।বাংলাদেশ থেকে....!

  • @dipm1975
    @dipm1975 2 месяца назад +1

    If I say outstanding or brilliant it would not do justice for such a transcendental rendition 🙏

  • @being_football_aesthetic
    @being_football_aesthetic 4 года назад +94

    আমার মন খারাপের ওষুধ এই গানটা। প্রতিদিন ৫ বার শুনি।
    খুব ভালো লাগে সুনিধি দিদি কে😍
    love from Bangladesh 🇧🇩

  • @aishibiswas3270
    @aishibiswas3270 4 года назад +35

    কি আকুলতা ওই আবেদনে। যেন প্রেমিকের স্বত্বাটিকে প্রেমিকার চিরবন্ধনে আবদ্ধ করার আকুতি। দুটি প্রেমসিক্ত মনের একাত্ম হওয়ার অফুরান বাসনা। আবার প্রেম জাগে মনে, এই সুরে, অজান্তে ........

  • @jarvorerio-pn3ns
    @jarvorerio-pn3ns Год назад +13

    Nostalgia...
    মাঝরাতে বারান্দায় চাঁদের আলোয় বসে যখন গানটা শুনি, তখন গানের কথাগুলোর মাঝে খুঁজে পাই অতীতের হারানো আমিকে।
    ৷ নিজের কাছে নিজে আজও হয়ে রইলাম অচেনা...

  • @anamikadakuapurnema7115
    @anamikadakuapurnema7115 3 года назад +30

    আজ ৩০ জানুয়ারি ২০২১, সময় বিকেল ৫ টা বেজে ৩১ মিনিট তাপমাত্রা ১৯°© এই গান শুনতে শুনতে আমার একটা ছোট্ট স্মৃতি রেখে যাচ্ছি, কখনো যদি নাও বা থাকি, অনেক বছর পর এক গরমের দিনে কিংবা আরো হাড়কাপা ঠান্ডায় কেও একজন হয়ত জানবে গান টা শুনলে সব সময় মন কেমন করত আমার

  • @bakerbhai3818
    @bakerbhai3818 3 года назад +656

    টিকটক বাচ্চারা কি এই গানের মর্ম বুঝবে.? আফসোস দেশটা টিকটকে ভরে গেলো, আর শুদ্ধ সংস্কৃতি লোক চক্ষুর আরালে পরে রইলো।। 😶

    • @sadiazaman5000
      @sadiazaman5000 3 года назад +16

      Sobai na keu keu ai gan o sune

    • @shamiulhaque5692
      @shamiulhaque5692 3 года назад

      দারুন বলেছেন ভাই

    • @Souvick_Paul
      @Souvick_Paul 3 года назад +4

      "আড়াল" হবে।

    • @suravisushma5452
      @suravisushma5452 3 года назад

      @@sadiazaman5000 p

    • @user-qs6dl7on8j
      @user-qs6dl7on8j 3 года назад +1

      Darun kotha bolechen sir.... jotobar suni ei gan toto notun mone hoi... ontor ta juria jai.....

  • @tanmaydavnath4243
    @tanmaydavnath4243 4 месяца назад +2

    বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষা যতটা সহজ মনে হচ্ছে জীবনটা ততোটাই কঠিন হয়ে যাচ্ছে!!
    রবীন্দ্র সংগীত মানেই অপ্রকাশিত অনুভূতি, না বলা কথা।।

  • @gentelrebeljapan4446
    @gentelrebeljapan4446 3 года назад +6

    যারা সত্য ভালোবাসায় মগ্ন থাকে শুধু তাদের কাছেই এই গানের প্রান আছে , যতই এই গানটা শুনি মনে হয় প্রিয় মানুষ টা শুধু আমার তাকে কখনো হারাতে চাই না ! কিন্তু সময়ের গতিতে সব প্রিয় মানুষ গুলি হারিয়ে যায় , তাদের গিরে বেঁচে থাকার জন্য থেকে যায় এমন গান গুলি 🌸❤️

  • @mousumezannat8399
    @mousumezannat8399 4 года назад +109

    এই গান টা এমন...একদম বুকের ভেতর গিয়ে পেরেকের মত বাঁধে... রক্তক্ষরণ হতেই থাকে হতেই থাকে.... পরিত্রাণের সাধ্য বা সাহস কোনোটাই হয় না...!

    • @saqeeb512
      @saqeeb512 4 года назад +3

      আহারে, কি শুদ্ধ প্রেমিকা - ভালো থেকো ফুল

    • @sauravpaul9677
      @sauravpaul9677 3 года назад

      Tar mane apnar bishostto lok apnar biswas er morjada dei ni.

    • @FG-ld6co
      @FG-ld6co 2 года назад

      Apu amar to soft cotton candy'r moto lage ( : happiness is a choice. Choose to be happy.

  • @shuvoroy201
    @shuvoroy201 Год назад +3

    বয়সের সঙ্গে সঙ্গে রবীন্দ্র সংগীতের ভাষাটা যত সহস হয়ে যাছে ততো জীবন কঠিন হয়ে যাছে,,,,, আসলে রবীন্দ্র সংগীত মানে এক অপ্রকাশিত ভালো বাসার না বলার কথা সারা জীবন আপনি আমাদের মাঝে বেছে থাকবেন,,,,

  • @user-hd6rv5wn3j
    @user-hd6rv5wn3j 2 года назад +6

    গান শুনতে এসে যে কমেন্টগুলো পড়লাম তাতে মন ভরে গেলো
    এ যেনো আমার প্রতিচ্ছবি সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ❤️

  • @sadikahmed2464
    @sadikahmed2464 3 года назад +41

    "আমি যত বলি তবে, এবার যে যেতে হবে।" অসাধারণ লিরিক অসাধারণ গাওয়া। প্রানটা জুরে যায়।

  • @shakilahamedsizan3817
    @shakilahamedsizan3817 3 года назад +11

    আসলে একটা মানুষ ধীরে ধীরে যতটা ম্যাচিউর হয় রবীন্দ্র সংগীত এর লাইন গুলা তার কাছে ততটা অর্থপূর্ণ হয়❣️

    • @swatisen5639
      @swatisen5639 3 года назад

      Yea you are absolutely right ❤😌😊

    • @shakilahamedsizan3817
      @shakilahamedsizan3817 3 года назад +1

      @@swatisen5639 আসলে এটার উদাহারণ আমি নিজেই, তাই বিষটা নিজে থেকেই উপলব্ধি করতে পারছি🙂

    • @swatisen5639
      @swatisen5639 3 года назад

      @@shakilahamedsizan3817 Me too

  • @mdakeruzzaman7869
    @mdakeruzzaman7869 Месяц назад +1

    যতই মুক্তির কথা বলি না কেন ?
    আমরা আসলে কারো কাছে বাধা পরে থাকতেই ভালবাসি//
    মাথায় গেঁথে যাওয়া অনেক কে আমরা #miss করি।।

  • @lithiumplays873
    @lithiumplays873 Год назад +3

    আমি বাঙালি না তবুও বাংলা গানের প্রতি, ভাষার প্রতি একটা আলাদা স্নিগ্ধতা পাই।

  • @soumikpaul.
    @soumikpaul. 4 года назад +106

    এরেঞ্জমেন্টে অর্ণবদা । অসাধারণ তো হবেই ।
    হয়ত আমি অর্ণবদার পাগলা ভক্ত দেখে গানটায় উনার অস্তিত্ব খুঁজে পাচ্ছি আর উনাকেই বেশি ক্রেডিট দিয়ে ফেলছি । তবে সুনীধিও যে অসাধারণ গেয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ।
    সব মিলিয়ে এক কথায় অসাধারণ ।

    • @AyindrilaBhattacharyya
      @AyindrilaBhattacharyya 4 года назад +5

      Agree with you. Arrangement ta onno matray pouche diyeche gaan ta ke.

    • @himu2194
      @himu2194 4 года назад +1

      রবী ঠাকুর এর গান কার বইলা চালাচ্ছেন?

  • @shuvoameer8081
    @shuvoameer8081 4 года назад +449

    অর্নবের বারবার প্রেম করা উচিত....his every relationship gives us amazing singers

    • @piashhasan2769
      @piashhasan2769 4 года назад +4

      Sunidhi Nayak er sathe kichu cholche naki?

    • @shuvoameer8081
      @shuvoameer8081 4 года назад +10

      His currant girlfriend

    • @amitkhan5403
      @amitkhan5403 4 года назад

      Yahh

    • @monemahmed162
      @monemahmed162 4 года назад +98

      Sunidhi তো এই কমেন্ট দেখলে কনফিউজড হয়ে যাবেন। একদিকে তার প্রশংসা করলেন, অন্যদিকে নতুন প্রেম করতে প্রলুব্ধ করলেন অর্ণবরে। :P

    • @marziazara6247
      @marziazara6247 4 года назад +6

      I actually laughed at this xD

  • @mandiramaity1322
    @mandiramaity1322 День назад

    বয়স বাড়ার সাথে সাথে বাস্তবতা বোঝার সাথে সাথে জীবনের কিছু ভালো কিছু খারাপ অনুভূতি বোঝার সময় আমরা এই গান গুলোর আসল মানে আসল মর্মার্থ বুঝতে পারি। এখন মনে হয় সবই বৃথা ❤❤❤❤❤❤❤

  • @pabitrachandrasarker4216
    @pabitrachandrasarker4216 11 месяцев назад +21

    কেউ যদি আবার কোনদিন লাইক দেয় আবার শুনতে আসবো।অগ্রিম ধন্যবাদ লাইক দিয়ে গানটিকে গিফট করবেন যখন❤

    • @kobi708
      @kobi708 3 месяца назад

      হুম

  • @raihansharif88
    @raihansharif88 Год назад +4

    যতই বড় হচ্ছি, ততই পরিপূর্ণ হচ্ছে আবেগ গুলো । রবীন্দ্রনাথ এর সুর আর কথাগুলো ততই সহজ মনে হচ্ছে

  • @mdsohelmiah135
    @mdsohelmiah135 3 года назад +5

    "হারানোর বেদনা যার জানা নেই,কোনো কিছু আগলে রাখার চেষ্টা তার ভেতর দেখা যায় না"

  • @ArpitaKundu-x1s
    @ArpitaKundu-x1s 9 дней назад

    যত বড় হচ্ছি ততই জীবন কঠিন হয়ে যাচ্ছে।যখন খারাপ লাগা গুলো অনেক বেড়ে যাই তখন এই গানগুলো শুনলে অনেক শান্তি লাগে❤️❤️❤️❤️

  • @anikgupta6139
    @anikgupta6139 Год назад +4

    আমার মন খারাপের সময়ের সঙ্গী হচ্ছে এই গান টি। গান টি শুনলে নিজে থেকেই চোখ বুজে আসে এবং মনে হয় যেন, চারিদিকে সব কিছু থমকে দাঁড়িয়ে গেছে। অর্নব দা-র অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা আর সুনিধি দি-র দুর্দান্ত গলা, অন্য মাত্রায় নিয়ে গেছে গানটা কে। কয়েক 1000 বার শুনেছি কিন্তু প্রতিবার-ই নতুন মনে হয়. 😊😊😊

  • @amitvikramdasyugal8744
    @amitvikramdasyugal8744 3 года назад +76

    Rabindra Nath Thakur and his creations are synonymous to a soulful journey!!! The journey takes me inward and I feel the external liberation, love you Mr. Tagore. 🙏🏻

  • @RJORIN
    @RJORIN 4 года назад +13

    এত ভালো লাগে কেন? হয়তো অর্নব দাদার নামই যথেষ্ট আমার জন্য।
    আর আপু আপনি গাইছেন অসাধারন।

  • @dibyojyotiroy8506
    @dibyojyotiroy8506 3 месяца назад +3

    2yrs age ei vedio te comment kore gechilam ajke ei ratri 3.12am e abr comment kore gelam😌joto bar keu like korbe comment tay oto bar mone porbe purono somosto sriti gulo

  • @champachakraborty360
    @champachakraborty360 3 года назад +10

    চলোমান জীবনে নানা সুখ দুঃখের মাঝে ..... রবীন্দ্রসংগীত শুনলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায় ❤️

  • @prikarsartam
    @prikarsartam 3 года назад +4

    এই গানগুলোর play button টা টিপলে মনে হয় জীবনটা বয়ে চলছে, গান থামলে জীবনটা আটকে যায়। চলতে আরম্ভ করলে জীবনও ওই চালে চলে!

  • @asmaulhusna3318
    @asmaulhusna3318 11 месяцев назад +3

    বড় হওয়ার সাথে সাথে রবিঠাকুরের প্রতিটি শব্দ হৃদয়ে জায়গা করে নিচ্ছে।

  • @hridoyroy4858
    @hridoyroy4858 Год назад +3

    যতবার শুনি মুগ্ধ হয়ে থাকি। যত বড় হচ্ছি ততই রবী ঠাকুরের সৃষ্টির অনুভব হচ্ছে৷ ❤️❤️❤️

  • @sumanmondal318
    @sumanmondal318 4 года назад +12

    অর্ণব দা আমার মতো অগণিত ভক্ত তোমার গানের অপেক্ষায়... তাদের কথা মাথায় রেখো

  • @kawsar6806
    @kawsar6806 3 года назад +7

    ও যে মানে না মানা! আহা গানের এই সৌন্দর্যতা বেঁচে থাকুক অনন্তকাল।

  • @NitayChan
    @NitayChan 7 месяцев назад

    ওযে মানে না মানা এই কথাটি সুরের সহিত যখন আমার কানে পৌঁছে তখনই আমার হৃদয়টা কেমন যেনো করে উঠে। কেমন যেনো মিষ্টি বিরহের আনন্দ ও বেদনার অনুভূতি খেলে যায়।সত্যি রবীন্দ্র নাথ ঠাকুরের অতুলনীয় সৃষ্টি🥺🥺🥺☺️☺️💖💕💞

  • @knghtfr
    @knghtfr 17 дней назад

    এই জাদু শুধু রবি দাদুই পারে করতে । কি সুন্দর প্রত্যেকটি হৃদয়ের তারগুলো ছুঁয়ে যায় যখনই ওনার সংস্পর্শে আসি।

  • @ArKhan-rx8vk
    @ArKhan-rx8vk Год назад +2

    আসলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অবিনাশী অঝড় গান গুলি শুনলে মনের ব্যকুলত বেড়ে যায়। গভীর কোন দুঃখ ব্যর্থতা মনে অনুভব হলে তখনই শুনতে ইচ্ছা করে । আর সাথে সাথে মনটা হালকা হয়ে যায়। আবেগ সৃষ্টি হয়।

  • @ritudutta2388
    @ritudutta2388 4 года назад +148

    আজ পুরো শহর লক ডাউন বাড়ির মধ্যে বন্দি হয়ে এই গান টা শুনে যেন অনেক স্মৃতি বার বার মনে পড়ছে

  • @murdhonno_koi
    @murdhonno_koi 3 года назад +79

    -1 years later, If you're still watching this you're a legend.

  • @baisakhipal7754
    @baisakhipal7754 11 месяцев назад +2

    "আমি যত বলি তবে,এবার যে যেতে হবে"
    খুব প্রিয় একটা গান❤❤
    খুব একা লাগে ,রাতে ঘুম আসেনা তখন এই গান কতবার যে শুনি।মানসিক শান্তি পাই।এক সুন্দর অনুভূতি।যত বয়স বাড়ছে তত এই গান আরো ভালো লাগছে।

  • @PapuPathak-xs8ft
    @PapuPathak-xs8ft Месяц назад +2

    সকালে উঠে একবার রবি ঠাকুরের গান শুনুন , বিশ্বাস করুন এটা অসাধারন ❤

  • @priyakhan693
    @priyakhan693 Год назад +3

    আমি প্রথম গানটা শুনেছিলাম আমার এক অনলাইন ফেন্ড এর কাছে যার প্রেমে আমি পড়েছিলাম আজ ১ বছর হতে চললো আর কথা হয় না 🙂কিন্তু তার কথা মনে পড়লে গান টা শুনতে আসি জানি না সে কেমন আছে দোয়া করি সব সময় ভালো থাকুক 🙂miss you 😪

  • @riyadmahbub3363
    @riyadmahbub3363 3 года назад +22

    "ফাগুন করেছে হাহা ফুলেরো বনে"
    ভালবেসে ওরে ফুল ডাকতাম,সে চলে যাওয়ার পাচঁশো সাত দিন হলো, তার না থাকা কিভাবে নিজেকে মানাবো এখনো বুঝে উঠিনা।
    ভাল থাকুক ফুল 🌸

  • @sanjidasultanaasha2652
    @sanjidasultanaasha2652 2 года назад +7

    এক নজর দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে বসে থাকা হয়তো আর হবে না।কিন্তু মনের মানুষকে এক পলক দেখার লোভ আজও গেলো না।ও যে মানে না মানা🥺

  • @amolsaha8358
    @amolsaha8358 4 года назад +11

    Clicked for ARNOB,stayed for SUNIDHI

  • @niloyhasan8143
    @niloyhasan8143 4 месяца назад +7

    স্বয়ং মা সরস্বতী সুনিধির গলায় বসে আছে

  • @isratswarna892
    @isratswarna892 3 года назад +6

    আমি যত বলি তবে
    এবার যে যেতে হবে
    দুয়ারে দাঁড়ায়ে বলে, না, না, না....
    অসাধারণ ❣️❣️

  • @mouernittodin555
    @mouernittodin555 2 года назад +7

    কোনো কারণ ছাড়াই আজ কেনো জানিনা মনটা হতাশ, তাই এই গানটা শোনা ছাড়া কোনো উপায় নেই ❤️

  • @subarna132
    @subarna132 2 года назад +16

    2022 এ আর কেউ শুনছে নাকি
    🤗
    ষোলো আনা বাঙালি আনা ❤️✌️

    • @mp_47_kpop21
      @mp_47_kpop21 Год назад +1

      3 bochor age ei ganti prothom shunechilam,ekhono ami ei gan ti r pechonei achi😁

  • @antiquevedicculture3165
    @antiquevedicculture3165 3 года назад +13

    That's rabindranath who's creation on bengali music always touches our heart and the melody is osume

  • @prantabhowmick2951
    @prantabhowmick2951 3 года назад +7

    সত্যিই বাংলা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা💙

  • @Pearl_1653
    @Pearl_1653 27 дней назад

    প্রতিটি বাঙালির কাছে রবিন্দ্রসংগীত মানেই এক অদ্ভুত শান্তি.😌❤️
    এই শান্তিটা হয়তো আর কোথাও পাওয়া যাবে না.✨

  • @Mitaskitchenanddailylife
    @Mitaskitchenanddailylife Год назад +1

    রবি ঠাকুরের কি সুন্দর সৃষ্টি তার গান।যুগের পর যুগ চলে যাবে তবু এই গান পুরানো হবে না।কবি গুরুর সৃষ্টিকে প্রণাম জানাই।🙏

  • @maryamejaz9190
    @maryamejaz9190 4 года назад +26

    This is so beautiful! Love from Pakistan 🇵🇰💚

  • @mushfiqurrahman1537
    @mushfiqurrahman1537 4 года назад +8

    খুবই ভালোবাসতাম একজনকে ।গানটা অনুভূতির সাথে অনেক মিলে।তাই কষ্টে থাকলে এই গানটা শুনতে ইচ্ছে করে।

  • @armanzamani1883
    @armanzamani1883 Год назад +1

    প্রাণ আর আবেগের মধ্যে যখন টান পড়ে তখন রবীন্দ্রনাথের কাছে ফিরে যাওয়া ছাড়া হেতু নেই।❤

  • @krishnabanik6684
    @krishnabanik6684 6 месяцев назад +1

    As the language of Rabindra Sangeet seems simple with age, life is getting harder!!
    Rabindra Sangeet means unexpressed felling, unspoken words...❤️❤️

  • @zunayedjony7865
    @zunayedjony7865 4 года назад +6

    সুনীধি দি অর্নবদার মুখের হাসিটা এভাবে সারাজীবন রেখো❤

  • @shawonahmed1815
    @shawonahmed1815 2 года назад +5

    আজ বাঙালি বলে গর্বিত আমাদের একজন রবীন্দ্রনাথ ছিলেন ❤️

  • @Yousuf706
    @Yousuf706 Год назад +3

    ২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!

  • @dipongkorroy7560
    @dipongkorroy7560 Год назад +4

    যত সময় অতিবাহিত হচ্ছে ততোই এসব গান বর্তমান এই যান্ত্রিক সময়ে তার আসল রুপ চেনাচ্ছে।🖤

  • @FoodBangla
    @FoodBangla 4 года назад +102

    দুয়ারে দাঁড়ায়ে বলে, না না না!
    ওযে মানে না মানা...
    আখিঁ ফিরাইলে বলে, না না না!

  • @pronoybarman168
    @pronoybarman168 Год назад +3

    রবী ঠাকুরের গান যখন কানে আসে, চোখগুলি নিজ থেকে বন্ধ হয়ে যায়।

  • @cutiepie2753
    @cutiepie2753 Год назад +2

    রবি ঠাকুরের সব গান যেন জীবন্ত।হাজার যুগ গান বেঁচে থাকুক সকল মানুষের হৃদয়ে ❤️❤️

  • @Sulagna-mondal
    @Sulagna-mondal 3 месяца назад +1

    ভালোবাসা আর মন্দবাসা বুঝি তার সাথেই হয় ❤

  • @arifulshakil8819
    @arifulshakil8819 4 года назад +13

    অর্নব নামটা থাকলেই গানগুলো শুনতে ইচ্ছে হয়❤ নতুন গানের অপক্ষায় ভাই

  • @OMERJMUSICBD
    @OMERJMUSICBD Год назад +6

    বিধুর বিকল হয়ে খেপা পবনে
    ফাগুন করিছে হা-হা ফুলের বনে
    বিধুর বিকল হয়ে খেপা পবনে
    ফাগুন করিছে হা-হা ফুলের বনে
    আমি যত বলি, তবে এবার যে যেতে হবে
    আমি যত বলি, তবে এবার যে যেতে হবে
    দুয়ারে দাঁড়ায়ে বলে, না, না, না

  • @user-pm2zl3vp2e
    @user-pm2zl3vp2e 7 месяцев назад +2

    গান গুলো কখনো হাড়িয়ে যাবে না জীবন থেকে। মানব জীবেনর সাতে এই গান গুলো জড়িয়ে আছে💝💝💖

  • @user-fk4kn4zc4l
    @user-fk4kn4zc4l 5 месяцев назад +1

    কোন এক বনলতার কন্ঠে প্রথম শুনেছিলাম এই গান টা আহ্ কি সুন্দর সুর তার গলায় 💚🍀

  • @mousinha8670
    @mousinha8670 Год назад +3

    মায়া বাড়ালে অভিমানও বেড়ে যায় প্রিয়❤
    তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই 💔

  • @sasshehab845
    @sasshehab845 3 года назад +5

    ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

  • @nazmarowshan6641
    @nazmarowshan6641 20 дней назад

    সারাদিনে ৫ / ৬ বার না শুনলে মন আত্মা শান্তি হয়না । গাওয়া অসাধারণ হয়েছে ❤️❤️

  • @swagatabhowmik9466
    @swagatabhowmik9466 8 месяцев назад +1

    এই ধরনের গানের কদর যারা করতে জানে না তাদের মানব জন্ম বৃথা 🍂এই গানগুলো মানসিক শান্তি দেয় 🥀❤️

  • @arbitraryshatabdi7078
    @arbitraryshatabdi7078 3 года назад +10

    কি দারুণ স্নিগ্ধ কন্ঠ গো তোমার,,,
    দিদি 🖤🖤
    গানগুলো মনে কতটা প্রশান্তি জোগায় সেটা কেবল যাদের অনুভব শক্তি প্রখর তারাই বুঝবে।

  • @leuzakhan3387
    @leuzakhan3387 2 года назад +4

    বাইরে বাতাস বইছে ঠান্ডা - মনে হয় কাল বৈশাখীর লক্ষন।
    মেয়েকে নিয়ে শুনছি এই গানটি 🥰🥰