Tomaro Awsheeme | তোমার অসীমে | Rabindrasangeet | Piya Chakraborty | Anupam Roy

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2020
  • #PiyaChakraborty #Rabindrasangeet #AnupamRoy #TomaroAwsheeme
    প্রেম, মৃত্যু ও স্মৃতিচারণ - এই তিনের মেলবন্ধনেই এই গান। মৃত্যুর শোক ও বিরহে মগ্ন হয়েও সেই ব্যথার মধ্যেই উত্তরণের পথ খুঁজে নিতে হয় আমাদের। অন্তরের গ্লানি বিলীন হয় ঈশ্বর চেতনায়। সব দুঃখ, সব কান্না যেন সেই একটি স্থানে সমর্পণ করেই পূর্ণতা পাওয়া যায়।
    ARC presents "Tomaro Awsheeme"
    Singer : Piya Chakraborty
    Music & lyrics : Rabindranath Thakur
    Arranged by Anupam Roy
    Piano & programming : Nabarun Bose
    Bass : Kaustav Biswas
    Guitar : Rishabh Ray
    Mixed & mastered by Shomi Chatterjee
    Video credit :
    Shot & edited by Sujoy Chowdhury
    Follow Piya on
    Facebook : / piyachakrabortyofficial
    Twitter : / piya_unturned
    Listen to the audio on
    Spotify : open.spotify.com/track/3Hk6Dg...
    Gaana : gaana.com/song/amp/tomaro-aws...
    Saavn : www.jiosaavn.com/song/tomaro-...
    Amazon : music.amazon.in/albums/B083YR...
    Apple Music : music.apple.com/in/album/toma...
    Tiktok : www.tiktok.com/music/Tomaro-a...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,5 тыс.

  • @piyachakraborty16
    @piyachakraborty16 4 года назад +2026

    Thank you all! Gaan ti bhalo lege thakle audio platformeo shunben please :)

    • @paglamirparonoid5200
      @paglamirparonoid5200 4 года назад +22

      Durdanto lagchhe shunte

    • @mondolaminmondol9592
      @mondolaminmondol9592 4 года назад +30

      thanks didi i am from bangladesh fan o f Tagore and you

    • @titusarker9400
      @titusarker9400 4 года назад +10

      onek valo hoyece didi💖💖

    • @arghyabanerjee4702
      @arghyabanerjee4702 4 года назад +6

      The best version ❤️

    • @BoombaKhan
      @BoombaKhan 4 года назад +5

      Owlokik Bhabe Apni Gaan Ti Geyechen, Srodha Ontor Theke Apnar Jonno Theke Jabe Chirokal.

  • @muktabiswas496
    @muktabiswas496 Год назад +94

    তোমার অসীমে প্রাণমন লয়ে
    যত দূরে আমি ধাই,
    কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,
    কোথা বিচ্ছেদ নাই।
    তোমার অসীমে প্রাণমন লয়ে
    যত দূরে আমি ধাই।
    মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ
    দুঃখ হয় হে দুঃখের কূপ,
    তোমা হতে যবে হইয়ে বিমুখ
    আপনার পানে চাই।
    তোমার অসীমে প্রাণমন লয়ে
    যত দূরে আমি ধাই।
    হে পূর্ণ তব চরণের কাছে
    যাহা কিছু সব আছে, আছে, আছে,
    নাই নাই ভয়, সে শুধু আমারই,
    নিশিদিন কাঁদি তাই।
    অন্তরগ্লানি সংসারভার
    পলক ফেলিতে কোথা একাকার,
    জীবনের মাঝে স্বরূপ তোমার
    রাখিবারে যদি পাই।
    তোমার অসীমে প্রাণমন লয়ে
    যত দূরে আমি ধাই,
    কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,
    কোথা বিচ্ছেদ নাই।
    তোমার অসীমে প্রাণমন লয়ে
    যত দূরে আমি ধাই

  • @tariqulislam4220
    @tariqulislam4220 4 года назад +597

    এই একটি গান প্রতিদিন কত বার, কতবার যে শুনি আমি। মনে মনে কত বার আউরে যাই!!! দুঃখের মাঝেও দুঃখিত মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা যেন। যতই বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, রবি বাবুর গান গুলোর ততই নতুন করে ধরা দিচ্ছে। নতুন অর্থের জানান দিচ্ছে।

    • @TheIndragos
      @TheIndragos 2 года назад +38

      আমার এক স্কুলের শিক্ষক বলেছিলেন। রবীন্দ্রনাথ পড়ো, পড়া শুরু করো। যত বয়স বাড়তে থাকবে ততো নতুন করে আবিষ্কার করবে। এখন এই বয়েসে পৌঁছে কথা টা মর্মে মর্মে উপলব্ধি করি।

    • @suvomoy8975
      @suvomoy8975 2 года назад +2

      Same thing happening to me as well..🙏

    • @arumitasen8735
      @arumitasen8735 2 года назад +2

      ruclips.net/video/R_kWYe6jX30/видео.html মেঘ বলেছে যাব যাব - ইন্দ্রাণী সেন Gan Bilasi- Megh Boleche Jabo Jabo

    • @user-ho5ok2ez2f
      @user-ho5ok2ez2f 2 года назад +4

      "হে পূর্ণ তব চরণে র ও কাছে ... যাহা কিছু আছে.. আছে আছে আছে" .... 🙏🙏

    • @sonjibdutta2889
      @sonjibdutta2889 2 года назад

      Ytvc. :&6 jo

  • @tasmiranurtushi4014
    @tasmiranurtushi4014 2 года назад +60

    তুমি যত বড় হবে তত রবীন্দ্রনাথের কথা গুলোর মানে বুঝবে ।💔🥀

    • @StarvingOctopus
      @StarvingOctopus 2 месяца назад

      There is a old proverb goes saying"

    • @palashsikdar5538
      @palashsikdar5538 5 дней назад

      Baje kotha,baro hoye vul bujhbe
      Buro hoye jakhon kichui korar thakbena takhon thik ta bujhbe... jakhon tumi ekta achol poisa 😢takhn bujhbe

  • @may-queenmunia2774
    @may-queenmunia2774 3 года назад +175

    রবীন্দ্রনাথ মানেই আলাদা এক ভালোবাসার জগৎ ❣️

    • @arumitasen8735
      @arumitasen8735 2 года назад +1

      ruclips.net/video/R_kWYe6jX30/видео.html মেঘ বলেছে যাব যাব - ইন্দ্রাণী সেন Gan Bilasi- Megh Boleche Jabo Jabo

    • @unknown.com.8145
      @unknown.com.8145 2 года назад +1

      Right

    • @ratnakundu5152
      @ratnakundu5152 Год назад

      Right

  • @doharentertainment3639
    @doharentertainment3639 7 месяцев назад +32

    আজ সে কেবলই স্মৃতি
    রয়ে যাবে এই গীতি।
    ভালোবাসি আপনাকে অনুপম দাদা

    • @user-pf7wm9pr3u
      @user-pf7wm9pr3u 3 месяца назад

      অনেক সুন্দর আপনার লিখা,thanks

  • @shahroopjalal8595
    @shahroopjalal8595 2 года назад +51

    সৃষ্টিশীল জগতে রবীন্দ্রনাথের মতো এতো শোক দুঃখ ব‍্যথা পেয়েছেন কি আর কেউ? তবু তিনি ভেঙে পড়েন নি। কী অসীম প্রাণের স্ফূর্তি জীবনের প্রবাহে তাঁর।

    • @thebloggersayani
      @thebloggersayani 3 месяца назад +1

      Bidrohi Kavi Nazrul Islam ke vulben na plz. Tinio kom kosto pan ni. 🙏 Prottek er prokash, srijoni shakti alada ❤

    • @user-es7dn4ub1r
      @user-es7dn4ub1r 20 дней назад

      Rabindranath tumi omor!

    • @palashsikdar5538
      @palashsikdar5538 5 дней назад

      Michael ke janun...😮

  • @capishban
    @capishban 2 года назад +41

    রাস্তায় জ্যাম থাকলে, মানুষ যেভাবে সবাইকে( চিৎকার করে )এগোতে বলে, সেভাবে জীবনের ক্ষেত্রগুলোতে এগোতে বললে আজ পৃথিবী অন্যরকমই হোত 🙂

  • @prantotalukdar6987
    @prantotalukdar6987 2 года назад +17

    গান তো অবশ্যই অনন্য.....! আবার কিছু কিছু কমেন্ট ও এতো সুন্দর যে পড়লে গায়ে কাটা দেয়..!❤️

  • @user-es7dn4ub1r
    @user-es7dn4ub1r 20 дней назад +2

    ''He purno tobo...nai nai bhoy...'' best line of the song!

  • @TheUntamedZone
    @TheUntamedZone 2 года назад +35

    বাবাকে হারালাম একমাস হয়ে গেলো....তারপর থেকে প্রায় প্রতিটা দিন শুনে চলেছি তোমার গাওয়া এই গানটি..... রবি ঠাকুরের প্রশংসা করার দুঃসাহস আমার নেই। তিনি আমাদের সুখে-দুঃখে সব সময়ের সঙ্গী হয়েই আছেন। আমার প্রতিটি নির্জন মুহূর্তে এখন তোমার এই গান আমার কাঁধে রাখে বন্ধুর হাত। রোজ রোজ আপাত হাসিমুখে সাংসারিক ও কর্মজাগতিক সব কাজ সেরে নেওয়ার পর যখন আমার একলা বসে কাঁদার সময়,তখন বন্ধু হয়ে পাশে বসে তোমার এই গান। মাথায় হাত বুলিয়ে, চোখের জল মুছিয়ে দিয়ে বলে যায়, "আবার আসবো...."

    • @jhumpamukherjee8841
      @jhumpamukherjee8841 7 месяцев назад

    • @munmunduttamandal4830
      @munmunduttamandal4830 3 месяца назад

    • @trinomoysen7952
      @trinomoysen7952 2 месяца назад

      কী আশ্চর্য! আমিও বাবা হারানোর পর থেকে সময় পেলেই এই গান শুনি।

    • @beauty19705
      @beauty19705 8 дней назад

      আপনার এই কমেন্টে টা মন ছুঁইয়ে গেল।❤

  • @indranipaul7721
    @indranipaul7721 3 года назад +10

    গান টা শেষ হবার পর হঠাৎ আবিষ্কার করলাম দুচোখে জলের ধারা । অনবদ্য মেলবন্ধন । সত্যি রবি প্রতিভা অসীম!!!

  • @ayanghosh3059
    @ayanghosh3059 2 года назад +18

    আবারও শুনছি আর ব্যথার অনির্বচনীয় আনন্দে আমি কাঁদছি ! রবীন্দ্রনাথের গান আমার আশ্রয়।

    • @Aboni101
      @Aboni101 Год назад +1

      ❤ বাহ! দারুণ বলেছেন। আমারও আশ্রয় ।

  • @jayantamallick7076
    @jayantamallick7076 3 года назад +22

    এত প্রশান্তি!!! কি করে হয়!!! যতবার দু চোখ ফেটে জল আসে... এই গান টা শুনি আর মন টা শান্ত হয়ে যায়! আশ্চর্য্য!

    • @almamunh1451
      @almamunh1451 11 месяцев назад

      আসলেই তাই।

  • @jayantimajumdar1724
    @jayantimajumdar1724 4 года назад +43

    এমন 'অসীমে' উচ্চারণ আমি এই গানটিতে কোনোদিন শুনিনি,মন টা কেমন করে উঠলো ।প্রতিটি শব্দ ছবি হয়ে উঠলো আমার সামনে।
    অপূর্ব অনুভূতি,কতবার যে শুনছি!
    অন্তর গ্লানি সংসার ভার
    পলক ফেলিতে কোথা একাকার..

  • @jannatuljannat4007
    @jannatuljannat4007 4 года назад +227

    কিছু বিকেল ক্লান্ত হলে বোধহয় বেশিই ভালোলাগে,,তার সাথে যদি এমন কিছু গান হঠাৎ মাথা বদ্ধ করে রাখে তবে তো আরও বেশ।মারাত্মক ভাবে ভালো লেগেছে,,সত্যি, সত্যি, সত্যিই।।নিস্তব্ধতার আর অসারতার সঙ্গী হওয়ার জন্য তাই ধন্যবাদ অসীমে 🌼

    • @piyachakraborty16
      @piyachakraborty16 4 года назад +8

      Jannatul Jannat Anek dhanyabad

    • @piyalisaha8517
      @piyalisaha8517 4 года назад

      Kub sundr bolle...

    • @anitabiswas6954
      @anitabiswas6954 4 года назад

      মনের কথা এই ভাবে প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ 💜❤️❤️

    • @sharifujjamanmaruf1200
      @sharifujjamanmaruf1200 4 года назад

      Same fillings..

    • @jannatuljannat4007
      @jannatuljannat4007 4 года назад

      @@piyalisaha8517 ধন্যবাদ,কৃতজ্ঞতার ভাষায়।

  • @indranib1364
    @indranib1364 2 года назад +125

    When my restless soul needs peace I come to you.. I come to you...
    Every time.. Each time Life seems bitter..
    You have been my solace.. My resting pillow..
    I remain indebted to you Oh Poet! Oh Tagore..☮️🌼🙏🏽

  • @talhazubaer4517
    @talhazubaer4517 2 года назад +10

    এই গান টা কতবার শুনলে যে প্রান ভরবে জানিনা।
    এত পরিমিত আধুনিক এরেঞ্জমেন্ট অনুপম দা লাভ ইউ❤️
    এই কম্পোজিশন দিয়ে পিয়া দি কে চেনা ভালোবাসা রইলো এই অমৃতশুধা পান করার সুযোগ করে দিলেন

  • @luvuniloy
    @luvuniloy 4 года назад +8

    এই গানটা আমি কতবার যে শুনেছি তার হিসাব নেই। অসাধারণ গেয়েছেন, আর অসাধারণ প্রেজেন্টেশন। ধন্যবাদ অসীমে টিম, আর অনুপম দা কেও। ভালোবাসা নিও।

  • @jubaerhosshin6227
    @jubaerhosshin6227 2 года назад +9

    প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ ❤️🌺

  • @bhaswatibanerjee4757
    @bhaswatibanerjee4757 4 года назад +8

    রবীন্দ্র সংগীতের আধুনিক সংস্করণ আমার মন ছুয়ে যায়।এই গানের গভীরতা গায়োকি তে বিরাজমান।গলা টা ভীষণ রকম আকর্ষণীয়।যে কোনো ব্যক্তিকে মুগ্ধ করে দেবার মত।আরো গান শুনতে পেলে ভালো লাগবে।👌👍💖

  • @manishapaul6999
    @manishapaul6999 2 года назад +5

    যতবার গাই, গুনগুন করি ততবার ভেতর টা ফেটে যায়, চোখের জলে গলা ভেঙে যায়, গাইবো কি!!! সত্যি গানটায় এমন কিছু আছে যেটায় মনকে যেমন শান্ত করে, তেমন টাই মনকে বিচলিত করে, সব কিছু ছারখার করে দেয়😌😌, সত্যি কবি মহান, মহান তার সৃষ্টি🙏🙏 যেমন গাইকার গলা ও তার ভাব এতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে গানটি আর এক প্রাণ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুই জনকেই 🙏

  • @rubisengupta9295
    @rubisengupta9295 3 года назад +5

    কি দারুণ অনুভূতি, যতবারই শুনি হৃদয় স্পর্শ করে যায়। ভাষায় প্রকাশ করা অসম্ভব এই অনুভূতি।👌👌👌

  • @theclassroom4454
    @theclassroom4454 4 года назад +31

    বহুবার শুনেছি,আজ বাইশে শ্রাবণে আবারো শুনছি নতুন ভাবে , প্রতিবারেই তো তিনি চির নুতন

  • @nirmolroy5635
    @nirmolroy5635 Год назад +21

    আমার সবচেয়ে প্রিয় একটি ব্রহ্মসংগীত।
    এতোই ভালো লাগে যে প্রতিদিন প্রায় বহুবার এই গান শুনি।
    পিয়া দিদির কন্ঠে হৃদয় জুড়িয়ে যায়।

  • @swaralipibiswas
    @swaralipibiswas 3 года назад +6

    অন্তরগ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথা একাকার ...it hits different

  • @anjanghosh52
    @anjanghosh52 2 года назад +12

    আমি এই গানটি শুনে থাকি আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কে বিশেষ রূপে স্মরণ করার জন্য

  • @AnannaGhosh-uo2bv
    @AnannaGhosh-uo2bv Месяц назад +1

    গানটা হঠাৎ শুনতে ইচ্ছে হলো,,, চোখ দিয়ে যে জল কেন পড়ছে! 😅
    সত্যি সুন্দর গান এটা ❤️❤️❤️

  • @DestituteMaria
    @DestituteMaria 2 месяца назад +1

    মৃত্যু নেই,
    তাঁকে চাহিবার যে তীব্র ইচ্ছে, সেই ইচ্ছে চিরন্তন-অমর🙂🥀
    🌸🥀

  • @anindyamaity5027
    @anindyamaity5027 4 года назад +26

    মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ
    দুঃখ হয় হে দুঃখের কূপ,
    তোমা হতে যবে হইয়ে বিমুখ
    আপনার পানে চাই।....

  • @moujhuride9854
    @moujhuride9854 4 месяца назад +2

    অসাধারণ গায়কী আপনার। মন ভরে গেল। সুখে দুঃখে সবসময় রবি ঠাকুর আমাদের পথ দেখান🙏

  • @augostiuntuhinsarkar3026
    @augostiuntuhinsarkar3026 4 года назад +8

    গানটা শুনে ঈশ্বরের উপর বিশ্বাস আরো বেরে গেলো। অনেক অনেক ধন্যবাদ।

  • @jarintasnim825
    @jarintasnim825 7 месяцев назад +83

    এখন ও পিয়ার কমেন্টে "Pinned by Anupam Roy"..জ্বলজ্বল করছে
    আহা ভালোবাসা রে!! এত সহজে কেমন করে আমরা ভুলে যাই!?

    • @manjiabanti
      @manjiabanti 5 месяцев назад +1

      Sotti 😢

    • @manishabhattacharjee1963
      @manishabhattacharjee1963 3 месяца назад +1

      ভালো করে এই গানটাই শুনুন ! " কোথা বিচ্ছেদ নাই"....!

    • @zah936
      @zah936 3 месяца назад

      Han. Oi jonyo anupam o tar first wife k chhede eke biye korechhilo. Seta o tar love marriage i chhilo.

  • @parthasaha2688
    @parthasaha2688 3 года назад +10

    গত বছর করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আজ অবধি সবচাইতে বেশি সংখ্যকবার যে গানটা শুনেছি, তা আপনার কন্ঠে 'তোমার অসীমে মনপ্রাণ লয়ে...' ।
    বিশেষ করে লকডাউনের দিনগুলোতে গৃহবন্দী সারাটা সময়েই বৃদ্ধ মা বাবা কে নিয়ে উৎকন্ঠায় কাটানো প্রতিটা মুহূর্তে আপনার কন্ঠে রবীন্দ্রনাথের এই গানটুকু শক্তি জুগিয়ে গেছে আমায়, আজও যাচ্ছে!

  • @soniakhatun152
    @soniakhatun152 Месяц назад +1

    এই গানটা শুধু শুনি না,অনুভব ও করতে পারি প্রতিটি লাইন.....💙

  • @user-pf7wm9pr3u
    @user-pf7wm9pr3u 2 месяца назад +1

    রবীন্দ্র সংগীত মানেই অপূর্ব বিনোদন।গানের পাূন।ভালোবাসর বিরহ দূর করতে রবীন্দ্র সংগীত শুনুন।

  • @siblings4731
    @siblings4731 4 года назад +53

    অসাধারণ ...রবীন্দ্রনাথ ঠাকুর সত্যই শ্রেষ্ঠ, দুর্লভ... মানুষের প্রত্যেক আবেগ , অনুভূতি জন্য একটা গান রয়েছে ......

    • @rahul.7810
      @rahul.7810 4 года назад +1

      Kotha gulo ekdam thik..

    • @suvrabanik8587
      @suvrabanik8587 3 года назад

      ruclips.net/video/ixUMEzGYI_s/видео.html
      Ami kobita bolar try kriii...valo lagle subscribe like share krben

  • @shuvoSlense
    @shuvoSlense 4 года назад +5

    প্রেম, পুজার অসাধারণ সমন্বয়।
    লহ প্রণাম প্রিয় ঠাকুর❤

  • @Puja_Nath
    @Puja_Nath 3 года назад +16

    রবিঠাকুর এর সৃষ্টি চির শাশ্বত,এ কখনো ম্লান হবার নয় ❤

  • @taniamoon7398
    @taniamoon7398 2 месяца назад +1

    পিয়া চক্রবর্তী এতো সুন্দর গান! গুণী মানুষ।

  • @falgunimitu6367
    @falgunimitu6367 4 года назад +5

    মনে হল হৃদপিন্ড বেয়ে সমস্ত শরীরে একটা ধারা বয়ে গেল। নিজের মৃত ঠাকুমার কথা মনে পড়ে গেলো হঠাৎ। গানটার যন্ত্রানুষঙ্গ শুদ্ধ, পরিমিত। পিয়াদি তে মুগ্ধ হলাম!

  • @anitadatta1303
    @anitadatta1303 4 года назад +7

    এ ধরনের কণ্ঠ মনকে ছুঁয়ে যায় এবং মনের মধ্যে একটা মাতৃ স্পর্শ হিসেবে কাজ করে ।

  • @bewithreality.7247
    @bewithreality.7247 Месяц назад +2

    সত্যিই “প্রেম, মৃত্যু ও স্মৃতিচারণ - এই তিনের মেলবন্ধনে এই গান”। খুবই সুন্দর।

  • @DebjaniChakraborty_....._
    @DebjaniChakraborty_....._ 3 года назад +12

    হৃদয়ের গভীরে গিয়ে কেমন একটা ভয়ংকর আনন্দদায়ক আঘাত লাগে 💖💕💗

  • @krishnaghosh300
    @krishnaghosh300 7 месяцев назад +5

    শিল্পীর প্রতি যথোচিত সম্মান দেখিয়েই বলছি এই গানটিতে Rezwana 'The Best'(অবশ্যই আমার মতে)

  • @rahul.7810
    @rahul.7810 4 года назад +5

    Khub bhalo laglo....apnar kach theke aro gaan shonar apekhay roilam...apnar r anupam dar jonno roilo anek subbecha.....

  • @sanchita89
    @sanchita89 2 года назад +5

    গানটা শুনতে শুনতে কতগুলো দিন পেরিয়ে গেল🍁....তবুও ভালোলাগাটা আজও প্রথমদিনের মতোই আছে ...খুব পছন্দের গান 😌

  • @SumitBoseSNB
    @SumitBoseSNB 4 года назад +8

    একবার কোথাও একটা শুনেছিলাম দাদা নিজে একটু দূরত্ব বজায় রেখে চলে রবীন্দ্র সঙ্গীত থেকে কিন্তু এই উপস্থাপনাটি তা ভুল প্রমাণ করলো...... অনবদ্য 😍

  • @srikrishnamondal5850
    @srikrishnamondal5850 4 года назад +15

    তোমার গানে একটা অন্য রকমের ভালো লাগা পাই বারবার 💐🙏❤️

  • @nabanitasarkar4813
    @nabanitasarkar4813 4 года назад +58

    ভীষণ ভাবে ছুঁয়ে গেল গানটা। অসম্ভব সুন্দর গায়কী।

  • @baishakhidass
    @baishakhidass 2 года назад +4

    এটা আর কতবার শুনলে মন ভরবে জানা নেই!!

  • @microgreenhouse
    @microgreenhouse Месяц назад +1

    Thank you for sharing. Beautiful presentation.

  • @arkadas9539
    @arkadas9539 9 месяцев назад +10

    রবীন্দ্রসঙ্গীত বাঙালির আবেগ। যতই আধুনিক গান আসুক রবীন্দ্রসঙ্গীতের জায়গা কেউ নিতে পারবে না ❤

    • @palashsikdar5538
      @palashsikdar5538 5 дней назад +1

      Ta abr hoy naki....
      Dal vaat bangalir tripti,temni rabindrasangeet O.....
      😅

    • @arkadas9539
      @arkadas9539 5 дней назад +1

      @@palashsikdar5538 hmm setai to ❤️

  • @subhabhoumik1755
    @subhabhoumik1755 4 года назад +6

    সারা দিনের Journey এর পর তোমার এই গানটা আমার সব ক্লান্তি দূর করে দেয়।।। Thanks for this wonderful medicine....

  • @nilufarpanna1110
    @nilufarpanna1110 7 месяцев назад +3

    এটাই চির সত্য। "জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।" 5:23 😊

  • @anganarooj8444
    @anganarooj8444 4 года назад +3

    আমার ভীষণ প্রিয় গান...এতো সুন্দর কণ্ঠ, চোখ বুজে অনুভব করলাম... আরও অনেক অনেক গান শোনার অপেক্ষায় রইলাম।।

  • @dishachatterjee619
    @dishachatterjee619 4 года назад +34

    এক অদ্ভুত শান্তি ❣️,আরো চাই

  • @adhfhotameye
    @adhfhotameye 3 года назад +6

    পিয়া দি অসম্ভব সুন্দর মনের মানুষ... আর গানটি সত্যিই খুব সুন্দর ♥️

  • @shahiomranrahat
    @shahiomranrahat 8 месяцев назад +1

    গানটার প্রতি মায়া আরও বাড়িয়ে দিয়েছেন শ্রদ্ধেয়া।
    কেমন যেন ঐশ্বরিক অনুভূতি পাই।

  • @jayantasarker4603
    @jayantasarker4603 3 года назад +1

    পিয়া আর অনুপমকে অভিনন্দন ও অভিবাদন এই অভুতপুর্ব উপস্থাপনায় পুলকিত করবার জন্য। আধারে রবিকে শ্রদ্ধার সাথে মনে রেখেছি

  • @PhysicsMentorbd
    @PhysicsMentorbd 3 года назад +4

    অনুপম ভাই, আপনার গান অনেক ভালো। আপনার সব কিছু অনেক ভালো হোক। কলকাতার ভাই বোনরা যে সাংস্কৃতিক সেবা দিয়ে যাচ্ছেন আমরা তার জন্য কৃতজ্ঞ।

  • @nibeditaghosh8387
    @nibeditaghosh8387 3 года назад +3

    এতো সুন্দর করে তুমি গানটা গেয়েছো যে, যতবার শুনি তত বার আবার শুনতে ইচ্ছে করে

  • @tamannaislam4148
    @tamannaislam4148 7 месяцев назад +1

    ভালোবাসা এভাবে কেনো বদলায়! শেষ বেলায় অনুভূতিগুলোর জন্য আফসোস হবে? হবেই হবে!

  • @arifasultana853
    @arifasultana853 Год назад +2

    এই গান টা যতোবারই শুনি নিজেকে গভীরভাবে অনুভব করতে পারি।সবসময় ফেভারিট 😍

  • @md.mamunquader5515
    @md.mamunquader5515 4 года назад +4

    আহা!!! অসাধারণ সুন্দর গায়কী।
    প্রাণ জুড়িয়ে গেল।
    Commendable.❤💙💚💛💜
    শিল্পীর জন্য অনেক শুভকামনা।

  • @CAZZProduction
    @CAZZProduction 4 года назад +16

    গলা প্রাণ ছুয়ে দেয়, বহু দিন বাদে এসেছে গান, মনে একটা আক্ষেপ ছিল, প্রায় 11 মাস হয়ে গেল, নতুন গান এলো না, কিন্তু শোনার পর মন জুড়িয়ে গেল, এই গানটা রবীন্দ্র গানের পাতায় যুগের পর যুগ স্বর্ণাক্ষরে গেঁথে থাকবে.

  • @rupkathasengupta4071
    @rupkathasengupta4071 Год назад +2

    আমি যতবার এই প্রানপুরুষের তৈরি করা হৃদয় জুড়ানো গানটি এই দিদিভাই টির কণ্ঠে শুনি, ঠিক ততবারই যেন আমি মোহিত হয়ে দিব্য জ্যোতির সন্ধানে পিপীলিকার ন্যায় অবকাশে ভেসে বেড়াই।।🌼💚

  • @MsGitalakshmi
    @MsGitalakshmi 7 месяцев назад +4

    Ms. Pia Chakraborty . .who she is Never known to so many people like me. For the shake of Mr. Parambrata's new marriage and media info which is the source of gossip related entertainment (you tube)to us in our busy work break, the lady is under lime light. The performance is touching. . .poor Rabindranath! is still the best shelter to touch the heart of world of I-phone. .cloud system.

  • @sandipanc
    @sandipanc 4 года назад +5

    মুগ্ধতায় হারিয়ে গিয়েছিলাম ৫:৩০ মিনিটের জন্য। ঘোর কাটছে না। 🙏🙏🙏

  • @tanin636
    @tanin636 3 года назад +246

    ধর্ম গোত্র নির্বিশেষে স্রষ্টার কথা মনে করাতে বাধ্য।

    • @soumyamukherjee02
      @soumyamukherjee02 3 года назад +2

      মানে বুঝলে অবশ্য 🙄

  • @rabindrahaldar3722
    @rabindrahaldar3722 3 месяца назад +1

    মনে যত শোকতাপ ছিল, সব যেন ধুয়ে গেল ৷

  • @tashnimanni1568
    @tashnimanni1568 5 месяцев назад +1

    গান শুনে অজান্তে চোখে জল এলো,,,, আক্ষেপেই বেঁচে থাকা।

  • @tanniraninandi5681
    @tanniraninandi5681 3 года назад +5

    যেমনি অসাধারণ রবিঠাকুরের রচনা তেমনি চমৎকার কন্ঠ!অন্তরস্পর্শী সব মিলিয়ে। আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকুন সবসময় ❤️❤️😍

  • @ShashwataMazumder
    @ShashwataMazumder 4 года назад +5

    গানটা হৃদয় কে ছুলো 🌻
    অনেক প্রনাম ও ভালোবাসা

  • @smaronikasaha8154
    @smaronikasaha8154 3 года назад +1

    এক কথায় অপূর্ব, রবীন্দ্রসংগীতে একটা আলাদাই মাধূর্য আছে,

  • @priyachatterjee7294
    @priyachatterjee7294 4 года назад +4

    Ki sundor Gaile...khub valo laglo go.😘😘

  • @Martial_Artist1988
    @Martial_Artist1988 4 года назад +5

    অপুর্ব গান অপুর্ব গলায় ফুটে উঠেছে 👌👏👏👏আজ থেকে আমি তোমার একজন শ্রোতা হলাম...☺☺পিয়া দিদি..... আমার মনে হয় তোমরা দুজনেই OLD SCHOOL ভেতর থেকে ☺☺....আমার প্রনাম নিও... আমি তোমাদের দুজন কেই খুব শ্রদ্ধা করি..।।।।.উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে আমি উত্তম

  • @shahrupjalal6353
    @shahrupjalal6353 4 года назад +2

    ভাবছি , এতো মাধুর্যপূর্ণ কণ্ঠ, মর্মছোঁয়া বাণীর বিস্তার কী করে হয় ! ..... অচিনপুরবাসী চির নতুন চির পুরনো তোমাকে চাইতে বুঝতে ভালবাসতে শেখার সেই শুরু থেকে আজো অব্দি যত দ্বিধা , শাখের করাত আমায় হেনেছে ততোই 'তোমার অসীমে'র কাছাকাছিই যেন এসেছি । এই দূরত্ব --- আগে রাগ হতো , এখন আর হয় না ।

  • @dolonchapabhattacharyya5386
    @dolonchapabhattacharyya5386 4 года назад +6

    Mesmerizing voice texture. Soul soothing. R o sunte chai. Eto Shanti gayokee te

  • @Banerjeeswati
    @Banerjeeswati 3 года назад +6

    এত মন প্রাণ দিয়ে গানটা গেয়েছো যে গায়ে কাঁটা দিয়ে উঠলো... অসাধারণ ❤️🙏

    • @suvrabanik8587
      @suvrabanik8587 3 года назад

      ruclips.net/video/ixUMEzGYI_s/видео.html
      Ami kobita bolar try kriii...valo lagle subscribe like share krben

  • @DebayanRoy99
    @DebayanRoy99 4 года назад +4

    সে ছেড়ে চলে গেছে সবার অলক্ষ্যে আজ অনেক বছর হলো।আপনার গান আমাকে তার আজ অনেক কাছে নিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গানটার জন্য।

    • @piyachakraborty16
      @piyachakraborty16 4 года назад +1

      Debayan Roy অসংখ্য ধন্যবাদ।

  • @swarupchanda6380
    @swarupchanda6380 2 года назад +1

    "Atuloneeyo upohar" Rabindra sangeet anugamee der janyo Piya di. Dhanyobad Anupam sir ebong Piya di.

  • @mandiradas8094
    @mandiradas8094 3 года назад +2

    সময়ের চাকা ঘুরে চলেছে কিন্তু এই গানটা শুনলে আজও আমি তাকে আমার কাছেই অনুভব করি

  • @BabyNoor1
    @BabyNoor1 Год назад +3

    Beautiful wordings beautiful singing touch my heart. My mami who used to sing Rabindrasangeet when I first time visit Bangladesh in 1973 she taught me ( shay din Amay bolay cheelay) now I can learn from your Rabindrasangeet. Thanks

  • @preearoy
    @preearoy 4 года назад +12

    এই গানটা মন শান্ত করে দেয় ❤️
    Piya Di, eagerly waiting for the next.

  • @SaimaKhan-tn1kf
    @SaimaKhan-tn1kf 3 года назад +2

    অসাধারণ সুর
    অসাধারণ কথামালা
    অসাধারণ উপস্থাপন !!
    অনেক অনেক ভালোবাসা সবার জন্য।

  • @Henribins
    @Henribins 8 месяцев назад +1

    যত বার তার সাথে ঝগরা করি , তত বারই ভেঙ্গে পরি , আর ছুটে আসি এই গান টা শুনতে , বিশ্বাস করেন ভাই ততবারই মনে হয় নতুন করে বাচার আগ্রহ বেড়ে যায় , রবিন্দ্রনাথ ঠাকুর এই গান টা এমন ই একটা প্রেক্ষাপটে বানিয়ে ছিলো ... হেম কে উদ্দেশ্য করে । সৃষ্টিকর্তার কাছে নিজেকে সোপর্দ করলেই সব কিছু ঠিক হয়ে যায়।
    অসাধারণ এক মন্ত্র এইটা আমার কাছে ,

  • @isratjahan5711
    @isratjahan5711 4 года назад +5

    বারবার শুনি..মুগ্ধ হই..

  • @riyankadas8437
    @riyankadas8437 4 года назад +4

    বিগত কদিন ধরে এই গানটা শোনা নিয়ম হয়ে গেছে যেন ... ভিতরটা ছুঁয়ে যায় যতবার শুনি গানটা ! অসাধারণ .. পিয়া দি ভীষণ ভালো গেয়েছো গো !

  • @trishaofficials.m4416
    @trishaofficials.m4416 Год назад +1

    রবীন্দ্র সংগীত আমি ছোট থেকেই শিখেছি,হয়তো অতোটা ভালো গাইতে পারি না,কিন্তু বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে গান গুলোর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই বেড়ে গেছে।💓

  • @SaimaKhan-tn1kf
    @SaimaKhan-tn1kf 3 года назад +1

    ভালোবাসা অনুপম রায় !!
    সুন্দর একটা গানের ভিডিও উপহার দেয়ার জন্য। কথাটা অনেক দেরি করে ই বললাম ... এই গান টা বহু আগে থেকেই শুনি। চমৎকার !!

  • @Bfine
    @Bfine 4 года назад +11

    গানটা শোনার পর মনে হল আমার না মন খারাপ ছিল...
    অনেক সুন্দর একটা শান্ত গান...
    ধন্যবাদ অনুপম দা...

  • @samali108
    @samali108 4 года назад +40

    I fell in love with this song almost 70 years ago and I still cannot resist listening to it when ever I find one uploaded. The voice is very appealing that made the song even sweeter.

    • @ileeshmach
      @ileeshmach 3 года назад +3

      Wow !! What's nice is your welcoming attitude to the newness in the old. Kudos to you!

    • @dr.prabhakarmaurya1274
      @dr.prabhakarmaurya1274 2 года назад

      Wow!!!

  • @jasmineflower6570
    @jasmineflower6570 7 месяцев назад +1

    আমার মা বাবার মৃত্যুর পর থেকে এই গানটা যেন আমার সঙ্গী। কাঁদলেও বড় আপন এই গানটি আমার

  • @md.rejaulhossinemon2644
    @md.rejaulhossinemon2644 2 года назад +2

    এতো সুন্দর 💗
    আমি এই গানের কথায় আটকে গেছি।
    স্রষ্টাকে ভালবাসি 🤍🤍

  • @sakilparvez1283
    @sakilparvez1283 4 года назад +29

    অসাধারণ, মনটা ভালো হয়ে গেলো। এতো গভীরতা আর অনুভূতি ❤️

  • @sjm9693
    @sjm9693 4 года назад +4

    অনবদ্য।❤️
    কবিগুরুর লেখনীর সাথে গায়কী justify করেছে ভীষণ সুন্দরভাবে।🥰
    অনেক ধন্যবাদ।😊

  • @subhro4202004
    @subhro4202004 3 года назад

    Bah! Ganer madhyey je akuti seta amar mone chuye gelo. Ar tai ei gaan ta te Piya amader ekta uttoroner pothe niye jai. Stay blessed.

  • @sreedyutichakraborti485
    @sreedyutichakraborti485 4 года назад +2

    Aro chai..aro aro aro dao gan..vore dao mor mon pran..khub sundor laglo..

  • @maverick_mousam
    @maverick_mousam 4 года назад +4

    আহা! কি অনবদ্য আয়োজন! চোখ বুজে শুনলাম অনেক বার!